নমস্কার স্যার আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমিও এই বারোমাসি সজনা চাষ করতে চাই আপনি যদি স্যার আমাদেরকে বারোমাসি সজনা বীজ জোগাড় করে দিতে পারলে খুব ভালো হয়
যদি বেনেভিয়া না কেনা হয় তাহলে ওটা কিনবেন না ওর পরিবর্তে ভোলিয়াম ফ্লেক্সি দশ লিটার জলে আট মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিন দিন ছাড়া ছাড়া তিন বার। আর যদি বেনেভিয়া কিনে থাকেন তাহলে বেগুনের জন্য দশ লিটার জলে 12 মিলি মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া দুবার।
ঐ ফুলের উপরে টাটা মাষ্টার অথবা রিডোমিল গোল্ড দশ লিটার জলে পনের গ্রাম সেই সঙ্গে মিরাকুলান সাত মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে চার দিন ছাড়া ছাড়া তিন বার।
কাকু ধানের আলে কিছু সজিনা লাগাব, কিন্তু সমস্যা হচ্ছে লাগানোর 1 বছর পর কী জলসেচ দিতে হবে। দেশি সজিনা গাছে একটু বড়ো হলে জলের প্রয়োজন হয় না । পুরুলিয়া থেকে।
দেশী সজনে বছরে মাত্র একবার হয় । হাইব্রিড সজনে বৎসরে তিনবার হয় , কিন্তু জল দিতে হবে তোমাদের ওখানে তো তাপমাত্রা অনেক বেশি। ফুল নাও থাকতে পারে, সেই জন্য দেশী সজনে লাগানো ভালো ও নিরাপদ।
আমি অনেক, অনেক দিন হলো ওখান থেকে চলে এসেছি। ওই দোকানের ব্যাপারে আমি আর কিছুই বলতে পারবো না। মনে হয় পাওয়া যাবে না। আমি অনেক চাষীদের বিনামূল্যে দিয়েছি।এখন আর বীজ নেই।
পশ্চিম মেদিনীপুর থেকে ফকির পলমল বলছি আমার নারকেল গাছের গন্ডার পোকার জন্য আপনি যেমন বলে ছিলেন তেমন করেছি কিন্তু ২/৩ দিন বাদে আবার কেটে দিচ্ছে সেই জন্য ভাবছি কিছু কাঁঠাল বসাবো। সজিনা১২০ পিস বসানো আছে। লাল বালি মাটি বারোমাসি কোন জাত বসালে ভালো হবে জানা বেন। এমনি অনেক খতি হয়ে ছে আরো এক বছর নষ্ট করতে চাইনা। আপনার সুস্থ কামনা করি।সপরিবারে ভালো থাকুন।
কম দামের ওষুধ chloropyriphos প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দেবেন পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার। আমাদের এদিকে ডার্সবান , করোবান, ধনুষবান এই সব নামে পাওয়া যায়। যে কোনো একটা কিনবেন।
অনাথ বাবু নমস্কার। আমি আপনার ভিডিও আমি রোজ দেখি আমি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে বলছি। আমি সজিনা চারা বসাতে চাই। ODC-3, PKM-1, ARJUN এগুলোর মধ্যে কোনটা বসালে জানুয়ারি র অগ্রিম বাজারটা ধরা যাবে..?
ধন্যবাদ🙏💕 স্যার ওই বয়সে ও চাষবাস করা যাই দেখে মনে সাহস বাড়লো। স্যার পুরানো পুকুর অনেক টাই বড়ো এই বছর মাটি কাটা হয়েছে কিভাবে তৈরী করবো একটু জানাবেন। আপনি এক কাঠায় কতো কি পরিমাণ খোলসার লাগবে একটু জানাবেন আমি চালাই মাছ চাষ করবো।
ঐ পুকুরে এক বস্তা 45 কেজি মহুয়া খোল ও কুড়ি কেজি সরিষার চটি খোল ও দশ কেজি সিঙ্গল সুপার ফসফেট ,দুকেজি ইউরিয়া সার ও পটাশ সার এক কেজি খুব কম জলে ছড়িয়ে দিন। বৃষ্টিতে পুকুরের জল বাড়ুক একমাস পরে বিঘাপ্রতি 33 শতক পুকুরে 1200 পিস মাছ ছাড়বেন।
স্যার আমার শশা গাছের বয়স 45 দিন গাছে সব পুরুষ ফুলে ভরা স্ত্রী ফুল নেই 5 দিন হল বুস্টার3 spray করেছি কিন্তু কিছু হয়নি । এখন আমার কি করনীয় আমি সিঙ্গুর থেকে বলছি। স্যার উত্তরটা পাবো বললে ভালো হয় , স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
জুন এর ২১তারিখ সবচেয়ে বড় দিন। তারপর থেকে আস্তে আস্তে দিন ছোট হতে থাকে। এই দিন থেকে ৭ দিন আগে এবং ৭ দিন পরে সশা গাছে বেশির ভাগই পুরুষ ফুল ফুটে। আরো ৪/৫দিন ধৈর্য ধরেন সশা আসবে।
Sir nomskar.. pornam neban. Sir amader falta harindanga r kacha kachi kothay valo baromasi nojina dana pabo..? Jodi aktu bolan sir. Dokan ar name and location ta aktu bolban..
খুব নিম্ন মানের দানাশষ্য এইসময় চাষ করতে হবে। সাধারণত যেখানে অন্য কোনো ফসল ভালো হয় না । অথবা জমি পড়ে থাকে সেই সব জায়গায় এই চাষ করা হয়। ফসল বিক্রি করার সম্প্রতি আছে। অন লাইনে কিনতে পারেন।
ঐ জমির চারপাশে গাছ বসালে ভালো হয়। মাঝখানে অন্য ফসল চাষ করা যাবে। আর যদি অন্য জায়গা থাকে তাহলে পুরো জমিতে ঐ গাছ বসাতে পারেন।33 শতক জমিতে 270টি গাছ বসাতে পারেন। 7ফুট বাই 7 ফুট দূরে দূরে বসাতে পারেন।
গাছের ডাক্তার বাবু বীজ বা চারা পাবো কি করে বা কোথায় , শিয়ালদার বৈঠকখানা বাজারে পাওয়া গেলে , ভালো হয়। আগে টাটা কোম্পানীর যে সারের ওপর ভিডিও আপলোড করেছিলেন , সেই সার কলকাতার কোথাও পাওয়া যায়না। এই কথা ওই কোম্পানীর সেলসম্যান জানিয়ে ছিলেন। সেই কারনে খাটো জাতের Moringa বা সজনের চারা পেলে তো ভালই হয়। না পেলে বীজ। কলকাতায় অনেক নার্সারী খাটো জাত বলে এই সজনের চারা বিক্রী ও করছে। শেখরপুরের, Mukherjee Horticulture Farm এর সুভাষ বাবু ও তার ছেলে, সোমনাথ এর কাছে গাছ , মাটি ,ভার্মি আর গাড়ি ভাড়া বাবদ , আমার ১১০০০/- হাজার টাকা জলে গেছে। মাটির বস্তার দাম নিয়েছে ২৫০/- টাকা প্রতি বস্তা × ৩ বস্তা = ৭৫০/- টাকা , এখানেই মেরে দিয়েছে। মাটি দেখলে , আপনিও অবাক হবেন। ভার্মি দেখলে , ওটা ভার্মি না এঁটেল মাটির ডেলা তাও বুঝতে পারবেন না। এই নার্সারী মালিক ও ছেলের মুখে মধু ঝরে, কিন্তু , পুরো চিটিং বাজী করে। সেই দুঃখের কথা আপনার এই চ্যানেলের মাধ্যমে, আপনার সাবস্ক্রাইবার ও বাকী দের সতর্ক করলাম। এই রকম বহু নার্সারী ফাঁদ পেতে রেখেছে , ইউটিউবের দের দিয়ে অর্থের বিনিময়ে ভিডিও বানিয়ে , ইউটিউবে আপলোড করে, লোক ঠকিয়ে চলেছে। ধন্যবাদ জানবেন।
(১)বারো মাস সজনে বীজের কেনার জন্য কোম্পানির ওয়েব সাইডের link যদি দিয়েদেন তাহলে খুব ভালো হয় । (২)একটি সজনে গাছ থেকে আর একটি দূরত্ব কত রাখা উচিত ? খুব উপকৃত হবো জেঠু ।
কাকু আপনি বলেছেন বেগুন 7 দিন ছাড়া ছাড়া ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক স্প্রে করতে হবে। জমি থেকে প্রতিদিন যদি 1 কুনটাল বেগুন উঠে তাহলে কখন স্প্রে করব। গাছে স্প্রে করার পাঁচ দিন পর ফসল বিক্রি করতে হয়। এই সমস্যার সমাধান দেন কাকু।
স্যার ভালো থাকবেন।খুব ভালো চাষ ।আমার দুই টি গাছ আছে
ধন্যবাদ জানাই,
আর এই ভাবে এগিয়ে চলুন।
Beautiful line . Sir nomoskar neben KHUB Valo laglo. Jay kisan Jay jagannath
আপনাদের ওখানে এই চাষ করা যাবে না ?
আমার মনে হয় খুব ভালো ফলন হবে।
সার, এর ডাল কেটে বসাবো, না দানা থেকে চারা করতে হবে।
যেমন আপনার ইচ্ছা
আমার ODC3 তে প্রচুর ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না
দাদা আমার সজনে গাছ আছে কিন্তু ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না কি কারণে কি দিলে ফল আসবে আপনি দয়া করে বলবেন ।
ভালো লাগল জেদ্দা থেকে দেখছি ধন্যবাদ জানতে পেরে
বাড়িতে যদি ঐ চাষের সুযোগ থাকে তাহলে অবশ্যই অবশ্যই চাষ করতে পারেন।
এটা অলস লোকের চাষ।সব সময় লেগে পড়ে থাকতে হয় না। অবহেলা তেই
ফসল হবে।
দাদা ভাই,,, এখানে সব থেকে ভালো ফলন হয়,,, রোহিত ওয়ান,সজিনার জাত,,, ভালো থাকবেন,,
দাদা আপনার কাছে অনুরোধ আমার সজনা গাছ 400 পিস আছে 12 মাস ফুল আসছে ফল কোন মতে বসাতে পারছি না একটা ওষুধের নাম বলে দাও
খুব ভালো লাগলো স্যার।
ধন্যবাদ জানাই।
এগিয়ে চলুন এই কামনা করবো।
Sir আমার ODC3 তে ফল আসছে না কি করবো একটু বলবেন স্যার?
REPOL Polypropylene (Reliance) চুনের বিকল্প হিসেবে জমিতে দেওয়া যাবে স্যার ?? জানাবেন.....
বীজের চারাতে ভাল ফল পাচ্ছি না। ODC-3 র ভাল ফল ধরা গাছের ডাল সংগ্রহ করে লাগালে কি ভাল ফল পাওয়া যাবে?
Sir bolun
ধন্যবাদ স্যার । দেখলাম । আমিও বাড়ীতে করেছি। ভাল থাকুন, সুস্থ থাকুন ।
চলুন এই ভাবে সকলকে নিয়ে এগিয়ে চলি।
স্যার, টবের মাটিতে ফুরাডন প্রয়োগের কমপক্ষে কতদিন পর থেকে টবের গাছের ফল খাওয়া নিরাপদ। স্যার, জানাবেন প্লিজ।
Kaku ami badha kofir chara diye chilam seedling tra te 10din holo cocopit r varmi compose diye but Akhon sob dhole porche gora poche. Ki korbo.🙏🙏🙏🙏😂😂😂
বিজ পাওয়ার উপায় কি
Sir amader falta block a jol jomi te july august mas a dhan chara onno kichu ki chas kora jate para?
ধান ছাড়া
অন্য ফসল চাষ করতে পারবেন না।
Seed kothai pabo sir???
ফলন দেখে ভালো লাগলো।
সত্যি ওখানে গিয়ে নিজের চোখে দেখে এলে খুব খুব ভালো লাগবে।
নমস্কার স্যার আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমিও এই বারোমাসি সজনা চাষ করতে চাই আপনি যদি স্যার আমাদেরকে বারোমাসি সজনা বীজ জোগাড় করে দিতে পারলে খুব ভালো হয়
Amar o same
Ai sojna chash Ami karte chai ki kare pabo
ODC 3 আমার কাছে বীজ আছে, 100 টা গাছ আষাঢ় মাসের 1ম সপ্তাহে লাগিয়েছি ফুলের কুঁড়ি এসেছে। সাঁইথিয়া, বীরভূম।@@mizanurrahaman4825
@@mizanurrahaman4825আমার কাছে ODC 3 বীজ রয়েছে, 150 টা গাছ আষাঢ় মাসের 1ম সপ্তাহে লাগিয়েছি বারো মাসি সজনে 3 মাসের মধ্যেই ফুলের কুঁড়ি এসেছে। বীরভূম থেকে বলছি।
স্যার কেমন আছেন??
এই সময় কি বিজ বসা তে পার বো??
Sir gonga sagor thaka bolchi.akanar mati atal.borsai fulkofi na bada kofi chas korbo
বাঁধা কপি চাষ করবেন।
45 /50দিনের চারা বসাবেন
তাহলে বৃষ্টি তে
মারা যাবে না।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য।
স্যার Benevia বেগুন গাছে কত করে দেব।
যদি বেনেভিয়া না কেনা হয়
তাহলে ওটা কিনবেন না ওর পরিবর্তে
ভোলিয়াম ফ্লেক্সি দশ লিটার জলে
আট মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
আর যদি বেনেভিয়া কিনে থাকেন তাহলে
বেগুনের জন্য দশ লিটার জলে 12 মিলি মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া দুবার।
স্যার,,, গত বছর আমি বেশ কয়েকটা ODC -3 প্রজাতির গাছ লাগিয়েছি। প্রচুর ফুল আসছে কিন্ত ফল আসছে না। কি করণীয়?? গাছগুলোর বয়স এক বছর দুই মাস।
ঐ ফুলের উপরে টাটা মাষ্টার অথবা
রিডোমিল গোল্ড দশ লিটার জলে পনের
গ্রাম সেই সঙ্গে মিরাকুলান সাত মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে চার দিন ছাড়া ছাড়া তিন বার।
Sir agam badakofi chas korbo.ki bij koba bunbo
খুব ভালো বীজ হলো
রয়েল ক্রস জাত।
sir apni baluni ke jater bej nsbo are link jodi dia den valo hoy
অন লাইনে ODC - 3 জাত কিনতে পারেন।
Sir akhon sasa Chas korbo.. Desi sasa kon company beej chas korle valo falan pabo
রাজমাতা ও
টাইকোজিন 7 স্টার জাত চাষ করতে পারেন ।
Sir kon jater seeds ropon korle valo hoy alipurduar distik theke bolci
ODC 3 জাত।
Sir আমারও ওডিসি 3 জাতের সজিনা গাছ গত বছর নভেম্বর2022 এ গাছ রোপন করেছিলাম এখনো অব্দি ফুল-ফল কিছুই আসছে না
এখন কি করব
গাছের গোড়ায় পুকুরের পাঁক জল ব্যবহার করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই আসবে।
@@farmingadviseranathhalder7579 ok
Sir ! Je kono fol gacher kolom korar somoy khol pocha ki ditei hobe ?
R jadi deowa hoy tahole seta koto diner pochiye dite hobe ?
কলম করার সময় খোল পচানো জল ব্যবহার করতে হবে না।
অন্য সময়ে চারদিন খোল পচানো জল ব্যবহার করবেন।
Bha khub sundor hoyeche. Kaku barir jonno duto gach lagbe, 5/10 ta dana pawar ki kono upai ache? ( Oi vlo jat er dana ta chai)
Chandan er gach lagiyeche 5:21 Or bisoy a kichu bolun, eta to akhon Legal tow loke ei bisoy a bolte voy pai kno?
আচ্ছা পরে জানাবো
@@farmingadviseranathhalder7579 dhonyobad
সজনে গাছ কাটার পর নতুন শাখা গজাল তারপর এমনি এমনি শুকনো হয়ে যাচ্ছে। এটির কারণ কি স্যার জানাবেন।
Sir aman dhane all win top plus 12%chilated zink deoa jabe jodi jai kotobar debo
ধান রোয়া হয়ে গিয়েছে ?
এই ধান কি আউশ ধান ?
যদি হয় তাহলে দশ দিন ছাড়া দুবার ব্যবহার করবেন।
@@farmingadviseranathhalder7579 sir akhono lagaini amon dhan sir
Sir macher akta best beans variety bolon setkale lagabo
আর 45 / 50 দিন পর PUMA জাত
মাচার বিন কড়াই চাষ করবেন।
খুব খুব ভালো ফলন পাবেন।
আমার জানা সেরা জাত।
Thank you sir 🙏
স্যার, আপনার ভিডিও দেখে খুব উপকার হয় চাষী ভাইদের ।
এই সজনে গাছের চারা কোথায় পাবো বললে উপকার হত ।
ধন্যবাদ
Bollen na to!
স্যার এখন দানা বসানো যাবে
Sir 1458 to pachi na.3150 acha ota kamon hoba please bolban
ভালো হবে সেই সঙ্গে 3682
জাত ও চাষ করতে পারেন।
গোড়াতে জন জমলে কী অসুবিধা হবে? মানে কি রকম জমিতে চাষ মধ্যে।
উঁচু জমিতে চাষ করতে হবে।
হাইব্রিড জাতের গাছ তো
এরা জল জমা সহ্য করতে পারে না।
বীজের নাম কি sir
Sir gonga sagor thaka bolchi.akanar mati atal.fulkofi na badakofi korla valo hoba
বাঁধা কপি চাষ করুন।
Sir pronam neben.....
Ami akta gach lagiyechi ak bochor boyos hoye gelo kintu ful asche na, ki korbo sir??
পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে পনের দিন ছাড়া ছাড়া স্প্রে করে যাবেন।
।
ODC3 সজিনার বীজ কোথায় পাওয়া যায়।
অন লাইনে কিনতে পারেন।
অগ্রায়ন মাসে আলু ছাড়া কি চাষ করাবো একটু বলবেন
বাদাম চাষ করতে পারেন।
স্যার আমার ওডিসি ৩ গাছের বয়স ১০ মাস ফুল আসছে না কি করব ।
NPK 0 52 34 প্রতি লিটার জলে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল চারটার পরে তিন দিন ছাড়া ছাড়া চার বার।
কাকু ধানের আলে কিছু সজিনা লাগাব, কিন্তু সমস্যা হচ্ছে লাগানোর 1 বছর পর কী জলসেচ দিতে হবে। দেশি সজিনা গাছে একটু বড়ো হলে জলের প্রয়োজন হয় না । পুরুলিয়া থেকে।
দেশী সজনে বছরে মাত্র একবার হয় । হাইব্রিড সজনে বৎসরে তিনবার হয় ,
কিন্তু জল দিতে হবে তোমাদের ওখানে তো তাপমাত্রা অনেক বেশি। ফুল নাও থাকতে পারে, সেই জন্য দেশী সজনে লাগানো ভালো ও নিরাপদ।
Sir New Alipur e shop e sojne dadar bij pawa jabe? Plz janaben
আমি অনেক,
অনেক দিন হলো ওখান থেকে চলে এসেছি।
ওই দোকানের ব্যাপারে আমি আর কিছুই বলতে পারবো না। মনে হয় পাওয়া যাবে না।
আমি অনেক চাষীদের বিনামূল্যে দিয়েছি।এখন আর বীজ নেই।
পশ্চিম মেদিনীপুর থেকে ফকির পলমল বলছি আমার নারকেল গাছের গন্ডার পোকার জন্য আপনি যেমন বলে ছিলেন তেমন করেছি কিন্তু ২/৩ দিন বাদে আবার কেটে দিচ্ছে সেই জন্য ভাবছি কিছু কাঁঠাল বসাবো। সজিনা১২০ পিস বসানো আছে। লাল বালি মাটি বারোমাসি কোন জাত বসালে ভালো হবে জানা বেন। এমনি অনেক খতি হয়ে ছে আরো এক বছর নষ্ট করতে চাইনা। আপনার সুস্থ কামনা করি।সপরিবারে ভালো থাকুন।
Amr gache phul ache phol dhorche na...odc3
প্রতি লিটার জলে দুই গ্রাম সাফ পাউডার
সেই সঙ্গে এক মিলি মিরাকুলান মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় সাত দিন ছাড়া দুবার।
metarhizium anisopliae বাজারে কি নামে পাওয়া যায় স্যার এবং এর ডোজ কত? পশ্চিম মেদিনীপুর থেকে ফকির পলমল বলছি।
👍👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏
এইসব চারা কোথায় পাবো
ODC -3 জাতের বীজ নিয়ে চারা তৈরি করবেন।
চারা তৈরি করার ভিডিও আমার চ্যানেলে করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।
Fule je ousad spray korbo tar nam ta balun sir
রিডোমিল গোল্ড অথবা
টাটা মাষ্টার দশ লিটার জলে 15 গ্রাম সেই সঙ্গে লিবিনল গোল্ড 15 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়
@@farmingadviseranathhalder7579 Thankyou Sir
সুন্দর ভিডিও
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
কি করলে সজিনা গাছের গোড়ায় পোকা লেগে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে পারি?
কম দামের ওষুধ chloropyriphos
প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দেবেন পাঁচ দিন ছাড়া ছাড়া তিন বার।
আমাদের এদিকে ডার্সবান , করোবান,
ধনুষবান এই সব নামে পাওয়া যায়।
যে কোনো একটা কিনবেন।
অনাথ বাবু নমস্কার।
আমি আপনার ভিডিও আমি রোজ দেখি
আমি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে বলছি।
আমি সজিনা চারা বসাতে চাই।
ODC-3, PKM-1, ARJUN
এগুলোর মধ্যে কোনটা বসালে জানুয়ারি র অগ্রিম বাজারটা ধরা যাবে..?
ODC -3 জাত চাষ করবেন।
Sir ami ai sajinar bij kinte chai kothai pabo
আপনার ওখানকার স্হানীয় দোকানে খোঁজ করুন অথবা অর্ডার দিন আশাকরি এনে দেবে।
অথবা অন লাইনে কিনতে পারেন।
পোষক, pgr স্পে করবো, না সারের সাথে মিসে দেবো, কোনটাতে ভালো কাজ হবে,
পৌষক স্প্রে করবেন।
ধন্যবাদ🙏💕 স্যার ওই বয়সে ও চাষবাস করা যাই দেখে মনে সাহস বাড়লো। স্যার পুরানো পুকুর অনেক টাই বড়ো এই বছর মাটি কাটা হয়েছে কিভাবে তৈরী করবো একটু জানাবেন। আপনি এক কাঠায় কতো কি পরিমাণ খোলসার লাগবে একটু জানাবেন আমি চালাই মাছ চাষ করবো।
ঐ পুকুরে এক বস্তা 45 কেজি মহুয়া খোল ও কুড়ি কেজি সরিষার চটি খোল ও দশ কেজি সিঙ্গল সুপার ফসফেট ,দুকেজি ইউরিয়া সার ও পটাশ সার এক কেজি খুব কম জলে ছড়িয়ে দিন।
বৃষ্টিতে পুকুরের জল বাড়ুক
একমাস পরে বিঘাপ্রতি 33 শতক পুকুরে
1200 পিস মাছ ছাড়বেন।
স্যার ভেন্দি এর বীচ রাধিকা ত ভালো হবে না উস এর বীচ ত ভালো হবে
রাধিকা বীজ ভালো তবে দাম অনেক বেশি।
এজন্য কম দামের মধ্যে সুধা বীজ ভালো।
ফলন ও ভালো হবে।
Sir আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে. এখানে এটেল মাটি. এখানে কি বর্সা কালিন ফুল কপি চাষ করা জাবে?
বাঁধা কপি চাষ করুন।
বৃষ্টি হলে ফুলকপির নানান সমস্যা হয়।
সুপরি বাগানের ভিতরে লাগানো যাবে?
হ্যা
লাগাতে পারেন।
তবে তিন থেকে চার ঘণ্টা রোদ্দুর পেতে হবে।
দাদা আশাকরি ভালো আছেন সজিনার বিচ পাওয়া যাবে জানাবে ন ধন্যবাদ
অনলাইনে পাবেন।
ওখান থেকে কিনুন।
আমি ওল চাষ করেছি, আমার ওল গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কিছু গাছ পাতা হলুদ হয়ে শুকিয়ে মারা যাচ্ছে, 7 দিন আগে amistar top দিয়েছে কাজ হচ্ছে না কি করব?
ওল গাছের গোড়ার মাটি কম করে সরিয়ে দেখুন ওখানে পোকা কেটে দিয়েছে কিনা
অথবা জল জমে ছিল কি ? আগে এইসব দেখে আমাকে জানান।
ওই সব কিছু হয়নি, অতিরিক্ত তাপের কারনে হয়েছে, আমাদের এখানে সমস্ত জমিতে হয়েছে
Sir akhon to bristi hoche tahole ki shim ,sosha agulo ki pot a chara kora jabe????
স্যার আমার শশা গাছের বয়স 45 দিন গাছে সব পুরুষ ফুলে ভরা স্ত্রী ফুল নেই 5 দিন হল বুস্টার3 spray করেছি কিন্তু কিছু হয়নি ।
এখন আমার কি করনীয় আমি সিঙ্গুর থেকে বলছি।
স্যার উত্তরটা পাবো বললে ভালো হয় , স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
জুন এর ২১তারিখ সবচেয়ে বড় দিন। তারপর থেকে আস্তে আস্তে দিন ছোট হতে থাকে।
এই দিন থেকে ৭ দিন আগে এবং ৭ দিন পরে সশা গাছে বেশির ভাগই পুরুষ ফুল ফুটে। আরো ৪/৫দিন ধৈর্য ধরেন সশা আসবে।
খুব ভালো
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
ভাই ঠান্ডা পড়ল তাও মরিচের গুটি ঝরা বন্ধ হচ্ছে না। মিরাকুলান ও এমিস্টার টপ দিয়েছি এখন কি করব একটু জানাবেন প্লিজ
শেষ ওষুধ planofix দশ লিটার জলে ্দশ ফোঁটা সেই সঙ্গে
15 গ্রাম NPK 0 0 50 মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে পাঁচ দিন ছাড়া দুবার।
কি জাত, ডাল কেটে বসানো যাবে কি
ODC 3 জাত।
এই বর্ষায় ডাল কেটে বসিয়ে দেখতে পারেন। গাছ তৈরি করতে পারলেই ফল হবে।
Sir nomskar.. pornam neban. Sir amader falta harindanga r kacha kachi kothay valo baromasi nojina dana pabo..? Jodi aktu bolan sir. Dokan ar name and location ta aktu bolban..
অন লাইনে ODC - 3
জাত কিনুন।
@@farmingadviseranathhalder7579 ok sir.. thank u.
স্যার আপনাকে নমস্কার জানাই,
এই বারোমাসি সজনে ডাঁটা বীজ কি ভাবে কোথায় সঠিক বীজ পাওয়া যাবে,
আপনার ওখানকার স্হানীয় দোকানে খোঁজ করুন অথবা অর্ডার দিন আশাকরি এনে দেবে।
অথবা অন লাইনে কিনতে পারেন।
@@farmingadviseranathhalder7579 tq
দাদা এখন করলা চাষ করলে হবে কি ভাবে করবো। একটু বলে দিন।
US 6214
একটু ছোটো আকারের হবে
1315
1950
6207
এই গাছের দানা কোথায় পাবো
অন লাইনে কিনতে পারেন।
@@farmingadviseranathhalder7579অন লাইনে কী বলে কীনবো??
এই দানার নাম কী
স্যার অল্প ছায়া যুক্ত স্থানে কি সজনে চাষ করা যাবে?
কম করে তিন ঘন্টা রোদ্দুর পেতে পারে
এমন জায়গায় লাগাবেন।
স্যার আমার ফলতার মল্লিকপুরে বাড়ি। দানা কোথায় পাবো একটু বলবেন।
অন লাইনে কিনতে পারেন।
মিলেট কি, কখন চাষ করতে হয় কোথায় বিক্রি করবো , কোথায় বীজ পাবো
খুব নিম্ন মানের দানাশষ্য
এইসময় চাষ করতে হবে।
সাধারণত যেখানে অন্য কোনো ফসল
ভালো হয় না ।
অথবা জমি পড়ে থাকে
সেই সব জায়গায় এই চাষ করা হয়।
ফসল বিক্রি করার সম্প্রতি আছে।
অন লাইনে কিনতে পারেন।
Goutam
জ্যাঠা বাবু,১৮ কাঠা জমিতে কতো ফুট আড়াআড়ি ও সামনে ছেড়ে, মোট কতগুলো এই সজনে গাছ বসানো যাবে?
ঐ জমির চারপাশে গাছ বসালে ভালো হয়।
মাঝখানে অন্য ফসল চাষ করা যাবে।
আর যদি অন্য জায়গা থাকে তাহলে
পুরো জমিতে ঐ গাছ বসাতে পারেন।33 শতক জমিতে 270টি গাছ বসাতে পারেন।
7ফুট বাই 7 ফুট দূরে দূরে বসাতে পারেন।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ আপনাকে জ্যাঠাবাবু 😇
sir,..
আমি odc3 লাগিয়েছি ১ বছর হল কিন্তু ফুল তো আসছে না.
গরমে গাছের গোড়ায় জল দিয়ে যেতে হবে।আর পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করে যাবেন দশ দিন ছাড়া ছাড়া।
স্যার আমি সপ্তর্ষি দত্ত, বর্ধমানে বাড়ি। আমি সজনে চাষ করতে চাই তাই আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব।একটু যদি সাহায্য করেন।
ODC - 3 জাতের বীজ নিয়ে বাড়িতে চারা তৈরি করে নিতে হবে।
45 দিনের চারা জৈব সার দিয়ে রোপন করবেন।
গাছের ডাক্তার বাবু
বীজ বা চারা পাবো কি করে বা কোথায় , শিয়ালদার বৈঠকখানা বাজারে পাওয়া গেলে , ভালো হয়।
আগে টাটা কোম্পানীর যে সারের ওপর ভিডিও আপলোড করেছিলেন , সেই সার কলকাতার কোথাও পাওয়া যায়না।
এই কথা ওই কোম্পানীর সেলসম্যান জানিয়ে ছিলেন।
সেই কারনে খাটো জাতের Moringa বা সজনের চারা পেলে তো ভালই হয়। না পেলে বীজ।
কলকাতায় অনেক নার্সারী খাটো জাত বলে এই সজনের চারা বিক্রী ও করছে।
শেখরপুরের, Mukherjee Horticulture Farm এর সুভাষ বাবু ও তার ছেলে, সোমনাথ এর কাছে গাছ , মাটি ,ভার্মি আর গাড়ি ভাড়া বাবদ , আমার ১১০০০/- হাজার টাকা জলে গেছে।
মাটির বস্তার দাম নিয়েছে ২৫০/- টাকা প্রতি বস্তা × ৩ বস্তা = ৭৫০/- টাকা , এখানেই মেরে দিয়েছে। মাটি দেখলে , আপনিও অবাক হবেন। ভার্মি দেখলে , ওটা ভার্মি না এঁটেল মাটির ডেলা তাও বুঝতে পারবেন না।
এই নার্সারী মালিক ও ছেলের মুখে মধু ঝরে, কিন্তু , পুরো চিটিং বাজী করে।
সেই দুঃখের কথা আপনার এই চ্যানেলের মাধ্যমে, আপনার সাবস্ক্রাইবার ও বাকী দের সতর্ক করলাম। এই রকম বহু নার্সারী ফাঁদ পেতে রেখেছে , ইউটিউবের দের দিয়ে অর্থের বিনিময়ে ভিডিও বানিয়ে , ইউটিউবে আপলোড করে, লোক ঠকিয়ে চলেছে।
ধন্যবাদ জানবেন।
এই বীজ বা চারা গাছ কোথায় পাওয়া যাবে জানাবেন। আমি এই সজনে ডাটার চাষ করতে চাই ,sir দয়া করে বলবেন।
আপনার ওখানকার স্হানীয় দোকানে খোঁজ করুন বা অর্ডার দিন আশাকরি এনে দেবে।
অথবা অন লাইনে কিনতে পারেন।
Ata kokhon lagate hoy bij kothay pabo
বীজ অনলাইনে কিনতে পারেন অথবা
আপনার ওখানকার স্হানীয় দোকানে অর্ডার দিন আশাকরি এনে দেবে।
এখন বীজ বুনতে পারেন।
এই গাছের বীজ কোথায় পাওয়া যাবে
আপনার ওখানকার স্হানীয় দোকানে খোঁজ করুন অথবা অর্ডার দিন আশাকরি এনে দেবে
অথবা অন লাইনে কিনতে পারেন।
কতোটা ছাড়াছাড়ি বসিয়েছেন?
খুব ঘন করে বসিয়েছেন।
ছয় ফুট ছাড়া ছাড়া।
নয় ফুট দূরে দূরে বসালে খুব ভালো হয়।
ASSAM মে অনেক বিষ্টি হচ্ছে।
From Assam
এখানে বৃষ্টি হচ্ছে না ।
চাষে খুব সমস্যা হচ্ছে।
Kaku kon jater seed pot a kora jabe??
যে কোনো সাধারণ পটে চারা তৈরি করুন।
Er Dana ba gach ki vabe pabo ?
ওডিসি থ্রিদানা জার্মিনেশন করতে পারছিনা একটু তথ্য দেবেন
এক প্যাকেট ওডিসি থ্রি আছে
আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।
সজিনার বীজ থেকে চারা তৈরি করার
ভিডিও টা দেখুন।
Sir er bij ba dana kothay pawaya jay
অন লাইনে কিনতে পারেন।
(১)বারো মাস সজনে বীজের কেনার জন্য কোম্পানির ওয়েব সাইডের link যদি দিয়েদেন তাহলে খুব ভালো হয় ।
(২)একটি সজনে গাছ থেকে আর একটি দূরত্ব কত রাখা উচিত ?
খুব উপকৃত হবো জেঠু ।
দশ ফুট দূরে দূরে বসাবেন।
অন লাইনে ODC- 3 জাত কিনতে পারেন।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ জেঠুমসাই
কাকু আপনি বলেছেন বেগুন 7 দিন ছাড়া ছাড়া ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক স্প্রে করতে হবে। জমি থেকে প্রতিদিন যদি 1 কুনটাল বেগুন উঠে তাহলে কখন স্প্রে করব। গাছে স্প্রে করার পাঁচ দিন পর ফসল বিক্রি করতে হয়। এই সমস্যার সমাধান দেন কাকু।
ফসল ভোর বেলায় তোলার পর স্প্রে করতে হবে অথবা আগের দিন বিকাল বেলায় ফসল তুলে খুব সকালে স্প্রে করতে হবে ।
বরবটির ফুল 70% ঝরে পড়ছে,,,, কি ব্যবহার করব plesss জানাবেন,,,?
Planofix দশ লিটার জলে আট ফোঁটা
সেই সঙ্গে 20 গ্রাম টাটা মাষ্টার মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে পাঁচ দিন ছাড়া দুবার।
কোন জাত এটি ?
ODC 3
Aapnar kache chara paoya jabe
আমি গত বৎসর অনেক চাষী দের দিয়েছি।
এখন আর চারা তৈরি করিনি।
Sir dana kothay pabo?...aktu bolben
ধন্যবাদ স্যার সপরিবারে ভালো থাকবেন রথের শুভেচ্ছা জানাই কোন কোম্পানির বীজ আমার গাছ 1বছর কোন ফুল হয়নি গাছে র ডাল পালা বের হয়নি
গাছের গোড়ায় এবার DAP সার 400 গ্রাম ও
সরিষার খোল 750 গ্রাম দিয়ে মাটি চাপা দেবেন।
স্যার,খোল পচানো জলে পোকা হয়ে গেছে কী করবো
অসুবিধা হবে না ঐ জল ই
ব্যবহার করবেন।
মাটি তৈরি যদি একটু বলতেন তাহলে ভালো হত
জৈব সার দিয়ে মাটি তৈরি করে চারা বসাবেন ।
45 দিন বয়স হলে 10 26 26 সার 250 গ্রাম দিয়ে মাটি চাপা দেবেন।
বীজ পাওয়া যাবে কি ভাবে
আপনার ওখানকার স্হানীয় দোকানে খোঁজ করুন অথবা order দিন আশাকরি এনে দেবে।
অথবা অন লাইনে কিনতে পারেন।