দুপুরে লাইভে গল্পটা শুনতে বসে খেতে অনেক দেরি হয়ে গেল! ভেবেছিলাম একটু শুনে খেয়েদেয়ে রেকর্ডিংটা আবার শুনব। এমনই টানল শেষ না-করে উঠতে পারলাম না। আমার কাছে অনুমতি নিয়ে, না-নিয়ে আমার গল্প অনেক চ্যানেল অডিও করেছে, কিন্তু রেডিও মিলন যোগাযোগ করে, রীতিমতো সাম্মানিক দিয়ে আমার গল্পের যা প্রোডাকশন করল এ আমি সত্যিই ভাবিনি। ছেলেটির কান-জুড়োনো অভিনয় শুনতে-শুনতে কখন আমি নিজেই তার দাদুন হয়ে গিয়েছিলাম টেরই পাইনি। রেডিও মিলনকে অনেক শুভেচ্ছা।
মানস দা র এই অনন্য সাধারণ গল্প শিশুদের জন্য হলেও এর মধ্যে নিহিত পরাবিদ্যা ও মনস্তত্ত্ব কাহিনী কে এক অন্য মাত্রা প্রদান করেছে।আপনাকে অকুণ্ঠ ধন্যবাদ ও অভিনন্দন জানাই।সেই সঙ্গে রেডিও মিলন কেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের কাছে এমন রমণীয় গল্পের নাট্যরূপ পরিবেশন করার জন্য।❤❤❤
বহু বছর পর এমন একটি কাহিনী শুনলাম যা সব বয়সীকে আকৃষ্ট করে। আপনাদের উপস্থাপনা অসাধারণ, গল্প বাছাই থেকে নাট্য রুপ লা জবাব। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
অন্যান্য সবাই যখন বাচ্চাদের কাছে টানার জন্য ললিপপ হিসেবে জোয়ারে ভেসে যাবার জন্য পেরেমের গল্প দিয়েছে কিন্তু রেডিও মিলন সত্যিই একটা অনন্য কাজ করলো একটা অন্য ধরনের গল্প পরিবেশন করে এখানেই রেডিও মিলনে স্বতন্ত্রতা দেখা যায় ❤ সত্যি মন থেকে বলছি এই গল্প টি আগামী ৩ দিনের মধ্যে যারা শুনবে ওরা সত্যিই আসল শ্রোতা...
Just amr bolar vasa nei❤❤❤❤erokom golpo kokhno sunini😍😍😍😍😍😍😍r bises kore ei puchkeee ta k khbb valo lagcheeee❤❤❤❤❤❤oke ador kortei iccha korchee❤️❤️❤️❤️❤️❤️thank you radio Milan team😍😍😍😍😍tomader bar bar notun kore valobese feli bar bar golpo suneee♥️♥️♥️♥️♥️♥️♥️
লেখকের কোনো গল্প এর আগে আমি পড়ি নি দারুন সুন্দর গল্প অনেকটা আমার প্রিয় শীর্ষেন্দু বাবুর মত রেডিও মিলন কে ধন্যবাদ এতো সুন্দর পরিবেশনের জন্য আবেশের চরিত্রে যে পাঠ করেছে অপূর্ব আর সায়ন র গল্পপাঠ ত স্বর্গীয় অনভুতি hats off team radio Milan
অসাধারণ গল্পটা । প্রত্যেকের অভিনয় অসম্ভব ভালো। তবে আমাদের ছোট্ট আবেশের জন্য অনেক ভালোবাসা আর আদর, কি যে মিষ্টি!! রেডিও মিলনের পুরো টিমকে অনেক শুভেচ্ছা আগামি দিনের জন্য ❤
গল্প টা বেশ নতুন ধরণের...লেখক কে ধন্যবাদ ও অভিনন্দন। RadioMilan এর গল্প চয়ন ও পাঠের ব্যাপারে নতুন করে আর কি বলবো.... এক কথায় অপূর্ব। শিশু শিল্পী র পাঠ সম্ভবনায় পূর্ণ। অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল । 😊
খুব ভাল লাগল, দারুন দারুন, খুব হাঁসলাম, খুব আনন্দ পেলাম, মন টা ভালো হয়ে গেলো, খুব ভালো উপস্থাপনা, শিল্পী দের অনেক অভিনন্দন , শিশু শিল্পীরা অসাধারন, খুব মিষ্টি । এই রকম গল্প আরো শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের মন ভালো করার জন্য🤗
দুর্দান্ত নিবেদন। গল্পটি মানবিক এবং চমৎকার অভিব্যক্তির প্রকাশ রয়েছে। বরাবরের মতোই গল্পপাঠে সায়ন অতুলনীয়। সবচেয়ে প্রশংসনীয় শিশুটিকে দিয়ে এমন অভিনয় করানো। সবটাই মন ভালো করা।
Golpo ta sune monta bhalo hoye gelo...ki sundor lekhoni...ki sundor story line...darun execution...erokom golpo aro chai...Aabesh ke onek onek bhalobasha 😊
বহুদিন পর মন-ভালো করা একটা সহজ সরল গল্প শোনার সুযোগ হলো; লেখক শ্রদ্ধেয় শুভ মানস ঘোষ মহাশয়কে অজস্র ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য এবং রেডিও মিলান টিমকে অজস্র ধন্যবাদ এই গল্পটিকে বাছাই করে অপূর্ব রেডিও রূপান্তরের জন্য; প্রতিটি চরিত্রই যথাযথ বললেও কম বলা হয় তবে আবেশ চরিত্রে শিশুশিল্পীর কন্ঠস্বর মন ছুঁয়ে গেছে❤
সত্যিই একটি মন ভালো করে দেওয়া গল্পঃ এবং রেডিও মিলনের উপস্থাপনা। আবেশের কথা না বললেই নয়, কি মিষ্টি ,কি মিষ্টি ওর অভিনয় , ওকে অনেক অনেক আদর আর আশীর্বাদ। গল্পটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে ওর অভিনয়। খুব কঠিন কাজ ও অবলীলায় করেছে। God bless him
Just Spellbound Presentation....! Special thanks to Author Subho Manas Ghosh for a beautiful story.. And What a quality of Master Abesh ........outstanding performance with an attractive voice...I would like to kiss you Abesh Babu..and please do not ask me what the meaning of Kiss 😆. Radio Milan Team... Seriously you guys are doing a Fantastic performance.
এত্ত সুন্দর একটা গল্প.. মন টা ভালো হয়ে গেলো । বড়দের কণ্ঠে যারা আছেন, তাদের অভিনয় তো দুর্দান্ত বটেই, শিশু শিল্পীর কণ্ঠ টি ও অসাধারণ লাগলো । এত মিষ্টি..অনেক শুভেচ্ছা আর ভালোবাসা..🎉🎉❤❤
Oshadharon golpo oneeek din por nirbejal hasir golpo sunlam jar akta base o ache.. asole ami saradin e golpo suni amr porar theke suntei besi bhalo lage ai audio story guloi saradin er songi amr.. roj e bhalo golpo sonar icha thake but amn sundor mon bhora golpo paini onk din ❤ dhonnobad
অসাধারণ গল্পপাঠ, অভিনয় এবং অসাধারণ লেখনী। লেখক কে অনেক অনেক ধন্যবাদ এরকম সৃষ্টির জন্যে। রেডিও মিলন কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কাহিনী সিলেক্ট করে সুন্দর ভাবে উপহার দেবার জন্যে। খুব ভালো লাগলো।
এত সুন্দর উপস্থাপনা আপনাদের, বারবার মুগ্ধ করেন। আমাদের মত প্রবাসীদের একাকিত্ব কাটানোর উপায় আপনাদের মত চ্যানেলগুলি। আজকের গল্পটা আর পাঁচটা গল্পের থেকে ভীষণভাবে আলাদা, আজকাল অডিও স্টোরি মানেই যেন শুধুই অলৌকিক, তন্ত্র নাহলে রহস্য-রোমাঞ্চ। সেগুলোও ভালোই তবে মানুষের মনের গল্প যেন সেগুলোয়ে পাইনা, যেমন করে এই গল্পে পেলাম। যেমন অনবদ্য গল্প, তেমনি আপনাদের প্রত্যেকের অভিনয় ও পরিবেশনা। পুরো গল্পটা শুনে মনে হল আবার শুনতে হবে কারণ মন যেন একবারে ভরল না। শিশুশিল্পীটি বড়ই প্রতিভাময়। আপনারা আরও সাফল্যমন্ডিত হন এটাই কামনা করি। শুভেচ্ছা পাঠালাম অনেক ❤️🧡💛💙💜🤎
Apurba, apurba golpo r uposthapona shuney mon pran bhorey galo ...anekdin por erokom sundor akta golpo shuniye Radio Milan amader bhishon anondo diyechhe ...agamiteo erokom golpo shonar apeksha e thakbo ❤❤❤
বেশ ভালো লাগলো একটি মিষ্টি স্নেহের গল্প। লেখককে এরজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বলাই বাহুল্য রেডিও মিলন এর উপস্থাপনা অনবদ্য। আর সব শেষে আবেশ এর চরিত্রে কণ্ঠদানকারি ছোট্ট ছেলেটির কণ্ঠ বড়ো মায়াময়, মন জয় করে নিয়েছে! সকলের জন্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤!
দুপুরে লাইভে গল্পটা শুনতে বসে খেতে অনেক দেরি হয়ে গেল! ভেবেছিলাম একটু শুনে খেয়েদেয়ে রেকর্ডিংটা আবার শুনব। এমনই টানল শেষ না-করে উঠতে পারলাম না। আমার কাছে অনুমতি নিয়ে, না-নিয়ে আমার গল্প অনেক চ্যানেল অডিও করেছে, কিন্তু রেডিও মিলন যোগাযোগ করে, রীতিমতো সাম্মানিক দিয়ে আমার গল্পের যা প্রোডাকশন করল এ আমি সত্যিই ভাবিনি। ছেলেটির কান-জুড়োনো অভিনয় শুনতে-শুনতে কখন আমি নিজেই তার দাদুন হয়ে গিয়েছিলাম টেরই পাইনি। রেডিও মিলনকে অনেক শুভেচ্ছা।
খুবই সুন্দর লিখেছেন ভাই।
manas babu apnake onk onk vlobasa eto sundor ekta upohar deoar jonno. osadharon ❤️
আহা কি সুন্দর লিখেছেন... আর কি সুন্দর উপস্থাপনা....
Osadharon golpo Subhomanos Babu. Bohu Desi bedesi golpo uponnash porechi, ei golpo ti amar mote ekti hassoros misrito jibonmukhi epic story. Apnar bhokto hoye gelam Subhomanos Babu. 🙏🙏
খুব ভালো লেগেছে 👍👍
কী অসাধারণ গল্পটা! মনটা ভালো হয়ে গেল। এভাবেই এগিয়ে যাও তোমরা। অনেক অনেক শুভেচ্ছা রইল। ❤❤❤❤
সত্যিই❤
বাচ্চাটা খুব মিষ্টি, ওর জন্য অনেক ভালোবাসা 🖤❤️
বাচ্চার চরিত্রে যিনি তিনি অসাধারণ।
@@dotidhruba2485 🙏
মানস দা র এই অনন্য সাধারণ গল্প শিশুদের জন্য হলেও এর মধ্যে নিহিত পরাবিদ্যা ও মনস্তত্ত্ব কাহিনী কে এক অন্য মাত্রা প্রদান করেছে।আপনাকে অকুণ্ঠ ধন্যবাদ ও অভিনন্দন জানাই।সেই সঙ্গে রেডিও মিলন কেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের কাছে এমন রমণীয় গল্পের নাট্যরূপ পরিবেশন করার জন্য।❤❤❤
অধ্যাপক মশাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন সার।
আবেশ র গলা এত সুন্দর এত্ত সাবলীল , শুনেই মন টা ভালো হয়ে যায়, খুব মন ভালোকরে দেওয়া গল্প
ধন্যবাদ
কি অসাধারণ গল্প সত্যি দারুণ লাগলো I পরের গল্পের আশা রইল I রেডিও মিলান ধন্যবাদ l
বহু বছর পর এমন একটি কাহিনী শুনলাম যা সব বয়সীকে আকৃষ্ট করে। আপনাদের উপস্থাপনা অসাধারণ, গল্প বাছাই থেকে নাট্য রুপ লা জবাব। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
ছোট্ট আবেশের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা । আবার কোন গল্পে আমরা আবেশ মুগ্ধ হয়ে উঠতে চাই বারবার ।
Abesher konthoshilpi je, tar jonno roilo onek onek valobasa r suveccha!
Osadharon protibedon! 😊
অন্যান্য সবাই যখন বাচ্চাদের কাছে টানার জন্য ললিপপ হিসেবে জোয়ারে ভেসে যাবার জন্য পেরেমের গল্প দিয়েছে
কিন্তু রেডিও মিলন সত্যিই একটা অনন্য কাজ করলো একটা অন্য ধরনের গল্প পরিবেশন করে
এখানেই রেডিও মিলনে স্বতন্ত্রতা দেখা যায় ❤
সত্যি মন থেকে বলছি এই গল্প টি আগামী ৩ দিনের মধ্যে যারা শুনবে ওরা সত্যিই আসল শ্রোতা...
Ami
একটা মায়াময়,ছায়াময়; ছোটবেলা বড় বেলা,সবমিলিয়ে মন গুর গুর করা গল্পটা।❤😊
দূর্দান্ত ❤
দারুন গল্প কেলু ভেলুর গলাটা দারুন আর আবেশ কে দেখতে চাই ❤❤❤❤❤❤❤
Shorts visit korun ...
Just amr bolar vasa nei❤❤❤❤erokom golpo kokhno sunini😍😍😍😍😍😍😍r bises kore ei puchkeee ta k khbb valo lagcheeee❤❤❤❤❤❤oke ador kortei iccha korchee❤️❤️❤️❤️❤️❤️thank you radio Milan team😍😍😍😍😍tomader bar bar notun kore valobese feli bar bar golpo suneee♥️♥️♥️♥️♥️♥️♥️
Thank you from Abesh
মন ভালো করা একটা গল্প।আবেশ বাবু তোমায় অনেক অনেক ভালোবাসা❤
রেডিও মিলন কে ধন্যবাদ , ছোট বাচ্চার অভিনয় বাচ্চাকে দিয়েই করিয়েছে বলে 😊
বাচ্চাটা কি সুন্দর অভিনয় করলো !!
ওর জন্য অনেক আদর, অনেক ভালোবাসা ❤
Titu shing er story ta Akbar Raaz channel e dekhe nin
Khub bhalo galpo... Abesh ashadharan !!!
লেখকের কোনো গল্প এর আগে আমি পড়ি নি দারুন সুন্দর গল্প অনেকটা আমার প্রিয় শীর্ষেন্দু বাবুর মত রেডিও মিলন কে ধন্যবাদ এতো সুন্দর পরিবেশনের জন্য আবেশের চরিত্রে যে পাঠ করেছে অপূর্ব আর সায়ন র গল্পপাঠ ত স্বর্গীয় অনভুতি hats off team radio Milan
কাঁটায় কাঁটায় সিরিজের গল্প শুনতে চাই
Obviously সায়ন এর কণ্ঠে
Khub mojar r mishti ❤
অসাধারণ গল্পটা । প্রত্যেকের অভিনয় অসম্ভব ভালো। তবে আমাদের ছোট্ট আবেশের জন্য অনেক ভালোবাসা আর আদর, কি যে মিষ্টি!! রেডিও মিলনের পুরো টিমকে অনেক শুভেচ্ছা আগামি দিনের জন্য ❤
ki bhlo golpo r ki bhlo bachaa gulo r obhinoye!!!!!!!!!!!! osadharon
Emon Sundar golpo je koto Kal por shunlm. Asadhara hoyeche Sayan. Khub bhalo. Ashonkhyo dhonyyobad. Kochi Abesh er path monkara
গল্প টা বেশ নতুন ধরণের...লেখক কে ধন্যবাদ ও অভিনন্দন।
RadioMilan এর গল্প চয়ন ও পাঠের ব্যাপারে নতুন করে আর কি বলবো.... এক কথায় অপূর্ব। শিশু শিল্পী র পাঠ সম্ভবনায় পূর্ণ। অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল । 😊
Ki monta valo hoye gelo. Abesh er choritre je misti gola sunlam onek ador suvechha r asirbad roilo tar janya.
Thank you from Abesh
খুব ভাল লাগল, দারুন দারুন, খুব হাঁসলাম, খুব আনন্দ পেলাম, মন টা ভালো হয়ে গেলো, খুব ভালো উপস্থাপনা, শিল্পী দের অনেক অভিনন্দন , শিশু শিল্পীরা অসাধারন, খুব মিষ্টি । এই রকম গল্প আরো শুনতে চাই।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের মন ভালো করার জন্য🤗
Bachha der golpo amar emnite khubi bhalo Lage...ei golpota darun bhalo..sobar path sundor.. kintu asor jomiye diyeche chhotto Abesh....or jonyo roilo onek onek bhalobasha r shubhechha
Thank you from Abesh
দুর্দান্ত নিবেদন। গল্পটি মানবিক এবং চমৎকার অভিব্যক্তির প্রকাশ রয়েছে। বরাবরের মতোই গল্পপাঠে সায়ন অতুলনীয়। সবচেয়ে প্রশংসনীয় শিশুটিকে দিয়ে এমন অভিনয় করানো। সবটাই মন ভালো করা।
Darun❤ darun legeche story ta, ar prottek er presentation eto sundor❤ especially child presenters too❤❤❤
Golpo ta sune monta bhalo hoye gelo...ki sundor lekhoni...ki sundor story line...darun execution...erokom golpo aro chai...Aabesh ke onek onek bhalobasha 😊
Thank you from Abesh
Darun laglo. Abesh r avinoy khub Valo.
Thank you from Abesh
Galpo ta Asadharon
Baccha tir abhinoi Galpo tike anno matray niya geche
Thank you
আবেশের অভিনয় মন কেড়ে নিলো।গল্পঃ টি চমৎকার
Thank you from Abesh
Ufff ki golpo.....sei moja paichi suinna❤
Very nice story with strong child voice.
পুঢকে।ভালো লাগল ❤
Radio Milan er presentation darun, abesh er acting o darun. Tobe golpo besh darun suru hoye majha-majhi theke khelo hoye giyeche.
বহুদিন পর মন-ভালো করা একটা সহজ সরল গল্প শোনার সুযোগ হলো; লেখক শ্রদ্ধেয় শুভ মানস ঘোষ মহাশয়কে অজস্র ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য এবং রেডিও মিলান টিমকে অজস্র ধন্যবাদ এই গল্পটিকে বাছাই করে অপূর্ব রেডিও রূপান্তরের জন্য; প্রতিটি চরিত্রই যথাযথ বললেও কম বলা হয় তবে আবেশ চরিত্রে শিশুশিল্পীর কন্ঠস্বর মন ছুঁয়ে গেছে❤
সত্যিই একটি মন ভালো করে দেওয়া গল্পঃ এবং রেডিও মিলনের উপস্থাপনা। আবেশের কথা না বললেই নয়, কি মিষ্টি ,কি মিষ্টি ওর অভিনয় , ওকে অনেক অনেক আদর আর আশীর্বাদ। গল্পটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে ওর অভিনয়। খুব কঠিন কাজ ও অবলীলায় করেছে। God bless him
এই গল্প টা একটা ধামাকা...কি সুন্দর একটা গল্প..একদিকে হাসি একদিকে কান্না..আর অভিনয় সেতো একটা উন্নত স্তরের ছিল..দারুন ❤❤❤
Just Spellbound Presentation....! Special thanks to Author Subho Manas Ghosh for a beautiful story.. And What a quality of Master Abesh ........outstanding performance with an attractive voice...I would like to kiss you Abesh Babu..and please do not ask me what the meaning of Kiss 😆. Radio Milan Team... Seriously you guys are doing a Fantastic performance.
Bah..... bhari misti sundor ekta golpo.....!! Uposthapona ebong obhinoy niye kichchhu bolar nei..... sob miliye mon bhorano ekti nibedon ja sokoler e bhalo laagbo. Team Radio Miloner jonno onek shubhechchha...... sobai bhalo thakben..... 🙏🙏🙏🙏🙏
অনেকদিন বাদে একটা দারুণ গল্প শুনলাম।।
Bison valo legeche... Abesh er jonno onek bhalobasha ❤
Thank you from Abesh
খুব ভালো লাগলো....বেশ তরতাজা করে দেওয়ার মতো গল্প
এত্ত সুন্দর একটা গল্প.. মন টা ভালো হয়ে গেলো । বড়দের কণ্ঠে যারা আছেন, তাদের অভিনয় তো দুর্দান্ত বটেই, শিশু শিল্পীর কণ্ঠ টি ও অসাধারণ লাগলো । এত মিষ্টি..অনেক শুভেচ্ছা আর ভালোবাসা..🎉🎉❤❤
কি সুন্দর গল্পটা।। দারুন লাগলো ❤😇🌻
Amazing ❤❤🎉🎉 chotoder jonno darun golpo. Amar cheler khub bhalo legechhe. Abeser gola bhuson cute. Erokom golpo aro chay. BEST of LUCK.
Thank you from Abesh
Dada khub khub valo lagche ai daroner golpo aro shunte chai...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অপূর্ব লাগলো গল্পটি একেবারে অন্য ধরনের গল্প।বাচ্চাটির অভিনয় তো অনবদ্য
Adbhut sundor. Bachcha tar ovinoi bhabai jachche na.
এই গল্পে আবেশের অভিনয় সবাইকে, বাকি সব কিছুকে ছাড়িয়ে গেছে৷ রেডিও মিলন কে নিয়ে আলাদা করে বলার কিছু নেই রেডিও মিলন সব সময় সেরা৷❤❤
Subho Manas Ghosh Babur Ei golper Aro series chai .. khub osadharon golpo..opekkhai roilam
Uffffff 😂😂😂
Khub sundar upostaphana
Etoo bhalo galpo, ki sundar, khub bhalo laglo
Anek dhannabad 👍🏽
Opurbo golpo ❤.... Temoni osadharon apnader poribeshona .... 👏👏👏👏👏👏 Egiye jan apnara ❤❤❤
Ki sundor narration ❤️❤️❤️❤️
কি অপূর্ব সুন্দর গল্প নির্বাচন করেছেন আপনারা। আর সন্নিগ্ধ কে অনেক ভালোবাসা। মনটা জুড়িয়ে গেলো❤❤❤❤❤❤❤ খুব সুন্দর কাজ হয়েছে। এর রেশ থেকে যাবে সারাজীবন❤
Thank you from Abesh
Oshadharon golpo oneeek din por nirbejal hasir golpo sunlam jar akta base o ache.. asole ami saradin e golpo suni amr porar theke suntei besi bhalo lage ai audio story guloi saradin er songi amr.. roj e bhalo golpo sonar icha thake but amn sundor mon bhora golpo paini onk din ❤ dhonnobad
সতত্যি ভীষণ সুন্দর গল্পটা। আর ততোধিক সুন্দর উপস্থাপনা॥ মন প্রাণ জুড়িয়ে যায় । 🙂
Apurba lekhani & obhutopurba natyarup.
Mon bhore gelo.🎉🎉🎉
বাচ্চাদের ছবির জন্য খুব সুন্দর একটা কাহিনী। খুব ভালো লাগলো।
Abesh, ami toh tomar fan hoye gelam..
Thank you Radio Milan for this wonderful presentation ❤
Thank you from Abesh
দারুন, দারুন👏👏 সবাই একদম যথাযথ কিন্তু আবেশ সবাইকে ছাপিয়ে গেছে❤❤ ওকে দিয়ে এত সুন্দর ভাবে সবটা করিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ 🙏🙏সব মিলিয়ে অনবদ্য👌👍👏👏
অসাধারণ গল্পপাঠ, অভিনয় এবং অসাধারণ লেখনী। লেখক কে অনেক অনেক ধন্যবাদ এরকম সৃষ্টির জন্যে। রেডিও মিলন কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কাহিনী সিলেক্ট করে সুন্দর ভাবে উপহার দেবার জন্যে। খুব ভালো লাগলো।
Fantastic.. darun hoyechhe.. ei Gem ta miss kore giyechhilam.. Kudos to the team and writer..
Osadharon laglo
Aro bhalo golpo sonar opekhaya e roilam
Besh valo laglo onyorokom golpo shunlam❤❤❤darun presentation by full team😍😍😍
অপূর্ব অপূর্ব খুব খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের খুব আনন্দ পেলাম ❤️🌹
এক কথায় অসাধারণ লাগলো। যেমন সুন্দর গল্প, তেমনি সুন্দর উপস্থাপনা। সাধু, সাধু। ❤❤❤❤
অনেক দিন পর মন ভালো করা একটা গল্প শুনলাম ❤❤
অনেকদিন পর একটা ভালো মজার গল্প শুনলাম বেশ ভালো লাগলো❤ রেডিও মিলন কে আগামী দিনের অনেক শুভেচ্ছা
Osadharon golpo Subhomanos Babu. Bohu Desi bedesi golpo uponnash porechi, ei golpo ti amar mote ekti hassoros misrito jibonmukhi epic story. Apnar bhokto hoye gelam Subhomanos Babu. Ar Radio Milon somporke to kichu e bolar nei, Radio Milon nejerai ekti epic.
Abesh r konthosilpi asadharon kaj korechen...khub sundor
Uffff asadharan mane mane mane mane mane bujhlen to 😂😂😂😂❤❤
গল্প টা সত্য ই অনবদ্য অপূর্ব। একদম অন্য ধরনের। আপনাদের উপস্থাপনা ও অনবদ্য।
দারুন লাগলো। এক অন্য স্বাদের গল্প❤
অসাধারণ নতুন ধরনের ছায়াছবি হলে খুব ভাল হয়
Ek kothai apurbo...apnara sobai bhalo thakben....aar golpo shonaben.💗💗
অসাধারণ গল্প, দারুণ উপস্থাপনা,
❤❤❤ just darun
Emotional hoy gechilam last e
Khub bhalo laglo. Monta bhalo hoye galo. 😊
এত সুন্দর উপস্থাপনা আপনাদের, বারবার মুগ্ধ করেন। আমাদের মত প্রবাসীদের একাকিত্ব কাটানোর উপায় আপনাদের মত চ্যানেলগুলি। আজকের গল্পটা আর পাঁচটা গল্পের থেকে ভীষণভাবে আলাদা, আজকাল অডিও স্টোরি মানেই যেন শুধুই অলৌকিক, তন্ত্র নাহলে রহস্য-রোমাঞ্চ। সেগুলোও ভালোই তবে মানুষের মনের গল্প যেন সেগুলোয়ে পাইনা, যেমন করে এই গল্পে পেলাম। যেমন অনবদ্য গল্প, তেমনি আপনাদের প্রত্যেকের অভিনয় ও পরিবেশনা। পুরো গল্পটা শুনে মনে হল আবার শুনতে হবে কারণ মন যেন একবারে ভরল না। শিশুশিল্পীটি বড়ই প্রতিভাময়। আপনারা আরও সাফল্যমন্ডিত হন এটাই কামনা করি। শুভেচ্ছা পাঠালাম অনেক ❤️🧡💛💙💜🤎
Kiiiii bhalo golpo ta❤❤❤❤❤❤❤❤ khuuuub shundor.. Abesh khuuub bhalo o mishti obhinoi koreche
Thank you from Abesh
Apurba, apurba golpo r uposthapona shuney mon pran bhorey galo ...anekdin por erokom sundor akta golpo shuniye Radio Milan amader bhishon anondo diyechhe ...agamiteo erokom golpo shonar apeksha e thakbo ❤❤❤
ভীষন সুন্দর একটা গল্প উপহার দিলেন ❤ অসংখ্য ধন্যবাদ আপনাদের 🙏মনটা ভালো হয়ে গেল ❤
দারুন লাগলো গল্পটা, something new ❤
Just asadharon radio milan ei jonno one of the best channel
Khub sundar upostaphana.......
Etoo bhalo galpo
khub bhalo laglo
Onek din pore onnorokom golpo ekta sunlam😍😍😍😍😍
Vison sundor, sobar acting darun & Aabesh is the show stopper here ❤
Thank you from Abesh
বেশ ভালো লাগলো একটি মিষ্টি স্নেহের গল্প। লেখককে এরজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বলাই বাহুল্য রেডিও মিলন এর উপস্থাপনা অনবদ্য। আর সব শেষে আবেশ এর চরিত্রে কণ্ঠদানকারি ছোট্ট ছেলেটির কণ্ঠ বড়ো মায়াময়, মন জয় করে নিয়েছে! সকলের জন্য ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤!
Apurbo golpota je kono boyeser lok enjoy korte pare ar presentation vison valo❤❤❤❤
khub bhalo upasthapna
Osadharon golpo,kothao kothao na chaiteo chokhe jol chole esche, proti ti choritrer sathe golar shor eto sundor boseche mone hochilo jibonto manush samne darie kotha bolchen,🙏
Khub sundor laglo golpo ta.. Amazing story and beautiful narration..
Darun,darun,darun, mon bhore galo, fantastic adaption,
Khub sundor akti golpho... ❤❤✨✨
সত্যিই খুব সুন্দর লাগলো ❤❤
একসাথে কাঁদলাম,হাসলাম 😢😂
হৃদয় ছুঁয়ে গেলো 💓💓
অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা গল্পঃ উপহার দেওয়ার জন্য 🙏🙏
খুব সুন্দর হয়েছে ❤❤❤❤❤সায়ন দা jio
উফফ....আবেশের অভিনয়....😘💜💖
Khub valo galpo. Full family sunlam. Darun upasthapona...thanks team radio Milan.....