বাংলাদেশে অনেক কোলকাতার লোক আসে তাদের বাংলায় স্বাভাবিক বাংলায় কথা বলতে কষ্ট হয়। বংলার অদ্ভুত উচ্চারণ সাথে হিন্দি শব্দের মিশ্রণ । সাধারণ বাংলাভাসীদের কিছু ব্যাপার এই যেমন 'শ' 'স' 'ছ' সব একই উচ্চরণ তেমন কোন পার্থক্য দেখিনা । আগামী চারশত বছর পর আপনাদের বাংলা আর আমাদের বাংলা একটি ভিন্ন অবস্হানে থাকবে । এর কারণ হতে বাংলাদেশ একটি স্বাধীন দেশ আর এর নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকবে এটাই স্বাভাবিক । অর্থাৎ আপনাদের বাংলা হবে আপনাদের চাহিদা পূরণ করতে পারে সেই রকম পরিবর্তিত । অনেক হিন্দি শব্দের সমারহ থাকবে । আর আমাদের বাংলা হবে আমাদের চাহিদা মত । এতে যখন খুশী নতুন শব্দের অনুপ্রবেশ ঘটাবো , শব্দের অর্থ বদলে ফেলবো আমরা যা খুশি করতে পারি । কিন্তুু আপনাদের বেলায় সেটা সহজে সম্ভব হবে না বরং অধিক পরিমানে হিন্দি শব্দের অনুপ্রবেশ ঘটে যাবে । তাই আপনাদের বাংলা এবং আমাদের বাংলা এখন ভিন্ন পথের যাত্রী । তাই বলছি আপনি আপনার বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে কিছু একটা ভাবুন।
"#ঢাকায়_ গিয়ে_কি_বলে_আসলেন_চন্দ্রিল? …" অবাক হলাম ওপরে পড়ে। "আসলে" ভুল বাংলা। না ব্যবহার করাই ভালো। বিশেষ করে যাঁরা "সংস্কৃতির" স্কুল খুলেছেন বলে দাবি করছেন আর অনুষ্ঠানটা যখন বাংলা ভাষার একটি প্রতিষ্ঠান এর সূচনায়। "আসলেন" বদলে "এলেন" লিখলে "সংস্কৃতির" স্কুলটি আরো ভালো চলবে বলে মনে হয়।
না গো দাদা! বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাভাষা চর্চা পিছিয়ে গেছে মনে করে বেশী হতাশাগ্রস্থ হবার কোনই কারণ নেই। কারণ এখানে বিদ্যাচর্চা অনেকটা থেমেই গেছে, কাজেই পিছিয়ে যাব কেমনে?
আমি মি. চন্দ্রিল ভট্টাচার্যের বক্তৃতা দারুণ উপভোগ করি।
বাংলাদেশে অনেক কোলকাতার লোক আসে তাদের বাংলায় স্বাভাবিক বাংলায় কথা বলতে কষ্ট হয়। বংলার অদ্ভুত উচ্চারণ সাথে হিন্দি শব্দের মিশ্রণ । সাধারণ বাংলাভাসীদের কিছু ব্যাপার এই যেমন 'শ' 'স' 'ছ' সব একই উচ্চরণ তেমন কোন পার্থক্য দেখিনা । আগামী চারশত বছর পর আপনাদের বাংলা আর আমাদের বাংলা একটি ভিন্ন অবস্হানে থাকবে । এর কারণ হতে বাংলাদেশ একটি স্বাধীন দেশ আর এর নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকবে এটাই স্বাভাবিক । অর্থাৎ আপনাদের বাংলা হবে আপনাদের চাহিদা পূরণ করতে পারে সেই রকম পরিবর্তিত । অনেক হিন্দি শব্দের সমারহ থাকবে । আর আমাদের বাংলা হবে আমাদের চাহিদা মত । এতে যখন খুশী নতুন শব্দের অনুপ্রবেশ ঘটাবো , শব্দের অর্থ বদলে ফেলবো আমরা যা খুশি করতে পারি । কিন্তুু আপনাদের বেলায় সেটা সহজে সম্ভব হবে না বরং অধিক পরিমানে হিন্দি শব্দের অনুপ্রবেশ ঘটে যাবে । তাই আপনাদের বাংলা এবং আমাদের বাংলা এখন ভিন্ন পথের যাত্রী । তাই বলছি আপনি আপনার বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে কিছু একটা ভাবুন।
"#ঢাকায়_ গিয়ে_কি_বলে_আসলেন_চন্দ্রিল? …" অবাক হলাম ওপরে পড়ে। "আসলে" ভুল বাংলা। না ব্যবহার করাই ভালো। বিশেষ করে যাঁরা "সংস্কৃতির" স্কুল খুলেছেন বলে দাবি করছেন আর অনুষ্ঠানটা যখন বাংলা ভাষার একটি প্রতিষ্ঠান এর সূচনায়। "আসলেন" বদলে "এলেন" লিখলে "সংস্কৃতির" স্কুলটি আরো ভালো চলবে বলে মনে হয়।
Thik boleche
না গো দাদা! বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাভাষা চর্চা পিছিয়ে গেছে মনে করে বেশী হতাশাগ্রস্থ হবার কোনই কারণ নেই। কারণ এখানে বিদ্যাচর্চা অনেকটা থেমেই গেছে, কাজেই পিছিয়ে যাব কেমনে?
July 21 , 2023 . Hi
বকবকানি!! কিছুই শিখতে পরলাম না!!!