রিপোর্টার ধানসিঁড়ি চক্রবর্তীর মুখোমুখি নচিকেতা চক্রবর্তী

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 802

  • @manijinjirsanyal
    @manijinjirsanyal 3 года назад +18

    পুরো কথোপকথন মন দিয়ে শুনলাম। নিজের জীবন বোধের জায়গা থেকে বলতে পারি, বয়সের সাথে সাথে এই যে পরিণত বোধ যা একজন মানুষকে প্রতিনিয়ত উন্নীত করে। নচিকেতা নিজেই একজন দার্শনিক। খুব সুন্দর মেয়েকে তৈরি করেছেন। বড্ড ভাল লাগে আজকের দিনে দাঁড়িয়ে এমন সহজ সরল শিশুর মতো সৌন্দর্য এবং কথা।
    আমার বাড়িটার নামও "ধানসিঁড়ি"
    পরিবারের তিনজনকেই আমার অন্তরের ভালোবাসা আর শুভকামনা জানাই।
    মণিজিঞ্জির সান্যাল

  • @debabratabanerjee2636
    @debabratabanerjee2636 Год назад +1

    Sotti OTULONIYO!! Darun legechhe!! Bhalo thakun sustho thakun sir

  • @KaushikSengupta-z1n
    @KaushikSengupta-z1n Год назад +3

    দারুন দাদা, যুগ যুগ জিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রণাম নেবেন❤

  • @shahanurhossain9876
    @shahanurhossain9876 3 года назад +20

    নচিকেতার গান শুনে শৈশব কৈশর কেটেছে। এখনো নচিকেতার গান সবচেয়ে বেশি শোনা হয়। নচেকেতা আমার সবচেয়ে প্রিয় গায়ক! বাবা মেয়েকে এভাবে একসাথে পাবো ভাবিনি। অনেক শুভকামনা নচিকেতা ও তার পরিবারের জন‍্য। সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

    • @ybeevlog
      @ybeevlog 2 года назад

      ruclips.net/video/FOz2PyDfe4Q/видео.html
      নচিদা’র আরেকটি গানের লিঙ্ক!

    • @kshamasengupta
      @kshamasengupta Год назад

      ​@@ybeevlog😊

  • @phalgunigupta2863
    @phalgunigupta2863 3 года назад +3

    আহা বাপ বেটির এই অপূর্ব সাক্ষাৎকার খুব ভালো লাগলো। আমি শিল্পী।ডাক্তার সাহেব এর স্ত্রী।নচিকেতা মশাই এর ভক্ত।ধানসিঁড়ি মা খুব ভালো থেকো।

  • @provatkar7448
    @provatkar7448 2 года назад +3

    অপূর্ব লাগলো বাবা ও মেয়ের এই আলচনা। আমার একটি স্বপ্ন গুরু নচিকেতা দাদার সাথে যদি কখনো কোনদিন কোন কালে দেখা হয় সেদিন নিজেকে একজন সৌভাগ্যবান ব্যক্তি বলে মনে করবো।প্রখ্যাত জনপ্রিয় জীবনমুখী এবং সাধারণ গনমানুষের প্রিয় কিংবদন্তি শিল্পীর যোগল চরনে সেদিন শ্রদ্ধা ও প্রনতি জানাবো। দাদার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করি।। নচিকেতা দাদা আমার জীবনে আদর্শ্যবান একজন ব্যক্তিত্ব।।
    আমার জীবনের পথ চলার অনুপ্রেরণা।।🙏🌹🙏খুব ভালো লাগলো আজকের দাদার এই কথা গুলো ধন্যবাদ গুরু 🙏

  • @debolinachakroborty5400
    @debolinachakroborty5400 3 года назад +14

    অপূর্ব লাগল। বাবার উপযুক্ত মেয়ে । খুব মিষ্টি
    গলা তোমার। তোমার বাবা একটা যুগের প্রতীক। গায়ক, সুরকার ও লেখক নঢিকেতা কে প্রণাম

  • @shibayansengupta3388
    @shibayansengupta3388 3 года назад +1

    Mon bhore gelo, dada pronaam neben, aar dhansiri, tomake khub khub bhalo laaglo, bhalo theko sabai

  • @Nayeem_BD25
    @Nayeem_BD25 3 года назад +23

    সেই ৯০ দশকে আমি আন্দোলিত হতাম "আমি ভবঘুরে ই হবো এটাই আমার আ্যাম্বিশান " এখন স্ত্রী কন্যা কে নিয়ে শুনি "এমন ব্যাকুল যখন তখন " শুভকামনা আপনার জন্য।। বাংলাদেশ থেকে।।

  • @provatkar7448
    @provatkar7448 2 года назад +15

    পৃথিবীতে অগ্রজ একটাই নাম একটাই নচিকেতা। আর একটাই নচিকেতার জন্ম। আমার প্রিয় একজন জীবনমুখী কিংবদন্তী শিল্পী , আমার সশ্রদ্ধ ভক্তি ও ভালবাসা ❤️❤️❤️❤️❤️

  • @chandansarker9765
    @chandansarker9765 3 года назад

    ahaaa!!! prithibir sudur kono kone boshe ai interview ta dekhe monta ki ak abege bhore gelo...thank you for presenting such an excellent video.

  • @anantalalsarkar3323
    @anantalalsarkar3323 Год назад

    .প্রিয় নচিকেতা, আমার বর্তমান বয়স ৭৪+ এখন ও অক্ষম হয়ে যাইনি ! আমি আপনার গানের শুরু থেকেই আপনার গুণমুগ্ধ। প্রায় সমস্ত গান ই শোনা হয়ে গেছে। আবার ও ঘুরিয়ে ফিরিয়ে শুনি । ক্লান্তিবোধ বা একঘেয়েমি মনে আসে না। আপনার কাছে আজ আমি একটা অভিযোগ জানাতে এই পত্রের অবতারণা। বাবা ও মেয়ের ইন্টারভিউ খুব মন দিয়ে শুনলাম ! আর শোনার পর মনে হলো এই কথাটা আপনাকে জিজ্ঞেস করি । আচ্ছা দাদা, আপনার জীবনটা কি শুধুই আপনার! আর সেটাকে নিয়ে আপনি মা খুশি তাই, হেলাফেলা করা যায়! আপনার প্রতিভা ঈশ্বর প্রদত্ত এবং আপনার জীবনটা আপনার আত্মজন এবং আপনার গুণমুগ্ধদের কাছে উৎসর্গকৃত! এটা আপনি কখনোই অস্বীকার করতে পারেন‌না । শরীরের যত্ন অবশ্যই নিতে হবে! আর আপনি নিজের জন্য না হলেও আমাদের মতো অসংখ্য ভক্তদের কথা ভেবে সুস্থ ‌ভাবে আর ও বহুদিন বাঁচতে হবে।বলার তো অনেক কিছুই ছিল! কিন্তু এই স্বল্প পরিসরে বলা গেলো না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আন্তরিক ভাবে এই কামনা করি।

  • @mamunparvez8877
    @mamunparvez8877 3 года назад +1

    আহা! গুরু আপনার অনেক ইন্টারভিউ শুনেছি। কিন্তু এই ইন্টারভিউটা সবচেয়ে সবথেকে আলাদা মনেহলো। শ্রদ্ধা রেখে বলছি গুরু, আপনার প্রিয় রাগ মনেহয় কিরওয়ানী। আপনার বেশ কয়েকটি জনপ্রিয় গান এই রাগে সুরারোপিত।

  • @ikramhussain1912
    @ikramhussain1912 Год назад +1

    Like father like daughter..Beti a a proud daughter..great beti best wishes. Your Dad is my most fav.

  • @mahuyachatterjee7059
    @mahuyachatterjee7059 Год назад +2

    অতুলনীয় ❤️❤️
    অভিনব ❤️❤
    আমাদের গর্ব 🙏🙏
    চির প্র্ণম্ম নচিকেতা 🙏🙏🙏

  • @babusonadas8524
    @babusonadas8524 2 года назад +1

    No problem... Dorshok to achi amra....amra tomake bujhi... Etai tomar puroskar... Tomar dirghyau kamona kori. Thanks🙏🙏❤️

  • @biplobsen1973
    @biplobsen1973 3 года назад +6

    চোখে জল এসে গেলো দাদা । আজ আমি ৪৭ । তোমার একদম প্রথম দিনের ফ্যান বলতে পারো । সারাটা জীবন তোমায় নিয়েই কেটে গেল । তুমি ভালো থেকো । ভাইঝি কেও ভালবাসা জানালাম । ভাইঝি কে বোলো আমরা কয়েক কোটি কাকা ওর সফলতা কামনা করছি ।

  • @dolonmukhopadhyay8994
    @dolonmukhopadhyay8994 3 года назад +8

    বাবা-মেয়ের আলাপচারিতা মনে রেশ রেখে যাবে বহুদিন ,বহুজনের... ,আমাদের শৈশব জুড়ে আপনার গান, সেসব শুনতে,শুনতে বড় হওয়া...ভালো থাকবেন আপনি।

  • @itsakhere
    @itsakhere 3 года назад +2

    দ্বিতীয় প্রশ্নের উত্তরে যে বর্ণনা দিলেন সেটা মন ছুঁয়ে গেছে। গান থেকে যে শুধু সুখেই পাবে সেটা না। কখনো কখনো depression এ যেতে হয়। আমি বহুবার এরকম ডিপ্রেশনে গেছি এবং সেই ঘোর টাকে এনজয় করেছি। আর এটা আপনার থেকে প্রথম শুনলাম। কারোর কাছে শুনিনি। তাই আপনি ইন্সপিরেশন। জানি না আমার লেখা গান গুলো কবে আপনাকে শোনাবো। তার বেশির ভাগ গান আপনার গানের থেকে অনুপ্রাণিত। প্রণাম নেবেন।

  • @SatarupaDas-t8y
    @SatarupaDas-t8y Год назад

    ভীষণ ভালো লাগল বাবা আর মেয়ে র আলাপ চারিতা।নচিদার সবকথা ভাবিয়ে তোলা র মত।দারুণ ।

  • @universaltruth23
    @universaltruth23 Год назад

    This is the best interview in a father’s life and he definitely cried in some corner of his heart. Love your look !!!!

  • @khalequzzamanmasoom5365
    @khalequzzamanmasoom5365 2 года назад +1

    সত্যিই আপনি যোদ্ধা।
    সমসাময়িক আপনিই সেরা।

  • @afsana9321
    @afsana9321 3 года назад +2

    আমি বাংলাদেশর নাগরিক ভারতের শীল্পিদের মধ নচিকেতা স‍্যার আমার প্রিয় শীল্পি তার প্রতিবাদি গানগুলোর জন‍্য তাকে অনেক অনেক শ্রদ্ধা করি,ভালো থাকুন সুস্থ থাকুন স‍্যার

  • @tapanjyotibhattacharya432
    @tapanjyotibhattacharya432 3 года назад +2

    আপনার বাস্তব কথা গুলো মনকে ভিষণ ভাবে নারা দেয়। চিরন্তন অমর হয়ে থাকবে, আপনার চেতনার সাথে গান আর গান। আমিও একজন সংগীত শিল্পী হিসেবে জানায়, সুর ও তাল মিলিয়ে যাবে কোন কথায়, সেই কথা থেকে অদ্ভুত ভাবে অসাধারণ গান রুপি ঝংকার তুলে বেরিয়ে আসে। খুব ভালো থাকবেন দাদা, সপরিবারে ভালো থাকবেন।

  • @monsurahamod4459
    @monsurahamod4459 3 года назад +77

    পৃথিবীতে নচিকেতা মনে হয় একটাই জন্ম নিয়েছে. আর সেটা আপনাকে দেখলে বুঝা যায়। এমন একটা দিন নাই যেন আপনার গান শুনি,স্যার।ভালো থাকবেন দোয়া রোইলো আপনাদের জন্য🇧🇩🇧🇩🇧🇩

  • @kaushikdas702
    @kaushikdas702 3 года назад +1

    Amar priyo shilpi ke notun kore janlam sei sathe dhonyobad janai chotto bon tike 😊😊😊 eto sundor ekta muhurto upohar deoar jonyo 🙏🙏🙏

  • @pradipbandyopadhyay537
    @pradipbandyopadhyay537 2 года назад

    অসাধারণ অনবদ্য অকল্পনীয় দুরন্ত সবই কম পরে যায় প্রিয় গায়ক নচিকেতার জন্য ।

  • @a.k.chatterjee9738
    @a.k.chatterjee9738 3 года назад +2

    খুব ভাল লাগল ! নচিকেতা আমাদের খুব প্রিয় শিল্পি ! ওর দির্র্ঘ জিবন কামনা করি !

  • @sankhamitaroy3700
    @sankhamitaroy3700 5 месяцев назад

    Dada apnak pronam. Ashadharon. Khub shundor shundor gan amader upohar diyechen. Bhalo thakben

  • @PratimaLifestyle
    @PratimaLifestyle Год назад +1

    ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার যতবার শুনি ততবার কাঁদি আপনার প্রতি অনেক শুভকামনা রইল ধন্যবাদ

  • @সৃষ্টিসুখ-ত৬ম

    দাদার প্রতিটা কথাই ভীষণ বাস্তব। এখন সব ব্র‍্যান্ডের উপর নির্ভরশীল। পারিবারিক গ্রুমিং খুব প্রয়োজন একটা শিশুর কাছে। শিক্ষা প্রশ্নের জন্ম দেয়,তাই অশিক্ষিত হলে সরকারের সুবিধা। অনেক ভালোবাসা মান্টি

  • @shobujda6346
    @shobujda6346 Год назад +1

    জয় গুরু নচিকেতা মানে নতুন ভাবের উদয়.....❤❤❤❤।

  • @ShankhaKamley
    @ShankhaKamley 3 года назад +1

    আপনি যে ব্র্যান্ড এর ব্যাখ্যা দিলেন খুব ভালো লাগলো শুনে। আমি একটা কথা মনে করি, নচিকেতা নিজেই একটা ব্র্যান্ড, নচিকেতা একটা গোটা যুগ, আপনি একটা বিশ্ব, একটা সমুদ্র।
    আপনি অনেক জনারে গান গেয়েছেন, আমি মনে করি নচিকেতা একক ভাবে একটা জনার, অনন্য, অনবদ্য।
    ইন্টারভিউ দেখতে দেখতে চোখে জল এলো, অনেক কিছু শিখলাম, বুঝলাম, যেগুলো না শেখা ছিল, না বোঝা ছিল।

  • @PoritoshRoy-eo2nc
    @PoritoshRoy-eo2nc Год назад +1

    বাংলাদেশ থেকে অভিনন্দন।বাংলাদেশে জমিদারের নাতিকে ।

  • @anup766
    @anup766 3 года назад +1

    Dada darun fresh laglo tomai...sarajibon amader moner kothai bole gele..pranam nio..🙏Dhansiri ke onek onek subechha o asish..

  • @mdmostaburrahaman450
    @mdmostaburrahaman450 3 года назад +1

    অসাধারণ আলোচনা। আমি অনেক পছন্দ করি নচিকেতা কে। ভাল থেক অনেক অনেক যুগ।

  • @mrinalkumar938
    @mrinalkumar938 3 года назад +6

    নচিকেতা Sir, বাংলা গানের Modern Evolution জনক। বাংলা গান কে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @ভিশনচুয়াডাঙ্গা

    নচি দাদা তুমি সেরা
    তোমার দীর্ঘায়ু কামনা করি,
    বেঁচে থাকা অবধি যেন তোমার কথা/গান শুনতে পারি ।

  • @poromanugolpo6114
    @poromanugolpo6114 3 года назад

    শৈশবে মায়ের কন্ঠে ঘুমপাড়ানি গান শুনে ঘুমানোর ভাগ্য হয়নি,
    যৌবনে নচিকেতার গান শোনে রাত জাগার ভাগ্য হয়েছে।
    যখন আমি খুব, ছোট টিভিতে 'সোনালী প্রান্তরে ' বাজতেই দৌড়ে যেতাম টিভির কাছে। সিনেমার নাম নয় জিজ্ঞাস করতাম শিল্পীর নাম। ভাই বলতো, " নচিকেতা " এতোটাই ছোট ছিলাম যে নামটা আট দশবার শুনেই মুখস্ত করতে পারতাম না।
    ২০১১ সাল কলেজে পড়ি। নতুন একটা প্রেম করছি। এমন একদিন ভাইয়ের মোবাইল রেডিওতে বেজে উঠলো "সে ১ম প্রেম আমার নীলাঞ্জনা "। মধুর গলাটি চিনতে একমুহূর্ত দেরি হলো না। রেডিওতে বাজতে থাকা গানটি রেকর্ড করে রাখলাম। যখন বাসায় ভাই আসতো ফোনটা নিয়ে সেই ভাঙা রেকর্ডে শুনতাম গানটা। নিজের ১ম প্রেমের চেয়েও মধুর যেন নচিদার ১ম প্রেমের গানটি।
    এরপর একদিন নিজের মোবাইল হলো। ১ম এম.বি কিনেই ডাউনলোড দিলাম সোনালী প্রান্তরে, একদিন স্বপ্নের দিন। ১ম গুগল সার্চেও 'নচিকেতা'।
    এরপর এক কম্পিউটার থেকে ১০/১২ টা এলবাম ডাউনলোড করলাম। বেশিরভাগ গানগুলো ছিল বিদ্রোহী। আমার প্রেমিক সত্তা গান শুনতে শুনতে কবে বিদ্রোহীতে রুপ নিল টের পায়নি ঘূনাক্ষরেও।
    এখন তেমন একটা শুনি না ধর্মীয় কারণে তবে মনের মধ্যে এখনো ১ম প্রেমের জায়গা দখল করে আছে নচিকেতা।
    শুভ জন্মদিন, গুরু।

  • @pakhiganguly
    @pakhiganguly Год назад

    স্যার আপনার সঙ্গ ছাড়া আমার একটা দিন ও সুন্দর নয়।যে দিন থেকে আপনাকে ভিতর থেকে দেখেছি, সেই দিন থেকেই আপনি আমার অন্তরঙ্গ বন্ধু। আজ সারা দিনের মধ্যে আপনার সঙ্গ পাইনি, তাই ঘুমাতে যাওয়ার আগে বাবা- মেয়ের সাথে 30 মিনিট সঙ্গ দিলাম। কিছু অজানা কথা জানতে পারলাম,নতুন এক শিক্ষা পেলাম,খুব ভালো লাগলো ❤☺🙏

  • @বটবৃক্ষ-ধ৪হ
    @বটবৃক্ষ-ধ৪হ 3 года назад +54

    তুমি বড় ভাগ্যবতী বোন এমন একটা বাবা পেয়েছো।

    • @ArifRahaman-g1l
      @ArifRahaman-g1l Год назад +2

      তোমার হাসি টা অসাধারণ আমি তোমার হাসির প্রেম পড়েগেছি তুমি বেশী বেশী হাসবে ❤

    • @MdSetu-he3er
      @MdSetu-he3er Год назад +1

      'সত্যি ভাই এরকম বাবা যেই মেয়ে পেয়েছে; একটা মেয়ের কাছে এর চেয়ে বড় আত্ম তৃপ্তি আর কি হতে পারে....?

    • @siamsiddique815
      @siamsiddique815 8 месяцев назад

  • @fahimmahmudstudent-ni6rr
    @fahimmahmudstudent-ni6rr Год назад

    Dada k...oviram valobasha ....se mone prane akjon bangali....sobar prio manosh... bangladesh a tar onek onek voktho....ache....tak salut janai se amar bangladeshi manosh atai amar gorbo bangladesh tak nea gorbo kore banglar manosh tak nea gorbo kore...god bless you dada.

  • @gautammazumder9040
    @gautammazumder9040 3 года назад +47

    আমি ষাটোর্ধ এক রিটায়ার্ড কর্মচারী। তবলা-গান আমার রক্তে রঞ্জিত। যাই ই হোক, আপনার গানের প্রেমে পড়েছি প্রায় ৩৩/৩৪ বছর বয়সে । মাসান্তে কয়েকটা টাকা বাঁচিয়ে আপনার দুখানা ক্যাসেট কিনে গান শুনেছি। একটা inspiration পেতাম জানেন ! ভাবতাম এই তো , এই তো সেই গান, যে গান আমার, তৎকালীন রাজনৈতিক অরাজকতার একটা মোক্ষম জবাব। গান একটু আধটু গাইতাম, আপনার গান গেয়ে অফিসের বন্ধুদের শোনাতাম। আপনার গানের কথাগুলো এতো compact ছিলো, যে সব গান গাইতে পারতাম না, ভুলে যেতাম । পরের ঘাড়ে বন্দুক রেখে চালানোর মতো আনন্দ পেতাম, ভাবতাম 'শালা কেমন জব্দ হলি'। আমার মনটা এখনও বিদ্রোহী, সেই বিদ্রোহী গান (এই সমাজ ব্যবস্থার) এখনও শুনতে ইচ্ছে হয়। আপনার ড্রেসের সঙ্গে গানগুলো মিলে মিশে যেন এ হয়ে যেতো। এখনও নতুন গান শুনলে গানটার ব্যবচ্ছেদ করতে থাকি। আমি ষাটোর্ধ হলেও, মনটা এখনও নিদারুণ গানের ভক্ত, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে যে গানগুলো আপনি সৃষ্টি করেন। নীল আকাশ, নীল পাহাড়ের গান অনেক শুনেছি, এখন আর ভালো লাগে না। একটু সময় Non-vegetarian হয়ে রবীন্দ্র বেশধারী দের মুণ্ডুগুলো চিবোতে ইচ্ছা হয়।
    নতুন গানের প্রতীক্ষায় র ই লা ম। *নমস্কার*

  • @tinnathkundu6986
    @tinnathkundu6986 2 года назад

    নচিকেতা দাদা আপনার কথা পতিটা সত্যি কারের কথা, আমি আপনাকে ফলো করে চলি,
    ধন্যবাদ🙏💕 আপনাকে আর ধন্যবাদ ভাই জিকে, আপনি আমার গুরুদেব,

  • @riktadas2319
    @riktadas2319 Год назад

    খুব ভালো লাগলো নচিকেতা স্যার আপনি এখনো 100 বছর বাচুন আর এরকম সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিন সুস্থ থাকুন

  • @sanjibkumarchakraborty6445
    @sanjibkumarchakraborty6445 3 года назад +45

    দাঁড়ি ছাড়া নচিকেতাদা কে অন্য রকম লাগছে ।ধানসিঁড়িকে খুব ভালো লেগেছে।নতুন গান কবে করবে?

    • @jayantadas3094
      @jayantadas3094 3 года назад

      Dada apnar ager looks tai better chilo

  • @joyshreechoudhury976
    @joyshreechoudhury976 3 года назад +2

    দারুন লাগলো বাবা মেয়ের যুগলবন্দি 👌👌👌👌

  • @mrtanoy9494
    @mrtanoy9494 2 года назад

    জয় গুরু প্রণাম,,, আমি নিজেকে নচিকেতা সত্তা কে জাগাই আই লাভ নচিকেতা।

  • @CuriousWorldOfJahanabi
    @CuriousWorldOfJahanabi 3 года назад +2

    অসাধারণ।
    দাদা তোমার কথা আর তোমার সৃষ্টি ধানসিঁড়ি অন্যবদ্য।
    সুস্থ থেকো 🙏
    Jhanvi From Hyderabad

  • @amirajashree3866
    @amirajashree3866 2 года назад +1

    এই episode এ যা দেখলাম শুনলাম আর পেলাম তা বলে বোঝাবার নয়, বলা যেতে পারে আকন্ঠ পান করলাম, সমৃদ্ধ হলাম দাদার কথায়..ভালো লাগাটা কানায় কানায় পরিপূর্ণ..🙏🏻🙏🏻🌹🌹..ভালো থেকো আমাদের সবার প্রিয় একমাত্র নচিকেতা চক্রবর্তী 🙏🏻🙏🏻🌹🌹 অডিও সেন্টারে তোমার দেওয়া অটোগ্রাফ আজও আমার কাছে অমলিন 🙏🏻🙏🏻🌹🌹

  • @aryayanc
    @aryayanc 3 года назад +2

    Ei manush ta ke joto dekhi toto obaak hoi. Eto quality ki kore thakte pare ekta manush er. Music industry te ei ekty manush ache je aj obdi dapot e rule kore r khub shotti kotha bolte manush ta ke manaye o shei dapot ta. ❤️❤️
    Onek valobasha roilo dada. Amar pronam niyo Nachi da..😍🙏🏼

  • @soumenchakraborty935
    @soumenchakraborty935 Год назад

    দাদা খুব ভালো লাগলো , আরো নতুন গান তৈরী করুন আপনার গান থেকে অনেক শেখা যায় এবং আনন্দ পাই ভালো থাকবেন

  • @anupamachattopadhyay8028
    @anupamachattopadhyay8028 3 года назад +1

    Dhansidhi......khub enjoy korlam tomader conversation......tomar intrvw newar tecnk tar modhhye khub simplicity n natural aakta fragrnce royeche........n Dhansidhi khub sweet ....
    Blessings

  • @parijatchakrabarty8238
    @parijatchakrabarty8238 7 месяцев назад

    Fantastic. Darun laglo Nochi da aar Dhansiri. 👍

  • @mousumichakraborty843
    @mousumichakraborty843 Год назад +1

    তুমি আমাদের অনেক গান
    উপহার দিয়েছ , যার মাঝে আমরা নিজেদের খুঁজে পাই 🙏♥️🙏 আরো অনেক অনেক চাই। অনেক দিন আমাদের মাঝে থাকো এই কামনা করি ঈশ্বরের কাছে 🙏🌹🙏

  • @atiatulquddus8935
    @atiatulquddus8935 3 года назад +2

    ধানসিঁড়ি, তুমি দাদাকে যে পরশঙসাগুলো দিলে,এজন্য তোমাকে ধন্যবাদ।বেঁচে থাকতে যা আমরা কাউকে দিতে চাইনা।তোমাদের জন্য অনেক ভালোবাসা।

  • @prasantamukherjee7978
    @prasantamukherjee7978 3 года назад

    তখন আমি ক্লাস টেনে। স্টেজের পাস থেকে 26 বছর আগে শোনা live show,দাদা দের offer করা সিগারেট ছেড়ে নচি দার বিড়ি চেয়ে খাওয়া...,ওফফফ..ভাবতেই পারছিনা।পাড়ার ছেলেরা মিলে "জীবনমুখী সংঘ" তৈরী করা যার logo ছিলো গিটার। একটা যুগের মনের ভাষা তুমি নচিকেতা।তুমি ভালো থেকো।👍👍

  • @debaratichakraborty2432
    @debaratichakraborty2432 Год назад

    Anek sroddha kori apnake.khub valo thakun sir.Akta Anurodh korte chai Sara duniyar ki cholche Jodi ei niye gan badhen Karon ghumonto manush ke apni e parben jagate.🙏🙏🙏🙏🙏🙏

  • @aparnabose9974
    @aparnabose9974 3 года назад

    Anek ashirbad Dhansiri tomay nijer baba maa k choto na korei bolchi tumi khub lucky erokom baba peyecho r sir r gaan sunlam anek din por bhison valo laglo apner stage show dekhar apekkhay roilam

  • @amitavabhattacharya6183
    @amitavabhattacharya6183 3 года назад +2

    Excellent..once I met him at his weeding day
    Long Live Nacho Sir

  • @bhaktidebnath1786
    @bhaktidebnath1786 3 года назад

    Namosker, ma moni kub sundar interview Hoeace,

  • @masudalam5300
    @masudalam5300 3 года назад +1

    এ যেন বাবা মেয়ের স্বর্গীয় আলাপ। দেখতে দেখতে এত ভালো লাগছিল যে, ভাষায় প্রকাশ করার মতো নয়। ধানসিড়িএকে অনেক মিষ্টি লাগল। নচিকেতাও ভালো লাগল। আপনারা অনেক আপনি ভালো থাকবেন।

  • @therawcanvas7987
    @therawcanvas7987 Год назад

    Asadharon sundor akta muhurto ak minuter jonno Kan ba chokh sarano jayna ato bhalo adda. Tamone gaan baba meyer jugolbondi. arakam akta manuser guidance paoa r tar path dhorei agono ata ank baro bepar tumi sottie blessed arakam akjon Babar meye tumi.

  • @paromamukherjee8
    @paromamukherjee8 3 года назад +2

    আপনার গান শুনে বড় হয়েছি। এই জীবনে একবার আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করার ইচ্ছে বহুদিনের।

  • @subratamandal5460
    @subratamandal5460 3 года назад +1

    স্যার দারুণ লাগলো Interview.

  • @avirupbarary5418
    @avirupbarary5418 3 года назад +1

    Awesome...nachiketa da r aro interview chai...Khub Valo thakben...aro notun Gaan sunte chai

  • @storytimebangla
    @storytimebangla 2 года назад

    অপূর্ব লাগল। বাবার উপযুক্ত মেয়ে

  • @iam_goodde7123
    @iam_goodde7123 2 года назад

    Nachiketar ganer katha and gala,basically presentation college jiban theke sune aschi...adbhut lage...

  • @merrybhandary5409
    @merrybhandary5409 3 года назад +1

    ব্যারাকপুর থেকে বলছি নচিকেতা দাদা,কলেজ জীবন টা কাটিয়েছি সুকান্ত সদনে তোমার গান শুনে। চিরদিন তোমার গানের কথা গুলো অসাধারন লাগে। এত সত্যি কথাগুলো মে বলার নয়।

  • @manasibasu1749
    @manasibasu1749 Год назад

    বোন তোমার নাম খুব সুন্দর। ভাই নচিকেতা আমার কাছে একজন স্বনামধন্য শিল্পী। ভাই তুমি অনেক ভালো থাকো। বোন তুমি ও আমার মেয়ে র মতো আশীর্বাদ করি অনেক উন্নতি করো।

  • @pinakyganguly8884
    @pinakyganguly8884 3 года назад +4

    আমি ভগবান কে দেখিনি, কিন্তু আমি নচিকেতা কে দেখেছি, আমি সত্যি ভাগ্যবান

  • @tapasbose115
    @tapasbose115 3 года назад +1

    বাবা মেয়ের যুগলবন্দি। অসাধারণ।

  • @EmpressT-tc
    @EmpressT-tc 3 года назад

    Sesher gaan ta prothom sunlam khub bhalo laglo..r oi kotha gulo,attosomman bodher bishoy ta..🙏🏻

  • @bmia5790
    @bmia5790 Год назад

    দুজনের জন্য ই দোয়া রইলো, বাংলাদেশ থেকে

  • @moumitapandit9644
    @moumitapandit9644 3 года назад +1

    Protita Meyeder kache even Chele Meyeder kache just ey dhoroner e Babar Proyojon. Hats off to Our Great Singer Mr.Nachiketa.

  • @bsspriyankabhowmik1280
    @bsspriyankabhowmik1280 3 года назад

    Dhansiri eto Mishti meye toiri hoyeche .....khub bhalo...dada darun interview mon bhalo hoye geche.

  • @kartikhansda9322
    @kartikhansda9322 3 года назад

    নচিকেতা চক্রবর্তী (স্যার)কে যত বার দেখি ততই মনে হয় এই নতুন গানের ধারা।।গড ব্যালেস ইউ স্যার

  • @RaginisMusic
    @RaginisMusic 3 года назад

    Oshadharon Nachida khub bhalo lagche tomake notun looks e Dhansiri keo khub bhalo lagche dekhe je tomar interview koreche . Tumi ageo amar favorite Chile ajo ekrokom favorite. Bhalo theko tumi sustho theko tumi aro onek din tomar gan sunte chai. Tumi sotti magic Dhansirir kotha onujai. I love u nd I respect u.

  • @sanchitadey8037
    @sanchitadey8037 3 года назад +1

    ওহ্, নচিকেতা-নচিকেতাই আছেন তাহলে! বুঝতে পারছিলাম না। দুঃখিত হচ্ছিলাম। ভালই। ভাল লাগল।

  • @manaskumarpratihar.4506
    @manaskumarpratihar.4506 3 года назад +1

    আপনার সব গান কেউ গাইতে পারবে না। আপনি creative গাযক । দাদা, আপনার প্রতিটি গান চির সবুজ। আরো জীবনমুখী গান শোনার অপেক্ষায় আছি। শুভেচ্ছা জানাই।

  • @prabirroy3515
    @prabirroy3515 Год назад

    অসাধারণ প্রোগ্রাম। নচিদা আমার অল টাইম ফেভারিট

  • @abdullahalbaki
    @abdullahalbaki 3 года назад +3

    এককথায় অসাধারণ লাগল বাবা-মেয়ের খুনসুটি।

  • @UshnaMajumder4u
    @UshnaMajumder4u 3 года назад +3

    How wonderfully explained. Amar kache jemon mother's day & father's day sob din ei soman.

  • @debasishchoudhuri1921
    @debasishchoudhuri1921 3 года назад

    অসাধারণ..... নচিদা আপনার গান শুনে আমরা বড় হয়েছি..... তখন আমরা কলেজে পড়তাম, আপনার একেকটা গান আমাদের কাছে ছিল একেকটা বাস্তবমুখী গল্প... অসাধারণ...

  • @dolimullick9771
    @dolimullick9771 Год назад

    Dada sobar jeboner bakha Thank's 🙏🧿🙏

  • @mistidustuvlog793
    @mistidustuvlog793 3 года назад

    Thik bolecho dada. Tomar nilanjana gan ta sune Amar khub dukhho hoi. Kintu amar jibone oi ganta onek sriti jure ache. Valo thakbe dada

  • @mohanmondal1429
    @mohanmondal1429 3 года назад

    নচিকেতা মহাশয় তাঁর জীবন দর্শন অসাধারণ কথা ও গানের মাধ্যমে প্রকাশ করলেন । তাঁকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই ।

  • @AsimDatta-u6e
    @AsimDatta-u6e Год назад +1

    সঙ্গীত আমার কাছে ঈশ্বর।

  • @nitaising331
    @nitaising331 7 месяцев назад +1

    নচিকেতা স্যার কে আমার সশ্রদ্ধ প্রণাm,

  • @simamukherjee8005
    @simamukherjee8005 Год назад

    অপূর্ব গান শুনলাম বাবা আর মেয়ের 👍

  • @Meherpur_Entertainment
    @Meherpur_Entertainment 2 года назад

    বাংলাদেশ থেকে দেখছি নচিকেতার পতিটা গানের সাথে জীবনের সাথে মিল আছে

  • @mask.education
    @mask.education 2 года назад

    Uffff... Nochi daa. When I see u,it seems that I'm seeing someone new.., listening something new...

  • @smarajitbanerjee1399
    @smarajitbanerjee1399 3 года назад +1

    আপনি আমার অত্যন্ত পছন্দের মানুষ। আপনার ও ধানসিঁড়ি র দুজনের হাসি, নির্মল মনের সরলতা, মা আপনার লেখা ও গানে প্রকাশ পায় মা আমাদের সম্পদ। ভালো , সুস্থ থাকবেন দুজনেই।

  • @siddhartagupto1504
    @siddhartagupto1504 Год назад

    Acdam tai !ami Nachiketa r daighter ke dekhlam! Khub ansmda lagjhe

  • @rajeshghosh3244
    @rajeshghosh3244 2 года назад

    দাদা অনেক অনেক শুভেচ্ছা রইলো যুগ যুগ অমর থাকুন এটাই কামনা করি।

  • @shampadas8010
    @shampadas8010 3 года назад +2

    আপনার কথা শুনলেই আমার হাসি পেয়ে যায়.... তবে বাস্তব কথা বলেন বলেই আপনার কোনো আলাদা উপমা হয় না..... স্যালুট আপনাকে..... 🙏🙏🙏🙏🙏🙏..... আপনার বৃদ্ধাশ্রম গানটি শুনে আজও কাঁদি আমি.....

  • @mithunsarkar6991
    @mithunsarkar6991 3 года назад +1

    Ki sundor explanation nachi da , mon ta chuye gelo , god bless you always

  • @chandansvlog3598
    @chandansvlog3598 3 года назад +115

    পৃথিবীতে একটাই নচিকেতা জন্মেছে।। হাজার বছরের গান তিনি এক জীবনে করে দিয়েছেন।।গুরু তুমি বাস্তবের Xerox কপি।।🔥🔥100 বচ্ছর থেকো।।

    • @biswanathbiswas9365
      @biswanathbiswas9365 3 года назад

      👌👌👌

    • @papiachakrabortee7118
      @papiachakrabortee7118 3 года назад +3

      Onek guni manush ama vogoban uni sob paren ki gan ki kotha amar kache omullyo

    • @papiachakrabortee7118
      @papiachakrabortee7118 3 года назад +3

      Ami janina onar ganer sathe manosikita eto boro khub sattir poth satti kotha bolen eta oneker hoyto valo lagbe na ei nochida ke amar vogoban nochi da onek pronam dhansiri tomar vaggo eto boro manuser tumi meye darun laglo ajj sudhu etai mone korbo ki kotha ahaa mon vore gelo tumi sobsomoy stylist onek din jeno tomake pai amra

    • @bithika_
      @bithika_ 3 года назад

      Are nachiketa ghosh ke Chenen? Uni aro boro guni lok.....

    • @pradipsardar8452
      @pradipsardar8452 3 года назад

      @@bithika_ x

  • @shakil5726
    @shakil5726 Год назад +1

    সেই ছোটবেলা থেকেই শুনছি যখন ক্লাশ ৯-এ পড়ি ১৯৯৩-৯৪ সালে।।।তখন থেকেই।।।।।ক্যাসেট গুলি আমার কাছে (সব) ছিল।।। দাদা যখন বাংলাদেশে আসে তখন আমি রোড এক্সিডেন্টে বিছানায় শুয়ে।।।।। তবে যখন জানতে পারি তখন করার
    কিছু নেই।।। দাদা আবার বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষকে
    জানাবেন।।।

  • @baishakhidas7005
    @baishakhidas7005 3 года назад +6

    He’s my most favourite artist..I’m die hearted fan of you … you’re my singing icon ..