Budgerigar Bird Breeding | খুব সহজে পাখিকে ডিম বাচ্চা করানো | বাজারিগার পাখির ব্রিডিং | Pakhi Palon

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024
  • Budgerigar Bird Breeding | খুব সহজে পাখিকে ডিম বাচ্চা করানো | বাজারিগার পাখির ব্রিডিং | Pakhi Palon
    বাজরিগার পাখি পালন ও বাজরিগার পাখির ব্রিডিং বিষয়ক এই কন্টেন্ট এ আপনি জানবেন আপনি আপনার বাজিগর পাখিকে কিভাবে ব্রিট করাবেন মানে বাজরিগার পাখিকে কিভাবে ডিম বাচ্চা করাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশাকরি বাজরিগারের ব্রিডিং নিয়ে আপনার আর কোন প্রব্লেম থাকবে না।
    ডিম বাচ্চা উৎপাদন করতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে বাজিগর পাখিকে কিভাবে জোড়া দিতে হয় । নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি সরাসরি এক খাচার মধ্য দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে। অনেক সময় পাখিকে মারামারি করতে দেখা যায়। এজন্য পাখির জোড়া দেয়ার সবচাইতে ভালো নিয়ম হচ্ছে দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা। প্রথমে আপনি যে খাচাটার মধ্যে পাখিকে ব্রিড করাতে চাচ্ছেন সেই খাচাটার মধ্যে ছেলে পাখিটাকে দিয়ে রাখুন। এরপর এর পাশেই একটা খাঁচায় মেয়ে পাখিকে দিয়ে রাখুন। এভাবে পাশাপাশি খাঁচায় দুইটা পাখিকে অন্তত ছয় সাত দিন রেখে দেন। সাত দিন পর মেয়ে পাখিটাকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে দিয়ে দেন ‌। এ পদ্ধতিতে কিন্তু আপনি খুব সহজেই পাখির জোড়া টা দিতে পারেন। পরবর্তীতে আপনার কাজ হবে সাত দিন অপেক্ষা করা। পাখিগুলোকে একসাথে দেওয়ার সাত দিন পর খাচার ভেতর একটা হাঁড়ির ব্যবস্থা করে দিন। বাজিগার পাখির জন্য কিন্তু মাঝারি সাইজের হাড়ি ব্যবহার করতে হয় মোটামুটি ভেতরে 8 ইঞ্চির মত জায়গা আছে এরকম হারি হলেই হয়। বেশি ছোট হাড়ি দিলে পাখি বাচ্চাদের ঠিকভাবে খাওয়াতে পারে না এবং গাদাগাদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার হাড়িটা যদি খুব বেশি বড় হয় তবে ডিমে তা দেওয়ার সময় ডিমগুলো অতিরিক্ত নড়াচড়া করে। আর এজন্যই বাজিগার এর জন্য মাঝারি সাইজের হাড়ি প্রেফার করা হয়।
    বাজরিগার পাখির ব্রিডিং এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পাখির থাকার পরিবেশ নিশ্চিত করা। আমাদের মধ্যে অনেকেই পাখির খাঁচা কে নড়াচড়া করে। মানে খাচাটা রাতের বেলা ঘরের ভেতর নিয়ে রাখে এবং দিনের বেলায় এটাকে বাইরে নিয়ে রাখে। এই কাজটা কখনোই করা যাবে না। বাজরিগার পাখির খাঁচা আপনি যেখানে রাখবে সেখানেই সবসময় রাখতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি ঘরের ভেতরেও খাঁচা রাখতে পারেন বারান্দায় রাখতে পারেন বা বাইরে রাখতে পারেন তবে এটা নিশ্চিত করতে হবে আপনার পাখির খাচাটা যেখানে রয়েছে সেখানে যেন মানুষের যাতায়াত একেবারে কম হয়। উদাহরণস্বরূপ আপনি যদি পাখির খাচাটা রাস্তার সাথে রাখেন বা সবসময় মানুষ যাতায়াত করে এরকম কোন জায়গায় বা ড্রইং রুমে রাখেন সেক্ষেত্রে কিন্তু পাখি প্রচুর ডিস্টার্ব ফিল করে। তাই পাখিকে অবশ্যই প্রাইভেসি দিতে হবে এবং একটা নির্জন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাসের চলাচল করে এবং মানুষের যাতায়াত কম। তাছাড়া ইঁদুর-বিড়াল তেলাপোকা এ সমস্ত প্রাণী গুলো যদি পাখিকে ডিস্টার্ব করে সেক্ষেত্রে কিন্তু বাকি সব সময় ভয়ে থাকে এজন্য তারা ডিম বাচ্চা করে না। তাই পাখি পালবার সময় আপনাকে নিশ্চিত করতে হবে এই প্রাণীগুলো যাতে আপনার বাসায় একেবারেই না থাকে। বিশেষ করে ইঁদুর তেলাপোকা ও টিকটিকি থাকলে এগুলো কে মারার ব্যবস্থা প্রথমে করুন তারপর পাখিকে কিনুন।
    বাজরিগার পাখির ব্রিডিং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির জন্য পর্যাপ্ত আলো ব্যবস্থা করা। এজন্য আপনাকে দেখতে হবে প্রাকৃতিক ভাবে পাখি কি পরিমান আলো পায়। আপনি যদি আপনার পাখির খাঁচার উপর সারারাত লাইট জ্বালিয়ে রাখেন সে ক্ষেত্রে কিন্তু পাখিগুলো স্ট্রেসে এসে পড়বে এবং তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। এজন্য পাখির খাঁচা যেখানে রাখবেন সেই জায়গাটায় সাথে রাতের বেলা কোনোভাবেই ভালো না চলে সেটা নিশ্চিত করতে হবে। কারণ রাত হচ্ছে পাখির ঘুমের সময় আর এরা এ সময় যদি ঠিকভাবে ঘুমাতে না পারে তবে তাদের থেকে আপনি কোনোভাবেই ডিম বাচ্চা আশা করতে পারেন না। সবদিক বিবেচনা করে বাজিগার পাখি রাখার সবচাইতে ভালো জায়গা হচ্ছে একে বারান্দায় রাখা। যেখানে প্রচুর আলো বাতাস থাকে এবং প্রাকৃতিক ভাবে যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পাখি আলো পায় এবং যতক্ষণ সূর্যের আলো থাকে না ততক্ষণ সে কোন লাইট বা আর্টিফিশিয়াল লাইটের নিচে থাকে না। আপনি যদি পাখির সঠিক বিডিং চান তবে আপনি সর্বোচ্চ রাত আটটা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখতে পারেন এরপর আপনার পাখির খাঁচা গুলো পুরোপুরি অন্ধকার করে দিতেই হবে।
    ১, পাখিকে ব্রীডিং করানোর পূর্বে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার পাখিগুলো সুস্থ সবল আছে কিনা। কারণ পাখি যদি পুরোপুরি সুস্থ সবল থাকে তবেই তাকে দিয়ে ডিম বাচ্চা করানো যাবে। আপনি যদি আপনার বাজিগারের খাঁচা তে প্রতিদিন দুইবার করে পানি পরিবর্তন করে দেন এবং একবার করে খাবার পরিবর্তন করে দেন তবে আপনার পাখির রোগ বালাই ও সম্ভাবনা 75 শতাংশ কমে যাবে । শুধুমাত্র এই দুইটা কাজ করলে আপনার পাখিগুলো বেশিরভাগ সময় সুস্থ সবল থাকবে। এছাড়া পাখির পায়খানার ট্রেটা দুই থেকে তিন দিন পর পর একবার করে পরিষ্কার করে দিতে হবে এই কাজটা যদি আপনি করতে পারেন তবে ধরে নিতে পারেন আপনার পাখি দরবারে সুস্থ থাকবে।
    ২, পাখিকে ব্রিডিংয়ের দেয়ার আগে অবশ্যই তার বয়স সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে কমপক্ষে 6 মাস বয়সের প্রার্থী কে ভেঙে দেওয়া যায় তবে ভালো হচ্ছে 8 মাস বয়সের পাখিকে ব্রীডিং এ দেয়া ‌ । বিল্ডিং এর উপযুক্ত মেয়ে পাখিগুলোর ঠোঁটের রং ব্রাউন বা বাদামি কালার ধারণ করবে। আর ছেলে পাখিগুলোর ঠোটের উপরে নাকের ঝিমলির অংশটা হবে গারো নীল রঙের। এই দুইটা জিনিস নিশ্চিত হয়ে তারপর পাখিকে ব্রিডিংয়ের দিবেন। তারমানে মেয়ে পাখি গুলোর নাকের জিন্দি যখন গাঢ় বাদামী রং ধারণ করবে এবং ছেলে পাখির নাকের ছিলি যখন কারো নীল রঙ ধারণ করবে শুধুমাত্র তখনই পাখিকে ব্রিডিং এ দেয়া উচিত।

Комментарии • 354

  • @growlife
    @growlife  Год назад +8

    বাজরিগার সহ সব ধরনের পাখির সম্পূর্ণ ব্রিডিং প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে চাইলে ফেসবুকে মেসেজ করুন বা ফোন করুন
    facebook.com/profile.php?id=100092738077707
    মোবাইল নং: 01915970801

    • @SKTVভৈরব
      @SKTVভৈরব Год назад +1

      ভাই আমি আপনার সমস্ত ভিডিও দেখি আমি আপনার কাছ থেকে বাজিগার পাখি নিতে চাই

    • @shahinsound9328
      @shahinsound9328 11 месяцев назад

    • @MUNIRACOOKING
      @MUNIRACOOKING 6 месяцев назад

      Bhai female thought badami hue chalo aabhar Sada hoye geche ki korbo😅😅

  • @khadizaansary2601
    @khadizaansary2601 2 года назад +13

    ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে খুবই শিক্ষণীয় টিউটোরিয়াল।আমি নতুন পাখি পালনে।
    খুবই হেল্পফুল আপনার ভিডিওগুলো।

  • @Muslimuddinchy
    @Muslimuddinchy 3 года назад +8

    আমি আপনার থেকে অনুপ্রাণিত হয়ে পাখি পালা শুরু করেছি

  • @primrose3299
    @primrose3299 2 года назад +6

    আপনার টিপস গুলো অনেক ভালো লাগলো ভাইয়া অনেক ধন্যবাদ।আমাদের নতুনদের জন্য খুবি গুরুত্বপূর্ণ টিপস।

  • @shilamajumdar8704
    @shilamajumdar8704 3 года назад +5

    খুব ভালো লাগলো এই রকম ভিডিও আপলোড করুন

  • @indranidas1037
    @indranidas1037 2 года назад +4

    খুব উপকার হলো,আমার সবে সবে অভিজ্ঞতা হচ্ছে এই পাখি নিয়ে,ভিডিওটা দেখে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলাম,অসংখ্য ধন্যবাদ..

  • @Md-Alamin-Hassan.
    @Md-Alamin-Hassan. Год назад +4

    ভাল যুক্তি দিলেন ধন্যবাদ।

  • @shalauddinanik6701
    @shalauddinanik6701 3 года назад +7

    ধন্যবাদ ভাই।

  • @monzurhossain7437
    @monzurhossain7437 7 месяцев назад +1

    ধন্যবাদ ভাই ঠিক কথা বলেছেন সব সময় কি ঔষধ খাওয়াতে লাগে 10:52

  • @amirajdip04
    @amirajdip04 Год назад +2

    Akhon winter season tai ami khachar upore akta light lagiechi jate tader thanda na lage problem nei to??

  • @abdulhakim-et1rz
    @abdulhakim-et1rz 3 года назад +2

    Vai thanks video ta dewar zonno

  • @Muchiro28962
    @Muchiro28962 Год назад +1

    ভাইয়া ১৩ দিন পাখি খাঁচায় রেখেছি এটা জোড়া লেগেছে এখন ওরা হাড়ি পরিষ্কার করতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিলাম ❤

    • @Hugy650
      @Hugy650 10 месяцев назад

      Bhi amar pakhi nai toba khob সীগিরি আসবা দো আ কোর বা

    • @Hugy650
      @Hugy650 10 месяцев назад

      9:41 9:41 9:41

  • @mdshohel7647
    @mdshohel7647 Год назад +1

    ধন্যবাদ

  • @adityasengupta2012
    @adityasengupta2012 Год назад

    Dhannobad dada❤

  • @AtoZ-tn2wq
    @AtoZ-tn2wq 3 года назад +7

    অসাধারণ ভাইয়া 🥰

  • @mdmahim2449
    @mdmahim2449 3 года назад +5

    আপনাকে অনেক ধন্যবাদ

  • @Duoset11
    @Duoset11 Год назад +2

    When i took another for my budgie they got loved by each other by a second.

  • @petswild999k4
    @petswild999k4 3 года назад +7

    Just awesome presentation.

  • @sotterjoy6030
    @sotterjoy6030 3 года назад +2

    Oh nice video

  • @monishaecra7273
    @monishaecra7273 Год назад

    Vai plz reply diben....ami apnr vedio gula dakhi..sale pakhi ar maye Pakhi chinbo kmna

  • @akhi.rani.dhar.
    @akhi.rani.dhar. Месяц назад

    ভাইয়া বাজুকের পাখিকে কোনরকম সুপ খাওয়ানো যাবে

  • @skhasibul9542
    @skhasibul9542 3 года назад +1

    Khubbbbbbbbbbbbbbbbbbbb Valo laglo vai jan

  • @sandipbiswas7532
    @sandipbiswas7532 8 месяцев назад +1

    Vai bagrigar pakhi pair niyache 8 month age ache breeding mode ache but dim diche na ki korbo bolen

  • @amirajdip04
    @amirajdip04 Год назад +1

    Vai amr khachai 2 jora paki ache kono problem nai to pls replay deben

  • @kironIslam-c6w
    @kironIslam-c6w Месяц назад

    Ha

  • @jasmineja2705
    @jasmineja2705 18 дней назад +1

    Accah 2-3 mash er bacca ki dim dite pare kno na amar pakhi gula gono gono meeting koro keo jodi comment ta pore thaken tahole janiye diben pls

  • @JeonJungkook-lz6uj
    @JeonJungkook-lz6uj 6 месяцев назад

    vaiya ami to dine akbar change kori. Ta chara ami purify water khaite dei.
    Ami pakhi rume rakhi
    Ar amar chele pakhir naker jilli tai colour ase nai
    Vaiya amake kindly aiktu question tar reply dan

  • @birdloverdebjit7970
    @birdloverdebjit7970 3 года назад +1

    Valo video

  • @Roksanaaktertania
    @Roksanaaktertania Месяц назад

    হে

  • @divine-zone009
    @divine-zone009 9 месяцев назад

    Via ami jodi hari use na kore ekta box use kori tahole ki kaj hobe? Please reply korben

  • @sahelikarima7034
    @sahelikarima7034 3 года назад +3

    বড় ভাই মেল ফিমেল বাজরিকা পাখি একসাথে একই খাচায় ৪-৫ জোড়া রেখে, পরে ব্রিডিং মুড আসলে আলাদা খাঁচায় রাখলে কি ডিম বাচ্চা করতে সমস্যা হবে জানা বেন প্লিজ

  • @siyammkhan9713
    @siyammkhan9713 2 года назад

    Amar ek jora pakhi ache...kono shaksobji,fruit kisui khay na..sudhu khbr r pani khay..shaksobji,fruit khwanr jnno ki krte hbe

  • @sahinurafrosesonali9530
    @sahinurafrosesonali9530 3 года назад +1

    Uncle amr pakhi khacha 20/16 aita ta ki 2 kora pakhi ta breading kora no jaba

  • @morshedarubel8820
    @morshedarubel8820 6 месяцев назад

    তাইনাকি❤

  • @olierrahman3086
    @olierrahman3086 3 года назад +12

    আমি 3 মাস বয়সী এক জোড়া পাখি কিনেছি। এখন কি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পাখি দুইটাকে আলাদা রাখবো?

  • @MONSTERGAMING-em5tr
    @MONSTERGAMING-em5tr 3 года назад +2

    খরগোশ পালন সম্পর্কে একটা ভিডিও দিন

  • @farhanfaiyaz7477
    @farhanfaiyaz7477 6 месяцев назад

    যদি বাচ্চা পাখি কিনে আনি তাহলে কি প্রথম থেকেই একসাথে রাখবো?

  • @drbillalhassen1663
    @drbillalhassen1663 2 года назад

    ভালো

  • @jahidsalman9651
    @jahidsalman9651 Год назад

    সব থেকে ভালো জায়গা যদি বারান্দা হয়, তাহলে সাদ কি বারান্দার থেকেও খারাপ?

  • @AS.COCHING
    @AS.COCHING 6 месяцев назад

    Bhai amr cage 2 male 2 female acha tahola breed hoba odar modha jora hoba please bolan

  • @hamimsk6798
    @hamimsk6798 8 месяцев назад

    ভাই আমার ফিমেল বাজরিগার পাখির নাকের রং হালকা বাদামি বাদামি হচ্ছে আর মেল পাখি নাকের রং গারো নীল ডিম পাড়া বয়স হয়েছে

  • @shcricketloversbd1539
    @shcricketloversbd1539 2 года назад

    Vai amar ta khub maramari kore tar por alada korci.kintu khub chotpot kore pls reaplays

  • @sweet__maya
    @sweet__maya 3 года назад +3

    ভাই,আপনার পাখির ডিম পারার হাড়ীটার একটা,পিক দিতে পারবেন....

  • @sagnikeditingvidei824
    @sagnikeditingvidei824 2 года назад

    bhi ok

  • @mitamoni8905
    @mitamoni8905 3 года назад +7

    ভাইয়া আপনি কি পাখির বাচ্চা ফুটানোর জন্য একটি ভিডিওদার

  • @mdsifat-gu1ds
    @mdsifat-gu1ds 2 года назад

    ভাইয়া আমার পাখি গুলো একটু অন্ধকার হলে অনেক ভয় পায় লাফালাফি করে সারারাত খাঁচার উপর ঝুলে থাকে এতে কি কোনো সমস্য হবে

  • @DailyRoutine-NB
    @DailyRoutine-NB Год назад +1

    Vaia krimi course korano jabe?

  • @GamingwithShihab140
    @GamingwithShihab140 Год назад

    যদি চরুই পাখির আনা গোনা থাকে তাহলে কোনো সমস্যা হবে?

  • @bappamondal4101
    @bappamondal4101 3 года назад +1

    I am a fast view

    • @growlife
      @growlife  3 года назад

      ধন্যবাদ আপনাকে

  • @chandenserker-un8pq
    @chandenserker-un8pq Год назад

    আমার এক জোড়া পাখি আছে ব্রিডিং করে কিনতু মিটিং করে না এখন হাড়ি দিবো কিনা বা পাখি মিটিং করবে কিনা

  • @kazisonia5217
    @kazisonia5217 2 года назад

    ভাইয়া আমার পাখির জোড়া দিলাম ২ মাস হয়ে গেল কিন্তু বাচ্চা দেয় না।। please আমাকে help koran...আর দোকান দার হাড়ি আগে ই দিসে

  • @Pets-o5e
    @Pets-o5e 3 месяца назад

    পাখির সমস্যা সমাধান করে থাকি

  • @sumonislam354
    @sumonislam354 Год назад

    পাখিকে কালোজিরা খাওয়াতে পারি প্লিজ জানাবেন

  • @thahminaakter631
    @thahminaakter631 2 года назад

    Pakhir. Harite bachcha thakle ki bati niviye rakhbo?

  • @Nahid214
    @Nahid214 Год назад

    আমি তো এই কাজ করি কারন রাখার জায়গায় এখনো ঠিক করতে পারিনি তাই হয়তো ডিম দিচছেনা কয়দিন লাগবে এখনো জায়গায় ঠিক করতে তখন কি ডিম পারবে।ছাদে ঘর বানাবো কি দিয়ে বানালে ভালো হয় জানালে ভালো হতো।

  • @Irtu5950
    @Irtu5950 3 года назад +2

    শীতের সময় ও ৮ টা পর্যন্ত লাইট জ্বালাই রাখবো?

  • @MDSohel-kw4vt
    @MDSohel-kw4vt 7 месяцев назад

    ভাই 1জোরা পাখি যদি পালি তাহলে ডিম বা ডিম ফুটাবে পিলিজ জানাবেন

  • @mdsobuzalisobuz6352
    @mdsobuzalisobuz6352 Год назад +1

    ভাই পাখি কতদিন পরপর ডিম দেয়, একটু বলবেন প্লিজ

  • @tajoddin-bu8ld
    @tajoddin-bu8ld 3 месяца назад

    আমার পাখির,ঘাচা,১২ ইনচি

  • @hasibulhasan2744
    @hasibulhasan2744 3 года назад +10

    ভাইয়া খুব ভালো।
    আপনার সাবস্কাইবার
    আমি বাড়ানো চেষ্টা করবো।

    • @dasapu7215
      @dasapu7215 3 года назад +1

      Plz 🙏🙏🙏

    • @FACETHETRUE-y3f
      @FACETHETRUE-y3f 3 года назад

      পাখি কিনব, নাম্বার দেন

  • @uzzalsingermedia5461
    @uzzalsingermedia5461 2 года назад

    হ্যাঁ ভাইজান আজ আমি এক জোড়া বাজিগার পাখি কিনেছি আমার আগে এক জোড়া পাখি ছিল তো সেই ক্ষেত্রে সেই খাঁচা থেকে বের করে তাদেরকে আরো নতুন একটি খাচায় আমি তাদেরকে দিয়েছি সে ক্ষেত্রে কোন প্রবলেম হবে অবশ্যই জানাবেন ভাই প্লিজ🙋‍♀️🎶🎸🎤

  • @tohaislam165
    @tohaislam165 2 года назад

    Amr pakhi 1st jei hari tey dim deyasey seita soto celo.akhn onno hari deley ki dim parbey na pls aktu boln

  • @mafee1534
    @mafee1534 2 года назад

    আমার পাখি আলাদা

  • @thesubstitute0966
    @thesubstitute0966 2 года назад +1

    1:25
    kibhabe bujhte parbo je amar pakhi gula jora niche?

  • @amanullah3800
    @amanullah3800 7 месяцев назад

    আমার পাখি চারটা ডিম নিয়ে বসছে,,,দোয়া করবেন

  • @asrafulalom2556
    @asrafulalom2556 2 года назад +1

    ভাই পাখির খাচা কোথায় সেটাপ করব

  • @farhanahoque5226
    @farhanahoque5226 3 года назад +1

    vaia calcium ar jonno ki dita bolcan bujinai mineral bloc ata ki dokana paoa jaba?

    • @growlife
      @growlife  3 года назад

      জি পাখির দোকানে পাবেন।

  • @mostufa9988
    @mostufa9988 Год назад

    ভাই আমার ছেলে পাকিটা বিডিং করতে চায় but মেয়ে পাকিটা বিডিং করতে চায় না এখন
    আমার করণীয় কি?

  • @pritigupta4502
    @pritigupta4502 5 месяцев назад

    দাদা এই পাখিগুলোর আয়ু কত দিনের হয়? আমরা বাড়িতে পোষা শুরু করেছি, আমরা এই ব্যাপারে কিছুই জানিনা প্লিজ একটু গাইড করে দেবেন

  • @dhrubamondal2818
    @dhrubamondal2818 Год назад +2

    দাদা পাখি ব্রিডিং করছে ডিম হচ্ছে প্রথম একটি ডিম দিয়েছে এবং সেই ডিমটা ফাটিয়ে ফেলেছে, এর পরে কতদিন পরে আবার পুনরায় ডিম দেবে?

    • @RSANTOR-n8c
      @RSANTOR-n8c 3 месяца назад

      হ্যা দিবে😊

  • @jabarjabar7049
    @jabarjabar7049 Год назад

    ভাইয়া আমার বাজরিগাল পাখি ডিম পারছে ৮ টা বাচ্চা দিছে ৪ টা আর ৪ টা ডিমের ভিতরে বাচ্চা হইছে কিন্তু বাচ্চা ফুটেনাই মরে গেছে তার জন্য কি করবো বলে দিন আর রিপ্লাই দিলে ভাল হবে আমি নতুন পাখি পালা শিখতাছি কোন আইডিয়া নেই পাখির পালার বেপারে প্লিজ রিপ্লাই দিন

  • @amlanreels
    @amlanreels 2 года назад

    Thandai barandai rakhle ki kono somossa hobe?

  • @comilldhaka6748
    @comilldhaka6748 Год назад

    Cattle fishboon, minerel ki, buji ni

  • @darussalammiful8882
    @darussalammiful8882 3 года назад +12

    যদি কোথাও ৭-৮ দিনের জন্য যাওয়া লাগে তাহলে পাখিকে বাসায় কিভাবে রেখে যাব?

  • @himunag5813
    @himunag5813 2 года назад

    ভাই আমি দুইদিন হয়ছে পাখি কিনছি কিনতো পাখি জিমাই এখন কি ওষুধ খাওয়ামো

  • @jannatzamanratri1936
    @jannatzamanratri1936 2 года назад

    Biea ame kibabe pakir sidmiks/kabar sola ki babe sorano jae 😕 please please janle please bolon 😥😊

  • @jannatulferdous3894
    @jannatulferdous3894 2 года назад

    Vai amar ak satha 3 ta pakhi ase. 3tar moddha 2ta jora ace ar akta singel.Amar jora pakhi ki breed korba?

  • @goldgamerz37
    @goldgamerz37 2 года назад +2

    6 inch hari ki enough hbe ?

  • @itsarobinda2850
    @itsarobinda2850 Год назад

    ভাইয়া আমার কাছে দুটো বাজরিগার পাখি আছে, কিন্তু কোনটা ছেলে কোনটা মেয়ে কিছুই বুঝতে পারছি না...একটা নাকে একদম সাদা আর একটা হালকা বাদামি ভাব আছে....? প্লিজ কিছু বলেন

  • @arpitabiswas7250
    @arpitabiswas7250 2 года назад

    Vaiya ami 1 jora bajrigar pakhi ansilam, tar moddho 1 ta pakhi mara gache.. Akn r akta pakhi aka ache. Akn ki korbo

  • @humusworld
    @humusworld 2 года назад

    Pakhi jodi choto boro hoy tahole ki dim pare na?

    • @riyadussaliheen5528
      @riyadussaliheen5528 2 года назад

      Chele theke mey ta 2 month different hoile day naile dey na

  • @ridoysagor7750
    @ridoysagor7750 3 года назад +1

    বাজরিগার পাখির ছোটো কলোনিতে পাখি পালন এর কিছু টিপস 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dasapu7215
      @dasapu7215 3 года назад

      আমি কিছু ভিডিও তৈরি করেছি দেখতে পারেন

  • @AishaKatun-su6wb
    @AishaKatun-su6wb 19 дней назад

    ভইয়া নিজিরা গিলে হবে❤❤

  • @ohimustarin5698
    @ohimustarin5698 3 года назад +2

    ভাইয়া ক্যাটল ফিস বোন এটা কি বা কোথায় পাওয়া যায় আমাকে একটু জানাইবেন,

  • @Jamilhossen-kh5ll
    @Jamilhossen-kh5ll 5 месяцев назад

    আমার পাখির ৬ মাস

  • @shamimsrkadry
    @shamimsrkadry 2 года назад

    আমার পাখি নাক কী খয়রি হলে কী ডিম দিবে নাকি কীভাবে বুঝবো আমার পাখি কয়েক দিন পর ডিম পারবে।

  • @bossmurad7780
    @bossmurad7780 2 года назад +2

    ভাই আমার পাখির জোড়া নিয়েছে একটা ওন্য টাকে খাবার খাওয়ায় কিন্ত ব্রিডিং করেনা

    • @munirashetu3871
      @munirashetu3871 2 года назад

      আমারও একই সমস্যা।

  • @syedsuhag8550
    @syedsuhag8550 2 года назад

    ক‍্যাটেল পিস বন কি?

  • @ImranImran-yd2pj
    @ImranImran-yd2pj 3 года назад

    Via amer pakhi jora nisa but bredingar somoi cala bd korta gala calata aghat kora but pakhi jora nisa akjon arakjonar sata mating kora but beding ar somoi problem hoi

  • @md.obaidunnoornoor413
    @md.obaidunnoornoor413 3 года назад

    Amar pakhir nak pora sada hoe geche tahole koto boyos hote pare pakhiter

  • @sakibhossain3718
    @sakibhossain3718 3 года назад

    Agula ki love bard pakhi na???

  • @soniatokjhalmisti7310
    @soniatokjhalmisti7310 Год назад

    আমার পাখি এনেছি ১বছর হলো ডিম দেয় না। আর সকালে জোরে চিল্লাতে থাকে।মেয়ে পাখির নাকটা বাদামি রং হয়ে আছে।

  • @mdmeherabhossain4797
    @mdmeherabhossain4797 2 года назад +1

    কিছু কাজ

  • @leinolmessi
    @leinolmessi Год назад

    ভাইয়া আমার ছেলে পাখিটা আর এক বছর 5 মাস পূর্ণ কিন্তু উনাকে রঙটা এখনো এখনো গোলাপি এবং হালকা নীল রঙের ব্রাডিং যাবে কিনা

  • @zibonsworld
    @zibonsworld 3 года назад

    vaiya pakhi to amr room e rakhi
    to khaca Jodi kisu diye dheke deii tahole ondhokar hbe tate prblm hbe kono?

  • @hasankhairul1786
    @hasankhairul1786 3 года назад

    ভাই আমার একটি পাখি রেড আইজ আর একটি সাধারণ বাজরিগার পাখি জোড়া হবেত

  • @salemiaskue
    @salemiaskue 2 месяца назад

    আমিও3মাসবয়সীদুইজোড়াপাখিকিনেছিএখন ওডিমপারেনি

    • @growlife
      @growlife  2 месяца назад

      আমাদের কাছে পাখির ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার প্যাকেজ আছে এটা খাইয়ে দেখতে পারেন
      01915970801
      এটা হোয়াটসঅ্যাপ ও ফোন নম্বর

  • @thesubstitute0966
    @thesubstitute0966 2 года назад

    3:00
    amar pakhi gula amar sathe amar room e thake
    seta teh kono shomossha hobe?

    • @growlife
      @growlife  2 года назад

      না সমস্যা নেই

  • @samimalaily7278
    @samimalaily7278 3 года назад

    ঠিক আপনার ফিমেল টার মত কিন্তু মেইলটা নীল কালারের সাথে সাদার মিশ্রণ ছিল আমার

  • @md.fahadhossain6572
    @md.fahadhossain6572 7 месяцев назад

    বাজিগার পাখি ডিম পারল্লে বাচ্চা উঠে কিন্তু বাচ্চা ও ডিম মেরে ফেল্লা কেন আর ডিম খেয়ে ফেল্লে কেন ভাই একটু জানায়েন