মাটি নেই কাঠের গুঁড়ো ব্যবহার করে ছাদে বিশাল সবজি বাগান, সবজি কিনে খেতে হচ্ছে না
HTML-код
- Опубликовано: 16 янв 2025
- #vegetable_gardens_overview #soilless_Garden
#rooftop_farming
মাটি নেই কাঠের গুঁড়ো ব্যবহার করে ছাদে বিশাল সবজি বাগান সবজি কিনে খেতে হচ্ছে না। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে এই বাগান করার জন্য ভীষণ ভাবে পরিশ্রম করেন।
ছাদে বাগান করে এত সবজি ফলানো যায় এই ভিডিওগুলি তারে উদাহরণ, আগে মানুষ এত কিছু জানতো না জানার চেষ্টাও করত না সেইভাবে তবে আপনাদের চ্যানেল সবসময় আপনাদের পাশে থেকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছে।
পুরো সবজি বাগান টা যদি ঘুরে দেখেন তাহলে আপনাকে মুগ্ধ করবে তার কারণ এত সুন্দর বাগান খুব কম দেখা যায় সম্পূর্ণ অর্গানিক ভাবে এই সবজি চালানো হচ্ছে ছাদ বাগানে কাঠের গুঁড়ো 50 ভাগ ও ভার্মিকম্পোস্ট 50 ভাগ নিয়ে গাছগুলি বসানো হয় সেটা বীজ হোক বা বড় গাছ একই মাটি ব্যবহার করে এই বাগান করা হচ্ছে।
এর আগে আপনারা এই বাগানের ভিডিও দেখেছেন যেখানে প্রচুর পরিমাণে জবা দেখতে পেয়েছিলেন আজ জবার পাশাপাশি বিশাল সবজি বাগান তারা তৈরি করেছেন এখানে যেমন টমেটো গাজর লঙ্কা পেঁয়াজ ফুলকপি ফুলকপি বাঁধাকপি সিম সবকিছু করার চেষ্টা চলছে।
নতুন একটা বিষয় আমরা এ বাগান থেকে দেখতে পাবো যে বেগুন গাছের ডাল কেটে বসিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে বেগুন পাওয়া সম্ভব।
নিখুঁতভাবে ভিডিওটি দেখুন কিছু কিছু অংশ লিখে রেখে নিজেদের মতন করে তৈরি করুন বাগান এই বাগান ছাড়া আরো আপনারা রোজ দুপুর একটায় যদি ফলো করেন আপনাদের এই চ্যানেলটি তাহলে অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যাবে সর্বদা আপনাদের সাথে আছে চ্যানেল।