ভাই, আমি ভারত থেকে ভাস্কর বলছি। আমরা আগামী অক্টোবর মাসে আপনাদের route ধরেই ABC যাবো। সত্যি বলতে কি, আপনার vlog থেকে যে ধরনের latest information পাচ্ছি, তা অন্য কোথাও পাই নি। আপনি যদি কোন একটা episode এ যাবতীয় খরচ গুলো নিয়ে আলোচনা করেন ( যেমন, পোখরায় থাকা খাওয়া, ঘানদ্রুক, চোমরঙ, দোভান, MBC ও ABC তে থাকা খাওয়া, porter এর খরচ ইত্যাদি), তাহলে খুবই উপকৃত হবো। ভালো থাকবেন।
দারুন দারুন, তোমাদের দেখে মনটা ভরে গেল। গর্ব হয় তোমরা বাঙালি বলে, আমার বাবার দেশের দামাল ছেলেরা। আমার বাবা 30 বছর আগে মারা গেছেন। ঢাকা, নরসিংদী তে বাবার ছোটবেলা কেটেছে। আমরা এখনো পরিচয় দিই আমরা পুর্ববঙ্গের লোক বলে। ভালো থেকো সব্বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা অনেক বড়ো হও।
এক কথায় বা এক বাক্যে এই অপার সৌন্দর্য ব্যাখ্যা সম্ভব নয়। শিশির ভাই, আপনারা এত কষ্ট করে ভ্লগ করেন বলেই আমরা উপভোগ করার সুযোগ পাই। অনেক ধন্যবাদ। দোয়া রইলো ভাই৷
এত চমৎকার এপিসোড দেখার পর আপনাকে কিভাবে ধন্যবাদ দিব ভাষা হারিয়ে ফেলছি! তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এতো সুন্দর পৃথিবীতে সেই মহান আল্লাহর প্রতি! যার দয়া না হলে এত সুন্দর ট্যুর করা সম্ভব নয়!
আমি সাধারনত অনেক ব্লগ দেখি।আপনার ও অনেক ব্লগ দেখেছি কিন্তু সব ব্লগ একটু একটু টেনে দেখি। আপনার এই ব্লগ না টেনে দেখেছি কারন ভিউগুলো অসাধারন।শুভকামনা রইল।
Jete to parbo na kokhno ato hike a jauar sahos nai kintu dekhlm mon vore chokh juriye gelo .SubhanAllah..ank ank sundor Allah er shrishty.. ank dhonnobad bhaia apnader ato sundor vlog upohar deyar jnno. .r tourism niye ja bollen ak dom thik ..chhuty pele noi chhuty niye ghurte parle asole e valo hoi..jodio sobar sei souvaggo hoina.. valo thakben apni r apnar team .
আল্লাহ্ কত সুন্দর করে প্রকৃতি ঢেলে সাজিয়েছেন, সুবহান আল্লাহ!! পাহাড় ঝর্ণা মেঘ বৃষ্টি। আহা কী দারুণ। এইযে সৌন্দর্যগুলো দেখে কি একবারও মনে হয় না! যে কেউ একজন তো আছেন যিনি এতো সুন্দর করে গুছিয়ে রেখেছেন মানবজাতির জন্য এই পৃথিবীকে! ধন্যবাদ আপনাকে এতো কষ্ট করে ভিডিওগুলো করার জন্য। কোনোদিন সুযোগ হলে আপনার সাথে ট্যুর দেব ইনশাআল্লাহ।
অসাধারন ট্রাভেল অভিজ্ঞতা সাথে সুন্দর ভাবে বর্ননা । প্রতিটা স্টেপ অনিমেষ মুগ্ধতা নিয়ে দেখলাম । সত্যি অনেক কস্ট এই পাহাড়ে পথ চলা । যেকোন সময়ে AMS এ আক্রান্ত হওয়ার সমুহ সম্ভবনা । ভীষন শারীরিক শ্রমের এবং কস্ট সহিষ্ণু এই যাত্রা ।তার উপর ভিডিও ধারন করা এবং কথা বলে যাওয়া । খুব ই নয়নাভিরাম ছবি । অনিন্দ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য শিশির কে অভিনন্দন ও অভিবাদন ।
ভাই নমস্কার আমি ভারতের বর্ধমান থেকে ।তোমাদের এডভেনচার দেখে খুবই ভাল লাগল। কারণ আমি হয়তো কোনোদিন যেতেপারবনা ।তাই তোমাদের জন্য এত সুন্দর ভিউ গুলো দেখতে পেলাম ।আশা করছি তোমারা জীবনে আরো অনেক জায়গায় ঘুরে বেড়াও এই কামনা করি ।আর আমি তোমাদের দেখার ভিতর দিয়েই দেখতে পাবো ।সবাই ভাল থেকো সুস্থ থেকো
Honestly bro, I am amazed watching your videos, how beautiful nature can be, it's hard to believe without seeing it. Thank you very much for giving such a beautiful video.
অসাধারণ ভিড়িও,মিউজিক ও ঠিকঠাক আপনার কথা বলার ধরন অনেক সুন্দর, তিথি আাপুকে মনে পড়ছে,আপনার সাথে আপু থাকলে অনেক কিছু সহজ হয়ে যায় মনে হয়,মাশাআল্লাহ,আল্লাহর সৃষ্টি কত সুন্দর।ভালোবাসা অভিরাম ভাই
ওইখানে যেতে পারবো কিনা জানিনা তবে আপনি যেটা বললেল "ছুটি পেয়ে ঘুরতে না যেয়ে ছুটি নিয়ে ঘুরতে যান " এই কথায় অনেক উৎসাহ পেলাম ভাই। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো
Ai jonme r konodin trekking korte parbo na. Tai apnader ei video r jonno onek dhonnobad. Apnader ai video dekhe mone hochche amio apnader songe cholechi. Khub valo laghlo. Vagoban apnader songe sobsomoy thakun.
সত্যি কি বলবো ভাইয়া আপনার ভিডিও গুলা দেখে বিস্ময় হয়ে যাই প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন , আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য।
It was Amazing Marvelous r kisu thakle segulao add kore nen Asolei Allah Dewa Prithibi je eto sundor Seta asole Amdr Kolponar onek baire prithibi koto ta sundor hote pare ❤️❤️
ভাই সেই সাজেক এর বিডিও থেকে এই ABC সিরিজ পযন্ত প্রত্যেক টা বিডিও continue দেখতেছি 🥰 আমার দেখা বাংলাদেশ এর বেষ্ট youtuber আপনি 🥰 এত ভালো উপস্থা্পন শুধু মাত্র আপনার দ্বারাই সম্ভব 🥰🥰 লাভ ইউ ভাই From Sylhet 🥰
আমার অনেক গর্রব হয় ভাই আমাদের লক্ষীপুর জেলার মানুষ আজ international Tour উপহার দিচ্ছেন আমাদের। আপনি আরো এগিয়ে জান অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।
vaia apnake dekhe amar basai bosei feel hocche kotota kosto r bipodjonok amon tour ..tobu apni jiboner jhuki niye jacchen r video gulo to osthir ... bd te apnar blog e amar besi realistic mone hoy always favorite and best blogger '''
ভাই, সামনে এমন আরো ট্যুর করতে চাইলে আপনার জন্য মেডিটেশন আর ব্রিথিং প্র্যাক্টিস অবশ্যই করনীয়। শুভ কামনা। চোখে জল এসে যাচ্ছিলো বার বার আল্লাহপাকের এই অপার সৃষ্টি দেখে। ধন্যবাদ আপনাকে।
আপনার এপিসোড গুলো শুরু হইলে মনে হয় যাতে শেষ না হয়। নতুন নতুন জায়গা দেখার জন্য সব সময় অপেক্ষায় থাকি ভাই।যদি সম্ভব হয় ভিডিও একটু তাড়াতাড়ি দেওয়ার অনুরোধ রইলো।
ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখি । নেপাল ট্যুরের প্রত্যেকটা ভিডিও আমার দেখা। অপেক্ষায় থাকি আপনার ভিডিও দেখার জন্য। খুব ভালো লাগে আর খুব ইচ্ছে করে আপনার মত এইভাবে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। আমিও যাব ইনশাল্লাহ কোন একদিন। তবে আপনার সাথে যাওয়ার খুব ইচ্ছা । কোন একদিন আপনার সাথে এরকম টুরে থাকবো।
আমার দেখা সবচেয়ে সুন্দর এবং তথ্যবহুল সিরিজ এইটা।অনেক ধন্যবাদ ভাই এইরকম একটা ভিডিও উপহার হিসেবে দেওয়ার জন্য 🤍আমার মতো যারা যাওয়ার পরিকল্পনা করতেছে তাদের জন্য এই সিরিজটা টনিকের মত কাজ করবে সাথে এক্সত্রিম লেভেলের সাহস জোগাবে।ভালোবাসা অবিরাম ভাই 🤍
অসাধারণ....অসাধারণ....অসাধারণ কিছু বলার নাই.....শুধু দেখেই গেলাম.... ভাই..... এর পরে কোথায় ট্রেকিং এ যাবেন? আর আপনার সাথে যাওয়া যাবে কিনা...দয়া করে জানাবেন
নেপালের এমন সৌন্দর্য দেখানোর সময় বাংলাদেশের বান্দরবানের কথা বললেন।খুবই ভালো লাগলো। ভালো বাসি বান্দরবান।
ভাই, আমি ভারত থেকে ভাস্কর বলছি। আমরা আগামী অক্টোবর মাসে আপনাদের route ধরেই
ABC যাবো। সত্যি বলতে কি, আপনার vlog থেকে যে ধরনের latest information পাচ্ছি, তা অন্য কোথাও পাই নি। আপনি যদি কোন একটা episode এ যাবতীয় খরচ গুলো নিয়ে আলোচনা করেন ( যেমন, পোখরায় থাকা খাওয়া, ঘানদ্রুক, চোমরঙ, দোভান, MBC ও ABC তে থাকা খাওয়া, porter এর খরচ ইত্যাদি), তাহলে খুবই উপকৃত হবো। ভালো থাকবেন।
দারুন দারুন, তোমাদের দেখে মনটা ভরে গেল। গর্ব হয় তোমরা বাঙালি বলে, আমার বাবার দেশের দামাল ছেলেরা। আমার বাবা 30 বছর আগে মারা গেছেন। ঢাকা, নরসিংদী তে বাবার ছোটবেলা কেটেছে। আমরা এখনো পরিচয় দিই আমরা পুর্ববঙ্গের লোক বলে। ভালো থেকো সব্বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা অনেক বড়ো হও।
অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা,
সত্যি বিস্ময়কর, সুন্দর ভাবে ভ্রমন শেষ হোক, শুভ কামনা রইল
নেপালের এই episode গুলো মিস করব না❤️,,আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য
এক কথায় বা এক বাক্যে এই অপার সৌন্দর্য ব্যাখ্যা সম্ভব নয়।
শিশির ভাই, আপনারা এত কষ্ট করে ভ্লগ করেন বলেই আমরা উপভোগ করার সুযোগ পাই।
অনেক ধন্যবাদ। দোয়া রইলো ভাই৷
আপনি আসলেই মারাত্মক level এর ভিডিও বানান👍.. Keep it up✌️..
আপনি বাংলাদেশের সেরা travel youtuber👍...
এত চমৎকার এপিসোড দেখার পর আপনাকে কিভাবে ধন্যবাদ দিব ভাষা হারিয়ে ফেলছি! তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এতো সুন্দর পৃথিবীতে সেই মহান আল্লাহর প্রতি! যার দয়া না হলে এত সুন্দর ট্যুর করা সম্ভব নয়!
আমি সাধারনত অনেক ব্লগ দেখি।আপনার ও অনেক ব্লগ দেখেছি কিন্তু সব ব্লগ একটু একটু টেনে দেখি। আপনার এই ব্লগ না টেনে দেখেছি কারন ভিউগুলো অসাধারন।শুভকামনা রইল।
আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা সকল ভ্রমনকারীদের খুব উপকার হবে। আর আমার ভালো লাগছে ওখানকার অসাধারণ প্রাকৃতিক পরিবেশ।
Brother the best series ever in your channel. Best travel series in Bangladesh 🇧🇩 I think.
Tnx for the whole series. Take love from Narayanganj ❤️❤️
Jete to parbo na kokhno ato hike a jauar sahos nai kintu dekhlm mon vore chokh juriye gelo .SubhanAllah..ank ank sundor Allah er shrishty.. ank dhonnobad bhaia apnader ato sundor vlog upohar deyar jnno. .r tourism niye ja bollen ak dom thik ..chhuty pele noi chhuty niye ghurte parle asole e valo hoi..jodio sobar sei souvaggo hoina.. valo thakben apni r apnar team .
নেপাল হয়তো বা যেতে পারব না।
তবে ভিডিও দেখে অনেকটাই উপভোগ করলাম। ধন্যবাদ ভাইয়া এরকম একটি মনোরম পরিবেশ তুলে ধরার জন্য❤❤
আপনার ABC series টা টাকা দিয়ে দেখলেও এর মূল্য দেয়া হবে না। খুবই সুন্দর উপস্থাপনা এবং দৃশ্য।
ভালবাসা রইল.. ❤️❤️❤️
অসাধারন দৃশ্য ভাই। ধন্যবাদ এতো কষ্ট করে এই দৃশ্য ধারন করে আনার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা❤️
"ছুটি পাইলে ঘুরেন না,ছুটি নিয়া ঘুরেন। " খুবই ভালো লাগছে কথা টা।ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।
আল্লাহ্ কত সুন্দর করে প্রকৃতি ঢেলে সাজিয়েছেন, সুবহান আল্লাহ!! পাহাড় ঝর্ণা মেঘ বৃষ্টি। আহা কী দারুণ। এইযে সৌন্দর্যগুলো দেখে কি একবারও মনে হয় না! যে কেউ একজন তো আছেন যিনি এতো সুন্দর করে গুছিয়ে রেখেছেন মানবজাতির জন্য এই পৃথিবীকে!
ধন্যবাদ আপনাকে এতো কষ্ট করে ভিডিওগুলো করার জন্য। কোনোদিন সুযোগ হলে আপনার সাথে ট্যুর দেব ইনশাআল্লাহ।
ভিডিওর ড্রোন শটগুলোর সাথে মিউজিক 👍👍👍 চোখে পানি চলে এসেছে।
আপনার বেস্ট ভিডিও, সবার উচ্ছলতা খুব ভালো লাগলো, আর গ্রুপ লিডারের গানের গলা ও অসাধারণ ছিল। অনবদ্য ট্রেকিং
অপেক্ষায় থাকতে থাকতে আর ভালো লাগে নাহ ❤️❤️
আজকের এপিসোড টা অনেক মজার ছিলো ❤️
আর হ্যা ভাই,ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন
আমি আপনাকে সেই শুরুর দিক থেকে ফলো করে আসছি।
আমার কাছে বাংলাদেশের সেরা ট্রাভেলার আপনাকেই মনে হয়। শুভকামনা আপনার জন্য বস।
অপূর্ব সুন্দর।
কান্না পাচ্ছে, জীবনে আর বোধ হয় আমার যাওয়া হবেনা।
অনেক শুভকামনা রইল।
Janni valoy achen. Ekbar gele r konodin jete chayben na.
আমার দেখা সবথেকে সেরা ব্লগিং সিরিজ। সত্যি বলছি, আমি প্রচুর ট্রাভেল ব্লগ দেখি কিন্তু কখনও এত শান্তি পায়নি। Too much mind relaxing........
অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা
Jabo
খুব সুন্দর একটি উচু পাহাড় দেখলাম পাহাড়ের দৃশ্য এবং ঝরনা সবকিছু মিলিয়ে আপনার ব্লগ টা খুব ফাটাফাটি আমার কাছে অনেক ভালো লাগে
অসাধারণ সুন্দর 💓💓💓আমার যাওয়ার জন্য মনট পাগল হয়ে গেছে 💓💓💓 MBC থেকে ABC কবে দেখতে পাব💓💓💓আপনার জন্য শুভকামনা রইল 💝💝💝💝💝
খুব ভালো অভিযান।বাংলাদেশের নাগরিক হয়ে এই উচ্চতায় উঠতে সক্ষম হয়েছ।তোমাদের ধন্যবাদ।এগিয়ে চলো।শুভ কামনা রইলো।
অসাধারন ট্রাভেল অভিজ্ঞতা সাথে সুন্দর ভাবে বর্ননা ।
প্রতিটা স্টেপ অনিমেষ মুগ্ধতা নিয়ে দেখলাম ।
সত্যি অনেক কস্ট এই পাহাড়ে পথ চলা ।
যেকোন সময়ে AMS এ আক্রান্ত হওয়ার সমুহ সম্ভবনা ।
ভীষন শারীরিক শ্রমের এবং কস্ট সহিষ্ণু এই যাত্রা ।তার উপর ভিডিও ধারন করা এবং কথা বলে যাওয়া । খুব ই নয়নাভিরাম ছবি ।
অনিন্দ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য শিশির কে অভিনন্দন ও অভিবাদন ।
অসম্ভব সুন্দর ভিডিওটির জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সফর সফল হোক। সুস্থ থাকবেন সবাই। শুভকামনা রইলো। রাহেদুজজামান, দিনাজপুর থেকে
ভাইরে ভাই,, জাস্ট অসাধারণ মাথাই নষ্ট ভিডিও দেখে 💓💓💓
বাস্তবে না জানি কত সুন্দর 🤔🤔
ভাই নমস্কার আমি ভারতের বর্ধমান থেকে ।তোমাদের এডভেনচার দেখে খুবই ভাল লাগল। কারণ আমি হয়তো কোনোদিন যেতেপারবনা ।তাই তোমাদের জন্য এত সুন্দর ভিউ গুলো দেখতে পেলাম ।আশা করছি তোমারা জীবনে আরো অনেক জায়গায় ঘুরে বেড়াও এই কামনা করি ।আর আমি তোমাদের দেখার ভিতর দিয়েই দেখতে পাবো ।সবাই ভাল থেকো সুস্থ থেকো
অসাধারন ভ্রমন দাদা
ভবিষ্যতে আরো ভিডিও চাই🥰
শুভ কামনা
দোয়া রইল, দোয়া করবেন ভাই🥰
আমি কিন্তু বলেছিলাম শিশির ভাই এই সিরিজ পরে আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। কথা কি ঠিক আছে। best wishes for 600k.
Honestly bro, I am amazed watching your videos, how beautiful nature can be, it's hard to believe without seeing it.
Thank you very much for giving such a beautiful video.
ধন্যবাদ এত সুন্দর পৃথিবী ঘরে বসে দেখার সুযোগ করে দেয়ার জন্য। তবে ইচ্ছে আছে এই অভিজ্ঞতা নিজে গিয়ে অর্জন করার।
ভিডিও টা অসাধারণ হয়েছে।। ভাই ভিডিও গুলো তাড়াতাড়ি দিয়েন। আপনার ভিডিও অপেক্ষায় থাকি
শিশির ভাই,আপনার প্রতিটা এপিসোড অসাধারণ লেভেলের।👌
তবে তার মধ্যে এটা ছিলো আরো বেশি অসাধারণ।
ব্লগটি অনেক সুন্দর হয়েছে।আপনাদের জন্য শুভকামনা রইল কুমিল্লা থেকে।❤️
বেশ ভালো লাগলো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করছি।
ভাই আজকে অনেক বিজি ছিলাম সে জন্য কমেন্ট করতে দেরি হয়েছে আপনার ভিডিও যত দেখি তত ভালো লাগে শিশির ভাই বাংলাদেশের নক্ষত্র
অসাধারণ ❤️❤️ আপনার জন্য শুভ কামনা এবং অভিনন্দন ❤️❤️
অসাধারণ ভিড়িও,মিউজিক ও ঠিকঠাক আপনার কথা বলার ধরন অনেক সুন্দর, তিথি আাপুকে মনে পড়ছে,আপনার সাথে আপু থাকলে অনেক কিছু সহজ হয়ে যায় মনে হয়,মাশাআল্লাহ,আল্লাহর সৃষ্টি কত সুন্দর।ভালোবাসা অভিরাম ভাই
ওইখানে যেতে পারবো কিনা জানিনা
তবে আপনি যেটা বললেল "ছুটি পেয়ে ঘুরতে না যেয়ে ছুটি নিয়ে ঘুরতে যান "
এই কথায় অনেক উৎসাহ পেলাম ভাই। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো
Ai jonme r konodin trekking korte parbo na. Tai apnader ei video r jonno onek dhonnobad. Apnader ai video dekhe mone hochche amio apnader songe cholechi. Khub valo laghlo. Vagoban apnader songe sobsomoy thakun.
সত্যি কি বলবো ভাইয়া আপনার ভিডিও গুলা দেখে বিস্ময় হয়ে যাই প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন ,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেয়ার জন্য।
It was Amazing Marvelous r kisu thakle segulao add kore nen Asolei Allah Dewa Prithibi je eto sundor Seta asole Amdr Kolponar onek baire prithibi koto ta sundor hote pare ❤️❤️
ভাই সেই সাজেক এর বিডিও থেকে এই ABC সিরিজ পযন্ত প্রত্যেক টা বিডিও continue দেখতেছি 🥰 আমার দেখা বাংলাদেশ এর বেষ্ট youtuber আপনি 🥰 এত ভালো উপস্থা্পন শুধু মাত্র আপনার দ্বারাই সম্ভব 🥰🥰 লাভ ইউ ভাই From Sylhet 🥰
ভ্রমণ ছাড়া মেধা বিকাশ সম্ভব নয়,
আর একজন অ্যাডভেঞ্চার প্রেমী হিসেবে ভ্রমণ আমার কাছে নেশার মতো ❤️
আমার অনেক গর্রব হয় ভাই আমাদের লক্ষীপুর জেলার মানুষ আজ international Tour উপহার দিচ্ছেন আমাদের। আপনি আরো এগিয়ে জান অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।
কিছু বলার নেই ভাই আমিতো মুগ্ধ ভিডিও দেখে
আমার কাছে আপনি বাংলাদেশের এর শেরা travel you tuber 👈🖤🥀✈️🥰
Bhai oshadaron monjog diye shudu dekhei gechi khub jawar iccsha allah jodi bacay r allah jodi shei tofiq den obboshoi jabo
vaia apnake dekhe amar basai bosei feel hocche kotota kosto r bipodjonok amon tour ..tobu apni jiboner jhuki niye jacchen r video gulo to osthir ... bd te apnar blog e amar besi realistic mone hoy always favorite and best blogger '''
wow osadaron pokriti pokritir shundorjjo asolei mugddo kora mashalla onek shundor poti ta episode yei onek valo laga ❤❤❤❤❤
💖💖💖 Next Episode er jonno Excited
সত্যি অসাধারণ ❤হয়তো আমি নিজে কখনো এখানে যেতে পারবো না কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখে নিলাম ।ধন্যবাদ
শিশির ভাই আপনার ব্লগে টেনে দেখার কোনো ওয়ে নাই ❤️😍
Wow onek sundor drissho. Next & last episode o dekhbo.
ভাই, সামনে এমন আরো ট্যুর করতে চাইলে আপনার জন্য মেডিটেশন আর ব্রিথিং প্র্যাক্টিস অবশ্যই করনীয়। শুভ কামনা। চোখে জল এসে যাচ্ছিলো বার বার আল্লাহপাকের এই অপার সৃষ্টি দেখে। ধন্যবাদ আপনাকে।
পৃথিবী আসলেই অনেক সুন্দর
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম
মাশাল্লাহ সুন্দর দৃশ্য খুবই ভালো লাগলো ভাইয়া💚💙💙
এক্সট্রিম লেভেলের ট্যাকিং এক্সট্রিম লেভেলের ফিল🥰🥰আহ!সাদা শ্বেত স্বচ্ছ পাহাড়
এক কথায় অসাধারন ভাই নেপালের ট্যুার পর্বগুলা,,,শুভ কামনা রইল।
এই সিরিজের সব ভিডিও খুব ভালো লেগেছে. সব কিছু ভালো মতো দেখেছি
মাশাআল্লাহ প্রিয় অনেক ভালো লাগলো🥰
Shishir vai oshadharon video dekhalen vai khub valo laglo
Eta amader kedarnath,amarnath, tungnath, satopanth, rudranath er moto Annapurna devir jatra,
Dhonnobaad bhaiera ekhane gie dekhanor jonno, ❤❤
Khoob bhalobasa Hooghly theke❤❤
🥀🌺ভিডিও টা খুব ভালো লেগেছে ভাইয়ের নতুন নতুন ভিডিও দেওয়ার অপেক্ষায় থাকি৷ 🥀🌺
এরকম ট্রেকিং সর্বদাই উপভোগ্য। আপনাদের দ্বারা আমিও উপভোগ করতে পারলাম। এজন্য ধন্য বাদ। তবে মনের মাঝে চাপা কষ্ট জমা হচ্ছে এই ভেবে ইহজনমে তো যেতেপারব না।
লগটি অনেক সুন্দর হয়েছে।আপনাদের জন্য শুভকামনা রইল
অসাধারণ জায়গা গুলো সপ্নের মতো সুন্দর।।।।
ইনশাআল্লাহ,, আল্লাহ বেচে রাখলে অবশ্যই যাবো,,শিশির ভাই আপনার ভ্লগিং কোয়ালিটি ১০০% গুড ♥️
পরের এপিসোডের অপেক্ষায় থাকলাম।
From Chapainawabganj❤️
এত সুন্দর সুন্দর ভিডিও দেখে মন ভরে গেছে ❤
আল্লাহ হু আকবার সিসির ভাই কি দেখাইলেন? মাথা ঘুরে গেছে। মারাত্মক এনজয় করলাম আপনাকে অ সংখ ধন্যবাদ।
আপনার এপিসোড গুলো শুরু হইলে মনে হয় যাতে শেষ না হয়।
নতুন নতুন জায়গা দেখার জন্য সব সময় অপেক্ষায় থাকি ভাই।যদি সম্ভব হয় ভিডিও একটু তাড়াতাড়ি দেওয়ার অনুরোধ রইলো।
V nice presentation. Leper arame shuye trekking enjoy korlam
গায়ের পশম হিম করে দেওয়ার মত ট্রাকিং শিশির দা, যদি কোন দিন সামার্থ হয় তাহলে আমিও যাবো
ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখি । নেপাল ট্যুরের প্রত্যেকটা ভিডিও আমার দেখা। অপেক্ষায় থাকি আপনার ভিডিও দেখার জন্য। খুব ভালো লাগে আর খুব ইচ্ছে করে আপনার মত এইভাবে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। আমিও যাব ইনশাল্লাহ কোন একদিন। তবে আপনার সাথে যাওয়ার খুব ইচ্ছা । কোন একদিন আপনার সাথে এরকম টুরে থাকবো।
Vai amazing 😍🔥
Raat 2ta from italy 🇮🇹, tao video ta dekhtesi .
Top fan apnar🔥❤️
অসাধারণ❤️❤️❤️
নেপালের প্রেমে পড়ে গেলাম😊😊😊
ইনশাআল্লাহ আল্লাহ তাওপিক দিলে আমিও যাবো
Shishir vaiya life kono akdin apnr satha travelling korar isscha ace 😍 apnr travelling vlog gulo onk sundor hoy
পৃথিবী এতো সুন্দর 💖😍😍
আমার দেখা সবচেয়ে সুন্দর এবং তথ্যবহুল সিরিজ এইটা।অনেক ধন্যবাদ ভাই এইরকম একটা ভিডিও উপহার হিসেবে দেওয়ার জন্য 🤍আমার মতো যারা যাওয়ার পরিকল্পনা করতেছে তাদের জন্য এই সিরিজটা টনিকের মত কাজ করবে সাথে এক্সত্রিম লেভেলের সাহস জোগাবে।ভালোবাসা অবিরাম ভাই 🤍
অসম্ভব সুন্দর কষ্ট কে কষ্ট মনে হয় না ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অসাধারণ....অসাধারণ....অসাধারণ
কিছু বলার নাই.....শুধু দেখেই গেলাম....
ভাই..... এর পরে কোথায় ট্রেকিং এ যাবেন?
আর আপনার সাথে যাওয়া যাবে কিনা...দয়া করে জানাবেন
Next viodor jonno opakkai roilam vi😊
ABC Trek er sob gula epsode gula onek sundor❤❤❤
আপনার ব্লগ খুব ভালো লাগে।
অন্নপূর্ণা বেইজ ক্যাম্প বেস্ট অফ বেস্ট 😍
মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা
Khub Valo lagche ABC tour.....wish you all the very very very best ❤️
আমার দেখা বেস্ট ভ্রমণ ব্লগার😌🥰😍😍
Mone hoccilo kono Hollywood adventure movie scene..such an amazing vlog shishir da.thanks a lot.
Kalke JU exam...But shishir vhsi r vlog miss dea jabe na💞💓
অনেক সুন্দর জায়গা ভাই 🥰🥰
Oreeee,,,,,this is insane brother 👀👀 Next EBC track video cai,,,,best of luck
Deklei shanti🙂🙂🙂💖
vai kokhono to jaite parbo na..apndr deke choker shanti mithai.. dhonnobad vai
শিশির দাদা এত ভালো আপনার ভিডিওগুলো যা বলে শেষ হবেনা।
নেপাল আর যাওয়া লাগবে না। আপনার ভিডিওগুলোই যথেষ্ট 👌