ফারুক ভাই আজব এ পৃথিবী তাই না আপনারা ঠান্ডায় কাতর আর আমরা গরমে কাতর হয়ে গেছি বাংলাদেশের অবস্থা খুব খারাপ ভয়াভহক গরম অসাধারণ একটা জায়গা মনমুগ্ধকর পরিবেশ এখানে সৌখিন মানুষ ছাড়া কেউ যায় না যারা সৌখিন মানুষ তারাই খুবই পছন্দ করবে এই জায়গা গুলো আমার তো খুবই ভালো লেগেছে মনে হচ্ছে যে আপনাদের সাথে আমিও আছি ধন্যবাদ ফারুক ভাই এত সুন্দর ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য
আপনাদের পেনসিলভেনিয়া র camping এর দ্বিতীয় পর্ব এইমাত্র দেখা শেষ হল। এক কথায় অত্যন্ত চমতকার। দুটি পরবেই প্রকৃতি, পাহাড়, গাছপালা আর জলপ্রপাত বেশ চিত্তাকর্ষক ছিলো। আপনাদের সংগে সংগে আমরাও উপভোগ করেছি। ধন্যবাদ। ভালো থাকবেন।
আমার অনেক সময় আশ্চর্য লাগে আপনি 40 বছর ধরে আমেরিকায় থাকছেন অথচ মনে হয় যেন এখনো আপনি বেনুখালির লোক, ভাষাগুলি এত সুন্দর, মাতৃভাষার প্রতি কত টান, আর এই ভিডিওটা খুব সুন্দর সঙ্গে খোকন ভাই কোনো জবাব নাই
নবী করিম ( স) মধ্য রাতে ঘুম থেকে উঠে সূরা আল ইমরানের শেষ দশ আয়াত পড়তেন ।নবুয়ত প্রাপ্তির আগে রাতের আকাশের দিকে তাকিয়ে এই সৃষ্টি সম্পর্কে ভাবতেন।আপনার মিল্কিওয়ে দেখা প্রসঙ্গে মনে পড়ল।
আসসালামু ওয়ালাইকুম,,,,মাশাল্লাহ,,, প্রকৃতির মাঝে হাড়াতে কতই না ভাল লাগে,,, অসাধারণ আমার মনে হয় মাঝে মধ্যেই যদি আজ থেকে একশো বছর আগে জন্ম নিতাম তবে কতই না ভাল হত,,, যাইহোক তবুও আলহামদুলিল্লাহ,,, ইচ্ছে থাকলে উপায় করে প্রকৃতি কে উপভোগ করতে যাওয়া যায় ,,,,, আপনার সহজ সরল উপস্থাপনা বরাবরের মত,,, অসাধারণ,, উপভোগ করেছি,,, আর হে আমি খেয়েছি অরেন্জ জুস দিয়ে রুটি বা বিস্কুট খেয়েছি,,, এমন পরিবেশ ছিল সেখানে অন্য কিছু ছিল না ,, ত হে খেতে মন্দ নয়,,, হি হি,,, শুভ কামনা,,,,ভাল থাকবেন 👍❤😊
@@AdventureTube21 আসসালামু আলাইকুম ভাই। খুব ভালো লাগলো আপনাদের কেম্পিং। এত সুন্দর বন, লেইক, বনের ভেতর ছোট ছোট ঝর্না সে এক অসাধারণ সৌন্দর্য। এই নিরিবিলি পরিবেশে কি যে ভালো লাগে তা আপনাদের কে দেখলেই বুঝা যায়। এরকম আরও ভিডিও চাই। খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামুআলাইকুম ফারুক ভাই আপনার ব্লগ গুলো দুই বছর ধরে দেখছি অনেক সুন্দর আপনার জন্য আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের সৌন্দর্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি। সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আপনার ও আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা রইলো।
ভাইয়া আপনারদের এই লাইফ স্টাইল আমাকে খুব অনুপ্রানিত করে। অনেকের অনেক টাকা পয়সা আছে। কিন্তুু সৌখিন মনমানসিকতা কম মানুষের হয়। ভালো থাকবেন। শুভকামনা রইল। 🌷🌷🌷
যদিও ভূ-প্রকৃতি বাংলাদেশের চেয়ে একেবারেই আলাদা তবুও বেশ এনজয় করেছি। বার বার বলছিলেন ইয়াং বয়সে বা শরীরে উপযুক্ত শক্তিসামর্থ থাকতে বেড়ানোর কথা। সেটা যে কতটা বাস্তব তা বেশ টের পাচ্ছি। প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও এখন আর বেড়াতে পারিনা শরীর সেভাবে সাপোর্ট করে না বলে। তবে, নিরাপত্তা ও অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদিও একটা বড় বিষয় যা ওখানে আছে কিন্তু এখানে নেই। তাইতো আপনার মাধ্যমে দেখি আর আফসোস করি। যাই হোক, চমৎকার ভিডিওর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা নিরন্তর। ভালো থাকবেন।
আপনার এই ভিডিওটি খুব ভালো করে উপভোগ করলাম । আপনার সহজ সরল উপস্থাপনা বেশ ভালো লাগলো। অপেক্ষায় রইলাম এরকম আরো কিছু চিত্তাকর্ষক ভ্রমণ বৃত্তান্ত দেখার আশায় ।শুভকামনা রইল ।
আসসালামু আলাইকুম, আপনার মাথার বেনডেনা, নিয়ে আমার ছেলে মেয়ে কথা বলছিলো, আমি বল্লাম ভাইজান এটা ঘামে র জন্য ব্যাবহার করেন, আবার ষ্টাইলও বটে,, মালা,ভাবির লাচ্ছি অনেক মজা হবে, খাওয়ার ফাঁকে ফাঁকে কথাগুলো বেশ মজা পাই, আপনি মালা ভাবি খোকন ভাই সহ সফরে সকলের আন্তরিক ভালবাসা শুভকামনা থাকবে অবিরাম....!
আসসালামু আলাইকুম ভাই। এতো সুন্দর নির্জন বনে lake ঝর্না, সবুজ গাছের সমারোহ, তার সাথে প্রকৃতি প্রেমিক রাজকুমার কে দেখে মনে একটা আনন্দ হচ্ছিল।পাহাড়ি কন্যার সাথে আপনার একটা গান হলে আরও ভালো লাগতো।চার দিকে এতো সুন্দর view তার মাঝ দিয়ে আপনার লং ড্রাইব ছিল enjoy করার মতো। ভাবির একটা বিষয় আমার খুব ভালো লাগে,রান্না খাবার পরিবেশনে অনেক পারদর্শী। বিরিয়ানিটা আমার ভালো লাগেছে সহজ উপায়ে রান্না।খোকন ভাই ভাবী কে আপনাদের সাথে অনেক ভালো লাগে।সবচাইতে মজা লাগে আপনি সবসময় সতর্ক করেন খোকন ভাই যেনো মাংস বা মাছের বড় পিস না নেয়। এর নামই বন্ধুত্ব। দোয়া করি শুধু সুখেই নয় বিপদেও দুই পরিবার একসাথে থাকেন।অনেক ভালো লেগেছে ভিডিও। সবাই ভালো থেকেন। Fiamanillah.
আসসালামু আলাইকুম,,ভাই, অনেক সুন্দর ভিডিও,, আপনার ভিডিও সব সময়ই খুবই ভালো হয়,, আজকের টাও অসাধারণ ছিলো,, অনেক দিন পরে দেখলাম আপনার ভিডিও,, আপনার সাথে সাথে আমিও ইনজয় করলাম,, সময়ের অভাবে সব সময় আপনার ভিডিও দেখা হয় না,,, আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখবেন ইনশাআল্লাহ,,,, আল্লাহ হাফেজ।❤️💖🌹💐🤲
সত্যি বলছি অসাধারণ ভিডিও আপনার ভিডিও দেখলে মন জুড়িয়ে যায়। ধন্যবাদ আপনাকে চমৎকার মহূর্ত গুলো আমাদের সাথে সেয়ার করার জন্য। আপনার ও আপনার পরিবারের সকলের প্রতি শুভকামনা রইল।
অসাধারণ একটা ভিডিও দেখলাম। পাহাড়ি ঝর্ণা.....জল পড়ার শব্দ....মনে হয় আমিও ছিলাম আপনাদের সাথে। বিরিয়ানির স্বাদ যে ভাবে বর্ণনা করলেন..... এতেই আমার অর্ধ ভোজন। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবাই।
সালাম। সুবহানাল্লাহ সত্যি অসাধারণ সব দৃশ্য। আপনার সময় আর ইচ্ছে হলে নিউজিল্যান্ডের কুইন্স টাউন ঘুরে যেতে পারেন। কুইন্স টাউনকে পৃথিবীর বেহেশত বলা হয়। প্রতিটা পাঁয়ে পাঁয়ে সুবহানাল্লাহ বলতে হয় আল্লাহ পাক এতো সুন্দর করে বানিয়েছেন।আমরা যারা একবার কুইন্স টাউন গিয়েছি তারা প্রতি বছর যাওয়ার প্ল্যান করি। আর ক্যামপিং এ বিরিয়ানি খাওয়া সত্যি মজার ছিলো। আমার জামাই বিরিয়ানি পাগলা ওর সবখানে বিরিয়ানি চাই। আমি এবং আমার পরিবার আপনার ভিডিও খুব উপভোগ করি।দোয়া রইলো আপনাদের জন্য।
ধন্যবাদ ভারুক ভাই আমি ভারত থেকে হাফেজ মাওলানা ও মাদ্রাসার হেড মোদারেস বলছি..অনেকদিন পর আপনাদের এত সুন্দর পিকনিক মূলক ভিডিও দেখলাম দারুণ তবে আমি আপনার দুইবছরের সাবসক্সাইবার আমরা ইসলাম বান্ধব মূভি ও এমণ অ্যডভেঞচার মূলক ভিডিও দেখলে মণ ফ্রি হয় 🧡💟💚🇮🇳
Its awesome uncle ami jani teenager ra khub kom e apnar video dekhe but as a teenager ami Apnar video onek enjoy kori ar most importantly onek kichu shikhte Pari Doa korben amar jonno jeno higher studies e Americar side e jete pari
আপনাদের সাথে আমিও অসম্ভব আনন্দ করলাম। কলকাতায় বসে এসব ভাবতেও পারিনা 🙁 আর সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে মালাভাবি থাকলে বেশি আনন্দ পাই।সে জঙ্গলে অনেকটা দুষ্টু প্রজাপতির মতো । অবশ্যই তাকে আদরে আর শাসনে আপনিই এত সুন্দর রেখেছেন। ভালো থাকবেন দুজনে সবসময় 🙂👍
I also go camping for 3 weeks with our trailer in Hungary during summer(august) my kids and I love it. it's a different experience and to get away from our everyday life without phones and technology. its good and would recommend to everyone who can make this happen.
ফারুক আঙ্কেল আজকের ভিডিও টি হয়েছে ফাটাফাটি মানে কি ভাষায় যে বর্ণনা দিবো বুঝে উঠতে পারছিলাম না। সত্যি অসম্ভব সুন্দর দৃশ্য গুলো। আমার কাছে মনে হয়েছিল আমি নেটফ্লিক্সের কোনো হলিউডের ছবি দেখছি। অনেক ধন্যবাদ আপনাকে ❤️🇧🇩
আমি রাজশাহীতে থাকি। আমি আপনার প্রায় সব ভিডিও দেখি কিন্তু Skip করে করে এই এক ঘন্টার বেশি ভিডিওটা একবার ও টানতে পারলাম না 🙂 পুরাটাই দেখলাম, অসাধারণ লাগলো। মনে হচ্ছিল এরকম আমি একবার নিশ্চয়ই যাব ইনশাআল্লাহ 🙂। বান্দরবানে একবার ট্যুরে গেছিলাম, সেটাই আমার দেখা পাহাড়ি ঝর্ণা আর গহীন বন ।
Assalamulaykom Ami apnar videogole deki anek Valo lage . Ato sundor gayga dekle Mon bore gay . Valo thakben
Walaikum assalam. Thank you dear 🥰
ফারুক ভাই আজব এ পৃথিবী তাই না আপনারা ঠান্ডায় কাতর আর আমরা গরমে কাতর হয়ে গেছি বাংলাদেশের অবস্থা খুব খারাপ ভয়াভহক গরম অসাধারণ একটা জায়গা মনমুগ্ধকর পরিবেশ এখানে সৌখিন মানুষ ছাড়া কেউ যায় না যারা সৌখিন মানুষ তারাই খুবই পছন্দ করবে এই জায়গা গুলো আমার তো খুবই ভালো লেগেছে মনে হচ্ছে যে আপনাদের সাথে আমিও আছি ধন্যবাদ ফারুক ভাই এত সুন্দর ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য
My pleasure dear. Thank you.
Aparna
Apanarchanal kub balo laga
Ami Assamese bou
I really like your video as well as your presentation. Akbar Hossain. AB Bank. Bangladesh.
Thanks for your response.....
অসাধারণ একটা টুর আমি অনেক মজা পাইলাম ধন্যবাদ আপনাকে
Welcome
খুব ভালো লেগেছে। আপনার কোনো vdo miss করি না। অনেক অনেক ভালো থাকবেন।
Thank you dear
আমরাও অনেক এনজয় করলাম ফারুক ভাই সহ সবাইকে আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Thank you 😊
অসংখ্য ধন্যবাদ স্যার শীতের সকালে কষ্ট করে ভিডিও বানানোর জন্য
My pleasure dear
আঙ্কেল আপনি তো দুনিয়াতেই স্বর্গের সুখ পাচ্ছেন… কি জীবন আপনার…. মাশাহ’আল্লাহ। সুবহান’আল্লাহ।
Alhamdulillah
আপনাদের পেনসিলভেনিয়া র camping এর দ্বিতীয় পর্ব এইমাত্র দেখা শেষ হল। এক কথায় অত্যন্ত চমতকার। দুটি পরবেই প্রকৃতি, পাহাড়, গাছপালা আর জলপ্রপাত বেশ চিত্তাকর্ষক ছিলো। আপনাদের সংগে সংগে আমরাও উপভোগ করেছি। ধন্যবাদ। ভালো থাকবেন।
শুনে খুশী হয়েছি যে আপনি এনজয় করেছেন। ধন্যবাদ 🥰
আসসালামুয়ালাইকুম আঙ্কেল মনমুগ্ধকর পরিবেশ মাআশাল্লাহ ❤️❤️👌
Walaikum assalam. Alhamdulillah dear
সেরা একজন মানুষ
অনেক কিছু শিখেছি।
Alhamdulillah
আমার অনেক সময় আশ্চর্য লাগে আপনি 40 বছর ধরে আমেরিকায় থাকছেন অথচ মনে হয় যেন এখনো আপনি বেনুখালির লোক, ভাষাগুলি এত সুন্দর, মাতৃভাষার প্রতি কত টান, আর এই ভিডিওটা খুব সুন্দর সঙ্গে খোকন ভাই কোনো জবাব নাই
Thank you dear 💕
নবী করিম ( স) মধ্য রাতে ঘুম থেকে উঠে সূরা আল ইমরানের শেষ দশ আয়াত পড়তেন ।নবুয়ত প্রাপ্তির আগে রাতের আকাশের দিকে তাকিয়ে এই সৃষ্টি সম্পর্কে ভাবতেন।আপনার মিল্কিওয়ে দেখা প্রসঙ্গে মনে পড়ল।
Thank you
❤
দুটো ভিডিও অপূর্ব প্রকৃতিক দৃশ্য পাহড়ি নদীর অনেক ভালো লাগলো।
Thank you
আসসালামু ওয়ালাইকুম,,,,মাশাল্লাহ,,, প্রকৃতির মাঝে হাড়াতে কতই না ভাল লাগে,,, অসাধারণ আমার মনে হয় মাঝে মধ্যেই যদি আজ থেকে একশো বছর আগে জন্ম নিতাম তবে কতই না ভাল হত,,, যাইহোক তবুও আলহামদুলিল্লাহ,,, ইচ্ছে থাকলে উপায় করে প্রকৃতি কে উপভোগ করতে যাওয়া যায় ,,,,, আপনার সহজ সরল উপস্থাপনা বরাবরের মত,,, অসাধারণ,, উপভোগ করেছি,,, আর হে আমি খেয়েছি অরেন্জ জুস দিয়ে রুটি বা বিস্কুট খেয়েছি,,, এমন পরিবেশ ছিল সেখানে অন্য কিছু ছিল না ,, ত হে খেতে মন্দ নয়,,, হি হি,,, শুভ কামনা,,,,ভাল থাকবেন 👍❤😊
Walaikum assalam. Many thanks dear 💕🥰
অসাধারণ খাবার বানিয়েছেন। মাশাআল্লাহ ভিডিও চমৎকার লাগল। দারুণ
Thank you 😊
আসসালামু আলাইকুম ভাই। এই মাত্র দেখা শুরু করলাম।
Walaikum assalam. Congratulations dear brother. First view & first comment 🍾💕🥰
@@AdventureTube21 আসসালামু আলাইকুম ভাই। খুব ভালো লাগলো আপনাদের কেম্পিং। এত সুন্দর বন, লেইক, বনের ভেতর ছোট ছোট ঝর্না
সে এক অসাধারণ সৌন্দর্য। এই নিরিবিলি পরিবেশে কি যে ভালো লাগে তা আপনাদের কে দেখলেই বুঝা যায়। এরকম আরও ভিডিও চাই। খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
@@m.dhumayunkabir8627 Walaikum assalam. Inshallah we will try dear brother. Thank you. Jajakallah Khairan.
দাদা আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও post করার জন্য ।
Welcome dear
প্রকৃতি আর নির্জনতা মিলেমিশে একাকার, অসাধারন সুন্দর
Thank you
আহ্ প্রচন্ড গরমের মধ্যে একটু ঠান্ডা অনুভূতি নিলাম।।।। ভালো ঠান্ডা 😍😍
💕🥰
দেখে খুব মজা লাগল, খুব চমকপ্রদ আপনাদের এ ক্যাম্পিং,এনজয় করুন সবাই।
Thank you
Uncle আমি আপনার চোখে আমেরিকা দেখি. আমিও ভীষণ প্রকৃতি প্রেমিক কিন্তু সম্ভব হয় না. আপনার vlog দেখে সেটা পুষিয়ে নেই. ধন্যবাদ. ভালো থাকবেন, সুস্থ থাকবেন.
Thank you dear
আংকেল আপনাদের সাথে আমি যে কতগুলো জায়গা দেখেছি কত্ত জায়গায় ঘুরেছি খুশি হয়েছি সবকিছুই আপনার জন্য সম্ভব হল ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।
Thank you dear
ফারুক ভাই আর মনমুগ্ধকর ব্লগ যেন দিন দিন সমার্থক শব্দ হয়ে উঠছে...👍👍👍👌
Thank you 💕
খোকন ভাইয়ের পানির টেপ নিয়ে খেলা দেখে মজা পাইলাম
😜🤣
Khub khub enjoy korechi aaj…..baire eto. Kuasha…….isshhhhhh eto thandai….aahhhhh
Eto kosto kore amader dekhachen….thank you so muchhhhh…
অসাধারন একটা camping video এটা।
Thank you
পরিবেশটা অনেক সুন্দর ভাইয়া ।
Thank you 😊
আমেরিকার বাঙালি সব ব্লগারদের মধ্যে আপনার ব্লগ গুলো সবচেয়ে গুছানো
Thank you dear
সকলেরই ক্যাম্পিং ইমেজ just 👌👌👌👌!!!!!!!!!
Thank you
Uncle I can feel your emotions through screen.
Truly a beautiful country ❤️
One day definitely I will visit USA
Inshallah dear. Thank you.
পাহাড়ি ঝরণার সাথে, পাহাড়ি রাজকন্যা ও পাহাড়ি রাজপুত্র দারুণ লাগছে দেখতে। হাহাহা হাহাহা হাহাহা।
Thank you 🤣💕
আসসালামুআলাইকুম ফারুক ভাই আপনার ব্লগ গুলো দুই বছর ধরে দেখছি অনেক সুন্দর আপনার জন্য আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের সৌন্দর্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি। সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আপনার ও আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা রইলো।
Walaikum assalam. Glad to hear that you enjoy them dear. Thank you 💕
@@AdventureTube21 most Welcome🥰
ভাইয়া আপনারদের এই লাইফ স্টাইল আমাকে খুব অনুপ্রানিত করে। অনেকের অনেক টাকা পয়সা আছে। কিন্তুু সৌখিন মনমানসিকতা কম মানুষের হয়। ভালো থাকবেন। শুভকামনা রইল। 🌷🌷🌷
Thank you dear
সময়ের অভাবে রোজ একটু একটু করে দেখে আজ শেষ করলাম। অসাধারণ লাগল। মনে হল একটা movie দেখলাম। ধন্যবাদ। 🙏💕💯
My pleasure dear. Thank you
যদিও ভূ-প্রকৃতি বাংলাদেশের চেয়ে একেবারেই আলাদা তবুও বেশ এনজয় করেছি। বার বার বলছিলেন ইয়াং বয়সে বা শরীরে উপযুক্ত শক্তিসামর্থ থাকতে বেড়ানোর কথা। সেটা যে কতটা বাস্তব তা বেশ টের পাচ্ছি। প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও এখন আর বেড়াতে পারিনা শরীর সেভাবে সাপোর্ট করে না বলে। তবে, নিরাপত্তা ও অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদিও একটা বড় বিষয় যা ওখানে আছে কিন্তু এখানে নেই। তাইতো আপনার মাধ্যমে দেখি আর আফসোস করি। যাই হোক, চমৎকার ভিডিওর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা নিরন্তর। ভালো থাকবেন।
My pleasure dear. Thank you.
খোকন স্যারের হাসিটা খুবই সুন্দর । একেবারে সাদা-মাটা মানুষের মতন । অসাধারণ হাসিটা ওনার 😊👍 And thanks to all sir for make this videos
Thank you
সত্যি উনি খুব ভালো মানুষ , আর খুব নির্বিকার মানুষ বলেই মনে হয়।
ফারুক সাহেব, আপনার ব্লগ দেখছি। সবগুলোই দেখি । বেশ লাগে।
Thank you
I think this is your one of the best video if not the best video
Thank you dear
আপনার এই ভিডিওটি খুব ভালো করে উপভোগ করলাম । আপনার সহজ সরল উপস্থাপনা বেশ ভালো লাগলো। অপেক্ষায় রইলাম এরকম আরো কিছু চিত্তাকর্ষক ভ্রমণ বৃত্তান্ত দেখার আশায় ।শুভকামনা রইল ।
Thank you
দারুন বরাবরের মত, সবচেয়ে অবাক যেটা করে, এরকম জনমানবহীন একটি জায়গায় রাত্রিযাপন, নিরাপত্তা নিয়ে কেনো সংশয় নেই।
Alhamdulillah. This is how safe all Muslim countries should be. Thank you.
কেমন আছেন আংকেল আশা করি ভাল। বেশ ভাল লাগলো ও উপভোগ করলাম এবং দেখলাম আপনার ক্যামেরায় ধারণ করা আমেরিকার প্যান্সিলভেনিয়ার পরিবেশ।
Alhamdulillah dear. Thank you.
Ami Assam theke tomar video dekhi.khub valo Lage.❤
Thank you 😊
কি সুন্দর! আহা! সৌভাগ্যবান মানুষ আপনারা। জীবন স্বার্থক।
Alhamdulillah
আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে নতুন জায়গায়।
Thank you
I already seen it. A Queen and a King adventuring together ❤️❤️ Alhamdulillah.
Alhamdulillah. Thank you dear
আসসালামু আলাইকুম, আপনার মাথার বেনডেনা, নিয়ে আমার ছেলে মেয়ে কথা বলছিলো, আমি বল্লাম ভাইজান এটা ঘামে র জন্য ব্যাবহার করেন, আবার ষ্টাইলও বটে,, মালা,ভাবির লাচ্ছি অনেক মজা হবে, খাওয়ার ফাঁকে ফাঁকে কথাগুলো বেশ মজা পাই, আপনি মালা ভাবি খোকন ভাই সহ সফরে সকলের আন্তরিক ভালবাসা শুভকামনা থাকবে অবিরাম....!
Walaikum assalam. ছেলে মেয়ে কি বলছিল সেটা জানতে ইচ্ছা করছে এখন 🥰 ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন সবাই।
@@AdventureTube21 তারা বলছিল সাধারণত কোনো ইউটিউবারকে এভাবে কুলভাবে নিজেকে উপস্থাপন করতে তারা খুবই কম দেখে।
@@shahidurrahman2181 💕💕🥰
সময়ের কারণে যথাসময়ে দেখা না হলে দেরিতে হলেও আপনার ভিডিও দেখি।
Thank you dear
অসাধারণ লাগলো ভাইয়া সব মিলিয়ে,জায়গাটাও দারুন সুন্দর, আপনার জন্য ই এই ভাবে দেখা সম্ভব হয়েছে ভালো থাকবেন ভাইয়া আপনারা ।
Thank you dear
আসসালামু আলাইকুম ভাই। এতো সুন্দর নির্জন বনে lake ঝর্না, সবুজ গাছের সমারোহ, তার সাথে প্রকৃতি প্রেমিক রাজকুমার কে দেখে মনে একটা আনন্দ হচ্ছিল।পাহাড়ি কন্যার সাথে আপনার একটা গান হলে আরও ভালো লাগতো।চার দিকে এতো সুন্দর view তার মাঝ দিয়ে আপনার লং ড্রাইব ছিল enjoy করার মতো। ভাবির একটা বিষয় আমার খুব ভালো লাগে,রান্না খাবার পরিবেশনে অনেক পারদর্শী। বিরিয়ানিটা আমার ভালো লাগেছে সহজ উপায়ে রান্না।খোকন ভাই ভাবী কে আপনাদের সাথে অনেক ভালো লাগে।সবচাইতে মজা লাগে আপনি সবসময় সতর্ক করেন খোকন ভাই যেনো মাংস বা মাছের বড় পিস না নেয়। এর নামই বন্ধুত্ব। দোয়া করি শুধু সুখেই নয় বিপদেও দুই পরিবার একসাথে থাকেন।অনেক ভালো লেগেছে ভিডিও। সবাই ভালো থেকেন। Fiamanillah.
Walaikum assalam. না বললে সে বড় পিস নিয়ে নেয় 🤣🤭 এই জন্য বলতে হয়। ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন। Jajakallah Khairan.
খুব সুন্দর জায়গা অনেক অনেক শুভকামনা বাংলাদেশ থেকে
Thank you
আসসালামুলাইকুম ভাই কেমন আছেন। অসাধারণ ব্লগ মুগ্ধ হয়ে দেখলাম। ভাল থাকবেন।
Walaikum assalam. Alhamdulillah dear. Thank you. 🥰
আসসালামু আলাইকুম,,ভাই, অনেক সুন্দর ভিডিও,, আপনার ভিডিও সব সময়ই খুবই ভালো হয়,, আজকের টাও অসাধারণ ছিলো,, অনেক দিন পরে দেখলাম আপনার ভিডিও,, আপনার সাথে সাথে আমিও ইনজয় করলাম,, সময়ের অভাবে সব সময় আপনার ভিডিও দেখা হয় না,,, আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখবেন ইনশাআল্লাহ,,,, আল্লাহ হাফেজ।❤️💖🌹💐🤲
Walaikum assalam. Glad to hear that you have enjoyed it. Thank you dear
খুব ভালো লাগছে
আপনি কাজে হাত লাগিয়ে দেন
🥰
ঝিলমিলের প্রতি আপনাদের ভালবাসা দেখে আমি অভিভূত
💕
সত্যি বলছি অসাধারণ ভিডিও
আপনার ভিডিও দেখলে মন জুড়িয়ে যায়। ধন্যবাদ আপনাকে চমৎকার মহূর্ত গুলো আমাদের সাথে সেয়ার করার জন্য। আপনার ও আপনার পরিবারের সকলের প্রতি শুভকামনা রইল।
Thank you dear 🥰
Vaiya aj apnar biriyani khaoya dekhe amrao aj chikenbiriyani ene khelam.just enjoy
💕🥰
অসাধারণ একটা ভিডিও দেখলাম। পাহাড়ি ঝর্ণা.....জল পড়ার শব্দ....মনে হয় আমিও ছিলাম আপনাদের সাথে। বিরিয়ানির স্বাদ যে ভাবে বর্ণনা করলেন..... এতেই আমার অর্ধ ভোজন। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবাই।
My pleasure dear brother 💕🥰
অসাধারণ খূব সুনদর জায়গা?
Thank you
দাদা,জানো তোমার এক একটা ভিডিও দেখি আর মনে হয় মানস চক্ষে অনেক টা পথ পরিচিতির দিকে এগিয়ে যাচ্ছি,অনেক ধন্যবাদ জানাই তোমাকে🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️
Glad to hear that you enjoy it dear. Thank you 🥰💕
সালাম। সুবহানাল্লাহ সত্যি অসাধারণ সব দৃশ্য। আপনার সময় আর ইচ্ছে হলে নিউজিল্যান্ডের কুইন্স টাউন ঘুরে যেতে পারেন। কুইন্স টাউনকে পৃথিবীর বেহেশত বলা হয়। প্রতিটা পাঁয়ে পাঁয়ে সুবহানাল্লাহ বলতে হয় আল্লাহ পাক এতো সুন্দর করে বানিয়েছেন।আমরা যারা একবার কুইন্স টাউন গিয়েছি তারা প্রতি বছর যাওয়ার প্ল্যান করি। আর ক্যামপিং এ বিরিয়ানি খাওয়া সত্যি মজার ছিলো। আমার জামাই বিরিয়ানি পাগলা ওর সবখানে বিরিয়ানি চাই। আমি এবং আমার পরিবার আপনার ভিডিও খুব উপভোগ করি।দোয়া রইলো আপনাদের জন্য।
Walaikum assalam. Inshallah আসব নিউজিল্যান্ড। অনেক ধন্যবাদ 🥰
@@AdventureTube21 ইনশাআল্লাহ 😊
Mashallah Onak sundor osadaron akta somay katitasan.
Thank you
Alhamdolillah just Wow...💚
Alhamdulillah
আপনার ভিডিও গুলো শুক্রবার অবধি জমিয়ে রাখি,,, মজাকরে দেখার জন্য,,,আর অরেঞ্জ জুসে ব্রেড খেয়েছি অনেক, আমার ফেভারিট অরেঞ্জ ফ্লেভার,,,, ৯০ এ স্কুলে অনেক ফ্রি পেতাম অরেঞ্জ বিস্কুটস,,,,ভালো থাকবেন
Thank you dear 🥰💕
খুব ভাল লেগেছে । ধন্যবাদ ফাারুক ভাই
Welcome dear
apnar vdo dekhe u.s.a jaoar khuda bere jay ,May Allah bless us all
Thank you dear. May Allah bless us all.
U got the best energy then anyone else.😅
Thank you 😊
আমার এই ক্যাম্পিং এর ভিডিও খুব লাগে কিন্তু ওদের খাবারের মেনু এককথায় ওয়াক থু। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই আপনাকে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য💖💖💖💖💖💖
ওয়াক থু ?? 🤔
@@AdventureTube21 অখাদ্য
Amazing site , also enjoyed the virtual picnic, thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Glad you enjoyed it
অপেক্ষায় ছিলাম, অবশেষে আপলোড করলেন, কাজ শেষে রুমে এসে যখন আপনার ভিডিও দেখি বিলিভ মি শরীরের ক্লান্তি দুর হয়ে যায়,
সবকিছুর জন্য ধন্যবাদ প্রিয় আঙ্কেল 🥰😍
My pleasure dear. Thank you 💕
ধন্যবাদ ভারুক ভাই আমি ভারত থেকে হাফেজ মাওলানা ও মাদ্রাসার হেড মোদারেস বলছি..অনেকদিন পর আপনাদের এত সুন্দর পিকনিক মূলক ভিডিও দেখলাম দারুণ তবে আমি আপনার দুইবছরের সাবসক্সাইবার আমরা ইসলাম বান্ধব মূভি ও এমণ অ্যডভেঞচার মূলক ভিডিও দেখলে মণ ফ্রি হয় 🧡💟💚🇮🇳
Alhamdulillah. শুনে অনেক খুশী হলাম। ধন্যবাদ ভাই। 💕
Vaiya osadharon laglo vlo thak ben
Thank you
vay sorgio onuvuti,,,,,thank you apnader sobay k,,,,
Welcome dear.
For the 2nd time I am watching your vlog. Mervelous.
Thanks and welcome
চা কালারটা অসাধারণ দেখাচ্ছিল।
Thank you
আপনার ভিডিও সব সময় দেখি খুব ভালো লাগে 🥰 আমার অনেক কাজিন আমেরিকায় থাকে
Where in the States? Thank you.
বনের ভিতর ঝর্ণাটা খুবই সুন্দর ছিল ভাই ....................
Thank you
Its awesome uncle ami jani teenager ra khub kom e apnar video dekhe but as a teenager ami Apnar video onek enjoy kori ar most importantly onek kichu shikhte Pari
Doa korben amar jonno jeno higher studies e Americar side e jete pari
20% of my viewers are teenagers. That’s no small number. I wish you all the best uncle. Thank you.
কিছু খাওয়ার পরে আপনার অঙ্গ ভংগির মাধ্যমে প্রকাশ করাটা অসাধারণ 👍👍
💕🥰
ভাষা খুজে পাচ্ছি না কি লিখব,তবে খুব ভাল লাগলো, আল্লাহ সুযোগ করে দিলে কখনো যাব
Inshallah dear. Thank you 💕
হায় মাশাআল্লাহ খুব চমৎকার
Thank you
অসাধারন। ধন্যবাদ আপনাদের।
Thank you
আপনাদের সাথে আমিও অসম্ভব আনন্দ করলাম। কলকাতায় বসে এসব ভাবতেও পারিনা 🙁 আর সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে মালাভাবি থাকলে বেশি আনন্দ পাই।সে জঙ্গলে অনেকটা দুষ্টু প্রজাপতির মতো । অবশ্যই তাকে আদরে আর শাসনে আপনিই এত সুন্দর রেখেছেন। ভালো থাকবেন দুজনে সবসময় 🙂👍
Thank you dear 🥰
শাসন কেন করবেন উনি? কখনো মনে হয় করেন না ., উনারা তো অনেক ভালো।
সত্যি দেখে খুবই ভাল লাগলো।
সাথে আমার অসুখের কথা ভুলে গেছি বুঝতেই পারি নি।
love you uncle❤️☺️🥰
Hope you get better soon. Thank you 🥰
@@AdventureTube21 insaa Allah ☺️❤️🥰
Khub sundor video
Thank you
It’s amazing..MashaAllah..!
🥰
I also go camping for 3 weeks with our trailer in Hungary during summer(august) my kids and I love it. it's a different experience and to get away from our everyday life without phones and technology. its good and would recommend to everyone who can make this happen.
That sounds awesome!! Thank you dear
It was wow.....only
💕
খুব উপভোগ করলাম এই বনের মধ্যে রাত কাটানো ,মনে হলো যেনো আমিও আপনাদের সাথে ঘুরে আসলাম ধন্যবাদ আপনাকে এই রকম জায়গা উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য ।
My pleasure dear.
কোব ভাল লাগে আপনার ভিডিউ ।
ফারুক আঙ্কেল আজকের ভিডিও টি হয়েছে ফাটাফাটি মানে কি ভাষায় যে বর্ণনা দিবো বুঝে উঠতে পারছিলাম না। সত্যি অসম্ভব সুন্দর দৃশ্য গুলো। আমার কাছে মনে হয়েছিল আমি নেটফ্লিক্সের কোনো হলিউডের ছবি দেখছি। অনেক ধন্যবাদ আপনাকে ❤️🇧🇩
Glad to hear that you have enjoyed it dear. Thank you.
I enjoy also Very good time
thank you...
Welcome dear
Wonderful campsite nd lots of fun....
Thank you 🥰
আমি রাজশাহীতে থাকি। আমি আপনার প্রায় সব ভিডিও দেখি কিন্তু Skip করে করে এই এক ঘন্টার বেশি ভিডিওটা একবার ও টানতে পারলাম না 🙂 পুরাটাই দেখলাম, অসাধারণ লাগলো। মনে হচ্ছিল এরকম আমি একবার নিশ্চয়ই যাব ইনশাআল্লাহ 🙂। বান্দরবানে একবার ট্যুরে গেছিলাম, সেটাই আমার দেখা পাহাড়ি ঝর্ণা আর গহীন বন ।
Thank you 💕
এরকম ক্যাম্পিং ভিডিও ভালো লাগে ❤️❤️
Thank you
Assalamualikum vai. Khub e valo laglo apnader anando vromon. Mone holo ami o sob kicu kace theke dekci. Valo thakben.
Walaikum assalam. Thank you dear
Love from kingdom of saudia arabia ❤️
🥰
আহ যদি আপনার মতো করে জীবনকে উপভোগ করতে পারতাম 😂😂
শুধু আফসোস করলে হবে না। চেষ্টা থাকতে হবে। এই জিবন আমার একদিনে হয় নাই। ধন্যবাদ। 💕
অসাধারন ভাই দোয়া রইল আল্লাহ আপনাকে সুস্থ রাখবে
Thank you dear. May Allah bless us all.
beautiful area i like it orange juice ar satha ruti ata vai onek khaisi valo taste thanks for shareing
Welcome dear
আপনার সব ভিডিও আমি দেখি জুয়েল পারভেজ খাজানগর কুষ্টিয়া।
Thank you