ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা যা আপনি আগে জানতেন না - Modern Treatment of Diabetes

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা নিয়ে মেডিটকে বলেছেন অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ স্যার।
    অল্প বয়সেই টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে। যে কোন ব্যক্তিই এই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন।ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্যে বয়ে বেড়াতে হয় এবং সারা বিশ্বে এর কারণে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।
    শরীর যখন রক্তের সব চিনিকে (গ্লুকোজ) ভাঙতে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস হয়। এই জটিলতার কারণে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে। এছাড়াও ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কিডনি এবং অনেক সময় শরীরের নিম্নাঙ্গ কেটেও ফেলতে হতে পারে।
    সারা বিশ্বেই এই সমস্যা বেড়ে চলেছে। বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৪২ কোটিরও বেশি। ৩০ বছর আগের তুলনায় এই সংখ্যা এখন চার গুণ বেশি- এই হিসাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
    চিকিৎকরা বলছেন, ডায়াবেটিসের এতো ঝুঁকি থাকার পরেও যতো মানুষ এই রোগে আক্রান্ত তাদের অর্ধেকেরও বেশি এই রোগটি সম্পর্কে সচেতন নয়। তবে জীবন যাপনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চললে অনেক ক্ষেত্রে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব। বিবিসির প্রকাশিত প্রতিবেদনে এখানে তার কিছু উপায় তুলে ধরা হলো।
    ডায়াবেটিস কেন হয়?
    আমরা যখন কোন খাবার খাই তখন আমাদের শরীর সেই খাদ্যের শর্করাকে ভেঙে চিনিতে (গ্লুকোজ) রুপান্তরিত করে। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিসৃত হয়, সেটা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনিকে গ্রহণ করার জন্যে। এই চিনি কাজ করে শরীরের জ্বালানী বা শক্তি হিসেবে।
    শরীরে যখন ইনসুলিন তৈরি হতে না পারে অথবা এটা ঠিক মতো কাজ না করে তখনই ডায়াবেটিস হয়। এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে।
    কি কি ধরনের ডায়াবেটিস আছে?
    ডায়াবেটিস রয়েছে বিভিন্ন ধরনের। টাইপ ওয়ান ডায়াবেটিসে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়। তখন রক্তের প্রবাহে গ্লুকোজ জমা হতে শুরু করে।
    বিজ্ঞানীরা এখনও বের করতে পারেন নি কী কারণে এ রকমটা হয়। তবে তারা বিশ্বাস করেন যে এর পেছনে জিনগত কারণ থাকতে পারে। অথবা অগ্ন্যাশয়ে ভাইরাসজনিত সংক্রমণের কারণে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো নষ্ট হয়ে গেলেও এমন হতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের ১০ শতাংশ এই টাইপ ওয়ানে আক্রান্ত।
    অন্যটি টাইপ টু ডায়াবেটিস। এই ধরনের ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের অগ্ন্যাশয়ে যথেষ্ট ইনসুলিন উৎপন্ন হয় না অথবা এই হরমোনটি ঠিক মতো কাজ করে না। সাধারণত মধ্যবয়সী বা বৃদ্ধ ব্যক্তিরা টাইপ টু ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন। বয়স কম হওয়া সত্ত্বেও যাদের ওজন বেশি এবং যাদেরকে বেশিরভাগ সময় বসে বসে কাজ করতে হয় তাদেরও এই ধরনের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে।
    বিশেষ কিছু এলাকার লোকেরাও এই ডায়াবেটিসের ঝুঁকিতে আছে। তার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া। সন্তানসম্ভবা হলে পরেও অনেক নারীর ডায়াবেটিস হতে পারে। তাদের দেহ থেকে যখন নিজের এবং সন্তানের জন্যে প্রয়োজনীয় ইনসুলিন যথেষ্ট পরিমানে তৈরি হতে না পারে, তখনই তাদের ডায়াবেটিস হতে পারে।
    এক গবেষণায় দেখা গেছে ৬ থেকে ১৬ শতাংশ গর্ভবতী নারীর ডায়াবেটিস হতে পারে। ডায়েট, শরীর চর্চ্চা অথবা ইনসুলিন নেওয়ার মাধ্যমে তাদের শরীরে চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেলে তাদের টাইপ টু ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়িয়ে যাওয়া সম্ভব।
    সবচেয়ে সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে:
    ১. খুব তৃষ্ণা পাওয়া।
    ২. স্বাভাবিকের চাইতেও ঘন ঘন প্রস্রাব হওয়া। বিশেষ করে রাতের বেলায়।
    ৩. ক্লান্ত বোধ করা।
    ৪. কোন কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।
    ৫. প্রদাহজনিত রোগে বারবার আক্রান্ত হওয়া।
    ৬. দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া।
    ৭. শরীরের কোথাও কেটে গেলে সেটা শুকাতে দেরি হওয়া।
    চিকিৎসকরা বলছেন, টাইপ ওয়ান ডায়াবেটিসের লক্ষণ শৈশব থেকেই দেখা দিতে পারে এবং বয়স বাড়ার সাথে সেটা আরো জটিল হয়ে উঠতে পারে।
    বয়স ৪০ বছরের বেশি হওয়ার পর থেকে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। তবে দক্ষিণ এশিয়ার লোকজনের মধ্যে এই ঝুঁকি তৈরি হয় তাদের ২৫ বছর বয়স হওয়ার পর থেকেই। যাদের পিতামাতা, ভাই বোনের ডায়াবেটিস আছে, অথবা যাদের অতিরিক্ত ওজন, দক্ষিণ এশিয়ার কোন দেশের মানুষ, আফ্রো-ক্যারিবিয়ান অথবা কৃষ্ণাঙ্গ আফ্রিকান তাদেরও এই ঝুঁকি বেশি থাকে।
    ডায়াবেটিস কি প্রতিরোধ করা সম্ভব?
    ডায়াবেটিস যদিও জেনেটিক এবং আপনার জীবন যাপনের স্টাইলের ওপর নির্ভরশীল তারপরেও আপনি চেষ্টা করলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। সেজন্যে আপনাকে খাবার গ্রহণের বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে এবং আপনাকে হতে হবে অত্যন্ত সক্রিয় একজন মানুষ।
    খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভবঃ
    প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে। মৃসন শাদা আটার রুটির পরিবর্তে খেতে হবে ভুষিওয়ালা আটার রুটি। এটাই প্রথম ধাপ। এড়িয়ে চলতে হবে হোয়াইট পাস্তা, প্যাস্ট্রি, ফিজি ড্রিংকস, চিনি জাতীয় পানীয়, মিষ্টি ইত্যাদি। আর স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে শাক সব্জি, ফল, বিন্স এবং মোটা দানার খাদ্য শস্য। স্বাস্থ্যকর তেল, বাদাম খাওয়াও ভালো। ওমেগা থ্রি তেল আছে যেসব মাছে সেগুলো বেশি খেতে হবে। যেমন সারডিন, স্যামন এবং ম্যাকেরেল। এক বেলা পেট ভরে না খেয়ে পরিমানে অল্প অল্প করে বিরতি দিয়ে খাওয়া দরকার।
    শরীর চর্চ্চা বা ব্যায়াম করার মাধ্যমে রক্তে চিনির মাত্রা কমিয়ে রখা সম্ভবঃ
    চিকিৎসকরা বলছেন, প্রতি সপ্তাহে আড়াই ঘণ্টার মতো ব্যায়াম করা দরকার। তার মধ্যে দ্রুত হাঁটা এবং সিড়ি বেয়ে ওপরে ওঠাও রয়েছে। শারীরিকভাবে থাকতে হবে সক্রিয়। ওজন কম রাখলেও চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। যদি ওজন কমাতে হয় তাহলে সেটা ধীরে ধীরে করতে হবে। সপ্তাহে আধা কেজি থেকে এক কেজি পর্যন্ত। ধূমপান পরিহার করাও জরুরী। নজর রাখতে হবে কোলস্টেরলের মাত্রার ওপর। এর মাত্রা বেশি হলে হৃদ রোগের ঝুঁকি বেড়ে যায়।

Комментарии • 22

  • @zaraislam8380
    @zaraislam8380 11 месяцев назад +1

    ইউনানি একটা মেডিসিন আছে, এটা খেলে নাকি ডায়াবেটিস একেবারেই কমে যাবে! এটার কি কোন সাইড এফেক্ট আছে? প্লিজ বলেন একটু

    • @MediTalkDigital
      @MediTalkDigital  11 месяцев назад

      দুঃখিত আমরা ইউনানি চিকিৎসা নিয়ে কোন প্রকার মন্তব্য করিনা

    • @MDMehedi-ve2xx
      @MDMehedi-ve2xx 5 месяцев назад

      নাম কি?

  • @SoniyaSimi
    @SoniyaSimi 2 месяца назад

    Sir amr daybetes ache ami bby nite chy akn amke ki korte hbe..

    • @MediTalkDigital
      @MediTalkDigital  2 месяца назад

      একজন হরমোন স্পেশালিষ্ট দেখিয়ে ঔষধ এডজাষ্ট করে নিন এরপর বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে থাকুন

  • @aklimaparvin4348
    @aklimaparvin4348 Год назад +1

    ঔষধের নাম লিখে দিলে ভালো হতো

    • @MediTalkDigital
      @MediTalkDigital  Год назад

      এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন এর নাম বা যে কোন চিকিৎসা বা উপদেশ/ ডায়েট চার্ট অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না, শুধুমাত্র রোগ ও চিকিৎসার ব্যাপারে “ডক্টর” টিমের মাধ্যমে আপনাদেরকে গাইড করার চেষ্টা করা হয়।

  • @shornaarobi5402
    @shornaarobi5402 Год назад

    স্যার টাইপ -১ রোগী কি এ চিকিৎসা গ্রহণ করতে পারবে???

    • @MediTalkDigital
      @MediTalkDigital  Год назад

      টাইপ ১ এর ক্ষেত্রে ইনসুলিন ই আসল চিকিৎসা , ঔষধ এ তেমন কাজ হয় না

  • @najibullah3012
    @najibullah3012 8 месяцев назад

    Pump Price কতো ?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  8 месяцев назад

      আমরা এখানে দাম সম্পর্কে কিছু বলি না , কারন তা কোম্পানি ভেদে ভিন্ন হয়ে থাকে , ধন্যবাদ

  • @nillkabbo4567
    @nillkabbo4567 Год назад +1

    স্যার কেন ডায়াবেটিস একদম ভালো হয় না,এটা আমার জানার খুব ইচ্ছা যদি কেউ জানাতেন

    • @MediTalkDigital
      @MediTalkDigital  Год назад +2

      কারন আপনার ইনসুলিন তৈরি হয় যে কোষ থেকে তা ডায়াবেটিস এর কারনে নষ্ট হয়ে যায় এটা আর নতুন করে তৈরি হয় না এই জন্য

  • @jamalsharif4280
    @jamalsharif4280 10 месяцев назад

    স্যার আপনার ঠিকানা কোথায়।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  10 месяцев назад

      অনুগ্রহ করে ভিডিওটি ভালো করে দেখুন, আমরা সব ভিডিওতে ডাক্তারের চেম্বারের সিরিয়াল নাম্বার দিয়ে দেই, অনুগ্রহ করে কল করে জেনে নিন।

  • @MdMotin-f1d
    @MdMotin-f1d 9 месяцев назад

    কোন নাম্বারে সিরিয়াল দিব সেই ফোন নাম্বারই তো দিলেন না

    • @MediTalkDigital
      @MediTalkDigital  9 месяцев назад

      সিরিয়াল দেয়ার হটলাইন নম্বর দেয়া আছে , ভিডিওতে দেখুন

  • @shibluerkw722
    @shibluerkw722 Год назад

    সিরিয়াল ছাড়া দেখানো যাবে??

  • @habibrahman6201
    @habibrahman6201 Год назад

    নতুম ই মেশিনের দাম কত

    • @MediTalkDigital
      @MediTalkDigital  Год назад

      আমরা কোন প্রকার দাম বলি না , কারন তা কোম্পানি ভেদে ভিন্ন হয়ে থাকে