Photoshop Full Course Tutorial for Beginner`s Part: 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 942

  • @AkkasEditing
    @AkkasEditing  4 года назад +255

    ভিডিওটি অনেক আগে তৈরী করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি বর্তমানে খুব অসুস্থ্য আপনারা অনেকেই জানেন যার ফলে ভিডিও তৈরী করতে পারছিনা। তাই আগের তৈরী ভিডিওটি পাবলিক করে দিলাম ভুলত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। (আপনাদের আক্কাস)

    • @kuliarchar24
      @kuliarchar24 4 года назад +14

      আল্লাহ তা’আলা আপনাকে শেফা দান করুক আমিন

    • @manojchroy2534
      @manojchroy2534 4 года назад +8

      দাদা আমি আল্লাৰ কাছে দোয়া কৰি তুমি শীঘ্ৰেই সুস্থ হৈয়ে উঠো
      আমৰা তোমাৰ কাছে ওনেক কিছু শিকছি আৰ এখোনউ শিকতাছি

    • @Armankhan-dq5ld
      @Armankhan-dq5ld 4 года назад +1

      Vallo thekban

    • @Omarfarukanas
      @Omarfarukanas 4 года назад +3

      আপনার জন্য দোয়া রহিল আল্লাহর দরবারে। ধারাবাহিক ভাবে ভিডিও গুলো পাবো আশাকরি। ধন্যবাদ।

    • @rahulhossenmolla2847
      @rahulhossenmolla2847 4 года назад +2

      Very nice

  • @siddharthabose9222
    @siddharthabose9222 2 года назад +3

    দাদা ভাই আমি ভারতবর্ষ থেকে বলছি আপনার থেকে অনেক কিছুই জানতে পারলাম PHOTOSHOP সম্বন্ধে।আপনি খুব ভালো PHOTOSHOP Basic টা শেখালেন আপনার তিনটে টিউটোরিয়ালে।খুভ ভালো হয়েছে আপনার টিউটোরিয়াল গুলো অনেক ধন্যবাদ জানাই🙏🙏

  • @dhirendradas1035
    @dhirendradas1035 3 года назад +21

    এত সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @sabujsourav182
    @sabujsourav182 2 года назад +3

    আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আপনার এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হলাম।

  • @laxmilalsingha6362
    @laxmilalsingha6362 3 года назад +13

    আপনি সুন্দর ভাবে, সুক্ষ ভাবে বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ আপনাকে । আমি ইন্ডিয়া থেকে সাপোর্ট করছি ।

  • @Likhon98-er
    @Likhon98-er 3 года назад +7

    ভাইয়া আপনি অন্যদের তুলনায় অনেক সহজ ভাবে বুঝাতে পারেন এতে আমাদের অনেক উপকার হয় বুঝতে। আপনাকে অনেক ধন্যবাদ

  • @mbsentertainment4802
    @mbsentertainment4802 Год назад +1

    অসাধারণ উপস্থাপনা, মারাত্মক ধারাভাষ্য, এক কথাই পুরাই জটিল একটা ব্যাপার।

  • @cdsinhs5815
    @cdsinhs5815 2 года назад +13

    ধন্যবাদ স্যার
    আমি India থেকে বলছিলাম - আপনার teaching ability খুব ভালো লাগলো. বলার স্টাইল খুব simple and objective. দারুণ দারুণ.

  • @prerona2023
    @prerona2023 2 года назад +1

    Apnar moto kore eto clearly kew bujhay na, thx for ur nice video.

  • @bipulhajong
    @bipulhajong 3 года назад +10

    গুড টিচিং। বাংলা ভাষী ফটোশপ শিক্ষার্থীদের জন্য সহজ ভাবে উপস্থাপন করার জন্য শিখতে সহজ হবে। অনেক ধন্যবাদ।

  • @Mast_mahdi
    @Mast_mahdi 2 года назад

    আপনার কমেন্ট সেক্সনে কমেন্ট করতে বাধ্য হলাম।
    আমি অনেক দিন থেকে ফটোশপের টিউটারিয়াল ভিডিও খুজছিলাম তবে লাভদায়ক ভিডিও একটা ও পেলাম না। কারন যে বা যার ভিডিও দেখেছি তাদের ভিডিও ভালোই ছিল তবে আমি একদম বিগিনার্স হওয়ার ফলে কাউর ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম না।
    অবশেষে আপনার ভিডিও আমার জন্য কার্যকরি হয়েছে।
    আপনি এমন সহজ ও সরল পদ্ধতিতে বোঝান।
    যে কেউ আপনার ভিডিও দেখে বুঝতে পারবে।
    হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ।
    Banglay ekta kotha ase satro(student) bucchena mane student karap nay ....teachar karap karon teacher er bujanir capacity nai bole student bucchen na.
    Kintu apne oshadharon sir.
    Apnar protiti point ami buste perechi.
    Dilse shukriya sir.
    Proud of you 💓💓💓💓

  • @omorfarukmolla6831
    @omorfarukmolla6831 3 года назад +4

    মাশাআল্লাহ খুব ভালো লাগছে, আপনি খুব ভালো বোঝাতে পারেন, আলহামদুলিল্লাহ খুব ভালো

  • @ArifSultan-k1j
    @ArifSultan-k1j 15 дней назад

    ON OF THE BEST VIDEO IN RUclips ABOUT PHOTOSHOP

  • @jaliluddin4434
    @jaliluddin4434 4 года назад +10

    আক্কাস ভাই, আমি আপনার ভিডিও গুলি দেখি, আপনি অন্যদের মত তাড়াহুরা করবেন না । যার প্রয়োজন ভিডিও বড় হলেও দেখবে । আমি অনেকের VDO দেখেছি কিন্ত আপনি আলাদা । Your tutorial are Excellent for the beginers. I hope, you will soon come back.

  • @SohelRana-rs2mh
    @SohelRana-rs2mh 2 года назад +2

    হাহা,,,ভাই দারুণ
    ধন্যবাদ এতো সুন্দর করে বোঝানোর জন্য।

  • @koyelmanna5530
    @koyelmanna5530 2 года назад +4

    আপনার বোঝানোর ধরণ আমার খুব ভালো লেগেছে 😊

  • @sajju_gaming2321
    @sajju_gaming2321 2 года назад

    Onk kisu shisi vaiya onk onk dhonnobad ❤️❤️ dua kori tara tari shusto hon ❤️❤️

  • @sumiaktar9507
    @sumiaktar9507 3 года назад +5

    দাদু আপনে এমন ভাবে কথা বলেন, যেন আপনার কথার মধ্যে মধু মিশিয়ে দেওয়া হয়েছে।

  • @friendsforeverltd577
    @friendsforeverltd577 Год назад +1

    এক কথায় অসাধারণ হয়েছে ভাইজান এগিয়ে যান দোয়া রইল।

  • @jamshedulalam7673
    @jamshedulalam7673 Год назад +3

    খুব সুন্দর টিউটরিয়াল, ধন্যবাদ ভাইয়া।

  • @mdsourov7084
    @mdsourov7084 3 года назад

    Apnar bojhaner system ta clean and clear 👍

  • @rakibhasan6895
    @rakibhasan6895 2 года назад +21

    ভাই,,, আগের যুগের ধারাভাষ্যের সাথে ডিজিটাল কনটেন্ট,,,,, 😁😁 জোশ ছিল,,,

  • @ajadlawdu9940
    @ajadlawdu9940 6 месяцев назад

    আক্কাস ভাই... আপনার বোঝানোর ধরণ আমার খুব ভালো লেগেছে । আপনার এখান থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি... অনেক অনেক ধন্যবাদ ভাই।

  • @dhanbarilibrary6627
    @dhanbarilibrary6627 4 года назад +6

    এক কথায় অসাধারণ ভাই। আপনার ভিডিও দেখে আমরা খুবই উপকৃত হই। আমাদের এভাবে উপকৃত করা জন্য কিভাবে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমীন।

    • @nscomputer6583
      @nscomputer6583 4 года назад

      💗 গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী? 💗
      🃏🃏
      গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে 30-80 হাজার টাকা বা তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন। শর্ত হলো আপনাকে সঠিক নিয়মে কাজ শিখতে হবে। বর্তমান যুগে অনেকেই অনলাইন থেকে ইনকাম করছে চেষ্টা করলে আপনিও পারবেন।
      🃏🃏 অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই কোন একটা বিষয়ে দক্ষ হতে হবে। তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অন্যতম।
      💖বর্তমান যুগে গ্রাফিক্সের কাজের অনেক চাহিদা। গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স শিখে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে পারবেন। 💖
      💻
      কোর্সের নাম:: গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং ফুল কোর্স ।
      আমাদের প্রতিষ্ঠান আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম করা পর্যন্ত সমস্ত দ্বায়িত্ব নিয়ে আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। 💻
      হয়তো এর আগে বিভিন্ন প্রতিষ্ঠান হতে শিখছেন কিন্তু সফল হতে পারেন নাই। অনেক টাকা পয়সা নষ্ট করছেন । আমাদের কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যে কেউ খুব সহজ ভাবে পার্ট বাই পার্ট শিখতে পারবে।
      আসুন যেনে নিই কোর্সের সাথে কি কি থাকছে:🔯
      🔯গ্রাফিক্স ডিজাইন কোর্স🔯
      ১। Adobe Photoshop (a to z) ৭১ টি ভিডিও টিউটোরিয়াল ক্লাশ দেওয়া আছে।
      ২। Adobe Illustrator (a to z) ৮০টি ভিডিও টিউটোরিয়াল ক্লাশ দেওয়া আছে।
      প্রতিটা অপশনের কাজ দেখানো আছে এবং লাইভ প্রোজেক্ট দেখানো আছে কিভাবে কোন কাজটা করতে হয় প্রাক্টিক্যাল।
      🔯 ফ্রিল্যান্সিং 🔯
      গ্রাফিক্স ডিজাইনের ক্লাশ গুলো শেষ করে যেই মার্কেটপ্লেস গুলোতে কাজ করবেন। মোট ৫টি মার্কেটপ্লেস দেওয়া আছে।
      ১। Fiverr
      ২। Freelancer
      ৩। Upwork
      ৪। Graphicriver
      ৫। 99design
      প্রতিটা মার্কেটপ্লেসে কিভাবে একাউন্ট খুলবেন, প্রোফাইল কিভাবে সাজাবেন, কিভাবে কাজ নিবেন, কিভাবে টাকা তুলবেন। সব কিছু বিস্তারিত ভাবে দেওয়া আছে।
      🌀 শুধু আমাদের টিউটোরিয়াল গুলো দেখলে হবে না , দেখে আপনাকে ভালো ভাবে প্র্যাকটিস করতে হবে।
      🃏🃏 আমাদের গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং ফুল কোর্সটি পাচ্ছেন মাত্র 1250/- টাকায়। সীমিত সময়ের জন্য।
      কোর্সটি আমরা আপনাকে গুগল ড্রাইভের মাধ্যমে দিয়ে থাকবো। অথবা চাইলে পেনড্রাইবের মাধ্যমে নিতে পারবেন 32 জিবি পেনড্রাইব সহ কোর্স
      টির মূল্য 1950/- টাকা।
      বিস্তারিত তথ্যের জন্য-
      আমাদের সাথে যোগাযোগ করুন:
      📞 01829911318
      facebook.com/graphicandfreelancingacademy

  • @ruposhitv7514
    @ruposhitv7514 3 года назад +1

    শ্রদ্ধেয় আক্কাস ভাই, আপনার প্রতিটি ভিডিও আমি খুব মনোযোগ সহকারে দেখে
    এডিটিং সম্পর্কে ভাল ধারনা পেয়েছি। ক্রমেই আপনার প্রতি আমার ভক্তি ও
    শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে। কারন আপনার সাবলীল বর্ণনায় আমি মুগ্ধ হয়েছি। এত সহজ
    করে আপনি কাজের বর্ণনা দেন যা অনেকেই খুব সহজে উপলব্ধি করতে পারে। আমি
    আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।

  • @alamintips3219
    @alamintips3219 Год назад +3

    ধন্যবাদ গুরু এই রকম বিডিও চেয়েছিলাম। আরও বেশি বেশি করে কন্টেন্ট চাই। আপনার বুঝানোর স্টাইল অনেক ভালো।

  • @chandanbarik2170
    @chandanbarik2170 3 года назад +2

    Bahat bahat thanks

  • @dhimanroy250
    @dhimanroy250 4 года назад +3

    Ami india theke apnar video ti deklam. khub vlo hoye6e.apnar bolar throwing Tao khub khub vlo.bujte subidha hoy. Thankyou dada

  • @sahajamalhaldar5130
    @sahajamalhaldar5130 3 года назад +1

    Khub valo laglo Thank you bhai jan...

  • @MoshiurRahman-mv8gf
    @MoshiurRahman-mv8gf 4 года назад +6

    Jumma Mubarak 🕌 Akkas Vai❤️. আমাদের জন্য এত কষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে❣️।

    • @nscomputer6583
      @nscomputer6583 4 года назад

      💗 গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী? 💗
      🃏🃏
      গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে 30-80 হাজার টাকা বা তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন। শর্ত হলো আপনাকে সঠিক নিয়মে কাজ শিখতে হবে। বর্তমান যুগে অনেকেই অনলাইন থেকে ইনকাম করছে চেষ্টা করলে আপনিও পারবেন।
      🃏🃏 অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই কোন একটা বিষয়ে দক্ষ হতে হবে। তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অন্যতম।
      💖বর্তমান যুগে গ্রাফিক্সের কাজের অনেক চাহিদা। গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স শিখে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে পারবেন। 💖
      💻
      কোর্সের নাম:: গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং ফুল কোর্স ।
      আমাদের প্রতিষ্ঠান আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম করা পর্যন্ত সমস্ত দ্বায়িত্ব নিয়ে আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। 💻
      হয়তো এর আগে বিভিন্ন প্রতিষ্ঠান হতে শিখছেন কিন্তু সফল হতে পারেন নাই। অনেক টাকা পয়সা নষ্ট করছেন । আমাদের কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যে কেউ খুব সহজ ভাবে পার্ট বাই পার্ট শিখতে পারবে।
      আসুন যেনে নিই কোর্সের সাথে কি কি থাকছে:🔯
      🔯গ্রাফিক্স ডিজাইন কোর্স🔯
      ১। Adobe Photoshop (a to z) ৭১ টি ভিডিও টিউটোরিয়াল ক্লাশ দেওয়া আছে।
      ২। Adobe Illustrator (a to z) ৮০টি ভিডিও টিউটোরিয়াল ক্লাশ দেওয়া আছে।
      প্রতিটা অপশনের কাজ দেখানো আছে এবং লাইভ প্রোজেক্ট দেখানো আছে কিভাবে কোন কাজটা করতে হয় প্রাক্টিক্যাল।
      🔯 ফ্রিল্যান্সিং 🔯
      গ্রাফিক্স ডিজাইনের ক্লাশ গুলো শেষ করে যেই মার্কেটপ্লেস গুলোতে কাজ করবেন। মোট ৫টি মার্কেটপ্লেস দেওয়া আছে।
      ১। Fiverr
      ২। Freelancer
      ৩। Upwork
      ৪। Graphicriver
      ৫। 99design
      প্রতিটা মার্কেটপ্লেসে কিভাবে একাউন্ট খুলবেন, প্রোফাইল কিভাবে সাজাবেন, কিভাবে কাজ নিবেন, কিভাবে টাকা তুলবেন। সব কিছু বিস্তারিত ভাবে দেওয়া আছে।
      🌀 শুধু আমাদের টিউটোরিয়াল গুলো দেখলে হবে না , দেখে আপনাকে ভালো ভাবে প্র্যাকটিস করতে হবে।
      🃏🃏 আমাদের গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং ফুল কোর্সটি পাচ্ছেন মাত্র 1250/- টাকায়। সীমিত সময়ের জন্য।
      কোর্সটি আমরা আপনাকে গুগল ড্রাইভের মাধ্যমে দিয়ে থাকবো। অথবা চাইলে পেনড্রাইবের মাধ্যমে নিতে পারবেন 32 জিবি পেনড্রাইব সহ কোর্স
      টির মূল্য 1950/- টাকা।
      বিস্তারিত তথ্যের জন্য-
      আমাদের সাথে যোগাযোগ করুন:
      📞 01829911318
      facebook.com/graphicandfreelancingacademy

  • @shinesign964
    @shinesign964 3 года назад

    আমার খুব ভালো একটা শুরু আপনার ভিডিও, থ্যাংক ইউ

  • @billalhossain3193
    @billalhossain3193 3 года назад +3

    অনেক সুন্দর হইছে ভাই

  • @mdrazu4616
    @mdrazu4616 2 года назад

    আক্কাস ভাই খুব ভাল আকটা ভিডিও পেলাম নতুন হিসেবে ভাল লাগসে দন্যবাদ

  • @YasinOntor
    @YasinOntor 2 года назад +3

    ধন্যবাদ স্যার 💙💚💛🤎
    আপনি অনেক সুন্দর করে বুঝান বিষয় গুলা

  • @Mast_mahdi
    @Mast_mahdi 2 года назад

    অবশেষে আপনার চ্যানেলটি সাব্সক্রাইব করে ফেললাম।
    অসংখ্য ধন্যবাদ ডিটেইল ভিডিওর জন্য।

  • @mrfarukgaming3563
    @mrfarukgaming3563 4 года назад +8

    ধন্যবাদ গুরু।এতো সুন্দর ভিডিও দেওয়ার জন্য।

  • @sankarbanerjee8228
    @sankarbanerjee8228 3 года назад

    Khub khub valo . Anek kichhu jante parlam . Valo thakun . Anande thakun .

  • @creators_club4924
    @creators_club4924 2 года назад

    Video t anek bhalo hoyeche and anek kichu shikte perechi tai akono aro anek kichu baki royeche janar aponi doya kore 1 2 ti video baniye den , thanks 🙏👍

  • @sribashchakraborty6129
    @sribashchakraborty6129 2 года назад +3

    খুব সুন্দরভাবে বুঝিয়ছেন, অনেক অনক ধন্যবাদ|

  • @sanatanmondol3796
    @sanatanmondol3796 4 года назад +1

    Khub valo sir bakita dekhan,from INDIA...

  • @jewelrana4864
    @jewelrana4864 3 года назад +6

    Really Informative content. Thanks for your smooth training. You deliver every single point very clearly. Need more some video like this.

  • @gamingjahid3716
    @gamingjahid3716 2 года назад

    amar apnar channel first video dekhlam ebong khub upokrito holam . india theke apnake support korte suru korlam .🥰🥰🥰

  • @এখনোহৃদয়কাঁদে

    মাশা আল্লাহ স্যার, আপনাকে দেখে খুব ভাল লাগলো। শান্ত মোহাম্মদ তালুকদার সাউদি আরব।

  • @YousufJ-x7r
    @YousufJ-x7r 9 месяцев назад

    Subscribe korlam apnr channel. Khob opokari ekti tutorial.

  • @mdjahedur6882
    @mdjahedur6882 4 года назад +8

    You are skilled, your way of talking and relief in Allah, altogether enhanced your personality and your soft character as human being. expecting, you would hold your basic things up to the last breath.
    Really you are skill enough about Photoshops and related others programs.
    And you do not cheat with the viewers when your teach to the related matters. and so many Secret work, of course try to teach to the students.
    Akkas bhai, we always expect best things from you and you are rare person who teach heartily to the viewers.
    We have learned lot of secret matters from your details teaching method. AMIN
    Please, come with another secret topic related to the Graphical programs.
    Really you are great, truthful and who, do not cheat with others. That is the symbol of your basic character.

  • @jiabulhm4206
    @jiabulhm4206 2 года назад

    Thank you So much For You
    Onak Boro Ekta Help Holo
    Panel Ami Jantam Na
    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @TamizUddin-Cox
    @TamizUddin-Cox 4 года назад +5

    আক্কাস ভাই আপনার ভিডিও গুলো খুবই চমৎকার এবং আমার ভীষণ ভালো লাগে। তবে, আপনি ফটোসপ 7.0 ব্যতীত আর কোন আপডট সফটওয়্যার দিয়ে ভিডিও করেন না কেন? আর ফটোসপের পাশাপাশি এডৌবি ইলাস্ট্রেটর 10 এর টিউটিরিয়াল চাই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ ভাই।

  • @alamgir201
    @alamgir201 2 года назад +2

    খুব ভালো লাগলো আপনার ভিডিও দেখে।

  • @anamulhaque5286
    @anamulhaque5286 4 года назад +6

    আককাস ভাই আপনি এতো সুন্দর একটা photshop এর tutorial দিয়েছেন। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কি illustrator এর কোন tutorial আছে? pls জানাবেন।

  • @ismailahmed5239
    @ismailahmed5239 2 года назад

    আমি আপনার ৩ টা ভিডিও দেখছি এবং অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন, আমি এখন ভালোই কাজ করে পারি ধন্যবাদ আপনাকে

  • @jibonaliin
    @jibonaliin 3 года назад +4

    Very good teaching...
    Thank you..

    • @AkkasEditing
      @AkkasEditing  3 года назад

      You are welcome

    • @ditgraphicsstudio6080
      @ditgraphicsstudio6080 2 года назад

      প্লিজ সাবস্ক্রাইব করবেন। ruclips.net/video/hi0M1PbRU6c/видео.html

  • @proeditorarman4689
    @proeditorarman4689 2 года назад

    অনেক অনেক ভালোবাসা রইলো,, কাকা
    আপনার এই ক্লাশ থেকে আমি অনেক অনেক কিছু শিখতে পারছি

  • @jobadmissionbd7037
    @jobadmissionbd7037 3 года назад +9

    ভাই Photoshop-7 এ স্ক্যান করা সব ডকুমেন্টস গুলো অটো সাইজ কাটার ভিডিও টি পাইলাম না। আমাদের ফটোসপে হয় না কেন। দয়া করে সেটিং নিয়ে আরেকটি ভিডিও দিয়েন

  • @saeed7iiwq
    @saeed7iiwq 9 месяцев назад

    ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ারাহমুতুল্লাহ। অনেক সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ । আমার অনেক উপকার হয়েছে। আপনার শুস্থতা কামনাকরি।

  • @JahidHasan-vt1hw
    @JahidHasan-vt1hw 3 года назад +3

    অনেক অনেক ধন্যাবাদ স্যার।

  • @reshmakhatun8351
    @reshmakhatun8351 2 года назад

    Khubi valo class. Khub valo laglo ❤️❤️❤️🥰🥰🥰

  • @soumensarkar4191
    @soumensarkar4191 3 года назад +4

    Thanks Sir, very useful teaching especially for elaborate discussion and very easy to get learn for beginners. Wish your long life and much more videos on Photoshop.

  • @TareqTechTutorial
    @TareqTechTutorial Год назад

    সুন্দর তো...... ফটোশপের A 2 Z ভিডিও আমিও বানিয়েছি..... আপনার ভিডিওটি সুন্দর হয়েছে নতুনদের জন্য উপকার হবে।

  • @oyshiakter6528
    @oyshiakter6528 4 года назад +5

    ভাই নরমাল ভাবে কথা বলেন ৷ ভিত্তিও টি খুবই উপকারী৷ ধন্যবাদ

  • @m.rakib2300
    @m.rakib2300 2 года назад +1

    bah sundor hoise to onk

  • @nknrecordingmedia
    @nknrecordingmedia 4 года назад +5

    আপনার ব্যাবহৃত ফটোসপ 7.0 সফটওয়্যার টা যদি গুগল ড্রাইভে আমাদের দিতেন তাহলে খুবই উপকৃত হতাম

  • @Kalimullah12345
    @Kalimullah12345 Год назад

    আপনার ভিডিও থেকে অনেক কিছু নতুন নতুন শিকলাম।

  • @johirulislam7467
    @johirulislam7467 4 года назад +31

    বর্স আপনার ভিভিও দেখে আমি সফল তাই আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না পারলে আপনার কন্টাক নাম্বার টা দিয়েন একটু কথাবলবো

  • @nextday6779
    @nextday6779 4 года назад +1

    ফী আমানিল্লাহ। আপনার দীর্ঘায়ু কামনা করছি

  • @mdbillalhosen1388
    @mdbillalhosen1388 Год назад +3

    Photoshop Full Course Tutorial for Beginner`s Part: 2
    1:00:03
    28:53 / 29:00
    Photoshop Full Course Tutorial for Beginner`s

  • @mdsaju1944
    @mdsaju1944 3 года назад +1

    আমার বলার কোন ভাষা নাই তবে এক কথায় so so so so super. osthir জাযাকাল্লাহ

  • @mdjaforhossainrobi3621
    @mdjaforhossainrobi3621 4 года назад +8

    আপনার সুস্থতা জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি ইনশাআল্লাহ আপনি অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন।

  • @digonto5988
    @digonto5988 2 года назад +1

    Thanks bro ♥️♥️🥰 ai potom karo video dekhe vlo laglo

  • @haroplalmurmu5763
    @haroplalmurmu5763 4 года назад +4

    বাকি Tools গুলো শিখিয়েদিবেন দাদা, অন্যরোধ রইলো।

  • @rlmedia2733
    @rlmedia2733 Год назад

    আপনার টাই সেরা মনে হয়েছে, তাই সাবস্ক্রাইব করে দিলাম

  • @abdullaalamin3984
    @abdullaalamin3984 4 года назад +3

    ভাই illustrator 10 এ কিভাবে কাজ করে সেটা নিয়ে ভিডিও তৈরি করুন প্লিজ

  • @mdalamin-kh1wn
    @mdalamin-kh1wn 3 года назад +1

    অনেক কিছু শিখলাম ভাই...... ধন্যবাদ

  • @mdsaidulislam462
    @mdsaidulislam462 4 года назад +8

    ভাই আপনার কম্পিউটারের কোয়ালিটি কেমন? ভাই দয়া করে জানাবেন।

  • @mrsnuha6193
    @mrsnuha6193 4 года назад +1

    Thanks vaiya..
    Vedio ti dekhe onk kicu jante parlam

  • @mdjaforhossainrobi3621
    @mdjaforhossainrobi3621 4 года назад +3

    ভাই মাহফিলের পোস্টার ডিজাইন এর কিছু ভিডিও দিলে ভালো হতো,

  • @jabeyd
    @jabeyd 3 года назад

    You are the best. এত্ত চমৎকার ভাবে কেও টিচ করতে পারে আমার জানা ছিলোনা। Wish you good luck. Thanks

  • @nuntuchakma2569
    @nuntuchakma2569 4 года назад +3

    ভাই, সালাম নিবেন। ফটোশপ ৭.০ ডাউনলোড লিংক হবে?

    • @AkkasEditing
      @AkkasEditing  4 года назад

      এখানে দেওয়া যাবেনা

    • @thecraftlady5394
      @thecraftlady5394 4 года назад

      @@AkkasEditing kivabe pabo vaia?

  • @ferdaousacademy476
    @ferdaousacademy476 3 года назад +2

    আপনার কথা গুলো আমার কাছে খূব ভালো লাগে, তাই আমি সব সময় আপনার ভিডিও দেখি।

  • @SohelRana-qn4un
    @SohelRana-qn4un 4 года назад +2

    ভাই ফটোশপ cc দিয়ে ভিডিও বানাবেন এটা ভালো লাগে না

  • @tanmoybhattacharyea9666
    @tanmoybhattacharyea9666 2 года назад

    খুব ভালো শেখাচ্ছেন। আমি পশ্চিমবঙ্গ থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি। অভিনন্দন রইলো। ভালো থাকুন।

  • @amdadulhaque3300
    @amdadulhaque3300 3 года назад

    আসলেই ইউটিউব থেকে অনেক কিছু শেখার আছে,যদি ইচ্ছা থাকে,,, ধন্যবাদ 😇

  • @Heartcleansmile
    @Heartcleansmile 4 года назад

    Khub vlo lage apnar video gulo dekhe...onk kisu shikte pari..

  • @MustakimAhmedAlamin
    @MustakimAhmedAlamin 8 месяцев назад

    সুন্দরভাবে ভিডিও বোঝার জন্য ধন্যবাদ

  • @ksrahitkumarsardar8732
    @ksrahitkumarsardar8732 9 месяцев назад

    ধন্যবাদ স্যার সুন্দর ভাবে বোঝালেন।

  • @NewMatlabTv
    @NewMatlabTv 2 года назад

    অসাধারণ ভাইজান অসাধারণ

  • @H.K.Suhail-nj9lm
    @H.K.Suhail-nj9lm 9 месяцев назад

    ধন্যবাদ ভাই অনেক সুন্দর বিডিও।

  • @AbdulHyekhokon
    @AbdulHyekhokon Месяц назад

    age apnar video onek dektam mobile -e khub vallo lagto.But tokhon amar pc cilo na.Akhon pc nice.apnake miss kori.God bless you.Allah apnake quickli susthota dan korun. ameen.

  • @tofayelahmed7551
    @tofayelahmed7551 3 года назад +1

    Akkas Vhai apnar proti shuvo kamona roilo. Onek Valo kaj Korsen. Super

  • @zakirhossen1111
    @zakirhossen1111 2 года назад +2

    You are a perfect teacher. Thanks.

  • @sanjidasafa108
    @sanjidasafa108 3 года назад +1

    কাকা শুরু করলাম দেখা, দেখি কত টুকু শিখতে পারি😊

  • @poritoshbarai2447
    @poritoshbarai2447 3 года назад

    video ti onak upokari ar ami onak happy

  • @ParentsComputerSaddam8676
    @ParentsComputerSaddam8676 4 года назад +1

    Akkas Vai aponar Protite Video osadharon, Amar Khob Vhalolage

  • @ashikabdullah2654
    @ashikabdullah2654 Год назад

    bro,,, digital content with previous era commentary,,,,, 😁😁 was josh,,,

  • @NasrinSultana-so7hk
    @NasrinSultana-so7hk 3 года назад

    Khub sundor hoyeche thank you sir ....amer khub valo laglo video ta dakhe

  • @abdulwahabmaster1407
    @abdulwahabmaster1407 Год назад

    ধ্ন্যবাদ।
    অল্প অল্প করে ভিডিও করার আহবান।

  • @ShahidulIslam-zg8gg
    @ShahidulIslam-zg8gg 2 года назад

    ভাই ,আমি গর্বিত আপনাকে নিয়ে আপনি অবশ্যই জাতি গড়ার একজন কারিগড়

  • @CHAUPURULIA85
    @CHAUPURULIA85 3 года назад +1

    খুব সুন্দর ।আমি ইন্ডিয়া থেকে ।

  • @shahariahossainimran150
    @shahariahossainimran150 2 года назад

    অনেক ভালো লাগলো,,আপনার ফানি ফানি কথা গুলা😁😁😁

  • @shahinakhtar6666
    @shahinakhtar6666 3 года назад

    খুব ভালো লগলো আপনার ভিডিও টা অনে অনে ধন্যবাদ

  • @armanahmed7339
    @armanahmed7339 2 года назад

    আসলে অনেক উপকৃত হয়ছি ভায়ইা ভিডিও টা দেখে।