অত্যন্ত শ্রদ্ধেয় অভিনেত্রী। টিনের তলোয়ারে দেখে মুগ্ধ হয়েছিলাম। উৎপল দত্তের লেনিনের ডাক নাটকে ও উনি ছিলেন, মনে হচ্ছে। সুস্থ থাকুন, মনের আনন্দে থাকুন।
আমার তো ওনার নাটকের অভিনয় দেখা হয়নি.... যা দেখেছি সিনেমা আর ধারাবাহিকে । তবে যত ভাল অভিনয় উনি করেন তাতে আরও অনেক ভাল পরিস্থিতিতে আছেন ভেবেছিলাম। তবে আর্থিক দিক থেকে না হলেও মানসিক দিক দিয়ে উনি যথেষ্ট ভাল আছেন। এরকম মনের জোর থাকটাই খুব জরুরী.... অন্ততঃ একটা স্মার্ট ফোন কিন্তু ওনার প্রাপ্য। সাক্ষাৎকার টি দেখানোর জন্যে অনেক ধন্যবাদ জানাই। 💛❤️💛🙏
মনে মনে ওনার ইন্টারভিউ খুজছিলাম পেয়েও গেলাম। ধন্যবাদ টলি টাইম কে। ছন্দা চট্টোপাধ্যায় এর অভিনয় দুর্দান্ত। অনেক দিন পর উনাকে দেখলাম অষ্টমি তে। অনুরোধ করবো হাউজ গুলোকে উনাকে যেনো যোগ্য সম্মান দেয় এবং অভিনয়ে নিয়মিত করে।
"তুমি যে আমার প্রাণের দেবতা, কীভাবে তোমার পূজা করবো"-'কাশ্মীরী কলি'যাত্রা পালায় অভিনয়ে ছোট বেলায় এই গান শুনে মনের পূজা বেদীতে ছন্দা চ্যাটার্জী কে বসিয়ে ছিলাম। প্রণাম নেবেন।
পঞ্চম কি ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমাদের গ্রামে ছন্দা ম্যাডাম এর অভিনীত লায়লা মজনু যাত্রা দেখেছিলাম।এত ভালো লেগেছিল যে আজ ও মনের মধ্যে আছে। তখন তো ওত বুঝতে পারতাম না আসলে ছন্দা ম্যাডাম কেই ভাল লেগেছিল।নায়ক সম্ভবত ইন্দ্র লাহিড়ী ছিলেন।
ওনারা অভিনয় শিখে glamorous হয়েছেন। এই সাধারণ বেশভূষা বলে দেয় যে শিল্পীসত্তা ও অভিনয় ক্ষমতাই এঁদের লক্ষ্য ছিল, চকচকে চামড়া ও attitudes নয়। তাই এঁদের class টি আলাদা। এঁরাই সমৃদ্ধ করেছেন বাংলা সংস্কৃতিকে। প্রণাম জানাই। 🙏🌷💐❤💖🌹
অপূর্ব সতীতে অনবদ্য অভিনয় করেছেন। খুব ভালো লেগেছে।ছোটবেলায় মহুয়াসুন্দরী খুব ভালো লেগেছিল। উনি নাকতলা অনিল চৌধুরীর পুকুরের কাছাকাছি থাকতেন। আমাদের পাড়ায়। অনেক নমস্কার।আরও কাজ করুন।সুস্থ থাকুন।
দিদি, তোমার আর নিমিইদার স্মৃতি আমার নাট্যকার জীবনের অনেক- খানি পাওয়া। তোমাদের যাত্রাদল "গন্ধর্ব অপেরা। সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের " রামের সুমতি " র নাট্যরূপ দিই। খুব সুনাম পাই। বাংলা অভিনয় জগতে তুমি একটা ইতিহাস। তুমি সুস্থ থেকো দিদি। আমার প্রণাম নিয়ো। 🙏রঞ্জিত চট্টোপাধ্যায়, কাটোয়া।
60-70 বছর আগে কোলাঘাট এ ওনাদের বাড়িতে আমার বাবা কোলাঘাট এ থাকতে রেন্ট এ ছিলেন। আমার বাবা আজ বেচে নেই । আমার বাবা কোলাঘাট এ টেলিফোন ডিপার্টমেন্ট এ সার্ভিস করতেন । ননী গোপাল বিশ্বাস। মাননীয়া অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায় কে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই ❤🙏
ছন্দা চ্যাটার্জির হয়তো মনে নেই,উনি বিশ্বজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে রূপকথার গল্প অবলম্বনে নির্মিত "সাত ভাই চম্পা "ফিল্মে অভিনয় করেছেন। এখনও তার গানের গলা এত সুন্দর আছে ,দেখে অবাক লাগছে। উনি আরও দীর্ঘ দিন ধরে আমাদের সুন্দর অভিনয় দিয়ে আনন্দ দান করুন,ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
Z বাংলা ও অন্যান্য চ্যানেল গুলো এতো শিল্পীকে পুরস্কার দেয় কিন্তু এনাদের মতো শিল্পীকে দেয় না। মহান শিল্পীকে অনেক বছর আগে আমাদের একটা ছোট্ট নাট্যদল বেলেঘাটা কৃষ্টিসৃষ্টি সম্বর্ধনা প্রদান করেছিল। তখন দিদিকে সামনে থেকে দেখেছিলাম। সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনি আরো অভিনয় করুন। ❤️❤️ প্রণাম নেবেন 🙏🏽
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।আমি আমার।বিয়ের আগে এনার ইন্দ্র লাহিড়ী র সঙ্গে ময়না মতির মাঠ। ও লায়লা মজনু যাত্রা দেখেছি ।মনে হয় ১৯৭৬ /৭৭ সালে।দারুন লেগেছিল !এখনো ভুলিনি ওনার নৌকা চালিয়ে গান গাওয়ার সিন যাত্রার ষ্টেজে।👌👌👋👋❣️❣️👋👋🌷🌷🥰🥰
ছন্দাদি আর ইন্দ লাহিড়ী জুটি একটা রোমান্টিক জুটি , তখন ১৬/১৭ বয়সে লায়লা মজনু স্বচক্ষে দেখার যে অভিজ্ঞতা ভোলার নয় ।এবং যাত্রা শেষে নিজের হাতে খাবার যোগাড় করে দি
Ami amar khub chotobalai Laila Maznu jatra te dekhechilam khub valo lage chilo. Akhono khub valo mone ache. Kichudin age akti interview a sekotha uni bolechilen. Onake amar onek shradha o pronam
অত্যন্ত শ্রদ্ধেয় অভিনেত্রী। টিনের তলোয়ারে দেখে মুগ্ধ হয়েছিলাম। উৎপল দত্তের লেনিনের ডাক নাটকে ও উনি ছিলেন, মনে হচ্ছে। সুস্থ থাকুন, মনের আনন্দে থাকুন।
ভীষণ ভালো অভিনত্রী।অনেক কিছু জানতে পারলাম। সুস্থ্য থাকুন ভালো থাকুন উনি।
N😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😊😅😊😅😅😊😅😊😅 27:58 q
আমার তো ওনার নাটকের অভিনয় দেখা হয়নি.... যা দেখেছি সিনেমা আর ধারাবাহিকে ।
তবে যত ভাল অভিনয় উনি করেন তাতে আরও অনেক ভাল পরিস্থিতিতে আছেন ভেবেছিলাম।
তবে আর্থিক দিক থেকে না হলেও মানসিক দিক দিয়ে উনি যথেষ্ট ভাল আছেন।
এরকম মনের জোর থাকটাই খুব জরুরী....
অন্ততঃ একটা স্মার্ট ফোন কিন্তু ওনার প্রাপ্য। সাক্ষাৎকার টি দেখানোর জন্যে অনেক ধন্যবাদ জানাই। 💛❤️💛🙏
অসাধারণ অভিনত্রী, ওনাকে প্রণাম জানাই🙏
এখন অষ্টমী ধারাবাহিকে ছন্দা চ্যাটার্জীর অভিনয় দেখছি খুব খুব ভালো লাগছে। গান ও তো খুব ভালো লাগলো। দৃঢ় মানসিকতা অনুসরণ যোগ্য।
মনে মনে ওনার ইন্টারভিউ খুজছিলাম পেয়েও গেলাম। ধন্যবাদ টলি টাইম কে। ছন্দা চট্টোপাধ্যায় এর অভিনয় দুর্দান্ত। অনেক দিন পর উনাকে দেখলাম অষ্টমি তে। অনুরোধ করবো হাউজ গুলোকে উনাকে যেনো যোগ্য সম্মান দেয় এবং অভিনয়ে নিয়মিত করে।
খুব ভালো লাগা একজন মানুষ আমার। খুব ভালো থাকুন 🙏🙏
ছন্দা দি কে আপনার প্রতিবেদনের মাধ্যমে বহুবছর পর দেখলাম খুব খুব আনন্দ পেলাম ভালো লাগলো ছন্দা দি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন
"তুমি যে আমার প্রাণের দেবতা, কীভাবে তোমার পূজা করবো"-'কাশ্মীরী কলি'যাত্রা পালায় অভিনয়ে ছোট বেলায় এই গান শুনে মনের পূজা বেদীতে ছন্দা চ্যাটার্জী কে বসিয়ে ছিলাম। প্রণাম নেবেন।
ভীষণ ভালো লাগে ওনার অভিনয় ।খুব ভালো মানুষ বলেই মনে হয় ।এখনো কি ভালো গানের গলা ।🙏🙏
আমি মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে কাশ্মীরি কলি যাত্রা দেখেছিলাম 1982 সালে। সেই যাত্রাপালায় ছন্দা চ্যাটার্জি দিদির অভিনয় অপুর্ব লেগেছিল।
ameo deka6e kolaghat a.
ameo deka6e kolaghat a.
পঞ্চম কি ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমাদের গ্রামে ছন্দা ম্যাডাম এর অভিনীত লায়লা মজনু যাত্রা দেখেছিলাম।এত ভালো লেগেছিল যে আজ ও মনের মধ্যে আছে। তখন তো ওত বুঝতে পারতাম না আসলে ছন্দা ম্যাডাম কেই ভাল লেগেছিল।নায়ক সম্ভবত ইন্দ্র লাহিড়ী ছিলেন।
এরকম একজন দক্ষ অভিনেত্রী, কতো সাধারণ জীবন যাপন করেন, অনেক কিছু শেখার আছে, প্রণাম
ছোটবেলায় বিষ্ণুপুরে যাত্রা দেখেছি, মহুয়া সুন্দরী, নায়ক ছিলেন ইন্দ্র লাহিড়ী। কি যে অদ্ভুত ভালোলাগা জন্মেছিল, সেটা আজও মনের মধ্যে রয়ে গেছে।
আজও মনে আছে আমোদপুরে লায়লা মজনু যাত্রা । লায়লা ছন্দা চট্টোপাধ্যায়, ইন্দ্র লাহিড়ী মজনু। অসাধারণ । আমার মনের মাণুষ ।
মনে করতে পারছি না অপেরার নাম।
খুব ভালো লাগলো। এই বয়সেও অপূর্ব গান গাইলেন।
এককথায় অসাধারণ প্রতিভা।
❤❤❤❤❤❤
খুব সুন্দর একটি সাক্ষাৎকার।
উনি আমার আপন মামাতো বোন। অসাধারণ একজন মানুষ আমরা ওকে নিয়ে গর্ব করি ❤❤
কি করে হয়?
Gool দিচ্ছেন নাকি? 😮
A down to earth personality with so much talents 🙏🏻🙏🏻🙏🏻
ওনারা অভিনয় শিখে glamorous হয়েছেন। এই সাধারণ বেশভূষা বলে দেয় যে শিল্পীসত্তা ও অভিনয় ক্ষমতাই এঁদের লক্ষ্য ছিল, চকচকে চামড়া ও attitudes নয়। তাই এঁদের class টি আলাদা। এঁরাই সমৃদ্ধ করেছেন বাংলা সংস্কৃতিকে। প্রণাম জানাই। 🙏🌷💐❤💖🌹
খুব সুন্দর বলেছেন।
@@msikder75 Thank you 🙏😊
Ashtami te thammi ke khub valo lagche scene e ashlei jome jache.❤Bhalo thakun.Sustho thakun.
Dhonyobad onar interview newar jonyo.
এখন ও যখন অপূর্ব সতী তে যখন কাজ করতে যাই ,তখন নিজেকে ভাগ্যবান মনে হয় ,আর দিদি যখন গান ধরেন ,সব ফেলে দৌড়ে যাই । অপূর্ব সতী তে সত্যি ওনি অপূর্ব।
অপূর্ব সতীতে অনবদ্য অভিনয় করেছেন। খুব ভালো লেগেছে।ছোটবেলায় মহুয়াসুন্দরী খুব ভালো লেগেছিল। উনি নাকতলা অনিল চৌধুরীর পুকুরের কাছাকাছি থাকতেন। আমাদের পাড়ায়। অনেক নমস্কার।আরও কাজ করুন।সুস্থ থাকুন।
Asadharon abhinetri,khub valo laglo
🙏🙏🙏🙏🙏 অসাধারন । খুব ভাল লাগল। ভাল থাকুন, সুস্থ থাকুন।
আপনাকে সুস্থ শরীরে আরো অনেক দিন দেখতে চাই। আপনি আমার খুব প্রিয় অভিনেত্রী।
দিদি, তোমার আর নিমিইদার স্মৃতি আমার নাট্যকার জীবনের অনেক- খানি পাওয়া।
তোমাদের যাত্রাদল "গন্ধর্ব অপেরা। সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের " রামের সুমতি " র নাট্যরূপ দিই। খুব সুনাম পাই।
বাংলা অভিনয় জগতে তুমি একটা ইতিহাস।
তুমি সুস্থ থেকো দিদি। আমার প্রণাম নিয়ো। 🙏রঞ্জিত চট্টোপাধ্যায়, কাটোয়া।
খুব ভাল লাগল ভালো থাকবেন
আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রীর একজন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
60-70 বছর আগে কোলাঘাট এ ওনাদের বাড়িতে আমার বাবা কোলাঘাট এ থাকতে রেন্ট এ ছিলেন। আমার বাবা আজ বেচে নেই । আমার বাবা কোলাঘাট এ টেলিফোন ডিপার্টমেন্ট এ সার্ভিস করতেন । ননী গোপাল বিশ্বাস। মাননীয়া অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায় কে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই ❤🙏
Khub bhalo laglo ❤❤❤
অসাধারণ অবিস্মরনীয় কোন বিশ্লেষন ই ওনার অভিনয় এর কাছে যথেষ্ট নয় আমার পরম সৌভাগ্য আমি ওনার অভিনয় উপভোগ করেছি।
খুবই ভাল লাগল এই সাক্ষাতকার। ওনাকে আমার প্রণাম।
খুব ভালো থাকবেন ছন্দা দি
লায়লা মজনু যাত্রা দেখেছিলাম ছোট বেলায়। যাত্রার নায়িকা ছন্দা চ্যাটার্জী এবং নায়ক ইন্দ্র লাহিড়ী। কি অপূর্ব উনাদের অভিনয়।
খুব ভালো লাগলো ছনদা
দিদি আমার খুব প্রিয় অভিনেত্রী
দিদি ভালো থাকবেন❤🙏
অসাধারণ 🙏🙏🙏
যাত্রা তে ইন্দ্র লাহিড়ী, ছন্দা চাটার্জী র "মহুয়া" দেখেছিলাম কৈশোরে। আজও মনে দাগ কেটে আছে। অসামান্যা অভিনেত্রী। আমার সশ্রদ্ধ প্রণাম।
অজিতেশ বাবুর সঙ্গে ছন্দা দেবীর ' নটী বসন্তসেনা' যাত্রা টি আমি দেখেছি।নায়ক ছিলেন বিমলেন্দু ভট্টাচার্য।ও কি অপূর্ব গান!
Khub sundor laglo video ta. Thank you for sharing.
ছন্দা চ্যাটার্জির হয়তো মনে নেই,উনি বিশ্বজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে রূপকথার গল্প অবলম্বনে নির্মিত "সাত ভাই চম্পা "ফিল্মে অভিনয় করেছেন। এখনও তার গানের গলা এত সুন্দর আছে ,দেখে অবাক লাগছে। উনি আরও দীর্ঘ দিন ধরে আমাদের সুন্দর অভিনয় দিয়ে আনন্দ দান করুন,ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
ওনার অভিনিত পদ্মা নদীর মাঝি ভীষণ ভালো নাটক।
Onar ekta interview korte chai.
Kibhabe contact korbo didir sathe tolly time janaben please
খুব গুনী ও আমার খুব প্রিয় একজন অভিনেত্রী ❤ উনি ভালো থাকুন সুস্থ থাকুন ❤😍
ছন্দাদি অনেক যাত্রা দেখেছি। তামধ্যে যেগুলি মনে পড়ছে "লায়লা মজনু," "শ্রীরাধা", "একটি মেয়ে একটি পৃথিবী "।
অনেক কিছুই জানলাম। উনি ভাল থাকুন।
বড্ডো সাধারণ অসাধারণ ❤❤❤
Khub valo laglo
Khub bhalo laglo. Sustho thakun, bhalo thakun..
Aha... Ki apurbo gola❤❤❤❤❤astami roj dekhii khub valo lage
অপূর্ব....
আমি আসানসোলে ওনার মুঘল ই আজম যাত্রা য় আনারকলির অভিনয় দারুন লেগেছিল ।
ভীষণ ভালো লাগলো।
প্রথম যাত্রা দেখেছিলাম শাহাজাদী, অসাধারণ অভিনয়।
Z বাংলা ও অন্যান্য চ্যানেল গুলো এতো শিল্পীকে পুরস্কার দেয় কিন্তু এনাদের মতো শিল্পীকে দেয় না। মহান শিল্পীকে অনেক বছর আগে আমাদের একটা ছোট্ট নাট্যদল বেলেঘাটা কৃষ্টিসৃষ্টি সম্বর্ধনা প্রদান করেছিল। তখন দিদিকে সামনে থেকে দেখেছিলাম। সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনি আরো অভিনয় করুন। ❤️❤️ প্রণাম নেবেন 🙏🏽
Khub bhalo laglo🤗🙏
Khub valo laglo kivabe somay chale gelo bujhte parini Onar Abhinay Mon chuiy jai Onaky janai aantorik Abhinandan
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।আমি আমার।বিয়ের আগে এনার ইন্দ্র লাহিড়ী র সঙ্গে ময়না মতির মাঠ। ও লায়লা মজনু যাত্রা দেখেছি ।মনে হয় ১৯৭৬ /৭৭ সালে।দারুন লেগেছিল !এখনো ভুলিনি ওনার নৌকা চালিয়ে গান গাওয়ার সিন যাত্রার ষ্টেজে।👌👌👋👋❣️❣️👋👋🌷🌷🥰🥰
May God bless you. Thanks
খুব পছন্দ করি ওনার অভিনয়।
এক সময়ের দারুণ নামকরা অভিনেত্রী. 🙏
Khub bhalo laglo vdo ta😊
Ami Laila Majnute Chanda Chatterjee ke dekhechi. Asadharan avinoy.
খুব ভালো অভিনেত্রী
যাত্রা সম্বন্ধে বেশি কিছু জানতে পারলাম না । অথচ যাত্রা তে উনি দাপটের সঙ্গে বহু দিন অভিনয় করেছেন ।
Great artist
You are one of my favourite star . I like your music very much. 🎉
Good interview
গণবানী অপেরার "কাশ্মীর - ই - কলি" যাত্রাপালায় বিমলেন্দু ভট্টাচার্যের সঙ্গে ছন্দা চ্যাটার্জির অভিনয় আজও আমার চোখ ও মনে লেগে আছে।
ওনার অভিনয় খুব ভাল লাগে ❤
আমার পাড়ার মেয়ে ,আমার বাড়ির সামনে থেকে যেতেন, তখন দেখতাম এক, আর আজ দেখছি এক রকম, মা মেয়ের এক ই জীবনী। ভালো থেকো।
Asadharon
উনার কাশ্মীরি কলী , অজিতেশ বন্দোপাধ্যায় বিমলেন্দু ভট্টাচার্য,, গান টি হলো,, রং চংঙে পোশাকের আড়ালে,,,,,। মেদিনীপুর জেলার মহিলাদের মেয়ে।।।❤❤
প্রতি বছর পুজোর পরে ওনার অভিনীত যাত্রাপালা দেখার আশায় থাকতাম । ভালো থাকবেন আপনি 🙏🏼
Khub bhalo manush
দিদি সহজ - সরল মানুষ ছিলেন বোঝা গেল ওনার কথা বার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের আর্শিবাদে ।🙏🏻❤️
অনবদ্য! শ্রদ্ধা!
ভাল থাকবেন।
Khub valo o sustho thakun... 🙏🙏🙏🙏
Assdarun avinetri.khub bhalo laglo.
প্রণাম নেবেন 🙏🙏
Bhalo laglo
Ami. Jakhon class one e pori takhon dekhechilam Sagorika jatra maa Dida bolechilo khub bhalo abhinay korlen
I like her too much.
আমি নটি বিনোদিনি যাত্রা দেখেছিলাম।অপূ্র্ব।
ছন্দাদি আর ইন্দ লাহিড়ী জুটি একটা রোমান্টিক জুটি , তখন ১৬/১৭ বয়সে লায়লা মজনু স্বচক্ষে দেখার যে অভিজ্ঞতা ভোলার নয় ।এবং যাত্রা শেষে নিজের হাতে খাবার যোগাড় করে দি
Darun valo avinetri valo thakun
Ami amar khub chotobalai Laila Maznu jatra te dekhechilam khub valo lage chilo. Akhono khub valo mone ache. Kichudin age akti interview a sekotha uni bolechilen. Onake amar onek shradha o pronam
খুব ছোটবেলায় আমাদের পাড়ায় যাত্রা করতে এসেছিলেন। খুব সুন্দরী ছিলেন। খুব ভালো অভিনেত্রী। ওনার গলায় অতভূত মাদকতা আছে। ভালো থাকুন 🙏
ভীষণ ভালো লাগে ওনার অভিনয়.
🙏
Onake pronam janai
❤❤❤
❤❤
Apurbo khali golai .
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Nice Actress
Aaponake dekhle aanonde kanna aase. 1977, Baramohanpur High School (Khakurda) Boarding theke paliye jatra dekha (songe bondhu Sudeep Sahani, bari: Dhanyashree). Egra-te NaboRanjan operar Abdullah-Morjina dekha. Radio-te bijnapon shune provabito hoyechhilam. Oi jaatray ekta gaane kothar modhye chhilo, Morjina bolchhe "Tui bura hobi jokhon, aami buri hobo tokhon". Indra Lahiri-Chhanda Chatterjee juti. Ki daapot-er songe naach-gaan, bhola jaay na. Onek din aager kotha bolte giye, bhool hote paare. Pranaam Didi. 17.06.2024.