তিলপাড়া ব্যারেজের ভয়ঙ্কর সুন্দর দৃশ্য || TILPARA BARRAGE || Mayurakshi River || The Village Diary

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • নমষ্কার বন্ধুরা, ‪@ourvillagecookingandvlog‬ চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত। আজ আমরা আপনাদের কে বীরভূম জেলার সিউড়ীর তিলপাড়া মিহিরলাল ব্যারেজে ঘুরতে নিয়ে যাবো। এই ভিডিওতে আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন। তিলপাড়া ব্যারেজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত একটি বাঁধ। এই ব্যারেজটি সিউড়ি শহর থেকে ৭.৫ কিলোমিটার দূরে অবস্থিত। ব্যারেজের দৈর্ঘ্য ৩০৯ মিটার। ১৯৪৯ সালে এই ব্যারেজটি নির্মাণ সম্পূর্ণ হয়। সে সময়ে ব্যারেজটি নির্মাণে খরচ হয়েছিল ১.১১ কোটি টাকা। যে মূল নদীখাতের উপর ব্যারেজটি তৈরি তার প্রস্থ ১৮.২৯ মিটার। ব্যারেজের পিছনে জলাশয়ের গভীরতা ৬২.৭৮ মিটার। জলের তলে এই ব্যারেজে মোট ১৫টি স্লুইস গেট আছে। এই স্লুইস গেটগুলি দিয়ে মোট ৮টি ধারায় জল ছাড়া সম্ভব। ব্যারেজের ডান দিকে ১৬.৬ কিমি ও বাম দিকে ২২.৫৩ কিমি প্রধান খাল খনন করে কৃষি জমিতে জল সরবরাহ করা হয়। এছাড়া ব্যারেজের তলে নদীগর্ভ জলস্রোতের ঘর্ষণকে কাজে লাগিয়ে এখানে জলবিদ্যুৎও তৈরি করা হয়ে থাকে।
    আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম ভিডিও আরো পাবার জন্য আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।
    #barrage #mayurakshi #barrages #siuri #river #dam #blog #birbhum #canal #tilpara_barrage #placestovisit #informative #informativevideos #bigdam
    #ব্লগ #বীরভূম

Комментарии • 69