সব সময় খুব ভয়ে থাকি না জানি এই মানুষটাকে কখন হারিয়ে ফেলি। এই মানুষটা না থাকলে মনে হয় নাটক মুভিতে কোনো আবেগ ভালোবাসা নেই। আল্লাহ তাকে অনেক বছর নেক হায়াৎ দান করুক।
ফজলুর রহমান বাবু অসাধারণ অভিনয় একটা মায়া জরিয়ে থাকে তার নাটকে চোখ দিয়ে অজস্রে পানি চলে আসে বাবা মা এর সাথে কেউ খারাপ আচরণ করিও না বাবা মা ছাড়া এই দুনিয়ায় কেউ আপন না ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা 🙂💛
কান্না করতে করতে বুকে ব্যথা উঠে গেছে।। বাস্তব নাটক। আল্লাহ পাক ভালো জানেন আমাদের কি হবে, আমার ও দুই ছেলে কোন মেয়ে নেই। শেষ বয়সে কি এই রকম ই হবে। আল্লাহ মাফ করুন।
এককথায় অসাধারণ নাটক,,, সত্যি বলতে নাটকটি কাঁদিয়েছে😭 বাবু আংকেল ও মনিরা আন্টি দুই অসাধারণ মানুষ,,, তাদের অভিনয় মন ছুঁয়ে যায়,,,পরিচালক আনুশ ভাই ও পুরো টিম কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্য
অনেক সুন্দর নাটক।নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা যাচ্ছিলো না। আর ফজলুর রহমান বাবু আঙ্কেলের অভিনয়তো মন ছুঁয়ে যায়।এই নাটকটা থেকে প্রত্যেক সন্তানের শিক্ষা নেয়া উচিৎ। বাবা, মা ই শ্রেষ্ঠ সম্পদ সন্তানদের কাছে।
প্রতিটা পিতা-মাতার ইচ্ছে থাকে যে শেষ বয়সে এসে তার সন্তানদের ছেলে মেয়েদের সাথে হাসি-ঠাট্টার মাধ্যমে জীবনটা পার করে দেওয়া। আমার অনেক আসা আমি চাকরি পাওয়ার পরে আমার কাছে তাদেরকে রাখতে।পিতা মাতা যে তার সন্তানদের জন্য কতোটা ত্যাগ স্বীকার করে সেইটা আমি খুব ভালো করে জানি। আমার বাবা একজন কৃষক আমিও আল্লাহর রহমতে মাঠের সব ধরনের কাজ পারি। এখনও বাড়িতে গেলে বাবাকে সাহায্য করি। এখন বর্তমান অধিকাংশ পরিবার তার পিতা মাকে আলাদা করে রাখে এইটা এখন অনেক বেশি হচ্ছে। তাই সবাইকে বলবো আপনাদের পিতামাতাকে কখনো অবহেলা করবেন না। আর বিশেষ করে মেয়েদের বলবো আপনারা যখন আপনার পিতামাতাকে ছেড়ে নতুন পরিবারে আসেন। আপনার স্বামীর পিতামাতাকে তখন আপনাদের নিজের পিতামাতা বানানো উচিত। শ্বশুর শ্বাশুড়ি বৃদ্ধ হয়ে তারা একটু ছেলে মানুষই করবেই কিন্তু তারপরও তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। এখন আর যৌথ পরিবার নেই বললেই চলে। আমার দাদা দাদি পিতামাতার কাছে গল্প শুনেছি তারা ৭-৮ টি ছেলে নিয়ে একসাথে থাকতেন। রান্না হতো অনেক বড় বড় হাড়িতে। আর এখন বর্তমানে একক পরিবার হয়ে গেছে ৯৯. ৯৯%। ছেলে তার আপন পিতামাতাকে তাদের কাছে রাখতেই চাই না। এই জন্য আমি বলি এই সমাজ এখন দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে। অর্থের পিছনে সবাই দৌড়াচ্ছি আপন রক্তের মানুষদের সাথে দূরত্বতা বাড়ছে। প্রয়োজন ছাড়া আমরা আপন মানুষদের সাথে যোগাযোগ করি না।। পেপার পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায় ছেলের হাতে পিতা মাতা খুন-আপন ভাইয়ের হাতে ভাই খুন। এগুলো শুনলে খুব খারাপ লাগে মনটার ভেতরে। মানুষ কেনো এমন যে হয়ে যায় বুঝি না। পিতামাতার সাথে আমাদের সবাইকে ভালো ব্যবহার করতে হবে আমরাও কিন্তু একদিন বৃদ্ধ হবো।। আল্লাহ পৃথিবীর সকল পিতামাতাকে সুস্থ রাখুক দোয়া করি।
হাসব্যন্ত এর পিতামাতা নিজের পিতামাতা হয় না এটা জের প্রচেষ্টা।শ্বশুর শ্বাশুড়ি ভেবেই তাদপর জন্য করতে হবে।বাবা মা বাবা মা ই থাকে।সম্পক যেটা সেটা ধরেই দায়িত্ব পালন করলেই যথেষ্ট।আর জীবিকার তাগিদে মানুষ শহরে থাকে।টাকা না থাকলে বাবা মা কে কি খাওয়াবে? বাবা মা সনৃতান এর কাছে থাকা উচওত।অনেক বাবা মা জেদ ধরে থাকে যায় না।এমন অনেক আছে।আগের দিনের জীবনযাত্রা একরকম ছিলো এখন আর এক রকম।এক জা গরুর মত কাজ করে আর একজন পটের বিবির মত থাকে।তখন ঝামেলা বাবা মাই আলাদা করে দেয়
রাইট আপনার কথাগুলো খুব সুন্দর! এ রকম করে যদি সবাই ভাবতো?? আর একটা কথা বলি, একটা মেয়ে শশুর শাশুড়ীকে নিজের বাবা মা'র মতো মনে করলেও শশুর শাশুড়ীরা কখনোই ছেলের বউকে মেয়ের মতো দেখে না! সামনে এক আর পিছনে আরেক! দু পক্ষকেই সমান ভাবে দেখতে হবে! যেমন শাশুড়ী তেমন ছেলের বউ! তাহলে'ই সংসার সুখের আর সুন্দর হয়! আমিও আগে এ রকম স্বপ্ন দেখতাম কিন্তু এখন,অথাৎ বিয়ে পর থেকে বুঝতেছি আসলে একটা মেয়ে স্বামীর সংসারের জন্য যতই কষ্ট আর পরিশ্রম আর ভালো হওয়ার চেষ্টা করুক না কেনো কবু ভালো হতে পারে না! স্বামীর সংসারের লোকদের কাছে ভালো হওয়া আর কালি কলসিতে পানি ঢালা সমান কথা!
চিন্তা ছাড়ায় চোখে পানি এসে গেল... বাস্তবতা মিল রেখেছে নাটকটি সমাজে এমন দৃশ্য অনেক আছে হে আল্লাহ আমি যেন আমার মা বাব কে তাদের মতো করে রাখতে পারি তাদের কষ্ট যেন লগো করতে পারি তাদের মুখে যেন হানি ফোটাতে পারি আমাকে সেই তৌফিক দিন অজরে পানি ঝড়ছে আমার নাটকের ভাবার্থ বুঝতে পেরে
ফজলুর রহমান বাবু স্যার মানেই বাস্তবতা নাটকটা যতো খন দেখছি কান্না করেছি সত্যি বাবা মা ছেড়ে আসা কতোটা কষ্টের প্রবাসে আছি আল্লাহ্ কাছে দোয়া করি সবার মা বাবা ভালো থাকুক
সেই ছোট বেলা বাবা হারালাম আর মা হইলো অন্যের ঘরোনি ইস্,,,,, প্রতিটা মুহূর্ত বাবা মা হারানোর যন্তনা আমায় কুড়ে কুড়ে খায় 😔😔 আজ ও আবার অজানা যন্তনায় অঝোরে কাঁদছি 😭😭
পৃথিবীতে বাবা মা বড়ই আপন তারচেয়ে আপন আর কেউ নয়।কিন্তুু দুঃখ বিষয় হলো তা আমরা ভুলে যাই। রঙ্গিন দুনিয়ার মোহে পরে একবার কি ভেবে দেখেছি।সবাই একদিন একই পথের পথিক।
কি বলবো নির্বাক হয়ে গেলাম।মন পূর্ণ হলো এক অপূর্ব অর্থবহল নাটক দেখে।যে বাস্তবতা পুরো নাটক জুড়ে তাকে সমৃদ্ধ করে তুলেছে বাবু ভাই আর মনিরা আপা। এই সমাজ ব্যবস্থায় একান্তভাবে এইরূপ সংবেদনশীল ও শিক্ষনীয় নাটক বিশেষভাবে কাম্য। পরিশেষে জানাই আমার হৃদয় গহীন থেকে অভিনন্দন ও শুভেচ্ছা লেখক সহ সবাইকে।
মায়া ঘর নাটকটা যতোবার দেখেছি,চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ তুমি আমার " মা " কে এবং পৃথিবীর সকল "মা" ও "বাবা" দেরকে তাদের ছেলে মেয়ে নায় নাতনি দেরকে নিয়ে যেনো ভালো থাকে, আমিন।
জীবনটাকে মনে হয় এ পূথিবীর বড় বোঝা হয়ে গেলাম পরনতো শেষ বেলায় সব হাড়িয়ে নিশ্য হলাম তাকিয়ে আছি ঐ বিধাতার দিকে কখন নিয়ে যাবে কাজের মাঝথেকে হে আল্লাহ কারোর মুখাপেক্ষি করুনা আমায় আমিন
হে আল্লাহ প্রবাসে কস্ট করে জারা টাকা ইনকাম করছে তাদেরকে আপনি কবুল করুন এবং তাদের সকলের মা বাবাকে ভালো রাইখো সুস্থ রাইখো নেক হায়াত দান করো সকল মুসলমান ভাই বোনদের। আমিন
বাবা-মা যে কি জিনিস, যাঁর নেই সেই বোঝে,,আমার বাবা-মা নেই,, মনে হয় পৃথিবীতে আমার কোন আপনজন নেই,, তাই সবাইকে অনুরোধ করবো যাদের মা-বাবা বেঁচে আছে,, তারা যেনো বাবা-মায়ের খেদমত করেন।।।
যারা নাটক-সিনেমা ও খবর দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কপালে জুতার বাড়ি ১০০% 😡😡
সবাইক এক নারে ভাই আমার আব্বা আম্মার সাথে কথা না বললে ভালোই লাগে না কাজ করতে করতে কথাও বলতে থাকি। তবে যে সন্তানরা এইরকম আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন।
খুবই সুন্দর লাগছে অসম্ভব সুন্দর মা বাবা-মা যাদের বেঁচে আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করুন ও যারা অন্ধকার কবরে রয়েছে তাদের জান্নাত বাসি করুন আমিন ❤২৪.১০.২০২৪
আমার ও দুটো ছেলে দুয়া করবেন আল্লাহ জেন মানুষ বানায় অ মানুষ না হয় আমি আমার বাবা-মা কে অনেক মিছ করি আল্লাহ তাদের পড় পারে ভালো রাখুক জান্নাত নছিব করে দেয় আমিন
সত্যিই অসাধারণ নাটক না কিন্ত ঐ যে আমরা জাতিগত ভাবে বাঙ্গালি সুন্দর বস্তুকে মূল্যায়ন করতে জানি না 🙂 আসলে এইসব নাটকে নোংরামী আর অশ্লীলতা নেই বলে ভিউ কম,আপনাদেও ও বলি কিছু জিনিস সবার বুঝার দরকার নাই, আর ফজলুল রহমান বাবুর মতো জীবন্তু অভিনয় এই বাংলায় আর দ্বিতীয় নেই । সত্যিই আমারা কদর করতে জানি না 🙂🙂🙂
শুরু থেকেই কাঁদছি আর দেখছি কিছুই বলার নেই শুধু দোয়া করছি যেনো এই গুলো দেখে আমাদের সন্তান রা কিছু যেনো শিখতে পারে 🥺🥺❤️❤️ আর হ্যা ছবির পরিচালক রা যেনো কিছু শেখে এখান থেকে 🙂🥰
এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমি এটা জানি অভিনয় তবে আমি আল্লাহর কাছে দোয়া কামনা করি এরকম সন্তান যেন কারো ঘরে জন্ম না নেই😭
এজন্যই ইসলামে বলা হয়েছে ছেলে মেয়েকে দুনিয়ার শিক্ষার চেয়ে আখেরাতের শিক্ষা দেওয়া উত্তম,(মাদ্রাসা শিক্ষা)।তাহলে মা বাবাকে এতো কষ্ট পেতে হয় না।এই যুগের আধুনিকতার মাঝে হারিয়ে গেলো আমাদের মনুষ্যত্ব,বিবেক।
সত্যিই আমারা মনের অজান্তেই অনেক সময় বাবা মায়ের মত অমূল্য সম্পদকে কত ব্যাথা দিয়ে থাকি কিন্তু তাদের,মন, ত্যাগটাকে কোনো দিন বোঝার চেষ্টা করি না,উপরোন্ত র্দূব্যবহার করে থাকি কিন্তু সেটা যে কতটা ভুল,কত পাপ তা নাটকটির মাধ্যমে এতটাই সুন্দর ভাবে তুলে ধরেছেন তার তুলনা হয় না।অসাধারন।।
বর্তমানে সম্পর্কের চেয়ে সম্পদ বড়।commnents আমার পড়তে ভাল লাগে যখন দেখি সবাই আমার মনের কথাগুলোই লিখছেন তখন থেমে যাই নিজে কিছু লেখা থেকে কিইবা হবে লিখে মনের কষ্ট না হয় মনেই থাক।কত শ্রম করে নাটক সিনেমার মাধ্যমে পরিচালক ভাইয়েরা সন্তানদের বুঝানোর চেষ্টা করছেন আফ্সোস তাদের এ সব নাটক দেখার সময় কোথায়?হতভাগা মা বাবারা দেখে চোখের....।ধন্যবাদ পরিচালক ভাইকে।
বাংলাদেশের নাটক গুলি আসলে অসাধারণ এবং শিখনি আমি প্রবাসী আমার প্রিয় মানুষটার সাথে ঝগড়ার হচ্ছে শুধু দেশে না যাওয়া জন্য কিন্তু আমি যে মাইনকা চিপা পড়ছি আল্লাহ্ এই থেকে উদ্ধার করো
আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মা-বাবাকে যেনো জান্নাত বাসী করে 🤲দূর প্রবাসে আছি অনেকদিন হয়ে গেলো মা-বাবাকে দেখি না মা বাবা আমি তোমাদেরকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি 😢😢😢
আপনার তো মা বাবাএখনো আছে আপনি অনেক ভাগ্যবান মানুষ।আর আমার তো বাবা নেই অবুঝ শিশু কালে বাবা চলে গেছে না ফেরার দেশে একমাত্র মা ছাড়া আমার জিবনে আর কেউ নেই সেই বৃদ্ধ মাকেও অর্থের অভাবে কিছু ভালো মন্দ খাওয়াতে পারিনা।আমার বন্ধুদের বাবা কে দেকলে আমার খুব হিংসা হতো ঈদের নতুন জামা কাপড় কিনে দিতো বলে আর আমি মনে মনে বলতাম ইস এরোকম যদি আমারও বাবা থাকতো তাহলে আমাকেও কতো কিছু কিনে দিতো। আর সৃষ্টি কর্তার কাছে অভিযোগ করতাম আমাকে কেন গরীব বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছো
যতই আমরা সংসার,কাজ এবং টাকা ও ধনসম্পদ নিয়ে ব্যস্ত থাকি ,,,, দিন শেষে গভীর ভাবে চিন্তা করলে বুঝতে পারবেন আসলে টাকা পয়সা কোনো সুখ নেই,,,হ্যা এই টা অবশ্য ঠিক যে , জীবন পরিচালনা করতে গেলে টাকার বিকল্প নেই,, তবে এই টাকা বা সম্পদ যে আমাদের প্রকৃত সুখী জীবনে ধাবিত করে তা কিন্তু না,,,, প্রকৃত ভাবে সুখ অনুভব করতে হলে, আল্লাহর সন্তুষ্টি,মা বাবা এর প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালন করে পরিবারের সাথে মিলে মিশে থাকা,,, তাহলে আসল সুখ অনুভব করতে পারবেন,,,, এই টা শুধুমাত্র একটা নাটক ই না, আমাদের সমাজের বাস্তব চরিত্র ফুটে উঠেছে 🥲🥲
মা বাবার মতো কেউ আপন হয় না। আমি আমার মা কে ২০০৫ সালে, বাবা কে ২০১৩ সালে হারিয়েছি, মা বাবা আমাকে ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। এই নাটক টি দেখে আমার দুই চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসলো,মা বাবার কথা খুব মনে পড়ে সব সময়। এমন সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য নির্মাতা কে অসংখ্য ধন্যবাদ।সকলের কাছে অনুরোধ পৃথিবীতে মা বাবা বেঁচে থাকতে তাদের কে সময় দেন......।
মা বাবা ছাড়া এক সেকেন্ড থাকতে পারতাম না ! একবছর হয়ে গেলো প্রবাসে 😭 প্রতিটা সেকেন্ড তোমাদের কথা মনে পড়ে 😭 কবে যে তোমাদের আবার জড়িয়ে ধরতে পারবো আল্লাহ যানে 💖
মা-বাবা ছাড়া একটা সেকেন্ড চিন্তাও করতে পারি না! আল্লাহ আমার মা-বাবাকে নেক হায়াত দান করেন! ধন্যবাদ পরিচালক কে।
thank you bhai
আমিন
❤
😢😢😂😂😂
আমিন
আমার খুব প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
এত নিখুঁত অভিনয়!🥰
ভালোবাসা নিবেন স্যার🖤
সব সময় খুব ভয়ে থাকি না জানি এই মানুষটাকে কখন হারিয়ে ফেলি। এই মানুষটা না থাকলে মনে হয় নাটক মুভিতে কোনো আবেগ ভালোবাসা নেই।
আল্লাহ তাকে অনেক বছর নেক হায়াৎ দান করুক।
বাস্তব সম্মত নাটকটি বানানোর জন্য নাটকটির নির্মাতাকে অসংখ্য ধন্যবাদ।
এককথায় অসাধারণ।
বাবুভাইয়ের অসাধারণ অভিনয় ধন্যবাদ বাবুভাইকে।
বাবাকে হারিয়ে বুঝতেছি বাস্তবতা কতটা কঠিন ধন্যবাদ পরিচালকে সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য যাদের বাবা নেই তারাই বুঝে বাবা নামক বৃক্ষ টা কতটা দামী
বাবা নামক বৃক্ষ কতটা দামী
ফজলুর রহমান বাবু অসাধারণ অভিনয় একটা মায়া জরিয়ে থাকে তার নাটকে চোখ দিয়ে অজস্রে পানি চলে আসে বাবা মা এর সাথে কেউ খারাপ আচরণ করিও না বাবা মা ছাড়া এই দুনিয়ায় কেউ আপন না ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা 🙂💛
অসাধারণ নাটক, খুব মনে পরছে বাবা,আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুক, আমিন
right
দাত থাকতে সবাইকে দাতের যত্ন নেওয়া উচিত।। এই নাটকটা বর্তমান সমাজের বাস্তবতা তুলে ধরা হয়েছে।। ',পিতামাতার সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান ❣️❣️❣️
কান্না করতে করতে বুকে ব্যথা উঠে গেছে।।
বাস্তব নাটক। আল্লাহ পাক ভালো জানেন আমাদের কি হবে, আমার ও দুই ছেলে কোন মেয়ে নেই। শেষ বয়সে কি এই রকম ই হবে। আল্লাহ মাফ করুন।
vage thakle hobe
ফজলুর রহমান এর কথা বার্তা কন্ঠ
একদম আমার বাবার সাথে মিলে যায়🥰🥰🥰🥰
অসাধারণ একটি নাটক দেখতে দেখতে আমার চোখের পানি এসেছে ফজলুর রহমান বাবু ভাই
অসাধারণ একটি নাটক
অসম্ভব সুন্দর একটা নাটক বাবু স্যার আপনাকে সেলুট ❤️❤️
এককথায় অসাধারণ নাটক,,, সত্যি বলতে নাটকটি কাঁদিয়েছে😭 বাবু আংকেল ও মনিরা আন্টি দুই অসাধারণ মানুষ,,, তাদের অভিনয় মন ছুঁয়ে যায়,,,পরিচালক আনুশ ভাই ও পুরো টিম কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্য
অসাধারণ নাটক,
নাটক টা এককথায় অসাধারন ...যেখানে বাবু স্যার ও মুনিরা মেম এ গুনী ২ জন মানুষের ধারা সম্ভব বাস্তব টাকে এত সুন্দর করে তুলে ধরার।
এককথায় অসাধারন নাটক
অনেক সুন্দর নাটক।নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা যাচ্ছিলো না। আর ফজলুর রহমান বাবু আঙ্কেলের অভিনয়তো মন ছুঁয়ে যায়।এই নাটকটা থেকে প্রত্যেক সন্তানের শিক্ষা নেয়া উচিৎ। বাবা, মা ই
শ্রেষ্ঠ সম্পদ সন্তানদের কাছে।
অনেক সুন্দর নাটক
এমন বাস্তব কাহিনী এখন অহরহ, নিঃসঙ্গ বাবা মার আহাজারি বাংলার ঘরে ঘরে , ধন্যবাদ এই নাটকের সকল কলাকৌশলিদের, মিঠু আপা আর বাবু স্যারকে অনেক অনেক ধন্যবাদ
Thank You
ফজলুর রহমান বাবু স্যারের বাবা চরিত্র টা বাস্তব কে ও হার মানায় এত নিখুত অভিনয় এত ইমোশন...
Thanks for commenting
বাবা, মার, কথা খুব মনে পরছে,প্রবাসে আছি কবে যে দেশে যাবো, তাদের কে জরিয়ে ধরতে খুব ইচ্ছে করছে,
প্রতিটা পিতা-মাতার ইচ্ছে থাকে যে শেষ বয়সে এসে তার সন্তানদের ছেলে মেয়েদের সাথে হাসি-ঠাট্টার মাধ্যমে জীবনটা পার করে দেওয়া। আমার অনেক আসা আমি চাকরি পাওয়ার পরে আমার কাছে তাদেরকে রাখতে।পিতা মাতা যে তার সন্তানদের জন্য কতোটা ত্যাগ স্বীকার করে সেইটা আমি খুব ভালো করে জানি। আমার বাবা একজন কৃষক আমিও আল্লাহর রহমতে মাঠের সব ধরনের কাজ পারি। এখনও বাড়িতে গেলে বাবাকে সাহায্য করি। এখন বর্তমান অধিকাংশ পরিবার তার পিতা মাকে আলাদা করে রাখে এইটা এখন অনেক বেশি হচ্ছে। তাই সবাইকে বলবো আপনাদের পিতামাতাকে কখনো অবহেলা করবেন না। আর বিশেষ করে মেয়েদের বলবো আপনারা যখন আপনার পিতামাতাকে ছেড়ে নতুন পরিবারে আসেন। আপনার স্বামীর পিতামাতাকে তখন আপনাদের নিজের পিতামাতা বানানো উচিত। শ্বশুর শ্বাশুড়ি বৃদ্ধ হয়ে তারা একটু ছেলে মানুষই করবেই কিন্তু তারপরও তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। এখন আর যৌথ পরিবার নেই বললেই চলে। আমার দাদা দাদি পিতামাতার কাছে গল্প শুনেছি তারা ৭-৮ টি ছেলে নিয়ে একসাথে থাকতেন। রান্না হতো অনেক বড় বড় হাড়িতে। আর এখন বর্তমানে একক পরিবার হয়ে গেছে ৯৯. ৯৯%। ছেলে তার আপন পিতামাতাকে তাদের কাছে রাখতেই চাই না। এই জন্য আমি বলি এই সমাজ এখন দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে। অর্থের পিছনে সবাই দৌড়াচ্ছি আপন রক্তের মানুষদের সাথে দূরত্বতা বাড়ছে। প্রয়োজন ছাড়া আমরা আপন মানুষদের সাথে যোগাযোগ করি না।। পেপার পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায় ছেলের হাতে পিতা মাতা খুন-আপন ভাইয়ের হাতে ভাই খুন। এগুলো শুনলে খুব খারাপ লাগে মনটার ভেতরে। মানুষ কেনো এমন যে হয়ে যায় বুঝি না। পিতামাতার সাথে আমাদের সবাইকে ভালো ব্যবহার করতে হবে আমরাও কিন্তু একদিন বৃদ্ধ হবো।। আল্লাহ পৃথিবীর সকল পিতামাতাকে সুস্থ রাখুক দোয়া করি।
হাসব্যন্ত এর পিতামাতা নিজের পিতামাতা হয় না এটা জের প্রচেষ্টা।শ্বশুর শ্বাশুড়ি ভেবেই তাদপর জন্য করতে হবে।বাবা মা বাবা মা ই থাকে।সম্পক যেটা সেটা ধরেই দায়িত্ব পালন করলেই যথেষ্ট।আর জীবিকার তাগিদে মানুষ শহরে থাকে।টাকা না থাকলে বাবা মা কে কি খাওয়াবে? বাবা মা সনৃতান এর কাছে থাকা উচওত।অনেক বাবা মা জেদ ধরে থাকে যায় না।এমন অনেক আছে।আগের দিনের জীবনযাত্রা একরকম ছিলো এখন আর এক রকম।এক জা গরুর মত কাজ করে আর একজন পটের বিবির মত থাকে।তখন ঝামেলা বাবা মাই আলাদা করে দেয়
Allah apni amader sobai ke abba ammar seba korar towfiq den😭amin🤲🤲
ji you are right
রাইট আপনার কথাগুলো খুব সুন্দর! এ রকম করে যদি সবাই ভাবতো??
আর একটা কথা বলি,
একটা মেয়ে শশুর শাশুড়ীকে নিজের বাবা মা'র মতো মনে করলেও শশুর শাশুড়ীরা কখনোই ছেলের বউকে মেয়ের মতো দেখে না!
সামনে এক আর পিছনে আরেক!
দু পক্ষকেই সমান ভাবে দেখতে হবে!
যেমন শাশুড়ী তেমন ছেলের বউ!
তাহলে'ই সংসার সুখের আর সুন্দর হয়!
আমিও আগে এ রকম স্বপ্ন দেখতাম কিন্তু এখন,অথাৎ বিয়ে পর থেকে বুঝতেছি আসলে একটা মেয়ে স্বামীর সংসারের জন্য যতই কষ্ট আর পরিশ্রম আর ভালো হওয়ার চেষ্টা করুক না কেনো কবু ভালো হতে পারে না!
স্বামীর সংসারের লোকদের কাছে ভালো হওয়া আর কালি কলসিতে পানি ঢালা সমান কথা!
❤❤❤❤
বাবা মায়ের অভিনয়টা অনেক সুন্দর হইচে নাইচ নাটক জুটি দুজনের মায়া কত এমনি হওয়া উচিত সামি বউয়ের 👌👌👌👌👌👌👌👌👌👌👌
hm মায়া এমনি হওয়া উচিত
ফজলুর রহমান বাবু মানে শিক্ষামূলক কিছু শিক্ষা
ফজলুর রহমান বাবু মানে শিক্ষামূলক কিছু শিক্ষা
আল্লাহ তায়ালা পৃথিবীর সকল বাবা-মা কে জান্নাতুল ফেরদৌস নাসিব করুক আমিন. ❤️❤️
এই নাটকটা খুব সুন্দর লাগছে আমি এক সাথে পাঁচ বার দেখছি। কিন্তু। নাটকের গান টা খুব সুন্দর হয়েছে।
নাটকের গান টা খুব সুন্দর হয়েছে।
দাগ থাকলে মুল্য বুঝে না মরে গেল মুল্য বুঝে মা বাবা কি জিনিস আল্লাহ্ এই অধমের মা বাবাকে সুস্থ ওভাল রাখিও আমি যেন আমার মা বাবাকে সেবা করতে পারি আমিন
চিন্তা ছাড়ায় চোখে পানি এসে গেল... বাস্তবতা মিল রেখেছে নাটকটি
সমাজে এমন দৃশ্য অনেক আছে
হে আল্লাহ আমি যেন আমার মা বাব কে তাদের মতো করে রাখতে পারি তাদের কষ্ট যেন লগো করতে পারি তাদের মুখে যেন হানি ফোটাতে পারি
আমাকে সেই তৌফিক দিন
অজরে পানি ঝড়ছে আমার নাটকের ভাবার্থ বুঝতে পেরে
চোখে পানি এসে গেল
ফজলুর রহমান বাবু স্যার মানেই বাস্তবতা নাটকটা যতো খন দেখছি কান্না করেছি সত্যি বাবা মা ছেড়ে আসা কতোটা কষ্টের প্রবাসে আছি আল্লাহ্ কাছে দোয়া করি সবার মা বাবা ভালো থাকুক
Amin
সেই ছোট বেলা বাবা হারালাম
আর মা হইলো অন্যের ঘরোনি
ইস্,,,,,
প্রতিটা মুহূর্ত বাবা মা হারানোর যন্তনা আমায় কুড়ে কুড়ে খায় 😔😔
আজ ও আবার অজানা যন্তনায় অঝোরে কাঁদছি 😭😭
thik bolsen
😭😭😭
Be patient my child !
পৃথিবীতে বাবা মা বড়ই আপন তারচেয়ে আপন আর কেউ নয়।কিন্তুু দুঃখ বিষয় হলো তা আমরা ভুলে যাই। রঙ্গিন দুনিয়ার মোহে পরে একবার কি ভেবে দেখেছি।সবাই একদিন একই পথের পথিক।
বাস্তবের সাথে অনেক মিল,, নাটকটি দেখে চোখে পানি ধরে রাখতে পারলাম না।
ji bhy বাস্তবের সাথে অনেক মিল
😢😢😢😢😢😢
চরম বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ
thanks for your important comment
ফজলুল হক বাবু বাংলা নাটকের একজন লিজেন্ড একজন কিংবদন্তি , অসাধারণ তার অভিনয়
ফজলুর রহমান বাবু বরাবরই বাবার চরিত্রে সেরা❤️❤️❤️
hm thik
কি বলবো নির্বাক হয়ে গেলাম।মন পূর্ণ হলো এক অপূর্ব অর্থবহল নাটক দেখে।যে বাস্তবতা পুরো নাটক জুড়ে তাকে সমৃদ্ধ করে তুলেছে বাবু ভাই আর মনিরা আপা।
এই সমাজ ব্যবস্থায় একান্তভাবে এইরূপ সংবেদনশীল ও শিক্ষনীয় নাটক বিশেষভাবে কাম্য।
পরিশেষে জানাই আমার হৃদয় গহীন থেকে অভিনন্দন ও শুভেচ্ছা লেখক সহ সবাইকে।
Thanks For Watching The Natok
সকল.বাবা-মা ভালো থাকুক।আল্লাহ নেক.হায়াত.দান.কুরুক
মায়া ঘর নাটকটা যতোবার দেখেছি,চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ তুমি আমার " মা " কে এবং পৃথিবীর সকল "মা" ও "বাবা" দেরকে তাদের ছেলে মেয়ে নায় নাতনি দেরকে নিয়ে যেনো ভালো থাকে, আমিন।
আমার প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু,,ভালোবাসা অভিরাম।
সত্যি খুব অসাধারণ না কেদে পারলাম না ....
আল্লাহ, আমার মরার আগে আমার মা বাবাকে নিও না গো আল্লাহ 😢।
জীবনটাকে মনে হয় এ পূথিবীর বড় বোঝা হয়ে গেলাম পরনতো শেষ বেলায় সব হাড়িয়ে নিশ্য হলাম তাকিয়ে আছি ঐ বিধাতার দিকে কখন নিয়ে যাবে কাজের মাঝথেকে হে আল্লাহ কারোর মুখাপেক্ষি করুনা আমায় আমিন
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাবা-মা পৃথিবীর সকল মা- বাবা কে মহান আল্লাহ পাক সহিসালামত রাখুন এবং কবর বাসি সকল বাবা - মাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন আমিন 🤲🤲🤲
Amin
অসাধারণ নাটক। কলিজা ছুয়ে গেলো
right অসাধারণ নাটক।
হে আল্লাহ প্রবাসে কস্ট করে জারা টাকা ইনকাম করছে তাদেরকে আপনি কবুল করুন এবং তাদের সকলের মা বাবাকে ভালো রাইখো সুস্থ রাইখো নেক হায়াত দান করো সকল মুসলমান ভাই বোনদের।
আমিন
Amin
ji
বাবা-মা যে কি জিনিস, যাঁর নেই সেই বোঝে,,আমার বাবা-মা নেই,, মনে হয় পৃথিবীতে আমার কোন আপনজন নেই,, তাই সবাইকে অনুরোধ করবো যাদের মা-বাবা বেঁচে আছে,, তারা যেনো বাবা-মায়ের খেদমত করেন।।।
যাঁর নেই সেই বোঝে
মায়া ঘর - নাটকের গান " কি আশায়" এর ডাউনলোড লিংক দিন দয়া করে।
নাটকের প্রেক্ষাপট যেমন সুন্দর, গানটিও হৃদয়ে ছোয়া!
বাবা-মা কি অমূল্য সম্পদ সৃষ্টির সেরা জীব আমার মানুষ তা বুঝিনা,, হারিয়ে খুঁজব থাকতে বুঝতে পারিনা।
দাঁত থাকতে দাঁত এর মর্যাদা দিতে পারি যেন আমরা,, সবাই
Thanks For Watching The Natok
ধন্যবাদ দিয়ে পরিচালকে ছোট করবোনা,,অনেক সুন্দর ছিলো নাটকটা
❤
বাংলা নাটকের পাশে থাকুন সবসময়।
আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের বাংলা নাটক।
সকলের প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা 💜
Valo thaken vai.from iraq
এই জগৎ বড়োই অদ্ভুত।
বড়োই অদ্ভুত
যারা নাটক-সিনেমা ও খবর দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কপালে জুতার বাড়ি ১০০% 😡😡
সহমত
সবাইক এক নারে ভাই আমার আব্বা আম্মার সাথে কথা না বললে ভালোই লাগে না কাজ করতে করতে কথাও বলতে থাকি। তবে যে সন্তানরা এইরকম আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন।
আলহামদুলিল্লাহ। তবে বিয়ের পরো যেন এরকম থাকতে পারেন সেই দোয়া রইল
যে সন্তানরা এইরকম আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন।
বাংলা দেশের নাটক পৃথিবীর সেরা নাটক
আমার খুব আনন্দ লাগে যখন দেখি বাইরের দেশের মানুষ আমাদের বাংলাদেশে কে নিয়ে পরোশাংশা করে❤
Ami indiay thaki Bhai kemon asho natok valo lage kemon
আমার মনে হচ্ছে এখনই প্রবাস ছেড়ে চলে যাই। যতদিন বাবা আছেন তার সাথে থাকি। কিন্তু পারতেছিনা। আল্লাহ তওফিক দিলে তাড়াতিই চলে যাবো।
অসাধারণ নাটক বাবার কথা মনে করিয়ে দিলো আল্লাহ আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন
Amin
মা-বাবার কারনেই সন্তান এমন হয়। ধরমীয় শিক্ষা দিলে আজ আর এই দিনটি দেখতে হতো না।
খুবই সুন্দর লাগছে অসম্ভব সুন্দর মা বাবা-মা যাদের বেঁচে আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করুন ও যারা অন্ধকার কবরে রয়েছে তাদের জান্নাত বাসি করুন আমিন ❤২৪.১০.২০২৪
আমার বাবা নেই আমার মনের কষ্ট আমি বুজি,আর যাদের বাবা আছে, সেই সকল বাবাদের কে দোয়া করি আল্লাহ জেন ভালো রাখে❤
বাবুভাইকে ধন্যবাদ অসাধারন নাটক উপহার দেওয়া জন্য
আমি ভারতীয় । কিন্তু একবাক্যে স্বীকার করতে হচ্ছে বাংলাদেশের নাটক গুলো অভূতপূর্ব ।
Thank You So Much
2 টা ছেলে আমারও,জানিনা আমার ভাগ্যে কি আছে ?শুধু আমার আগে আমার স্বামী যেনো না যায় আল্লাহ🤲🙏📿
আমার ও দুটো ছেলে দুয়া করবেন আল্লাহ জেন মানুষ বানায় অ মানুষ না হয় আমি আমার বাবা-মা কে অনেক মিছ করি আল্লাহ তাদের পড় পারে ভালো রাখুক জান্নাত নছিব করে দেয় আমিন
নামাজ পড়েন
হে আল্লাহ
আসার প্রিয় ফজলুর রহমান বাবু স্যার অহ কি নিখুঁত অভিনয় করলো।
Hare Krishna 🙏🙏🙏🙏🙏. আমি এক প্রবাসী.আমি এখন বুঝতে পারি বাবা মা কি মূল্যবান সম্পদ
আমার বয়স যখন ৫ বছর হবে তখন আমার বাবাকে হারিয়েছি,, যদি কোন কিছুর বিনিময়ে আমার বাবাকে ফিরে পেতাম,,,বাবাকে অনেক মনে পড়ে,,,
hm
থাকতে কেমন আচারন করছেন সেটা বলেন।
পোবাসে থাকি কেউ খবর নেয়না পোয়োজন ছারা ভালো মন্দের আগে টাকা চেয়ে বসে থাকে মনে হয় যেন টাকার মেশিন নিয়ে বসে আছি। তারপরও দোয়া করি ওনারাই ভালো থাকুক।
ji bhy
সত্যিই অসাধারণ নাটক না কিন্ত ঐ যে আমরা জাতিগত ভাবে বাঙ্গালি সুন্দর বস্তুকে মূল্যায়ন করতে জানি না 🙂 আসলে এইসব নাটকে নোংরামী আর অশ্লীলতা নেই বলে ভিউ কম,আপনাদেও ও বলি কিছু জিনিস সবার বুঝার দরকার নাই,
আর ফজলুল রহমান বাবুর মতো জীবন্তু অভিনয় এই বাংলায় আর দ্বিতীয় নেই ।
সত্যিই আমারা কদর করতে জানি না 🙂🙂🙂
ভাই এগুলা কোন নাটক না😭😭
জীবন কাহিনী ,চোখের পানি ধরে রাখতে পারলামনা😓
Be happy.
ফজলুর রহমান বাবু মানেই
নতুন কিছু
ভিন্ন ধর্মী একজন শীল্পি
যেনো বাস্তবতায় গাথা তার শৈল্পিক সৃষ্টি
Thanks For Commenting
কিছু বলার নাই শুধু কাধলাম আমার বাবা নেইমাআছে। আমাকে যেন সব সময় হাসি খুসি রাখতে পারি
শুরু থেকেই কাঁদছি আর দেখছি কিছুই বলার নেই শুধু দোয়া করছি যেনো এই গুলো দেখে আমাদের সন্তান রা কিছু যেনো শিখতে পারে 🥺🥺❤️❤️ আর হ্যা ছবির পরিচালক রা যেনো কিছু শেখে এখান থেকে 🙂🥰
এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমি এটা জানি অভিনয় তবে আমি আল্লাহর কাছে দোয়া কামনা করি এরকম সন্তান যেন কারো ঘরে জন্ম না নেই😭
অনেক সোন্দর হইছে ভাই
অসাধারণ একটা নাটক। ইভান সাইরের অভিনয় ও অনেক ভালো হয়েছে। শুভ কামনা
অসাধারণ একটা নাটক
এজন্যই ইসলামে বলা হয়েছে ছেলে মেয়েকে দুনিয়ার শিক্ষার চেয়ে আখেরাতের শিক্ষা দেওয়া উত্তম,(মাদ্রাসা শিক্ষা)।তাহলে মা বাবাকে এতো কষ্ট পেতে হয় না।এই যুগের আধুনিকতার মাঝে হারিয়ে গেলো আমাদের মনুষ্যত্ব,বিবেক।
🤣🤣🤣
khrp laglo… 😥😥ashole ki bolbo vasha nai..
মাদ্রাসার শিক্ষা নিয়েই তো এখন শ্বশুর ছেলের বউকে লাগায়, স্বামী শ্বাশুড়ির সাথে ভাগে এসব চলছে।😄😄😄😄😄😄
thik ty
সময় উপযোগী নাটক দেখেছি,, অসাধারণ বাস্তবতার মিল আজকের সমাজের,, আমি কাতার থেকে দেখছি
Thank You So Much
কান্নায় বুকটা হাহার করে গেলো,,,,,অনেকটা কান্না করছি,,,,বাবা তোমায় অনেক মনে পড়ছে,প্রবাশে আছি আজ গতো হয়ে গেলো,,৩ টা বছর,,,,,,
right
বলতেই হয় ফজলুর রহমান বাবু বরাবর সেরা অভিনেতা
সেরা অভিনেতা
ফজলুর রহমান মানে আবেগ ফজলুর রহমান মানে একটি নতুন অধ্যায় স্যালুট প্রিয় অভিনেতা
বাংলাদেশের নাটক দেখে হাসতে পারি, কা৺দতে পারি অনেক ভাবায়। আর রহমান বাবুর অসামান্য অথচ সহজ অভিনয় মনে ভীষণ দাগ কাটে।
Hummm
নাটক টা দেখে ভাষা হারিয়ে ফেলেছি
কি বলবো অসাধারণ। মন কেঁদেছে সবার এথেকে শিক্ষা নেয়া উচিত সকল সন্তান দের
ভাল থাকুন সকল বাবা মা❤❤❤❤
Thanks For Commenting
সকাল সকাল নাটক দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না,,, স্যালুট নাটকের রচয়িতা এবং অভিনেতা -অভিনেত্রীদেরকে।
Thanks For Watching The Natok
অসাধারণ নাটক।
নাটক দেখতে দেখতে চোখের পানি ধরে রাখতে পারিনি।
hm
😢😢😢
কেমন আছও এখন তুমি বড় আপু❤❤❤
আমার মতে ২০২২ সালে দেখা সেরা নাটক 👍
আপনাদের কি মত???????
২০২২ সালে দেখা সেরা নাটক
মা বাবা পৃথিবীর শেস্ঠ সম্পদ❤
Right
মা বাবারা অনেক কিছুই লুকিয়ে রাখা,,হাসি মুখে লুকিয়ে রাখে কষ্টগুলো।
Hummm
ফজলুর রহমান বাবু স্যার জাত অভিনেতা!!!
Thank you very much
সত্যিই আমারা মনের অজান্তেই অনেক সময় বাবা মায়ের মত অমূল্য সম্পদকে কত ব্যাথা দিয়ে থাকি কিন্তু তাদের,মন, ত্যাগটাকে কোনো দিন বোঝার চেষ্টা করি না,উপরোন্ত র্দূব্যবহার করে থাকি কিন্তু সেটা যে কতটা ভুল,কত পাপ তা নাটকটির মাধ্যমে এতটাই সুন্দর ভাবে তুলে ধরেছেন তার তুলনা হয় না।অসাধারন।।
Thanks For Watching The Natok
বর্তমানে সম্পর্কের চেয়ে সম্পদ বড়।commnents আমার পড়তে ভাল লাগে যখন দেখি সবাই আমার মনের কথাগুলোই লিখছেন তখন থেমে যাই নিজে কিছু লেখা থেকে কিইবা হবে লিখে মনের কষ্ট না হয় মনেই থাক।কত শ্রম করে নাটক সিনেমার মাধ্যমে পরিচালক ভাইয়েরা সন্তানদের বুঝানোর চেষ্টা করছেন আফ্সোস তাদের এ সব নাটক দেখার সময় কোথায়?হতভাগা মা বাবারা দেখে চোখের....।ধন্যবাদ পরিচালক ভাইকে।
SB team onek sundor ekta natok surprise desan,,, Tnx soby k
বাংলাদেশের নাটক গুলি আসলে অসাধারণ
এবং শিখনি
আমি প্রবাসী
আমার প্রিয় মানুষটার সাথে ঝগড়ার হচ্ছে শুধু দেশে না যাওয়া জন্য
কিন্তু আমি যে মাইনকা চিপা পড়ছি
আল্লাহ্ এই থেকে উদ্ধার করো
Thanks For Commenting
আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মা-বাবাকে যেনো জান্নাত বাসী করে 🤲দূর প্রবাসে আছি অনেকদিন হয়ে গেলো মা-বাবাকে দেখি না মা বাবা আমি তোমাদেরকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি 😢😢😢
আপনার তো মা বাবাএখনো আছে আপনি অনেক ভাগ্যবান মানুষ।আর আমার তো বাবা নেই অবুঝ শিশু কালে বাবা চলে গেছে না ফেরার দেশে একমাত্র মা ছাড়া আমার জিবনে আর কেউ নেই সেই বৃদ্ধ মাকেও অর্থের অভাবে কিছু ভালো মন্দ খাওয়াতে পারিনা।আমার বন্ধুদের বাবা কে দেকলে আমার খুব হিংসা হতো ঈদের নতুন জামা কাপড় কিনে দিতো বলে আর আমি মনে মনে বলতাম ইস এরোকম যদি আমারও বাবা থাকতো তাহলে আমাকেও কতো কিছু কিনে দিতো। আর সৃষ্টি কর্তার কাছে অভিযোগ করতাম আমাকে কেন গরীব বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছো
সত্যি মা-বাবার মতো আপন কেউ হয় না ♥
যদি ফোন দিয়ে একবার ফোন বন্ধ পায়
তো তারা পাগল হয়ে যায় 😔
Same
Right
যতই আমরা সংসার,কাজ এবং টাকা ও ধনসম্পদ নিয়ে ব্যস্ত থাকি ,,,, দিন শেষে গভীর ভাবে চিন্তা করলে বুঝতে পারবেন আসলে টাকা পয়সা কোনো সুখ নেই,,,হ্যা এই টা অবশ্য ঠিক যে , জীবন পরিচালনা করতে গেলে টাকার বিকল্প নেই,, তবে এই টাকা বা সম্পদ যে আমাদের প্রকৃত সুখী জীবনে ধাবিত করে তা কিন্তু না,,,, প্রকৃত ভাবে সুখ অনুভব করতে হলে, আল্লাহর সন্তুষ্টি,মা বাবা এর প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালন করে পরিবারের সাথে মিলে মিশে থাকা,,, তাহলে আসল সুখ অনুভব করতে পারবেন,,,, এই টা শুধুমাত্র একটা নাটক ই না, আমাদের সমাজের বাস্তব চরিত্র ফুটে উঠেছে 🥲🥲
Thanks For Watching The Natok
মা বাবার মতো কেউ আপন হয় না। আমি আমার মা কে ২০০৫ সালে, বাবা কে ২০১৩ সালে হারিয়েছি, মা বাবা আমাকে ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। এই নাটক টি দেখে আমার দুই চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসলো,মা বাবার কথা খুব মনে পড়ে সব সময়। এমন সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য নির্মাতা কে অসংখ্য ধন্যবাদ।সকলের কাছে অনুরোধ পৃথিবীতে মা বাবা বেঁচে থাকতে তাদের কে সময় দেন......।
Allha apnar baba ma ke jannt dan korun.amin
আমিন
Thank you very much
অনেক দিন মন খুলে কান্না করি নাই আহ কি নাটক মানুষের আবেগ বুঝে ।😭😭😭
hm আবেগ বুঝে
এই জগৎ বড়োই অদ্ভুত, বাস্তবতা তুলে ধরার জন্য অসখ্য ধন্যবাদ
Thanks For Commenting
মা বাবা ছাড়া এক সেকেন্ড থাকতে পারতাম না ! একবছর হয়ে গেলো প্রবাসে 😭 প্রতিটা সেকেন্ড তোমাদের কথা মনে পড়ে 😭 কবে যে তোমাদের আবার জড়িয়ে ধরতে পারবো আল্লাহ যানে 💖
Khub bhalo laglo. Amar prio abhineta Fajlur Rahman Babu ke onekdin porey dekhlam. Eshob problem to common. Boyesh hoye geley keu aar chayna tader.
আমার খুবই প্রীয় অভিনেতা ফজলুর রহমান বাবু 🙏❤️❤️🌷🌷
চমৎকার চমৎকার চমৎকার চমৎকার সত্যিই চমৎকার এবং বর্তমান সময়ের বাস্তব চিত্র নিয়ে গল্প অসাধারণ
Thanks for being with us
অসাধারণ নাটক,,