গলায় জোর দিয়ে গান করা কি সত্যিই জরুরি? কোন সহজ অনুশিলন করলে গলার আওয়াজের জোর বাড়বে?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • গলায় জোর দিয়ে গান করা কি সত্যিই জরুরি?
    কোন সহজ অনুশিলন করলে গলার আওয়াজের জোর বাড়বে?
    ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
    একক অনলাইন ক্লাসের জন্য অডিশন দিতে আগ্রহীরা WhatsApp করুন +91 8902685419
    Candidates interested for individual Online Classes on Rabindra Sangeeet and Voice Training please contact via WhatsApp +91 8902685419
    Exclusive One is to One Online Rabindra Sangeet Classes via Skype or Google Duo.
    Key Features
    1. Individual One is to One Interaction.
    2. Voice training
    3. Ear training (Most Important!)
    4. Notation reading and writing
    5. Sing with Digital Tabla
    6. Musical Theories
    Starting from just ₹ 600/- ($ 10/-) per class.
    For more information, please WhatsApp...
    +91 89026 85419
    #LearnRabindraSangeetOnline
    #OnlineRabindraSangeetClasses
    #RabindraSangeetTutorials
    #singinglessonbangla
    Just Search for ‘ROBISCOPE’ in Facebook…
    Look for ‘ROBISCOPE’ in Google Search…
    Just Search ‘ROBISCOPE’ in RUclips…
    Get in Touch Via WhatsApp…
    সল্ট লেক সুরের ধারার রবীন্দ্রসঙ্গীত বিষয়ক মাসিক ওয়ার্কশপে যোগদান করতে আগ্রহীরা যোগাযোগ করুন WhatsApp +91 8902685419,
    প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে Zoom Cloud Meeting App এর মাধ্যমে ওয়ার্কশপে ক্লাস হচ্ছে... রবীন্দ্রসঙ্গীতের সমস্ত টিউটোরিয়ালের বর্ণানুক্রমিক তালিকা পান আমাদের ওয়েবসাইটে www.robiscope.in
    বয়স্ক/ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সহজ রেওাজের সম্পূর্ণ সিরিজ robiscope.word...
    হিন্দুস্থানি সঙ্গীতের স্কেল ও ঠাট পদ্ধতি / ভারতীয় স্বরগ্রাম পদ্ধতিতে শ্রুতির ধারনা সম্পূর্ণ সিরিজ
    robiscope.word...
    ভারতীয় সঙ্গীতের তাল পদ্ধতি / বিভিন্ন তালের উপযুক্ত রেওয়াজ সম্পূর্ণ সিরিজ robiscope.word...
    রবিস্কোপের ফেসবুক পেজে যোগদান করুন... / onlinerabindrasangeetc...
    রবিস্কোপের ফেসবুক গ্রুপে যোগদান করুন... www.facebook.c...
    #LearnRabindraSangeetOnline
    #OnlineRabindraSangeetClasses
    #RabindraSangeetTutorials
    সল্টলেক সুরের ধারা একটি সাংস্কৃতিক সংগঠন। বিগত প্রায় এক দশক ধরে আমাদের এই সংস্থা রবীন্দ্রসঙ্গীত তথা অন্যান্য বাংলা গান নিয়ে কাজ করে চলেছে। আমাদের আদর্শ নিরাভরণ রবীন্দ্রসঙ্গীত। আমাদের বিশ্বাস, রবীন্দ্রনাথের গানের মাধুর্য নিজের অন্তরে অনুধাবন করতে হলে, তানপুরা সহযোগে স্বরলিপি অনুসরণ করে রবীন্দ্রনাথের গান অনুশীলন করা একান্ত প্রয়োজন। রবীন্দ্রসঙ্গীত শিখতে আগ্রহী, কিন্তু সময়ের অভাবে, কাজের চাপে, পারিবারিক ব্যাস্ততায় প্রথাগত ভাবে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়ে উঠতে পারেননি, এই ধরনের মানুষজনকে সঙ্গীতচর্চায় উৎসাহী করে তুলতে সল্টলেক সুরের ধারা মঞ্চ-উপস্থাপনার পাশাপাশি প্রতি মাসে একটি করে ঘরোয়া রবীন্দ্রসঙ্গীতের আসর অথবা একটি সঙ্গীত বিষয়ক ওয়ার্কশপ আয়োজন করে চলেছে।
    এইসব রবীন্দ্র-অনুরাগীদের কথা মাথায় রেখেই রবিস্কোপের সৃষ্টি। আমাদের নতুন RUclips চ্যানেল, যেখানে গান শেখার পাশাপাশি তানপুরা সহযোগে কণ্ঠসাধনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আলোচনার সাথে সাথে বিশেষ ভিডিও টিউটোরিয়াল সিরিজ বানানো হবে যার সাহায্যে আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতির মাধ্যমে গান পড়তে ও লিখতে শেখা যাবে। রবীন্দ্রগানের অনুরাগী যে সব বন্ধু বর্তমানে কর্মসূত্রে কলকাতা থেকে দূরে থাকেন, অথবা সেইসব বন্ধুরা যারা কলকাতায় থেকেও কর্মজীবনের ব্যস্ততায় বা পারিবারিক চাপে সংগীতের প্রথাগত তালিম নিয়ে উঠতে পারছেন না, তাদের কথা মনে রেখেই আমাদের এই উদ্যোগ। আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশে থাকুন, চ্যানেল Subscribe করুন, অন্যান্য রবীন্দ্র অনুরাগী বন্ধুদের কাছে এই চ্যানেলের কথা শেয়ার করুন। ভিডিও তে কমেন্ট করে জানান, কিভাবে ভিডিও তৈরি করলে আপনারা আরও ভালভাবে শিখতে পারবেন।
  • РазвлеченияРазвлечения

Комментарии • 104

  • @dreamofmusicblush2626
    @dreamofmusicblush2626 Год назад +1

    Thank you so much sir. Akta bhalo guruttopurno reyaj sikhlam 🙏

    • @robiscope
      @robiscope  Год назад

      ভবিষ্যতে এই রেওয়াজটা নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছে রইল অন্য একটা ভিডিওতে।

    • @dreamofmusicblush2626
      @dreamofmusicblush2626 Год назад

      অনেক ধন্যবাদ আপনাকে 🙏

  • @drbiswajitde4168
    @drbiswajitde4168 Год назад

    নমস্কার 🙏💐
    সবকিছুতেই যে একটা বিজ্ঞানভিত্তিক(সকলের সবসময়ে সবর্ত্র প্রযোজ্য) ব্যাখ্যা আছে তার সুন্দর প্রমান দিলেন👌👍❤️💝

  • @ritachakraborty8883
    @ritachakraborty8883 Год назад +1

    Vison valo laglo

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ আপনাকে

  • @shouvikmondal6713
    @shouvikmondal6713 Год назад +1

    আপনার প্রতিটি ভিডিও গুলো অত্যন্ত শিক্ষণীয় হয়। ইউটিউবে এইরকম ভিডিও খুব একটা দেখা যায় না। 🙏🏼

    • @robiscope
      @robiscope  Год назад

      আপনার প্রশংসা শিরোধার্য, অনেক ধন্যবাদ।

  • @shilpamandal7526
    @shilpamandal7526 Год назад

    Dhonnowad sir 🙏🙏🙏

  • @putulmaity3713
    @putulmaity3713 Год назад +1

    Khub sundor.

    • @robiscope
      @robiscope  Год назад

      আমার মতে খুবই প্রয়োজনীয় আলোচনা।

  • @amitavaroy4548
    @amitavaroy4548 Год назад +1

    দারুন

    • @robiscope
      @robiscope  Год назад +1

      ধন্যবাদ আপনাকে

  • @sulipikasree6886
    @sulipikasree6886 Год назад +1

    দাদা নমস্কার আমি অদিতির মা বাংলাদেশ থেকে । ভিডিওটা দেখে এরং শুনে খুব ভালো লাহলো ।

    • @robiscope
      @robiscope  Год назад

      আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আপনাকে।

  • @sunetrasarkarmusic828
    @sunetrasarkarmusic828 Год назад

    অত্যন্ত প্রয়োজনীয় উপস্থাপনা । খুব উপকৃত হলাম । 🙏

  • @jolydatta7632
    @jolydatta7632 Год назад

    অসাধারণ পোস্ট। চেষ্টা করব আপনার এই পদ্ধতিটা চর্চা করার।

  • @diptiprodhan6988
    @diptiprodhan6988 Год назад +1

    Heavy teaching capacity joy ma saraswati

    • @robiscope
      @robiscope  Год назад

      গুরুর আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় সামান্য যেটুকু শিখেছি আপনাদের সাথে ভাগ করে দেবার চেষ্টা করি।

  • @nandaganguly4951
    @nandaganguly4951 Год назад +1

    Khub sundor kore bhujiye dite paren Sir khub upokrito hoe ,apni khub bhalo akjon teacher apna k amar namoskar janae Sir bhalo thakben.

    • @robiscope
      @robiscope  Год назад

      এই বিষয়টা নিয়েও একটা ভিডিও সিরিজ তৈরি করার ইচ্ছে করছে, সঙ্গে থাকুন। আপনিও খুব ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে, ধন্যবাদ আপনাকেও।

  • @aniruddhabanerjee3147
    @aniruddhabanerjee3147 Год назад +2

    Thank you - the doubt is very well clarified - explanation is easy to understand - learnt a new riwaz of voice training - very useful - once again thank you.

    • @robiscope
      @robiscope  Год назад +1

      You are most welcome, Sir 🙏🙏

  • @mahuabanerjee3557
    @mahuabanerjee3557 Год назад +2

    খুবই জরুরী একটি ভিডিও,খুব উপকৃত হলাম । Voice throwing এর উপর একটি ভিডিওর খুব প্রয়োজন আছে স্যার...🙏

    • @robiscope
      @robiscope  Год назад +2

      একমত, ইচ্ছে রইল voice throwing এর উপর আলাদা ভিডিও বানানোর।

  • @jhankar2575
    @jhankar2575 Год назад +1

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা .... ভীষন উপকৃত হলাম
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏
    ভালো থাকবেন, সুস্থ থাকবেন 🙏

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @malobikajhumur8229
    @malobikajhumur8229 Год назад +1

    প্রণাম জানাই দাদা।
    অনেক কিছু শিখলাম।
    যেগুলি শেখার খুবই প্রয়োজন ছিলো।
    অনেক অনেক শুভকামনা ও শ্রদ্ধা আপনার জন্য।
    বাংলাদেশ থেকে প্রতিনিয়তো ফলো করছি আপনার ভিডিও।

    • @robiscope
      @robiscope  Год назад

      অনেক ধন্যবাদ, এই বিষয়ে আরো বেশ কিছু ভিডিও বানানোর ইচ্ছে রইল।🙏

  • @SulataBanerjeeGorai
    @SulataBanerjeeGorai Год назад +2

    সমৃদ্ধ হলাম।🎉🎉

  • @nandini181
    @nandini181 Год назад +1

    খুব উপযোগী episode.... Thank you

    • @robiscope
      @robiscope  Год назад

      এ বিষয়ে আরো বেশ কিছু ভিডিও নিয়ে একটা সিরিজ তৈরি করার ইচ্ছে রয়েছে, সঙ্গে থাকুন।

  • @Sipra-fh2eq
    @Sipra-fh2eq Год назад

    Thank u

  • @rawnakjahan697
    @rawnakjahan697 Год назад +1

    স্যার শুভেচ্ছা জানবেন। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার বয়স প্রায় ৪০ এবং আগে কখনও গান শিখিনি। আপনার কাছে সংগীত শিক্ষা নিতে আগ্রহী। খুব আশা করছি রবি ঠাকুরের গান শিখতে পারব। আবারও শুভেচ্ছা নিবেন..

    • @robiscope
      @robiscope  Год назад

      শুভেচ্ছা জানাই আপনাকেও, এই চ্যানেলে আমি প্রধানত রবীন্দ্রনাথের গানই চর্চা করি। আশা করি ভিডিও গুলো দেখে আপনি শিখতে পারবেন। 🙏

    • @robiscope
      @robiscope  Год назад

      আমার কাছে অনলাইন ক্লাস করতে হলে একটু অডিশন দিতে হয়, তবে বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে সবথেকে বড় অসুবিধা হলো এই যে, বাংলাদেশ থেকে সরাসরি ভারতবর্ষের একাউন্টে টাকা পাঠানোর কোন উপায় নেই। এক্ষেত্রে PayPal এর মাধ্যমে পেমেন্ট করলে আমি শিখিয়ে থাকি।

  • @mayaswarnakar1877
    @mayaswarnakar1877 Год назад +1

    Apnar vedio dekhe anek kichu shikhi,,,,anek dhyonobad❤

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ জানাই আপনাকেও, সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলের।

  • @aparnabose9974
    @aparnabose9974 Год назад +1

    Khub bhalo r bhison upokari ekta video apner video follow kore rewyaz kore upokar peyechi anek dhonyobad sir bhalo thakben nomoskar

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ জানাই আপনাকেও, আপনারা যখন বলেন, ভিডিও দেখে উপকৃত হয়েছেন,y তখন মনে হয় এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো।🙏🙏

    • @aparnabose9974
      @aparnabose9974 Год назад

      Amar ekta problem r ektu sugession chai sir amar kichukhan gaan gaiber por galata dhore jachche ami ki korbo Ami khub priliminary stage r 3- 4 jon student k gaan sekhai. apner sugession pele boroi upokrito hobo nomoskar nenen

  • @mitrasanyal2866
    @mitrasanyal2866 Год назад +1

    খুব উপকৃত হলাম।

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ, আপনারা যখন বলেন ভিডিওগুলো কাজে লাগছে, তখন মনে হয় আমার পরিশ্রম সার্থক হলো।

  • @jyotsnasinha6903
    @jyotsnasinha6903 Год назад +2

    ধন্যবাদ স্যার 🙏🙏

    • @robiscope
      @robiscope  Год назад

      স্বাগত আপনাকেও।

  • @NayanaDuttadailylifevlog
    @NayanaDuttadailylifevlog Год назад +1

    Khub bhalo legeche apnar ei learning class.

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ, মনে হচ্ছে এই বিষয় নিয়েও একটা সুন্দর ভিডিও সিরিজ তৈরি করা সম্ভব, সঙ্গে থাকুন।

  • @ramproshadsutradhar4877
    @ramproshadsutradhar4877 Год назад +1

    দারুণ বলছেন।

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ আপনাকে।

  • @heramonichakraborty9278
    @heramonichakraborty9278 Год назад +1

    আমার খুব ভালো লাগলো এইভাবে অনেক কিছু শিখতে চাই । আমি একজন সংগীতশিল্পী।

    • @robiscope
      @robiscope  Год назад

      এই বিষয় নিয়ে আরো কয়েকটি ভিডিও বানিয়ে একটা সম্পূর্ণ সিরিজ তৈরি করার ইচ্ছে আছে, সঙ্গে থাকুন।

  • @bandanasarkar2108
    @bandanasarkar2108 Год назад +1

    খুব সুন্দর।

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ আপনাকেও।

  • @archanachakraborty3729
    @archanachakraborty3729 Год назад +1

    খুব ভালো।🙏🙏🙏

    • @robiscope
      @robiscope  Год назад

      খুব জরুরী আলোচনা, আমার মতে।

  • @rebaghosh4175
    @rebaghosh4175 Год назад +3

    অসাধারণ,, একটি নতুন অধ্যায় শিখলাম,, আপনার ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি এটা সত্যিই জানা ছিলনা মাইক্রোফোন কতটা দূরে বা কাছে রেখে গান গাইতে হবে। আমি একজন বয়স্ক শিক্ষার্থী আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি। আশা রাখি ভবিষ্যতে আরো অনেক কিছু শিখতে পারবো।

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ আপনাকেও, মাইক্রোফোন এর ধরন এবং তার ব্যবহার সম্বন্ধে একটা আলাদা ভিডিও সিরিজ করার ইচ্ছে রয়েছে এই চ্যানেলে, সঙ্গে থাকুন।🙏🙏

  • @bgchowdhury_music
    @bgchowdhury_music Год назад +1

    it is absolutely correct as I feel

  • @prognabala5877
    @prognabala5877 Год назад +1

    Khub valo.siklam.ato din upret scale gelei chechie gan kortam but sur se.vabe.lagto na.aj bujlam roaj nakore sir ana jabena.amar sas din din choto hoe geche .Ami roaj korina .hatat mone holo gan korte bose dukho pai amar sur ager moto nei.

    • @robiscope
      @robiscope  Год назад

      অনেক ধন্যবাদ, গান গাইতে হলে রোজ অন্তত আধঘণ্টা নিয়মিত রেওয়াজ করা খুবই জরুরী।🙏🙏

  • @eshachatterjee312
    @eshachatterjee312 Год назад +1

    খুব ভালো

  • @amitavabiswas4606
    @amitavabiswas4606 Год назад +1

    শিখলাম

  • @soma-pravati-charcha
    @soma-pravati-charcha Год назад +1

    Darun

  • @santanumitra3310
    @santanumitra3310 Год назад +1

    Nice sir

  • @sreelekhapalchoudhuri2328
    @sreelekhapalchoudhuri2328 Год назад +1

    ভালো লাগল

    • @robiscope
      @robiscope  Год назад

      ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন।

    • @sikhapaul9175
      @sikhapaul9175 Год назад

      আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। খুব ভালো লাগলো

  • @sampakar78
    @sampakar78 Год назад

    Ami microphone use shikhte chai. Workshop hole jante chai. Voice throwing....

  • @eshachatterjee312
    @eshachatterjee312 Год назад +1

    Amar Gola khub strong, ganer samay ekrakam, ar srutinatak er samay recording to charun, practice er samay o voice eto control karte hocche, khub atmkoer hoye daracche

    • @robiscope
      @robiscope  Год назад

      কি বলতে চাইলেন ভালো বুঝতে পারলাম না, তবে গলায় জোর থাকাটা বড় কথা নয়, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারাটাই আসল।

  • @Krish-or5jf
    @Krish-or5jf Год назад +1

    🙏

  • @knuriprasikhanshanstha9501
    @knuriprasikhanshanstha9501 Год назад

    তানপুরাটা একটো আস্তে বাজালে
    ভালো হয়।

  • @gourabhaldar4743
    @gourabhaldar4743 Год назад +1

    sir, হারমোনিয়ামের বাশি কি primium and mohonlal এর মধ্যে কোনটি বেশি ভালো হবে।

    • @robiscope
      @robiscope  Год назад

      সেটা নির্ভর করবে, আপনি কি ধরনের আওয়াজ চাইছেন তার ওপর, তবে দুটোই ভালো।

  • @chandrabanerjee9755
    @chandrabanerjee9755 Год назад +1

    Microphone use er opor workshop korle janaben..

    • @robiscope
      @robiscope  Год назад

      ব্যক্তিগতভাবে জানানোর কোন উপায় নেই, দুঃখিত। চ্যানেলের ভিডিও গুলোর দিকে নজর রাখুন।

  • @chandrabanerjee9755
    @chandrabanerjee9755 Год назад +1

    Tanpurar aowaj er karone kotha shunte ektu problem hochhe..

    • @robiscope
      @robiscope  Год назад

      নিশ্চিন্তে বলতে পারি, আপনি এখনো তানপুরার আওয়াজ এর সঙ্গে নিখুঁতভাবে স্বর লাগাতে সক্ষম নন। সেই কারণেই কথা শুনতে সমস্যা হচ্ছে, কারণ আপনার মন ওটাকে এখনো নয়েজ বলে চিহ্নিত করে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শেখার বিন্দুমাত্র আগ্রহ থাকলে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্বলতা কাটিয়ে উঠতে অনুরোধ করি।

  • @malabanerjee4082
    @malabanerjee4082 Год назад +1

    Khub valo laglo. Anek kichu shikhlam. Samridhyo holam. Apnar school e giye shikhte hole.. Ki ki korte hoba? Plz janale upokrito habo.🙏

    • @robiscope
      @robiscope  Год назад

      আমার বাড়িতে ক্লাস হয় প্রতি সোমবার সন্ধ্যায় এবং শনিবার সকালে। একটু অডিশন দিতে হয়, আমি দেখে নিতে চাই শিক্ষার্থীকে আমি আদৌ কোন সাহায্য করতে পারব কিনা। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
      +91 89026 85419

  • @modelguy408
    @modelguy408 Год назад +1

    Real voice training Hobe pet theke howa tulle gala theke noi.

    • @robiscope
      @robiscope  Год назад

      পুরনো দিনের ওস্তাদরা এরকমই বলতেন বটে, তবে বর্তমান বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে, পেট থেকে হাওয়া বেরোলে সেটাকে ঢেকুর বলা হবে, 🤗🤗 সেটা দিয়ে গান গাওয়া যায় না।☺️☺️ পেট থেকে গাওয়া বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা আছে এই চ্যানেলে খোলা গলায় গাওয়ার ভিডিওতে, দেখার অনুরোধ রইলো।

  • @tapassarkar2091
    @tapassarkar2091 Год назад

    আমি মনে করি ৪০কে বহন করতে পারি তাহলে ২০কেজি বহনে অসুবিধা হবেনা।

  • @shukla_007
    @shukla_007 Год назад +1

    Namoskaar Sir, ei bachhor physical classes er kono notun batch shuru habe ki? Aami ekjon praaptoboyoshkaa. Ekebaare haatekhori theke shikhte chaai.

    • @robiscope
      @robiscope  Год назад

      এবছরের ফিজিক্যাল ক্লাসের নোটিফিকেশন এই ভিডিওতেই দেওয়া আছে। একটু দেখে নিয়ে সেই অনুযায়ী whatsapp করলে বাধিত হব। 🙏🙏

    • @shukla_007
      @shukla_007 Год назад

      @@robiscope Dukkhito Sir, videos niyomito anusaran karaar sujog hoynaa, taai aapnaake kashto dilaam. Anek dhonyobaad uttor deoaar jonye.

  • @musicalsetu
    @musicalsetu 6 месяцев назад

    Tanpura r awaj ta ektu kom hole kotha gulo clear sona jeto

    • @robiscope
      @robiscope  4 месяца назад

      এটা তো অত্যন্ত পরিকল্পিতভাবে করা, যার কাছে এই তানপুরার আওয়াজ নয়েজ বলে মনে হবে, আমি মনে করি তার হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শেখার কোনও যোগ্যতা নেই। দুঃখিত হবার কিছু নেই, যেকোনো শিল্পে অধিকারবোধ অত্যন্ত স্বাভাবিক জিনিস, সবার জন্য সব কিছু নয়। 🙏🙏

  • @diptichatterjee5436
    @diptichatterjee5436 Год назад +1

    দংশাস টা কি?

    • @robiscope
      @robiscope  Год назад

      ওটা সম্ভবত দম শ্বাস হবে।😆😆

  • @mdasifsohan9840
    @mdasifsohan9840 Год назад +2

    মন্দ্র সপ্তকে ছেলেদের আওয়াজ বাড়ানোর কিছু টিপস দিলে উপকৃত হবো

    • @robiscope
      @robiscope  Год назад

      খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে এই সিরিজের, সঙ্গে থাকুন।

  • @tankkanada9732540240
    @tankkanada9732540240 Год назад +1

    Agekar diner silpider gan sunte bhalo lagto tar karon tader golay aakta alada presence chelo karon tara kholamela golay reyaz korten tai tader gane jodi bhabsangit dhori tahole harmonium tabla hole e hoa jeto r sastrio sangit hole sathe aakta tanpura laglto r akhonkar diner silpider to (bhabsangit) minimum 5 ta instrument na hole gaite e paren na tar karon tader golay presence nae tai aajo purono gan sunte bhalo lage. R rabindra sangit gaite gele notation follow kore gaite hoy tai swra bodh thakle notetion dekhe gaoa jay R j kono rokom bhabsangit gaite gele jore gaibar practice thaka joruri karon jore gaite janle ki bhabe kothay aste korbo seta nije bojha jay Aste gaile voice modulation kora jay na (golar tone ta false tone hoa gay ja golar pokhe khub e khoti karok dirgha samay ar jonno golak bhalo rakhar) jetake voice modulation bole R apni j prothame pancham ta lagalem seta prothome besuro laglo pore gia sure laglo SA ta o ota aakbare e sure laga uchit chelo Tai boli ki Dada manus k bibhranto na kore nije jodi rabindra sangit bade onno kono gan gaite chan ba sastrio sangit gaite chan tahole sathik guru nirbachan kore bhalo kore sikhun

    • @robiscope
      @robiscope  Год назад

      এত বড় ইংরেজি হরফে বাংলা ভাষায় কী লিখেছেন, ভালো বুঝতে পারলাম না, তার ওপর কমা, ফুল স্টপ, সেমিকোলন... কিচ্ছু নেই! আমি মুরাদ টাকলা নই, দুঃখিত। পরবর্তী সময়ে ইংরেজি হরফে লিখলে প্লিজ ইংরেজিতেই লিখবেন, আশা রাখি আমি বুঝতে পারবো। তবু মনে হল এই চ্যানেলের বক্তব্যের সঙ্গে আপনি সহমত, তাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুম।🙏🙏

    • @tankkanada9732540240
      @tankkanada9732540240 Год назад

      Mote e sohomat nae

  • @itibiswas3293
    @itibiswas3293 Год назад +1

    Khub bhalo laglo

    • @robiscope
      @robiscope  Год назад

      অনেক ধন্যবাদ।