চালের দাম বারছে কেন।। Why is the price of rice falling?
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- মোড়ক বদলালেই বেড়ে যায় দাম মিলমালিক ও করপোরেট কোম্পানিগুলোর চাল নিয়ে চালবাজি এখন প্রকাশ্যে। খুচরা বাজারে সরু চাল ৭১ থেকে ৭২ টাকা কেজী বিক্রি হলেও ঐ চালই মোড়ক পাল্টিয়ে পলিপ্যাকেটে বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাক। অর্থ্যাৎ মোড়কের পরিবর্তনেই চালের দাম বেড়ে যাচ্ছে ৮ থেকে ১০ টাকা। মিলমালিক ও করপোরেট কোম্পানিগুলোর অতি মুনাফা লাভের প্রবনতায় অস্থিরতা কাটছেনা চালের বাজারে।
দেশের মানুষের প্রধান খাদ্যপন্য চাল নিয়ে বহুদিন ধরে চলছে চালবাজি। বর্তমানে মোটা ও সরু চালের দাম বেড়েছে অসহনীয় পরযায়ে। কুষ্টিয়ার খুচরা বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭১ থেকে ৭২ টাকা কেজী দরে। ঐ একই চালই বড় বড় মিলমালিক ও করপোরেট কোম্পানিগুলো মোড়ক পাল্টিয়ে পলিপ্যাকেটে বিক্রি করছেন ৮ থেকে ১০ টাকা বেশী দামে। অর্থ্যাৎ একই চাল মোড়কের পরিবর্তনে ৭১ থেকে ৭২ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা দামে। আধুনিক বিপনন পদ্ধতিতে এসব প্রতিষ্ঠান আকর্ষনীয় মোড়কে বেশী দামে চাল বিক্রি করে লুটছেন অস্বাভাবিক মুনাফা । দেশের শীর্ষ স্থানীয় করপোরেট কোম্পানি ও মিলমালিকদের অতি মুনাফা লাভের প্রবনতায় অস্থিরতা কমছেইনা চালের বাজারে।
You mean to why is the price of rice rising?