খুব সহজে, অল্প খরচে, কিভাবে সাইলেজ তৈরি করবেন।

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2024
  • কিভাবে সাইলেজ তৈরি করবেন, এবং অনেকদিন ধরে সংরক্ষণ করবেন। সাইলেজ কি?
    বায়ুশূন্য অবস্থায় সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার প্রক্রিয়াকে সাইলেজ বলা হয়।
    সাইলেজ কেন করা প্রয়োজন?
    বর্ষা মৌসুমে সবুজ ঘাসে ময়েশচ্যার বেশি থাকার কারনে শুকাতে সমস্যা হয়, আর শুকানো হলে পুষ্টিমান কমে যায়। তাই সারাবছর সঠিক পুষ্টিমান সমৃদ্ধ ঘাস গরুকে খাওয়াতে সাইলেজ হতে পারে উত্তম প্রক্রিয়া। কাঁচা ঘাসের তুলনায় এই প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখা ঘাসের গুনগত ও খাদ্যমান বেশি। সাইলেজ প্রক্রিয়ায় ঘাস ১২ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়।
    কোন কোন ঘাস সাইলেজ প্রক্রিয়ায় সংরক্ষণ করা যায়?
    বর্ষামৌসুমে বেশি পরিমাণে পাওয়া যায়; দেশীয় ঘাস যেমন দুর্বা, বাকসা, আরাইল, সেচি, দল ইত্যাদি গাছের পাতা যেমনঃ ধৈঞ্চা, ইপিল-ইপিল জমিতে চাষ করা উন্নত জাতের ঘাস যেমনঃ নেপিয়ার, পাকচং, জার্মান, ভূট্টা, সুদান, পারা, সরগম ইত্যাদি
    সাইলেজ গল্প এবং তৈরির আদ্যোপান্ত
    সাইলেজ হল এক ধরনের প্রাকৃতিক আচার যা রুমেন যুক্ত প্রানিদের জন্য গাজন প্রক্রিয়াতে শর্করা ভেঙ্গে লাকটিক এসিড তৈরি করে।
    ১. পরিকল্পনা
    ক. কেন করবেন?
    খ. সবসময় উচ্চ মান সম্পন্ন সাইলেজ করার টার্গেট করুন
    গ. খরচ যথা সম্ভব কম হতে হবে
    ২. প্রস্তুতকরণ
    ক. উচ্চ মান সম্পন্ন ফরেজ দিয়ে শুরু করুন
    খ. সঠিক বয়সে কাটুন
    গ. যত দ্রুত সম্ভব পাতা কে প্রক্রিয়া জাত করুন
    ঘ. সংগ্রহ ও সংরক্ষণ দুই ক্ষেত্রেই লস মিনিমাম রাখুন
    ৩. খাবার প্রদান
    ক. খাবার প্রদান সময় এ সবচেয়ে বেশি খাবার গ্রহনের ব্যবস্থা করুন
    খ. খাবার অপচয় কম করার চেষ্টা করুন
  • ПриколыПриколы

Комментарии • 9

  • @NasirulKhan-pt7tj
    @NasirulKhan-pt7tj 5 месяцев назад +1

    Thanks vi from West Bengal

  • @user-ow3kz7yz2m
    @user-ow3kz7yz2m 4 месяца назад +1

  • @user-ku6yc8iq8c
    @user-ku6yc8iq8c 4 месяца назад +1

    thanks bro,,, অনেক সুন্দর করে দেখানো জন্য,ভুট্টা গাছের সাইলেন্স করার সময় কি কি উপাদান মিক্স করতে হয় যেমন চিটাগুর, বা অন্যান্য আইটেম কি কি লাগে তা তো বলেন নাই,,,,

    • @FARMnHEALTH
      @FARMnHEALTH  4 месяца назад

      ধন্যবাদ,,, প্রকৃতভাবে একক ভুট্টা সাইলেজ করলে তেমন কোন কিছু প্রয়োজন হয়না।

    • @user-ku6yc8iq8c
      @user-ku6yc8iq8c 4 месяца назад +1

      চিটাগুর দিলে কেমন হয়

    • @FARMnHEALTH
      @FARMnHEALTH  4 месяца назад

      ভালো হয়।

    • @amalrajbanshimedia8979
      @amalrajbanshimedia8979 26 дней назад

      মিনারেল মিক্সচার পাউডার দিলে কোনো ক্ষতি হবে সাউলেজের, জানাবেন

  • @Sujon-Mhamud
    @Sujon-Mhamud 3 месяца назад +1

    ভাই,মাটির নিচে এভাবে রাখলে ইদুরে আক্রমন করে না??

    • @FARMnHEALTH
      @FARMnHEALTH  3 месяца назад

      ইঁদুর আক্রমণ করার সম্ভাবনা আছে। সাবধানতা অবলম্বন করতে হবে।