আমেরিকা বা নিউইয়র্কে/বাফেলোতে যত বার এসেছি খেতে, খাবারের কোয়ালিটি বা পরিমান নিয়ে কখনো হতাশ হইনি, কিন্তু যেটা সবচেয়ে খারাপ লাগে আমাদের বাংলাদেশী রেস্টুরেন্ট গুলোর ওয়াশরুমের পরিবেশ নিয়ে। প্রায় সবগুলোই প্রচন্ড নোংরা এবং ভদ্র ভাবে ব্যাবহারের অনুপোযোগী। এই বিষয়ে রেঁস্তোরার মালিকদের অনেক মনোযোগ দিতে হবে। এই রেঁস্তোরায় আসা হয়নি। কিন্তু আগামীতে নিউইয়র্কে আসলে অবশ্যই আসার চেষ্টা করবো।
খাবারের মান ভালো মনে হয়েছে। আমি একটা রেস্টুরেন্টের অনেক কিছু দেখি। স্টাফদের হাত কোথায় থাকে, তারা দাঁড়ায় কীভাবে, খাবারের আশেপাশে লোকজনের চলাচল কেমন, টেবিলের উপরিভাগ জীবাণুবাহী কীনা, টয়লেটের পরিবেশ কেমন, গ্লাভস কি শুধু নিজের হাত রক্ষা না কাস্টমারের স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহার করা হয় - এমন নানান জিনিস দেখি।
আপনি সবসময় সেরা। আমার দেখা সেরা ইনফোটেইনার।
খুব সুন্দর ।
আমেরিকা বা নিউইয়র্কে/বাফেলোতে যত বার এসেছি খেতে, খাবারের কোয়ালিটি বা পরিমান নিয়ে কখনো হতাশ হইনি, কিন্তু যেটা সবচেয়ে খারাপ লাগে আমাদের বাংলাদেশী রেস্টুরেন্ট গুলোর ওয়াশরুমের পরিবেশ নিয়ে। প্রায় সবগুলোই প্রচন্ড নোংরা এবং ভদ্র ভাবে ব্যাবহারের অনুপোযোগী। এই বিষয়ে রেঁস্তোরার মালিকদের অনেক মনোযোগ দিতে হবে।
এই রেঁস্তোরায় আসা হয়নি। কিন্তু আগামীতে নিউইয়র্কে আসলে অবশ্যই আসার চেষ্টা করবো।
খাবারের মান ভালো মনে হয়েছে। আমি একটা রেস্টুরেন্টের অনেক কিছু দেখি। স্টাফদের হাত কোথায় থাকে, তারা দাঁড়ায় কীভাবে, খাবারের আশেপাশে লোকজনের চলাচল কেমন, টেবিলের উপরিভাগ জীবাণুবাহী কীনা, টয়লেটের পরিবেশ কেমন, গ্লাভস কি শুধু নিজের হাত রক্ষা না কাস্টমারের স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহার করা হয় - এমন নানান জিনিস দেখি।
সপ্ন আমেরিকার জাওয়া দেখি সপ্ন টা পৃরণ হয় কি আর জদি কেও পরেন একটু হেল্প করিয়েন প্লিজ প্লিজ ছোট ভাই হিসাবে
❤
Good morning
এদের খাবার ভালো।