ঢাকার নদী নিয়ে মহা পরিকল্পনা | কেমন হবে বদলে যাওয়া বুড়িগঙ্গা? | Buriganga & Turag River Project

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 104

  • @rafsanchowdhury6762
    @rafsanchowdhury6762 Год назад +27

    অনেক সুন্দর হবে ৮ লেন রাস্তার পাশে এমন সুন্দর ওয়াক ওয়ে গুলো। বিদেশে এমন অনেক আছে ❤

  • @syedirfanali9945
    @syedirfanali9945 Год назад +16

    বাংলাদেশকে লন্ডন থেকেও অনেক সুন্দর করা সম্ভব যদি দেশের মানুষ সভ্য হয়।।।

  • @shahjahanalam1438
    @shahjahanalam1438 Год назад +9

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ ধন্যবাদ আপনাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • @dulalkhondokar5060
    @dulalkhondokar5060 Год назад +5

    আলহামদুলিল্লাহ জয় বাংলা

  • @৬৪জেলা.কম
    @৬৪জেলা.কম Год назад +5

    পুরা নদীর পাড়ে এরকম ব্লক দিলে অনেক সুন্দর দেখা যাবে।

  • @yousupuddin4358
    @yousupuddin4358 Год назад +3

    রুবেল ভাই অসাধারণ বিডিও করেন আপনার কথা অনেক সুন্দর করে বলেন আরও বিডিও দিবেন আপনার বিডিও দেখার পর অনেক ভাল লাগল

  • @xeeebon
    @xeeebon Год назад +3

    অনেক সুন্দর গোছানো ভিডিও হয়েছে রুবেল 💗
    অনেক ধন্যবাদ আপলিফ্ট টিমকে 👌❤️💗

  • @mdanss4651
    @mdanss4651 Год назад +1

    Allah amader deshtake manusher o desher kollane aro kaaj korar taofik jno day

  • @dulalkhondokar5060
    @dulalkhondokar5060 Год назад +5

    মাশাআল্লাহ ✌ জয় বাংলা

  • @basharahmed2894
    @basharahmed2894 Год назад +6

    বেশ ভালো লাগলো ভাই। অনেক শুভ কামনা রইলো

  • @Chapabaz17
    @Chapabaz17 Год назад +6

    অনেক ভালো লাগলো ভিডিও টা 🇧🇩🇧🇩🥰

  • @রিফাতচৌধুরী-ঢ৯খ

    বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নাই।

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 Год назад +7

    পুরান ঢাকার স্হাপত‍্য ডিজাইন এর সাথে মিল রেখে সকল স্হাপনা করা হোক।

  • @ddg1376
    @ddg1376 Год назад +5

    দারুন হইছে রূবেল ভই

  • @aburayhan8288
    @aburayhan8288 Год назад +5

    ধন্যবাদ ভাই

  • @mdsayedalam6122
    @mdsayedalam6122 Год назад +7

    10 তলা 100/200 টা বিল্ডিং না তোলে 30/40 তলা 50 টি বিল্ডিং তোল দেশ টা ও সুন্দর লাগবে রাস্তা ও পরিস্কার দেখাবে

  • @md.tahidulislamovi9235
    @md.tahidulislamovi9235 Год назад +3

    Alhamdulliah 1st comment 😍

  • @locutoriointernacional1895
    @locutoriointernacional1895 Год назад +2

    as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu , allah amader sobayke neck hayat dan korun ameen , masha allah khub sundor vedio valoy lage arokom chitro dekhle . aponader koster karone amora vedio dekhte pai alhamdullah ami spain theke dowa korben bhaijan ,

  • @apxcaim3n770
    @apxcaim3n770 Год назад

    Ufff osthir egula hoiegele dhaka tourism ar spot hobe

  • @jahangirmorshedalam7277
    @jahangirmorshedalam7277 Год назад +3

    ধন্যবাদ, Videoটি খুব সুন্দর ও আকষ’ণীয় হয়েছে ! ময়লা ফেলার জায়গা না থাকলে পাবলিক কি করবে ? এর জন্য বিশেষ Space দরকার এবং Europe এর ন্যায় ময়লা Transfer এর বিশেষ পদ্ধতি থাকা দরকার । এর জন্য আলাদা বিশেষ সংস্হা থাকতে হবে । থাকতে হবে Complain Box. এবং প্রতি সপ্তাহে সংস্হার মিটিং ।

  • @rukhsannargis
    @rukhsannargis Год назад +1

    SubhanAllah !! May Allah help us

  • @milonkhan5966
    @milonkhan5966 Год назад +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই দুর প্রবাস থেকেও আমার বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তা ঘাট দেখতে পেলাম 😊 ধন্যবাদ। মিরপুর ১ দিয়া বাড়ি ঘাট ।

  • @usamawithkhizarreaction
    @usamawithkhizarreaction Год назад +1

    Wow great 😍😍😍😍😍

  • @shamimrana5412
    @shamimrana5412 Год назад +4

    অসাধারণ

  • @greeceprobashimilon5249
    @greeceprobashimilon5249 Год назад +4

    রুবেল এতো উন্নয়ন অনেকের নজরে পরে না কি আর বলার।

  • @minecraftdarkgaming9411
    @minecraftdarkgaming9411 Год назад +3

    Good job

  • @ham07860
    @ham07860 Год назад +1

    Wa alaikumus salam wa rahmatullah

  • @ummesalma0099
    @ummesalma0099 Год назад

    Dubai er moto dekkte kaghbe... Masah allah

  • @md.tahidulislamovi9235
    @md.tahidulislamovi9235 Год назад +3

    Bhai Dhaka Narayanganj link road ar update news den pls....

  • @bangladeshifreedomfighter4709
    @bangladeshifreedomfighter4709 Год назад +1

    ভিডিও দেখার অপেক্ষা

  • @toqatar6981
    @toqatar6981 Год назад +1

    খুব ভালো লাগছে

  • @zahidalam5035
    @zahidalam5035 Год назад +1

    Wow....looks awesome.....

  • @efat449
    @efat449 Год назад

    Great work should plant lots of million trees then its a look like charming sight ..thanks govt..

  • @sheaikafjalahmad4003
    @sheaikafjalahmad4003 Год назад +3

    এইরকম কাজের জন্য আওয়ামী লীগ সরকার আবার দরকার

  • @mohammadhafeez2150
    @mohammadhafeez2150 Год назад +1

    ৮ লেন না করে ১০ লেন করলে ভালো হবে।
    ঢাকার মতে জনসংখ্যার সিটিতে ৮ লেন যথেষ্ট নয়। ৫ লেন করে দুই পাশে ১০ লেন অবশ্যই করা জরুরি।

  • @shuvoahmed6888
    @shuvoahmed6888 Год назад +1

    রুবেল ভাই আপনাকে ধন্যবাদ। এই রোডে বেড়িবাঁধ উপর ছয়লেনের রাস্তা করলে টংগিবাজার আবদুল্লাহপুর আসুলিয়া মিরপুর বিরুলিয়া গাবতলি হয়ে মেোহাম্মদপুর হাজারীবাগ কামরাঙ্গীরচর লালবাগ চকবাজার সদরঘাট সুত্রাপুর যানজট মুক্ত হবে।এর উপর ভিডিও চাই।

  • @SAM_ZONE
    @SAM_ZONE Год назад +1

    Dhaka the city of Akhirujjaman, শেষ জামানার শহর

  • @sohelfrance89
    @sohelfrance89 Год назад +1

    ওয়াকওয়ে গুলো তে যেন বাইকাররা না ঢুকতে পারে সেজন্য মাঝে মাঝে বেরিয়ার দিতে হবে

  • @sadmansakib9261
    @sadmansakib9261 Год назад

    Bhaia apnar documentary gula arektu details hole bhalo hoi, only scenery dekhan but map onujayi dekhanna. kothay start hobe, kothay end hobe,kothay connection hobe etc

  • @raselmohammad6050
    @raselmohammad6050 Год назад +1

    Buriganga r side er video chai
    Details e dekhan nai ai video te Kamrangirchar er side er kaaj er ogrogoti dekhte chai

  • @mohammadrahman7418
    @mohammadrahman7418 Год назад +1

    Dredging o deep ness dhore rakhte hobe

  • @md.tahidulislamovi9235
    @md.tahidulislamovi9235 Год назад +3

    Bhai Ponchoboti theke muktar por projonto progets er update new den

  • @mccj6223
    @mccj6223 Год назад +1

    আদি বুড়িগঙ্গার ভিডিও দেন

  • @dr.zahirali4055
    @dr.zahirali4055 Год назад

    ভাই বুড়িগঙ্গার শেষ দিকে নারায়ণগঞ্জ এর অংশের পরিকল্পনা কি জানাবেন।

  • @mostrelevantbd
    @mostrelevantbd Год назад +1

    একটা ব্যাপার দৃষ্টিকটু লাগলো। আমিনবাজার সেতুর পূর্বের পিলারের সমান্তরালে নতুন সেতুর পিলার বসানো হয়নি কেন!

  • @hakimali7376
    @hakimali7376 Год назад

    ভাই আমার মতামত জানালাম, সম্পুর্ণ ঢাকাকে MRT ও LRT লাইন দারা যুক্ত করতে পারলে এর সমাধান ৫০% লাঘব করা সম্ভব

  • @mawatanjin4220
    @mawatanjin4220 Год назад

    Bangladesh er local bus gulao unnoto kora hok... Meyeder sefty nischit kora hok

  • @mdshahinurrahman541
    @mdshahinurrahman541 Год назад

    সপ্নেই সম্ভব

  • @samsuddinkamal4745
    @samsuddinkamal4745 Год назад +1

    Nice 👍

  • @lutforrahman1305
    @lutforrahman1305 Год назад

    মানিকগঞ্জ নিয়ে মহাপৱিকল্পনা দৱকাৱ

  • @mohammediqbal3572
    @mohammediqbal3572 Год назад +1

    very nice

  • @thezester6863
    @thezester6863 Год назад

    Vai kamrangir chor nei video banan

  • @sayedyusuf5464
    @sayedyusuf5464 8 месяцев назад +1

    বাংলা দেশের সরকারের উচিত সেনাবাহিনীর উচিত বাংলা দেশের সব নদী গুলোকে দশ থেকে পনর পুট গভীর করে মাস্টার ফেলান হিসাবে সংস্কার করা একান্ত দরকার বাংলা দেশের জন্য জরুরি ভিতিতে দরকার

  • @yousupuddin4358
    @yousupuddin4358 Год назад +2

    দুই পাশে ওয়াকওয়ে করা হয়ছে মাছ কানে করা হয়া নাই কেন জানাবেন ঐ খানে একটা ঘর দেখা জাছে ঐ টা ওছেত করার দরকার

  • @yh85x
    @yh85x Год назад

    ❤পার্কটা কোথায় করেছে জানালে খুশিহবো ❤?

  • @md.abuumama2509
    @md.abuumama2509 Год назад

    Good

  • @xeeebon
    @xeeebon Год назад +1

    এটা ইনার রিংরোড হবে, আউটার নয়...

  • @habibnipon5423
    @habibnipon5423 Год назад

    Actually, the first step has to be creating landfills and a coherent rubbish collection system to generate gas, fertiliser and probably electricity. This is the example of a good beginning I’d half done. When no rubbish will be visible, then any work can be easy done and attractive. And one day the lineage of mosquitoes will be disappeared automatically. There will be less headache in sprinkling medicine.
    Thank you

  • @sohel.bd88
    @sohel.bd88 Год назад +1

    ❤️❤️❤️

  • @maslam6404
    @maslam6404 Год назад +1

    এই সেতুটার উচ্চতা বাড়ানোর দরকার ছিলো, বৃত্তাকার নৌপথের জন্য।।

    • @mdiqbalhossain7431
      @mdiqbalhossain7431 Год назад +1

      আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ --
      পাশে আছি পাশে থাকবো, উন্নয়ন অগ্রযাত্রার পথে চলবো -- নৌকায় ভোট দিন - উন্নয়নের ধারাবাহিকতার শপথ নিন ---

  • @toukirahmedrabbi4112
    @toukirahmedrabbi4112 Год назад

    music tar link keo dite parben?

  • @mdabdullahmd.abbulla6835
    @mdabdullahmd.abbulla6835 Год назад +1

    valo

  • @Aquaman010
    @Aquaman010 Год назад +1

    Onk jaigai nodir jaiga abr o dokhol hosse 🙂

  • @jahidbinalnahian1287
    @jahidbinalnahian1287 Год назад

    সরকার যদি মিরপুর থেকে আশুলিয়া হয়ে উত্তরার রোডটার পাশে, তুরাগ নদীর পাড় পরিষ্কার করে কোন পরিকল্পনা করতো খুবই ভালো লাগতো। খুবই বাজে অবস্থা তুরাগ নদীর পাড়ে😢

  • @milon.khan.official
    @milon.khan.official Год назад

    Background music tar nam ki vai

  • @sumonchandradas3851
    @sumonchandradas3851 Год назад

    নদী তো ছোট হয়ে গেল???

  • @tanimchy8772
    @tanimchy8772 Год назад +1

    background music link❤️

  • @savageakash3970
    @savageakash3970 Год назад +1

    ঘিঞ্জি করে ফেলা হয়েছে ঢাকা কে ছোট ছোট বিল্ডিং করে।শহরে স্কাইস্ক্র‍্যাপার তৈরি করার অনুমতি দেয়া হোক।তাহলে জায়গা বাচবে এবং আধুনিক হবে

  • @neeghatakther4499
    @neeghatakther4499 Год назад

    Authorities need to put the watch dog to catch those people who are littering and fine them. That is how they’ll learn. If, law and order on the place, people will be on right place.

  • @qamruz
    @qamruz Год назад +1

    Sadly the walkway is too narrow and enclosed by ugly concrete railing. Looks like a 'goli' of old Dhaka and must be designed by rajmistry of puran Dhaka. Nowhere near the purbachal highway walkway designed by Army engineering corp.

  • @ssa8018
    @ssa8018 Год назад

    ভাই bgm এর লিংক টা!!

  • @Rana-ju7hc
    @Rana-ju7hc Год назад +1

    নদী খনন করা প্রয়োজন.

  • @md.mahirfaisalmurad9162
    @md.mahirfaisalmurad9162 Год назад

    "বাস্তবের আমরা কতটুকু পাবো সেটা এখন দেখার বিষয় " কথাটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ।

    • @UpliftBangladesh
      @UpliftBangladesh  Год назад

      পরিকল্পনা অনুযায়ী আমরা তার সটুকুই পাবো নাকি কোনো ভাবে শেষ হবে সেটাই বুঝানো হয়েছে।

    • @md.mahirfaisalmurad9162
      @md.mahirfaisalmurad9162 Год назад +1

      @@UpliftBangladesh পরিকল্পনা অনুযায়ী যা বলা হয়েছে তার থেকেও বেশি পেতে পারি। যেমন পদ্মা সেতুর তো পরিকল্পনাতে আগে রেল প্রকল্প ছিল না পরে তা সংযোজন করা হয়েছে। এমন অনেক প্রকল্প আছে যাতে পুনরায় সংযোজিত হয়েছে তা আমার থেকে আপনি আরো ভালো জানেন। আবার দেখা গেলো ১০ ই ডিসেম্বরের পর তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না ২০২৮ সালে কিভাবে প্রকল্প শেষ হবে। এমনটা হতে পারে যে প্রকল্প আর নাও এগোতে পারে। উদাহরণ স্বরূপ খুলনা আবু নাসের হসপিটাল। ৯৬ তে শেখ হাসিনা ক্ষমতায় এসে কাজ শুরু করেছিলো কিন্তু ২০০১ এ এই হসপিটালের কাজ বন্ধ হয়ে যায়। লোকমুখে শুনেছি এই হসপিটালের প্রকল্প বগুড়ায় সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ২০০৮ সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবার কাজ শুরু হয়। এখন প্রতিদিন বহু মানুষ এখানে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পাচ্ছে। আমি বিভিন্ন কাজে হসপিটালে গিয়েছি তার ভিতরে একটা কাজ হলো - ছোট থেকেই দেখে আসছি আমার আম্মু অসুস্থ‌। কোন ডাক্তার তার রোগ ধরতে পারছিলো না। অনেক পরিক্ষা নিরীক্ষা করেও কাজ হচ্ছিল না। শেষে আবু নাসের হসপিটালে যাওয়ার পর রোগ ধরা পরে। ভাই আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের। আমাদের জন্য নামকরা হসপিটাল কপালে নেই ‌। আর একটা ঘটনা আমার বাবার যখন‌ হার্ট অ্যাটাক হয়েছিলো তখন কার্ডিওলজির PCCU তে ১০ দিন ছিলো। আমি হতবম্ব হয়ে গিয়েছিলাম হসপিটালের পরিবেশ আর ডাক্তারদের সেবার মান দেখে। খুলনার ভিতরে এমন মানের কোন হসপিটাল নেই। এর থেকে খুলনা বাসি ৮ বছর বঞ্চিত ছিল। এগুলো মানে কী বলতে পারবেন? আমি রাজনৈতিক প্রসঙ্গ টেনে কথা বলছি তা নয়। আমার বক্তব্য হলো- যে দল ক্ষমতায় থাকুক তাতে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু দেশের চলমান প্রকল্প গুলোকে স্থগিত করে দেশকে পিছিয়ে নেওয়ার নাম কি রাজনীতি। আমার তো সন্দেহ হচ্ছে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেলে কাল লুটপাট শুরু হয়ে যাবে দেশের ভেতরে। যে যে সুযোগ পাবে সে সে একচাটা দিয়ে দেখবে। সব চলমান প্রকল্প স্থগিত হয়ে যাবে। আবার আমরা পিছিয়ে পরবো শতবছরের জন্য। এই সব কথা চিন্তা করলে নিজেকে ধরে রাখতে পারি না অনেক আবেগ প্রবন হয়ে পরি। তাই আপনার সাথে এতো কথা বললাম। দুঃখিত আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আল্লাহ হাফেজ।

    • @হৃদয়েবাংলাদেশ-ঞ৬য
      @হৃদয়েবাংলাদেশ-ঞ৬য Год назад

      @@md.mahirfaisalmurad9162 এ তো দেখি মহা পন্ডিত।এ বড় মেধার মুল্যায়ন এ দেশে হবে না।বিদেশ চলে যান।

    • @md.mahirfaisalmurad9162
      @md.mahirfaisalmurad9162 Год назад

      @@হৃদয়েবাংলাদেশ-ঞ৬য ভাই আমি অতি নগন্য একজন বাংলাদেশী। অতি বড় বা ছোট মাপের কেউ নয়। সাধারণ ভাবে থাকতেই পছন্দ করি। তার ভেতর থেকে যদি জাতির জন্য তিল পরিমানে কিছু করতে পারি তাতেই সন্তুষ্ট। উচ্চ আকাংখা বা দৈবের বসে দেশ ছাড়ার পক্ষপাতীত্ব করি না। অন্যায় বা দুর্নীতি করেও দেশ ছেড়ে পালিয়ে যেতে চাই না। জানিনা কথাটা আপনি উপেক্ষার ছলে বলেছেন কিনা। তবুও বলবো : আমার বাবার মুখে শুনেছি ৭১ এ ৯ মাস চুল কাটাই নাই ,দেশ স্বাধীন হওয়ার পর কাটাবো তাই চিন্তা করেছি।বাবা যুদ্ধে স্পাইয়ের কাজ করেছিলো । স্বাধীনতার পর তাকে সার্টিফিকেট নিতে বলা হয়েছিলো কিন্তু বাবার বক্তব্য ছিল এই যে- দেশ স্বাধীন হয়েছে এর থেকে বেশী কিছু চাই না। কখনো বাবাকে আফসোস করতে দেখিনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের জন্য। তেমনি আমরাও কখনো আফসোস করিনি। খারাপ লাগে তখনই যখন দেখি বাবার চোখে এই সুন্দর মাতৃভূমিতে কালো মেঘের ঘনঘটা। মনটা বিষিয়ে উঠে অনেক সময়। রুবেল ভাইয়ের ভিডিওগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় আর অতৃপ্ততে মনটা ভরে উঠে এই চিন্তাতেই - শতবাধা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপন গতিতে। ভাইয়ের একটা কথাতে ধাক্কা লেগেছিল বুকে তাই ওমন মন্তব্য করেছি। আশাকরি আমার বক্তব্য বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।

  • @ataulmannan6937
    @ataulmannan6937 Год назад

    আমার দৃষ্টিতে তথ্য সমৃদ্ধ নয়।

  • @aakashpns3196
    @aakashpns3196 Год назад

    এইদিকে জিনিস এর দাম বৃদ্ধি ও রিজার্ভ এর পরিমাণ কমে দেশের হাহাকার অবস্থা!
    আর উনি আছে নিয়া🙄

  • @nhrahat188
    @nhrahat188 Год назад +1

    আজীবন এগুলা বলেই যাবে..
    কিছুই আর হবে না

  • @mdsharifullah3150
    @mdsharifullah3150 Год назад +1

    আরে বেটা আগে বিদ্যুৎ সমস্যা সমাধান করতে বলো হাসিনাকে

    • @mahbubalam904
      @mahbubalam904 Год назад +1

      তুই কর!!! তুই এত পারস!!

    • @Maruf_Hasan_232
      @Maruf_Hasan_232 Год назад

      বিদ্যুৎ তো ঠিকি আছে মিয়া

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp Год назад

      শালা আবাল একটা বলদ,,

    • @shahariarrahman744
      @shahariarrahman744 Год назад +2

      বিম্পি আমলে কারেন্ট ২৪ ঘন্টার ২৭ ঘন্টা থাকতো😂