ভাই তখন বিটিভি এর সম্প্রচার শুরু হতো বিকাল ৩.০০। রাত ১২.০০ টা পরজন্ত চলত। প্রতি শনিবার herculies দেখতাম রাত ১০.৩০ তে। খুব মনে পড়ে গেল সেই দিন গুলোর কথা। ধন্যবাদ সবাইকে
ভাই আমার চোখের পানি চলে আসলো পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ে গেলো তবে ভাই আরো অনেক কিছু এড করা যেত যেমন শুক্রবারে সকালে কোরাআন শিক্ষার অনুষ্ঠান,টারজেন,মুগলি,বাংলা ছায়াছবি,হারকিউলিক্স,আকবর দ্যা গ্রেড,টম এন্ড জেরি,রুপ নগর নাটক, ধন্যবাদ ভাই ভিডিও বানানোর জন্য,,
পরিমিত আর সরল সুন্দর...... ভাবনার ছিলো অবকাশ..... এখন একটার আবেদনে আরেকটি ওভারল্যাপ করে সবই ঘোলা হয়ে যায়, স্বচ্ছতা আর থাকে না..... বাহুল্যই হচ্ছে এই সময়ের অভিশাপ ★
তখন শুক্রবার মানেই ছিল অনেক বিনোদন কারন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত টিভি খোলা থাকত আর আবার বিকেলবেলা থেকে সিনেমা থাকত। মনেপড়ে 'দা জাঙ্গল বুক', 'টম এন্ড জেরি কিডস', 'কিংবা দা হোয়াইট লায়ন', 'নিনজা রোবাটস', 'ক্যাপ্টেন প্ল্যানেটস' এর কথা। মোস্তফা মানোয়ার স্যার একটা অনুষ্ঠান করতেন 'মনের কথা' যেটা ছিল পাপেট শো যার পারুল, ষাঁড় ভাই, বাউল ভাই চরিত্রগুলো এখনো চোখে ভাসে। সত্যিই আগে কি সুন্দর দিন কাটাইতাম !
ম্যাকগাইভার, গডজিলা, সামুরাই এক্স, জুমাঞ্জি, ক্যাপ্টেন প্লেনেট আলিফ লায়লা,সিনবাদ আমার খুবই ফেভারিট ছিলো। কোথাও কেউ নেই, সংসপ্তক এগুলো দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। সত্যিই খুবই মিস করি সেই ফেলে আসা ছোটবেলার সোনালি দিনগুলো।
আপনাদের কারো কি মনে আছে রাত দশটার ইংরেজি সংবাদের পরে একটা চীন জাপান যুদ্ধের পটভূমিতে এক হারিয়ে যাওয়া ছেলের গল্প নিয়ে ড্রামা সিরিজ দেখাতো। "দ্য লস্ট সান"এমন টাইপ নাম ছিল। সঠিক নামটা কেউ বলতে পারবেন?
কমেন্ট গুলো পড়তে খুব ভালো লাগে। ঐ সময় একমাত্র ভিজুয়াল মিডিয়া বি টি ভি যে মানুষের জীবনের সাথে কি ভাবে জড়িয়ে ছিলো, কমেন্ট গুলো তে পাওয়া যায় তার প্রতিফলন। এরকম ভাবে আর কোনো কিছু না আগে নাপরে জীবন কে জড়িয়ে ধরে নাই,ধরবে না।
এগুলা দেখলে ফাপর লাগে তাই না? কত সুন্দর , কত নিশ্চিন্ত জীবন ছিল ।কত সুন্দর দিনগুলো ছিল , আজকে সংসার ছেলে মেয়ে কাজকর্ম ব্যস্ততা , জীবন কত জটিল হয়ে গেছে । মাঝে মাঝে মনে হয় ঐসব দিনগুলো , ওই সময় , ওই খেলার সাথী । এত খারাপ লাগে যে কান্না আসে নিশ্বাস বন্ধ হয়ে আসার মত মনে হয় । কত উন্নত রাস্তাঘাট , বাড়িঘর কত সুবিধার মধ্যে আছি, তারপরও ওই দিনগুলো জীবনের স্মরণীয় নিষ্পাপ সম্পদ ।
"সিক্স মিলিয়ন ডলার ম্যান" মুভিটি অনেকেই মনে করতে পারবে না! মুভি অফ দ্য উইক এ আগে ওনেক ভালো ভালো মুভি দিতো। এই মুভিটা দেখার পর বন্ধুদের আড্ডায় বা পাড়ার আড্ডায় বেশ অনেকদিন আলোচনা ছিল এই মুভি নিয়ে!!
এমন একটা সিরিজ আছে, যেটার নাম জানতে আমি খুব আগ্রহী,নামটা আমার জানা নেই। তবে হিরোর নামটা সম্ভবত কুমলাউ, হিরোর গুরুর নাম শাওখান হতে পারে,বিলেনের নাম রাডেন, এই সিরিজটার নাম জানালে উপকৃত হতাম। সিরিজটা ২০০০ সালের পরের সিরিজ হবে।
আমার মামা রংপুর ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমি ছিলাম পাঁচ বছরের শিশু, কেজি তে পড়তাম! রংপুর ক্যাডেট কলেজের একটা সাংস্কৃতিক প্রোগ্রামে ওখানকার শিক্ষার্থী ভাইয়ারা কবর নাটক মঞ্চায়িত করেছিলেন! তারা "আইস আইস বেবি" আর ফল গাই এর থিম সং -এর বাংলা প্যারোডি করে নেচেছিলেন! খুব সম্ভবত ৯২ সালের ঘটনা!
Onk miss kori aidin goo😢😢koi galo aidin golo 😢😢jadi abr fira paitam tobe onk happy hotam😔😥😥valo laghe ai Android phn valo laghe na smart TV 😔😔valo laghe sei diner sony tv,panasonic tv,National tv 😢😢jadi r asbe na sei din tobe mittu onk nikota 😢😢😢
ছোটবেলায় পাশের ঘরে বিকাল ৩ঃ০০টা বাজলে বাংলা মুভি দেখার জন্য দরজার পাশে গিয়ে দাড়াতাম অনেক সময় দেখতে অনেক সময় দিত না রাত ৮ঃ০০ বাজলে বাংলা নটক আলিফ লায়লা দেখার জন্যে লেখাপড়া ছেড়ে চলে যেতাম বকুনি খেতাম খুুব মিস করি সেই দিনগুলোকে
খুব কষ্ট হয়.. কোথায় গেলো সেই দিন গুলো..! আগের মানুষ আর এখন কার মানুষ গুলোর মাঝে কত পার্থক্য..!
মিস করি দিন গুলা। বাতাসে এন্টিনিয়ার ঘুরে যেত।
😥😥😥
Ager moto ey feeling nay series dekar 😞
GODZILA cartoon miss korecen vai
Ha vai
ভাই তখন বিটিভি এর সম্প্রচার শুরু হতো বিকাল ৩.০০। রাত ১২.০০ টা পরজন্ত চলত। প্রতি শনিবার herculies দেখতাম রাত ১০.৩০ তে। খুব মনে পড়ে গেল সেই দিন গুলোর কথা। ধন্যবাদ সবাইকে
ভাই আমিও হারকিউলিস খুব পছন্দ করতাম রাত জেগে থাকার কারণে আব্বা আম্মা অনেক বকা দিতেন
এই সোনালী দিন গুলি আর আসবে না চোখে পানি চলে আসে 🇧🇩🇧🇩
আহারে ছোটবেলার কথা মনে পড়ে গেল।আজ এগুলা শুধুই অতীত😢আমাদের সন্তানরা এসবের সাথে কখনও পরিচিত হবেনা তারাতো সারাদিন গেম নিয়েই পড়ে থাকে।৯০দশকই সেরা সময় ছিল।
নুরজাহান, থিফ অফ বাগদাদ, গডজিলা, সামুরাই একস, জুমানজি, ওসেন গারল, সুপারম্যান, হারকিউলিকস। কই গেল সেসব দিন।
ধন্যবাদ আপি
থিফ অব বাগদাদ বাংলা ডাবিং এখনো পায়নি।ওসেন গার্ল টাও পায়নও
সরকারের হাতে বাংলাদেশ টেলিভিশন 😪
আর একটা শো হতো বিদেশি , নানা রকম প্রাণী এর সাথে লড়াই হতো । একটা ছেলে মেয়ে ও তাদের সঙ্গী ছিল।
টারজান
আহ্ আমার নব্বইয়ের শৈশব কতোটা যে মজার মজার স্মৃতি বিজরিত বলে বোঝানো যাবেনা🙂ওই দিনগুলোর কথা মনে হলে যেমনটা ভালো ঠিক তেমনি বুক চিন চিন করে ওঠে😑
জী বোন খুব মিস করি আমাদের সময় গুলো অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ আর এখন 🥲😭
একেবারে মনের একটা কথা বলেছেন। কত যে মজার ছিল দিনগুলো, মনে পড়লে আবেগে চোখে জল এসে পড়ে।
ভাই আমার চোখের পানি চলে আসলো পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ে গেলো তবে ভাই আরো অনেক কিছু এড করা যেত যেমন শুক্রবারে সকালে কোরাআন শিক্ষার অনুষ্ঠান,টারজেন,মুগলি,বাংলা ছায়াছবি,হারকিউলিক্স,আকবর দ্যা গ্রেড,টম এন্ড জেরি,রুপ নগর নাটক,
ধন্যবাদ ভাই ভিডিও বানানোর জন্য,,
Rumal niya asbo
md shovu khan:তুমি বাচ্চা ছেলে তুমি এগুলোর কি মর্ম বুঝবে
৯০ দর্শক মানে সোনালি যুগ ৯০ দর্শকে যারা এই ভিডিওটা দেখছে তাদের মনে একটু হলেও কান্না আসবে,,
@@mdparvez512pAmi bacha
ওই সময়ে যদি ফিরে যাওয়া যেত😭😥
শরীরের লোম দাঁড়িয়ে যায় এইগুলা দেখলে😓
কিছু ক্ষণ এর জন্য কোথাও হারিয়ে গেছি সেই ছোট্ট বেলার শৈশবের পাতায় পাতায় অনেক কিছু রেখে এসেছি তা মনে পড়ে গেল
ভাই সেই দিন গুলো অনেক মিস করি বুক ফেটে কান্না আসে 😢
আগের মানুষ গুলো ও উপরের ডাকে চলে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে
Hae bhaiya,ami amar boro bon,nana,nani aro onek apon jon k harayesi,r tara ferot ashbe na 😢😢😢😢😢
আমার বাবাকে হারিয়েছি অনেক কষ্ট লাগে
Ahhh! Gayer lom gulo dariye gelo... amar seyy chottokaler 90s Bangladeshi TV Shows Memories!!
যদি টাইমট্রভেল করা যেতো তাহলে আবার ছোটবেলায় ফিরে যেতাম😔😔
Ami shobshomoy tai bhabi 😔
Old Is Gold আর ফিরে পাবো না সেই দিন গুলো খুব কষ্ট লাগে 😢
শৈশবের স্মৃতি গুলো মনে পড়লে চোখে পানি চলে আসে কত কষ্ট হয় বলে বোঝাতে পারবো না
পরিমিত আর সরল সুন্দর...... ভাবনার ছিলো অবকাশ.....
এখন একটার আবেদনে আরেকটি ওভারল্যাপ করে সবই ঘোলা হয়ে যায়, স্বচ্ছতা আর থাকে না.....
বাহুল্যই হচ্ছে এই সময়ের অভিশাপ ★
কতোই না সুন্দর ছিলো শৈশবকাল, আহা সেই দিনগুলি আজো খুঁজি কিন্তু আর দেখি না 😢😢😢 ২০২৪ সালে এসে ও আবার দেখে গেলাম
কোথায় গেল সোনালী সেই দিনগুলি আবার যদি ফিরে আসতো 😢😢
ইস যদি ফিরে পেতাম সেইদিনগুলি।কতমজা ছিল সেই দিন
।
তখন শুক্রবার মানেই ছিল অনেক বিনোদন কারন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত টিভি খোলা থাকত আর আবার বিকেলবেলা থেকে সিনেমা থাকত। মনেপড়ে 'দা জাঙ্গল বুক', 'টম এন্ড জেরি কিডস', 'কিংবা দা হোয়াইট লায়ন', 'নিনজা রোবাটস', 'ক্যাপ্টেন প্ল্যানেটস' এর কথা। মোস্তফা মানোয়ার স্যার একটা অনুষ্ঠান করতেন 'মনের কথা' যেটা ছিল পাপেট শো যার পারুল, ষাঁড় ভাই, বাউল ভাই চরিত্রগুলো এখনো চোখে ভাসে। সত্যিই আগে কি সুন্দর দিন কাটাইতাম !
Ajk koto channel.othocho sei sob din r onnushthan ar kno sadi nai.asolei mne hoi oi somoy gulai chilo best.
খুব ভাল লাগলো❤️ ছোট বেলা আহ কত সুন্দর ছিলো❤️
জানি আর ফিরে আসবে না,,, সেই দিন গুলো,,,, আহা! কি আনন্দ সবাই এক সাথে বসে সিনেমা দেখতাম
২০২৩ সাল এপ্রিল মাস সৌদিতে বসে, মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখছি। কিছু সময়ের জন্য সৈসবে ফিরে গিয়েছিলাম। ২০২৩ সাল রেখে গেলাম আমার কমেন্ট।
আহারে ছেলেবেলা।
কতইনা মধুর ছিল সেই শৈশব
সময়ের এতো পরিবর্তন আমাদের মতো করে কেউ আর পাবেনা।
ছোটবেলার সমস্ত শৈশবটা যেন এক নিমিষে জীবন্ত হয়ে উঠলো।কেন বড় হলাম?কেন সব আগের মত থাকলো না?😢😢😢
মাঝে মাঝে মনে হয় সেই শৈশব দিনগুলো রোমন্থন করি । স্মৃতি মুখর দিনগুলো মনে হলে চোখের কোনে জলে ভিজে য়ায়। বেদনায় বুক ভেঙ্গে য়ায়🤔🤔🤔😥😥😥❤️❤️❤️❤️❤️❤️।।
ম্যাকগাইভার, গডজিলা, সামুরাই এক্স, জুমাঞ্জি, ক্যাপ্টেন প্লেনেট আলিফ লায়লা,সিনবাদ আমার খুবই ফেভারিট ছিলো। কোথাও কেউ নেই, সংসপ্তক এগুলো দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। সত্যিই খুবই মিস করি সেই ফেলে আসা ছোটবেলার সোনালি দিনগুলো।
Darun laglo. My favourite was Timetrax. Also missed Mannimal, Airworlf, Dark justice, Oshin, Bananas Pajamas....
আপনি কি আমাকে এ রকমের টিভি সিরিজ এর নাম বলতে পারবেন কপালে রিং পরে বিদুৎ এর সাহায্যে উরে যেত
@@shahalom6003 spellbinder
আপনাদের কারো কি মনে আছে রাত দশটার ইংরেজি সংবাদের পরে একটা চীন জাপান যুদ্ধের পটভূমিতে এক হারিয়ে যাওয়া ছেলের গল্প নিয়ে ড্রামা সিরিজ দেখাতো। "দ্য লস্ট সান"এমন টাইপ নাম ছিল। সঠিক নামটা কেউ বলতে পারবেন?
Macgyver, Samurai X and Godjila my most favourite.😢 i miss them.😔
Me too
MacGyver came out in the 80s 💜
মেকগাইভার বাংলাডাবিং কিভাবে সব পর্ব দেখতে পারবো যদি এ নিয়ে ভিডিও দেন উপকৃত হতাম
খুব সুন্দর হইছে ভাইয়া😊🥰
দিন গুলো খুবিই দ্রুত কেটে যায়।
যদি আবারো পেছনে যেতে পারতাম
এসো গান শিখি অনুষ্ঠান টাও বেশ মজা লাগতো,সব মিলিয়ে খুব মিস করি
owao tnx bro for remem our golden 90s days memory may allah blessing you
Alif laila..dekar jonno onner basay jaitm...ah ki anondo😊😊
Ai gan sunle mone hoi ami ekhn o bacca
ভিডিওটা দেখে অনেক্ষণ কেঁদেছি। জানি ফিরে পাবোনা আমাদের সোনালী অতীত।
5 min lagche chinte ....alif lailar hashite chinchi ...bhalo hoiche jinishta
Kub miss kori age din gulo..ekta memories hoiace...😊
Woody Woodpecker এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এটার নাম অনেকদিন ধরে খুঁজছি। কাউকেও বুঝাতেও পারছিলাম না ঠিকভাবে।
💕💕💕💕
চাইলেও আর কখনো মোড়ানো হবে না বিটিভির এন্টেনা খুটি টা😢😢
Chomotkar.khub valo laglo....
Missing those days.
I used to watch BTV since (2004-2010)
1995-2006
I
Used
To
Watch
2001-05
জন্মভূমী, তথাপি, রুপনগর, কোথাও কেউ নেই, টিপুসুলতান, আগবর দা গ্রেড, এই অনুষ্ঠান গুলো দেখতে জুস লাগত।
কমেন্ট গুলো পড়তে খুব ভালো লাগে। ঐ সময় একমাত্র ভিজুয়াল মিডিয়া বি টি ভি যে মানুষের জীবনের সাথে কি ভাবে জড়িয়ে ছিলো, কমেন্ট গুলো তে পাওয়া যায় তার প্রতিফলন। এরকম ভাবে আর কোনো কিছু না আগে নাপরে জীবন কে জড়িয়ে ধরে নাই,ধরবে না।
কত আগে ফিরে গেলাম। কোথায় যেন হারিয়ে গেলাম খুব খারাপ লাগল এই দিন গুলো শত চেষ্টা করলেও আর ফিরে আসবেনা।
কিছুক্ষণের জন্য বাল্য কালে ফিরে গেছিলাম ☹️☹️😍😍
অপেক্ষা রইলাম আপনার নতুন ভিডিও
র্যাভেন( দারুণ ফাইটিং )
Ami sob dekhini tar poreyo 🥰🥰ja deksi alhamdulilla
It's my decade! 🥰😍❤
এগুলা দেখলে ফাপর লাগে তাই না? কত সুন্দর , কত নিশ্চিন্ত জীবন ছিল ।কত সুন্দর দিনগুলো ছিল , আজকে সংসার ছেলে মেয়ে কাজকর্ম ব্যস্ততা , জীবন কত জটিল হয়ে গেছে । মাঝে মাঝে মনে হয় ঐসব দিনগুলো , ওই সময় , ওই খেলার সাথী । এত খারাপ লাগে যে কান্না আসে নিশ্বাস বন্ধ হয়ে আসার মত মনে হয় । কত উন্নত রাস্তাঘাট , বাড়িঘর কত সুবিধার মধ্যে আছি, তারপরও ওই দিনগুলো জীবনের স্মরণীয় নিষ্পাপ সম্পদ ।
নব্বইয়ের দশকের সেই সময়কে কখনো ভুলবোনা
বয়স এখন ৪৫. মনে পড়ে সেই ৯০ এর কথা। তখন ক্লাস ৬ এ পড়ি। আহা্
রোবোকপ, হারকিউলিস, আর্থ ফাইনাল কম্পলিট এগুলোও খুব জনপ্রিয় ছিলো।
"সিক্স মিলিয়ন ডলার ম্যান" মুভিটি অনেকেই মনে করতে পারবে না! মুভি অফ দ্য উইক এ আগে ওনেক ভালো ভালো মুভি দিতো। এই মুভিটা দেখার পর বন্ধুদের আড্ডায় বা পাড়ার আড্ডায় বেশ অনেকদিন আলোচনা ছিল এই মুভি নিয়ে!!
Darun laglo.
ভাই অনেক অনেক অনেক মিস করি সেই দিনগুলি
সব গুলো আমি দেখেসি খুব পছন্দ করি
thanks for your vedio.
এই অনুষটানগূলো দেখে,সে যে আমার নানা রংগের দিনগূলো রইল না।খুব ইচেছ করে সেইদিন গুলোতে ফিরে যেতে।খুব মিস করি।
সেই সময় টিপু সুলতান এতটাই জনপ্রিয় ছিলো যে টিপু সুলতানের সেই থিম সং আমরা সারাদিন মুখে মুখে বাজাতাম
Khum mone pore, koto khuje pelam❤️❤️😭
মনে হল ছোট্ট বেলার সেই সরনালী দিন গুলোতে চলে গেলাম।
এবারিক নাইটসের টাইটেল সংগীতটা অনেক প্রিয়। আর মীনার গান টা।
The X Files এর থিমটা অনেক মজাদার ৷
হাতেম তাঈ দেখতে চাই। যদি দেখাতে পারেন কৃতজ্ঞ থাকব।
ভাই আরো অনেক গুলো বাকি আছে, দাস্তানি হাতেম তাই, মুগলি, রবিনহুড,
২০০০ সালে বিটিভি কিছুটা হলেও জনপ্রিয়তা কমেছে একুশেটিভির কারণে। তখন ETV টেরিট্ররিয়াল ছিলো।
Thank you!
ধন্যবাদ ভাই
Uff miss those days
এমন একটা সিরিজ আছে, যেটার নাম জানতে আমি খুব আগ্রহী,নামটা আমার জানা নেই। তবে হিরোর নামটা সম্ভবত কুমলাউ, হিরোর গুরুর নাম শাওখান হতে পারে,বিলেনের নাম রাডেন, এই সিরিজটার নাম জানালে উপকৃত হতাম। সিরিজটা ২০০০ সালের পরের সিরিজ হবে।
ভাই এই সিরিসটা আমিও খুজছি নাম জানি না
Cirontunijodda ...boltam amra
Vai jodi shomvob hoy tha sixmilion dolarman ta upload den
আমার মামা রংপুর ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমি ছিলাম পাঁচ বছরের শিশু, কেজি তে পড়তাম! রংপুর ক্যাডেট কলেজের একটা সাংস্কৃতিক প্রোগ্রামে ওখানকার শিক্ষার্থী ভাইয়ারা কবর নাটক মঞ্চায়িত করেছিলেন!
তারা "আইস আইস বেবি" আর ফল গাই এর থিম সং -এর বাংলা প্যারোডি করে নেচেছিলেন!
খুব সম্ভবত ৯২ সালের ঘটনা!
Egulo dekhe childhood-er katha onek purono smrity mone pore gelo. Satty katha! 90's doshok chilo Amader jiboner Swarnojug. Jeta Amra ei life-e ar kokhonoi firay pabo naa. Afsos! 😣
পুরানো দিনের কথা মনে পরে আবারো সেই দিন আবার আসুক ভালো হতো
Wow💗💗💗😍😍😍
সত্যি খুব মনে পড়ে
Thank you bhai
খুব মিস করি এই দিনগুলো। দিনগুলো আর ফিরে পাব না।
সত্যি অসাধারন
অনেক খারাপ লাগে কোথায় গেলো দিনগুলো😢😢😢
কত বড় হয়ে গিয়েছি এখনো ছোটবেলার কথা ভুলতে পারিনাই
Chotobelar anonder kotha bhula gai na
ঠিক তাই
Onk miss kori aidin goo😢😢koi galo aidin golo 😢😢jadi abr fira paitam tobe onk happy hotam😔😥😥valo laghe ai Android phn valo laghe na smart TV 😔😔valo laghe sei diner sony tv,panasonic tv,National tv 😢😢jadi r asbe na sei din tobe mittu onk nikota 😢😢😢
ছোটবেলায় পাশের ঘরে বিকাল ৩ঃ০০টা বাজলে বাংলা মুভি দেখার জন্য দরজার পাশে গিয়ে দাড়াতাম অনেক সময় দেখতে অনেক সময় দিত না রাত ৮ঃ০০ বাজলে বাংলা নটক আলিফ লায়লা দেখার জন্যে লেখাপড়া ছেড়ে চলে যেতাম বকুনি খেতাম খুুব মিস করি সেই দিনগুলোকে
ভাই ৮টায় না। ৭টায় আলিফ লায়লা দেখাতো। আর ৮টায় খবর হয়
হা আমার আলিফ লাযলার কথা মনে আছে আমার বয়স তখন 8-10 বছর ছিল খুব মিস করি সেই দিন গুলো
মাটি ও মানুষ আমার খুব প্রিয় ছিল
এই লাইফটা ভালো ছিল। ঔ লাইফে আর ফিরে আসতে পারবোনা
যেদিন যায়, সেই দিন আর ফিরে আসে না 😭😭
বুকের ভিতরটা কেমন যেনো হু হু করে কেঁদে উঠলো
I also miss you BTV and my memorible childhood.
খুব মিস করি সেই সোনালী দিন গুলো,, শৈশবের দিন গুলো খুব মিস করি,
Bro my mother had seen them in past . They are very good
খুব কষ্ট লাগে ইচ্ছে করে আবার সেই দিনে ফিরে যেতে 😭😭😭😭😭😭😭😭😭
কত না অপেক্ষা করতাম
তাই এখনো মিস করি ছোটবেলার কথা তখন আলী প্লাজার জন্য কত বসে থেকেছি মশার কামড়ে অনেক অনেক মিস করি
Nice video i remember my past
হারিয়ে গেলাম সেই দিন গুলোতে।
এই সোনালী দিন গুলি আর আসবে না চোখে পানি চলে আসে😂🤣😅
এই গুলো দেখে যতোটা না খারাপ লাগে তার থেকে বেশি খারাপ লাগে মানুষের আবেগময় কমেন্ট 😔