Ami Ki Rokom Vabe Beche Achi | আমি কী রকম ভাবে বেঁচে আছি | Sunil Gangopadhya | সুনীল গঙ্গোপাধ্যায় |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • আমি কী রকম ভাবে বেঁচে আছি
    Ami Ki Rakam Vabe Bache Achi
    সুনীল গঙ্গোপাধ্যায় | Sunil Gangopaddhya
    বাংলা কবিতা আবৃত্তি
    অপু দেওয়ানজী | Apu Dewanjee
    আমি কী রকম ভাবে বেঁচে আছি
    তুই এসে দেখে যা নিখিলেশ
    এই কী মানুষজন্ম?
    নাকি শেষ পুরোহিত-কঙ্কালের পাশা খেলা!
    প্রতি সন্ধ্যেবেলা
    আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে,
    হৃদয়কে অবহেলা
    করে রক্ত;
    আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে
    থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
    আমি আক্রোশে
    হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি,
    মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে;
    খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জ্বেলে-
    (ও-গাঁয়ে আমার কোনো ঘরবাড়ি নেই!)
    আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে
    সেজে গেছি রঙ্গালয়ে, পরাগের মতো ফুঁ দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক
    ঘামে ছিল না এমন গন্ধক
    যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি!
    নিখিলেশ, তুই একে
    কী বলবি?
    আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেক
    বিঁধে দেখতে চেয়েছিলাম যীশুর কষ্ট খুব বেশি ছিল কি না;
    আমি ফুলের পাশে ফূল হয়ে ফূটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না।
    আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম,
    আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে,
    মাইরি, ঘুমিয়ে পড়েছিলাম।
    নিখিলেশ, আমি এই-রকমভাবে বেঁচে আছি,
    তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার -
    এ কি নদীর তরঙ্গে
    ছেলেবেলার মতো ডুব সাঁতার?-
    অথবা চশমা বদলের মতো
    কয়েক মিনিট আলোড়ন? অথবা গভীর রাত্রে সঙ্গমনিরত
    দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা?
    কেননা সময় নেই,
    আমার ঘরের
    দেয়ালের চুন-ভাঙা দাগটিও বড় প্রিয়।
    মৃত গাছটির পাশে উত্তরের
    হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে।
    ভুল নাম, ভুল স্বপ্ন থেকে বাইরে এসে
    দেখি উইপোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল,
    তবুও অক্লেশে
    হলুদকে হলুদ বলে ডাকতে পারি।
    আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার..
    একটি মুহূর্ত চেয়েছিলাম, একটি …..,
    ব্যক্তিগত জিরো আওয়ার;
    ইচ্ছে ছিল না জানাবার
    এই বিশেষ কথাটা তোকে।
    তবু ক্রমশই বেশি করে আসে শীত,
    রাত্রে এ রকম জলতেষ্টা আর কখনও পেতো না,
    রোজ অন্ধকার হাতড়ে
    টের পাই তিনটে ইঁদুর।
    ইঁদুর নাকি মূষিক?
    তা হলে কি প্রতীক্ষায়
    আছে অদুরেই সংস্কৃত শ্লোক?
    পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায়
    কিছুই মনে পড়ে না।
    আমার পূজা ও নারী-হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন। নিজের দু’হাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে
    তখন মনে হয় ওরা সত্যিকারের।
    আজকাল আমার
    নিজের চোখ দুটোও মনে হয় এক পলক সত্যি চোখ।
    এরকম সত্য পৃথিবীতে খুব বেশী নেই আর।।
    #Ami_ki_rakam_vabe_beche_achi
    #আমি_কী_রকম_ভাবে_বেঁচে_আছি
    #Sunil_Gangopadhyay
    #সুনীল_গঙ্গোপাধ্যায়
    #প্রেমের_কবিতা
    #বিরহের_কবিতা
    #premer_kobita
    #biroher_kobita
    #বাংলা_কবিতা_আবৃত্তি
    #bangla_kobita_abritti
    #koster_kobita
    #Apu_dewanjee
    #অপু_দেওয়ানজী

Комментарии • 2

  • @Muhib_recitation
    @Muhib_recitation 8 месяцев назад +2

    দারুণ আবৃত্তি করলেন ভাই। খুব ভালো লাগলো।

    • @ExtractOfThePoetry
      @ExtractOfThePoetry  7 месяцев назад

      ধন্যবাদ ভাই। ভালো থাকুন।