ধন্যবাদ, অবশ্যই ভিডিও করবো। ইউরিয়া সারে গাছের বৃদ্ধি হয়, ডালপালা বৃদ্ধি হয় তবে কলাগাছ লম্বা হয়ে যায়, পাতা নষ্ট হয়ে যায়, গাছের ক্ষতি হয়ে যায়, ইউরিয়া সার কম দেওয়াটাই উচিত।
ভাই আপনার বাগানে সিগাটোকা রোড লাগছে আগেও রোগের ওষুধে স্প্রে করেন কলাবাগান এত ফাটা ফাটা মাটি থাকা যাবে না তার আগে পানি দিতে হবে কলাবাগান কি নতুন করছেন ভাইজান
ভাই আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা বিভিন্নভাবে কলা চাষ করে নিজে পরীক্ষা করে দেখি কিভাবে কোনটা কেমন হচ্ছে । আমরা এভাবে চাষ করে ভালো ফল পাচ্ছি। আমাদের গাছ এখনো একটাও নষ্ট হয়নি কিছুদিনের মধ্যেই আমাদের গাছের কাঁদি পড়বে বলে আশা করছি। এই প্রযুক্তি কাজে লাগলে ইনশাল্লাহ আমাদের সব কলায় এইভাবে চাষ করব।
এখন তো শীত পড়ে গেছে, শীতের কিছু দিন আগে বেশি সার দিতে পারলে ভালো হতো। শীতকালে সার দিয়ে কাজ কম হবে তবুও এ সময় দস্তা, ম্যাগনেসিয়াম সালফেট, থিওভিট আর ইউরিয়া দিতে পারেন, কিছুদিন পর বেশি করে ড্যাপ সারসহ অন্যান্য ইউরিয়া ও পটাশ সার প্রয়োগ করতে হবে যাতে গাছ দ্রুত বৃদ্ধি পায়। দানা বিষ না দিয়ে থাকলে দানা বিষ দিতে পারেন।
ভাই আমার ৫ ডিসিমাল জমিতে কতো টা কলা গাছ লাগানো যাবে
৪৫ টা হতে পারে ঘন করে লাগালে দুই একটা বেশি এবং পাতলা করে লাগাইলে দুই একটা কম। কাঁদি বড় করতে হলে একটু পাতলা লাগানো উত্তম হবে।
ভাই বর্ষামৌসুমে জমিতে পানি জমলে ক্ষতি হবে কি-না জানাবেন প্লিজ
নিশ্চয়ই ক্ষতি হবে
নিশ্চয়ই ক্ষতি হবে
ভাই, আমি সাগর+ সবরি কলা লাগব,আপনার পরামর্শ পেতে পারি?
অবশ্যই পেতে পারেন
ইউরিয়া তো গাছের বৃদ্ধি এবং ডালপালা বৃদ্ধিতে সাহায্য করে কান্দি কি বড় হয়, কান্দি বেরোনোর পর একটা ভিডিও করেন প্লিজ
ধন্যবাদ, অবশ্যই ভিডিও করবো। ইউরিয়া সারে গাছের বৃদ্ধি হয়, ডালপালা বৃদ্ধি হয় তবে কলাগাছ লম্বা হয়ে যায়, পাতা নষ্ট হয়ে যায়, গাছের ক্ষতি হয়ে যায়, ইউরিয়া সার কম দেওয়াটাই উচিত।
@@motivatestore কান্দি বেরোনোর পর কিরকম কান্দি হয়েছে সেটা দেখালে খুব উপকৃত হতাম
কলা গাছের মোটামুটি সব কাদি বের হওয়ার পর কি কি সার দিতে হয়???
ইউরিয়া পটাশ সালফেট
1 bigha Jami te Kato kg phosphate debo kato kg potash or nitrogen debo
আপনার কলা গাছের বয়স কত..? এবং কোন জাতের কলা..?
এটা কি বাইশে কল ।বাইশে কলা ফলারআগে কি সার দিতে হবে বলবেন ।
বাইশে কলা কেমন কলা ? যে কোনো কলায় এই সার দিতে পারেন
Mashallah
ধন্যবাদ মফিজুল ইসলাম ভাই
Hello vai
Hello & Thanks, nizamul vi
Hello & Thanks, nizamul vi
ভাই আপনার বাগানে সিগাটোকা রোড লাগছে আগেও রোগের ওষুধে স্প্রে করেন কলাবাগান এত ফাটা ফাটা মাটি থাকা যাবে না তার আগে পানি দিতে হবে কলাবাগান কি নতুন করছেন ভাইজান
ভাই আমার ১২০টা শব্রি কলার গাছের বাগান আছে, গাছের বয়স ৪ মাস। এখন কি সার দিবো এটা ছোট্র টিপ্স চাই
ভাই আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা বিভিন্নভাবে কলা চাষ করে নিজে পরীক্ষা করে দেখি কিভাবে কোনটা কেমন হচ্ছে । আমরা এভাবে চাষ করে ভালো ফল পাচ্ছি। আমাদের গাছ এখনো একটাও নষ্ট হয়নি কিছুদিনের মধ্যেই আমাদের গাছের কাঁদি পড়বে বলে আশা করছি। এই প্রযুক্তি কাজে লাগলে ইনশাল্লাহ আমাদের সব কলায় এইভাবে চাষ করব।
এখন তো শীত পড়ে গেছে, শীতের কিছু দিন আগে বেশি সার দিতে পারলে ভালো হতো। শীতকালে সার দিয়ে কাজ কম হবে তবুও এ সময় দস্তা, ম্যাগনেসিয়াম সালফেট, থিওভিট আর ইউরিয়া দিতে পারেন, কিছুদিন পর বেশি করে ড্যাপ সারসহ অন্যান্য ইউরিয়া ও পটাশ সার প্রয়োগ করতে হবে যাতে গাছ দ্রুত বৃদ্ধি পায়। দানা বিষ না দিয়ে থাকলে দানা বিষ দিতে পারেন।
যেটা প্রথমে দেখালেন সে সার টা ইউরিয়া না
জি ধন্যবাদ প্রথমে ইউরিয়া সার দেখালাম এরপর ম্যাগনেসিয়াম সালফেট
@@motivatestore কান্দি বেরোনোর পর একটা ভিডিও করেন, কান্দি কি রকম হয়েছে দেখালে ভালো হত
@@aocwithbb7920 ঠিক আছে। নিশ্চই করবো।
যানা বেন
জী নিশ্চই জনাবো ভাই
Aponar contact numbar dioya jabe plz..
Ji niscoi vi 01701418831, 01990651212