আমি একজন চাকমা, আমরা কখনও চাইনা যে পার্বত্য চট্টগ্রাম কে আলাদা একটা রাষ্ট্র করতে..আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে শান্তিতে থাকতে চাই। অনেকেই না যেনে আমাদের প্রতি ভূল ধারণা পোষণ করে রেখেছেন যে আমারা নাকি পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র করতে চাই কিন্তু তা আসলে ভূয়া খবর যা আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে... আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই অন্য কোন রাষ্ট্র নয়❤
ন্যায় অধিকার সবাই পাবে এ বিষয়ে সবাই একমত। তবে বিশৃঙ্খলা করে নয় আলোচনা করে সমাধান হতে পারে। একজন পাহাড়ি হয়ে বাংলাদেশের যেকোনো জায়গায় যেতে পারে বাস করতে পারে চাকরি করতে পারে ধর্মীয় উৎসব করতে পারে। কিন্তু আমি বাংলাদেশি হয়ে ও পার্বত্য চট্টগ্রামে যেতে ভয় পাই।
Apni hoytoba right kintu bakira ja korche ta ki thik bolen amrao bangladesher nagorik amra bangali amader odhikar kothao na khothao apnader che beshi tai na....
@@tanvir-wu2tz ঠিক আছে ভাই আপনাদের অধিকার সবচেয়ে বেশি.. তাহলে কিভাবে হয় যে এই দেশ সবার, সবার সমান অধিকার? আমরাও তো বাংলাদেশটাকে আপনাদের মতই ভালোবাসি তাহলে আমাদের কম অধিকার আর আপনাদের বেশি অধিকার..! i have nothing to say:-)
@@yahmed4274 কি জানাব? আমরা যখনই কোন কিছূর জন্য আবেদন বা আন্দোলন করি তখনই তো আমাদের সবাইকে সন্ত্রাসী খেতাব দেয়া হয় ভাই.. আপাতত বলব আমাদের আর কিছুই করার নেই এখন now we want only peace
আমরা কখনো বিচ্ছিন্ন হতে চাইনি! এটি গুটিকয়েক মানুষের চাওয়া মাত্র। পুরো পাহাড়ি জনগোষ্ঠী এর সাথে সম্পৃক্ত নয়। আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে চাই। আমরা বাংলাদেশী। আমরা সংঘাত চাইনা। শান্তি চাই
@@arifinrahat8232 দেখুন দেশের ৯৯% মানুষ মনে করে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে। আমরা নাকি সেনা ক্যাম্পের বিরুদ্ধে যাতে আমরা দেশকে আলাদা করতে পারি। ব্যাপারটা সামান্য একটু চিন্তা করলেও হাস্যকর। কেননা পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা আকার আয়তনে খুবই ছোট। তার মধ্যে বেশিরভাগ এলাকায় দূর্গম পাহাড়। এমন ভৌগোলিক অবস্থান নিয়ে কিভাবে একটা আলাদা দেশ হবে বলুন! হয়তো আপনারা জানেন না পাহাড়ে সবকিছুতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। যদিও পুলিশ ক্যাম্প আছে থানা আছে। আমাদের প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। বিশেষ ক্ষেত্রে সরকারের আদেশ বলে সেনাবাহিনী অথবা বিজিবি মোতায়েন করা হয়। কিন্তু পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনী কন্ট্রোল করে। গণতন্ত্রের কথা বললেও আদতে পাহাড়ে সেনাশাসন চলে। আমরা ওই সেনা শাসনের বিরুদ্ধেই কথা বলি। আমরা তো সসন্ত্রাসী নয়। জঙ্গিও নয়। তাহলে কেন আমাদেরকে সেনাবাহিনীর কব্জার মধ্যে থাকা লাগবে
We need mutual understanding. We want peace. এই পার্বত্য চট্টগ্রামের মাটিতে বড় হয়ছি। আমার বাবা দীর্ঘ ২০ বছর এইখানে শিক্ষকতা করেছেন। ছোটবেলাই ওদের কোলে করেই দুনিয়া দেখেছি। ওরা আমাদের ভাই । সব মানুষ এক না ।আমরা একসাথে ছিলাম একসাথে থাকব। পাহাড়ের বাণিজ্যকরণ ও রোহিঙ্গা অনুপ্রবেশের সমস্যার সমাধান চাই।
@@usmarma9467 যতদিন না পাহাড়ের অধিবাসীরা এক হচ্ছে ততদিন এই circle of hate চলতেই থাকবে। অন্যান্য অঞ্চলের লোকেরা কি বলতেছে তাতে আমাদের কিছু যায় আসে না । পাহাড়ের সকল অধিবাসীদের একত্র হতে হবে। শুধু আন্দোলনে এই সমস্যার সমাধান সম্ভব না । মাথা ঠাণ্ডা করে যুক্তি বিচার করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া লাগবে। একে অপরের বিরুদ্ধে নয় , বাংলাদেশী হিসেবে সবাইকে এক হতে হবে। দুর্জন যদি রক্তের সম্পর্কীয় হয় তাহলেও সে পরিত্যাজ্য। আইনের বিরুদ্ধে অস্ত্রধারীরা কখনই জনগণের মধ্যে একতা চায়না। সে কুকি চিনই হোক কিংবা আরসা, দেশের বিরুদ্ধে যারাই দাঁড়াবে , তাদের রুখে দেয়া দেশের মানুষের দায়িত্ব। পাহাড়ে law and order এর জন্য সেনাবাহিনীকে প্রয়োজন। সেনাবাহীনির কাজ বাংলাদেশের মানুষকে রক্ষা করা । এক্ষেত্রে পাহাড়িরা তাদের দায়িত্বের বাইরে নয় । সুতরাং তাদের সাথে cooparation করতে হবে ।
পাহাড়ের যদি শান্তি দেখতে চাই তাহলে সেনাবাহিনীর ক্যাম্প তুলে নেওয়া, সেনা ক্যাম্প না থাকলে বাঙালি রা পাহাড়ি দের কে ভয়ে থাকবে এমন হামলা আর চারাবে না, তখন হবে শান্ত
তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার। তাহলে সমতলের আমি কেন তোমার পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমি কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বারোইয়ারহাটে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কর্ডনে যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে। তুমি পাহাড়ি, কিন্ত তুমি এদেশের যেকোন জায়গায় থাকতে পার, বাড়ি করতে পার। কিন্তু আমার পাহাড়ে থাকার অধিকার কেন তুমি মান না?
পাহাড়ী সন্ত্রাসীদের গ্রেফতার চাই!!! দেশের সেনাবাহিনী ও বিজিবি বা প্রশাসন কেন পাহাড়কে ২০২৪ সালে এসেও নিজেদের ফুল দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারেনি জবাব চাই??? .....পাহাড়ে কোন শান্তি চুক্তির দরকার নাই। পাহাড়ীরাতো বাংলাদেশের সীমানার বাইরের কেউ নয়, তারা তো বাংলাদেশী নাগরিক !!! সো কাদের সাথে শান্তি চুক্তি করে স্বাধীন বাংলাদেশের চলতে হবে??? যেই বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশের শান্তি মিশনে কাজ করে যাচ্ছে সফলতার সাথে! তারা কেন নিজের দেশেই শান্তি বজায় রাখতে পারছে না বা তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে না......এটা বাংলাদেশের জন্য লজ্জা+লজ্জা+ লজ্জা!!!! বাংলাদেশের ভূখন্ডে যারা দেশের আইন বিরুদ্ধে কাজ করবে তাদেরকে স্বমূলে নির্মুল করতে হবে। ২০২৪ এসেও কেন দেশের পাহাড়ে সন্ত্রাসীরা দখলে রাখবে????
Tahole aar konodin somadhan asbe naa. Orau aro sosostro hobe. Sara Bangladesh e jekhane army checkpoints naii, 1 kg lobon kinte permission lage na tahole Hill e keno ei rules thakbe bhai
@@ninjanerd9139 সেনাবাহিনী ছাড়া পর্বত চট্টগ্রাম কেমন হবে একটু চিন্তা করুন। তারা সমতলে এসে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সেনাবাহিনী না থাকলে চট্টগ্রামের সমতলের বাসিন্দারাও শান্তিতে থাকতে পারবে না
আমি একজন বাংলাদেশী আমরা মন থেকে উপজাতিদের জন্য দোয়া করি। আমরা তাদেরকে অনেক ভালোবাসি। আর সেজন্যই আমাদের সকলের যেমন অধিকার তাদেরও বাংলাদেশের মাটিতে শ্যামলী অধিকার তারাও বাংলাদেশের নাগরিক। কিছু কুচক্র লোক নিজের স্বার্থের জন্য অপপ্রচার বেশি বেশি বলে বিশৃংখল সৃষ্টি করছে। আমাদের দেশটাকে অশান্তি করার জন্য। আল্লাহ আমাদের সকলের পাশে আছেন। তাইতো আল্লাহর রহমতে আমরা এখনো একজন একজনকে ভালোবাসি। পাহাড়ি মানুষগুলো তারা নিজেরাই জানে আমরা তাদেরকে কতটুকু ভালবাসি। আমরা সব সময় দোয়া করি তারা সচ্ছল থাকুক ভালো থাকুক। আমিন
বেশি বেশি বাঙ্গালীদেরকে বিশেষ করে যারা নদী ভাঙ্গনে জায়গা জমি হারিয়েছে তাদেরকে পাহাড়ের প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে, এবং ভিতরে বিভিন্ন জায়গায় আর্মিদের অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করতে হবে, তবেই এদের উশৃংখলা দমন করা বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব হবে ।
পাহাড়িরা সেনাশাসন চাইনা মূলত পাহাড়ের সেনাবাহিনীর ৯৯.৯৯% বাঙালি এবং তারা এখানকার সেটেলার বাঙালিদের অনেক বেশি সাপোর্ট দেয় ইতিহাস সাক্ষী তারা কোন দিন নিরপেক্ষ আচরন করে না এমন হলে কেমন হয় যেহেতু পাহাড়ে বিভিন্ন জাতির বসবাস সেহেতু সেখানে সকল সেনা সদস্য সব জাতি থেকে সমানুপাতিক ভাবে নিয়োগ করা হোক! কি বলেন বাঙালি ভায়েরা যেহেতু আমরা সবাই বাংলাদেশী এইটা কি আপনারা মানতে রাজি আছেন???
@@Parsen231 আমাদের দেশের এত খবর রাখো তুমি। যাক এটাই ভালো লাগলো। অন্তত প্রতিবেশী দেশের জনগণ আমাদের দেশ নিয়ে এত খবর রাখে।এর থেকে ভালো আর কি হতে পারে।আরো অনেক কিছু জানতে পারবে একটু রিসার্চ করলে।
আপনার আলোচনা অত্যন্ত বাস্তব সম্মত এবং সাপোর্ট করি সত্যি ভালো লাগছে। এরপরও যদি পাহাড়িরা চাই যে তারা আলাদা হতে চাই। সেনাবাহিনী প্রত্যাখান করতে চাই। বোকামি ছাড়া আর কিছু না।যত দ্রুত সম্ভব সেনাবাহিনী সে আগের জায়গায় অবস্থান করানো হোক সেনাবাহিনী বৃদ্ধি করা হোক।
আমার প্রায়ই ১৫ জন চাকমা বন্ধু আছে এই ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে আমার তাঁরা দাবি যে তাঁরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে খুবই হতাশ। তাদের এমন এলাকায় বসবাস করে তাদের আশেপাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই।চার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এমন এমন এলাকা আছে বিদ্যুৎ তো দূরের কথা কিভাবে ব্যবহার করে তাও জানেন না। বিশুদ্ধ পানি সব চেয়ে বড় কষ্টের কারণ।। যেহেতু এক সাথে কাজ করি। তাই বিভিন্ন ভাবে জানতে চাই তাঁরা কি আসলেই আলাদা হতে চান বাংলাদেশ থেকে।১০ জনের মধ্যে ৬ জন বলেছেন না। তাদের দাবি সরকার যদি এই জিনিস খেয়াল করে আমাদের দুঃখ বুঝে কখনই না।বাকিরা বলেছেন স্বায়ত্তশাসন চাই। এখানে বুঝতে পারলাম আসলে তাঁরা দেশ ভাগের বিরুদ্ধে। অনেক পাহাড়ি ভাই এই সব চাঁদাবাজি বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারেন না।আর এক টা জিনিস খেয়াল করলাম তাঁরা যখন কথা বলে নিজেদের ভাষায় কথা বলে। বোঝার উপায় নেই তাঁরা কি বলে নিজেদের মধ্যে।
সরকারিভাবে সহায়তা না করলে ওরা না খেয়ে মারা যাবে। পার্বত্য অঞ্চল বাংলাদেশের সরকারের জন্য বোঝা স্বরূপ। সরকার সড়ক উন্নয়ন জনপদ উন্নয়ন করলে ওরা প্রাকৃতিক পরিবেশ নিয়ে আন্দোলন করে। সেনাবাহিনীর সড়ক উন্নয়নের জন্য কাজ করলে বলে ওরা প্রকৃতিকে ধ্বংস করার জন্য আসছে। সড়ক উন্নয়নের মাধ্যমে আমাদের জীবনমান পরিবর্তন হবে ওরা এটা বুঝে না। ওরা জংলি জঙ্গলে থাকতে চায়।
পাহাড়ী গোষ্ঠীরা যদি বাংলাদেশের মানুষের সাথে তাল মিলিয়ে চলতে না চায় তাহলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি? যেহেতু বাংলাদেশী জনগণ হিসেবে অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে মতামতের ভিত্তিতে অধিকার প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করা বাধ্যতামূলক পাহাড়ী নৃগোষ্ঠীদের।
@@sujansarkar8677তোর হাসিনা আম্মাজান এতদিন কি করছে ফ্রি করতে পারেনিশান্তি চুক্তিতে হাসিনা করছিল কেন শান্তি আনতে পারেনিআলাদা কিসের রাজ্য এটা এটা বাঙালি নৃগোষ্ঠীর দেশমাত্র 200 থেকে 300 বছর আগে এই দেশে এসে আর এখন বলবা নিজেরা এদেশের মালিকছুটিয়া লাল করে দেওয়া হবে
দেশ ভাগ করে স্বাধীনতা চাই না, দেশবাসী হিসেবে অধিকার চাই। বিচ্ছিন্নতাবাদী হতে চাই না, সম্পৃক্ত হতে চাই। নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা ও পরিচয়ের ভিত্তিতে রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে। বাঙালিদের বিরুদ্ধে না, অবৈধ সেটেলমেন্টের বিরুদ্ধে।
অবৈধ সেটেলমেন্ট কারা করেছে??? বাঙালীরা ৪/৫ হাজার বছর ধরে এখানে থেকে টাকা দিয়ে জমি কিনে থাকছে তারা? নাকি ভারত ও বার্মা থেকে এসে ফ্রী তে সরকারি পাহাড় দখল করে বসতি করে আসছে তারা???
Salarpot put torai settler. Tura caile bd er jekono jaigai bas kor, pbm koi ? ar Army thakle keno eto jala? Dakati, Khun, Desh birudhi kormokando kora jai na bole ? Cur e kokono police ke pocondo kore na, thik temni tura o Army ke noi
আমি ত্রিপুরায় থাকি।তোদের বাংলাদেশের যে সংখ্যক পাহাড়ি জনগোষ্ঠী বসবাস করে তার চেয়ে 20 গুণ বেশি পাহাড়ি ভারতে বসবাস করে।আমাদের এখানে পাহাড়িদের মন্দির ভাঙ্গা হয় না।পারিনা নিজেদের মতন ইচ্ছামতো।এইসব আজেবাজে বকে পাহাড়ের বেকুব বানাবেন না।আমি চাই বাংলাদেশের পাহাড়িরা তাদের অধিকার ছিনিয়ে নেওয়া উচিত বাংলাদেশ থেকে।
বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যেই ছোট ছোট প্রদেশ বা অঞ্চল থাকে। আর এই অঞ্চল ভেদে সেখানকার সংস্কৃতি এবং ভাষাও আলাদা হয়ে থাকে। আর এই ব্যবস্থা প্রতিটা দেশেই বিদ্যমান। ঠিক সেই রকমই আমাদের বাংলাদেশেও বিভিন্ন অঞ্চল রয়েছে। আর সেগুলো বিভিন্ন বিভাগ কিংবা জেলা হিসেবে স্বীকৃত। এজন্যই খেয়াল করবেন, আমাদের দেশে বিভিন্ন জেলার মানুষের আচার-আচরণ, সংস্কৃতি এবং ভাষাগত তারতম্যও আছে। সব মিলিয়ে একটা দেশ গঠিত হয়। একটি দেশ মানে শুধু ছোট একটি অঞ্চল এটা কখনোই হয় না। ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রাম কিংবা কক্সবাজার বা বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাসরত উপজাতি বা যে ভাষাই আপনি ব্যবহার করেন না কেন, তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর অর্থ এই নয় যে ভাষা, সংস্কৃতি, ধর্ম বা বর্ণ যেকোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা একটি রাষ্ট্র গঠন করতে হবে। তাহলে তো এই বিশ্বে দেশের সংখ্যা আর কয়েকশো এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হয়তো বা কয়েক কোটি ছাড়িয়ে যাবে। ভাবুন তো এই ছোট একটি পৃথিবীতে যদি কয়েক কোটি দেশ হয় সেটা কতটা যৌক্তিক? ভিডিওতে বলা ইতিহাস থেকে অন্তত এটুকু তো বোঝা গেল যে, বাংলাদেশে বসবাসরত বাঙালিরা প্রায় "চার হাজার বছর" আগে থেকেই এখানে বসবাস করে। তাই তারা বাংলাদেশের প্রকৃত আদিবাসী। আর যারা নিজেদেরকে আদিবাসী বলে স্বীকৃতি পেতে চাইছেন, তাদের ইতিহাস মাত্র "কয়েকশো বছর আগের" এবং তাদের পূর্বপুরুষ মঙ্গোলিয়া বা অন্য কোন রাষ্ট্র থেকে এসেছেন বলে জানা যায়। এরপরেও তারা নিজেদেরকে আদিবাসী বলাটাও কি যৌক্তিক? তবে যত কথাই বলেন না কেনো, "কে আদিবাসী আর কে বাঙালি!" এই পার্থক্য নয়; স্বাধীন একটি দেশের মানচিত্রের ভেতরে দীর্ঘদিন ধরে যারাই বসবাস করে আসছেন। তারা সেই দেশেরই নাগরিক এবং তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে সেই দেশে নাগরিক হিসেবে বেঁচে থাকার। অধিকারের লড়াইটা হতে পারে, এটা যৌক্তিক। তাই আর লড়াই ঝগড়া নয়। আসুন, সকলে মিলেমিশে বসবাস করি। মানুষ হিসেবে একে অপরকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করি। দিন শেষে এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়।
হাগা হয়নি কেন ভারতের ষড়যন্ত্র ,ভাই তোদের কী মনেহয় ভারতের কী আর কোনো কাজনেই সারাদিন তোদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ভারত যদি চাই তাহলে তোদের স্বাধীনতার সময় নিয়ে নিতে পারতো😂,
Let me be blunt here, they got some rights restricted from the birth of our country Bangladesh, so they have some inferiority complex and they feel different from rest of the Bangladeshis. Sheikh Mujib did injustice to all Bangladeshis during his government, which included this group of people by claiming them to be bangali, they are not bangali, rather they are Bangladeshi. Now, coming to the next point, are they indigenous people? No, Bengalis are the indigenous people, they are tribal people. Because, the language, heritage, culture and anthropology of Bengalis are more than 5,000 years old. But, does this make the tribals different than other Bangladeshis? No. They are also Bangladeshi, every single citizens living in the country has a right to live in peace, harmony, and equality.
Bengalis shouldn’t treat them differently, also tribal people should follow the country’ law and order and treat Bengalis with respect to become inclusive.
স্বাধীনতা চাই না, অধিকার চাই। বিচ্ছিন্নতাবাধী হতে চাই না, সম্পৃক্ত হতে চাই। সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে। বাঙালিদের বিরুদ্ধে না, অবৈধ সেটেলমেন্টের বিরুদ্ধে। -সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটা নিজস্ব সার্বভৌম এলাকা এর এক ইঞ্চি মাটিও কাউকে আলাদা করতে দেয়া হবে না। যারা স্বাধীন হবার নাম করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের ধরে ফাঁসি দিতে হবে।
তারাও সমান অধিকার পাবে, কিন্তু চট্টগ্রাম কে আলাদা করে নয়। শত হলেও তোমরা কিন্তু এই বাংলার বংশোদ্ভূত কেও নও। গুটি কয়েক উপজাতির জন্য কি চট্টগ্রাম কে আলাদা করে ফেলবে নাকি😑
আমরা সেনাবাহিনী চাইনা 😭 ( সেনাশাসন বলছি ভিক্টিম রোল প্লে করার জন্য যদিও সাংসদ, পরিষদসহ সব প্রশাসনিক দায়িত্ব পাহাড়িদের বাঙালিরা এসব অফিসে ঝাড়ুদাড়ের চাকরিও পায়না) সেনাবাহিনীর কারণে আমরা ভালমত চাঁদা বাজি করতে পারিনা, দেশে ইয়াবা আনতে পারিনা, ak47 দিয়ে খেলতে পারিনা।😭😭 ------ UPDF, UPDF (গণতান্ত্রিক) JSS, JSS (সংস্কার), মগ পার্টি, KNF
আপনি শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেছেন যে ছিল একটি স্বৈরশাসক... আবার শহীদ জিয়াউর রহমান, যে একটা দেশকে রক্ষা করেছে ধ্বসে পড়ার হাত থেকে... তার নামের আগে প্রেসিডেন্ট শব্দটি ব্যবহার করেন নাই। বহুৎ জ্ঞানের দরকার আপনার।
আমি বুঝিনা এই দেশের সবথেকে সুন্দর স্থান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এরা নাকি তাকে স্বাধীন করতে চাই এদের মাথায় গিলু আছে দুই থেকে তিন রাত একটা অপারেশন চালালেই তো পাহাড়িদের অস্তিত্ব থাকবে না সুতারং আমি বলি আমরা সবাই বাঙালি হয়ে বাঁচতে চাই 😢
Asun birodhita na kori eksathe shanti protistha kori birodhita korle niijer desher e khoti hobe. Post and comment section a kono pokkhe na hoye borong shanti protistar kotha share kori .Noito bairer desh sujokk nibe. Kono uskani mulok post na kori nijeder desh k nijer hate dhongso na kori
আমরা বাঙ্গালি হাজার হাজার বছর যাবৎ বাংলাদেশে বসবাস করি, আমরাই এ-ই দেশের একমাত্র আদিবাসী🇧🇩 চাকমাদের,উপজাতিদের,বর্মাদের,কুকি চিন দের। সেভেন সিস্টার্সে পাঠিয়ে দেওয়া হোক। আর দয়াকরে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবেননা। যদি করো সেনাবাহিনী ভাইদের বলবো৷ দ্রুত একশন নিয়ে, চরম শিক্ষা দেওয়া হোক উপজাতিদের🇧🇩🇧🇩
আগে অনেক এই চ্যানেলকে মনোযোগ দেখতাম ভালো মনে করতাম। নিজে পার্বত্য এলাকার বাসিন্দা হয়েও। এখন থেকে বয়কট করলাম। এখানে কয়েকটি বিষয় উগ্রবাদী পার্বত্য চট্টগ্রামের বিষয় আন্ডাজে না জেনে কথা বলা ঠিক নয়। এরকম কয়েকটি মানুষের জন্য পার্বত্য এলাকার সামপ্রদায়িকতা সৃষ্টি হয়। ছোটকাল থেকে আদিবাসীদের সাথে লেখাপড়া, চলছি ঘুরছি। আদিবাসীরা কি রকম তা আমি ভালো করে জানি। এখানে কোন আদিবাসীকে দেখিনি পাল্টা হামলা করতে। তারা নিজে হতাহত হওয়ার পরেও শান্তি সম্প্রীতি কথা বলে। বাংলাদেশ এখন চিন্তিত এ কথা বলেন নাই কেন ভারতের ৭ বোনের স্বাধীনতা উস্কে দিতে গিয়ে নিজে ৩ বোনকে হারাতে বসছে।
@ChakmaTutorial24, আচ্ছা একটা কথা বলুন তো? বাঙালিদের কাছে অস্ত্র আছে না পাহাড়িদের কাছে অস্ত্র আছে? আরেকটা ব্যাপার। নিজেদেরকে আদিবাসী কেন দাবি করেন? আপনারা যে সেভেন সিস্টার্স আর বার্মার আদিবাসী এটা তো স্বীকৃত সত্য। বাংলাদেশের নাগরিক হতে কি ভলো লাগে না? তাহলে যেখানে আদিনিবাস আপনাদের সেখানে গেলেই পারেন।
আপনি কয় বছর পাহাড়ে কাটিয়েছেন সেটা আমি জানিনা। তবে আমি প্রায় ১৫ বছর পাহাড়ে কাটিয়েছি। সেই অবজ্ঞতা থেকে বলছি, যারা সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত তারা আমাদের সাথে অনেক অন্যায় করে। এমন কি তারা সাধারণ পাহাড়িদের সাথেও খারাপ আচরণ করে। মারে, চাঁদা নেয়। তবে আমার অনেক পাহাড়ি বন্ধুই ভালো ছিল। এক সাথে আড্ডা দিতাম, খাবার খেতাম। শুধু শুকর আর নাপ্পি খেতাম না। পাহাড়ি সাধারণ জনগণ ও সন্ত্রাসীদের থেকে মুক্তি চায়।
একজন পাহাড়ি চাকমা বাসিন্দা হয়েও বলছি,আমরা বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই।কোন সংগাত চাই না।
❤❤❤🇧🇩❤❤❤
ধন্যবাদ
@@mbh.10 ঠিক ভাই,,,,আমরা সবাই বাংলাদেশি❤️❤️
আপনাকে ধন্যবাদ
ফেক চাকমা
হ্যা এভাবেই চলেন আসা করবো সামনে ভালো দিন আসবে। কিন্তু কেএনএফ দের নতুন মানচিত্র নতুন জাতীয় সংগীত একথা বলে না
স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে থাকতে চাই। কোন ধরনের বৈষম্য চাই না। পাহাড়ি বাঙালি সংঘাত যত দ্রুত সম্ভব চলে যাক। এভাবেই সুন্দর আমাদের বাংলাদেশ ❤
Amra o chai paharira same odhikar pak❤
i love you Pahari 😘
তুমি কি বাংলাদেশি ?
তোমার তো কোরিয়ানদের মতো দেখাচ্ছে
Jani na kno india ai chakma der keno Bangladesh rekhe dilo
@@mdshahariaremon10 boloder moto kotha bolos ken,,, tarao bangladeshi,,,
আমি একজন চাকমা, আমরা কখনও চাইনা যে পার্বত্য চট্টগ্রাম কে আলাদা একটা রাষ্ট্র করতে..আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে শান্তিতে থাকতে চাই। অনেকেই না যেনে আমাদের প্রতি ভূল ধারণা পোষণ করে রেখেছেন যে আমারা নাকি পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র করতে চাই কিন্তু তা আসলে ভূয়া খবর যা আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে... আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই অন্য কোন রাষ্ট্র নয়❤
ন্যায় অধিকার সবাই পাবে এ বিষয়ে সবাই একমত। তবে বিশৃঙ্খলা করে নয় আলোচনা করে সমাধান হতে পারে। একজন পাহাড়ি হয়ে বাংলাদেশের যেকোনো জায়গায় যেতে পারে বাস করতে পারে চাকরি করতে পারে ধর্মীয় উৎসব করতে পারে। কিন্তু আমি বাংলাদেশি হয়ে ও পার্বত্য চট্টগ্রামে যেতে ভয় পাই।
Apni hoytoba right kintu bakira ja korche ta ki thik bolen amrao bangladesher nagorik amra bangali amader odhikar kothao na khothao apnader che beshi tai na....
@@tanvir-wu2tz ঠিক আছে ভাই আপনাদের অধিকার সবচেয়ে বেশি.. তাহলে কিভাবে হয় যে এই দেশ সবার, সবার সমান অধিকার? আমরাও তো বাংলাদেশটাকে আপনাদের মতই ভালোবাসি তাহলে আমাদের কম অধিকার আর আপনাদের বেশি অধিকার..! i have nothing to say:-)
তাহলে তো আপনাদের উচিত সংবাদ সম্মেলন করে সেটা দেশকে জানিয়ে দেওয়া!
@@yahmed4274 কি জানাব? আমরা যখনই কোন কিছূর জন্য আবেদন বা আন্দোলন করি তখনই তো আমাদের সবাইকে সন্ত্রাসী খেতাব দেয়া হয় ভাই.. আপাতত বলব আমাদের আর কিছুই করার নেই এখন now we want only peace
আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ সব সত্য তথ্য উপস্থাপন করার জন্য।
Take love from Rangamati❤
আমরা কখনো বিচ্ছিন্ন হতে চাইনি! এটি গুটিকয়েক মানুষের চাওয়া মাত্র। পুরো পাহাড়ি জনগোষ্ঠী এর সাথে সম্পৃক্ত নয়। আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে চাই। আমরা বাংলাদেশী। আমরা সংঘাত চাইনা। শান্তি চাই
জি ভাই, আমার ও অনেক পাহাড়ি বন্ধু আছে। তাদের সাথে আমার এসব নিয়ে কোন কথাও পায় না সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে থাকি।
ওই তো একদল উস্কে দেয়।
আপনারা কেমন অধিকার চান সেটা একটু বলেন কাইন্ডলি।
সেনা হটানো অধিকার চান⁉️
এসব গুজব
@@arifinrahat8232 দেখুন দেশের ৯৯% মানুষ মনে করে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে। আমরা নাকি সেনা ক্যাম্পের বিরুদ্ধে যাতে আমরা দেশকে আলাদা করতে পারি। ব্যাপারটা সামান্য একটু চিন্তা করলেও হাস্যকর। কেননা পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা আকার আয়তনে খুবই ছোট। তার মধ্যে বেশিরভাগ এলাকায় দূর্গম পাহাড়। এমন ভৌগোলিক অবস্থান নিয়ে কিভাবে একটা আলাদা দেশ হবে বলুন!
হয়তো আপনারা জানেন না পাহাড়ে সবকিছুতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। যদিও পুলিশ ক্যাম্প আছে থানা আছে। আমাদের প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। বিশেষ ক্ষেত্রে সরকারের আদেশ বলে সেনাবাহিনী অথবা বিজিবি মোতায়েন করা হয়। কিন্তু পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনী কন্ট্রোল করে। গণতন্ত্রের কথা বললেও আদতে পাহাড়ে সেনাশাসন চলে। আমরা ওই সেনা শাসনের বিরুদ্ধেই কথা বলি। আমরা তো সসন্ত্রাসী নয়। জঙ্গিও নয়। তাহলে কেন আমাদেরকে সেনাবাহিনীর কব্জার মধ্যে থাকা লাগবে
একজন পাহাড়ি হয়ে ও বলছি,,, আমরা জুমল্যান্ড চাই না,, বাংলাদেশ আমাদের,, আমি বাংলাদেশী।
Vai apni ami shobai Bangladeshi!
Jati alada hotei pare desh toh ak!
❤ u vai
👍
❤
Valobasha ar shrodha roilo apnar and apnar familyr jonne
We need mutual understanding.
We want peace.
এই পার্বত্য চট্টগ্রামের মাটিতে বড় হয়ছি। আমার বাবা দীর্ঘ ২০ বছর এইখানে শিক্ষকতা করেছেন। ছোটবেলাই ওদের কোলে করেই দুনিয়া দেখেছি। ওরা আমাদের ভাই ।
সব মানুষ এক না ।আমরা একসাথে ছিলাম একসাথে থাকব।
পাহাড়ের বাণিজ্যকরণ ও রোহিঙ্গা অনুপ্রবেশের সমস্যার সমাধান চাই।
❤❤❤
আশা করি আপনি অন্য বাঙালিদেরকেও এটি বোঝাবেন যে আমরা কোন সন্ত্রাসী নয়।
@@usmarma9467 যতদিন না পাহাড়ের অধিবাসীরা এক হচ্ছে ততদিন এই circle of hate চলতেই থাকবে। অন্যান্য অঞ্চলের লোকেরা কি বলতেছে তাতে আমাদের কিছু যায় আসে না ।
পাহাড়ের সকল অধিবাসীদের একত্র হতে হবে। শুধু আন্দোলনে এই সমস্যার সমাধান সম্ভব না । মাথা ঠাণ্ডা করে যুক্তি বিচার করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া লাগবে।
একে অপরের বিরুদ্ধে নয় , বাংলাদেশী হিসেবে সবাইকে এক হতে হবে।
দুর্জন যদি রক্তের সম্পর্কীয় হয় তাহলেও সে পরিত্যাজ্য। আইনের বিরুদ্ধে অস্ত্রধারীরা কখনই জনগণের মধ্যে একতা চায়না। সে কুকি চিনই হোক কিংবা আরসা, দেশের বিরুদ্ধে যারাই দাঁড়াবে , তাদের রুখে দেয়া দেশের মানুষের দায়িত্ব।
পাহাড়ে law and order এর জন্য সেনাবাহিনীকে প্রয়োজন।
সেনাবাহীনির কাজ বাংলাদেশের মানুষকে রক্ষা করা । এক্ষেত্রে পাহাড়িরা তাদের দায়িত্বের বাইরে নয় । সুতরাং তাদের সাথে cooparation করতে হবে ।
@@usmarma9467আপনারা নন কিন্তু আপনাদের অন্যদেরইতো তৈরি JSS,UPDF,KNF....আপনাদের উচিত তাদের বর্জন করা।
@@usmarma9467 amra tomader mone kori na bhai,,, kinto kiso ase jara tomader ar amader khoti chai
আমি একজন পাহাড়ি। কোনো অশান্তি চাই না। আমরা বাংলাদেশী হিসেবে শান্তিতে বাঁচতে চাই। 🇧🇩
পুনরায় সেনাবাহিনীর সকল ক্যাম্পগুলো দ্রুত চালু করা উচিত পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে । আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের পরিচয়।
Setelar
😆😆😆😆
@@PriaotoshChakmacammo jongi
পাহাড়ের যদি শান্তি দেখতে চাই তাহলে সেনাবাহিনীর ক্যাম্প তুলে নেওয়া, সেনা ক্যাম্প না থাকলে বাঙালি রা পাহাড়ি দের কে ভয়ে থাকবে এমন হামলা আর চারাবে না, তখন হবে শান্ত
তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার। তাহলে সমতলের আমি কেন তোমার পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমি কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বারোইয়ারহাটে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কর্ডনে যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে।
তুমি পাহাড়ি, কিন্ত তুমি এদেশের যেকোন জায়গায় থাকতে পার, বাড়ি করতে পার। কিন্তু আমার পাহাড়ে থাকার অধিকার কেন তুমি মান না?
একমত ❤️❤️❤️
এত কাহিনি বলে লাভ নেই উদম কেলানি দিলে সব ঠিক হয়ে যাবে তাদের কে
বাঙালিরা তো হয় নি@@RajibAhammad-ye6oi
পাহাড়ী সন্ত্রাসীদের গ্রেফতার চাই!!!
দেশের সেনাবাহিনী ও বিজিবি বা প্রশাসন কেন পাহাড়কে ২০২৪ সালে এসেও নিজেদের ফুল দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারেনি জবাব চাই???
.....পাহাড়ে কোন শান্তি চুক্তির দরকার নাই।
পাহাড়ীরাতো বাংলাদেশের সীমানার বাইরের কেউ নয়, তারা তো বাংলাদেশী নাগরিক !!!
সো কাদের সাথে শান্তি চুক্তি করে স্বাধীন বাংলাদেশের চলতে হবে???
যেই বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশের শান্তি মিশনে কাজ করে যাচ্ছে সফলতার সাথে!
তারা কেন নিজের দেশেই শান্তি বজায় রাখতে পারছে না বা তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে না......এটা বাংলাদেশের জন্য লজ্জা+লজ্জা+ লজ্জা!!!!
বাংলাদেশের ভূখন্ডে যারা দেশের আইন বিরুদ্ধে কাজ করবে তাদেরকে স্বমূলে নির্মুল করতে হবে।
২০২৪ এসেও কেন দেশের পাহাড়ে সন্ত্রাসীরা দখলে রাখবে????
মহিউদ্দিন আহমদের 'পার্বত্য চট্টগ্রাম ' বইটি পড়ুন
সেটার কোনো চান্স নেই সম্ভবনা নেই আশংকা নেই সেই ঝুঁকিও নেই। ৯৯% পাহাড়ি বাংলাদেশের পক্ষে রয়েছে থাকবে
সেই ১%হচ্ছে ভারতীয় গদী মিডিয়া😂
@@mdfajlullahilkafi হ😂
I am from chattagram we r seperate from Bangladesh we love india
@@THEDON-r1sthen go to your country India
@@THEDON-r1stui JE indian 😂 seita agei jantam
সেনা প্রত্যাহার তো দূরের কথা আরো নতুন সেনা ক্যাম্প স্থাপন জরুরী ✊🇧🇩
হুম, নইলে এখানে বাঙালির অস্তিত্ব থাকবেনা।
আমি এখানকার বাসিন্দা।
Tahole aar konodin somadhan asbe naa. Orau aro sosostro hobe. Sara Bangladesh e jekhane army checkpoints naii, 1 kg lobon kinte permission lage na tahole Hill e keno ei rules thakbe bhai
সারা বাংলাদেশে এমন সন্ত্রাসী নাই।@@ninjanerd9139
বাংলাদেশের উচিত ছিলো আরও কয়েক শত বছর পাকিস্তানি শাসনামলে থাকা।
@@ninjanerd9139 সেনাবাহিনী ছাড়া পর্বত চট্টগ্রাম কেমন হবে একটু চিন্তা করুন। তারা সমতলে এসে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সেনাবাহিনী না থাকলে চট্টগ্রামের সমতলের বাসিন্দারাও শান্তিতে থাকতে পারবে না
আমি একজন বাংলাদেশী আমরা মন থেকে উপজাতিদের জন্য দোয়া করি। আমরা তাদেরকে অনেক ভালোবাসি। আর সেজন্যই আমাদের সকলের যেমন অধিকার তাদেরও বাংলাদেশের মাটিতে শ্যামলী অধিকার তারাও বাংলাদেশের নাগরিক। কিছু কুচক্র লোক নিজের স্বার্থের জন্য অপপ্রচার বেশি বেশি বলে বিশৃংখল সৃষ্টি করছে। আমাদের দেশটাকে অশান্তি করার জন্য। আল্লাহ আমাদের সকলের পাশে আছেন। তাইতো আল্লাহর রহমতে আমরা এখনো একজন একজনকে ভালোবাসি। পাহাড়ি মানুষগুলো তারা নিজেরাই জানে আমরা তাদেরকে কতটুকু ভালবাসি। আমরা সব সময় দোয়া করি তারা সচ্ছল থাকুক ভালো থাকুক। আমিন
Chottagram you are Wellcome to India… a strong united most civilised and rich in Culture and most powerful nation in the world now👍👍👍
😂😂😂😂😂
আগে তোদের সেভেন সিস্টার্স সামলা 😂😂😂
7 sisters you are welcome to join into China😂😂😂😂
বেশি বেশি বাঙ্গালীদেরকে বিশেষ করে যারা নদী ভাঙ্গনে জায়গা জমি হারিয়েছে তাদেরকে পাহাড়ের প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে, এবং ভিতরে বিভিন্ন জায়গায় আর্মিদের অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করতে হবে, তবেই এদের উশৃংখলা দমন করা বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব হবে ।
পাকিস্তানিরা ঠিকই এইভাবেই বাংগালী দের অত্যাচার করত।
আর্মি ক্যাম্পতো আছেই তবে অনেক কম কারণ শান্তি চুক্তিতে আর্মি ক্যাম্প প্রায় সবই উঠিয়ে নেয়ার কথা বলা হয়েছে।
এটাই শান্তির বাণি
@@warrior...c....w...তোমরা তোমাদের জায়গায় থাকো। যেখানে সরকারি জমি আছে, সেখানে যে কেউ দখল করতে পারবে
Kashmir er moto
উপজাতির সাথে আমরা বাংলাদেশীরা চলতে চাই কিন্তু আমাদের জায়গা দখল করে আমাদের সাথে যুদ্ধ করতে চাই এত বড় সাহস দিতে দেওয়া যাবে না
জুম্মার খিচুরি খেতে চাও পাহাড়ে চলে যাও
পার্বত্য চট্টগ্রামে তোমার বাব দাদার সম্পত্তি না । তোমার সাহস কই থেকে আসে এ-ই ভাবে বলা?
@@Palak-i8j পাকিস্তানও এই রকম মনে করতো বাংলা হচ্ছে তাদের বাঙ্গালীদের নয় ৷
দখল করার চেষ্টা করিস
এই পাগল, উপজাতি পাহাড়িরা তো বাংলাদেশি🇧🇩 ই। তুমি মন্তব্য করার আগে জেনে মন্তব্য করবা। বাঙালী আর উপজাতিগোষ্ঠী আলাদা জাতি। কিন্তুু সবাই বাংলাদেশি
আমরা বাংলাদেশের সাধারণ জনগণ মনে করি পাহাড়ে শান্তি চুক্তি বাতিল করা হোক, এবং আগের মতো সেনাক্যাম্প তৈরি করা হোক,
পাহাড়িরা সেনাশাসন চাইনা মূলত পাহাড়ের সেনাবাহিনীর ৯৯.৯৯% বাঙালি এবং তারা এখানকার সেটেলার বাঙালিদের অনেক বেশি সাপোর্ট দেয় ইতিহাস সাক্ষী তারা কোন দিন নিরপেক্ষ আচরন করে না এমন হলে কেমন হয় যেহেতু পাহাড়ে বিভিন্ন জাতির বসবাস সেহেতু সেখানে সকল সেনা সদস্য সব জাতি থেকে সমানুপাতিক ভাবে নিয়োগ করা হোক!
কি বলেন বাঙালি ভায়েরা যেহেতু আমরা সবাই বাংলাদেশী এইটা কি আপনারা মানতে রাজি আছেন???
করুন,, পাহাড়ি দের অস্ত্র, অর্থ,সেনা দিয়ে সবরকম সাহায্য করা হবে প্রতিরোধ গড়ে তোলার জন্য,,,
From INDIA
@@Parsen231 7 sister a help daya hoba 😊
Take love 🎉❤🎉
@@Nexttime12481 কে দেবে বাংলাদেশ? যে নিজে পাকিস্তান থেকে ammunation কেনে? যে নিজে imf ,world bank থেকে লোন নিচ্ছে?
@@Parsen231 আমাদের দেশের এত খবর রাখো তুমি। যাক এটাই ভালো লাগলো। অন্তত প্রতিবেশী দেশের জনগণ আমাদের দেশ নিয়ে এত খবর রাখে।এর থেকে ভালো আর কি হতে পারে।আরো অনেক কিছু জানতে পারবে একটু রিসার্চ করলে।
পাহাড়ে জমি কেনার ব্যবস্থা করা হউক।আমরা পাহাড়ে জমি কিনতে চাই
অসভ্য বর্বর আর কাকে বলে?
😂😂
আপনার আলোচনা অত্যন্ত বাস্তব সম্মত এবং সাপোর্ট করি সত্যি ভালো লাগছে। এরপরও যদি পাহাড়িরা চাই যে তারা আলাদা হতে চাই। সেনাবাহিনী প্রত্যাখান করতে চাই। বোকামি ছাড়া আর কিছু না।যত দ্রুত সম্ভব সেনাবাহিনী সে আগের জায়গায় অবস্থান করানো হোক সেনাবাহিনী বৃদ্ধি করা হোক।
এই চ্যানেলটির জন্মলগ্ন থেকে আমি আছি, বিষেশ করে আমি বার বার বলছি উপস্থাপন আকাশ ভাইকে দেখতে, দুঃখের বিষয় এখোনো দেখতে পারিনি
😢
Vai apni (PC Builder Bangladesh) youtube chanel a deken. Oni okhane theke new pc build korar somoy nijer face dekaice
😂
@@rezoanislam4701
Ei Channel er admin er
Nam ki...??
ধন্যবাদ, সাঠিক খবর প্রচারের জন্য।
উপকূলীয় জেলাগুলোতে বাংলাদেশি মুসলমানদের অবস্থান আরো জোরালো করা দরকার
আমি চট্টগ্রাম জুমলেন্ড হোক
Keep dreaming 👍😇@@saddammondal5461
Heda vainnga dimo@@saddammondal5461
@@saddammondal5461নাকি ভারতীয় কুওা 😂😂😂
@@saddammondal5461 tore matir niceo jaiga debo na pore falbo daireckt
ধন্যবাদ খবরটা খুব সুন্দর সাজানো হয়েছে
বাংলাদেশের ১ ইঞ্চি মাটি ও কোন অবস্থায় বাংলাদেশের জনগণ ছেড়ে দেবে না। তৌহিদী জনতা নিজের জীবন দিয়ে হলেও আমরা তৈরি আছি নিজের দেশকে রক্ষা করার জন্য
বেশি সপ্ন দেখলে সপ্নদোষ হয়ে যাবে😅😅
আমার প্রায়ই ১৫ জন চাকমা বন্ধু আছে এই ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে আমার তাঁরা দাবি যে তাঁরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে খুবই হতাশ। তাদের এমন এলাকায় বসবাস করে তাদের আশেপাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই।চার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এমন এমন এলাকা আছে বিদ্যুৎ তো দূরের কথা কিভাবে ব্যবহার করে তাও জানেন না। বিশুদ্ধ পানি সব চেয়ে বড় কষ্টের কারণ।। যেহেতু এক সাথে কাজ করি। তাই বিভিন্ন ভাবে জানতে চাই তাঁরা কি আসলেই আলাদা হতে চান বাংলাদেশ থেকে।১০ জনের মধ্যে ৬ জন বলেছেন না। তাদের দাবি সরকার যদি এই জিনিস খেয়াল করে আমাদের দুঃখ বুঝে কখনই না।বাকিরা বলেছেন স্বায়ত্তশাসন চাই। এখানে বুঝতে পারলাম আসলে তাঁরা দেশ ভাগের বিরুদ্ধে। অনেক পাহাড়ি ভাই এই সব চাঁদাবাজি বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারেন না।আর এক টা জিনিস খেয়াল করলাম তাঁরা যখন কথা বলে নিজেদের ভাষায় কথা বলে। বোঝার উপায় নেই তাঁরা কি বলে নিজেদের মধ্যে।
সব অধিকার চাইতে পারেন কিন্তু বাংলাদেশকে ভাগ করার চিন্তা ও করোনা,এটা খমার অযোগ্য,
ভাগ করার ওরা কে?@@Sakander-zd1ys
Independent chattogram chai
@@sukumarsamanta1583independent Manipur chai
সরকারিভাবে সহায়তা না করলে ওরা না খেয়ে মারা যাবে। পার্বত্য অঞ্চল বাংলাদেশের সরকারের জন্য বোঝা স্বরূপ।
সরকার সড়ক উন্নয়ন জনপদ উন্নয়ন করলে ওরা প্রাকৃতিক পরিবেশ নিয়ে আন্দোলন করে। সেনাবাহিনীর সড়ক উন্নয়নের জন্য কাজ করলে বলে ওরা প্রকৃতিকে ধ্বংস করার জন্য আসছে।
সড়ক উন্নয়নের মাধ্যমে আমাদের জীবনমান পরিবর্তন হবে ওরা এটা বুঝে না।
ওরা জংলি জঙ্গলে থাকতে চায়।
পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হলে এখানে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি দরকার।
যে যায় বলুক কথা গুলো ভালো লাগলো, কথা গুলো সব সত্য, শুনতে একটু খারাপ লাগলেও। তবে আমরা আলাদা রাষ্ট্র চাইনি কখনো সেটা ধারণা।
পাহাড়ী গোষ্ঠীরা যদি বাংলাদেশের মানুষের সাথে তাল মিলিয়ে চলতে না চায় তাহলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি? যেহেতু বাংলাদেশী জনগণ হিসেবে অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে মতামতের ভিত্তিতে অধিকার প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করা বাধ্যতামূলক পাহাড়ী নৃগোষ্ঠীদের।
Free chattogram
তোদের মুসলিমদের শাস্তি চাই
হা হা হা হা একজন চাকমা আদিবাস হিসাবে বলছি আমরা চট্টগ্রাম কে আজাদ করে ভারতের সাথে খুলা মনে এক হতে চাই
@@sujansarkar8677free seven sisters ❤
@@sujansarkar8677তোর হাসিনা আম্মাজান এতদিন কি করছে ফ্রি করতে পারেনিশান্তি চুক্তিতে হাসিনা করছিল কেন শান্তি আনতে পারেনিআলাদা কিসের রাজ্য এটা এটা বাঙালি নৃগোষ্ঠীর দেশমাত্র 200 থেকে 300 বছর আগে এই দেশে এসে আর এখন বলবা নিজেরা এদেশের মালিকছুটিয়া লাল করে দেওয়া হবে
দেশ ভাগ করে স্বাধীনতা চাই না, দেশবাসী হিসেবে অধিকার চাই।
বিচ্ছিন্নতাবাদী হতে চাই না, সম্পৃক্ত হতে চাই।
নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা ও পরিচয়ের ভিত্তিতে রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।
সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে।
বাঙালিদের বিরুদ্ধে না, অবৈধ সেটেলমেন্টের বিরুদ্ধে।
অবৈধ সেটেলমেন্ট কারা করেছে???
বাঙালীরা ৪/৫ হাজার বছর ধরে এখানে থেকে টাকা দিয়ে জমি কিনে থাকছে তারা?
নাকি ভারত ও বার্মা থেকে এসে ফ্রী তে সরকারি পাহাড় দখল করে বসতি করে আসছে তারা???
তোমরা জুম্মল্যান্ডের স্বপ্ন দেখে অস্ত্র ধরবা। সমতল থেকে অপহরণ করবা। আর সেনাবাহিনী মুক্ত পাহাড় চাইবা। তাও বাংলাদেশী দাবী করে? হাউ ফানি।
Salarpot put torai settler. Tura caile bd er jekono jaigai bas kor, pbm koi ? ar Army thakle keno eto jala? Dakati, Khun, Desh birudhi kormokando kora jai na bole ? Cur e kokono police ke pocondo kore na, thik temni tura o Army ke noi
আমরাও চাই সবাই সবার অধিকার পাক
@@umme.kulsum.Smritytahole Jara bole je paharira zoomland sai aladha Des chai..bole gujob sorale apni kno chup taken ..jobab den Be honest ok😊
আমরা রেডি আছি দেশ রক্ষার জন্য
বাড়াবাড়ি করলে পাহাড়িদের ছাড় দেওয়া হবে না। সার্বভৌমত্বের প্রশ্নে ওদের পুঁতে ফেলা হবে।
ধন্যবাদ সঠিক তথ্য বলার জন্য❤
জুমল্যান্ড হতে দেওয়া যাবে না, পাহাড়ে শান্তি দরকার।।।
আমাদের রক্ত থাকতে তা কিভাবে সম্ভব।
জুম্মা ল্যাণ্ড চাই❤
Sadhin Chotrogram Hobe ❤.
Jhumland Hobe 💙
@@sanjibsanjib8485স্বপ্ন দেখতে থাক
@@BOLODSHIKARI69স্বপ্ন দেখতে থাকো
পাহাড়িদেরকে বলছি,
আপনারা এই দেশের নাগরিক!
আপনারা ইন্ডিয়ার raw এর ফাঁদে পা দিয়েন না,
এতে আপনারাই বেশি সমস্যাই পড়বেন 😐
আমি ত্রিপুরায় থাকি।তোদের বাংলাদেশের যে সংখ্যক পাহাড়ি জনগোষ্ঠী বসবাস করে তার চেয়ে 20 গুণ বেশি পাহাড়ি ভারতে বসবাস করে।আমাদের এখানে পাহাড়িদের মন্দির ভাঙ্গা হয় না।পারিনা নিজেদের মতন ইচ্ছামতো।এইসব আজেবাজে বকে পাহাড়ের বেকুব বানাবেন না।আমি চাই বাংলাদেশের পাহাড়িরা তাদের অধিকার ছিনিয়ে নেওয়া উচিত বাংলাদেশ থেকে।
বাংলাদেশ এর সাথেও থাকলে এইভাবে ই মরতে হইবো
গুজবে কান দিও না
Vaii ai Kotha boila lavb naii Amra sobai ek ❤❤
অন্যের দেশ সেভেন সিস্টার নিয়ে এতদিন লাফা লাফি করলেন। এখন নিজের দেশের অবস্থা একই। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেননা।
বিভাজন সমাধান নয় প্রয়োজন বৈষম্যের অবসান। এখেত্রে সকলের আন্তরিক হওয়া প্রয়োজন।
বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যেই ছোট ছোট প্রদেশ বা অঞ্চল থাকে। আর এই অঞ্চল ভেদে সেখানকার সংস্কৃতি এবং ভাষাও আলাদা হয়ে থাকে। আর এই ব্যবস্থা প্রতিটা দেশেই বিদ্যমান।
ঠিক সেই রকমই আমাদের বাংলাদেশেও বিভিন্ন অঞ্চল রয়েছে। আর সেগুলো বিভিন্ন বিভাগ কিংবা জেলা হিসেবে স্বীকৃত। এজন্যই খেয়াল করবেন, আমাদের দেশে বিভিন্ন জেলার মানুষের আচার-আচরণ, সংস্কৃতি এবং ভাষাগত তারতম্যও আছে। সব মিলিয়ে একটা দেশ গঠিত হয়।
একটি দেশ মানে শুধু ছোট একটি অঞ্চল এটা কখনোই হয় না। ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রাম কিংবা কক্সবাজার বা বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাসরত উপজাতি বা যে ভাষাই আপনি ব্যবহার করেন না কেন, তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর অর্থ এই নয় যে ভাষা, সংস্কৃতি, ধর্ম বা বর্ণ যেকোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা একটি রাষ্ট্র গঠন করতে হবে। তাহলে তো এই বিশ্বে দেশের সংখ্যা আর কয়েকশো এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হয়তো বা কয়েক কোটি ছাড়িয়ে যাবে।
ভাবুন তো এই ছোট একটি পৃথিবীতে যদি কয়েক কোটি দেশ হয় সেটা কতটা যৌক্তিক?
ভিডিওতে বলা ইতিহাস থেকে অন্তত এটুকু তো বোঝা গেল যে, বাংলাদেশে বসবাসরত বাঙালিরা প্রায় "চার হাজার বছর" আগে থেকেই এখানে বসবাস করে। তাই তারা বাংলাদেশের প্রকৃত আদিবাসী। আর যারা নিজেদেরকে আদিবাসী বলে স্বীকৃতি পেতে চাইছেন, তাদের ইতিহাস মাত্র "কয়েকশো বছর আগের" এবং তাদের পূর্বপুরুষ মঙ্গোলিয়া বা অন্য কোন রাষ্ট্র থেকে এসেছেন বলে জানা যায়। এরপরেও তারা নিজেদেরকে আদিবাসী বলাটাও কি যৌক্তিক?
তবে যত কথাই বলেন না কেনো, "কে আদিবাসী আর কে বাঙালি!" এই পার্থক্য নয়; স্বাধীন একটি দেশের মানচিত্রের ভেতরে দীর্ঘদিন ধরে যারাই বসবাস করে আসছেন। তারা সেই দেশেরই নাগরিক এবং তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে সেই দেশে নাগরিক হিসেবে বেঁচে থাকার। অধিকারের লড়াইটা হতে পারে, এটা যৌক্তিক।
তাই আর লড়াই ঝগড়া নয়। আসুন, সকলে মিলেমিশে বসবাস করি। মানুষ হিসেবে একে অপরকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করি। দিন শেষে এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়।
তারা যদি চট্টগ্রামকে আলাদা করে, তাহলে ভারত তাদের স্বাধীনতা কেড়ে নেবে। লিখে নিতে পারেন
আমরা মানলেই তো তাদের হতো।প্রয়োজন সারা বাংলা এক হবো এবং এদের বিরুদ্ধে প্রতিহত করবো।
চাকমারা হয় ভারতের সাথে যাবে না হয় মায়ানমার সাথে যাবে লিখে নেন
@mdsamiulhaqপুন্দায়া দিম স্বাধীনতা উইড়া আইসা জুইরা ইসরায়েল এর মত তাইলে শরিরে রক্ত থাকতে না ue3781
তারা নিজেই ভারতের সাথে যোগ দেবে। কারণ পাহার বেশিরভাগ সমতলের উপর নির্ভর।
একটা মুসলিম দেশের অধীনতা ভালো না অসংখ্য জনজাতি আদিবাদের বাসভূমি ভারতের সাথে যাওয়া ভালো?
পার্বত্য চট্টগ্রামের আরো সেনা ক্যাম্প বানানো হক।
এসব উপজাতিদের বার্মা ফেরত পাঠানো হক
এই ভিডিওটা ইংলিশে করার অনুরোধ করছি...ভারতীয়রা ইংলিশে গুজব ছড়াচ্ছে আন্তর্জাতিক মহলে...
কোন লাভ নাই
Thik
Madhrsa e ki English sikai 😂
@@asimpatra2454কিসের মধ্যে কি আনলি মাল্লু?গোবর খাওয়া কমিয়ে দে
@@asimpatra2454 ashromer moto gobor khawa shekhay na
আমরা বাঙালি বা পাহাড়ি নই, আমরা বাংলাদেশী। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
ভারতের ষড়যন্ত্র
হাগা হয়নি কেন ভারতের ষড়যন্ত্র ,ভাই তোদের কী মনেহয় ভারতের কী আর কোনো কাজনেই সারাদিন তোদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ভারত যদি চাই তাহলে তোদের স্বাধীনতার সময় নিয়ে নিতে পারতো😂,
হেডারপুত
মণিপুরে তবে বাংলাদেশী দের ষড়যন্ত্র
haa akdom , bangladeshb vagg hobe allah balla kichu korte parbe na
@flameagni4170 আলাদা তো হবেই
বাংলাদেশে অন্য দেশের নাগরিককে যেভাবে সম্মান দিয়ে নাগরিকত্ব দেয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে আর কোন দেশে এরকম নজির নেই।
Let me be blunt here, they got some rights restricted from the birth of our country Bangladesh, so they have some inferiority complex and they feel different from rest of the Bangladeshis. Sheikh Mujib did injustice to all Bangladeshis during his government, which included this group of people by claiming them to be bangali, they are not bangali, rather they are Bangladeshi. Now, coming to the next point, are they indigenous people? No, Bengalis are the indigenous people, they are tribal people. Because, the language, heritage, culture and anthropology of Bengalis are more than 5,000 years old. But, does this make the tribals different than other Bangladeshis? No. They are also Bangladeshi, every single citizens living in the country has a right to live in peace, harmony, and equality.
Bengalis shouldn’t treat them differently, also tribal people should follow the country’ law and order and treat Bengalis with respect to become inclusive.
@@marvelfan2880only some people like us try to know the truth while the rest of the people go through the motions..
well said
Osanti Bangladesh, frustrated Bangladeshis
কি কেন কি ভাবে সব সময়ই যোগ উপযোগী ভিডিও তৈরি করে। ধন্যবাদ
চট্টগ্রাম এর স্বাধীনতা অর্জনের জন্য ভারতের সাহায্য করতে এগিয়ে আসতে হবে
Look after Manipur first. 😂😂
India tomader songe ache
মনিপুর তো সামলে নেবে, কিন্তু চট্টগ্রাম স্বাধীন হবেই ইনশাআল্লাহ
এখানে চট্টগ্রামের কথা বলা হয়নি শুধু পার্বত্য চট্টগ্রামের কথা বলা হয়েছে
@@silencebd MASTER DAR CHATGA PROMAN HOLO...
ধন্যবাদ ভাই আপনাকে সংবাদ পরিচালনা
আমরা স্বাধীন চট্টগ্রাম চাই। এবং এটাই আমাদের দাবি। চট্টগ্রাম থেকে বলছি।
In your dream
Onek sundor ek ti bisoy tule dhorar jonno dhonnobad
আমরা বাঙ্গালী আমরা শান্তি চাই
Alhamdulillah 😂😂😂 Mohan nobi Netin yeahu khub vlo korce 😂😂😂 israil ❤❤❤
@@kousiksikdar2376 কি বলো এটা
অবশেষে এই চ্যানেলও সেটেলার চ্যানেলে পরিণত হল
পাহাড়ে উপজাতি আছে 18 লাখ। এর মধ্যে থেকে 10 লাখ উপজাতি যদি পাহাড় থেকে অন্যত্র স্থানান্তর করা যায়, তাহলে এমনিতেই এই সমস্যা সমাধান হয়ে যাবে
পাহাড়ের মোট জনসংখ্যা ১৮.৫লাখ।এর মধ্যে পাহাড়ি৯.২৩ লাখ।আর বাঙালি ৯.২৭লাখ।
সহমত..এমনেও ওদের রেখে লাভ নাই ওদের কারণে আমরা পাহাড়ে যেতে পাড়ি না,ওদের কারণে সেনাবাহিনী জন্গী মুক্ত করতে পারছেনা,
পাহাড়ীদের ভাষানচরে পাঠানো হওক
ইনশাআল্লাহ একদিন চট্টগ্রামের স্বাধীনতা লাভ হবে
ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য
আমাদের মেধাবীদের পাঠানো হোক শান্তি আনার জন্য,,,
স্বাধীনতা চাই না,
অধিকার চাই।
বিচ্ছিন্নতাবাধী হতে চাই না,
সম্পৃক্ত হতে চাই।
সেনাবাহিনীর বিরুদ্ধে না,
সেনাশাসনের বিরুদ্ধে।
বাঙালিদের বিরুদ্ধে না,
অবৈধ সেটেলমেন্টের বিরুদ্ধে।
-সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন।
😂😂
সহমত
সহমত
অবৈধ কিভাবে হল। প্রতিটি বাংলাদেশীর যেকোন জায়গাতে থাকার অধিকার আছে
@@sincereman6939 আপনার জমি কেড়ে নিয়ে সেই জমিতে অন্য পরিবার বসিয়ে দিলে আপনি মানবেন?
ধন্যবাদ ভাই আপনাকে সঠিক তথ্য তুলে ধরার জন্য
পার্বত্যজেলা শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে। আমরা আদিবাসী সাংবিধানিক অধিকার চাই।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটা নিজস্ব সার্বভৌম এলাকা এর এক ইঞ্চি মাটিও কাউকে আলাদা করতে দেয়া হবে না। যারা স্বাধীন হবার নাম করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের ধরে ফাঁসি দিতে হবে।
তারাও সমান অধিকার পাবে, কিন্তু চট্টগ্রাম কে আলাদা করে নয়। শত হলেও তোমরা কিন্তু এই বাংলার বংশোদ্ভূত কেও নও। গুটি কয়েক উপজাতির জন্য কি চট্টগ্রাম কে আলাদা করে ফেলবে নাকি😑
Yes,political সায়েন্স পর গরু
@@rajibbhowmik6912 tui por besi kore
অবাঙালি অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম কি দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের অংশ হতে চেয়েছিল জেনে বুঝে?
@@_aidid মুর্শিদাবাদ, মালদহ, করিমগঞ্জ ওরাওতো পাকিস্তানে যেতে চেয়েছিল। কে জানতো এমন হবে! সবই বাস্তবতা। কাশ্মীরি সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা পাকিস্তানই চেয়েছিল। কিন্তু রাজনীতির খেল উলটে গেল!
Excellent explanation 👌
Thank you very much😊😊😊
এবার চট্টগ্রাম অবশ্যই স্বাধীন হবে😊😊😊
Bhai detail me batayega bro mughe ho kya rha h ??
মনিপুর স্বাধীন হবে
চট্টগ্রাম কে 7 sisters এর সাথে যুক্ত করতে হবে 🇮🇳✊
@@ImranmobarakKangludeshi 🇧🇩🏳️🌈
@@AritraKathamporajito poshchim banglaaaaaaa😂
পাহাড়ের সেনাবাহিনীর বৃদ্ধি করা উচিত বাংলাদেশের পাহাড়ি ভূমির এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী অতিরিক্ত ক্যাম জরুরী বৃদ্ধি বাড়ার দরকার ইনশাআল্লাহ
জিয়াউর রহমানকে দরকার ছিল 😢
বাংলাদেশে হামাসের মত একটা সৈনিক দরকার
সব বাংলাদেশ ভুক্ত। এটা আমাদের মানতে হবে। তাতেই পূর্ণ শান্তি।
ভাই পাহাড়িরা যে উপজাতি তার একটি পূর্ণাঙ্গ ভিডিও দেন।
শরীর এ একবিন্দু রক্ত থাকতে দেশের এক অংশ মাটি ছারবো না
আমেরিকা কিন্তু তোমাদের একটা দ্বীপ দখল করেছে।
ভাই এইভাবে নিয়মিত নতুন আলোচিত বিষয়ের উপর ভিডিও দিতে থাকবেন আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে ❤❤ আল্লাহ আপনার জ্ঞান কে আরো বৃদ্ধি করুক ❤
দেশদ্রোহী দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি 🙏🙏🙏
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন ছুম্মা আমিন।
দরকার হলে আরও কয়েকবার যু/দ্ধ করবো, তবুও জুম্মল্যান্ড হতে দিবো না ইনশাআল্লাহ। এই দেশ বাঙ্গালীর ✊❤️
পাহাড়িদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা এবং অস্ত্র পাওয়া গেলে আইনের আওতায় আনা উচিত।
ওরা উপজাতি, আদিবাসী নয়।
আদি বাসিন্দা ওরা উপজাতি। আবার কি
আরবীয়রা উপজাতি
পাহাড়িরা আদিবাসী
আমরা আদিবাসী উপজাতি নয়,,,আমাদের নিজ ভাষা, বর্নমালা সংস্কৃতি আছে।আর আমরা কখনো আলাদা রাষ্ট্র চাই না। আমরা বাংলাদেশি হিসেবে থাকতে চায়,,, বাংগালী হয়ে নয়।
Muslim দেশ এ এটা সম্ভব নয়
@@Limabeans77 ইয়াবা ল্যন্ড
আমি প্রথম কমেন্ট ক্বারি। কে কে দেখছেন লাইক দিন৷ ধন্যবাদ ❤
আমরা সেনাবাহিনী চাইনা 😭
( সেনাশাসন বলছি ভিক্টিম রোল প্লে করার জন্য যদিও সাংসদ, পরিষদসহ সব প্রশাসনিক দায়িত্ব পাহাড়িদের বাঙালিরা এসব অফিসে ঝাড়ুদাড়ের চাকরিও পায়না)
সেনাবাহিনীর কারণে আমরা ভালমত চাঁদা বাজি করতে পারিনা, দেশে ইয়াবা আনতে পারিনা, ak47 দিয়ে খেলতে পারিনা।😭😭
------ UPDF, UPDF (গণতান্ত্রিক) JSS, JSS (সংস্কার), মগ পার্টি, KNF
আপনি শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেছেন যে ছিল একটি স্বৈরশাসক... আবার শহীদ জিয়াউর রহমান, যে একটা দেশকে রক্ষা করেছে ধ্বসে পড়ার হাত থেকে... তার নামের আগে প্রেসিডেন্ট শব্দটি ব্যবহার করেন নাই। বহুৎ জ্ঞানের দরকার আপনার।
@@neutralperspectives1115 বর্তমানে ইউনুস সরকারও স্বৈরশাসক এটা ভুলে যাবেন না ৷
@@neutralperspectives1115 বাংলাদেশ আঃলীগ পাকিস্তানের আমলের রাজনৈতিক দল আর আপনি বলছেন স্বৈরশাসক ? নিশ্চয় আপনি রাজাকারের বংশধর
আমি বুঝিনা এই দেশের সবথেকে সুন্দর স্থান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এরা নাকি তাকে স্বাধীন করতে চাই
এদের মাথায় গিলু আছে দুই থেকে তিন রাত একটা অপারেশন চালালেই তো পাহাড়িদের অস্তিত্ব থাকবে না
সুতারং আমি বলি আমরা সবাই বাঙালি হয়ে বাঁচতে চাই 😢
Asun birodhita na kori eksathe shanti protistha kori birodhita korle niijer desher e khoti hobe. Post and comment section a kono pokkhe na hoye borong shanti protistar kotha share kori .Noito bairer desh sujokk nibe. Kono uskani mulok post na kori nijeder desh k nijer hate dhongso na kori
আপনার মাথা ঠিক আছে ভাই দুই-তিন দিন না তিন বছরে পারবেন কিনা সন্দেহ এখানে অনেক শক্তিশালী এরা
দিনশেষে আমরা বাঙালি ও আমরা মানুষ
সবাই মিলে মিশে থাকতে চাই
একজন পাহাড়ি চাকমা আদিবাসী হয়ে বলতেছি আমরা কখনো জুমল্যন্ড চাইনা আলাদা রাস্ট্র চাইনা।
পাহাড়িদের মায়া কান্নায় কেউ বিভ্রান্ত হবেন না ।
এরা বাংলাদেশের ভূখণ্ডকে আলাদা করতে চায়।
দেশের সার্বভৌমত্ব নিয়ে একবিন্দু ছাড় নয়।
পাহাড় নিয়ে আমার কত কত সুখ আনন্দ, সমুদ্রের চেয়ে পাহাড় আমার প্রিয়। অথচ এখন পাহাড়িদের নিয়ে যে হট্টগোল চলছে এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। তার কারণ যদি বলি প্রথমত পাহাড়ি জনগুষ্টিরা তারা নিজেদের বাঙালী দাবি করেনা, এরা আমাদের বাঙালী মনে করে! অথচ এদের মুদ্রা আমাদের টাকাই, আমাদের পা পড়াতেই এদের জীবনের মান উন্নত হয়েছে! মজার ব্যাপার হচ্ছে আমরা যখন পাহাড়ে যাই তখন তারা আমাদের দেখে ভাবে আমরা বৈদাশী! এদের মধ্যে যারা ২৫-৩০ এর মধ্যে এসব ছেলেপুলেদের দেখলে একটু ভয়ংকর লাগে, এদের কথাবার্তার ধরন আপনি কখনোই আমাদের মত নরমাল বন্ধুসূলভ মনে হবেনা।
এরপর আসেন পাহাড় অঞ্চলে আমরা যারা ভ্রমণে যাই, তখন সেনাবাহিনীর প্রোটোকল লাগে! কেন লাগে জানেন? ওই যে ওরা আমাদের থেকে ভয়ংকর জাতি। এবার ভাবুন এরা নিজেদের কেন বাঙালী দাবি করেনা এবং আমাদের ভাবে বাঙালী ওরা হলো পাহাড়ের বাঘ। যারা সাজেক গেছে তারা বলতে পারবে দীঘিনালায় গিয়ে রোদের মধ্যে দাড়িয়ে থাকতে হয়, কেন জানেন? খাগড়াছড়ি থেকে যত গাড়ি সাজেকের উদ্দেশ্য যায়, তখন মাঝে পড়ে দীঘিনা, সেখানে বড় একটা মাঠ আছে সেখানে গিয়ে সব গাড়ি গিয়ে থামে এরপর দশটা বা এগারোটা নাগাদ সেনাবাহিনীর ট্রহল দিয়ে সেসব গাড়িকে সাজেকের উদ্দেশ্য ছাড়ে!
যারা রুমা উপজেলার বগালেক এবং কেওক্রাডং গিয়েছে তারা বলতে পারবে কতবার এন্ট্রির জন্য সেনাবাহিনীর চেকপোস্টে নিজের ছবি এন আইডি জমা দিতে হয়। তাহলে ভাবুন এরা আমাদের জন্য কতটা ঝুকিপূর্ণ তবুও এসব নিয়ে কখনো বাঙালীরা প্রতিবাদ করেনি।।।
আজ যখন ওদের সাথে বাঙালীদের ঝামেলা হলো তখন অনেকেই না বুঝে মায়া কান্না আবেগ দেখাচ্ছে, বাস্তবতা পুরোটাই ভিন্ন। তাই এসব থেকে নিজেদের বাহিরে এনে পাহাড় প্রকৃতি আমাদের রক্ষা করতে হবে, নইতো আগামীতে আমাদের জন্য হারাম হবে প্রিয় পাহাড়ের অপার সৌন্দর্য।
©
আরে ভাই আমরা সেভেন সিস্টার চাই
চট্টগ্রাম আলাদা হলে হোক👍👍👍👍
ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য পাহাড়ে শাস্তি নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর কেম্প বাড়াতে হবে ও পাহাড়ি সন্ত্রাসীদের নির্মূল করতে হবে।
আমাদের মুসলমানদের এক হতে হবে। পাহাড়ি উপজাতিরা কিন্তু এক হচ্ছে। আমাদের কেও এক হতে হবে
আরে সমস্যা নাই আমরা ১৭ কোটি ওরা ৪ লাখ 😅😅
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাদের ঘরবাডী নেই তাদেরকে পাহাডে ঘরবাডী সেখানে নিমার্ণ করে তাদের সেখানে বাসস্থানের ব্যবস্থা করা আমার মতে সেটা ভাল হয়
😮😮
এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটি কেউ আলাদা করতে পারবে না।
বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে ওইখানে বসত করার জায়গা করে দিন
Dr. Zakir naik k Niye video Banan.
jongi k niye🤪🤪😆😆
@@dur7086 mo
এরা বাংলাদেশি নয়,এরা ইন্ডিয়ার এজেন্ট।
সাংবাদিক ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন
আমরা বাঙ্গালি হাজার হাজার বছর যাবৎ বাংলাদেশে বসবাস করি, আমরাই এ-ই দেশের একমাত্র আদিবাসী🇧🇩 চাকমাদের,উপজাতিদের,বর্মাদের,কুকি চিন দের। সেভেন সিস্টার্সে পাঠিয়ে দেওয়া হোক। আর দয়াকরে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবেননা।
যদি করো সেনাবাহিনী ভাইদের বলবো৷ দ্রুত একশন নিয়ে, চরম শিক্ষা দেওয়া হোক উপজাতিদের🇧🇩🇧🇩
Mushlim ra Arab er lok.. Dhormo change tai.. Apnara r Bengali noi.
পাহাড়ের স্বাধীনতা যুদ্ধ সশস্ত্র ও অপ্রতিরোধ্য হোক।
আগে অনেক এই চ্যানেলকে মনোযোগ দেখতাম ভালো মনে করতাম।
নিজে পার্বত্য এলাকার বাসিন্দা হয়েও। এখন থেকে বয়কট করলাম।
এখানে কয়েকটি বিষয় উগ্রবাদী
পার্বত্য চট্টগ্রামের বিষয় আন্ডাজে না জেনে কথা বলা ঠিক নয়।
এরকম কয়েকটি মানুষের জন্য পার্বত্য এলাকার সামপ্রদায়িকতা সৃষ্টি হয়। ছোটকাল থেকে আদিবাসীদের সাথে লেখাপড়া, চলছি ঘুরছি। আদিবাসীরা কি রকম তা আমি ভালো করে জানি।
এখানে কোন আদিবাসীকে দেখিনি পাল্টা হামলা করতে। তারা নিজে হতাহত হওয়ার পরেও শান্তি সম্প্রীতি কথা বলে।
বাংলাদেশ এখন চিন্তিত এ কথা বলেন নাই কেন
ভারতের ৭ বোনের স্বাধীনতা উস্কে দিতে গিয়ে নিজে ৩ বোনকে হারাতে বসছে।
পারবে না কারন নিত জেলা 3 জাগা আর সেনা বাহিনী অভিজান করলে 10 মিনিট টিকতে পারবে না
@ChakmaTutorial24, আচ্ছা একটা কথা বলুন তো? বাঙালিদের কাছে অস্ত্র আছে না পাহাড়িদের কাছে অস্ত্র আছে?
আরেকটা ব্যাপার। নিজেদেরকে আদিবাসী কেন দাবি করেন? আপনারা যে সেভেন সিস্টার্স আর বার্মার আদিবাসী এটা তো স্বীকৃত সত্য। বাংলাদেশের নাগরিক হতে কি ভলো লাগে না? তাহলে যেখানে আদিনিবাস আপনাদের সেখানে গেলেই পারেন।
আপনি কয় বছর পাহাড়ে কাটিয়েছেন সেটা আমি জানিনা। তবে আমি প্রায় ১৫ বছর পাহাড়ে কাটিয়েছি। সেই অবজ্ঞতা থেকে বলছি, যারা সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত তারা আমাদের সাথে অনেক অন্যায় করে। এমন কি তারা সাধারণ পাহাড়িদের সাথেও খারাপ আচরণ করে। মারে, চাঁদা নেয়। তবে আমার অনেক পাহাড়ি বন্ধুই ভালো ছিল। এক সাথে আড্ডা দিতাম, খাবার খেতাম। শুধু শুকর আর নাপ্পি খেতাম না। পাহাড়ি সাধারণ জনগণ ও সন্ত্রাসীদের থেকে মুক্তি চায়।
@@afsanaaktar4732 ইতিহাজ পড়েন তাহলে বুঝবেন কেন পাহাড়ে অস্ত্র হাতে নিতে হয়েছে।
@@shorabsojibsojib9378❤❤❤
স্বাধীন
চাটমোহর, পাবনা
আমিও
Aso dei
তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই
তাহলে এমন কেনো হচ্ছে আমরা সবাই সুন্দর ভাবে বাঁচতে চাই ❤
সেন্ট মার্টিন তো চুপি চুপি বিক্রী হয়ে গেলো এবার কত টাকায় বিক্রি হলো সেটা জনগণকে জানানো দরকার।