আসসালামু আলাইকুম ভাই ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি শুধু একটু সমস্যায় পরেছি সেটা হলো আমি জন্ম তারিখ ঠিক করার জন্য আবেদন করেছি এখন সর্বশেষে প্রিন্ট করার সময় আবেদন পত্র প্রিন্টে যেই জন্ম তারিখটা দিতে বলতেছে আমি এখানে কোন জন্ম তারিখটা দিবো আগে যে ভুল তারিখটা আছে সেটা নাকি যেই তারিখটা সংশোধন এর জন্য দিছি ওইটা এই ব্যাপার টা বুঝিয়ে দিলে উপকৃত হতাম ধন্যবাদ❤
ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনি আবেদনের ক্ষেত্রে যে জন্ম তারিখটি সংশোধন করতে চান অর্থাৎ আপনার সঠিক জন্ম তার একটি দেবেন এবং এই জন্ম তারিখ কি যে ঠিক এর স্বপক্ষে ডকুমেন্ট দিবেন। যেমন আপনার স্কুল সার্টিফিকেট। আবার ভুলটা দেবেন না ধন্যবাদ।
আসসালামুয়ালাইকুম ভাইয়া আমার জন্ম নিবন্ধন এ বাবা মা এর নাম ভুল আছে এবং আমি hsc পাস কিন্তু সার্টিফিকেট ও বাবা মা এর নাম ভুল এখন আমি আমার বাবা মা এর nid কার্ড আপলোড করলে হবে না সার্টিফিকেট এ আপলোড করতে হবে?
ওয়ালাইকুম আসসালাম ভাই, দেখুন আপনি বলেছেন আপনার বাবা মার নাম সার্টিফিকেটে ভুল আছে। সেতো সাপোর্টার ডকুমেন্ট হিসেবে আপনি আপনার বাবা মার ভোটার আইডি দিতে পারেন ধন্যবাদ।
Vaiya. Amar metyer jonmo sonod korci 10/10/17sal. Akhon ata diye class 4 a admission hoyna boyos dite cai 22/8/15 korte cai. Akhon socib bole ditiyo bacca hisabe name chenge kore +boyos chenge kore korte bole tahole ki vaiya pore somossa hobe
আসসালামু আলাইকুম, জি আপনি পরিবর্তন করতে পারবেন। এখনই পরিবর্তন করা ভালো হবে। যেহেতু আপনার কোন ধরনের স্কুল সার্টিফিকেট বা ডকুমেন্টস নাই সে তো টিকার কার্ড দিয়ে এই পরিবর্তনটি করতে পারবেন। বাচ্চার টিকার কার্ডে যে বয়সটি এবং নামটি দিতে চান সেটি থাকতে হবে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই আমি অন্য জেলায়(যশোর) জন্ম নিবন্ধন করছিলাম এখনো অনলাইন আবেদন করা হয়নি, ডিজিটাল জন্ম নিবন্ধন করা হয়নি, সেই জেলাই কি অনলাইন করতে হবে? নাকি আমি যেখানে করতে চাচ্ছি বতমান সাতহ্মীরা জেলাতে কি করা যাবে? এখানে তো কোন খাতায় নাম নেই কিভাবে করব, কিভাবে কি করতে হবে? না একবার করছিলাম ওইখান থেকে ঠিক করতে হবে এখন আমার বর্তমান জেলায় আমি কিভাবে করতে পারব?
ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনার জন্ম সনদ যেহেতু অনলাইন করা নেই। সেহেতু আপনি চাইলে নতুন জায়গায় জন্ম সনদ করতে পারবেন সে ক্ষেত্রে আপনার বাবা এবং মায়ের জন্ম সনদ লাগবে। আর আপনার জন্মস্থানে ঠিকানা করলে সেটি আরো ভালো হয় ধন্যবাদ।
আসসালামুআলাইকুম আমি বিদেশে সপরিবারে থাকি আমার মেয়ে জন্মের পর আমার শ্বশুরকে জন্ম নিবন্ধন কার্ড করতে বলেছিলাম তিনি আমার স্ত্রীর জন্ম নিবন্ধনের ঠিকানা অনুযায়ী জন্ম নিবন্ধন করেছে কিন্তু বিদেশে পাসপোর্ট বানাতে গেলে তারা বলে আমার এবং স্ত্রীর পাসপোর্ট এর ঠিকানা যেভাবে আছে ওইভাবে লাগবে এখন আমি কি করতে পারি। জানালে উপকৃত হব
ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন কোন সমস্যা হবে না। ঠিকানা পরিবর্তন করার জন্য আপনার দেশের বাড়ির বিদ্যুতের বিল এবং আপনার পাসপোর্ট স্কেন কফি ও মায়ের পাসপোর্ট এর ফটোকপি অর্থাৎ বাচ্চার মায়ের পাসপোর্ট এর ফটোকপি দিলেই সংশোধন হয়ে যাবে বাচ্চার জন্ম সনদ ধন্যবাদ।
ভাইয়া। আমার ছোট বোনের জন্মসনদ করা হয়েছে ১২/০২/২০০৮ সালে আর ইস্যু করা হয়েছে ২৬/০৭/২০০৮ সালে। কিন্তু ওর সব সার্টিফেটে বয়স ২৫/১০/২০০৯ দেওয়া। জন্মসনদ সংশোধন করতে গেলে পরিষদ থেকে বলে এটা ঠিা করা যাবে না। ভাই এটা ঠিক করার কোনো উপায় আছে?
আসসালামু আলাইকুম, আপনার যেহেতু সার্টিফিকেট আছে এবং সার্টিফিকেট অনুযায়ী ঠিক করতে চান জন্ম সনদ তাহলে অবশ্যই হবে। আপনি অনলাইনে আবেদন করে তারপরও জমা দিন ইউনিয়ন পরিষদ ঠিক করে দিতে বাধ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই আমার জন্ম নিবন্ধন এবং সাটিফিকেট সব ঠিক আছে এখন আমার জন্ম নিবন্ধন এ কি ওই সাটিফিকেট দিয়ে জন্ম সাল ভারানো যাবে বা ওইটা গ্রহন করবে কিনা জানাবেন প্লিজ ❤
ভাই আমার জন্ম নিবন্ধনের বয়স ভুল পিতার নাম ঠিক আছে কিন্তুু সার্টিফিকেট অনুযায়ী যদি বয়স ঠিক করি সার্টিফিকেটে পিতার নামে মোঃ দেওয়া যেটা ভুল।এখন কি আমি এটা সাবমিট করলে বয়স ঠিক করতে পারব
আসসালামু আলাইকুম ভাই,আমার জন্ম সনদ এ নামে ভুল আছে, আমি সংশোধন করতে চেষ্টা করছি, করতে গিয়ে দেখি মোবাইল আগে থেকে বসানো, এখন নাম্বার টা কি পরিবর্তন করা যাবে, যতে আমার নাম্বার এ ওটিপি আসে😢
আসসালামু আলাইকুম, ভাই আপনি যে ডাউনলোড অপশনে ক্লিক করেছেন সেখান থেকে ডাউনলোড হবে না। কিভাবে ডাউনলোড করবেন ভিডিওর একদম শেষে দেওয়া আছে ওভাবে আপনি ডাউনলোড করে নিন ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আপনার ইউনিয়ন পরিষদের অবশ্যই জন্ম নিবন্ধন আছে। আপনি ইউনিয়ন পরিষদে জান এবং সেখান থেকে জন্ম নিবন্ধন বানিয়ে নিন অনলাইন করে। আগের যে জন্ম নিবন্ধনটি ছিল সেটি অনলাইন হয় নাই , ফলে এখন নতুন করে বানাতে সমস্যা হবে না।
@saiidulsaiid000 আসসালামু আলাইকুম, এটি এক্সাম্পল স্বরূপ দেওয়া হয়েছে, কারণ আগে জন্ম নিবন্ধন ইংরেজি কোন প্রয়োজন ছিল না। এখন জন্ম নিবন্ধন ইংলিশ করার ক্ষেত্রে আপনার ভোটার থাকবে না সেহেতু আপনার স্কুল সার্টিফিকেট মেম্বার সেভেন এর প্রত্যয়ন পত্র অথবা যে কোন একটি ডকুমেন্টস দিলেই চলবে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, দেখুন আপু আপনি যেটাট আন্ডারে নাম সংশোধন করবেন। সেটি আগে সংশোধন করুন তারপর আবেদন করুন। কারণ জন্ম নিবন্ধন তিন বারের বেশি সংশোধন করা যায় না ধন্যবাদ।
@ShariFTecH1 ওয়ালাইকুম আসসালাম,,, আমার জন্ম সনদে আর সার্টিফিকেটে নাজমা বেগম আছে। আজকে আমি জন্ম সনদে ইসমা খানম নাজমা দিয়ে আবেদন করছি আমাকে কি সংশোধন করে দিবে? আমি শুনেছি সার্টিফিকেটে যেরকম আছে সেরকমই দিতে হয় সেই জন্য জিজ্ঞেস করতেছি
@@Bikerider12061যে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেই নাম অনুযায়ী সংশোধন করবে অন্যথায় হবে না। আপনি আপনার নাম পরিবর্তন করতে চাইলে। সার্টিফিকেটটি আগে সংশোধন করেন। তারপর নাম পরিবর্তনের আবেদন করুন। আর আপনার কোন ধরনের সনদে যদি ইসমা খানম নাজমা থাকে সেটি দিয়ে আবেদন করতে পারেন।
আসসালামু আলাইকুম, ভুল সংশোধন করার জন্য যে কাগজের আন্ডারে আপনি ভুল সংশোধন করতে চান অর্থাৎ ভোটার আইডি অথবা স্কুল সার্টিফিকেট এবং অন্য কিছু। সেই কাগজটি দেখাতে হবে। তারমানে সেই পেপারটি এখানে সাবমিট করতে হবে।
ভাই আমি জন্ম নিবন্ধন এর আবেদন সহ সব কিছু ওকে করছি কিন্তু কত তারিখে কাগজ পাতি নিয়ে যেতে বলছে সেটা দেখি না আর কাগজ গুলো পিডিএফ আকারে নিতে পারি নাই এখন কি করব প্লিজ বলেন।।
আসসালামু আলাইকুম, আপনার কাছে যদি কোন ডকুমেন্টে না থাকে। তাহলে নতুন করে আবেদন করুন খেয়াল রাখবেন যেন কোন ধরনের ভুল না হয়। কারণ তিনবারের বেশি আবেদন করা যায় না ধন্যবাদ।
@@ShariFTecH1 ভাই ওই ডকুমেন্ট গিলো কোনো ভাবে নতুন করে আবেদন না করে পাওয়া যাবে না।।থাকলে এই উপায় টা বলেন।।আর তিনবার করে ফেলার পর এটা কি আর কখনো সংশোধন করা যাবে না নাকি ইউনিয়ন পরিষদে করা যাবে।।বলেন ভাই
আপনি যেহেতু ডাউনলোড করতে পারেননি। এজন্য ভিডিওর লাস্টের অংশটা একটু ভালো করে দেখুন সেখান থেকে পেয়ে যাবেন কিভাবে ডাউনলোড করবেন আর ডাউনলোড করতে তারিখও পেয়ে যাবেন।
@@fazlarabby_xyz দেখুন আপনার নামের বানান বাংলা এবং ইংলিশে দুই ভাবে যদি ভুল থাকে। তাহলে অবশ্যই আপনার দুটি বানান ঠিক করতে হবে। এর জন্য বাংলা এবং ইংলিশ দুটি সংশোধন করার জন্য আবেদন করুন ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, ভুল সংশোধন করার জন্য যে কাগজের আন্ডারে আপনি ভুল সংশোধন করতে চান অর্থাৎ ভোটার আইডি অথবা স্কুল সার্টিফিকেট অথবা অন্য কিছু। সেই কাগজটি দেখাতে হবে। তারমানে সেই পেপারটি এখানে সাবমিট করতে হবে।
আসসালামু আলাইকুম, আমার জন্ম নিবন্ধন সংশোধন করতে চাই কিন্তু আমি কিভাবে করবো, আমার জন্ম নিবন্ধন বয়স, এবং নামের বানান ভুল আছে, এখন আমি কিভাবে সংশোধন করবো, আমার তো কোনো প্রমান নেই যে আমি কিছু দেখাবো,কারণ আমার মাদ্রাসা বা স্কুলের এগুলো কোনো কিছুই তো নেই আমি কিভাবে সংশোধন করবো প্লিজ বলেন 🙏🙏
Walaikum Assalam, সে ক্ষেত্রে আপনি মেম্বার চেয়ারম্যান এর কাছ থেকে বয়স এবং নামের বানান ভুল হয়েছে, এমন প্রত্যয়ন পত্র নিতে হবে। প্রত্যয়নপত্র সাবমিট করে আপনি পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ।
আসসালামু আলাইকুম একটু সাহায্য করেন আমাকে, আমার আব্বুর জন্ম নিবন্ধনে দাদির নাম ভুল আছে মানে দাদির এনআইডি কার্ডে এক নাম আর আব্বুর জন্ম নিবন্ধনে আরেক নাম, আবার আব্বু জন্ম নিবন্ধন করছে চট্টগ্রামে স্থায়ী ঠিকানা আমাদের নিজস্ব জেলার ঠিক আছে কিন্তু বর্তমান ঠিকানা ছিল চট্টগ্রামে আর কি, তো এখন এক্ষেত্রে আমাদের নিজস্ব যে এই গ্রামার কি লক্ষ্মীপুরের সেখানে ইউনিয়ন পরিষদে গেলে কি নামটা সংশোধন করা যাবে দয়া করে জানাবেন ❤
ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনি যে জন্ম নিবন্ধনটি সংশোধন করবেন, তার ঠিকানা পরিবর্তন দিয়ে। আপনি সেই ইউনিয়ন অফিসে যেতে হবে। যে ইউনিয়ন অফিস থেকে জন্ম নিবন্ধনটি আগে করা হয়েছে। ধন্যবাদ
@@ShariFTecH1 প্রিয় ভাইজান সেক্ষেত্রে আমি তো এখন লক্ষ্মীপুর থাকি হ্যাঁ তো ধরেন আমি আপনার ভিডিওটা দেখে নামটা সংশোধন করে ফেললাম অনলাইন এর মাধ্যমে আমি নিজে নিজে হ্যাঁ এখন সে ক্ষেত্রে যে কোডটা পাওয়া যাবে সবকিছু কমপ্লিটের পরে, সেই কোডটা যদি আমি চট্টগ্রামে পাঠাই অর্থাৎ আমার কোন বন্ধু-বান্ধবের সাহায্যে আমি যদি সে কোডটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জমা দেই তাহলে কি তারা আমার এটাকে সংশোধন করে দেবে বা এটা কি সংশোধন হয়ে যাবে, জানালে উপকৃত হতাম ভাইজান ❤
@rocksksohanbhai7554 জি ভাই আমি সেটি বলতে চাচ্ছিলাম, আপনার আবেদনের নাম্বার এবং তারিখ সাথে আবেদনের যেই পিন্ট কপিটি ডাউনলোড করেছিলেন সেটি এবং সংশোধনী প্রমাণের জন্য যে কাগজটি আপলোড করেছিলেন সেটিও পাঠিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার পরিচিত লোক অবশ্যই সেটি করে নিয়ে আসতে পারবে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি শুধু একটু সমস্যায় পরেছি সেটা হলো আমি জন্ম তারিখ ঠিক করার জন্য আবেদন করেছি এখন সর্বশেষে প্রিন্ট করার সময় আবেদন পত্র প্রিন্টে যেই জন্ম তারিখটা দিতে বলতেছে আমি এখানে কোন জন্ম তারিখটা দিবো আগে যে ভুল তারিখটা আছে সেটা নাকি যেই তারিখটা সংশোধন এর জন্য দিছি ওইটা এই ব্যাপার টা বুঝিয়ে দিলে উপকৃত হতাম ধন্যবাদ❤
ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনি আবেদনের ক্ষেত্রে যে জন্ম তারিখটি সংশোধন করতে চান অর্থাৎ আপনার সঠিক জন্ম তার একটি দেবেন এবং এই জন্ম তারিখ কি যে ঠিক এর স্বপক্ষে ডকুমেন্ট দিবেন। যেমন আপনার স্কুল সার্টিফিকেট। আবার ভুলটা দেবেন না ধন্যবাদ।
আসসালামুয়ালাইকুম ভাইয়া আমার জন্ম নিবন্ধন এ বাবা মা এর নাম ভুল আছে এবং আমি hsc পাস কিন্তু সার্টিফিকেট ও বাবা মা এর নাম ভুল এখন আমি আমার বাবা মা এর nid কার্ড আপলোড করলে হবে না সার্টিফিকেট এ আপলোড করতে হবে?
ওয়ালাইকুম আসসালাম ভাই, দেখুন আপনি বলেছেন আপনার বাবা মার নাম সার্টিফিকেটে ভুল আছে। সেতো সাপোর্টার ডকুমেন্ট হিসেবে আপনি আপনার বাবা মার ভোটার আইডি দিতে পারেন ধন্যবাদ।
Vaiya. Amar metyer jonmo sonod korci 10/10/17sal. Akhon ata diye class 4 a admission hoyna boyos dite cai 22/8/15 korte cai. Akhon socib bole ditiyo bacca hisabe name chenge kore +boyos chenge kore korte bole tahole ki vaiya pore somossa hobe
আসসালামু আলাইকুম, জি আপনি পরিবর্তন করতে পারবেন। এখনই পরিবর্তন করা ভালো হবে। যেহেতু আপনার কোন ধরনের স্কুল সার্টিফিকেট বা ডকুমেন্টস নাই সে তো টিকার কার্ড দিয়ে এই পরিবর্তনটি করতে পারবেন। বাচ্চার টিকার কার্ডে যে বয়সটি এবং নামটি দিতে চান সেটি থাকতে হবে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই আমি অন্য জেলায়(যশোর) জন্ম নিবন্ধন করছিলাম এখনো অনলাইন আবেদন করা হয়নি, ডিজিটাল জন্ম নিবন্ধন করা হয়নি, সেই জেলাই কি অনলাইন করতে হবে?
নাকি আমি যেখানে করতে চাচ্ছি বতমান সাতহ্মীরা জেলাতে কি করা যাবে? এখানে তো কোন খাতায় নাম নেই কিভাবে করব, কিভাবে কি করতে হবে? না একবার করছিলাম ওইখান থেকে ঠিক করতে হবে এখন আমার বর্তমান জেলায় আমি কিভাবে করতে পারব?
ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনার জন্ম সনদ যেহেতু অনলাইন করা নেই। সেহেতু আপনি চাইলে নতুন জায়গায় জন্ম সনদ করতে পারবেন সে ক্ষেত্রে আপনার বাবা এবং মায়ের জন্ম সনদ লাগবে। আর আপনার জন্মস্থানে ঠিকানা করলে সেটি আরো ভালো হয় ধন্যবাদ।
আসসালামুআলাইকুম আমি বিদেশে সপরিবারে থাকি আমার মেয়ে জন্মের পর আমার শ্বশুরকে জন্ম নিবন্ধন কার্ড করতে বলেছিলাম তিনি আমার স্ত্রীর জন্ম নিবন্ধনের ঠিকানা অনুযায়ী জন্ম নিবন্ধন করেছে কিন্তু বিদেশে পাসপোর্ট বানাতে গেলে তারা বলে আমার এবং স্ত্রীর পাসপোর্ট এর ঠিকানা যেভাবে আছে ওইভাবে লাগবে এখন আমি কি করতে পারি।
জানালে উপকৃত হব
ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন কোন সমস্যা হবে না। ঠিকানা পরিবর্তন করার জন্য আপনার দেশের বাড়ির বিদ্যুতের বিল এবং আপনার পাসপোর্ট স্কেন কফি ও মায়ের পাসপোর্ট এর ফটোকপি অর্থাৎ বাচ্চার মায়ের পাসপোর্ট এর ফটোকপি দিলেই সংশোধন হয়ে যাবে বাচ্চার জন্ম সনদ ধন্যবাদ।
ভাইয়া।
আমার ছোট বোনের জন্মসনদ করা হয়েছে ১২/০২/২০০৮ সালে আর ইস্যু করা হয়েছে ২৬/০৭/২০০৮ সালে।
কিন্তু ওর সব সার্টিফেটে বয়স ২৫/১০/২০০৯ দেওয়া।
জন্মসনদ সংশোধন করতে গেলে পরিষদ থেকে বলে এটা ঠিা করা যাবে না।
ভাই এটা ঠিক করার কোনো উপায় আছে?
আসসালামু আলাইকুম, আপনার যেহেতু সার্টিফিকেট আছে এবং সার্টিফিকেট অনুযায়ী ঠিক করতে চান জন্ম সনদ তাহলে অবশ্যই হবে। আপনি অনলাইনে আবেদন করে তারপরও জমা দিন ইউনিয়ন পরিষদ ঠিক করে দিতে বাধ্য ধন্যবাদ।
@@ShariFTecH1ভাইয়া আপনার সাথে সরাসরি কথা বলার কোনো উপায় আছে?
আসসালামু আলাইকুম ভাই আমার জন্ম নিবন্ধন এবং সাটিফিকেট সব ঠিক আছে এখন আমার জন্ম নিবন্ধন এ কি ওই সাটিফিকেট দিয়ে জন্ম সাল ভারানো যাবে বা ওইটা গ্রহন করবে কিনা জানাবেন প্লিজ ❤
ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনার জন্ম সালে ভুল হলে সেটি কমিয়ে অথবা বাড়ি নিতে পারবেন, তবে এটি যে ভুল এটা প্রমাণের জন্য ডকুমেন্টস দিতে হবে ধন্যবাদ।
ভাই আমার কাছে কোনো ডুকুমেন্ট নেই আমি যদি মাতরাসা থেকে একটা প্রত্যায়ন প্রত্র নিই সেটাতে আমার জন্ম তারিখ কমিয়ে দিলে কি হবে
ভাই আমার জন্ম নিবন্ধনের বয়স ভুল পিতার নাম ঠিক আছে কিন্তুু সার্টিফিকেট অনুযায়ী যদি বয়স ঠিক করি সার্টিফিকেটে পিতার নামে মোঃ দেওয়া যেটা ভুল।এখন কি আমি এটা সাবমিট করলে বয়স ঠিক করতে পারব
আসসালামু আলাইকুম, সমস্যা হবে না। আপনার সার্টিফিকেটে যেহেতু বয়স ঠিক আছে সেহেতু সেটি দিতে পারেন ধন্যবাদ।
আমার মার্কশীট বা রেজিষ্ট্রেশন কার্ড যদি সাবমিট দেই তাহলে হবে নি
আসসালামু আলাইকুম ভাই,আমার জন্ম সনদ এ নামে ভুল আছে, আমি সংশোধন করতে চেষ্টা করছি, করতে গিয়ে দেখি মোবাইল আগে থেকে বসানো, এখন নাম্বার টা কি পরিবর্তন করা যাবে, যতে আমার নাম্বার এ ওটিপি আসে😢
ওয়ালাইকুম আসসালাম, জি ভাই নাম্বার পরিবর্তন এর সিস্টেম আছে আপনি লগইন করার সময় পাসওয়ার্ড এবং নাম্বার পরিবর্তন এর অপশন পেয়ে যাবেন ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আমি সংশোধন করে সাবমিট করার পরে আরও কিছু তথ্য সংশোধন করার প্রয়োজনীয়তা লক্ষ করেছি, এখন আমি আবার সংশোধন কিভাবে করবো?
ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনি আবার আবেদন করেন নতুন আবেদন জমা দিবেন। আর পূর্বের আবেদনটি ডিলিট করে দিন ধন্যবাদ।
@@ShariFTecH1ভাই কতদিন সময় লাগবো ঠিক হইতে
আমার ইউনিক আইডি আছে এখন কি জন্ম নিবন্ধন সংসধোন করতে পারবো
আসসালামু আলাইকুম, ইউনিক আইডি ঠিকমত বুঝলাম না। আপনার স্কুল সার্টিফিকেট অথবা ভোটার আইডি ঠিকমতো থাকলে সংশোধন করতে পারবেন।
মোবাইল থেকে আবেদন সম্পন্ন করেছি।কিন্তু প্রিন্ট করার অপশনে গেলে ঢুকা যাচ্ছে না কেন
আসসালামু আলাইকুম, ভাই আপনি যে ডাউনলোড অপশনে ক্লিক করেছেন সেখান থেকে ডাউনলোড হবে না। কিভাবে ডাউনলোড করবেন ভিডিওর একদম শেষে দেওয়া আছে ওভাবে আপনি ডাউনলোড করে নিন ধন্যবাদ।
জন্ম নিবন্ধন নেই,কিন্তু ভোটার আইডি কার্ড আছে, আমি কীভাবে জন্ম নিবন্ধন করবো,একটা ভিডিও দেন।
আসসালামু আলাইকুম, আপনার ইউনিয়ন পরিষদের অবশ্যই জন্ম নিবন্ধন আছে। আপনি ইউনিয়ন পরিষদে জান এবং সেখান থেকে জন্ম নিবন্ধন বানিয়ে নিন অনলাইন করে। আগের যে জন্ম নিবন্ধনটি ছিল সেটি অনলাইন হয় নাই , ফলে এখন নতুন করে বানাতে সমস্যা হবে না।
জন্ম নিবন্ধন ছাড়া ভোটার আইডি কার্ড বানালেন কিভাবে
@saiidulsaiid000 আসসালামু আলাইকুম, এটি এক্সাম্পল স্বরূপ দেওয়া হয়েছে, কারণ আগে জন্ম নিবন্ধন ইংরেজি কোন প্রয়োজন ছিল না। এখন জন্ম নিবন্ধন ইংলিশ করার ক্ষেত্রে আপনার ভোটার থাকবে না সেহেতু আপনার স্কুল সার্টিফিকেট মেম্বার সেভেন এর প্রত্যয়ন পত্র অথবা যে কোন একটি ডকুমেন্টস দিলেই চলবে ধন্যবাদ।
আমি একটি জন্ম নিবন্ধন সংসোধনের জন্য পিএসসি পত্যায়ন পত্র ছাবমিট করে ছি এখন কি কিছু হবে
আসসালামু আলাইকুম, আপনি সার্টিফিকেট এর অনুযায়ী সংশোধন করলে সার্টিফিকেট দেখালেই চলবে। কারণ সার্টিফিকেটে যা আছে তাই আপনি দেবেন জন্ম নিবন্ধনে।
ভাই সুদু মাত্র নামের প্রথম অংশ ভুল আছে প্রথম অংশর জন্যই আবেদন করছি এত কি কোন সমস্যা আছে
না কোন ধরনের সমস্যা নেই আপনি যে কোন অংশ পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ।
ভাই আমি সব ডুকুমেনট নিয়ে যেই দিন যাবো সেদিন আমার জন্ম নিবন্ধন হাতে পাবো । নাকি দেরি হবে পাইতে
ভাই এটা একটু রিপ্লাই দেন প্লিজ
আসসালামু আলাইকুম, যদি আপনার ওয়ার্ডের মেম্বার সই সাথে সাথে পেয়ে যান। তাহলে তখনই নিয়ে আসতে পারবেন ধন্যবাদ।
জন্ম সনদ সংশোধন করার পর আগে যেখানে করা হয়েছে সেখানেই কি আনতে যেতে হবে ?
জ্বী আপনার জন্ম শনদ আগে যেখান থেকে করিয়েছেন সেখান থেকে সংশোধন করতে হবে।
বাড়িতে ভোটার হালনাগাদ করতে আসলে কি জন্মনিবন্ধন সংশোধন ছাড়াই ভোটার হওয়া যাবে??
আসসালামু আলাইকুম, আপনি আগে জন্ম নিবন্ধনটি সংশোধন করলে ভালো হয়। কারণ জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার ভোটার আইডি হবে ধন্যবাদ।
@@ShariFTecH1 জন্মনিবন্ধনে বয়সে ভুল দেয়া,লিখতে ভুল করছে। ২ মাস পরে নাকি এটা ঠিক করা যাবে?
আপনি নিশ্চয়ই জন্ম নিবন্ধন টি অনেক দিন আগে করেছেন। এখনই আবেদন করে সঠিক করে নিতে পারেন ধন্যবাদ।
জন্ম তারিখ সংশোধন করার জন্য jsc ssc সার্টিফিকেট না থাকলে কি করব
আসসালামু আলাইকুম, সার্টিফিকেট না থাকলে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি না থাকলে অন্য যেকোন ডকুমেন্টস যেটি সঠিক আছে সেটি দেখাবেন ধন্যবাদ।
আমি তিনবার সংশোধন করেছি আরেকবার করতে চাই কিন্তু লিংক খুজে পাচ্ছিনা কোন লিঙ্কে ঢুকতে হবে লিংক কি দেওয়া যাবে
আসসালামু আলাইকুম, জন্ম নিবন্ধন এর ওয়েবসাইটে লেখা আছে তিনবারের বেশি সংশোধন করা যাবে না। ধন্যবাদ।
সার্টিফিকেটে নাজমা বেগম কিন্তু আমি জন্ম নিবন্ধন সংশোধন করে ইসমা খানম নাজমা দিতে চাচ্ছি। পরে সার্টিফিকেট সংশোধন করবো । নামটা কি পরিবর্তন করা যাবে ভাইয়া
আসসালামু আলাইকুম, দেখুন আপু আপনি যেটাট আন্ডারে নাম সংশোধন করবেন। সেটি আগে সংশোধন করুন তারপর আবেদন করুন। কারণ জন্ম নিবন্ধন তিন বারের বেশি সংশোধন করা যায় না ধন্যবাদ।
@ShariFTecH1 ওয়ালাইকুম আসসালাম,,, আমার জন্ম সনদে আর সার্টিফিকেটে নাজমা বেগম আছে। আজকে আমি জন্ম সনদে ইসমা খানম নাজমা দিয়ে আবেদন করছি আমাকে কি সংশোধন করে দিবে? আমি শুনেছি সার্টিফিকেটে যেরকম আছে সেরকমই দিতে হয় সেই জন্য জিজ্ঞেস করতেছি
@@Bikerider12061যে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেই নাম অনুযায়ী সংশোধন করবে অন্যথায় হবে না। আপনি আপনার নাম পরিবর্তন করতে চাইলে। সার্টিফিকেটটি আগে সংশোধন করেন। তারপর নাম পরিবর্তনের আবেদন করুন। আর আপনার কোন ধরনের সনদে যদি ইসমা খানম নাজমা থাকে সেটি দিয়ে আবেদন করতে পারেন।
ডকুমেন্টস 2 এমবির বেশি হলে কোন সমস্যা হবে?
আসসালামু আলাইকুম, ডকুমেন্ট দুই এমবির বেশি হলে কনভার্ট করে কম করে নিন ধন্যবাদ।
সংশোধন করতে কি কি কাগজ পএ লাগে
আসসালামু আলাইকুম, ভুল সংশোধন করার জন্য যে কাগজের আন্ডারে আপনি ভুল সংশোধন করতে চান অর্থাৎ ভোটার আইডি অথবা স্কুল সার্টিফিকেট এবং অন্য কিছু। সেই কাগজটি দেখাতে হবে। তারমানে সেই পেপারটি এখানে সাবমিট করতে হবে।
আজ আমি জমা দিলাম কিন্তু ডেট দেই নাই কবে নিয়ে আসতে হবে
আসসালামু আলাইকুম, আপনি যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে ডেটটি ওখানে দেওয়া আছে। না বুঝলে ভিডিওটি ভালো করে দেখুন ধন্যবাদ।
আমি পিতার নাম ইউনিয়ন পরিষদে না গিয়ে সংশোধন করতে পারব
আসসালামু আলাইকুম, আপনি আগে নাম পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে। তারপর ইউনিয়ন পরিষদে যেতে হবে ধন্যবাদ।
সার্ভার তো কাজ করে না।
আসসালামু আলাইকুম, সার্ভার কাজ করছে আপনি একটু রাত করে ট্রাই করুন। যখন সার্ভার ফ্রি থাকে ধন্যবাদ।
ফেরিফাই নাম্বারটা হারিয়ে গেছে কি করব
আসসালামু আলাইকুম, লগইন করার পর নাম্বার চেঞ্জ করার অপশন পাবেন সেখান থেকে নাম্বারটি চেঞ্জ করে নিন ধন্যবাদ।
আমি ইতালি আছি ইতালি নাম্বার দিলে otp আসবে
আসসালামু আলাইকুম, না ইতালি নাম্বার দিলে ও টিপি আসবে না। আপনি বাংলাদেশি নাম্বার ব্যবহার করলে বাংলাদেশে ওটিপি আসবে ধন্যবাদ।
@ShariFTecH1 অনলাইন আবেদন করতে গিয়ে দেখি একটা নাম্বার এড আছে, কিন্তু এই নাম্বার আমাদের না, ও টিপি নাম্বার কি ভাবে পরিবর্তন করতে পারি
নিচে দেখবেন রিকভার পাসওয়ার্ড নামক অপশন আছে। ওখান থেকে পাসওয়ার্ড রিকভার করে লগইন করুন। তারপর নাম্বার চেঞ্জ এর অপশন পাবেন ধন্যবাদ।
ভাই আমি জন্ম নিবন্ধন এর আবেদন সহ সব কিছু ওকে করছি কিন্তু কত তারিখে কাগজ পাতি নিয়ে যেতে বলছে সেটা দেখি না আর কাগজ গুলো পিডিএফ আকারে নিতে পারি নাই এখন কি করব প্লিজ বলেন।।
আসসালামু আলাইকুম, আপনার কাছে যদি কোন ডকুমেন্টে না থাকে। তাহলে নতুন করে আবেদন করুন খেয়াল রাখবেন যেন কোন ধরনের ভুল না হয়। কারণ তিনবারের বেশি আবেদন করা যায় না ধন্যবাদ।
@@ShariFTecH1 ভাই ওই ডকুমেন্ট গিলো কোনো ভাবে নতুন করে আবেদন না করে পাওয়া যাবে না।।থাকলে এই উপায় টা বলেন।।আর তিনবার করে ফেলার পর এটা কি আর কখনো সংশোধন করা যাবে না নাকি ইউনিয়ন পরিষদে করা যাবে।।বলেন ভাই
আপনি যেহেতু ডাউনলোড করতে পারেননি। এজন্য ভিডিওর লাস্টের অংশটা একটু ভালো করে দেখুন সেখান থেকে পেয়ে যাবেন কিভাবে ডাউনলোড করবেন আর ডাউনলোড করতে তারিখও পেয়ে যাবেন।
@@ShariFTecH1ভাই তিনবারের পর পরিষদে কি আবার সংশোধন করা যাবে নাকি আর কখনো করা যাবে না।।
Bangla to English
আসসালামু আলাইকুম, ভাই আপনার প্রশ্নটি বুঝতে পারছি না? আপনি কি বলতে চাচ্ছেন বাংলা থেকে ইংলিশ কিভাবে করব?
@ShariFTecH1 ভাই আমার আইডি কার্ডে ভুল আছে এবং বাংলা আমি কি অনলাইনে ইংরেজি এবং ভুল একসাথে সংশোধন
@@ShariFTecH1 সংশোধন করতে পারমু দুই-তিন দিনের মধ্যে
@@fazlarabby_xyz দেখুন আপনার নামের বানান বাংলা এবং ইংলিশে দুই ভাবে যদি ভুল থাকে। তাহলে অবশ্যই আপনার দুটি বানান ঠিক করতে হবে। এর জন্য বাংলা এবং ইংলিশ দুটি সংশোধন করার জন্য আবেদন করুন ধন্যবাদ।
@@ShariFTecH1 না ভাই আমার কাছে শুধু বাংলাটা আছে এবং এটাতে ঠিকানা ভুল আছে এখন আমার ইংলিশটা প্রয়োজন তথ্য সংশোধনের প্রয়োজন এখন কি করা যাবে নি এটা
ভুল সংশোধন করতে কি লাগে
আসসালামু আলাইকুম, ভুল সংশোধন করার জন্য যে কাগজের আন্ডারে আপনি ভুল সংশোধন করতে চান অর্থাৎ ভোটার আইডি অথবা স্কুল সার্টিফিকেট অথবা অন্য কিছু। সেই কাগজটি দেখাতে হবে। তারমানে সেই পেপারটি এখানে সাবমিট করতে হবে।
আসসালামু আলাইকুম,
আমার জন্ম নিবন্ধন সংশোধন করতে চাই কিন্তু আমি কিভাবে করবো, আমার জন্ম নিবন্ধন বয়স, এবং নামের বানান ভুল আছে, এখন আমি কিভাবে সংশোধন করবো, আমার তো কোনো প্রমান নেই যে আমি কিছু দেখাবো,কারণ আমার মাদ্রাসা বা স্কুলের এগুলো কোনো কিছুই তো নেই আমি কিভাবে সংশোধন করবো প্লিজ বলেন 🙏🙏
Walaikum Assalam, সে ক্ষেত্রে আপনি মেম্বার চেয়ারম্যান এর কাছ থেকে বয়স এবং নামের বানান ভুল হয়েছে, এমন প্রত্যয়ন পত্র নিতে হবে। প্রত্যয়নপত্র সাবমিট করে আপনি পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ।
ইউনিয়ন পরিষদ বলছে উপজেলার কথা এটা কি টিক
আসসালামু আলাইকুম, বিশেষ কিছু সমস্যার কারণে উপজেলায় যেতে বলে। আপনাকে কি সমস্যা বলেছে জানতে পারি?
আমি যদি ইউনিয়ন পরিষদ না গিয়ে উপজেলা যাই তা হলে হবে
@SaidulIslam-ly2yk আসসালামু আলাইকুম, আগে আপনি ইউনিয়ন পরিষদের জমা দিবেন। অন্য কোন সমস্যা থাকলে আপনাকে উপজেলায় যেতে বলবে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম একটু সাহায্য করেন আমাকে, আমার আব্বুর জন্ম নিবন্ধনে দাদির নাম ভুল আছে মানে দাদির এনআইডি কার্ডে এক নাম আর আব্বুর জন্ম নিবন্ধনে আরেক নাম, আবার আব্বু জন্ম নিবন্ধন করছে চট্টগ্রামে স্থায়ী ঠিকানা আমাদের নিজস্ব জেলার ঠিক আছে কিন্তু বর্তমান ঠিকানা ছিল চট্টগ্রামে আর কি, তো এখন এক্ষেত্রে আমাদের নিজস্ব যে এই গ্রামার কি লক্ষ্মীপুরের সেখানে ইউনিয়ন পরিষদে গেলে কি নামটা সংশোধন করা যাবে দয়া করে জানাবেন ❤
ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনি যে জন্ম নিবন্ধনটি সংশোধন করবেন, তার ঠিকানা পরিবর্তন দিয়ে। আপনি সেই ইউনিয়ন অফিসে যেতে হবে। যে ইউনিয়ন অফিস থেকে জন্ম নিবন্ধনটি আগে করা হয়েছে। ধন্যবাদ
@@ShariFTecH1 প্রিয় ভাইজান সেক্ষেত্রে আমি তো এখন লক্ষ্মীপুর থাকি হ্যাঁ তো ধরেন আমি আপনার ভিডিওটা দেখে নামটা সংশোধন করে ফেললাম অনলাইন এর মাধ্যমে আমি নিজে নিজে হ্যাঁ এখন সে ক্ষেত্রে যে কোডটা পাওয়া যাবে সবকিছু কমপ্লিটের পরে, সেই কোডটা যদি আমি চট্টগ্রামে পাঠাই অর্থাৎ আমার কোন বন্ধু-বান্ধবের সাহায্যে আমি যদি সে কোডটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জমা দেই তাহলে কি তারা আমার এটাকে সংশোধন করে দেবে বা এটা কি সংশোধন হয়ে যাবে, জানালে উপকৃত হতাম ভাইজান ❤
@rocksksohanbhai7554 জি ভাই আমি সেটি বলতে চাচ্ছিলাম, আপনার আবেদনের নাম্বার এবং তারিখ সাথে আবেদনের যেই পিন্ট কপিটি ডাউনলোড করেছিলেন সেটি এবং সংশোধনী প্রমাণের জন্য যে কাগজটি আপলোড করেছিলেন সেটিও পাঠিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার পরিচিত লোক অবশ্যই সেটি করে নিয়ে আসতে পারবে ধন্যবাদ।
@ShariFTecH1 অসংখ্য ধন্যবাদ অনেক উপকার করলেন প্রিয় ভাই সব সময় পাশে আছি
@rocksksohanbhai7554 ধন্যবাদ 👍❤️
নিজে নিজে সংশোধন করলে আবার অফিসে পেন্ডিং থাকে কেন তুই কে ?
আমি কেউ না, সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি গেলে তারা সব কাজ পেলে আপনার কাজ করে দিবে ঠিক আছে, কিছুই যাচাই করবে না। dual man.
ভাই আমি নম্বর দিতে পারছি না
আসসালামু আলাইকুম, ভাই বুঝতে পারছি না আপনি কি নাম বলার কথা বলছেন, একটু বুঝিয়ে বলবেন।