আসসালামু আলাইকুম আপু।আপনার ভিডিও দেখে মে মাসে ঘুরে আসলাম সাজেক থেকে।। আপনার দ্বিতীয় ভিডিও CNG ড্রাইভার মনসুর ভাইকে নিয়ে। মনসুর অনেক ভালো মানুষ আর দহ্ম,, সাথে গাইড হিসেবে ও সাপোর্ট দেয়।
Apnar video ami ajke peyesi, akon akta akta kore sob video dekbo . Kob nice , bideshe bose dekte balo lage. Family r sobaike share korbo. Thanks for video
Thank you apa onek onek help holo apnar video gulo dekhar por. Kintu resort gulo😂booking karar jonno jodi resort er number gulo diten ta hole aro valo hoto. Still it was more than enough. Allah bless you more. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
গত মাসের ভিডিও এটা। সেপ্টেম্বরে গেলে ভালোই মেঘের সৌন্দর্য দেখতে পাবেন আশা করি। ক্যান্টনমেন্ট থেকে বাস যায় প্রতিদিনই। তবে, শিওর হবার জন্য শান্তি পরিবহনের কাউন্টারে কল করে আপডেট জেনে নিতে পারেন।
নির্ভর করবে কয়দিন থাকবেন, কোন কোন রিসোর্টে রাত্রীযাপন করবেন, কি খাবার খাবেন এবং আলাদা খরচ তো আছেই। ভিডিওর প্রত্যেকটা যায়গায় ই আমি খরচের বিবরন দিয়ে দিয়েছি। ২ রাত্র যাপনের ক্ষেত্রে ১৫-২০ এর মত লাগবে ক্ষেত্রবিশেষে। বিস্তারিত জানার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা গেলো।
@@traveltalesbyamina apu amra gele shudhu ami r amar husband jabo, তাহলে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে গেলে কী ভাড়া কম পড়বে??আমার কাছে মনে হয় যে সিএনজি তে ভাড়া বেশি হবে দুজন হিসেবে
মিজোরাম ভিউয়ের মোটামুটি সব রিসোর্ট থেকেই পাওয়া যায়। তবে সাংগ্রাই হিল রিসোর্ট আমার পারসোনালি পছন্দের। বাজেট বেশি থাকলে মেঘপল্লি / মেঘপুঞ্জি ট্রাই করতে পারেন।
@@traveltalesbyamina আপনারে প্রপোজ করতেছে না যে এইভাবে কথা বলবেন, ইউটিউবার হতে হলে দর্শকদের রেসপেক্ট এর সাথে রিপ্লাই দিতে হয়। তা না হলে তোমার এই ভিডিও কোন বালেও দেখবে না
আমাদের যা যা খরচ হয়েছে, সবকিছুই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আমাদের দুই রাত তিন দিনের ভ্রমনে সিএনজি +রিসোর্ট + আসা যাওয়ার ভাড়ায় খরচ হয়েছিলো প্রায় ২০০০০ এর মত। আমাদেরটা কোন প্যাকেজ ছিলো না। আমরা নিজেরাই নিজেদের মত করে ট্রাভেল করি।
২ জন যদি আলাদাভাবে না যেতে চান,তাহলে সিএনজি না নিয়ে চেস্টা করবেন অন্য একটা কাপলের সাথে এড হয়ে ছোট মাহিন্দ্রাগুলো নেয়ার জন্য। নয়ত খাগড়াছড়ি/দিঘীনালা থেকে অন্য গ্রুপের সাথে এড হয়ে যাবেন।
মিড বাজেটের কিছু রিসোর্টে ৩/৪ দিন আগে বুকিং দিলেই হয়। আর অন ডে তে গেলে কম বাজেটের মধ্যে যেসব রিসোর্ট আছে ঐগুলোতে যাওয়ার পরেও বুকিং দিতে পারবেন। সাজেক নিয়ে করা আমার আগের ভিডিও গুলো দেখলে আপনার রিসোর্ট বুকিং দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে কিছু রিসোর্টের নাম এবং নাম্বার দেয়া আছে সেগুলো দেখতে পারেন।
আপু কুমিল্লা জেলার ট্যুরিস্ট প্লেসগুলো নিয়ে ডিটেইলস ভিডিও করতে পারেন। আবার এক দিনে ঢাকা/চট্টগ্রাম থেকে এসে কী কী দেখা যায় এসব। কুমিল্লা নিয়ে ভালো ভিডিও কম পাওয়া যায়।@@traveltalesbyamina
কোথায় নিয়ে যাওয়ার কথা বলতেছেন? ঝর্ণায়? নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে গাইড থেকে অর্ধেক দিলেও হবে। আর, যদি সিএনজি ড্রাইভারকে না নিয়ে অন্য গাইড নিয়ে যেতে চান তাহলে একটু বেশি টাকাই লাগবে। ড্রাইভার অথবা রিসোর্টের ম্যানেজারকে বললে উনারাই গাইড ম্যানেজ করে দিবে।আমার মতে আপনার সিএনজি ড্রাইভারকেই নিয়ে যান। এইটাই বেটার অপশন। বি.দ্র: ভিডিওর ঝর্ণার অংশটি যদি না টেনে ভালোভাবে দেখেন তাহলে আপনাদের আর গাইড কিংবা সিএনজি ড্রাইভার কাউকেই লাগবে না। নিজেরাই চিনে যেতে পারবেন।
ভিডিওর ডিটেলসে নাম্বার দেয়া আছে। উনারা দিঘীনালারই ড্রাইভার। যারা খাগড়াছড়ি থেকে যায় তাদের খাগড়াছড়ি থেকে পিক & ড্রপ করে, আর যারা দিঘীনালা থেকে যায় তাদের দিঘীনালা থেকেই পিক & ড্রপ করে।
🛺 সাজেকের সিএনজি ড্রাইভার:
👤উত্তম চাকমা: 01838-619546
For Sponsorship and Collaboration contact at: traveltalesbyamina@gmail.com
Facebook Page: facebook.com/traveltalesbyamina
মনসুর,,০১৮৭১৭৭২০০৬
সেন্টমার্টিন এর পর বাংলাদেশের দ্বিতীয় সুন্দর জায়গা সাজেক❤❤
গতবছর যাওয়া হয়েছে 😊😊😊
আমার এ বছর ও যাওয়া হয়েছে।
আসসালামু আলাইকুম আপু।আপনার ভিডিও দেখে মে মাসে ঘুরে আসলাম সাজেক থেকে।। আপনার দ্বিতীয় ভিডিও CNG ড্রাইভার মনসুর ভাইকে নিয়ে। মনসুর অনেক ভালো মানুষ আর দহ্ম,, সাথে গাইড হিসেবে ও সাপোর্ট দেয়।
👍👍👍
মনসুরে নাম্বারটা দিলে সব টুরিস্টদের আমার মতন উপকার হতো আর ভালো ও নিরাপদে সাজেক ভ্রমণ উপভোগ করতে পারতো আপু।।।
@@Bangladesh123-tv4jhapu apnara jaben kobe?
আপু,, অনেক সুন্দর আপনার ভিডিও,, সব গুছানো,, শুনতেও ভালো লাগে
ধন্যবাদ।
সবার সাথে আপনার অসাধারণ ভাবে মিশতে পারাটা অনেক ভালো লাগছে
ধন্যবাদ
ভালো লাগার মত একটা ভিডিও দেখলাম
ধন্যবাদ আপনাকে।
Most Informative Vlog With Every Single Details I Have Ever Seen! Thanks Amina!
Most welcome
Very informative blog. No words of appreciation, could be adequate.
Thanks
Apnar video ami ajke peyesi, akon akta akta kore sob video dekbo . Kob nice , bideshe bose dekte balo lage. Family r sobaike share korbo. Thanks for video
most welcome.
Verg nice scenario. Thank you arrangement to show us.
Welcome
মাশাল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ওনেক অপেক্ষার সুন্দর একটা ভিডিও দিলেন❤❤❤❤
ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য
আপু আমরা জুলাই মাসে ঘুরে আসছি অনেক ভালো লাগছে ❤️
অভিনন্দন।
আপনার কথা গুলো ভালো লাগছে
ধন্যবাদ
আপু আপনার উপস্থাপনা অনেক ভালো 🎉🎉🎉
ধন্যবাদ আপনাকে
আসসালামুয়ালাইকুম আপু আপনার ভিডিও টি খুবই সুন্দর। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ।
Thank you apa onek onek help holo apnar video gulo dekhar por. Kintu resort gulo😂booking karar jonno jodi resort er number gulo diten ta hole aro valo hoto. Still it was more than enough. Allah bless you more. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ভিডিওর ডেসক্রিপশনে সিএনজি + রিসোর্ট এর নাম্বার দেয়া আছে।
তবুও এখানে দিচ্ছি,
* নিরিবিলি ইকো রিসোর্ট: 01897984440
* সাংগ্রাই হিল রিসোর্ট : 01886168877
অনেক সুন্দর ব্লগ করো আমার ভালো লাগে
পাসে আছি।
ধন্যবাদ
Good Review
👍
Onek sundor video apu ...
Vabtechi amio jabo ......
🌸🍀🍀🍀
শুভ কামনা।
অসাধারণ লাগছে
ধন্যবাদ
আপনাকে দেখতে দারুন
আল্লাহর সৃস্টি সবাই ই দারুন। আশেপাশেও একটু তাকান।
beautiful
Thanks
Big fan😮😮
👍👍
Wow
Thanks
January te jornar pani pabo?
Jehetu winter season tai jorna te temon pani na paowar somvabona e besi.
আপু আপনার ভিডিও দেখে ঝর্ণা দেখতে গিয়েছিলাম,,জীবন একেবারে শেষ
ভিডিওতে তো বলেই দিয়েছিলাম, ভেবে যাওয়া উচিত ছিলো। যাক, ঘুরে তো এসেছেন, অভিজ্ঞতা হয়েছে, বলতেও পারবেন দেখেছেন।
এই প্রথম ১ ঘন্টার ভিডিও দেখলাম 🤔 ফুল ভিডিও। হালকা হলেও মাথায় ডুকছে সাজেক এর মানচিত্র। তবে মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছি। কই থেকে কই যাবো। সবমিলিয়ে ধন্যবাদ
নোট করে রাখেন। তাহলেই হবে। আর কনফিউশন হলে কমেন্ট করবেন। প্রত্যেক কমেন্টেরই রিপ্লে পাবেন ইনশাআল্লাহ
APU, .....WHICH MONTH IS PERFECT TO SEE WHITE CLOUD?
জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত।
আপু কুমিল্লা থেকে বাসে গেলে আগে থেকে টিকেট না কেটে কুমিল্লা গিয়ে তিন থেকে চার ঘন্টা আগে কি বাসের টিকেট কাটা যাবেনা? প্লিজ বলবেন আপু
সিট পাবেন তবে একদম পিছনের দিকে
Apu ami 2 din thakte cacchi
Ar 2 ta resote dekhchu
1.Niribili eco resort
2.Jhumghor eco resort
2 din 2 tate takbo ai 2 ta resote ki rikom hove
Thakte paren
❤❤
ধন্যবাদ। পাশে থাকবেন।
Apu couple gele ki amder NID card lagbe??
জি। বিস্তারিত জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেয়া হোটেলের বুকিং নাম্বারে কথা বলুন।
@@Sumiya_Islam144 apnara koba jaben amrao jbo couple!
@@Mehedihasan-moulik1122 apnara kotha theke jaben?
অপরিচিতদের সাথে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিরাপত্তার চিন্তা মাথায় রাখবেন।
আপু ভিডিও টা কোন ক্যামেরা দিয়ে করছেন.??
IPhone
ত্রিপুরা ভিউ রিসোর্ড আছে আপনার পরিচিত? আর কংলাক পাহারের উপরের রিসোর্ড সম্পর্কে ধারনা দিতে পারেন আপু?
পরিচিত নেই। তবে আপনি গুগল ম্যাপে দেখতে পারেন। সেখানে থাকলে অবশ্যই চাইলেই হ্যালিপ্যাড বা মসজিদে আসতে পারবেন না, একটু কষ্ট হয়ে যাবে।
❤
👍
Apu January te gele kemon hobe ?
কুয়াশা মিশ্রিত মেঘ পেতে পারেন। তবে যদি কোনকারনে বৃস্টি হয় তাহলে ভালো মেঘ পাবেন।
আপু ভিডিও টা কতদিন আগের?আমরা সেপ্টেম্বর এর ২ তারিখে সাজেক যাচ্ছি।কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বাস সিউর পাব তো?
গত মাসের ভিডিও এটা। সেপ্টেম্বরে গেলে ভালোই মেঘের সৌন্দর্য দেখতে পাবেন আশা করি। ক্যান্টনমেন্ট থেকে বাস যায় প্রতিদিনই। তবে, শিওর হবার জন্য শান্তি পরিবহনের কাউন্টারে কল করে আপডেট জেনে নিতে পারেন।
Cumilla cantonment theke ki direct khagrachari jawa jay? Apnara koytai giyechilen?
@sarahchowdhury4405 শান্তি পরিবহন ক্যান্টনমেন্ট ছাড়ে রাত ১১ টায় যেটা ভোর রাতে খাগড়াছড়ি গিয়ে পৌঁছায়।
Apu February te view kmn pawa jay?
Paben motamoti valoi
CNG driver k ki dupur er khaoar cost ta o extra dite hoy?
না
Driver re vara deoyar pore ar kono kicur jonno tk deoya lagee?
না।
আপু অক্টোবরে কি মেঘ পাওয়া যাবে?
জ্বি,পাবেন ইনশাআল্লাহ।
Apu February te view kmn pawa jay?
Valoi paben.
আমিনা আপু ভিডিও খুব সুন্দর হইসে।
ধন্যবাদ
ঝর্ণায় যাওয়ার রাস্তাটা কয় মিনিটের??
যাদের ট্রেকিং এ অভ্যস্ততা আছে তাদের জন্য ৩০/৪০ মিনিট। বাকীদের জন্য প্রায় ১ ঘন্টার মত।
Camera konta use korsen ?
iphone
Apu ami malaysia thaki Bangladesh a gele tomar sarhe tour dibo
ভাইয়া আপনি ভাবীকে নিয়ে ঘুরে আসেন।
আপু সি এনজির কি সাদ খুলা যায়না?
কিছু সিএনজি আছে যেগুলোর উপরের ছাদটা খোলা যায়, তবে বেশিরভাগ গুলোই ছাদ পার্মানেন্টলি এডজাস্ট করা থাকে।
@@traveltalesbyamina ধন্যবাদ আপু
আপনি কয় তারিখ গিয়েছেন কোন মাসে
ভিডিও আপলোডের কয়েকদিন আগে।
ডিসেম্বরের শুরুতে সাজেক যাওয়াটা কি ঠিক হবে?
যেতে পারেন। পাহাড় এমন এক জায়গা, যেখানে সব মৌসুমেই আপনার ভালো লাগবে।
আপু সাজেক যাওয়ার বেটার সময় কখন?
এখনই।
Apnar total koto taka moto khoroc hoiche aktu bolen please apu ami jeta cacchi to?
নির্ভর করবে কয়দিন থাকবেন, কোন কোন রিসোর্টে রাত্রীযাপন করবেন, কি খাবার খাবেন এবং আলাদা খরচ তো আছেই। ভিডিওর প্রত্যেকটা যায়গায় ই আমি খরচের বিবরন দিয়ে দিয়েছি। ২ রাত্র যাপনের ক্ষেত্রে ১৫-২০ এর মত লাগবে ক্ষেত্রবিশেষে। বিস্তারিত জানার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা গেলো।
Resort vara kortee couple der kono documents lagee?
এনআইডি কার্ড হলেই হয়। তবে, সাথে কাবিন এর কপি থাকা উত্তম।
2 ta cara possibale na?@@traveltalesbyamina
এনআইডি কার্ড থাকলেই হবে
Amar to nid nei apu kabin nama o nei lukai biye korci nid kabin nama cara ki resort vara kora sombob na?@@traveltalesbyamina
আপু তোমার বাড়ি কি কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা ক্যানটনমেনট
জ্বি
রিজার্ভ গাড়ির ড্রাইভারের ১/২ দিনের খরচ কি টুরিস্ট দের প্যাকেজের বাইরে এক্সট্রা বহন করা লাগে??
না
@@traveltalesbyaminaধন্যবাদ আপু।
@@MdjahidHassan-o6i 👍
ড্রাইভারের খরচ, খাবার কে বহন করে?? @@traveltalesbyamina
@@rimonofficial9132 ড্রাইভার নিজেই। এজন্য আপনাদেরকে এক্সট্রা কোন টাকা দিতে হবে না।
ঐটা থাকলে কি কোনো সমস্যা আছে আপু...
ওইটা কোনটা?
@@traveltalesbyamina na kisu na ami bujsi
aaca akhon ki obostha sajeker?? jawa jabe naki?? ei video ta apnar kobe kar
এখন সাজেকে যাওয়া যাবে না পাহাড়ি রাস্তা ধ্বস হয়েছে বন্যার পানিতে। ঐখানে প্রায় ২০০-২৫০ মানুষ আটকে আছে।
এটা গত মাসের মাঝামাঝি সময়ের ভিডিও।৪-৫ দিন পর যান।
@@traveltalesbyamina October e jete chai apu.tkhn ki jaoya jabe?
@@HabibaAkter-jg4mf জি যেতে পারবেন।
@@traveltalesbyamina apu amra gele shudhu ami r amar husband jabo, তাহলে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে গেলে কী ভাড়া কম পড়বে??আমার কাছে মনে হয় যে সিএনজি তে ভাড়া বেশি হবে দুজন হিসেবে
যেতে পারেন
Apu Dhaka to sajek full package 2 raat 3din,couple and CNG te mot kto taka khoroc porbe??
আপনি কেমন মানের রিসোর্টে থাকবেন এর উপর পুরো খরচটা নির্ভর করবে।
@@traveltalesbyamina megpolli resort a thajte chai..tahole kto porbe??
@@Sumiya_Islam144 সেপ্টেম্বর মাসে মেঘপল্লিতে ৬০০০ টাকার মধ্যে কটেজ পাবেন।
@@traveltalesbyamina Apu toh akhon Dhaka to sajek full package 2 raat 3din,couple and CNG te mot kto taka khoroc porbe??
@@Sumiya_Islam144 সব খরচ তো দেয়াই আছে ভিডিওতে। হিসাব করে নিন।
valo view kon reaote a paoya jai ❤
মিজোরাম ভিউয়ের মোটামুটি সব রিসোর্ট থেকেই পাওয়া যায়। তবে সাংগ্রাই হিল রিসোর্ট আমার পারসোনালি পছন্দের। বাজেট বেশি থাকলে মেঘপল্লি / মেঘপুঞ্জি ট্রাই করতে পারেন।
মিজোরাম ভিউয়ের ভালো রিসোট
বাজেট বেশি আছে সমস্যা নাই
রিসোট গুলার নাম বল☺️
"বলেন" হবে। কথা বলতে শিখেন।
আর, আপনার প্রশ্নের আন্সার আমার আগের রিপ্লেতে দিয়ে দিয়েছি। ধন্যবাদ।
CNG তে কয় জন যাওয়া যায়??
৩-৪ জন।
শেয়ারে পাওয়া যায়
সিএনজি পাবেন না।
Kon mase giye cilen
গত মাসের। তবে সাজেকে বেস্ট ভিউ আগস্ট এবং সেপ্টেম্বরে পাবেন।
Apu noakhali theke kivabe jete pari bolben plz
নোয়াখালি থেকে ফেনী চলে আসেন। আর ফেনী থেকে শান্তি পরিবহন বাসে খাগড়াছড়ি।
Apu meghponji ar menager ar kono namber daben ki
Meghpunji Booking numner: 01815-761065
apmader total koto taka gecce jante pari?
প্রায় ২০k
আপু ফেব্রুয়ারিতে বা মার্চ মাসে যাওয়া যাবে
জি। যেতে পারবেন।
@@traveltalesbyamina কেমন ভিউ পাওয়া যাবে আপু একটু বলবেন
কুয়াশাযুক্ত মেঘ।
@@traveltalesbyamina কি পরিমাণে কুয়াশা থাকবে আপু
@@traveltalesbyamina আর 3রাত 4দিন খরচ কতো পরবে
দ্বিতীয় রিসোর্ট এর রেন্ট টা একটু বলবেন প্লিজ আপি
অন ডে ৪৫০০
অফ ডে ৫০০০
@@traveltalesbyamina onk dhonnobad api ,apnar video gula onk basi helpful ♥️
আপনাকেও ধন্যবাদ
কংলাক পাহারটা কত তলার সমান উচু হবে??
সমুদ্রপৃষ্ট থেকে ১৮০০ ফুট
next video
কোন জায়গার ট্রাভেল গাইড চান?
তোমার ভিডিওটি অতিমাত্রায় লম্বা হয়ে গিয়েছে তুমি তাইলে এটাকে তিন ভাগে দিতে পারতে
পার্ট করা আগের ভিডিও আছে। তাই একত্রেই দিয়েছি। যার দরকার লাগবে এমনিতেই দেখবে। আমার ভিডিও যারা ঘুরতে যাবে তাদের জন্য।
@@traveltalesbyamina আপনারে প্রপোজ করতেছে না যে এইভাবে কথা বলবেন, ইউটিউবার হতে হলে দর্শকদের রেসপেক্ট এর সাথে রিপ্লাই দিতে হয়। তা না হলে তোমার এই ভিডিও কোন বালেও দেখবে না
ভাই আপনি ঠিক বলছেন এক ঘন্টা ধরে একটা ট্রাভেল ব্লক দেখার মত ধৈর্য কারো হবে না উনি যতই যা বকবক করুক না কেন
অসাধারন কমেন্ট এর জন্য ধন্যবাদ।
আপ্নাদের কাপল প্যাকেজের দুই দিনে কত টাকা খরচ হয়েছে আসা যাওয়া এবং ঘুরাঘুরি মিলিয়ে(ব্যক্তিগত খরচ বাদে)।।এই ব্যাপারে যদি ধারণা দিলে উপকৃত হতাম
আমাদের যা যা খরচ হয়েছে, সবকিছুই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আমাদের দুই রাত তিন দিনের ভ্রমনে সিএনজি +রিসোর্ট + আসা যাওয়ার ভাড়ায় খরচ হয়েছিলো প্রায় ২০০০০ এর মত। আমাদেরটা কোন প্যাকেজ ছিলো না। আমরা নিজেরাই নিজেদের মত করে ট্রাভেল করি।
@@traveltalesbyamina ধন্যবাদ
Kom kota bolben apu
কোন কোন কথাগুলো বলা দরকার ছিলো না,একটু নোট করে দিলে ভালো হতো।
Sajek ki akon jawa jay??
দিঘীনালায় যেহেতু বন্যা হচ্ছে সেহেতু সাজেক এখন না যাওয়াই ভালো। কয়েকদিন পর যান।
সাজেকে কি ছবি তোলার জন্য ক্যামেরা পাওয়া যায় জানাবেন
না
যদি ২ জন যাই তাহলে শেয়ারে সিএনজি পাওয়া যাবে?
২ জন যদি আলাদাভাবে না যেতে চান,তাহলে সিএনজি না নিয়ে চেস্টা করবেন অন্য একটা কাপলের সাথে এড হয়ে ছোট মাহিন্দ্রাগুলো নেয়ার জন্য। নয়ত খাগড়াছড়ি/দিঘীনালা থেকে অন্য গ্রুপের সাথে এড হয়ে যাবেন।
এই রিসোর্টে কাপলদের সিকিউরিটি কেমন?
কোন রিসোর্টের কথা জানতে চাচ্ছেন?
@@traveltalesbyamina আপনি যেটাতে চেক ইন করছেন,,সেটা
@@kicchukomuna5723 আমরা ছিলাম নিরিবিলি ইকো রিসোর্ট 11:42 এবং সাংগ্রাই হিল রিসোর্টে 41:43
দুটিই সম্পূর্ণ নিরাপদ। তবে,সাংগ্রাই হিল রিসোর্ট এর সার্ভিস সবথেকে ভালো লেগেছে।
Kon mase jawa balo
মেঘের ভালো ভিউ পেতে অক্টোবর পর্যন্ত ঠিকাছে।
@@traveltalesbyamina children noye jawa ki safe hobe.
@@marwaskitchen6843 ১০০% সেইফ
রিসোর্ট কতদিন আগে বুকিং করতে হয় ? ৪জন বন্ধু থাকবো কম বাজেটের রিসোর্ট সাজেস্ট করুন ।।
মিড বাজেটের কিছু রিসোর্টে ৩/৪ দিন আগে বুকিং দিলেই হয়। আর অন ডে তে গেলে কম বাজেটের মধ্যে যেসব রিসোর্ট আছে ঐগুলোতে যাওয়ার পরেও বুকিং দিতে পারবেন। সাজেক নিয়ে করা আমার আগের ভিডিও গুলো দেখলে আপনার রিসোর্ট বুকিং দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে কিছু রিসোর্টের নাম এবং নাম্বার দেয়া আছে সেগুলো দেখতে পারেন।
আপু কুমিল্লার?
জ্বি
আপু কুমিল্লা জেলার ট্যুরিস্ট প্লেসগুলো নিয়ে ডিটেইলস ভিডিও করতে পারেন। আবার এক দিনে ঢাকা/চট্টগ্রাম থেকে এসে কী কী দেখা যায় এসব। কুমিল্লা নিয়ে ভালো ভিডিও কম পাওয়া যায়।@@traveltalesbyamina
@shakibbhai168 চ্যানেলের সাথে থাকেন শীঘ্রই ভিডিও পাবেন ইনশাআল্লাহ।
Ei roomer rent koto
ভিডিওতে দুইটা রিসোর্টের রিভিও দিয়েছি। কোন রিসোর্ট সম্পর্কে জানতে চাচ্ছেন ,কাইন্ডলি জানাবেন।
ডিসেম্বর ওয়েদার কেমন
ভালোই পাবেন।
গাড়ী কি থামানো যায়?
আর্মি কি কিছু বলে না?
শেষের সিরিয়ালে গেলে আর্মির গাড়ি কিছুটা দূরে থাকে তখন অল্প সময়ের জন্য থামানো যায়।
This is not a valley .. this is a highland
This is not "My Travell Info".... This is " My Travel Info"
সিএনজি ড্রাইভার দাদাকে সাথে নিয়ে গেলে এক্সট্রা টাকা দেয়া লাগবে? তাকে?
আর যদি ট্রাভেল গাইড নেই তাহলে কোথায় পাবো তাকে? এবং কতো টাকা চান তারা?
কোথায় নিয়ে যাওয়ার কথা বলতেছেন? ঝর্ণায়? নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে গাইড থেকে অর্ধেক দিলেও হবে। আর, যদি সিএনজি ড্রাইভারকে না নিয়ে অন্য গাইড নিয়ে যেতে চান তাহলে একটু বেশি টাকাই লাগবে। ড্রাইভার অথবা রিসোর্টের ম্যানেজারকে বললে উনারাই গাইড ম্যানেজ করে দিবে।আমার মতে আপনার সিএনজি ড্রাইভারকেই নিয়ে যান। এইটাই বেটার অপশন।
বি.দ্র: ভিডিওর ঝর্ণার অংশটি যদি না টেনে ভালোভাবে দেখেন তাহলে আপনাদের আর গাইড কিংবা সিএনজি ড্রাইভার কাউকেই লাগবে না। নিজেরাই চিনে যেতে পারবেন।
@@traveltalesbyamina jaygata ki nijera mile jaowar moto safe?
জ্বি, কয়েকজন মিলে গেলে সেইফ।
@@traveltalesbyamina security issue ache ki? okhane jaowa niye?
১/২ জন গেলে ড্রাইভার/গাইড নিয়ে যান। আর বেশি মানুষ গেলে নিজেরাই যেতে পারেন। তেমন কোন সমস্যা নাই।
vlog ta enough sajano guchano chilo
ধন্যবাদ আপনাকে।
Apnara ki kusu din agee gesen
জ্বি।কিছুদিন আগের ভিডিও ই এইটা।
@@traveltalesbyamina akon ki Bangladeshe berano safe hobe, amar jana nei
জি সেইফ
১০ হাজার টাকা দিয়ে ২জন ঘুরতে পারবো
পারবেন, তবে সেয়ারে চাঁদের গাড়িতে চলে যাবেন খাগড়াছড়ি/দিঘীনালা থেকে সাজেক।
আপনি আমার সাথে ঘুরবেন আপনাকে ঘুরার ইচী হচ্ছে
আমি আমার ব্যাটার হাফের সাথে ঘুরি ,আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন।
একা একা কেনো আপু। আমাদের ও নিয়ে যান
রাস্তা চিনিয়ে দিয়েছি। ঘুরে আসেন। আর আমি একা না। জামাই নিয়ে ঘুরি।
দীঘিনালা থেকে সাজেক যাবো। ছোট সিএনজি কোনো ড্রাইভার এর নাম্বার দিতে পারবেন?
ভিডিওর ডিটেলসে নাম্বার দেয়া আছে। উনারা দিঘীনালারই ড্রাইভার। যারা খাগড়াছড়ি থেকে যায় তাদের খাগড়াছড়ি থেকে পিক & ড্রপ করে, আর যারা দিঘীনালা থেকে যায় তাদের দিঘীনালা থেকেই পিক & ড্রপ করে।
Sobi thik ase vedio Tate. Tbe apni kotha gula beshi bolen....kmn jani kach kach lage r matha betha kore...
Amar video apnar moto pondit der jonno na....jara 1st time jabe but kichui jane na tader jonno. Thanks.
পুরাতন পসগলের ভাত নাই নতুন পাগলের আমদানি
নিজের প্রশংসা এভাবে নিজে করবেন না।
এসব ভিডিও ইংলিশে ডাবিং করে দেন
আচ্ছা।
যেগুলো মেঘ মনে করতেছেন, সেটা আসলে মেঘ না...গ্যাস
ডিলার এর নাম্বার টা দিয়েন।
@@traveltalesbyamina
প্রকৃতি যার ডিলার...যোগাযোগ করে নিয়েন
কক্সবাজার যাওয়ার কোনো প্লান আছে?
জ্বি ইনশাআল্লাহ।
@traveltalesbyamina আমরা কি যেতে পারবো আপু
@@NaTv-d8x দু:খিত। আমরা পার্সোনালি ট্রাভেল করি।
@@traveltalesbyamina ওহ সমস্যা নাই একা একা করেন তাইতো। আমিও চাচ্ছিলাম একা একা করবো এখন থেকে
@@NaTv-d8x শুভ কামনা
Apu January te gele kemon hobe ?
কুয়াশা মিশ্রিত মেঘ পেতে পারেন। তবে যদি কোনকারনে বৃস্টি হয় তাহলে ভালো মেঘ পাবেন।