আমি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্য থেকে প্রবাসী বাংঙালী, বাংলাদেশর নাটক গুলো আমি রিতিমতো দর্শক ।সব নাটক গুলো খুব ভালো। এই রকম প্রস্তুতির জন্য অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন।
আমার ছেলে টা ও তার বাবা আদর পায় নি।নাটক দেখে অনেক কষ্টে বুক ফেটে কান্না আসলো। ছেলে বললো তুমি কাদছো কেনো?আদর পাইনি আমি, আমার কান্না আসবে! কই আমার তো কান্না আসছে না।সে বললো তুমি ই আমার "বাবা", তুমি ই আমার "মা" । অনেক ধন্যবাদ আব্বু তোমায় ।
@@saiyaraanamsara162 কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত। আপনার সেই রহমত আছে। আমার কেউ নেই তাই ভাগ্য সুপ্রসন্ন নয় আমার। আমার অনেক ইচ্ছা একটা কন্যা সন্তান যদি থাকতো আমার। আহা জীবন
প্রেম, ভালোবাসা,এইসব হাবা জুবা ছাড়াও যে অভিনয়ের ভিতর সৌন্দর্য আছে, তা এই নাটকটি করে বুঝিয়ে দিয়েছে এই নাটক কতৃপক্ষ। এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার ৮০ বছরের জীবনে, আমার একটিই কষ্ট, আমার কন্যাসন্তান নেই। একটা মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি কলকাতার মানুষ, তবে আমি রোজ বাংলাদেশের নাটক দেখি। অধিকাংশই প্রেমের নাটক অপূর্ব, নিশো নায়ক। কিন্তু মেহেজাবীন আমার খুব প্রিয় অভিনেত্রী। ওকে দেখলেই আমার মনে হয়, এমন একটা মেয়ে যদি আমার থাকতো🥰। আজ এই নাটকটা দেখতে দেখতে, নাটকের বাবা চরিত্রের মধ্যে আমি নিজেকেই দেখছিলাম। অসীম তৃপ্তিতে চোখে আনন্দে জল এসে গেল। কাজলের মধ্যে মেহেজাবীন মিশে গেছিল। খুব ভালো থাকিস মামনি।
নাটক দেখে মানুষের চোখে পানি চলে আসে।আহ যদি এই চোখের পানিটা আল্লাহর ভয়ে পরত, কতই না ভালো হত আর আল্লাহ কত খুশি হত। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরানোর তাওফীক দান করুন...........আমিন..... আল্লাহ সকলের মনের নেক আশা পুরন করুন ,.. আমিন
এই কমেন্ট করার সময়টা যদি জিকির করতেন তাহলে কি আল্লাহ অনেক রাগ করতো? বদমাইশ তোদের মতো মানুষের জন্য ইসলামের বদনাম হয়। কখন কোথায় কি বলতে হয় আগে সেইটা শিখ।
আল্লাকে ভয় পায় কিনা দেখাতে হবে? লোক দেখানো ভন্ডামি।প্রচার করে আল্লাহকে হেয় করা, উপরে যারা আল্লাহ আল্লাহ করে আদতে তারা কতটা নেক বাস্তবে তার ভুরি ভুরি প্রমাণ আছে।চাই উত্তম মন-মানসিকতা সৎ জীবনের চাবিকাঠি। আরা ভালো মানুষ, আল্লাহ তাকেই পছন্দ করে।
নাটকটা দেখে আজ মার কথা অনেক মনে পড়ল আমার জন্মের পরদিন মা মারা গেছেন।আর বাবাকেও তেমন করে কাছে পাইনি কারণ বড় হয়েছে নানাবাড়ি।যার মা নেই সেই কষ্টটা বুঝতে পারবে ৩৫ টা বছর হয়ে গেল মাকে এই দুই চোখে কখনো দেখিনি দেখেছি তার ছবি তা দেখেই জীবনটা পাড় করে দিচ্ছি। ভালো থেকো মা ওপারে হয়তো কোন একদিন দেখা হবে তোমার সাথে ওপারে😭😭😭 সবাই দোয়া করবেন পৃথিবীর প্রতিটা মার জন্যই। ভালবাসি মা ❤️❤️❤️ ((ধন্যবাদ রাজ স্যার))
আমারও মা নেই,আজ ৮ বৎসর, তবে বাবা পেয়েছি মন মত,বাবা আমাদেরকে (দুইটা ভাইকে) অনেক কষ্ট করে আগলে রেখেছেন, মায়ের শূণ্যতা কখনো বুঝতে দেন নাই,মিস ইউ মা,লাভ ইউ বাবা লাভ ইউ..💖💖
নাটক দেখা ছেড়ে দিছি প্রায় ৩-৪ বছর। কিন্তু ফেসবুকে এর ছোট একটা ক্লিপ দেখে এই নাটকটা না দেখে থাকতে পারলাম না। লুতু পুতু প্রেমের বাইরে অসাধারণ একটা ভিন্নধর্মী নাটক। সত্যি দেখে ভালো লাগলো।
বাবার চরিত্রটি অভিনতা এত্ত সুন্দর ভাবে উপস্থাপন করেন,এর আগে যত গুলো নাটকে এই বাবা চরিত্রে অভিনয় করেছেন সব গুলোই বেস্ট। নিশো ভাইয়ের সাথে বাবা ছেলের চরিত্র যেমন অনেক সুন্দর হয়েছে, তেমনি এই বাবা মেয়ের একসাথে এত্ত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দুইজন। অনেক ধন্যবাদ যিনি লিখেছেন এমন সুন্দর নাটকের স্ক্রিপ্ট
নাটকটা দেখে অনেক কাঁদলাম ।অসম্বভ ভালো লাগলো । যারা কষ্ট করে এতো সুন্দর একটা নাটক উপহার দিয়েছেন,তাদের অনেক অনেক ধন্যবাদ । আমি আমার বাবাকে অনেক ভালোবাসি । দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল বাবা,আমিন
মেহু আপুর অভিনয় আর তারিক আনাম খান সুপার, এত্ত সুন্দর নাটক বারবার দেখতে চাই ধন্যবাদ মোস্তফা কামাল রাজ ভাই এত ভালো একটা নাটক তৈরি করার জন্য ।কি অভিনয় যেনো বাস্তবতাকে হার মানায়।❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍
কোটি টাকা খরচ করে যে সিনেমা তৈরি করে ফেমিলির সকল সদস্যদের নিয়ে দেখা যায় না কিন্তু অল্প টাকা খরচ করে যে নাটক তৈরি করে তা অনেক ভাল । পরিবারের সবাই কে নিয়ে দেখা যায়.... 💖👍💖 🎌🎌🎌🎌🎌
দুনিয়াতে এমন অনেক কাজল আছে যাদের বাবা - মা থেকেও নেই😥। সত্যিই অসাধারণ একটি নাটক👌। আর গানটি অনেক ভালো ছিল পুরো ইমোশনাল হয়ে গেলাম🥰। আর অলরাউন্ডার মেহজাবিনের অভিনয় তো জাস্ট অসাধারণ💞👌💯। ধন্যবাদ জানাই কাজলের পুরো টিমকে🥰।
নাটক টা একদম মনের আত্মা কাঁপানো। অসাধারণ নাটক ও কাহিনী। শুধু এটাই শেষটা আরো সুন্দর হতে পারতো যা হয়তো আমাদের মনে আরো আনন্দ আনতো আর চোখে হাসির কান্না। যাই হোক অভিনয়ও অসাধারণ হয়েছে। নাটকটা দারুণ। ❤❤
কিভাবে যে প্রশংসা করবো তা জানিনা। সত্যি নাটকটা অসাধারণ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সব কিছু আছে কিন্তু পরিবারের ভালোবাসা নেই। যারা পরিবারের কাছ থেকে দূরে তাঁরাই একমাত্র বুঝতে পারে যে একজন মানুষের জীবনে পরিবারের ভালোবাসা কতটা দরকার। সত্যিই নাটকটা দেখে কেঁদেছিলাম। আর গানটা ও অসাধারণ। একনাগাড়ে গানটা ১০ বার শুনে ও মন ভরেনি। মেহজাবিন আপু গড ব্লেস ফর ইউ।
আমার হাসব্যান্ড এর বাবা মারা গেছেন ছোট বেলায়।কাল নাটক টা অর্ধেক দেখে খুব কান্না শুরু করে দিসে। আমি আর নাটক টা তার সামনে বসে দেখতে পারলাম না। আমিও কান্না করে দিছি। সবাই দুআ করবেন আল্লাহ যেন তার বাবা কে জান্নাত নসিব করেন।🤲🤲🤲🤲🤲🤲🤲
আমি একজন ভারতীয় বাঙালি আর আমি বাংলাদেশের নাটক খুব দেখি। সত্যি বলতে খুব ভালো লাগলো এই নাটক টা দেখে এবং দেখতে দেখতে চোখে কখন জল চলে এলো বুঝতে পারলাম না। প্রত্যেকে অভিনয় প্রশংসনীয়।
আজ থেকে প্রায় ২১ বছর আগে আমার জন্ম জন্মের পর থেকে মা নানু খালা মামা এদের অনেক আদরের ছিলাম.সবাই মাথায় তুলে রাখতো কিছুটা বাবার আদরও মনে আছে. কিন্তু আমার মা খুবই সহজ সরল মানুষ. আমার জন্মের ৪ বছর পর আমার বোনের জন্ম. তাকে জন্ম দেওয়ার সময় আমার মায়ের মানসিক সমস্যা দেখা দেয় তার পর দুই ভাই বোন মায়ের আদর থেকে বঞ্চিত হই. কিন্তু নানু আমার মা এর থেকে কম আদর যত্নে বড় করেছে.নিজের সন্তানের মতো করে. সবকিছুই ভালোই চলতেছিল হঠাৎ একদিন নিমে আসে জীবনে অন্ধকার. ক্লাস 3 তে পড়ি. নানার বাড়িতে বাবা ডিবোর্স লেটার পাঠায়. পরে বাবা আরেকটা বিয়ে করে. তাও আরেক জনের বউ তিন সন্তানের মা কে. আস্তে আস্তে বড় হতে লাগলাম কিন্তু বাবা খোজখবর নেয় না.হয়তো মায়ের সাথে সাথে আমাদেরব তালাক দিয়ে দিয়েছে. তার পর নানু মামা খালা সবাই মিলে আমাদের দুই ভাই বোন কে বড় করতে লাগলো. কোন সখ আল্লাদ বাকি রাখে নাই.বুঝতে দেয় নাই বাবা মায়ের আদর না পাওয়ার কষ্ট. এস এস সি দেওয়ার পর থেকে বুঝলাম একজন সন্তানের জন্য বাবা মা থাকা কতটা জরুরী. যদিও বাবা মা থেকেও নেই.কষ্ট হয় অনেক বুকটা ফেটে যায়.রাত্রে বেলায় চোখ থেকে পানি ঝরে. কিন্তু কাওউকে বুঝতে দেই না. তাও আমি মানলাম ছেলে মানুষ. ছেলেদের কস্ট পেতে নেই কান্না করতে নেই. কিন্তু আমার ছোট বোনটার জন্য খুব কস্ট হয়. বাবার আদর থেকে সে বঞ্চিত. মেয়েরা বাবার কাছে কত আবদার রাখে. কিন্তু আমাদের দুই ভাই বোন এর কপাল খারাপ. তাও মাঝেমধ্যে নিজেকে সান্ত্বনা দেই যে যদি পথ শিশু মতো রাস্তায় থাকতাম.এখন ত মাথা গোজার মতো ঠিকানা হলেও আছে অনেকে তাও নেই.পড়াশোনা সুযোগ পেয়েছি ভালো খাবার খেতে পেরেছি ভালো জামাকাপড় পড়তে পেরেছি. তাই বলি আলহামদুলিল্লাহ. 💓 বিদ্রঃ- আপনাদেএ উদ্দেশ্য বলছি সন্তান জন্ম দেওয়ার আগে ভেবে চিনতে তার পর জন্মদিবেন. যাতে আমাদের মতো অনেক সন্তাম বাবা মায়ের আদর থেকে বঞ্চিত না হয়.💔💔 নাটাক টা খুবই ভালো হয়েছে অনেকে অংশে জীবনের সাথে মিল. মেহেজাবিন এর জায়গায় নিজের বোন কে কল্পনা করলাম. ধন্যবাদ এই এতিমের কিছুটা জীবন কাহিনি শুনার জন্য. 🙂💓
প্রযোজক এর প্রশংসা না করে পারলাম না।👌 আর গল্পের চিরএে যারা অভিনয় করেছে তারা এক কথায় অনবদ্য 🥰 আমি একজন সাধারণ দর্শক হয়ে পুরো গল্পের ভিতরে ডুকে গিয়েছিলাম। খুবই সুন্দর গল্প💚
@@tanishariya549 মানুষের জীবনে এমন এমন ঘটনা থাকে যেটা প্রতি নিয়তো আমাদের প্রিয় মানুষটার কথা মনে করিয়ে দেয়। আর নাটকগুলো জীবন থেকেই নেওয়া হয়। আল্লাহ অবশ্যই বরকত দিবেন
খুব সুন্দর নাটক।।যখন মেহজাবীন বাবা বলে ডাক দিল তখন আমার চোখে পানি এসে পড়ল।।তারিক আনাম খান খুব সুন্দর অভিনয় করেই,মেহজাবীন তার সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে।।ধন্যবাদ ডিরেক্টর❤️
মেহেজাবিন আপুর অভিনিত প্রতিটা নাটক আমি খুব মনোযোগ সহ দেখি।কিন্তু তার অভিনিত কাজল নাটকটি আমাকে ব্যাপকভাবে অভিভূত করেছে।নাটকটি দেখার সময় আমি কাজল চরিত্রে নিজেকে বার বার অনুভব করেছি। কারণ এই চরিত্রের সাথে আমার বাস্তব জীবনের মিল আছে।নাটকটি দেখতে দেখতে কখন নিজের অজান্তে চোখে বার বার পানি পড়ছে খেয়াল করাই হয় নি......❤🖤❤
দুনিয়াতে এমন হাজারো কাজল আছে, যাঁরা বাবা মায়ের একটু স্নেহ ভালোবাসা খুঁজে বেরায়,,,নাটক টা দেখে পাগলের মতো কাঁদতে হলো অনেক সুন্দর,,, গান টাও অনেক বেশি সুন্দর 😭
No wonder why everybody thinks Mehzabin is the queen of Bangladeshi drama. Over the years, she has improved her acting skills immensely and as an audience, it is fun to watch. The directors should utilize her skills for cinemas and challenge her with more brilliant characters. Tareque Anam is a legendary actor. Both of them have reflected the different forms of human pain through their stupendous acting. Amazing!!!
দারুণ 😍😍😍 কাজল কিভাবে,কার কাছে বড় হলো এটা জানার ইচ্ছে রয়ে গেলো।হৃদয়ে অতৃপ্তি নিয়ে নাটক টা শেষ হলো।একদম ছোট গল্পের মতো। কাজল ২ আসুক,,কাজলের জীবনের হ্যাপি ইন্ডিং দেখতে চাই 😍❤️
২০২২ সালের বছরের সেরা নাটক হবে।গল্প, মিউজিক, গল্পের সাথে গানের যে মেল বন্ধন প্রত্যেকটা ভিউয়ার কাঁদবে।আমিও ভিন্ন কেউ নয়।আর যদি কোন সময় বাবাকে মিস করি এ নাটকটা চার্চ করে দেখবো।
*তারিক আনাম (স্যার)* এবং *মেহজাবীন* আপুর অভিনয় এমনটা সুন্দর ও স্পষ্ট ছিলো যে নাটক দেখতে দেখতে কোন সময় যে আমার চোখের কোণে জল এসে গেলো আমি বুঝতেই পারলাম না। 😢🥀
I'm Indian..But এই নাটকের দ্বিতীয় পর্ব দেখতে চাই..... আর এই রকম একটা সুন্দর উপহার দেয়ার জন্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা 🇮🇳❤️❤️❤️❤️🇮🇳 দ্বিতীয় পর্বটা দেখব কিন্তু 🙏❣️🇮🇳
Satti chokher jol dhare rakhte parlamna ma mara gese 9 years hlo othocho baba r ager moto vlobasena ador krena onek dure chale gese baba Maya theke vlobasa theke
ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর করে নাটকটা লিখেছেন যারা অভিনয় করেছেন আমাদের সমাজে অনেক মানুষ আছে তাদের কাহিনীর সাথে মিলে গেছে তারা তিনজনের অভিনয় খুব ভালো লেগেছে ধন্যবাদ সামনে নতুন কিছু পাব বলে আশা করি
নাটকটা দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না অনেকক্ষণ ধরে চোখের পানি পড়ছে অসাধারণ একটা নাটক টিমের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক দেওয়ার জন্য বাস্তবে সাথে মিলে গেছে নাটকটা 🥰🥰🥰
অসাধারণ শুধু প্রেমিক প্রেমিকার যতসব অবাস্তব ভালোবাসার নাটকই হয়, বাস্তব জীবনের সাথে মিল রেখে এই নাটক মন ছুয়ে যায়, কান্না যেন থামতেই চাইছেনা, ভালোবাসা দিবসে এধরণের নাটক হওয়া উচিত, কারণ তখন সবাই নাটক একটু বেশিই দেখে, আর এ নাটকে ভালোবাসাটা খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে । ধন্যবাদ মোস্তফা কামাল রাজ ভাইয়া আর নাটকের পুরো টিমকে আর বিশেষভাবে ধন্যবাদ আমাদের চট্টগ্রামের মেয়ে মেহেজাবিন আপুকে❤️❤️❤️
*মেহজাবীন* আপু এবং *তারিক আনাম* স্যারের অভিনয় তো আছেই অসাধারণ তার মধ্যে গানটাও ছিলো সুন্দর যার কারণে আমার নিজের অজান্তেই আমার চোখের কোণে জল এসে পড়েছে। 😟😢
To Watch Mamoni Lyrical Music Video: ruclips.net/video/DgnePmLG8fY/видео.html
সম্রাট সিনেমাটা ভালো হয়েছিল
সম্রাট ২ বানান ভাইয়া..
@@mddhorjoymahmud à
@@mitabanerjee8760 lllĺĺĺlll
অও
Anek anek sundar natok
৫ জন মানুষ,ছোট ছোট কিছু চরিএ, আর তাদের অসাধারণ অভিনয়, একটা অনবদ্য নাটক সৃষ্টি হয়ে গেছে।এটা শুধু বাংলা নাটকেই সম্ভব।
আমি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্য থেকে প্রবাসী বাংঙালী, বাংলাদেশর নাটক গুলো আমি রিতিমতো দর্শক ।সব নাটক গুলো খুব ভালো। এই রকম প্রস্তুতির জন্য অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন।
আমার জীবনে দেখা শ্রেষ্ঠ একটা নাটক যেখানে নেই কোন বয়ফ্রেন্ড নেই কোন নষ্টামি।
খুব সুন্দর পরিপাটি। ধন্যবাদ পরিচালক ও লেখক কে।
👌👌👌👌
Natok ta dekhe khub kanna korlam..ar amar baba k khub miss kosi😢
Ami
নাটক দেখে চোখে পানি চোলে আসলো আর আব্বুর কথা মনে পোরে গেলো
Beautiful drama from Calcutta
আমার ছেলে টা ও তার বাবা আদর পায় নি।নাটক দেখে অনেক কষ্টে বুক ফেটে কান্না আসলো। ছেলে বললো তুমি কাদছো কেনো?আদর পাইনি আমি, আমার কান্না আসবে! কই আমার তো কান্না আসছে না।সে বললো তুমি ই আমার "বাবা", তুমি ই আমার "মা" । অনেক ধন্যবাদ আব্বু তোমায় ।
জীবন বড় রহস্যময়
সেম আমারটাও
আমার মেয়ে ও বাবার আদর পাইনি,,,ওর বয়স মাত্র ৩ বছর,,,
@@saiyaraanamsara162 কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত। আপনার সেই রহমত আছে। আমার কেউ নেই তাই ভাগ্য সুপ্রসন্ন নয় আমার। আমার অনেক ইচ্ছা একটা কন্যা সন্তান যদি থাকতো আমার। আহা জীবন
অসাধারণ
আমার মতো কে কে ফেসবুক থেকে দেখে ইউটিউব এ ফুল নাটক দেখতে আসছেন ❤❤❤
আমি এসেছি
Ami
আমি
Ami
আমি আমি আছি।
প্রেম, ভালোবাসা,এইসব হাবা জুবা ছাড়াও যে অভিনয়ের ভিতর সৌন্দর্য আছে, তা এই নাটকটি করে বুঝিয়ে দিয়েছে এই নাটক কতৃপক্ষ। এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Right
Right
Rt 🌸🌸🌸🥀🥀🥀🥀🥀❤️❤️❤️❤️
100%
Absolutely true🥰🥰🥰
মন ভরে গেল। ভালোবাসা দিবসের উপযুক্ত নাটক। সুন্দর কাহিনী। অসামান্য অভিনয় মেহজাবীন ও তারিক আনামের।
পরিচালক ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ।
-----------কোলকাতা থেকে।
অবিরাম ভালোবাসা রইলো
সত্যিই এই নাটকটা দেখে মন ভরে গেল ভালোবাসা দিবস এবং বাবা দিবসের জন্য ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা 🤲❤️❤️
প্রশংসা করলেও কম হয়ে যাবে. 🥰
পরিবারের বন্ধন যে কতোটা আনন্দদায়ক সেটা একমাত্র তারাই বুঝে যারা আজ পরিবার থেকে দূরে, এক কথায় অসম্ভব সুন্দর ছিল..♥️
আমার ৮০ বছরের জীবনে, আমার একটিই কষ্ট, আমার কন্যাসন্তান নেই। একটা মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি কলকাতার মানুষ, তবে আমি রোজ বাংলাদেশের নাটক দেখি। অধিকাংশই প্রেমের নাটক অপূর্ব, নিশো নায়ক। কিন্তু মেহেজাবীন আমার খুব প্রিয় অভিনেত্রী। ওকে দেখলেই আমার মনে হয়, এমন একটা মেয়ে যদি আমার থাকতো🥰।
আজ এই নাটকটা দেখতে দেখতে, নাটকের বাবা চরিত্রের মধ্যে আমি নিজেকেই দেখছিলাম। অসীম তৃপ্তিতে চোখে আনন্দে জল এসে গেল।
কাজলের মধ্যে মেহেজাবীন মিশে গেছিল। খুব ভালো থাকিস মামনি।
hlw uncle
নাটক দেখে মানুষের চোখে পানি চলে আসে।আহ যদি এই চোখের পানিটা আল্লাহর ভয়ে পরত, কতই না ভালো হত আর আল্লাহ কত খুশি হত। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরানোর তাওফীক দান করুন...........আমিন..... আল্লাহ সকলের মনের নেক আশা পুরন করুন ,.. আমিন
এই কমেন্ট করার সময়টা যদি জিকির করতেন তাহলে কি আল্লাহ অনেক রাগ করতো? বদমাইশ তোদের মতো মানুষের জন্য ইসলামের বদনাম হয়। কখন কোথায় কি বলতে হয় আগে সেইটা শিখ।
❤️
রাইট
আল্লাকে ভয় পায় কিনা দেখাতে হবে?
লোক দেখানো ভন্ডামি।প্রচার করে আল্লাহকে হেয় করা, উপরে যারা আল্লাহ আল্লাহ করে আদতে তারা কতটা নেক বাস্তবে তার ভুরি ভুরি প্রমাণ আছে।চাই উত্তম মন-মানসিকতা সৎ জীবনের চাবিকাঠি। আরা ভালো মানুষ, আল্লাহ তাকেই পছন্দ করে।
মানুষ আবেগে কাঁদে, ভয়ে না।ভয়ে কাঁদলে সেটা স্বাস্থ্যকর না।আল্লাহর জন্য ভয়ে কান্না অস্বাস্থ্যকর।
আমাদের বাংলাদেশর নাটক গুলা সব ভাষায় পূরা বিশ্বে চড়িয়ে দেওয়ার জন্য এত সুন্দর নাটক আমাদের হলিওড বা বলিওড দরকার নাই কি বলেন!! ❣️💞
Right
Sotti onk sundor natok ta
বাংলাদেশের নাটকই বেস্ট ❤️❤️
আর যদি হয় মেহজাবিনের তাহলে তো কোন তুলনাই নাই 🙂
চড়িয়ে দেয় কিভাবে?
অসাধারণ
মেহেজাবিন আপুর অভিনয় অসাধারণ
সত্যি অসাধারণ নাটক টা একদম কেঁদে ফেলেছি,বাবা তুমি আমার হাসি,বাবা তুমি আমার খুশি, বাবা তুমি আমার হাসি, স্নেহ আদর রাশি রাশি 😍
ওহ্ , অসাধারণ । খুব ভালো লেগেছে ।
তারিখ আনামের কথা না- ই বললাম, কারণ আমরা সকলেই জানি । মেহজাবিন কে অভিনন্দন , শুভকামনা ।।
@@riponmrchowdhury7338 Bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
আমার মতো কে কে ফেসবুক থেকে দেখে ইউটিউব এ ফুল নাটক দেখতে আসছেন
'নাটক টা সত্যিই অসাধারণ!
আমি ইউটিউবে না এসে পারলামনা
আমি
Ami
Ami
আমি 😢
প্রতিটা কথার ভিতরে মায়া লুকিয়ে আছে,আর মিউজিকের ভিতরে আছে হাজারো ইমোশন।সত্যি অনেক সুন্দর হয়েছে।
নাটকটা দেখে আজ মার কথা অনেক মনে পড়ল আমার জন্মের পরদিন মা মারা গেছেন।আর বাবাকেও তেমন করে কাছে পাইনি কারণ বড় হয়েছে নানাবাড়ি।যার মা নেই সেই কষ্টটা বুঝতে পারবে ৩৫ টা বছর হয়ে গেল মাকে এই দুই চোখে কখনো দেখিনি দেখেছি তার ছবি তা দেখেই জীবনটা পাড় করে দিচ্ছি। ভালো থেকো মা ওপারে হয়তো কোন একদিন দেখা হবে তোমার সাথে ওপারে😭😭😭
সবাই দোয়া করবেন পৃথিবীর প্রতিটা মার জন্যই। ভালবাসি মা ❤️❤️❤️
((ধন্যবাদ রাজ স্যার))
Apner kotha sune kharap lagse
😢
আমারও মা নেই,আজ ৮ বৎসর, তবে বাবা পেয়েছি মন মত,বাবা আমাদেরকে (দুইটা ভাইকে) অনেক কষ্ট করে আগলে রেখেছেন, মায়ের শূণ্যতা কখনো বুঝতে দেন নাই,মিস ইউ মা,লাভ ইউ বাবা লাভ ইউ..💖💖
আপনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন ❤❤
খুব কষ্টের
এসব নাটকের জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করি। তারিক আনাম খানের অভিনয় ব্যক্তিত্ব আর মেহজাবিনের দুখী ভাব নাটকটাতে দারুন মাত্রা দিয়েছে।
নাটক দেখা ছেড়ে দিছি প্রায় ৩-৪ বছর।
কিন্তু ফেসবুকে এর ছোট একটা ক্লিপ দেখে এই নাটকটা না দেখে থাকতে পারলাম না।
লুতু পুতু প্রেমের বাইরে অসাধারণ একটা ভিন্নধর্মী নাটক। সত্যি দেখে ভালো লাগলো।
same
আমিও
আমি ও
বাবার চরিত্রটি অভিনতা এত্ত সুন্দর ভাবে উপস্থাপন করেন,এর আগে যত গুলো নাটকে এই বাবা চরিত্রে অভিনয় করেছেন সব গুলোই বেস্ট। নিশো ভাইয়ের সাথে বাবা ছেলের চরিত্র যেমন অনেক সুন্দর হয়েছে, তেমনি এই বাবা মেয়ের একসাথে এত্ত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দুইজন। অনেক ধন্যবাদ যিনি লিখেছেন এমন সুন্দর নাটকের স্ক্রিপ্ট
যাদের বাবা বেঁচে থেকেও নাই একমাত্র তারাই জানে কত কষ্ট বুকের ভেতরে।
কষ্ট হয় তবুও মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমিও ভালোবাসি তোমায় বাবা ,
অসাধারণ, এক ভালোবাসা।মেহেজাবীনের প্রথম বাবা ডাকটাতে অনেক মায়া ও আবেগ জড়িয়ে ছিলো।
এত চমৎকার একটি নাটকের ভিউ এত কম! মানুষের জীবনে পিতৃ স্নেহের মূল্য যে কত তা কেবল বঞ্চিত সন্তানেরা অনুভব করতে পারে । অসাধারণ স্ক্রীপ্ট👌
পরিচালক কে আরো বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে হবে।এক লাইনের একটা নাটকে দশ লাইন বানানো কোন অর্থ হয় না ।যেখানে জিঘাংসা হওয়ার কথা সেখানে আবার Valentine.
@@FAFa-kg7ow manuser vul dhorar jonno eto besto hoye uthen kno? Natok ta sottei khub valo chilo.
@@alponaakhter2486 hey onk vlo chilo❣️❣️❣️
অসাধারন ছিল মেহজাবিন আপুর অভিনয়।
আর নাটকের কাহিনীটা সেই লেভেলের বস্ ।যিনারা এক মত লাইক করুন। কলকাতা থেকে ভালোবাসা রইলো বস।
পরিচালক ও নির্মমতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মেহজাবিন আপুর নিখুঁত অভিনয়
মেহজাবিন ছাড়া এমন গল্পের অভিনয় করা কারো পক্ষে সম্ভব নয়,অসাধারন চিলো মেহু
ঠিক বলেছেন
এ নাটকটা বাস্তব জীবনের সাথে এতটা মিলে যাবে ভাবি নাই। বাবাকে নিয়ে সেই পুরানো দিনের কথা গুলো মনে করে দিল। খুব মিস করি বাবাকে
😪
বাস্তবিক
পেটে খাবার ছিল না
তবুও মুখে হাসি ছিল ☺️
তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ)💗💗💗
কিও ভাই, আমাদের নবীর কথা কি নাটকের নিচের কমেন্ট করে বলতে হবে? এর চেয়ে ভাল কোনো জাশগা নায়?? আজব😡
মিয়া মগার পরিচয় আর কত দিবেন,,এইসব জায়গায় এমন কমেন্ট করা মোটেও ঠিক না,,ফাউল একটা🙄🙄
যে শালারা নাটকের এরকম কমেন্ট করে এরা বাঁশের কেল্লার জারজ সন্তান।
ফাইজলামি করেন,,? এসব নাটক সিনেমায় এসে আল্লাহ রাসূলের নাম নেন।
তোরে কোন কম্পানির জুতা দিয়ে পিটালে তুই এসব লিখা বন্ধ করবি এখানে
অসাধারণ নাটক টা মন ছুয়ে গেলো,নাটক টার দ্বিতীয় পার্ট চাই পরিচালকে কে অনুরোধ করছি নাটক টা দ্বিতীয় পার্ট করুন❤
নাটকটা দেখে অনেক কাঁদলাম ।অসম্বভ ভালো লাগলো । যারা কষ্ট করে এতো সুন্দর একটা নাটক উপহার দিয়েছেন,তাদের অনেক অনেক ধন্যবাদ । আমি আমার বাবাকে অনেক ভালোবাসি । দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল বাবা,আমিন
মেহু আপুর অভিনয় আর তারিক আনাম খান সুপার, এত্ত সুন্দর নাটক বারবার দেখতে চাই ধন্যবাদ মোস্তফা কামাল রাজ ভাই এত ভালো একটা নাটক তৈরি করার জন্য ।কি অভিনয় যেনো বাস্তবতাকে হার মানায়।❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍
কোটি টাকা খরচ করে যে সিনেমা তৈরি করে ফেমিলির সকল সদস্যদের নিয়ে দেখা যায় না কিন্তু অল্প টাকা খরচ করে যে নাটক তৈরি করে তা অনেক ভাল । পরিবারের সবাই কে নিয়ে দেখা যায়....
💖👍💖 🎌🎌🎌🎌🎌
হুম ঠিক বলছেন
হুম সত্যি বলছেন ভাই!
Hm sotti bolsan
Thik bolsan
Khub kosto
মেহজাবিন চৌধুরীর অভিনয় খুবই সুন্দর।
বাবা মেয়ের অসাধারণ অভিনয় দুঃখ কষ্ট সুখ মিলিয়ে সে এক অন্য রকম অনুভুতি।অতুলনীয়।
Mone hlo golpo ta amar jibon theke newa
অসাধারণ অভিনয় মেহেজাবীন আপপুর।ধন্যবাদ পরিচালককে, এই রকম নাটক উপহার দেওয়ার জন্য (কলকাতা থেকে )।না কেঁদে পারলাম না ।
সূরা ফাতিহাকে"উম্মুল কোরআন"বলা হয়!❤️
যার অর্থ কোরআনের মা!🥰
সুবহানাল্লাহ.!'💝
অনেক কেঁদেছি। জানিনা কেন।এত আবেগ নিয়ে করা হয়ছে নাটকটা।মেহজাবিন সত্যিই অসাধারণ অভিনেত্রী।
কার কার কাছে সিনেমার চেয়ে বাংলাদেশের নাটক অনেক অনেক বেশি ভালাে লাগে?
Me
me
আমার
আমার
Me also
সৌভাগ্যবান তারাই যাদের বাবা এখনো বেঁচে আছে!
নাটকের মামনী গানটা শুনে চোখ বেয়ে পানি চলে আসছে!
Me too
Akdom thik kotha
Sotti mon chuye chilo😢😢
দুনিয়াতে এমন অনেক কাজল আছে যাদের বাবা - মা থেকেও নেই😥। সত্যিই অসাধারণ একটি নাটক👌। আর গানটি অনেক ভালো ছিল পুরো ইমোশনাল হয়ে গেলাম🥰। আর অলরাউন্ডার মেহজাবিনের অভিনয় তো জাস্ট অসাধারণ💞👌💯। ধন্যবাদ জানাই কাজলের পুরো টিমকে🥰।
রাইট
নাটক টা একদম মনের আত্মা কাঁপানো। অসাধারণ নাটক ও কাহিনী। শুধু এটাই শেষটা আরো সুন্দর হতে পারতো যা হয়তো আমাদের মনে আরো আনন্দ আনতো আর চোখে হাসির কান্না।
যাই হোক অভিনয়ও অসাধারণ হয়েছে। নাটকটা দারুণ। ❤❤
কিভাবে যে প্রশংসা করবো তা জানিনা। সত্যি নাটকটা অসাধারণ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সব কিছু আছে কিন্তু পরিবারের ভালোবাসা নেই। যারা পরিবারের কাছ থেকে দূরে তাঁরাই একমাত্র বুঝতে পারে যে একজন মানুষের জীবনে পরিবারের ভালোবাসা কতটা দরকার। সত্যিই নাটকটা দেখে কেঁদেছিলাম। আর গানটা ও অসাধারণ। একনাগাড়ে গানটা ১০ বার শুনে ও মন ভরেনি। মেহজাবিন আপু গড ব্লেস ফর ইউ।
আমার হাসব্যান্ড এর বাবা মারা গেছেন ছোট বেলায়।কাল নাটক টা অর্ধেক দেখে খুব কান্না শুরু করে দিসে। আমি আর নাটক টা তার সামনে বসে দেখতে পারলাম না। আমিও কান্না করে দিছি। সবাই দুআ করবেন আল্লাহ যেন তার বাবা কে জান্নাত নসিব করেন।🤲🤲🤲🤲🤲🤲🤲
তার বাবা শব্দটির উচ্চারণ না করে যদি আমার শ্বশুর শব্দটি উচ্চারণ করতেন তাহলে আরও অনেক ভালো hoto যাইহোক দোয়া রইল আপনার শশুরের জন্য
@@mdmasudrana5422 এই কথা টা আমিও বলতে চাচ্ছিলাম।। "আমার হাসবেন্ড এর বাবা" কথাটা অনেক rude লাগলো।।
আমার শশুর বললে ক্ষতি হত না
Tar husband er chotobelay mara gese tai hoito...uni toh dakhen o nai..
Amin
আমি একজন ভারতীয় বাঙালি আর আমি বাংলাদেশের নাটক খুব দেখি। সত্যি বলতে খুব ভালো লাগলো এই নাটক টা দেখে এবং দেখতে দেখতে চোখে কখন জল চলে এলো বুঝতে পারলাম না। প্রত্যেকে অভিনয় প্রশংসনীয়।
Thank you.
অন্য দিকে আপনাদের নাটক আমাদের সংসার ভাঙ্গে।
সত্যি লাইফের দেখা সেরা একটা নাটক যা বাস্তবতার প্রতিরুপ🥺❤️❤️
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা - মা💖💖
এই নাটকটা দেখে কেঁদে ফেলেছি পৃথিবীতে এরকম কত কাজল অবহেলিত হচ্ছে বাবা তুমি আমার খুশি বাবা তুমি আমার হাসি 😍😍
Sobar baba sobar kaca tar koser karon.....❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
আমি ও কেঁদে ফেলেছি
হুম আমি একজন অবহেলিত
আজ থেকে প্রায় ২১ বছর আগে আমার জন্ম জন্মের পর থেকে মা নানু খালা মামা এদের অনেক আদরের ছিলাম.সবাই মাথায় তুলে রাখতো কিছুটা বাবার আদরও মনে আছে. কিন্তু আমার মা খুবই সহজ সরল মানুষ. আমার জন্মের ৪ বছর পর আমার বোনের জন্ম. তাকে জন্ম দেওয়ার সময় আমার মায়ের মানসিক সমস্যা দেখা দেয় তার পর দুই ভাই বোন মায়ের আদর থেকে বঞ্চিত হই. কিন্তু নানু আমার মা এর থেকে কম আদর যত্নে বড় করেছে.নিজের সন্তানের মতো করে.
সবকিছুই ভালোই চলতেছিল হঠাৎ একদিন নিমে আসে জীবনে অন্ধকার. ক্লাস 3 তে পড়ি. নানার বাড়িতে বাবা ডিবোর্স লেটার পাঠায়. পরে বাবা আরেকটা বিয়ে করে. তাও আরেক জনের বউ তিন সন্তানের মা কে.
আস্তে আস্তে বড় হতে লাগলাম কিন্তু বাবা খোজখবর নেয় না.হয়তো মায়ের সাথে সাথে আমাদেরব তালাক দিয়ে দিয়েছে.
তার পর নানু মামা খালা সবাই মিলে আমাদের দুই ভাই বোন কে বড় করতে লাগলো. কোন সখ আল্লাদ বাকি রাখে নাই.বুঝতে দেয় নাই বাবা মায়ের আদর না পাওয়ার কষ্ট.
এস এস সি দেওয়ার পর থেকে বুঝলাম একজন সন্তানের জন্য বাবা মা থাকা কতটা জরুরী. যদিও বাবা মা থেকেও নেই.কষ্ট হয় অনেক বুকটা ফেটে যায়.রাত্রে বেলায় চোখ থেকে পানি ঝরে. কিন্তু কাওউকে বুঝতে দেই না.
তাও আমি মানলাম ছেলে মানুষ. ছেলেদের কস্ট পেতে নেই কান্না করতে নেই.
কিন্তু আমার ছোট বোনটার জন্য খুব কস্ট হয়. বাবার আদর থেকে সে বঞ্চিত. মেয়েরা বাবার কাছে কত আবদার রাখে. কিন্তু আমাদের দুই ভাই বোন এর কপাল খারাপ.
তাও মাঝেমধ্যে নিজেকে সান্ত্বনা দেই যে যদি পথ শিশু মতো রাস্তায় থাকতাম.এখন ত মাথা গোজার মতো ঠিকানা হলেও আছে অনেকে তাও নেই.পড়াশোনা সুযোগ পেয়েছি ভালো খাবার খেতে পেরেছি ভালো জামাকাপড় পড়তে পেরেছি.
তাই বলি আলহামদুলিল্লাহ. 💓
বিদ্রঃ- আপনাদেএ উদ্দেশ্য বলছি সন্তান জন্ম দেওয়ার আগে ভেবে চিনতে তার পর জন্মদিবেন.
যাতে আমাদের মতো অনেক সন্তাম বাবা মায়ের আদর থেকে বঞ্চিত না হয়.💔💔
নাটাক টা খুবই ভালো হয়েছে অনেকে অংশে জীবনের সাথে মিল. মেহেজাবিন এর জায়গায় নিজের বোন কে কল্পনা করলাম.
ধন্যবাদ এই এতিমের কিছুটা জীবন কাহিনি শুনার জন্য. 🙂💓
এরকম আরো সুন্দর ও বাস্তবধর্মী নুতন নাটক দেখতে সিনেমাওয়ালার সঙ্গে থাকুন।
jader ma baba thekeo nai ... tarai boje jibon r bastobota kmn
খুব সুন্দর সৃজনশীল অভিনয়
❤❤❤ mehazabien ❤❤❤
সত্যি অসাধারণ ছিল নাটক টা একদম কেঁদে ফেলেছি ' আমিও ছোটো থাকতে বাবার ভালোবাসা পাইনি কারন নানির বাড়িতে ছিলাম বাবার ভালোবাসা না পাওয়ার কষ্ট শুধু তারাই জানবে যারা বাবার ভালোবাসা পাইনি
আমি মামার বাড়ি থেকে বড় হয়েছি।
বাবা ছিলো তার পরিবার নিয়ে
নাটকের ব্যাকগ্রাউন্ড গানটা আমার কাছে অনেক ভালো লাগেছে ❤️
যে গেয়েছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল ❤️❤️❤️❤️❤️
Amr o
প্রযোজক এর প্রশংসা না করে পারলাম না।👌
আর গল্পের চিরএে যারা অভিনয় করেছে তারা এক কথায় অনবদ্য 🥰
আমি একজন সাধারণ দর্শক হয়ে পুরো গল্পের ভিতরে ডুকে গিয়েছিলাম।
খুবই সুন্দর গল্প💚
জন্মদাতা মা বাবা যদি সন্তানের খোজ না নেয়, এর চেয়ে দুঃখের বিষয় আর হতে পারেনা।
right
সহমতপ্রকাশ
নাটক দেখে চোখে পানি চলে আসছে🥺
এটাই হচ্ছে ভালোবাসা দিবসের উপযোগ্য নাটক❤
হুম সত্তি
চোখ ভরে গেল জলে আর মন ভরে গেল বাবা মেয়ের অভিনয়ে, ব্যাক গ্রাউন্ড মিউজিক ছিল অসাধারন
আমি পুরুষ হয়েও কতবার যে চোখের পানি মুছেছি বলতে পারব না এতটাই আবেগ মিশ্রিত পুরো নাটকটিতে । অনবদ্য অভিনয় যেন বাস্তবেই চোখের সামনে ঘটছে ঘটনা ।
Kn Purus ra kade na?
Ddz
আমিও😭😭😭
Same😢😢
ভাই আমারও একি অবস্থা
নাটক টা দেখে আমি সত্যিই অনেক অনেক অনেক অনেক অনেক অনেক কান্না করছি 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
অনেক কেঁদেছি । এদেশে এখনও ভাল মানসম্পন্ন নাটক নির্মাণ হয় ।নাটকের লেখক ও কলাকুশলীদের জন্য অনেক ভালোবাসা রইলো ।
কি নাটক রে ভাই এটা,, কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলসি😢🥺
নাটক টা দেখে এতো কষ্ট লাগছে যা বলে বুঝাতে পারবো না। অসম্ভব সুন্দর একটা নাটক ❤️❤️
Same to you.... really heart touching.
হুম।তবে মেমোরিস নাটকটা দেখে ও চোখের পানি ধোরে রাখা অসম্ভব
সৌভাগ্যবান তারাই যাদের বাবা এখনো বেঁচে আছে!
নাটকের মামনী গানটা শুনে চোখ বেয়ে পানি চলে আসছে!
অবশ্য অবশ্য পুরস্কার পাওয়া দরকার নাটকটা এত কেঁদেছি বাস্তবতা এমনই
কান্না ধরে রাখতে পারিনি। সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য পরিচালককে অসংখ্য ধন্যবাদ
দুনিয়াতে এমন অনেক কাজল আছে যাদের মা বাবা থেকেও নেই 🙂 নাটক টা খুব সুন্দর ছিলো আর গানটা অনেক অনেক ভালো লাগলো emotional হয়ে গেছিলাম 🖤😥
Amar sathe onk tai mile gelo😔😔
@@tanishariya549 😔😔আল্লাহর উপর ভরসা রাখুন
@@zubairahmmed5724 😔😔
@@tanishariya549 মানুষের জীবনে এমন এমন ঘটনা থাকে যেটা প্রতি নিয়তো আমাদের প্রিয় মানুষটার কথা মনে করিয়ে দেয়। আর নাটকগুলো জীবন থেকেই নেওয়া হয়। আল্লাহ অবশ্যই বরকত দিবেন
আমি এখন নাটক টি দেখতেছি পরে কমের্ন্ট করব।
সত্যিই!! অসম্ভব ভালো লাগার একটি নাটক।মেহজাবিন এর অভিনয় টা বেশ দারুণ লেগেছে।।
খুব সুন্দর নাটক।।যখন মেহজাবীন বাবা বলে ডাক দিল তখন আমার চোখে পানি এসে পড়ল।।তারিক আনাম খান খুব সুন্দর অভিনয় করেই,মেহজাবীন তার সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে।।ধন্যবাদ ডিরেক্টর❤️
শেষটা এভাবে শেষ হবে ভাবিনি। ফিনিশিং টা অসমাপ্তই রয়ে গেল। এত দুর্দান্ত একটা গল্প তবুও কিসের যেনো একটা অপূর্ণতা রয়েই গেলো।
বাস্তব জীবন ঠিক এইরকমই কঠিন।দুর থেকে মনে হয় অনেক সহজ কিন্তু কাছে থেকে অনেক কঠিন।সবসময় অসম্পূর্ণই থেকে যায়😢
মেহেজাবিন আপুর অভিনিত প্রতিটা নাটক আমি খুব মনোযোগ সহ দেখি।কিন্তু তার অভিনিত কাজল নাটকটি আমাকে ব্যাপকভাবে অভিভূত করেছে।নাটকটি দেখার সময় আমি কাজল চরিত্রে নিজেকে বার বার অনুভব করেছি। কারণ এই চরিত্রের সাথে আমার বাস্তব জীবনের মিল আছে।নাটকটি দেখতে দেখতে কখন নিজের অজান্তে চোখে বার বার পানি পড়ছে খেয়াল করাই হয় নি......❤🖤❤
ভ্যালেন্টাইন্স মানে হয়তো এই রকম ভালবাসার বন্ধন বুঝায়। আজ কাল কার নোংরা ভালবাসা বুঝায় না।
অসংখ্য ধন্যবাদ পরিচালক, মেহজাবিন ও জনাব তারিক আনাম এত সুন্দর একটা দিনে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
দুনিয়াতে এমন হাজারো কাজল আছে, যাঁরা বাবা মায়ের একটু স্নেহ ভালোবাসা খুঁজে বেরায়,,,নাটক টা দেখে পাগলের মতো কাঁদতে হলো অনেক সুন্দর,,, গান টাও অনেক বেশি সুন্দর 😭
very nice natok
ঠিক বলেছেন আপু😭😭😭
Bangladesh er natok World Famous Mehazabien Apu Great Actress ❤❤❤
মেহু আপুর অভিনয় মনটা আবার কেড়ে নিল।😍♥️😍
No wonder why everybody thinks Mehzabin is the queen of Bangladeshi drama. Over the years, she has improved her acting skills immensely and as an audience, it is fun to watch. The directors should utilize her skills for cinemas and challenge her with more brilliant characters. Tareque Anam is a legendary actor. Both of them have reflected the different forms of human pain through their stupendous acting. Amazing!!!
এই ভালোবাসা দিবসে এর চেয়ে সেরা অসাধারণ নাটক আর হবে না।
Sotti oiii
Priya
বাবা তোমাকে খুব মনে পরে গেলো নাটকটি দেখে। কেনো এতো তারাতারি চলে গেলে আমাদের ফেলে।😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
সত্যিই অসাধারণ হয়েছে, আসলে কি বাবা মায়ের ভালোবাসা কখনো ভোলা যায়না।
উফফফফ মেহজাবিনের এতো অসাধারণ নাটক। চোখে পানি চলে এসেছে 😭
দারুণ 😍😍😍
কাজল কিভাবে,কার কাছে বড় হলো এটা জানার ইচ্ছে রয়ে গেলো।হৃদয়ে অতৃপ্তি নিয়ে নাটক টা শেষ হলো।একদম ছোট গল্পের মতো। কাজল ২ আসুক,,কাজলের জীবনের হ্যাপি ইন্ডিং দেখতে চাই 😍❤️
একমত!
কাজল -২ চাই।
মামার কাছে
ঠিক বলেছোন ভাই কাজল ২ চাই
Amio কাজল -২ দেখতে চাই 😊
Amio কাজল -২ দেখতে চাই 😊
মেহজাবীনের অনবদ্য অভিনয়। হৃদয় কে নাড়া দিয়েছে।
২০২২ সালের বছরের সেরা নাটক হবে।গল্প, মিউজিক, গল্পের সাথে গানের যে মেল বন্ধন প্রত্যেকটা ভিউয়ার কাঁদবে।আমিও ভিন্ন কেউ নয়।আর যদি কোন সময় বাবাকে মিস করি এ নাটকটা চার্চ করে দেখবো।
অসম্ভব সুন্দর একটা নাটক, দেখে মুগ্ধ হয়ে গেল, সবার জন্য ❤️❤️❤️❤️
চোখ টলটল করছে 🥲🥲🥲
*তারিক আনাম (স্যার)* এবং *মেহজাবীন* আপুর অভিনয় এমনটা সুন্দর ও স্পষ্ট ছিলো যে নাটক দেখতে দেখতে কোন সময় যে আমার চোখের কোণে জল এসে গেলো আমি বুঝতেই পারলাম না। 😢🥀
মেহজাবিন এর নাটক গুলো বরাবরই অনেক ইমোশনাল হয়, এত সুন্দর অভিনয় 😢❤
I'm Indian..But এই নাটকের দ্বিতীয় পর্ব দেখতে চাই..... আর এই রকম একটা সুন্দর উপহার দেয়ার জন্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা 🇮🇳❤️❤️❤️❤️🇮🇳
দ্বিতীয় পর্বটা দেখব কিন্তু 🙏❣️🇮🇳
2nd part no more
নাটক টা দেখে কান্না চলে আসলো
💔💔💔🇧🇩🇧🇩😙😙
Satti chokher jol dhare rakhte parlamna ma mara gese 9 years hlo othocho baba r ager moto vlobasena ador krena onek dure chale gese baba Maya theke vlobasa theke
এরকম সামাজিক নাটক গুলো শত্যি মন ছুয়ে জায় আর মেহজাবিন আপু তো অসাধারণ আভিনয় করে আমার খুব piyo আভিনেএি
ভালোবাসা দিবসের গল্প গুলো এমন ভালোবাসার মতই হওয়া উচিত,,,,, রাজ ভাই best Story of this Valentine's day,,,,
অসাধারণ অসাধারণ নাটকটা দেখে চোখের পানি আটকে রাখতে পারিনি বাবা মেয়ের সম্পর্ক আজীবন এক থাকুক মিস ইউ বাবা❤❤❤❤❤❤❤
অসাধারণ গল্প,
কোনো বাবা যদি, তার মেয়েকে Happy Birthday বলে, তার মত সুখী মানুষ আর নেই।
পরিচালক এবং নাটকের অভিনয় শিল্পের সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ,, আমাদের মনের চাহিদা মোতাবেক বাস্তব গুলো ফুটিয়ে তুলার জন্য।
ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর করে নাটকটা লিখেছেন যারা অভিনয় করেছেন আমাদের সমাজে অনেক মানুষ আছে তাদের কাহিনীর সাথে মিলে গেছে তারা তিনজনের অভিনয় খুব ভালো লেগেছে ধন্যবাদ সামনে নতুন কিছু পাব বলে আশা করি
ধন্যবাদ এরকম ইতিবাচক মন্তব্য করে আমাদের কাজে অনুপ্রেণীত করার জন্য। এরকম সুন্দর, সামাজিক ও শিক্ষণীয় নাটক দেখতে সিনেমাওয়ালার সঙ্গে থাকুন।
কোন কথা হবে না যাষ্ট মেহজাবিন আপু❤️❤️❤️
নাটকটা দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না অনেকক্ষণ ধরে চোখের পানি পড়ছে অসাধারণ একটা নাটক টিমের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক দেওয়ার জন্য বাস্তবে সাথে মিলে গেছে নাটকটা 🥰🥰🥰
আশা করি কাজল নাটকটির আমার করা আবহ সংগীত এবং গান সবার ভালো লাগবে❤️
হুম ভালো লেগেছে কিন্ত আর একটু স্লো হলে মনে হয় আরো খুব বেশি ভালো লাগতো কারন সেড সং
অসাধারণ শুধু প্রেমিক প্রেমিকার যতসব অবাস্তব ভালোবাসার নাটকই হয়, বাস্তব জীবনের সাথে মিল রেখে এই নাটক মন ছুয়ে যায়, কান্না যেন থামতেই চাইছেনা, ভালোবাসা দিবসে এধরণের নাটক হওয়া উচিত, কারণ তখন সবাই নাটক একটু বেশিই দেখে, আর এ নাটকে ভালোবাসাটা খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে । ধন্যবাদ মোস্তফা কামাল রাজ ভাইয়া আর নাটকের পুরো টিমকে আর বিশেষভাবে ধন্যবাদ আমাদের চট্টগ্রামের মেয়ে মেহেজাবিন আপুকে❤️❤️❤️
এটাই আমাদের বাংলাদেশের নাটক অসাধারণ চোখের কোনে আসবে ই অসাধারণ অভিনয়।
*মেহজাবীন* আপু এবং *তারিক আনাম* স্যারের অভিনয় তো আছেই অসাধারণ তার মধ্যে গানটাও ছিলো সুন্দর যার কারণে আমার নিজের অজান্তেই আমার চোখের কোণে জল এসে পড়েছে। 😟😢
সত্যি সত্যিই কাঁদলাম। প্রত্যেকের অভিনয় এত সাবলীল। Hats up to you Tarekh Anam Sir.
যে কেউ শেষের দিকে চোখে পানি আনতে বাধ্য। ধন্যবাদ পরিচালক কে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
হৃ দয় ছুয়ে যাওয়া একটা নাটক।নাটকের গান আবহ সংগীত, ডায়লগ সবই চমতকার।
অসম্ভব বাস্তববাদী সুন্দর একটা নাটক,,,, মন ছুয়ে গেল,,,, আমরা বাংগালী রা গর্ব করে বলতে পারি আমাদের নাটক পৃথিবীর শ্রেষ্ঠ নাটক😍😍😍😍😍
Bokar moto comment
@@mdhasibahammed এখানে বোকার কি হলো
100000000%RIGHT
পারিবারিক ভালোবাসাটা যে কতটা গুরুত্তপূর্ন তা এই নাটকটা দেখলে বোঝা যাবে, অসাধারন একটা নাটক আর নাটকের গান :)
খুবই চমৎকার একটা নাটক,,,,,,,,, এক কথায় অসাধারণ ছিল ❤❤❤❤❤❤I LOVE YOU BaBa❤❤
❤❤ এককথায়, অপূর্ব একটা নাটক ।❤❤ অল্প কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়। মেহেজাবিনের অভিনয় দাগ কাটার মতো। ❤❤
বাবার জায়গা শুধু বাবাই♥️বাবার স্পর্শ না পাওয়া অনেক সন্তানই নিরবে চখের জল লুকায়।হৃদয় স্পর্শ কাতর নাটক মন ছুয়ে গেল👌
আমার ছেলে মেয়েরা বাবা থাকা সত্ত্বেও এতিমের মত মানুষ হয়েছে। আমি তাদের কাছে অপরাধী।