আমি সাবিত স্যার কে জানতাম না। গত কয়েক দিন আগে উনার একটি বই আনছি "মনের শক্তি " ভাবছিলাম নতুন কোন লেখক একটু পড়ার পর পড়ার উৎসাহ হারিয়ে পেলছিলাম কিন্তু ভিডিওটা দেখে মানুষটা চিন্তে পেরে আবারও উৎসাহিত হলাম। perfect সময়ে perfect video ধন্যবাদ কিবরিয়া ভাইকে।
মাশা-আল্লাহ যারস মাদ্রাসার ছাত্ররা পিছনে দেখেন সাবিত রায়হান ভাইয়ের দিকে লক্ষ্য করেন, কওমি মাদ্রাসার একজন ছাত্র এবং হাফেজ মাওলানা, নিজের সুন্নতি লেবাস নিয়ে সবকিছু করা যায় এটি প্রমাণ ভাই জন্য দোয়া এবং ভালোবাসা রইলো এগিয়ে যান ❤❤
2020 থেকে Sabit International কে Follow করে আসছি। সাবিত রায়হান স্যার আমার খুবই পছন্দের একটা মানুষ। আশাকরি Sabit international আরও অনেক দূর এগিয়ে যাবে ইন শা আল্লাহ।
সাবিত রায়হানের সাথে আমার ব্যাক্তিগতভাবে দেখা হয়েছে সেই ২০১৬ সালে। উনি সাইফুর'স বাড্ডা শাখায় স্পোকেন ইংলিশ ক্লাস নিতেন। আমাদের ব্যাচে মর্নিং শিফটে ক্লাস নিতেন। কিন্তু তখনও ভাবিনি উনি আজ এত বড় এক উচ্চতায় উনাকে প্রতিষ্ঠিত করবেন।
আরে জানার মতো অসাধারণ ভিডিও... ❤💯🚩 যে দেখবে সে অনেক বেশি কিছু ই শিখতে পারবে ... কিবরিয়া স্যার কে আল্লাহ নেক হায়াত দান করুন আমাদের কে এমন special কিছু Gift korar jonno... যেমন -ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন ফলো করে এখন আমাদের পুরো পরিবার আলহামদুলিল্লাহ শারীরিক ভাবে সুস্থ.. আর এই ভিডিও টা ও আমাদের আর একটা গুরুত্বপূর্ণ অস্তিত্ব নিয়ে তাও আবার অসংখ্য life এর গভীর বিষয় জানার মতো... কি বলে ধন্যবাদ দিবো... স্যারকে..💯🚩❤️ আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন.. আমিন🤲🤲💌
মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক উপকৃত হলাম । ভিডিও এর অর্ধেক দেখেই মাইন্ড সেশন এর জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছি। যদিও আমি কয়েকবছর আগে থেকেই সাবিত ভাইকে ফলো করি । প্রত্যেকটি কথা অনেক মনোযোগ দিয়ে শুনেছি কিছু কথা বারবার শুনেছি । আল্লাহ উত্তম প্রতিদান দিন।
অসাধারণ একটি শো দেখলাম এবং অনেক কিছু শিখলাম। ধন্যবাদ জানাই প্রিয় দুই ভাই আরজে কিবরিয়া এবং সাবিত রহমানকে। আল্লাহ তায়ালা আপনাদের সুস্থতার সহিত নেক হায়াত দান করুন এবং বেশি করে মানুষের সেবা করার তাওফিক দান করুন।
আমার লাইফে অত্যন্ত পছন্দের একজন মানুষ, অত্যন্ত ব্যতিক্রমধর্মী জীবন্ত প্রাণবন্ত সাবিত রায়হান স্যার. আমার স্বপ্নের মধ্যে একটা আপনার সাথে দেখা করা, কোনো একদিন দেখা করবোই ইনশাআল্লাহ. আমি আপনার দেওয়া প্রত্যেকটি দিক নির্দেশনা পালন করার চেষ্টা করি.
সে ২০১৩/২০১৪ সালের দিকে বাংলাদেশ ক্রিকেট দলকে ট্রেনিং করাইছিলো তার পরের কয়েক বছর বাংলাদেশ ক্রিকেট দল অনেক ভালো ক্রিকেট খেলছে দাবি রইলো আবারও আবারও তাকে দাইত্ত দেওয়া হোক
মাশাআল্লাহ, চমৎকার হয়েছে 'শো'টি, স্পেশাল ধন্যবাদ জানাই আর জে কিবরিয়া স্যারকে, এই আলোচনা থেকে অনেকেই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি এজন্য যে, আমি স্যারের প্রিমিয়াম ট্রেনিং অংশগ্রহণ করে অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, আমি সাবিত রায়হান স্যার এবং উনার প্রতিষ্ঠান সাবিত ইন্টারন্যশনাল এর জন্য দোয়া করি, আল্লাহ যেন আরো বারাকাহ দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহ কিবরিয়া ভাই আসসালামু আলাইকুম। আমিও এই ভাইটির মতো সেই স্কুল লাইফ থেকেই কাজে লাগিয়েছিলাম। সব সময় ভালো স্টুডেন্ট দের সাথে মিশতাম। আমি আমার ছেলেদেরকেও বলেছি সব সময় তোমাদের চেয়ে বেশী এবং ভালো জ্ঞান রাখেন, তাদের সাথে মিশবে। তাহলে তুমি সামনে এগুতে পারবে।
Plz invite Mahmudul hasan Sohag vhai. I hope that conversation will energize your channel. Anyways lot's of thanks to kibria vhai & sabit vhai. May Allah bless both you & your family
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ অনেক অনেক জাযাকাল্লাহ খায়ের আল্লাহর জন্য ভালবাসি আলহামদুলিল্লাহ উনি একজন সুযোগ্য সন্তান আমাদের দেশের রত্ন আল্লাহ উনাকে নেক হায়াত দারাজ করুক কিবরিয়া ভাই অনেক ধন্যবাদ উনার মত এমন একজনআল্লাহর প্রিয় বান্দা হাফিজাহুল্লাহ কে ও একজন আলেমকে জাযাকাল্লাহ
কতো ধীরে সুস্থে কথা বলে। একজন মুসলিমের তো এমনই হওয়া উচিত।
আর. জে কিবরিয়া ভাইকে ধন্যবাদ । উনি এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছেন যিনি সুপারম্যানদের সুপার স্টার ❤❤❤❤
এ সব মানুষ দ্বারা হাজর মানুষ উপকৃত হয়। কিবরিয়া ভাই অনুষ্ঠানে এমন মানুষদের বেশি বেশি আমন্ত্রণ জানাবেন।
আমি সাবিত স্যার কে জানতাম না। গত কয়েক দিন আগে উনার একটি বই আনছি "মনের শক্তি " ভাবছিলাম নতুন কোন লেখক একটু পড়ার পর পড়ার উৎসাহ হারিয়ে পেলছিলাম কিন্তু ভিডিওটা দেখে মানুষটা চিন্তে পেরে আবারও উৎসাহিত হলাম। perfect সময়ে perfect video ধন্যবাদ কিবরিয়া ভাইকে।
মাশা-আল্লাহ
যারস মাদ্রাসার ছাত্ররা পিছনে দেখেন সাবিত রায়হান ভাইয়ের দিকে লক্ষ্য করেন, কওমি মাদ্রাসার একজন ছাত্র এবং হাফেজ মাওলানা, নিজের সুন্নতি লেবাস নিয়ে সবকিছু করা যায় এটি প্রমাণ ভাই জন্য দোয়া এবং ভালোবাসা রইলো এগিয়ে যান ❤❤
2020 থেকে Sabit International কে Follow করে আসছি। সাবিত রায়হান স্যার আমার খুবই পছন্দের একটা মানুষ। আশাকরি Sabit international আরও অনেক দূর এগিয়ে যাবে ইন শা আল্লাহ।
কি সুন্দর কথাবলার ধরন, একেবারে ঠান্ডা মন মানসিকতার একজন মানুষ.!🩷🤍
ঠিক কথা বলেছেন
এ ধরণের জ্ঞানী গুণী এবং মুখলিস্ মানুষ গোটা পৃথিবীর জন্য সম্পদ নিঃসন্দেহে।
আল্লাহ্ উনার দ্বারা দ্বীন ও মানব জাতির দো জাহানকে উৎকর্ষিত করুন। আ মী ন!
তিনি যে একজন কওমির সন্তান আজকে জানলাম। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।
সাবিত রায়হান স্যারের ভিডিওটির জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম।
সাবিত রায়হানের সাথে আমার ব্যাক্তিগতভাবে দেখা হয়েছে সেই ২০১৬ সালে। উনি সাইফুর'স বাড্ডা শাখায় স্পোকেন ইংলিশ ক্লাস নিতেন। আমাদের ব্যাচে মর্নিং শিফটে ক্লাস নিতেন। কিন্তু তখনও ভাবিনি উনি আজ এত বড় এক উচ্চতায় উনাকে প্রতিষ্ঠিত করবেন।
প্রিয় মানুষ সাবিত রায়হান ভাই।
উনা লিখা মনের শক্তি বই'টা আমার ব্যক্তিগত জীবনে পরিবর্তনের সুযোগ করে দিয়েছে,আলহামদুলিল্লাহ
ভাই বই টা অনলাইনে পাবো নি কেননা আমি সৌদি আরবে আছি
মাশাল্লাহ,,, আজকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এনেছেন,,,, আলহামদুলিল্লাহ যিনি কিনা হাজারো মানুষের সুস্থতায় ভূমিকা পালন করে যাচ্ছেন।
আরজে কিবরিয়া শো -এর বিগত প্রত্যেকটা এপিসোড থেকে আজকের এপিসোড সবচেয়ে সেরা প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য।
আমার সাথে কে কে একমত
কি দারুণ একটা এপিসোড!! কিবরিয়া ভাই কে অনেক ধন্যবাদ সাবিত ভাই কে আমন্ত্রণ করার জন্য।
আলহামদুলিল্লাহ, সাবিত রায়হান ভাইয়ের আমার সাক্ষাৎ হয়েছে এবং তার কাছ থেকে অল্প সময়ে অনেক কিছু শিখতে পেরছি।
আমি উনার সাথে ২০১৯ সালে কুড়িগ্রাম উলিপুরে ১ চিল্লা দিছি।। ভালো মানুষ।
ওনাকে আমি এই প্রথম দেখলাম জানলাম ওনার কথা গুলো ভীষণ ভালো লাগলো, লাইফের জন্য অনুপ্রেরণা জোগায় কত ধীর গতিতে সুন্দর ভাবে বুজিযে গুছিয়ে কথা বলেন 👌👍👍👍
কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ অন্যতম প্রিয় ব্যক্তিত্বকে এনে এ অনুষ্ঠানটায় কথা বলার সুযোগ দেয়ার জন্য
আসলেই রতনে রতন চিনে।
কিবরিয়া সাহেবকে ধন্যবাদ। এমন একটি অনুষ্ঠানের জন্য
আলহামদুলিল্লাহ। সাবিত রায়হান স্যার যে একজন কোরআনে হাফেজ আগে জানতাম না। আল্লাহ স্যারকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন 🤲
অসাধারণ একজন ভালো মানুষ। আমি সরাসরি ক্লাস করেছি স্যার এর।
ঠিকানাটা বলবেন প্লিজ
ভাই প্লিজ ঠিকানা দিবেন
address plz
৩৮ মিনিটের প্রশ্নটা আমার মনে ঘুরছিল। অবশেষে পেলাম। ভালো লাগলো!
অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সাবিত রায়হান স্যারের জন্য
আরে জানার মতো অসাধারণ ভিডিও... ❤💯🚩
যে দেখবে সে অনেক বেশি কিছু ই শিখতে পারবে ...
কিবরিয়া স্যার কে আল্লাহ নেক হায়াত দান করুন আমাদের কে এমন special কিছু Gift korar jonno...
যেমন -ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন ফলো করে এখন আমাদের পুরো পরিবার আলহামদুলিল্লাহ শারীরিক ভাবে সুস্থ..
আর এই ভিডিও টা ও আমাদের আর একটা গুরুত্বপূর্ণ অস্তিত্ব নিয়ে তাও আবার অসংখ্য life এর গভীর বিষয় জানার মতো... কি বলে ধন্যবাদ দিবো... স্যারকে..💯🚩❤️
আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন.. আমিন🤲🤲💌
মাশাআল্লাহ সাবিত রায়হান ভাইকে দেখে খুব ভালো লাগছে আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক আমিন।।।।❤❤❤❤❤
সত্যিকারের সুপারস্টার হলেন সাবিত রায়হান ❤❤
অফুরন্ত ভালোবাসা উভয়ের প্রতি❤❤
ভাইয়া কোরআন এবং হাদিস তো জীবনেরই কথা বলে। সবারই উচিত এই রাস্তায় এগিয়ে যাওয়া।
সাবিত স্যার আল্লাহ আপনাকে আমাদের মাঝে আরও হাজার বছর বেচে থাকুন এভাবেই আমাদের মাঝের হাজারো সমস্যার সমাধান করেন আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক উপকৃত হলাম । ভিডিও এর অর্ধেক দেখেই মাইন্ড সেশন এর জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছি। যদিও আমি কয়েকবছর আগে থেকেই সাবিত ভাইকে ফলো করি । প্রত্যেকটি কথা অনেক মনোযোগ দিয়ে শুনেছি কিছু কথা বারবার শুনেছি ।
আল্লাহ উত্তম প্রতিদান দিন।
কিবরিয়া ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর এপিসোড আমাদেরকে দেওয়ার জন্যে।
আলহামদুলিল্লাহ ওনার একটি কনফারেন্সে অংশ গ্রহনের সুযোগ হয়েছে ❤
ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়?
বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাবিত রাইহানকে ভীষণ প্রয়োজন । ছোট বেলা থেকে যদি একটা জেনারেশন তৈরি করা যায় তাহলে দেশ পরিবর্তন হবে ।
স্যার কে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং তার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে অনেক উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ
মাইন্ড ট্রেইনিং সাবজেক্টটি আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় অন্তর্ভূক্ত করা দরকার।
আমার দুইজন প্রিয় মানুষ ধন্যবাদ অনেক সুন্দর আলোচনার জন্য দোয়া করি আল্লাহ তা'আলা আপনাদের নেক হায়াত দান করুন
মাশাআল্লাহ। কত সুন্দর চিন্তাভাবনা। এদেরকে আগামীতে দেশ গঠনে প্রয়োজনে।
আলহামদুলিল্লাহ সাবিত স্যার এর সাথে দুই মাস সফর করছিলাম। ওই সময় টা আমার জিবনের দামি সময় ছিল। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক।
দুইজনই খুব প্রিয় মানুষ, দুজনের প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি।
প্রিয় মানুষ 😊। এরকম গুনী মানুষদের আনবেন যাদের কাছে আমরা ভালো কিছু শিখতে পারবো। জাযাকাল্লাহু খাইরন❤️
এ প্রথম আপনার অনুষ্ঠানের পুরো একটা পর্ব দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ যখন যেভাবে রাখে ওটাই সফলতা জীবনের।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
Ma sha allah Rj Kibria k many many thanks onake ai programme anar jonno onar proti ta kotha onek important 🖤🖤🌸🌸
সাবিত রায়হান ও আবু ত্বহা আদনান এই দুইজনকে নিয়ে শিক্ষা মন্ত্রনালয়ের কাজ করা উচিত,,,
অপেক্ষায় ছিলাম আরজে কিবরিয়া ভাই যেন সাবিত ভাই কে আনেন প্রোগ্রামে।
আলহামদুলিল্লাহ আবশেষে
প্রত্যেকটা শব্দের উচ্চারণ কি সুন্দর ভাবে উপস্থাপন করেন!❤😢
অসাধারণ একটি শো দেখলাম এবং অনেক কিছু শিখলাম।
ধন্যবাদ জানাই প্রিয় দুই ভাই আরজে কিবরিয়া এবং সাবিত রহমানকে।
আল্লাহ তায়ালা আপনাদের সুস্থতার সহিত নেক হায়াত দান করুন এবং বেশি করে মানুষের সেবা করার তাওফিক দান করুন।
Assalamu alikum🥰
ধৈর্য অনেকটা নদীর বাঁধের মতো যতক্ষণ বাঁধা থাকে,
ততক্ষণ শান্ত!
বাঁধ ভাংলেই বিপত্তি!
ধৈর্যশীলদের সংঙি হোচ্ছেন আল্লাহ্
আমার লাইফে অত্যন্ত পছন্দের একজন মানুষ, অত্যন্ত ব্যতিক্রমধর্মী জীবন্ত প্রাণবন্ত সাবিত রায়হান স্যার.
আমার স্বপ্নের মধ্যে একটা আপনার সাথে দেখা করা, কোনো একদিন দেখা করবোই ইনশাআল্লাহ.
আমি আপনার দেওয়া প্রত্যেকটি দিক নির্দেশনা পালন করার চেষ্টা করি.
সত্যি বলতে তাকে আমি চিনি না 😢 কিন্তু
তার কথাগুলো শুনে ভালো লাগলো ❤
ওনি সাবিত রায়হান, কিছুদিন ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন উনি কে? শুধুমাত্র উনার ভিডিও দেখেই অনেকেই অনেকের জীবন পরিবর্তন করছে
@@mizansbasicworld ❤🎉
সে ২০১৩/২০১৪ সালের দিকে বাংলাদেশ ক্রিকেট দলকে ট্রেনিং করাইছিলো তার পরের কয়েক বছর বাংলাদেশ ক্রিকেট দল অনেক ভালো ক্রিকেট খেলছে দাবি রইলো আবারও আবারও তাকে দাইত্ত দেওয়া হোক
বাংলাদেশে থাকেন 🤔🤔🤔@@mizansbasicworld
@awal149 হা
মাশাআল্লাহ, চমৎকার হয়েছে 'শো'টি, স্পেশাল ধন্যবাদ জানাই আর জে কিবরিয়া স্যারকে, এই আলোচনা থেকে অনেকেই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।
এবং আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি এজন্য যে, আমি স্যারের প্রিমিয়াম ট্রেনিং অংশগ্রহণ করে অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, আমি সাবিত রায়হান স্যার এবং উনার প্রতিষ্ঠান সাবিত ইন্টারন্যশনাল এর জন্য দোয়া করি, আল্লাহ যেন আরো বারাকাহ দান করেন, আমিন।
আমি এমন একজন মানুষের কথা সুনার অপেক্ষায় ছিলাম আপনার শোতে এমন মানুষ এর কথা আরো লং টাইম দেওয়া আপনার উচিত ছিল ❤❤❤
মাসাআল্লাহ ওনার কথায় মেজিক আছে। মনে শান্তি লাগে ওনার কথা শুনলে। লাভ উ প্রিয় ভাই
আলহামদুলিল্লাহ সাবিত স্যারকে ১ বছর ধরে চিনি প্রায়।
আমি উনার সরাসরি ক্লাস করেছি খুব ই বিনয়ী উনি সব সময় এভাবে ই কথা বলেন, খুব ই ভালো লোক
আপু আমি একটু অসুস্থ।আমাকে একটু বলবেন উনার ক্লাস কিভাবে করা যায়। সরাসরি ক্লাস করার নিয়ম কি?
সাবিত রায়হান স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুন। সরাসরি যেনো ওনার কাছ থেকে মাইনড ট্রেইনিং নিতে পারি আল্লাহ সে তৌফিক দিন
অনেক ধন্যবাদ কিবরিয়া ভাই, অনেক সুন্দর, সময়োপযোগী এবং উপকারী একটি সেশন❤
সাবিত রায়হান স্যার একজন পবিত্র কুরআনের হাফেজ এটা শুনে আরো বেশি ভালা লাগল। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন।
সারা বিশ্বের বেস্ট মাইন্ড চেঞ্জ সাবিত রায়হান স্যার ❤
ভাইয়া আমাকে উনার ঠিকানা দেন
এ সাবিত সাহেব কে কখনো জানিনি, ওনার কথা গুলি শুনে অনেক ভালো লাগলো
মাশাআল্লাহ
এতদিন পর আপনার শো'টার পরিপূর্ণতা আসলো।
এরকম সাবিদ ভাই এদেশের জন্য অনেক প্রয়োজন,,আল্লাহ আপনার সুস্থতা দান করুক ❤️
আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ উস্তাদ সাবিত রায়হান।
এমন বিশিষ্ট মানুষদের কে সবসময় আমন্ত্রণ জানাবেন। আপনার শো তে। উনার কথা আমার অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ 🇧🇩🌏❤️
Alhamdulillah
This is one of the finest shows that I have ever seen.. Thank you Sabit Raiihan. May Allah bless you. I am eagerly waiting to meet you.
Awesome, JajakAllah khair, Barakallahu fih hayatih
সাবির রায়হান স্যার অসাধারণ মানুষ। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।
আরে মিয়া সে একটা বাটপার। ইয়াহিয়ার মতো।
বাংলাদেশ এই একটা অনুষ্ঠান যেখান থেকে শিক্ষনীয় অনেক কিছু আছে এরকম অনুষ্ঠান যদি বাংলাদেশে আরো হতো মানুষের অনেক উপকার হতো।
সত্যি অনেক অত্যাদুনিক আইডিয়া,, আমাদেরকে দেয়ার জন্য।।
দুজনেই প্রিয়
আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখুক আমিন
মাশাআল্লাহ কিবরিয়া ভাই এই লোক কেনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই ভিডিওটা দেখেই আপনার চ্যানেলকে এখনই আমি সাবস্ক্রাইব করলাম ❤❤❤
মাশাআল্লাহ। কত সুন্দর চিন্তাভাবনা আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ কিবরিয়া ভাই আসসালামু আলাইকুম। আমিও এই ভাইটির মতো সেই স্কুল লাইফ থেকেই কাজে লাগিয়েছিলাম। সব সময় ভালো স্টুডেন্ট দের সাথে মিশতাম। আমি আমার ছেলেদেরকেও বলেছি সব সময় তোমাদের চেয়ে বেশী এবং ভালো জ্ঞান রাখেন, তাদের সাথে মিশবে। তাহলে তুমি সামনে এগুতে পারবে।
মাশা আল্লাহ, অনেক মুটিভেট।ভাইয়ের মতো আমারও কিছু স্বপ্ন আছে।
ধন্যবাদ, এমন মানুষগুলোকে তুলো ধারার ❤❤❤
Amar dekha sobceye gurutto purno video. Thanks
Alhamdulillah onar akta program a jaywar sojog hoyese , such a genious person I see ever.
মন থেকে দোয়া ও শুভকামনা রইলো আপনার জন্য আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।❤❤❤
ভাইয়ের কথাগুলো অন্তরে লাগে।তার জন্য দোয়া রইলো।
দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল সাবিত রায়হান স্যার এর জন্য ❤❤❤
শুধুমাত্র আজকের এই প্রোগ্রামটার জন্য আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম
কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ সাবিত রায়হান কে আমন্ত্রণ করার জন্য ❤
আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা ❤
অসাধারণ। সুন্দর মনের এ মানুষটিকে আনার জন্য অসংখ্য ধন্যবাদ।
মনোযোগ দিয়ে শুরু থেকে শুনছি আলহামদুলিল্লাহ ❤
যিনি কথা এবং জীবনে মিল রাখেন তিনি এগিয়ে যান দ্রুত।
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ
উনার ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলাম
❤❤❤️🩹🖤🖤
মাশাল্লাহ, কত সুন্দর কথা বলার ধরন❤❤
কথা গুলো শুনে অনেক ভালো লাগলো
আল্লাহ সকলকে হেফাজত করো আল্লাহ 😢😢
Ami onar session e participate korechilam...uni khub e bhalo mentor. Onar 'Mon er Shokti' book ta khub e bhalo..
মাশা-আল্লাহ জাযাকাল্লাহ খুবি গুরুত্বপূর্ণ কথা বলছেন ভাই ধন্যবাদ
মন থেকে দোয়া রইল কিবরিয়া ভাইয়ের জন্য 🤲🤲🤲
কিবরিয়া ভাই । সব শেষে বললেন । এতক্ষন যারা আপনাদের সংঙ্গে ছিল । সবাইকে অসংখ্য ধন্যবাদ । আমরা যারা পরে আমরিকা থেকে দেখি । তাদের জন্য কিছু না 😅?
অপেক্ষায় ছিলাম, আলহামদুলিল্লাহ ❤
মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান।
Plz invite Mahmudul hasan Sohag vhai. I hope that conversation will energize your channel.
Anyways lot's of thanks to kibria vhai & sabit vhai.
May Allah bless both you & your family
ruclips.net/video/w0NN-mJWowo/видео.html
Already done
অনেক আগেই শেষ করছেন ওনার টা ❤❤
@@ahasanullah1789 link plz
Link plz
Alhamdulillah
Pochonder ekta manus❤
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ অনেক অনেক জাযাকাল্লাহ খায়ের আল্লাহর জন্য ভালবাসি আলহামদুলিল্লাহ উনি একজন সুযোগ্য সন্তান আমাদের দেশের রত্ন আল্লাহ উনাকে নেক হায়াত দারাজ করুক কিবরিয়া ভাই অনেক ধন্যবাদ উনার মত এমন একজনআল্লাহর প্রিয় বান্দা হাফিজাহুল্লাহ কে ও একজন আলেমকে জাযাকাল্লাহ
মা শা আল্লাহ্। অনেক কিছু জানলাম।
সাবিত স্যার কে চিনেছি আমার বন্ধু জাকিরের মাধ্যমে
ধন্যবাদ বন্ধু
মাশাআল্লাহ প্রতিটি কথা অসাধারণ।