বড় দেরী হয়ে গেল গানের সন্ধান পেতে । গানটা শুনতে শুনতে প্রতিটা শব্দের সাথে একাত্মতা বোধ করছি মরমে গেঁথে গেল ।কিন্তু বামপন্থী বলে আমার পরিচিত যে কজন এখনো আছেন তারা হাল ছেড়ে দিয়েছেন।রুখে দাঁড়াতে পারছেন না তাই দিনের পর দিন অন্যায়গুলো দস্তুর হয়ে গেল
একটা নতুন দেশ হবে তাতে আবার জন্ম হোক আর কেউ চাইবে না কারোর চোখের বদলে চোখ প্রতি নিশ্বাসে বেঁচে থাকার গর্ব ফিরে আসুক রাজপথ থেকে গ্রাম সব মানুষ হয়ে বাঁচুক ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আপনার এই বাস্তবমুখী গান গুলি মানুষের চোখ গুলি খোলার সাহায্য করবে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মত শিল্পীদের, যারা এই ধরনের গান, কবিতা, গল্প লিখে মানুষকে বাস্তব দেখতে সাহায্য করে।
ধারালো কথা গুলো... বাস্তবতায় পরিপূর্ণ। সাধারণ মানুষের জন্য আশাবাদী এক সৃজনশীল সমাজের অঙ্গীকার..। অসাধারণ স্যার.. অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী গানের...
আপামর জনসাধারণের কাছে এই গান আর সৌমিক দাসের কথার জাদু ও সুরের মূর্ছনায় তৈরী এক একটি সৃষ্টি নতুন ভোরের আলোকে প্রাণবন্ত ও উজ্জ্বলতায় পরিপূর্ণ করে তুলুক-এ আশাটুকুই ধরে রাখা এখন খুব বড়ো কাজ।সুখের স্বপ্ন একদিন কোনো না কোনো নবজাতকের পৃথিবীকে রঙীন করে তুলবেই,তবে সেটা সময়সাপেক্ষ।এ গান গণসঙ্গীতের রূপ ধারণ করার মত ক্ষমতা রাখে বলে আমার দৃঢ় বিশ্বাস।
সত্যি অসাধারন স্যার !! এতদিন ভাবতাম আমাদের মতো ছাপোষা মানুষদের কথা কেউ ভাবে না। আমি ভুল ছিলাম স্যার।আপনার মতো হয়তো অনেকেই আছেন, যাদের কন্ঠ আমাদের প্রতিনিধিত্ব করে। ধন্যবাদ স্যার।
মন ছুঁয়ে গেল। সেই যখন কলেজে পড়তাম- তখন এইসব ভাবতাম। জীবনের সুদীর্ঘ পথ অতিক্রমণের পর সেসব স্বপ্ন চূড়মার । তাই শিল্পীর সাথে আমাকেও আজ বলতে হচ্ছে " তাই কি হয়, তাই কি হয় " ? তবু, নতুন দিনের কেউ এসে যদি বলে ...... " তাই হবে একদিন, তাই হবে একদিন ....." আশায় থাকলাম, হতাশায় নয়। হতাশা নয়।
ভীষণ ভীষণ ভালো লাগলো । আর জন্ম নিতে কোনো মতেই, কোনো কারণেই চাই না। তবু সত্যিই এমন দেশ আসুক। এমন দেশ এলে মানুষ স্বর্গে, বেহেস্তে যেতে চাইবে না। গানের যেমন ভাষা, তেমনি সুর, তেমনি গায়কের গান গাওয়ার ভঙ্গিমা। সকলকেই আমার শ্রদ্ধা রইলো।
You have my blessings as your elder brother. Keep it up. Keep smiling & singing for us , our young brother. I am 67 years old & I am sure you are much younger than me . Keep it up. Keep safe.
আপনার গানে কোনো মন্তব্য করবো এ আমার মতো সাধারণ মানুষের কাছে ধৃষ্টতা কিন্তু অনেক দিনের মনের মধ্যে জমা কথা যখন এমন উদাত্ত কন্ঠে শুনি শুধু চোখ ভিজে যায়।😢😢😢😢😢 আপনি আমাদের সত্যি উদয়ন পন্ডিত 🙏🙏🙏। সম্ভ্যামি যুগে যুগে.......
শত শত স্যালুট স্যালুট আপনাকে চোখে জল এল আপনার গানটা শূনে। তবে ভাবছি মানুষদের জন্য সত্য গায়ক খুজে পেয়েছি। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনার অনেক অনেক সাফল্য কামনা করি।
Palta Hawa 7th November | Digital Concert of Dr.Soumik Das
Get your tickets: insider.in/dur-e-sur-e-with-dr-soumik-das-ekak-nov7-2020/event
!!
Comred jio jio
Dada r gan just bolar kono vasa ni ...
এই ৪ মিনিটে ১৩০ কোটি ভারতবাসীর কথা আছে। এই গান সম্পর্কে যতই বলি না কেন সেটা কম হয়ে যায়। ধন্যবাদ স্যার।
ঠিক
Yes dada
Akdom
Sotyi ki adbhut lekhoni... osadharon!!... 😍😍
বাংলাদেশ থেকে বলছি
অসাধারণ
যত শুনছি আপনার গান
কেমন যেন হারিয়ে যাচ্ছি
প্রতিবাদীর আদলে।
নতুন স্বপ্ন করে দেখার ইচ্ছা প্রবল হয়ে গেল স্যার🙏🙏
এটা শুধু একটা গান নয় আমাদের রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার উপায় ❤️❤️
"রাজা তোর কাপড় কোথায়" বলা ছেলেটাকে অবশেষে পাওয়া গেলো......অনেক ভালোবাসা ও শ্রদ্ধা থাকলো.......❤❤🌹
অনেক কান্নাকে গিলে নিয়ে -- উনি এই উজ্জ্বল আশার অসাধারণ গানটি গাইলেন ।
সবাই আপনার মতো মানুষের কথা বলেনি কেন? পৃথিবীকে মানুষের বাসযোগ্য করার জন্য আপনার মতো চেষ্টা কেউ করেনি কেন?
আপনাকে স্যালুট স্যার।
বড় দেরী হয়ে গেল গানের সন্ধান পেতে । গানটা শুনতে শুনতে প্রতিটা শব্দের সাথে একাত্মতা বোধ করছি মরমে গেঁথে গেল ।কিন্তু বামপন্থী বলে আমার পরিচিত যে কজন এখনো আছেন তারা হাল ছেড়ে দিয়েছেন।রুখে দাঁড়াতে পারছেন না তাই দিনের পর দিন অন্যায়গুলো দস্তুর হয়ে গেল
বুকেতে আছে গভীর প্রত্যয়... নিশ্চই সত্য হবে এই স্বপ্ন একদিন!✊
খুবই ভালো হয়েছে, এমন ভাবেই মানুষের কথা আপনার গানে প্রকাশ হতে থাক।।।🙏💙💙
কেউ দেখবেনা কোন দল আছে
কত দিন সরকারে !
স্বপ্ন হলেও ভাবনায় থাক। অনেক শুভেচ্ছা রেখে গেলাম।
বুকের ভিতর জমে থাকা যন্ত্রনা কথা পায় আপনার গানে,মুষ্টিবদ্ধ হাত সব গুড়িয়ে দিতে চায়,কবে আসবে সেই সকাল।, কিছু মনিবন্ধ জোটবদ্ধ হচ্ছে ।
একটা নতুন দেশ হবে
তাতে আবার জন্ম হোক
আর কেউ চাইবে না কারোর
চোখের বদলে চোখ
প্রতি নিশ্বাসে বেঁচে থাকার গর্ব ফিরে আসুক
রাজপথ থেকে গ্রাম
সব মানুষ হয়ে বাঁচুক
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
যদি গণতন্ত্রের প্রকাশ হয় প্রকৃত ভোরের আলো তাহলে চাষীরাও বলবে কথা দেশের মন্দ-ভালো
দাদা তোমায় অনেক ধন্যবাদ অসাধারণ গানের জন্য
আপনার এই বাস্তবমুখী গান গুলি মানুষের চোখ গুলি খোলার সাহায্য করবে।
ধন্যবাদ আপনাকে এবং আপনার মত শিল্পীদের, যারা এই ধরনের গান, কবিতা, গল্প লিখে মানুষকে বাস্তব দেখতে সাহায্য করে।
গুরুদেব একটা রিপ্লাই দিলে খুব খুশি হতাম।
জননেতা,মগজ ধোলাই,ভোট নদী,খুড়োর কল সব গুলো শুনেছি।
Fine execellent song
ধারালো কথা গুলো... বাস্তবতায় পরিপূর্ণ।
সাধারণ মানুষের জন্য আশাবাদী এক সৃজনশীল সমাজের অঙ্গীকার..।
অসাধারণ স্যার..
অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী গানের...
আপনার মা অবশ্যই একজন রত্নগর্ভা । আজ দেশ মা এর সঙ্গে এই মা কেও প্রণাম করি ❤️🙏
অতুলনীয় । লোভী,স্বার্থপর ,রাজনীতির ব্যাপারী,অর্থপীপাষু ব্যক্তি/সংস্থা ছাড়া সকল ভারতবাসীর মনের কথা ।
স্যার আমি আপনার ভক্ত, এই গানটি যতবার শুনি একটা আশার আলো মনের মধ্যে আসে,কিন্ত পরমুহুর্তে সব গোলমাল হয়ে যায়। চলুক স্যার আপনার কলম।
আপনার মতো আরও অনেক প্রতিবাদী গায়ক বাংলায় খুব দরকার । সোনার বাংলাকে ফিরে পেতে। ভালো থাকবেন 🙏🙏
Sir, I listen this song almost every single day. Salute to you for wordings of common people.
Aj paray ganta bajchilo. Bhaggis bajchilo. Rokto gorom hoye gelo ek ekta shobdo shune. Oshonkho dhonnobad apnake sir. Hok kolorob! Ashuk poriborton!
আজ মনে হচ্ছে
একজন প্রকৃত মানুষের গানের স্বাদ্ পেলাম।
কঠিন বাস্তবতা।
দেশের কথা, দেশের মানুষের কথা আছে, যার ভিতর খুবই সত্যিটা আছে।
অসাধারণ নৈবেদ্যের ডালি দিয়ে গানটি রচিত। ভালো থাকবেন প্রিয়।
অসাধারন,অনবদ্য,দারুন,আপনার প্রতিটা গানেই মুগ্ধ হয়ে যাই।
অসাধারণ 💝💕💕
হ্যাঁ স্যার আপনার কথাগুলোই সত্যি হবে। সেই দিন একদিন আসবেই 💪🇮🇳
আপামর জনসাধারণের কাছে এই গান আর সৌমিক দাসের কথার জাদু ও সুরের মূর্ছনায় তৈরী এক একটি সৃষ্টি নতুন ভোরের আলোকে প্রাণবন্ত ও উজ্জ্বলতায় পরিপূর্ণ করে তুলুক-এ আশাটুকুই ধরে রাখা এখন খুব বড়ো কাজ।সুখের স্বপ্ন একদিন কোনো না কোনো নবজাতকের পৃথিবীকে রঙীন করে তুলবেই,তবে সেটা সময়সাপেক্ষ।এ গান গণসঙ্গীতের রূপ ধারণ করার মত ক্ষমতা রাখে বলে আমার দৃঢ় বিশ্বাস।
সত্যি অসাধারন স্যার !! এতদিন ভাবতাম আমাদের মতো ছাপোষা মানুষদের কথা কেউ ভাবে না। আমি ভুল ছিলাম স্যার।আপনার মতো হয়তো অনেকেই আছেন, যাদের কন্ঠ আমাদের প্রতিনিধিত্ব করে। ধন্যবাদ স্যার।
Ato deep... Kintu Dada Tumi ki মিষ্টি Kore geyecho... Solid 👌... Phata phati... 🙏..... You Rock 🤘
Mindblowing... Swapno toh dekha jetei paare... 💐💐💐
হয়তো এমন সব গানই বিপ্লব আনে। নচিকেতার পর আপনিই এমন একজন যে মনে গেথে যাওয়া গানের মাধ্যমে যথার্থ সত্য প্রকাশ করছেন । শুভকামনা
অসংখ্য ধন্যবাদ শিল্পী
কথা গুলো অর্জুনের তীরের মতো কেবল হৃদয়ে বেঁধে 💘💘
এই গানটা শুনে আমার চোখে জল এসে যায়
ঠিক বলেছেন।
অসাধারণ গান। মনটা ভরে গেল।
Darun darun song gulo mon vore gelo ..por por songs gulo sunchilm.... Darun darun...mon vlo rakhar gan
অসাধারণ স্যার,,,🙏 হাজার কোটি মানুষের ইচ্ছা, কামনার প্রকাশ গুটিকয়েক লাইনে।❤️
Red salute to dr. Soumik Das for your each political song . Mrinmoy Chatterjee durgapur.
আপনার গান মনে বসে গেছে। ধন্যবাদ। এতো ভালো গানের জন্যে।
স্যার, আপনার এই গান যতবার শুনি, তত আরো বেশী করে ভালো লাগে।
আপনার জীবনমুখী গানের" শব্দচয়নে ক্রন্দনের স্পন্দনে আপ্লুত হলাম"।
লাল সেলাম।
মন ছুঁয়ে গেল। সেই যখন কলেজে পড়তাম- তখন এইসব ভাবতাম।
জীবনের সুদীর্ঘ পথ অতিক্রমণের পর সেসব স্বপ্ন চূড়মার ।
তাই শিল্পীর সাথে আমাকেও আজ বলতে হচ্ছে
" তাই কি হয়, তাই কি হয় " ?
তবু, নতুন দিনের কেউ এসে যদি বলে ......
" তাই হবে একদিন, তাই হবে একদিন ....."
আশায় থাকলাম, হতাশায় নয়।
হতাশা নয়।
অসাধারণ। যত শুনি ততই শুনতে মন চাই
Sir, I listen this song almost every single day. Outstanding wordings for common people. please keep singing this kind of songs. Laal Salam comrade
গান, কথা আর শুর অসাধারণ। এখনকার যুগের কথা বলা। খুব ভালো।
একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন ।সব দেশবাসীর তো এই একটাই চাওয়া ।জানি না কবে হবে ।তবে আপনার গান অনেক মানুষ কে ভাবাবে।আবারও অভিনন্দন ।
একটা সুন্দর স্বপ্ন দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। 🙏
Gyana Da....darun...bhalo laglo dekhe j tumi continue korchho.....amader r holho na
Apurbo....asha rakhi..."tai ki hoi".. bastobaon ghotuk
খুবই সুন্দর ভালো লাগলো গানটি
ভীষণ ভীষণ ভালো লাগলো । আর জন্ম নিতে কোনো মতেই, কোনো কারণেই চাই না। তবু সত্যিই এমন দেশ আসুক। এমন দেশ এলে মানুষ স্বর্গে, বেহেস্তে যেতে চাইবে না। গানের যেমন ভাষা, তেমনি সুর, তেমনি গায়কের গান গাওয়ার ভঙ্গিমা। সকলকেই আমার শ্রদ্ধা রইলো।
Excellent Dada, ekdum amader moner katha
Sab sat valo manuser moner katha gulo fute utheche upnar esi gan e..🙏
স্যার আপনার গানগুলো আমি দু'তিনবার করে শুনি.....
Tai ki hoi .. Amar khub valo lage.. aro aro chai Soumik da..
Dada apnii seraa❤️❤️❤️🙏🙏🙏🙏..... salute...lal selam🚩🚩
দাদা,স্যালুট।
বাংলাদেশ থেকে।
দারুণ.. লাগলো দাদা ❤️❤️❤️
You have my blessings as your elder brother. Keep it up. Keep smiling & singing for us , our young brother. I am 67 years old & I am sure you are much younger than me .
Keep it up. Keep safe.
অনবদ্য দাদা। Speechless.
অসাধারণ অসাধারণ অসাধারণ। 🙏🏼
এ শুধু গান নয় ১৩০ কোটি ভারতবাসীর মনের আশা। আপনার সব গানগুলোই অসাধারণ। এভাবেই প্রতিবাদী স্বর ধ্বনিত হোক আপনার গানের মধ্যে দিয়ে🙏
আপনার গানে কোনো মন্তব্য করবো এ আমার মতো সাধারণ মানুষের কাছে ধৃষ্টতা কিন্তু অনেক দিনের মনের মধ্যে জমা কথা যখন এমন উদাত্ত কন্ঠে শুনি শুধু চোখ ভিজে যায়।😢😢😢😢😢 আপনি আমাদের সত্যি উদয়ন পন্ডিত 🙏🙏🙏। সম্ভ্যামি যুগে যুগে.......
pronam neben sir . Ganer Kotha gulo khub sundor ..
Ato gobhir chinta o chesta purno puroshkar amader sokoler jonno sir!
Eto bhalo lyrics.. joto bar sunchi mon bhore jachche..
Kya baat3
অসাধারণ ।মুগ্ধ হয়ে গেলাম ।
দুর্দান্ত গেয়েছেন
ধন্যবাদ আপনাকে স্যার।।।।।
হ্যাটস অফ আপনার কথার অর্থ এর জন্য।।।
Wonderful composition, politically motivated and all word from real world, excellent voice and presentation, keep it up.
Darun sundor gan. Khub valo laglo. 👍👍👍
Love you sir.... যখন আপনি এত সুন্দর ভাবে এই কথাগুলো লিখেছেন। এটা শুধু একজন অনুভূতিশীল মানুষ, মানুষই পারে। ❤️❤️❤️❤️❤️❤️
Hat's off...this song Seriously needs to get appreciated by our nation ❤...what a lyric Sir !!!
osadharon Gyana Da....anek anek subhecha roilo
sir apnar ei song ta sune khub khub valo laglo, jodio apner proti ta song e khub valo.
Excellent Dada.Salute
বাহ!!! খুবই চমৎকার।
বাঃ বাঃ বাঃ! অসাধারণ!🌹
শত শত স্যালুট স্যালুট আপনাকে চোখে জল এল আপনার গানটা শূনে। তবে ভাবছি মানুষদের জন্য সত্য গায়ক খুজে পেয়েছি। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনার অনেক অনেক সাফল্য কামনা করি।
অসাধারণ অসাধারণ
Doctor babu ashadaron.
Abar o manush swapnoo dekchay... Apnar gaan shune, agiya jaan sir, amra achi, bhalo thakun
অমূল্য ও অপূর্ব।
Darun. Pl. Come & form ........
অসাধারণ দারুন!
Very nice...heart touching song...
আপনার গানের কথাগুলো যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই।
Ei prothom aapnar gaan sunlam...
Tobe seta aamar durbhaggo...
Ekta gaanei mon kere nilen..
Oonek subhechcha roilo...🙏🙏
প্রনাম নিও দাদা,, এই গানটা দেহের শিরায় শিরায় মিশে থাকবে।। রোজ শুনি ঘুমানোর আগে।।
🙏Apner gaan r lyrics e amra mugdha o sammohita. Asadharan. Pronam janai. Amra sankat theke beriye asbo ei asha kari.🙏
অসাধারণ লাগল আপনার গান।
Tai ki hoi er sobdo chayan asadharon anobodyo kathar abedon.
darun darun ..........🙏🙏🙏🙏🙏
মন ভরে গেলো,মুগ্ধ হোলাম।অসাধারণ কথা ও সুর।আমিও তাই চাই সকলেই মাথা তুলে বাঁচুক।🙏
Sundor Gan
"রাজা তোর কাপড় কোথায়"? সেই হারিয়ে যাওয়া ছেলেটি কে মনে হয় খুঁজে পাওয়া গেল.... লাল সালাম কমরেড ❤️❤️❤️
অসাধারণ👍