আপনার প্রত্যেকটা ভিডিওই একেকটা জ্ঞানের ভান্ডার। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে আপনার সব গুলা ভিডিও দেখতে শুধু, সবগুলাই সংগ্রহ করেছি। আর এতে অনেক বড় গবেষণার বিষয় আছে।
অসাধারণ, অসাধারণ। মহব্বত না থাকলে এই রকম ব্যাখ্যা করা অসম্ভব। আপনার মধ্যে নবীজীর প্রতি এবং আল্লাহ তায়ালার প্রতি মহব্বত আছে, প্রেম আছে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তায়ালা আপনাকে হেপাজত করুন।
স্যার এই অভাগা দেশের প্রায় শতভাগ মুসলমান, কিন্তু পড়বার জানবার আগ্রহ নেই, তবে আপনার বক বক অত্যন্ত জরুরী এবং গুরুত্বপূর্ণ বিনীত অনুরোধ আমৃত্যু আপনি আপনার কথাগুলো আপনার স্টাইলে আপনার কথাগুলো অর্জিত প্রগ্গা ও বিশাল জ্ঞান ভান্ডার থেকে বক্তব্য, প্রস্তাব ও।বিশ্লেষণের ক্ষমতা অসামান্য। আল্লাহআপনার
নিজ আকৃতি বলতে আদম কে তার নিজ আকৃতিতেই সৃষ্টি করেছেন এটাই বুজাইছে আদম (আ:) এর আকৃতি এমন ই হবে তাই আদম কে আদম এর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে আল্লাহর আকৃতিতে না
@@bitulcollection5045 মানুষ ১০০% ভালো হয়না, সবার মধ্যেই কিছু না কিছু ত্রুটি থাকে। ওনার সব কথাই যে আপনাকে গ্রহন করতে হবে তাতো তিনি বলেন নাই। আপনি কি ছোট বাচ্চা? বুদ্ধি নাই? ওনার সব কথা শুনেন, তারপরে যেটা আপনার বুদ্ধিতে কুলায়, যুক্তিযুক্ত মনে হয় সেটা গ্রহণ করেন আর যেটা যুক্তিযুক্ত মনে হয় না সেটা বাদ দিবেন। অন্তত মানুষের জন্য তিনি কিছু করার চেষ্টা করছেন এটাই তো বড় কথা। উনার যে সব কিছুই আপনাকে গ্রহণ করতে হবে তা তো না, কিন্তু ওনার কিছু কিছু কথা তো ফেলার মত না, বড় বড় তাফসীর লেখকরাও এইভাবে বিজ্ঞানভিত্তিক ভাবে অনেক কিছু উপস্থাপন করতে পারেন নাই। মানুষের ভুলগুলো বাদ দেন আর আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা গ্রহণ করেন। যেটা আপনার কাছে খারাপ মনে হবে সেটা ত্যাগ করবেন।
@@bitulcollection5045 ভাগ্য বিষয়ক যে ভিডিওটি রয়েছে সেটি আমারও ভুল মনে হয়েছে, ওনার কনসেপ্টে ভাগ্য বিষয়ক কিছু কিছু ভুল রয়েছে এবং আল্লাহর ব্যাখ্যা দিতে যেয়ে তিনি কিছু কিছু ভুল বলেছেন। কিন্তু এই কয়েকটা জিনিস বাদ দিলে তার বাকি যেসব বিষয় রয়েছে তা অসাধারণ এটা মানতেই হবে। মানুষতো ভুলের ঊর্ধ্বে নয়, তাই তার ভালো গুলো গ্রহন করেন এবং খারাপ গুলো ত্যাগ করেন।
স্যার, শেষ অংশে আপনার ধূম্র পানের উপকরণ প্রদর্শন আমার কাছে দৃষ্টিকোঠর মনে হলো! ধন্যবাদ আপনার প্রতি চিরাচরিত ইসলামিক বিষয়গুলি নিয়ে যুক্তিনির্ভর আলোচনা করার জন্য। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন
আমার মনে হয় তিনি যে কথাগুলো বলছেন সেটা তার অর্জিত জ্ঞানের আলোকে, আপনার জ্ঞানের পরিধি যদি তার চেয়ে কম বা বেশি হয় তাহলে আপনি অবশ্যই কিছু বিষয়ে দিমত করবেন, আর এ কারনেই আমাদের হিসাব হবে নিজ নিজ জ্ঞানের ব্রিত্তে.... তাই, আমি মনেকরি তার লেকচার /মতামত এসবের মাধ্যমে ভালো যাকিছু শিখছেন তার জন্য প্রথমে ক্রিতজ্ঞ হোন। আর তার জন্য দোয়া করেন, আর তার ভুল গুলো যেন আল্লাহতালা ক্ষমা করেন সেই কামনা লালোন করেন নিজের মনের গভিরে! যদি এভাবে ভাবতে ও করতে পারেন তাহলে আপ্নিও ভালো মুসলিম তাতে আমার কনো সন্দেহ নেই। আল্লাহ্ আমাদের সবাইকে মাফ করুন। 🤲 আ আ মি মি ন 🤲
স্যার আপনাকে ধন্যবাদ কুরআনই সুন্নাত এবং কুরআনই আহসানাল হাদিস। আর আপনার ব্যাপারে যারা খারাপ মন্তব্য করে সে সব ভাইয়েরা লাহওয়াল হাদিসের অনুসারি। আপনি ওনাকে জিজ্ঞাসা করেন ' ওনি কী করে মাওলানা হলেন। মাওলা অর্থ সাহায্যকারী না অর্থ আমাদের । অতএব আল্লাহ হলেন আমাদের মাওলানা বা সাহায্যকারী।
জনাব, আপনার কাছ থেকে ইসলামের সঠিক রূপ এবং ইসলাম অনুসরণে করণীয় সম্পর্কে মুনলমানরা সঠিক ধারণা পাবে। আপনার স্বোপার্জিত জ্ঞানের পরিধি আমাকে মুগ্ধ করেছে। আপনি নতুন নতুন ভিডিও তৈরি করে সাধারণ মুসলমানদের আলোকিত করুন। ইনশাল্লাহ আপনি সফল হবেন। ওহাবী এবং সালাফি ইসলাম সম্পর্কে কিছু ভিডিও তৈরি করুন।
Al-hamdulillaha, outstanding! Real. may have minor problem. but no matter. Intellectual. Muslim scholars must get benefits giving importance here. ..............
আপনার আলোচনা শুনে মনে হচ্ছে আপনি অনেকটা সুফি ভাবাদর্শের বাহক তবে বিষয় যেহেতু সয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে নিয়ে তাই সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। ধন্যবাদ।
Sir, Assalamu Alikum. Allah has created human beings in his own image.It means - Allah has created human beings in his selected or chosen image because, Allah has narrated in the holy Quran, there is nothing like Him, but He hears and sees everything.
৩/১০ প্রশিক্ষণ ক্লাসে উপসংহারে তিনি বলেছিলেন, সকলের perception বা উপলব্ধি করার ক্ষমতা একরকম বা সমান নয়। আর তাই শুধু বই পড়ে সঠিক বা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হওয়া যায় না। বই-পত্র পরোক্ষ বা সহায়ক হিসাবে কাজ করলেও পরিপূর্ণ শিক্ষা লাভের জন্য প্রত্যক্ষ -Direct /Living - শিক্ষক বা ওস্তাদের প্রয়োজন হয়। তিনি আরও উদাহরণ দিয় বলেছিলেন, বাচ্চারা যখন মায়ের কাছে বসে ডিমের ছবি আঁকতে যেয়ে গোল আলু বা অন্য কিছু এঁকে ফেলে তখন মা হাত ধরে ধরে দেখিয়ে দেন যে, এটা এমন হবে, ওটা অমন হবে। আর এ জন্যেই এত সব পরিশ্রম ও অর্থ খরচ করে স্কুল /কলেজ /বা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়।
Assalamu~Alaikum. Salam~o~Dua thaklo. Hope You are doing well with Your family and service. I have a question like: Pure democracy is prohibited in Islam? Some islamic scholars say democracy is prohibited but I didn't think so. Could you please convey Your sense regrading this issue?
Mohan Allah subhanatala r main nirdesh holo purush ar nari der proti. "Tomra chokhkhu nechu koro" Ai nirdesh er govir goveshona korte hobe ar onushoron, comply korte hobe.
জাকারিয়া কামাল স্যার আপনার এতো জ্ঞান থাকার পরেও আপনি নামাজ পরেন না কেন? বুঝতে পারছি না আপনি তো অনেক কিছু জানেন আল্লাহ তাআলা আমাদের কে নামাজ পড়ার তৌফিক দিক (আমিন)
রাসূল সঃ এর মারেফাত লেভেল নিয়ে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।আমি একজন সুফিবাদ এর অনুসারী। রাসূল সঃ কে আল্লাহ নূর দিয়ে তৈরী করছেন এটা তারা মানতে চাইনা।এই বিষয়ে আলোচনা করলে অনেক উপকৃত হতাম ইনশাআল্লাহ।
স্যার, আমার গুরু বলছেন যাদের জ্ঞান থাকে তাঁরা জ্ঞান প্রয়োগ করেন যাদের থাকে না তারা বল প্রয়োগ করে | আপনার ভিডিও সবার জন্য না | যাদের জন্য না তাদের পিছনে সময় নষ্ট না করাই ভালো বলে আমি মনে করি | স্যার একটা অনুরোধ, রূহ এবং আত্মা শব্দটা ব্যবহার এর কারণে মনে হচ্ছে অনেকের মধ্যে একটা confusion তৈরী হচ্ছে, একটা সাধারণ শব্দ যেমন ‘হুকুম ’ বা এইরকম কোনো শব্দ ব্যবহার করলে কি ভালো হবে? আপনি কি মনে করেন?
সালামুন আলা জাকারিয়া ভাই আপনি আপনার চিন্তা চেতনা কোরআন বিশ্বাসে অটল থাকুন। আর আললাহ র সাহায়্য নেন অন্য গানীদের নিয়ে পরামর্শ করুন জারা কোরআন বিশ্বাস করে ও দৃর আছে। আমরা আপনার কাছে জানতে চাই সঠিক কোরআন।
আল্লাহর সূন্নাৎ কূরআনে বলা হয়েছে ৯ স্থানে এবং রাসূল সঃ বা নাবীর সূন্নাৎ বলতে কূরআনে কোন উল্লেখ নেই !!! তবে কেউ কূরআন থেকে রেফারেন্স দিতে পারিলে তাকে পুরস্কৃত করা হবে । আল্লাহর সূন্নাৎ এর দলিল আনফাল-৩৮, হিজর-১৩, বানিইসরাঈল-৭৭, কাহাফ-৮৫, আহযাব-৩৮-৬২, ফাতির-৪৩, গাফির-৮৫, ফাতহ্-৪৩।
স্যার যাকাত নিয়ে একটা পরিপূর্ণ ভিডিও করুন প্লিজ। আমি এাটা বইয়ে পড়েছি কুরআনে যাকাত দ্বারা আত্মার পরিশুদ্ধতা আনয়ন এর কথা বলা হয়েছে। আর যাকাত আর সাদকা এক জিনিস নয়। কুর আনে সাদকা করতে বলা হয়েছে। যাকাত নয়৷
খুবই ভালো আলোচনা কিন্তু সমস্যা হলো আপনার আলোচনা গুলা সোনার মতো লোক খুব কম পাবেন। হতাশ হবেন না ভবিষ্যতে এগুলো অনেক জনপ্রিয় হবে যখন মানুষ যথেষ্ট জ্ঞান অর্জন করবে, একটু অন্য ভাবে চিন্তা করার।
ভাই সাহেব অন্য গ্রন্থ পড়ার কথা কোরআনে কোথায় আছে দেখেন -- "এক শ্রেণীর লোক সমস্ত আসমানী কিতাবেই বিশ্বাস করে। এরা হলো ঐসব মুমিন, যারা সমস্ত নবী-রসূল এবং তাদের উপর অবতীর্ণ সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করে। যেমন আল্লাহ তা‘আলা বলেন, ﴿آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ﴾ ‘‘রসূল তার রবের পক্ষ হতে যে হিদায়াত নাযিল করা হয়েছে, তার প্রতি ঈমান এনেছেন। মুমিনগণও ঈমান এনেছেন। তারা সকলেই আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে, আমরা রসূলদের একজনকে অন্যজন থেকে পৃথক করিনা। আর তারা বলে, আমরা নির্দেশ শুনেছি এবং অনুগত হয়েছি। হে আমাদের প্রভু! আমরা গুনাহ মাফের জন্য তোমার কাছে প্রার্থনা করছি। আমরা তোমার দিকেই ফিরে যাবো’’। (সূরা বাকারা: ২৮৫) আরেক শ্রেণীর লোক কিছু আসমানী কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছে এবং বাকিগুলোর প্রতি কুফুরী করেছে। এরা হলো ইয়াহূদী ও খ্রিষ্টান এবং তাদের অনুসারীগণ। তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা কিছু নাযিল করেছেন তার উপর ঈমান আনো, তখন তারা বলে, ﴿نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ﴾ ‘‘আমরা কেবল আমাদের উপর যা কিছু নাযিল হয়েছে তার উপর ঈমান আনি। এর বাইরে যা কিছু এসেছে তার প্রতি তারা কুফুরী করছে। অথচ তা সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে কিতাব রয়েছে তার সত্যায়নকারী’’। (সূরা বাকারা: ৯১) আল্লাহ তা‘আলা আরো বলেন, ﴿أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ﴾ ‘‘তোমরা কি কিতাবের এক অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশের সাথে কুফুরী করছো? অতএব তোমাদের যারাই এমনটি করে তাদের প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ভোগ ছাড়া আর কী হতে পারে? কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তিতে নিক্ষিপ্ত হবে। তোমাদের কর্মকান্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন’’। (সূরা বাকারা: ৮৫)" --- তাহলে কুরআন থেকে স্পষ্ট বুঝা যায় পুরাতন সকল গ্রন্থ পড়তে এবং সেসব গ্রন্থে যে নির্দেশনা দেওয়া আছে সেগুলোতে ঈমান আনতে হবে। শুধু তাই নয় ' জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিন নর নারীর প্রতি ফরজ করা হয়েছে। সেক্ষেত্রে জাকারিয়া স্যারের পরামর্শ - জেনারেল নলেজ, সাধারণ বিজ্ঞান, ইতিহাস ,ভূগোল, জ্যোতির্বিজ্ঞান সব কিছুর উপর জ্ঞান রাখতে হবে তবেই কুরআনকে অনুধাবন করা যাবে। জাকারিয়া কামাল স্যার বেহুদা কথা বলেন না।
মহানবীর (সঃ) Level, অন্য Level এর, অদ্ভুত লেগেছে কথাটা, ভালবাসা নিয়েন...
আলহামদুলিল্লাহ আলোকিত মানুষ দের আলো ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী।
আপনার প্রত্যেকটা ভিডিওই একেকটা জ্ঞানের ভান্ডার। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে আপনার সব গুলা ভিডিও দেখতে শুধু, সবগুলাই সংগ্রহ করেছি। আর এতে অনেক বড় গবেষণার বিষয় আছে।
আপনি যে খাঁটি সোনা তা বুঝতে আমার অনেক সময়েই প্রয়োজন হয়নি, কারণ যে কেউ আপনাকে ঘোশা দিত, আর আমি দেখতাম আপনার তেজস্ক্রিয়তা।
আল্লাহ আপনার সহায় হোন 🤲
অসাধারণ, অসাধারণ। মহব্বত না থাকলে এই রকম ব্যাখ্যা করা অসম্ভব। আপনার মধ্যে নবীজীর প্রতি এবং আল্লাহ তায়ালার প্রতি মহব্বত আছে, প্রেম আছে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তায়ালা আপনাকে হেপাজত করুন।
স্যার এই অভাগা দেশের প্রায় শতভাগ মুসলমান, কিন্তু পড়বার জানবার আগ্রহ নেই, তবে আপনার বক বক অত্যন্ত জরুরী এবং গুরুত্বপূর্ণ বিনীত অনুরোধ আমৃত্যু আপনি আপনার কথাগুলো আপনার স্টাইলে আপনার কথাগুলো অর্জিত প্রগ্গা ও বিশাল জ্ঞান ভান্ডার থেকে বক্তব্য, প্রস্তাব ও।বিশ্লেষণের ক্ষমতা অসামান্য। আল্লাহআপনার
apner kotha gulo khubi valo lage sir , emn video aro chai.❤
স্যার আপনার ভিডিও এরিয়ে চলতাম
একদিন মনে হলো একটু শুনি কিবলে
শুনলাম আপনার পতি সন্মান বেড়ে গেছে
আল্লাহ আপনাকে ভালো রাখুন
❤❤❤আমিও
চমৎকার আলোচনা! খুবই ভালো লাগলো! আপনি ভালো থাকুন! অনেক অনেক ধন্যবাদ!
মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজের সুরতে বাইবেলের দিকে যাওয়ার আগে কুরআনে দেওয়া আছে আলহামদুলিল্লাহ
ভাই আয়াত নাম্বারটা দিবেন, আমার পড়ার কৌতূহল জন্মেছে।
নিজ আকৃতি বলতে আদম কে তার নিজ আকৃতিতেই সৃষ্টি করেছেন এটাই বুজাইছে আদম (আ:) এর আকৃতি এমন ই হবে তাই আদম কে আদম এর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে আল্লাহর আকৃতিতে না
সরকারের নিকট অনুরোধ এই জ্ঞানী লোকটিকে ইসলামিক ফাউন্ডেশনে কাজে লাগানো যায়। সরকারের সুদৃষ্টি কামনা করছি।
আমিও তাই ভেবেছিলাম কিন্তু ভাগ্য সম্পর্কিত লেকচার শোনার পর মোহ ভংঙ্গ হইছে ভাই।
@@bitulcollection5045 মানুষ ১০০% ভালো হয়না, সবার মধ্যেই কিছু না কিছু ত্রুটি থাকে। ওনার সব কথাই যে আপনাকে গ্রহন করতে হবে তাতো তিনি বলেন নাই। আপনি কি ছোট বাচ্চা? বুদ্ধি নাই? ওনার সব কথা শুনেন, তারপরে যেটা আপনার বুদ্ধিতে কুলায়, যুক্তিযুক্ত মনে হয় সেটা গ্রহণ করেন আর যেটা যুক্তিযুক্ত মনে হয় না সেটা বাদ দিবেন। অন্তত মানুষের জন্য তিনি কিছু করার চেষ্টা করছেন এটাই তো বড় কথা। উনার যে সব কিছুই আপনাকে গ্রহণ করতে হবে তা তো না, কিন্তু ওনার কিছু কিছু কথা তো ফেলার মত না, বড় বড় তাফসীর লেখকরাও এইভাবে বিজ্ঞানভিত্তিক ভাবে অনেক কিছু উপস্থাপন করতে পারেন নাই। মানুষের ভুলগুলো বাদ দেন আর আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা গ্রহণ করেন। যেটা আপনার কাছে খারাপ মনে হবে সেটা ত্যাগ করবেন।
@@bitulcollection5045 ভাগ্য বিষয়ক যে ভিডিওটি রয়েছে সেটি আমারও ভুল মনে হয়েছে, ওনার কনসেপ্টে ভাগ্য বিষয়ক কিছু কিছু ভুল রয়েছে এবং আল্লাহর ব্যাখ্যা দিতে যেয়ে তিনি কিছু কিছু ভুল বলেছেন। কিন্তু এই কয়েকটা জিনিস বাদ দিলে তার বাকি যেসব বিষয় রয়েছে তা অসাধারণ এটা মানতেই হবে। মানুষতো ভুলের ঊর্ধ্বে নয়, তাই তার ভালো গুলো গ্রহন করেন এবং খারাপ গুলো ত্যাগ করেন।
ভাই উনি মনে করেন মেয়েরা সাত থেকে আট বছরের মধ্য বিবাহের উপযুক্ত হয়ে যায় এবং এটাই নাকি নেচারাল ।কিছু বলবেন?
@@myra_8952 thik e
আপনার জ্ঞানগর্ভ আলোচনা শুনে আমি অভিভূত।
❤❤❤
খুব গুরুত্বপূর্ণ আলোচনা ❤❤❤
স্যার, শেষ অংশে আপনার ধূম্র পানের উপকরণ প্রদর্শন আমার কাছে দৃষ্টিকোঠর মনে হলো! ধন্যবাদ আপনার প্রতি চিরাচরিত ইসলামিক বিষয়গুলি নিয়ে যুক্তিনির্ভর আলোচনা করার জন্য। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন
ওনার হায়াত কামনা করে কি লাভ ভাই। উনিতো ফিক্সড হায়াতে বিশ্বাসী আবার খোঁজ নিয়ে দেখেন উনার বাচ্চাগো ছোটবেলায় ঠিকই ছয়টি টিকা দিছে। হাহা
আসসালামু আলাইকুম , চমৎকার অলোচনা , আপনার ভিডিও দেখে ধরম্ এবং ইসলামের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম , ভালো লাগলো , মহান আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন , এগিয়ে যান ।
চমৎকার বিশ্লেষণ,আল্লাহ আপনাকে আরো সাহায্য করুক।আমিন।ধন্যবাদ
A very good lecture. All Islamic scholar definitely should know / understand Quran properly.
আপনার আলোচনা আমার কাছে ভাল লেগেছে।
Thanks for your brilliant discussion
চমৎকার যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন একমুখী শিক্ষার জন্য মৌলানারাও এরকম সাবলীলভাবে বলতে পারেন না। আপনাকে অশেষ ধন্যবাদ।
❤❤❤
আপনার আলোচনা খুব গঠনমূলক। আপনার আলোচনায় অনুপেরনা পাই।
❤❤❤
কোরআন মুখস্ত করার সহজ এর ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং এর মধ্যে লুকায়িত জ্ঞান-বিজ্ঞান খুঁজে বের করা অত্যান্ত কঠিন।
Important and Helpful discussion! Much Appreciated, Sir
Really knowledgeable lecture. Thanks for the knowledge. Long live sir. Keep on making videos.
আসসালামু আলাইকুম , সুন্দর আলোচনা , আপনার আলোচনা থেকে অনেক অজানা কথা জানতে পারলাম । আপনি ভালো থাকুন , আল্লাহ আপনাকে হেফাজত করুন এবং নেক হায়াত দান করুন , আমিন ।
আমার মনে হয় তিনি যে কথাগুলো বলছেন সেটা তার অর্জিত জ্ঞানের আলোকে, আপনার জ্ঞানের পরিধি যদি তার চেয়ে কম বা বেশি হয় তাহলে আপনি অবশ্যই কিছু বিষয়ে দিমত করবেন, আর এ কারনেই আমাদের হিসাব হবে নিজ নিজ জ্ঞানের ব্রিত্তে....
তাই, আমি মনেকরি তার লেকচার /মতামত এসবের মাধ্যমে ভালো যাকিছু শিখছেন তার জন্য প্রথমে ক্রিতজ্ঞ হোন। আর তার জন্য দোয়া করেন, আর তার ভুল গুলো যেন আল্লাহতালা ক্ষমা করেন সেই কামনা লালোন করেন নিজের মনের গভিরে! যদি এভাবে ভাবতে ও করতে পারেন তাহলে আপ্নিও ভালো মুসলিম তাতে আমার কনো সন্দেহ নেই।
আল্লাহ্ আমাদের সবাইকে মাফ করুন।
🤲 আ আ মি মি ন 🤲
you are really a genius man!!!!
স্যার আপনাকে ধন্যবাদ
কুরআনই সুন্নাত এবং কুরআনই আহসানাল হাদিস। আর আপনার ব্যাপারে যারা খারাপ মন্তব্য করে সে সব ভাইয়েরা লাহওয়াল হাদিসের অনুসারি। আপনি ওনাকে জিজ্ঞাসা করেন ' ওনি কী করে মাওলানা হলেন। মাওলা অর্থ সাহায্যকারী না অর্থ আমাদের । অতএব আল্লাহ হলেন আমাদের মাওলানা বা সাহায্যকারী।
Unparallel. Live long. Thanks with respect.
Sir, I can't understand too tough , but believe in ALLAH ...
❤❤❤
Right information ❤❤❤❤
জনাব, আপনার কাছ থেকে ইসলামের সঠিক রূপ এবং ইসলাম অনুসরণে করণীয় সম্পর্কে মুনলমানরা সঠিক ধারণা পাবে। আপনার স্বোপার্জিত জ্ঞানের পরিধি আমাকে মুগ্ধ করেছে। আপনি নতুন নতুন ভিডিও তৈরি করে সাধারণ মুসলমানদের আলোকিত করুন। ইনশাল্লাহ আপনি সফল হবেন। ওহাবী এবং সালাফি ইসলাম সম্পর্কে কিছু ভিডিও তৈরি করুন।
আল্লাহ অবশ্যই উপরে। তবে তার ক্ষমতা সব জাগায় বিরাজমান।
right
দ্বিতীয় বাংলাদেশের ডাক্তার জাকির নায়েক জনাব জাকারিয়া কামাল সাহেব
Al-hamdulillaha, outstanding! Real. may have minor problem. but no matter. Intellectual. Muslim scholars must get benefits giving importance here. ..............
চমৎকার আলোচনা!
সালাম।
আপনার সাথে একমত হলাম❤
উনার সাথে একমত,কুরআন বুঝার জন্য বিজ্ঞান সহায়ক।
Onek sufider mote manusher punorjonmo hoy ata Nia Quran vittik alochona korun
অসাধারণ বিশ্লেষণ
খুব সুন্দর আলোচনা
অসাধারণ স্যার
thank you sir
অসাধারণ
আপনার আলোচনা শুনে মনে হচ্ছে আপনি অনেকটা সুফি ভাবাদর্শের বাহক তবে বিষয় যেহেতু সয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে নিয়ে তাই সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি।
ধন্যবাদ।
Sir, Assalamu Alikum. Allah has created human beings in his own image.It means - Allah has created human beings in his selected or chosen image because, Allah has narrated in the holy Quran, there is nothing like Him, but He hears and sees everything.
hadith puranur reference den.
৩/১০
প্রশিক্ষণ ক্লাসে উপসংহারে তিনি বলেছিলেন, সকলের perception বা উপলব্ধি করার ক্ষমতা একরকম বা সমান নয়। আর তাই শুধু বই পড়ে সঠিক বা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হওয়া যায় না। বই-পত্র পরোক্ষ বা সহায়ক হিসাবে কাজ করলেও পরিপূর্ণ শিক্ষা লাভের জন্য প্রত্যক্ষ -Direct /Living - শিক্ষক বা ওস্তাদের প্রয়োজন হয়। তিনি আরও উদাহরণ দিয় বলেছিলেন, বাচ্চারা যখন মায়ের কাছে বসে ডিমের ছবি আঁকতে যেয়ে গোল আলু বা অন্য কিছু এঁকে ফেলে তখন মা হাত ধরে ধরে দেখিয়ে দেন যে, এটা এমন হবে, ওটা অমন হবে। আর এ জন্যেই এত সব পরিশ্রম ও অর্থ খরচ করে স্কুল /কলেজ /বা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়।
Assalamualaikum, Please go ahead for the interest of Muslim Ummah. Almighty Allah bless you.
Thank you Sir
You are good and intelligent.
Jakaria bhai, people will see the almighty in the resurrection day , not before that. আল্লাহর আকৃতি আছে অবশ্যই তবে তা কেমন আমরা তা এখনো জানিনা।
Please give the song link of mortuza shoyeb. His singing is style is very nice to me
উত্তম উপদেশ।
Assalamu~Alaikum.
Salam~o~Dua thaklo. Hope You are doing well with Your family and service. I have a question like: Pure democracy is prohibited in Islam? Some islamic scholars say democracy is prohibited but I didn't think so. Could you please convey Your sense regrading this issue?
Asslamualikum. Masha Allah.
❤ Alhamdullillah ❤
Narir parda niye jante chai.
তাই?
Mohan Allah subhanatala r main nirdesh holo purush ar nari der proti.
"Tomra chokhkhu nechu koro"
Ai nirdesh er govir goveshona korte hobe ar onushoron, comply korte hobe.
সুরা নুর ও সুরা আযহাব দেখুন নারীর পদা আছে।
স্যার, আপনি দেখছি অল্প বিদ্যা ভয়ংকরী হুজুর দের দোকানদারীর বাধা হয়ে দাড়াবেন।।।।। তবে আপনাকে যদি আরো আগে পেতাম তাহলে সঠিক পথটা আরো আগে বুঝতাম।।।।।।
Apni chok open kore den 🤲🤲🤲
Apnar Alochona khubee sundor ebong gothon mulok. Ekhane amar ekta onurodh, apni sundor vabe Chul cut korben O save korben. Excuse me sir.
আস্সালামূআলাইকুম,
বাইবেল বিকৃত, সূতরাং এর অনুবাদে সন্দেহ রয়েছে ।
জাকারিয়া কামাল স্যার আপনার এতো জ্ঞান থাকার পরেও আপনি নামাজ পরেন না কেন? বুঝতে পারছি না আপনি তো অনেক কিছু জানেন আল্লাহ তাআলা আমাদের কে নামাজ পড়ার তৌফিক দিক (আমিন)
Ami namaz pori kintu miss hoy kokhono kokhono ---- kintu beshi na
@@zakariakamal 🥰❤ oh accah
Sir...take my slalam
স্যারের সাথে ধর্ম আর বিজ্ঞান এবং রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। পসিবল?
sir apni right oi hafiz moulana lokman hossain er kotha bad den. zakariya kalam sir ami apner video gula potidin e dakhi apni onek kisu janen 🥰❤
সাইন্টিফিক তাফসিরের বাংলা ভার্সন দিলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ স্যার।।
আমিও এটাই চাই।
আমিও চাই বাংলায়
Yes looking for Bangla Vers
yes.
Some one already publishing that book.
রাসূল সঃ এর মারেফাত লেভেল নিয়ে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।আমি একজন সুফিবাদ এর অনুসারী। রাসূল সঃ কে আল্লাহ নূর দিয়ে তৈরী করছেন এটা তারা মানতে চাইনা।এই বিষয়ে আলোচনা করলে অনেক উপকৃত হতাম ইনশাআল্লাহ।
সুফিবাদ কোরআনের অংশ পূর্ণ ইসলাম নহে একটি মুসলিম জাতীর নিরাপত্তার পয়োজন আছে। শয়তান ও মানুষ এবং জিন শয়তান ইসলামের শএু। আশা করি ঈমান দৃঢ হবে।
Thanks
স্যার আপনারকে পছন্দ করি আমার বাড়ি মানিকগঞ্জ আপনার মুবাইল নম্বর প্রয়োজন
আসসালামু আলাইকুম। ভালো থাকেন।
জোরে চিল্লায়ে না বল্লেও বলছি ঠিক বলেছেন ।
আমার মনেহয় মাটি যেমন সত্য কোরান এত সত্য কিন্তু হাদিস তেমন নয় হাদিস এমন হবে যুগে যুগে নতুন হয়া ওচিত
Good video
কেয়ামতের মঠে দেখা হবে । অপেক্ষা করতে হবে ।
স্বরবিজ্ঞান কি? আলোচনা করবেন স্যার
ভাইয়া কিছু ward এর পাশাপাশি বাংলা করে দিলে সাধারণের বুঝতে সহজ হবে।
Sir khijir that not mentioned in the Quran,khijir was angel
স্যার, আমার গুরু বলছেন যাদের জ্ঞান থাকে তাঁরা জ্ঞান প্রয়োগ করেন যাদের থাকে না তারা বল প্রয়োগ করে | আপনার ভিডিও সবার জন্য না | যাদের জন্য না তাদের পিছনে সময় নষ্ট না করাই ভালো বলে আমি মনে করি | স্যার একটা অনুরোধ, রূহ এবং আত্মা শব্দটা ব্যবহার এর কারণে মনে হচ্ছে অনেকের মধ্যে একটা confusion তৈরী হচ্ছে, একটা সাধারণ শব্দ যেমন ‘হুকুম ’ বা এইরকম কোনো শব্দ ব্যবহার করলে কি ভালো হবে? আপনি কি মনে করেন?
স্যার কোরআনে কত নং আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা বাইবেল বিশ্বাস করো? আমার জানা নেই যদি আমাকে সাহায্য করতেন।
Pan drive akta Hafeez 🙏
সালামুন আলা জাকারিয়া ভাই আপনি আপনার চিন্তা চেতনা কোরআন বিশ্বাসে অটল থাকুন। আর আললাহ র সাহায়্য নেন অন্য গানীদের নিয়ে পরামর্শ করুন জারা কোরআন বিশ্বাস করে ও দৃর আছে। আমরা আপনার কাছে জানতে চাই সঠিক কোরআন।
আস্ সালামু আলাইকুম। আপনি খুব সিরিয়াস বিষয়ে আলোচনা করেন। তাই অনুরোধ আপনি নিজেও একটু সিরিয়াস থাকবেন। তাহলে আপনার বক্তব্যের গুরুত্ব বাড়বে।
Uni jevabe ache bhalo ache...
ফোর্স ফিল্ড এর পাশাপাশি ডাইমেনশনস নিয়ে কথা বলুন তবে আল্লাহ সম্পর্কে মানুষের কিছুটা ধারণা হবে।
💜💕
❤❤❤❤❤❤❤❤
Good discussion.
স্টেরিওটাইপ তাফসির থেকে বিজ্ঞান ময় তাফসির আপনার হাত ধরেই বিকশিত হোক।
আল্লাহর সূন্নাৎ কূরআনে বলা হয়েছে ৯ স্থানে এবং রাসূল সঃ বা নাবীর সূন্নাৎ বলতে কূরআনে কোন উল্লেখ নেই !!! তবে কেউ কূরআন থেকে রেফারেন্স দিতে পারিলে তাকে পুরস্কৃত করা হবে । আল্লাহর সূন্নাৎ এর দলিল আনফাল-৩৮, হিজর-১৩, বানিইসরাঈল-৭৭, কাহাফ-৮৫, আহযাব-৩৮-৬২, ফাতির-৪৩, গাফির-৮৫, ফাতহ্-৪৩।
i emailed you few days ago....Please reply it.
স্যার আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে যদি আপনার ফোন নম্বর দিতেন আমি আপনার সাথে যোগাযোগ করতে পারতাম
স্যার যাকাত নিয়ে একটা পরিপূর্ণ ভিডিও করুন প্লিজ। আমি এাটা বইয়ে পড়েছি কুরআনে যাকাত দ্বারা আত্মার পরিশুদ্ধতা আনয়ন এর কথা বলা হয়েছে। আর যাকাত আর সাদকা এক জিনিস নয়। কুর আনে সাদকা করতে বলা হয়েছে। যাকাত নয়৷
মদ ও নেশা জাতীয় বস্তু অবশ্যই হারাম
স্যার,,,ফরজ,ওয়াজিব এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি?
খুবই ভালো আলোচনা কিন্তু সমস্যা হলো আপনার আলোচনা গুলা সোনার মতো লোক খুব কম পাবেন। হতাশ হবেন না ভবিষ্যতে এগুলো অনেক জনপ্রিয় হবে যখন মানুষ যথেষ্ট জ্ঞান অর্জন করবে, একটু অন্য ভাবে চিন্তা করার।
কোরআনের তাফসির বাংলায় দিলে ভালো হয়--?
স্যার প্লিজ একটু বলবেন কোন আয়াতে আল্লাহ পুরাতন গ্রন্থ পড়তে বলেছেন?
ভাই সাহেব অন্য গ্রন্থ পড়ার কথা কোরআনে কোথায় আছে দেখেন -- "এক শ্রেণীর লোক সমস্ত আসমানী কিতাবেই বিশ্বাস করে। এরা হলো ঐসব মুমিন, যারা সমস্ত নবী-রসূল এবং তাদের উপর অবতীর্ণ সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করে। যেমন আল্লাহ তা‘আলা বলেন,
﴿آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ﴾
‘‘রসূল তার রবের পক্ষ হতে যে হিদায়াত নাযিল করা হয়েছে, তার প্রতি ঈমান এনেছেন। মুমিনগণও ঈমান এনেছেন। তারা সকলেই আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে, আমরা রসূলদের একজনকে অন্যজন থেকে পৃথক করিনা। আর তারা বলে, আমরা নির্দেশ শুনেছি এবং অনুগত হয়েছি। হে আমাদের প্রভু! আমরা গুনাহ মাফের জন্য তোমার কাছে প্রার্থনা করছি। আমরা তোমার দিকেই ফিরে যাবো’’। (সূরা বাকারা: ২৮৫)
আরেক শ্রেণীর লোক কিছু আসমানী কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছে এবং বাকিগুলোর প্রতি কুফুরী করেছে। এরা হলো ইয়াহূদী ও খ্রিষ্টান এবং তাদের অনুসারীগণ। তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা কিছু নাযিল করেছেন তার উপর ঈমান আনো, তখন তারা বলে,
﴿نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ﴾
‘‘আমরা কেবল আমাদের উপর যা কিছু নাযিল হয়েছে তার উপর ঈমান আনি। এর বাইরে যা কিছু এসেছে তার প্রতি তারা কুফুরী করছে। অথচ তা সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে কিতাব রয়েছে তার সত্যায়নকারী’’। (সূরা বাকারা: ৯১)
আল্লাহ তা‘আলা আরো বলেন,
﴿أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ﴾
‘‘তোমরা কি কিতাবের এক অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশের সাথে কুফুরী করছো? অতএব তোমাদের যারাই এমনটি করে তাদের প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ভোগ ছাড়া আর কী হতে পারে? কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তিতে নিক্ষিপ্ত হবে। তোমাদের কর্মকান্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন’’। (সূরা বাকারা: ৮৫)"
--- তাহলে কুরআন থেকে স্পষ্ট বুঝা যায় পুরাতন সকল গ্রন্থ পড়তে এবং সেসব গ্রন্থে যে নির্দেশনা দেওয়া আছে সেগুলোতে ঈমান আনতে হবে। শুধু তাই নয় ' জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিন নর নারীর প্রতি ফরজ করা হয়েছে। সেক্ষেত্রে জাকারিয়া স্যারের পরামর্শ - জেনারেল নলেজ, সাধারণ বিজ্ঞান, ইতিহাস ,ভূগোল, জ্যোতির্বিজ্ঞান সব কিছুর উপর জ্ঞান রাখতে হবে তবেই কুরআনকে অনুধাবন করা যাবে। জাকারিয়া কামাল স্যার বেহুদা কথা বলেন না।
❤❤
💐💐💐