ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম মুহূর্ত🕉️🙏💔

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025
  • মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ যখন গান্ধারীর সাথে সাক্ষাৎ করতে যান এবং তাকে সান্তনা দেন তখন মাথা গান্ধারী পুত্র শোকে এবং ক্রোধে কৃষ্ণ কে অভিশাপ দেন যে ৩৬ বছর পর যদু বংশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, কৃষ্ণ মনেপ্রাণে তাই চেয়েছিলেন কারণ তার মনে হয়েছিল যদু বংশ অহংকারী এবং অধর্মী হয়ে গেছে। তাই তিনি প্রত্যুত্তরে বলেন তথাস্তু। ঠিক ৩৬ বছর পর এক উৎসবে যদি বংশের মধ্যে লড়াই লেগে যায় এবং তারা একে অপরকে হত্যা করতে শুরু করে। এই দুঃখে কৃষ্ণ এবং বলরাম তৎকালীন প্রবাস পাঠনে চলে আসে যার বর্তমান নাম সোমনাথ। একদিন ভগবান শ্রীকৃষ্ণ সোমনাথ এর কাছে ভালকা নামক এক জঙ্গলে বিশ্রাম করছিলেন তখন জরা নামে একজন ব্যাধ সেখানে শিকার করতে এসেছিল এবং সে ভগবান শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে একটি তীর নিক্ষেপ করে এবং তিরটি ভগবান শ্রীকৃষ্ণের বাঁ পায়ে এসে বৃদ্ধ হয়। জরা নিজের ভুল বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে ভগবান শ্রীকৃষ্ণ জড়াকে বলে হে জরা তুমি ত্রেতা যুগে বনরাজ বালি ছিলে এবং আমি শ্রীরাম রূপে তোমাকে হত্যা করেছিলাম সেটারই সমতা বিধান করলে তুমি এই যুগে। সংসারে সমস্ত কর্মই আমার ইচ্ছাতে হয় তাই তোমার দুশ্চিন্তা করার কোন প্রয়োজন নেই। এই বলেই তিনি গোলকধাম তীর্থের উদ্দেশ্যে রওনা দিলেন সেখানেই তিনি দেহ ত্যাগ করলেন এবং তার প্রিয় মিত্র অর্জুন তার দেহকে দাহ করলেন। কিন্তু তার হৃদয় জীবন্ত রইলো। তাই অর্জুন সেই হৃদয়কে ত্রিবেণী সঙ্গেম ভাসিয়ে দিল। এবং সেই হৃদয় দিয়ে উড়িষ্যার পুরীতে ভেসে ওঠে এবং রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের মধ্যে প্রতিস্থাপন করেন। #বাংলা #কৃষ্ণ #jaishreekrishna #dwarka #somnath #viralvideo #jaishreeram

Комментарии • 19