Sajek Valley Tour | সাজেক ভ্যালি ভ্রমণ। Story of The Hills & Clouds

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Sajek Valley Tour | সাজেক ভ্যালি ভ্রমণ। Story of The Hills & Clouds
    সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থান। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল।সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১৮০০ ফুট। প্রাকৃতিক সৌন্দর্যের অপর লীলাভূমি এটি, এটিকে রাঙামাটির ছাদ বলা হয়।এখান থেকে পুরো রাঙামাটি অবলোকন করা যায়। সাজেক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থান। প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায়, চারদিকে সবুজে সমরহ, চারপাশে সমুদ্রের ঢেঙের মতো বিস্তীর্ণ পাহাড় সারি সারি, আঁকাবাঁকা পাহাড়ি পথ, আর তুলোর মত মেঘ।সাজেকের রুপের তুলনা হয়না। সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক। এগুলোর জন্য এখানকার সৌন্দর্য বহু গুণে ফুটে উঠেছে। এখানে রূপের মাধুর্য সবসময় অটুট থাকে।সাজেক ভ্যালি যেতে হলে আগে খাগড়াছড়ি জেলায় আসতে হয়, সেখান থেকে সাজেক যেতে হয়। এটি বর্তমান সময়ের একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে দেশি বিদেশে পর্যটকদের কাছে। তাই প্রতিদিনই দেশ-বিদেশের বহু পর্যটক এখানে এসে ভিড় জমায়।
    #travel #sajek #sajekvalley #sajekvalleytravelguide #tour #bangladesh

Комментарии •