হঠাৎ বর্ডারে থাকা পেঁয়াজ ব্যবসায়ীর সঙ্গে ভোক্তা কর্মকর্তার ফোন কল | Daily Issues | Vokta odhikar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 738

  • @crafthobby1847
    @crafthobby1847 3 месяца назад +119

    ভোক্তা অধিকার এর জনবল বাড়ানো উচিৎ

  • @abdullahalmamun3927
    @abdullahalmamun3927 3 месяца назад +235

    রাস্তায় পেঁয়াজের গাড়িতে অভিযান দিতে হবে। পরিবহনের সাথে ক্যাশ মেমো না থাকলে ওই গাড়ির সকল মাল বাজেয়াপ্ত করে দেয়া হবে। দেখবেন সব ঠিক হয়ে গেছে

    • @mdrunju7276
      @mdrunju7276 3 месяца назад +6

      সঠিক বলেছেন

    • @AbdulKaderkhan-u3w
      @AbdulKaderkhan-u3w 3 месяца назад

      @@abdullahalmamun3927 সুন্দর কথা বলেছেন।

    • @PLAYBOY-420
      @PLAYBOY-420 3 месяца назад

      এই পদ্ধতিতে ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা তাদের অভিযান কর্মসূচি চালাবে না, কারণ তারা জানে যে, ওইভাবে অভিযান চালালে তো খুব দ্রুত সব রকমের অনিয়ম বন্ধ হয়ে যাবে। ফলে তাদের পকেট ভারী করার অভিযান ব্যবসায় ধ্বস নেমে যাবে।
      আসলে, বাজার নিয়ন্ত্রণ কিংবা ভোক্তা অভিযান কার্যক্রমের নামে এ সবই লোক দেখানো সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়।

    • @abulkalamazad7444
      @abulkalamazad7444 3 месяца назад +4

      আরো অভিযান চালিয়ে যেতে হবে

    • @silent-ft2i
      @silent-ft2i 3 месяца назад +1

      R8

  • @TamimMahmudMihir-2
    @TamimMahmudMihir-2 3 месяца назад +117

    কাস্টমার তো অসহায়। এরা ইচ্ছেমত দাম বাড়িয়ে দিচ্ছে। কঠোর আইনের আওতায় আনতে হবে।

  • @shadothossinshadothossin
    @shadothossinshadothossin 3 месяца назад +54

    সারা দেশে অভিজান চালিয়ে
    সিন্ডিকেট কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।।

  • @SonaliSm-tt5hz
    @SonaliSm-tt5hz 3 месяца назад +24

    এই স্যারের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো অনেক কষ্ট করতেছেন

  • @MdHasan-kl7my
    @MdHasan-kl7my 3 месяца назад +47

    ধন্যবাদ আপনাকে সেলুট এদের ধরে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি

  • @নীলআকাশ-য৮স
    @নীলআকাশ-য৮স 3 месяца назад +40

    সকল অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করুন। নজির বিহীন শাস্তি ও জরিমানা করুন।

  • @AzizullahMorol-gs9xq
    @AzizullahMorol-gs9xq 3 месяца назад +46

    অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা উচিত।

    • @sumitkhanra5726
      @sumitkhanra5726 3 месяца назад

      @@AzizullahMorol-gs9xq আইন বলে কিছু আছে বাংলাদেশে?

  • @zulhasuddin-od4ld
    @zulhasuddin-od4ld 3 месяца назад +46

    একটা কথা আপনাদেরকে মানে ভোক্তা অধিকার কে বলছি। তবে কথা গুলি চরম সত্য। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, যদি একটা কঠিন পদক্ষেপ নেন নিতেন, বা এখন ও নেন। এমন কোন বাবার সাধ্য নেই দাম বেশী রাখার। তবে সেটা জোরাবলে হতে হবে এমনটি কিন্তু নয়। কেন নয় তা হলো যেহেতু রাস্ট্রীয় খমতার বলেই আপনারা জনগনের মংগলার্থেই কাজ করছেন। আর সেটা আইনানুগ ভাবেই করছেন। আর এটা যদি সঠিক আইন সব সময় বলবত রেখে কাজটা করে যান, আর যদি ঐ সকল কারসাজি ওয়ালারা বা সিন্ডিকেট ওয়াকারা বুঝতে পারে যে,না আদা পড়া হাগা মানবে না । মানে অভিযানে ধরা খেলে বা সিন্ডিকেট ওয়ালারা ধরা খেলে আর মাপ টাপ চলবে না। মানে এমন ভাবে ধরতে হবে যেন যেন বুঝতে পারে যে আজ আসল বাঘেই ধরেছে। আর যদি কিছু জরিমানা, কি পানিস বা হালকা পাতলা বা ঝাপসা বা ভাসা ভাসা লোক দেখানো অভিযান এমনটি যদি তারা বুঝতে ও জানতে পারে বা যদি মনে করে যে, না এখন আর কোন কইফিয়ত চলবে না। তখন তারা এই গুলি মানতে শুনতে বা অনুধাবন করতে কোন গড়ি মসি করবে না। কিন্তু আইনটা হতে হতে একদম খাঁটি। ভেজাল মুক্ত। আর যদি পানিস মেন্ট করা হয়, তা হলে ১০,২০, ৫০,১ লাখ করা হয়,তখন তারা মনে করবে, যাক গেলে এল লাখ গেছে। সব তো যায়নি। এটা বলার কারন হলো তারা তো কারসাজি করে সিন্ডিকেট করে অলরেডি কয়েক কোটি বা কোটি কোটি ইনকাম করে নিয়েছে। তখন তারা ১ লাখ গেলে ও মনে করে, ১ লাখ গেছে কি আর গেছে,কচু গেছে। তাই জরিমানার বিধানটা এমন হওয়া উচিত যেন একজনকে দেখে ২০ জন ঠিক হয়ে যায়। এর সব কিছু ই সম্ভব যদি সিরিয়াসলি রাস্ট্রীয় ভাবে কেবল, জন কল্যানার্থে কঠিন আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়।

    • @abuhanif5815
      @abuhanif5815 3 месяца назад +1

      স্যার তাদের সবার গল্প এক, তাদের গল্প শোনেন কেনো?

    • @sawkatosman6516
      @sawkatosman6516 3 месяца назад +1

      স্যার এইরকম ভদ্র ব্যবহার দিয়ে হবে না তাদেরকে অন্ততপক্ষে দুই / তিন লক্ষ টাকা জরিমানা করেন

    • @MdbabuMdbabu-z4b
      @MdbabuMdbabu-z4b 3 месяца назад

      জরিমানা সাথে জেল দেওয়া উচিত, তিন থেকে ছয় মাস পর্যন্ত, তাহলে এদের ঘুম ভাঙ্গেবে

    • @sawkatosman6516
      @sawkatosman6516 3 месяца назад

      আর স্যার আপনাদের অভিযান দেখে আমাদের ঘৃনাচন ঘৃণা জন্মাচ্ছে তাদেরকে বড় অংকের জরিমানা না করলে হবে না ভদ্র ব্যবহার দিয়ে সম্ভব হবে না পারলে বড় অংকের জরিমানা করেন

    • @7330Nasrullah-i1z
      @7330Nasrullah-i1z 3 месяца назад

      Its tough cause people of authority is also responsible for these syndicates.

  • @bluebird7504
    @bluebird7504 3 месяца назад +23

    ভোক্তা অধিকার এর কাছে অনুরোধ আপনারা দোকানে অভিযান পরিচালনা করার পর ব্যবসায়িক নীতিমালা লিপিবদ্ধ করে একটা টা লিফলেট দিয়ে আসবেন....... সেই লিফলেটে ব্যবসায়িক পদ্ধতি, সরকারী আইন অনুসরণ, অনুকরণ সব ধরনের আদেশ উল্লেখ্য থাকবে বিশেষ করে ভাউচার তথ্য কিভাবে লিখতে হবে ওই বিষয় টা সচেতন করবেন......... যাতে করে পরবর্তীতে ব্যবসায়ীরা কোনরকম অজুহাত দেখাতে না পারে।

  • @creativecomputer6058
    @creativecomputer6058 3 месяца назад +87

    ভোক্তার কারণেই মানুষ ভুক্তভোগী। এতদিন সাধারণ জনগণ বলেছে কঠোর হওয়ার জন্য, এখন ব্যবসায়ীরাই বলছে কঠোর হওয়ার জন্য। কিন্তু ওনারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে তা মানুষদের বোধগম্য নয়।

    • @MdAminulla-ul3qw
      @MdAminulla-ul3qw 3 месяца назад

      Abal kutaka...gen hin murko

    • @md.aktarulhaque5351
      @md.aktarulhaque5351 3 месяца назад +2

      Bhai Beshi kothor hole hiite biport hbe. Niyomito obhijaan korlei at cash memo nischit korlei hbe. Dim ar shobjir bajaro evabe onektai niyontrone esheche

    • @creativecomputer6058
      @creativecomputer6058 3 месяца назад

      @@md.aktarulhaque5351 মূল সিন্ডিকেট যারা অর্থ্যাৎ যারা বিভিন্ন আড়তে পণ্য দিয়ে যায় আর ফোনে ফোনে দাম নির্ধারণ করে দেয়। এদেরকে বাটাম দিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওদেরকে তো ধরছে না।

    • @83chayan
      @83chayan 3 месяца назад +2

      Very true. They simply want more views.

    • @ashikahmed8497
      @ashikahmed8497 3 месяца назад +1

      ওদেরকে জেল দিতে হবে

  • @JunaeidHasan-cg3bw
    @JunaeidHasan-cg3bw 3 месяца назад +18

    জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো দোয়া করি আল্লাহ যেন তোমাকে হেদায়েত নসিব করে ।

  • @mozammelhaque9875
    @mozammelhaque9875 3 месяца назад +6

    তাদেরকে কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ।

  • @pinkunath-xi6ms
    @pinkunath-xi6ms 3 месяца назад +17

    এদের কে এমন ভাবে জরিমানা করা হোক, তাদের জীবন ভর শিক্ষা হয়ে থাকে,কম করে হলে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হোক একে,এত বড় জরিমানা করার ফলে ভবিষ্যতে আর সিন্ডিকেট করার সাহস করবে না?

    • @himangshuchakraborty6140
      @himangshuchakraborty6140 2 месяца назад

      জরিমানার টাকা আপনার আমার পকেট থেকে কিন্তু যাবেI

  • @62md.shihabuddin59
    @62md.shihabuddin59 3 месяца назад +4

    অভিযান চালিয়ে যান। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক

  • @Maya-hg5fp
    @Maya-hg5fp 2 месяца назад +3

    আমি দাম বাড়লে কোন জিনিসের তা অল্প দিয়ে চালিয়ে দেই , আমরা না কিনলে দাম বাড়িয়ে কোন লাভ নেই

  • @TusharMahmudEntertainment
    @TusharMahmudEntertainment 3 месяца назад +3

    ভোক্তা অধিকারের জনবল বাড়ানো উচিত আরো

  • @A.H.KESHOR
    @A.H.KESHOR 3 месяца назад +2

    ধন্যবাদ স্যার,
    স্যারের জন্য শুভকামনা রহিলো

  • @riazyoutuber9082
    @riazyoutuber9082 3 месяца назад +11

    বড় ধর‌ণের জ‌রিমানা করা হোক অসাধু ব‌্যবসায়ী‌দের।

    • @himangshuchakraborty6140
      @himangshuchakraborty6140 2 месяца назад

      জরিমানার টাকা আপনার আমার পকেট থেকে কিন্তু যাবেI

  • @MirMD.BorhanUddin
    @MirMD.BorhanUddin 3 месяца назад +13

    সুপার শপে অণিযান চালানো র অনুরোধ করছি। ওদের রেটদেখে অন্যরাও তাঅনুসরন করে।

  • @md.alsmgirhossain2567
    @md.alsmgirhossain2567 3 месяца назад +8

    মালের বৈধ কাগজপত্র না থাকলে মাল বাজেয়াপ্ত করে দিতে হবে। কারন কাগজপত্র না থাকলে ঐ মাল অবৈধ।

    • @md.zakirhossen4774
      @md.zakirhossen4774 3 месяца назад

      বাংলাদেশের কৃষকদের ফসল উৎপাদনের প্রয়োজনীয় মালামাল এর দাম কমিয়ে আনতে হবে।
      অবৈধ ভাবে কোন পন্য পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে দিতে হবে।
      অপরাধকারী কে কঠোর শাস্তি দিতে হবে।

  • @Mahfuz-bd
    @Mahfuz-bd 3 месяца назад +16

    আজকে পেঁয়াজ নিলাম ঢাকা মোহাম্মদপুর ক্যাম্পের বাজার থেকে ১৪০/- কেজি ইন্ডিয়ান। 😢

    • @User55-s4s
      @User55-s4s 3 месяца назад

      আমি ১২০ করে নিছি

  • @HafizAhmed-w9l
    @HafizAhmed-w9l 2 месяца назад

    অনেকে ধন্যবাদ।

  • @kabirhussain4998
    @kabirhussain4998 3 месяца назад +9

    টিভি সংবাদ পত্রিকায় ঘোষণা দিয়ে দিবে তার পর থেকে আর কাগজ পত্রের জন্য অযোহাত চলবে না 😡 তা না করে আজাইরা নাটক বছরের পর বছর এই ভোক্তা অধিকারের লোক জনের 😮

  • @mdmonirujjaman4776
    @mdmonirujjaman4776 3 месяца назад +2

    অসৎ ব্যবসায়ীদের মৃত্যুদণ্ডের আদেশ দিন। আইনের পরিবর্তন করা দরকার।

  • @MojafforHossain-u1i
    @MojafforHossain-u1i 3 месяца назад +5

    এই ভাবে শুরাতি আলাপ করে বাজার নিয়ন্ত্রণ করা যাবেনা ।আপনি ঘোষনা দিয়ে মাঠে নামেন, তার পরে রিসিভ নাপেলে প্রতিষ্ঠান বন্ধ করে তিন মাসের জেল দিয়ে দিবেন ।

  • @hridoyhdpro162
    @hridoyhdpro162 2 месяца назад

    স্যার জন্য দোয়া ও শুভকামনা রইল

  • @HASANMOHAMMADSAGOR
    @HASANMOHAMMADSAGOR 3 месяца назад +11

    এই অফিসার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবেনা
    সুতরাং সেনাবাহিনী কে দায়িত্ব দেওয়া হোক বাজার মনিটরিং করার জন্য

  • @crafthobby1847
    @crafthobby1847 3 месяца назад +15

    আসাধু ব্যবসায়ীদের ধরা উচিৎ। আইনি ব্যবস্থা নিতেই হবে । আমাদের দাবী

  • @NurZaman-f9y
    @NurZaman-f9y 3 месяца назад +8

    এই জুলুমের বিচার আরো কঠোর হতে হবে।

  • @MdMasudMiya-c4y
    @MdMasudMiya-c4y 3 месяца назад +2

    এভাবে জামাই আদর করে সিন্ডিকেট ভাংগা ইম্পসিবল।
    কঠোর শাস্তি জরিমানা না করলে এভাবেই চলতে থাকবে সিন্ডিকেট।

  • @AradhonaWeasley
    @AradhonaWeasley 3 месяца назад +9

    এদের জরিমানা সহ শাস্তি দাবি জানাচ্ছি

  • @aminmd314
    @aminmd314 3 месяца назад +9

    বাজারে ১২০ টাকার নিচে কোন পেয়াজ নেই 😢

  • @MOHAMMADFERDAUS-ui3iq
    @MOHAMMADFERDAUS-ui3iq 3 месяца назад +4

    Alhamdulillah Jajakallah Khairan

  • @MdHarun-hr5xj
    @MdHarun-hr5xj 3 месяца назад +2

    আমি অবাক ,কৃষি উৎপাদন করে কৃষক আর কিছু টাকা ওয়ালা ব্যবসায়ী রাঁ কৃষির দাম নির্ধারণ করে।এই দাম নির্ধারণ করার কথা ছিল কৃষক এর😢😮

  • @mdenamulkarim246
    @mdenamulkarim246 3 месяца назад +3

    এই সমস্ত ব্যবসায়ীদেরকে সামান্য শাস্তি দিলে হবে না, কতিপয়কে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে....।আজকেই পেঁয়াজ ১১০ টাকায় চাকতাই থেকে কিনলাম।

  • @shamsunnaherpopy7546
    @shamsunnaherpopy7546 3 месяца назад +1

    ভোক্তা অধিকার লোকজন বাড়ানো হউক । সিন্ডিকেট ভাংতে ছাএ- জনতা এগিয়ে আসুন । এরা দেশের শএু ।

  • @numanahmed5228
    @numanahmed5228 3 месяца назад +3

    শুধু জরিমানা করলে হবেনা তাদের কে সাথে সাথে জেল দিতে হবে একটা বাজারে দুই একজন কে জেলে দিতে হবে তা-না হলে ঠিক হবে না

  • @djprincebangladesh
    @djprincebangladesh 3 месяца назад +1

    দারুণ একজন মানুষ। 🌼

  • @Hunter-iz2ub
    @Hunter-iz2ub 2 месяца назад +1

    বাংলাদেশের প্রত্যেকটি থানাতে অভিযান চালানো হোক। আমাদের শাহরাস্তি থানাতে এখনো কোন ম্যাজিস্ট্রেট অভিযান চালাচ্ছে না। ওরা কি বসে বসে খাচ্ছে

  • @jomirkhan199
    @jomirkhan199 3 месяца назад +6

    সঠিক আইন প্রয়োগ সঠিক আইন প্রয়োগ চাই।

  • @nashidkamal2735
    @nashidkamal2735 3 месяца назад +3

    এত কিছুর দরকার হয় না। যদি সরকার চায়। সকল ইমপোর্টার কে আইনের আওতায় এনে সরাসরি পিয়াজ আরোতে পাঠানোর ব্যাবস্থা করলেই ত সব কিছু ঠিক হয়ে যায়। আর আরোতে সকল ব্যাবসায়ীদের মোদ্ধস্থভোগীদের সাথে ব্যাবসা না করার ব্যাবস্থা করলেই হয়।

  • @BayjidAhmed-b5g
    @BayjidAhmed-b5g 3 месяца назад +1

    ধন্যবাদ ছারকে ধন্যবাদ

  • @ShahadatHossin-w7b
    @ShahadatHossin-w7b 3 месяца назад +1

    ভোঔা অধিকার এর জনবল বাড়ানো উচিৎ

  • @DeadZone-x8s
    @DeadZone-x8s 3 месяца назад +3

    সেনাবাহিনী চাড়া এদেরকে কেউ ঠিক করতে পারবেনা আমি আজকে ১১০ টাকা করে কেজি আনছি দোকানদারের সাথে কথা কাটাকাটি হইছে আরো চট্রগ্রামের অবস্হা আরো বেশি ভয়াবহ

  • @NurunnaharKhatun-j1p
    @NurunnaharKhatun-j1p 3 месяца назад +3

    প্রত্যেক জেলায় একটি করে এমন অফিসার নিয়োগ দেয়া হলে কিছু টা নিয়ন্ত্রণ হবে তাছাড়া না

  • @NurulIslam-wp8kt
    @NurulIslam-wp8kt 3 месяца назад +2

    ম্যাজিষ্টেড সরোয়ার স্যারকে ভূক্তা অধিকারের দায়িত্ব দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরুধ জানাচ্ছি স্যার

  • @lokmanhossan7796
    @lokmanhossan7796 3 месяца назад +4

    এই নাটক আর কতদিন দেখবো।গরম ডিম পেছন দিয়ে দিলে সব সোজা।

  • @imamhossain7863
    @imamhossain7863 3 месяца назад +2

    একটা জিনিস খুব খেয়াল করলাম দোকানদার ভাই মনে হয় অনেক ভালো মনের মানুষ, এবং সরল সোজা,

  • @MDShadhin-r3b
    @MDShadhin-r3b 3 месяца назад +5

    প্রতিটা গাড়ির সাথে ক্যাশ মেমো এবং চালান থাকতে হবে। না থাকলে গাড়ির সমস্ত মাল বাজেয়াপ্ত বলে ঘোষণা করতে হবে। তাহলে দোকানে দোকানে গিয়ে ক্যাশ মেমো খুঁজতে হবে না। এভাবেই বাজার স্বাভাবিক হয়ে যাবে।

  • @jamilzilani7374
    @jamilzilani7374 3 месяца назад +2

    This importer immediately arrested penalise for five years Mr. Mandol you are very good person very soft spoken I like but at time you have to same as they are. follow up for paper must

  • @faridahmed9049
    @faridahmed9049 3 месяца назад +1

    প্রত্যেক ব্যাপারীকে ট্রেড লাইসেন্স করতে হবে।এই আইন করা হওক।

  • @eusufselim4906
    @eusufselim4906 3 месяца назад

    প্রতিটি বাজারে (খুচরা ও পাইকারী) একটি করে বাজার মনিটরিং সেল স্থায়ী ভাবে করা হোক, যেখানে অভিযোগ করা মাত্রই পদক্ষেপ নেওয়া হবে যা উপযুক্ত আইন রক্ষাকারী বাহিনী দ্বারা পরিচালিত হবে

  • @SaifulIslam-lf6iq
    @SaifulIslam-lf6iq 3 месяца назад +2

    আপনি একজন ভক্তা অফিসার এমন মেন মেন করে কথা বলেন কেনো এতো কথা বলার সুজক কেনো দেন একশন নেন একশন ।

  • @IbrahimIbrahim-zf7ir
    @IbrahimIbrahim-zf7ir 3 месяца назад +2

    এমন কেন হয় আপনারা আগে থাকতে কেনো মেসেজ দেননা কেন কেউ যদি দোকান রেখে বা বন্ধ করে চলে যায় তাহলে এই দোকান ছিল করা হবে।

  • @MdAbdusSalam-j5c
    @MdAbdusSalam-j5c 3 месяца назад +7

    স্যার ঔষধ কোম্পানি গুলোর দিকে একটু নজর দিবেন

  • @abuhanif5815
    @abuhanif5815 3 месяца назад +5

    স্যার যে ব্যবসায়ী কিনা বেছার রসিদ না দেখাতে পারে সাথে সাথে এরেস্ট করে 3 বচরের জেলে দিয়ে দিন দেখবেন সব ব্যবসায়ী ভালো হয়ে যাবে

  • @SalmaKarim-e2o
    @SalmaKarim-e2o 3 месяца назад

    সারাদেশে অভিযান চালাতে হবে সিন্ডিকেট কারীদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে 💚❤❤💚💚💚❤💚💚♥️❤

  • @JaforMd-lp8of
    @JaforMd-lp8of 3 месяца назад +3

    ভোক্তা কর্মকর্তার অভিযান আরো কঠোরভাবে পালনের দাবি জানাচ্ছি। মনে রাখবেন অভিযান কর্মসুচীতে নরম নরম কথায় কিন্তু কাজ হবে না। ধন্যবাদ সিলেট থেকে আমি।

  • @Md.ZayedulHaque
    @Md.ZayedulHaque 3 месяца назад +7

    কমিশন ব্যবসা বন্ধ করুন, কিনে বিক্রি করতে হবে।

  • @MdRakibul-vj2ik
    @MdRakibul-vj2ik 3 месяца назад

    ভোক্তা অধিকারের লোকজন বাড়ানো দরকার জরুরী

  • @RafezaAkter-r1h
    @RafezaAkter-r1h 3 месяца назад +3

    আপনারা প্রতিদিন একই কাজ করে জাচ্ছেন।আপনারা এনাউন্স করে দেন যাদি রিসিট দেখাতে না পারে তাহলে লাখ টাকার উপরে জরিমানা অথবা ব্যাবসার লাইসেন্স বাতিল করা হবে।তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে।কাগজের ছবি পাঠাতে বলেন।

  • @tuberose7956
    @tuberose7956 3 месяца назад +1

    সারা বাংলাদেশে ভোক্তা অধিকার নিয়োগ করা হোক

  • @mahmududdin8958
    @mahmududdin8958 3 месяца назад +6

    কোল্ডস্টোরেজ এ যান ওখানে যেয়ে ধরেন।এসব করে কোনো লাভ নাই।

  • @kawsarahmed8022
    @kawsarahmed8022 3 месяца назад +2

    সকল ব্যবসায়ীকে তাদের আয়ের হিসাব নিতে হবে। হিসাব দিতে না পারলে এদের সকল সম্পত্তি বাযেয়াপ্ত করেন। দেখবেন সব ঠিক হয়ে যাবে।

    • @ashikmehmet9834
      @ashikmehmet9834 3 месяца назад

      আর চাকুরীজিবিদের বেলায় ,তাদের বেতনের যদি হিসাব করা হয় তাইলে হিসাব দিতে পারবে?

  • @zulhasuddin-od4ld
    @zulhasuddin-od4ld 3 месяца назад +4

    কিন্তু এটা সত্যি, পারবেনা,এটা কেউ বিশ্বাস করবে না।পারবেন তো পারবেন, খুব ভালো ভাবেই পারবেন। এমনই পদক্ষেপ নেন।তা না হলে জনগন বিগত সরকারের আমলে ও বিপদে ছিলো। এখন আরো বেশী বিপদ সামনে আসবে যদি সঠিক সময়উপযোগী সিদ্ধান্তঃ না নেওয়া হয়।

  • @faisalahammad5470
    @faisalahammad5470 3 месяца назад +95

    আজকে উত্তরা স্বপ্ন থেকে দেশি পেঁয়াজ ১৫৫ টাকা কেজিপ্রতি কিনতে হয়েছে। দেশি পেঁয়াজের দাম কি এত বেশি?

    • @AbdullahInapt
      @AbdullahInapt 3 месяца назад +31

      স্বপ্নে এসির মধ্যে গিয়ে পেঁয়াজ কিনছেন,তারা স্যার স্যার বলছে,সুন্দর পরিবেশ, মেয়েরা এসে স্যার স্যার বলছে তো এগুলো সুবিধার জন্য কি টাকা খরচ করবেননা!!

    • @HasenaHasena-wx3pc
      @HasenaHasena-wx3pc 3 месяца назад +8

      বাজারে গিয়ে কিনতে পারেন না? সুপার সপে সবসময় দাম বেশি থাকে

    • @MdZunaeid-er3mk
      @MdZunaeid-er3mk 3 месяца назад +3

      Bazare 120 taka

    • @noorsayed4888
      @noorsayed4888 3 месяца назад +3

      সেক্টর ১১ তে😂😂 স্বপ্ন গলা কাটে

    • @faisalahammad5470
      @faisalahammad5470 3 месяца назад +1

      @@HasenaHasena-wx3pc ভাই ১১ নম্বর সেক্টরের বাজারে দাম আরো বেশি।

  • @md.akhtaruzzamanchowdhurym7823
    @md.akhtaruzzamanchowdhurym7823 3 месяца назад

    কাপ্তাই রাস্তার মাথা কালুরঘাট সড়কে কাজির হাট কামাল বাজারে আজকে পেঁয়াজের দাম ১০০-১১০টাকা/কেজি
    শাক সবজির দামও চড়া।

  • @ShamsudDoha-n3f
    @ShamsudDoha-n3f 3 месяца назад +3

    ধন্যবাদ

  • @MdJamal-yb4vz
    @MdJamal-yb4vz 3 месяца назад +5

    দোকানদারেরা ব্যবসায়ীরা মনে করে ওর বাপ-দাদার টাকা কামাই রাকছে যা চায় তাই দেওয়া লাগে

  • @shazzadurrahman9825
    @shazzadurrahman9825 3 месяца назад

    সহজ স্বীকারোক্তি 😊😊

  • @Psychologiicalprofile
    @Psychologiicalprofile 3 месяца назад +4

    বর্ডারে গিয়ে ধরতে হবে। অরিজিনাল আমদানি কত সেটা দেখতে হবে,,,,

  • @MdsibbirAhmed-fo9jv
    @MdsibbirAhmed-fo9jv 3 месяца назад

    স্যালুট স্যার, স্যার দোয়ারা বাজার থানা, জেলা সুনামগঞ্জ, এই দোয়ারা থানার মধ্যে কেনাবেচার মধ্যে অনেক সেন্টিগ্রে চলছে, দয়া করে একটি ব্যবস্থা করুন,

  • @আধুনিককবিরাজ
    @আধুনিককবিরাজ 3 месяца назад +1

    মানুষ তুমি মানবিক মানুষ হও আধুনিক জিনসিন কবিরাজ ঈশ্বরদী বাজার

  • @MahfuzurRahmanMiraz
    @MahfuzurRahmanMiraz 3 месяца назад +1

    সরকার চাইলেই দাম কমানো সম্ভব। কোনো সরকারই চায়না দাম কমুক।

  • @KajiEjazAhmed
    @KajiEjazAhmed 3 месяца назад +3

    ভোক্তা অধিকারের অভিযানের কোনো প্রভাব বাজারে পড়তেছে বলে মনে হচ্ছে না।

  • @Sabuj400
    @Sabuj400 3 месяца назад +4

    আজকে পেঁয়াজ ১৩০ টাকা কেজি কিনলাম৷ আলু ৬৫ টাকা কেজি৷ কোন দেশে বাস করতেছি আমরা৷

    • @mdrunju7276
      @mdrunju7276 3 месяца назад

      দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ এর দেশে।

  • @ShirinAkter-q4x
    @ShirinAkter-q4x 3 месяца назад +4

    স্যার এমন হলে কেমন হয়, কেস মেমু না থাকলে পিয়াজ বাজেআপ্তো করেন।

  • @AlAmin-q2e6m
    @AlAmin-q2e6m 3 месяца назад

    ভোক্তা অধিকারের অভিযান ঠিক আছে কিন্তু একটা বিষয় উনি জরিমানা করতেছে ঠিক আছে কিন্তু পেঁয়াজের পরবর্তী রেট কিন্তু দাহ্য করো নাই

  • @ShahAlam-dk6tm
    @ShahAlam-dk6tm 3 месяца назад +3

    ভোক্তা অধিদপ্তর শুধু অভিযান পরিচালনা করে আর কিছু জরিমানা করে ভিডিও বানায় তারপর শেষ।।তাতে কি লাভ?জনগন যদি সুফলই না পায় তাহলে এসব ভিডিওর কি মানে?শুধুই কি লোক দেখানো?অবশ্যই জনগণ অভিযানের সুফল চায় ভিডিও নয়।।আল্লাহ্ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।। আমিন

  • @mz12341
    @mz12341 3 месяца назад

    ।এদের জন্য সারা জাতি বিপদে। আসলে দেশের যে অবস্থা তাতে ভোক্তার ডিজি সহ সকল অফিসার কে সেনাবাহিনীর দাড়া আপ্পায়ন করানো উচিত

  • @sayedurrahman2666
    @sayedurrahman2666 3 месяца назад +2

    আপনাদের সামনে বলে এক চলে গেলে একদাম। আপনারা কিছুক্ষন পরে ছদ্যবেশে বাজার চেক করলে বুজতে পারবেন মারকেটের পরিহ্থ্হ্স্থিতি।

  • @mdruhulamin1570
    @mdruhulamin1570 3 месяца назад +4

    স্যার এদের কে ছাড়া দিবেন না

  • @mbalamin1136
    @mbalamin1136 3 месяца назад +2

    জেলা পর্যায় তো দাম কমেনা আরও বেড়েছে,, ডিম এখনো ৬০ টাকা, পেঁয়াজ ১০০ টাকারও বেশি

  • @ronhak3736
    @ronhak3736 3 месяца назад +4

    এত নরম করে কথা বললে ওরা শুনবে না।

  • @mohammadsumon3850
    @mohammadsumon3850 3 месяца назад

    পুরো দেশে সবসময় একযোগে বাজার মনিটরিং করতে হবে,, আরও অভিজ্ঞ জনবল নিয়োগ দিতে হবে,,

  • @azizulislamsiyam3169
    @azizulislamsiyam3169 3 месяца назад +2

    এদের কথায় মনে হয় এরা কিছু জানে না এরা স্টক করে বাজারে ক্রাইসিস রাখে কম কম বাজারে ছাড়ে দাম চড়া 120 টাকা 130 টাকা কেজি বিক্রি হয়

  • @sharminakther169
    @sharminakther169 3 месяца назад +2

    আমি কী বেশি চালাক নাকি বেশি বোকা😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 ব্যাবসায়ি জরিমানা দেয় ভোক্তা অধিকার নিয়ে যাই। আবার সেই পণ্যের দাম বাড়িয়ে সেই জরিমানা টাকা আমাদের থেকে আদায় করছে 😅😅😅😅😅😅😅😅😅কারো কোন ক্ষতি হচ্ছে না।দিনশেষে ঘরে ফিরি বোকা আমি।ঘরে ফিরে দেখি ব্যাগ তো আমারি খালি হলো।আমি কি বেশি চালাক নাকি বোকা আমি😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ccybertech
    @ccybertech 3 месяца назад

    অপরাধী আর আইনের কর্তাদের মাঝে সুন্দর খুশগল্প, জনগণ তুমি হুগামারা খাও।

  • @mr.shoel.geming
    @mr.shoel.geming 3 месяца назад +3

    ভালো

  • @ashiqhasanbdsongb5645
    @ashiqhasanbdsongb5645 3 месяца назад +3

    এমন ভাবে কথা বলছে যেন সে একেবারে খাঁটি ব্যবসায়ি,উনি চালাক তাই আগেই বলে দিছে যে লাউডস্পিকার দেয়া স্যার আছে,,

  • @nnabi6681
    @nnabi6681 3 месяца назад +2

    বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হোক

  • @mohammadanas9391
    @mohammadanas9391 3 месяца назад +2

    এদের কঠিন শাস্তি দেন

  • @parvinakter-ns9db
    @parvinakter-ns9db 3 месяца назад +1

    Jinisher dam karon chata bashi barale manosher ovisha ashob nosto hoya jabe laver jaygay los hobe

  • @vairayhan8447
    @vairayhan8447 3 месяца назад +2

    ইন্ডিয়ার সাথে ফারাক্কা বাঁধ দিতে হবে তারপরে দেশি পেঁয়াজের প্রতি আকৃষ্ট হতে হবে বেশি কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে

  • @fahmidafzal3633
    @fahmidafzal3633 3 месяца назад +3

    দাম তো কমাবেই না এরা, বরং আরও বাড়াতে পারে। দোকানদাররা ঝাড়ি মারে এই দামে নিলে নেন, না হলে চলে যান।

  • @mdmorshed9486
    @mdmorshed9486 3 месяца назад +1

    Mr zabbar saheb , jorimana na kore bebsa bondo kore den, mamla den , please strik hon, aj omolvi bajare haly dim 50 thaka

  • @alamgirkabir3951
    @alamgirkabir3951 3 месяца назад +3

    আমদানি রপ্তানি ভালো মানুষ দিয়ে করানো হোক । আরদগুলো সরাসরি সরকার নিয়ন্ত্রণ করুক

  • @anwarhossen672
    @anwarhossen672 3 месяца назад +2

    আগের আমলে তো এত জিনিসপত্র দাম ছিল না এখন তো জিনিসপত্রের দাম অনেক বেশি কি লাভ হলো

  • @yasirff915
    @yasirff915 3 месяца назад +1

    স্যার আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি অতিসত্বর একটু আলুর দিকে তদারকি করবেন কেন না সেন্টি কেট এখন আলুর দাম বাড়িয়ে দিচ্ছে