গ্রামের ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। বাবা VS ছেলে লাঠিবাড়ি খেলা তুমুল যুদ্ধ। 2024 I Sandhan Tv । Part 1
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- গ্রামের ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। বাবা VS ছেলে লাঠিবাড়ি খেলা তুমুল যুদ্ধ । 2024 I Sandhan Tv ।
লাঠি খেলা একটি প্রাচীন খেলা। তবে বাংলাদেশে এ খেলাটি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে গ্রামাঞ্চলে এ খেলার জনপ্রিয়তা তুঙ্গে বলা যায়। এ কারণে লাঠি খেলাকে গ্রামবাংলার খেলাধূলা হিসাবে গণ্য করা হয়। লাঠি খেলা, খেলা ছাড়াও শরীর চর্চা হিসাবেও যথেষ্ট উপকারে আসে। শীতের প্রারম্ভে কার্তিক-অগ্রহায়ণ মাসে এই খেলা অধিক হারে অনুষ্ঠিত হয়। তখন প্রায় প্রতিটি গ্রামেই যেন উৎসব উৎসব মনে হয়। এই খেলাকে কেন্দ্র করে প্রায় প্রতিটি গ্রামে আনন্দের জোয়ার বয়ে যায়। খেলা শেষে রাতে অনেক স্থানে বিভিন্ন নিয়মে লাঠি খেলা হতে দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এক স্থানের খেলার সাথে অন্য স্থানের খেলার কোন মিল নেই। লাঠি খেলায় বিভিন্ন রকম খেলা প্রদর্শন করে থাকেন লাঠিয়ালারা।
ছোট লাঠি সাধারণত লাঠিয়ালের নিজের হাতের আড়াই হাত লম্বা হয়ে থাকে। এই লাঠির যে দিকটা ধরা হয়, সে দিকটা কিছুটা মোটা ও সামনের দিক অনেকটা সরু হয়। অধিকাংশ ক্ষেত্রে লাঠি বাঁশের তৈরি হয়।
⚫️COPYRIGHT DISCLAIMER⚫️
Under section 107 of the copyright act 1976,allowance is made for FAIR USE for purposes such as criticism,comment,news reporting,teaching scholarship & research.
Fair Use is a permitted by copyright dariye that might otherwise be infriging,non- profit,education or personal use tips the balance in favor of fair use.
----------------------------------------------------------------------------------------
NOTICE FOR RESPECTIVE COPYRIGHT OWNERS
PLEASE CONTACT FOR ANY COPYRIGHT RELATED ISSUE---
#traditional #villagegame #traditionalgames
ferrarishihab1@gamrl.com
❤❤❤❤