প্রথমেই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এমন একজন শিল্পীকে বেছে নিলেন জিনি একাধারে সুরকার ও শিল্পী। অথচ উনার মূল্যায়ন হয়নি কিন্তু আমার কাছে তিনি জিনিয়াস। খুব ছোট্ট বেলা থেকেই শিল্পীর গান শুনে ফ্যান হয়ে যাই। দুঃখের বিষয় উনার ডিস্ক রেকর্ড সংখ্যা অনেক কম। শিল্পীর প্রতি জানাই আমার গভীর গভীর শ্রদ্ধা।
আমি এতদিন পরে শুনলাম অনেক কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করলাম,এই রকম কত শিল্পী কম প্রচার সত্ত্বেও কত ভালো কাজ করে গেছেন,কত সুন্দর সুর ও গান আমাদের সকলকে উপহার দিয়ে গেছেন।
আপনার গীত"" এত যে শোনাই গান, তবু মনে হয়,যে গান শোনাতে চাই হয়নি গাওয়া"" ৫০০ গানের চেয়ে সমরণীয়।।নিজের সুর ও অনবদ্য। সতীনাথ এর সুরে"" মোর গান একি সুর পেলো রে", ", তোমার মনের পৃানতে"" ওগো লজ্জাবতী কে গো তোমায়" " তুমি কাঁকন কখন বাজিয়ে গেলে" এবং আরো কত গান মনে রেখেছি।পরিবারের যারা উত্তরসুরী আছেন তাদের শুভেচ্ছা জানাই। উদদোকতা কে ধন্যবাদ। অমর গান।। মাসুদ আহমেদ, গলপকার, ঢাকা।
সত্যিই খুব ভালো লেগেছে।আপনার মতো সঙ্গীত প্রিয় মানুষ খুবই কম আছে।এখানে ওই শিল্পীর নাম অনেকেই ভুলে গেছেন।প্রবাসী হয়েও যে মনে রেখেছেন আমার অত্যন্ত আনন্দ হলো।ধন্যবাদ জানাই।
I did not know about him at all. Heard the song "Dnar Chhop Choop kon in radio long back quite a few times but did not know or did not bother to know who was the singer. Its a few months back I got to know about him and ravenously eating his songs these days. Your video is fantastic, madam. Thank you!
যারা প্রকৃত গান ভালোবাসে তারা গুণীর সম্মান দিতে জানে। এই যে আমি, শৈলেন মুখার্জীর লং প্লেয়িং রেকর্ড এক বন্ধুর থেকে শুনতে এনে আর ফেরৎ দি নি। 🙏 যখনই ফেরৎ চায় তখনই বলি, উনিতো আমার কাছে ভালোই আছেন, তোমার আর আমার কাছে থাকা, একই কথা। 😄
The songs are known, but very few pay attention to Sailen Mukherjee. He was a very good singer and a prolific composer. It's good to see the old photos. Thanks. A question...If you don't mind, by any chance, are you somehow related to Sailen Mukhopadhyay?
@@one-promosharbani3617 aro gaan shonan. Onar songe bohubar sakhhat hoyeche kintu alap korte parini. Subir sen r por uni amar satchel priyo manus. Dhanyabad
@@arijitdatta729 thank you so much ami chesta korbo je aro bhalo modur sangeet niye apnader samne uposthit hote pari , amader channel a chok rakhben , anek dhonnobad
Apurba sundor sundor gan 🙏🙏🙏🙏🙏🙏
উনি যেমন সুরকার তেমন গায়ক। সশ্রদ্ধ প্রণাম জানাই ওনাকে
নতুন কিছু পোস্ট দেখতে চাই
বার বার শুনি।পুরানো দিনে মন চলে যায় ।
অপুর্ব ছিল গানের কথা,শিল্পী সুর আর গানের কথা অপূর্ব এক কমি নেশন, মুগ্ধ হয়েছি বন্ধু, প্রিয় আমার।। ❤🎉❤🎉❤🎉❤🎉
খুব ভাল সুন্দর লাগছে।কি সুর কি কথা।অমর সংগীত।।
Bah! Khub. Sat. Prachesta ..khub. Manvaregalo. Ki. Bole. Dhanyabad. Janai. Pratyek. Ke. Pranam. Lekhak. Gayak. Surokar. Anara. Amaderpath. Pradarsak. Gnaniguni. Birat. Maper. Sab. Manush. Binamra. Pranam. Sakalke. Er. Janmodiner. Sraddhavalobasa. Sri. SailenMukherjeeke. Chira amar. Thakben.
প্রথমেই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এমন একজন শিল্পীকে বেছে নিলেন জিনি একাধারে সুরকার ও শিল্পী। অথচ উনার মূল্যায়ন হয়নি কিন্তু আমার কাছে তিনি জিনিয়াস। খুব ছোট্ট বেলা থেকেই শিল্পীর গান শুনে ফ্যান হয়ে যাই। দুঃখের বিষয় উনার ডিস্ক রেকর্ড সংখ্যা অনেক কম। শিল্পীর প্রতি জানাই আমার গভীর গভীর শ্রদ্ধা।
🙏🙏
aktu chesta korlam apnader bhalo lagche dekhe amar khub bhalo laglo
আমি এতদিন পরে শুনলাম অনেক কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করলাম,এই রকম কত শিল্পী কম প্রচার সত্ত্বেও কত ভালো কাজ করে গেছেন,কত সুন্দর সুর ও গান আমাদের সকলকে উপহার দিয়ে গেছেন।
Daroooooon !!!!
শৈলেন পাগল অতঃপর একজন পেলাম। এতদিন ভাবতাম আমিই বুঝি
একা। খুব ভাল লাগল ।
আপনার গীত"" এত যে শোনাই গান, তবু মনে হয়,যে গান শোনাতে চাই হয়নি গাওয়া"" ৫০০ গানের চেয়ে সমরণীয়।।নিজের সুর ও অনবদ্য। সতীনাথ এর সুরে"" মোর গান একি সুর পেলো রে", ", তোমার মনের পৃানতে"" ওগো
লজ্জাবতী কে গো তোমায়"
" তুমি কাঁকন কখন বাজিয়ে গেলে" এবং আরো কত গান মনে রেখেছি।পরিবারের যারা উত্তরসুরী আছেন তাদের শুভেচ্ছা জানাই। উদদোকতা কে ধন্যবাদ। অমর গান।।
মাসুদ আহমেদ, গলপকার, ঢাকা।
খুব ভালো সংগ্রহ ,সর্বানী।এরকম অনুষ্ঠান উপহার দিলে ভালো হয়।
🙏🙏🙏
কি গান শোনালেন দিদি। আমার সব থেকে প্রিয় গান - বারে বারে কে যেন ডাকে - আমি জানতাম না এই গানটির সুরকার শৈলেন মুখোপাধ্যায়।
কি অপূর্ব মেলোডি গলা।ওনার আরও প্রকাশ হওয়া উচিত ছিল।খুব ভালো সংকলন ও উপস্থাপনা।
Koob bhalo laglo
Thank you so much
Amar prio shilpi Sailen Mukherjee.
বিদেশে থেকে যে ভাবে আমাদের মন ভরিয়ে দিলেন আপনাকে Salute.
anek dhanyawad 🙏
Thank you so much
Khoob valola laglo, many many thanks❤️❤️👏👏👏👏❤️❤️❤️👍👍
Thank you
ওনার গায়ক হিসেবে নাম কম ছিল কিন্তু সুরকার হিসেবে যথেষ্ট খ্যাতি ছিল, আছে, থাকবে 🙏🙏🙏🙏🙏
আমার একজন প্রিয় শিল্পী।
শৈলেন মুখোপাধ্যায় আমার পছন্দের গানের শিল্পী দের মধ্যে একজন। আপনার উপস্থাপনা খুব ভালো হয়েছে। কালজয়ী গান গুলোই সিলেক্ট করেছেন।
Thank you so much sir , kintu gaan selection ar onar bhipo Mr. Debkumar Mukherjee contribution ache
সত্যিই খুব ভালো লেগেছে।আপনার মতো সঙ্গীত প্রিয় মানুষ খুবই কম আছে।এখানে ওই শিল্পীর নাম অনেকেই ভুলে গেছেন।প্রবাসী হয়েও যে মনে রেখেছেন আমার অত্যন্ত আনন্দ হলো।ধন্যবাদ জানাই।
Thank you
Thank you
Aj kal bhalu songeet hariye jacche , tai kichu bhalo gaan r songeet niye alam apnader upohaar dewar jonno
Ami singer soilen babur gan shunb vebechilam .surkar shoilen babuke Tao mone pore majhe majhe .kintu gayak shoilen babur gan sabai valei geche .zemon chole geche ,onek samay ,ba tumi kankan kokhon ityadi gan gulo amar khub prio .❤❤❤❤
Anabadya collection....thank u
Superb …. Brings back so many memories
Prabashe theke o je bangla gàan shonalen se janya dhanyabad aapnake
Ek tu chesta korlam apnader bhalo laga ta amar jonno apnader ashirwad.
হাঁ এই সেই গান হারিয়ে গেলেও হারায় না
I did not know about him at all. Heard the song "Dnar Chhop Choop kon in radio long back quite a few times but did not know or did not bother to know who was the singer. Its a few months back I got to know about him and ravenously eating his songs these days. Your video is fantastic, madam. Thank you!
Thank you so much
Sundar Prochesta. Khub bhalo laglo.
Thank you so much
Vabajay? Ki. Adhunik. Athacha Sundar. Gan. Kato.. Ki. Anabadya. Gailen. Sailen. Babu Agelikhlen. AvijitBanerjee. Sur dilen. Dui. Bondhumile. Apurba. Rachana. Korlen..
Pranam. Gunira. Pranam. Dhanyabad. Aber. Aro. Sonaben. Asha. Railo
Khub valo laglo. Amoni akjon geetikar, surokar chilen, jini sevabe recognition pan ni. Tini holen Prabir Mazumdar. Onar composition shunte chai.
আমার অত্যন্ত প্রিয় শিল্পী। ভীষণ রোমান্টিক গায়কী । গম্ভীর অথচ মিষ্টি গলা। সঠিক মূল্যায়ন হয়নি।
নতুন করে শুনছি ,জানতে পারছি ।
Priyabandhabi. Aei. Tittle. Er. Upar. Lekhak. Upanya. Likhechhen. Film. Natak. O. Hoyechhe. Kintu. Sri. AvijitBanerjee. Je. Aman. Akti. Durdanta. Gan. Likhechhen. Seta. Sune. Romanchita. Holam. Durdantalekha. Durdanta. Sur. Er. Durdanta. Gayaki. Lakhkhe. Aman. Aktigan. Hae..pranam. Pranam. Pranam.Nirantar. Valobasa. Janaidujankei.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤❤❤❤
Excellent presentation, thank you for select such type of melodious songs.
Thank you
সশ্রদ্ধ প্রণাম জানাই।
যারা প্রকৃত গান ভালোবাসে তারা গুণীর সম্মান দিতে জানে। এই যে আমি, শৈলেন মুখার্জীর লং প্লেয়িং রেকর্ড এক বন্ধুর থেকে শুনতে এনে আর ফেরৎ দি নি। 🙏 যখনই ফেরৎ চায় তখনই বলি, উনিতো আমার কাছে ভালোই আছেন, তোমার আর আমার কাছে থাকা, একই কথা। 😄
অসাধারণ
Really nice songs
Excellent!
The songs are known, but very few pay attention to Sailen Mukherjee. He was a very good singer and a prolific composer. It's good to see the old photos. Thanks.
A question...If you don't mind, by any chance, are you somehow related to Sailen Mukhopadhyay?
Thank you for your encouragement, No but I like their songs and music as I like to work with old and good musicians
Yes I am quite close to his family
সুরের অন্য একটা ধারা তিনি বজায় রেখেছেন
Bhalo latches nischai
এত বড় প্রতিভাবান সুরকার শিল্পী কে স্মরণ করা হয় না যথোচিত ভাবে।
Khub khati katha bolechhen. Uni jey maper shilpi taar Mulyayon hoyni
ভীষণ ভালো লাগলো। তবে লতাজীর গান একেবারেই শুনতে পেলাম না। লতাজীর গানের অংশটুকুতে কোনো সাউন্ড নেই! ৭.৪৭ মিনিট থেকে ১১.১৯ মিনিট পর্যন্ত কোনো আওয়াজ নেই!
Khub Valo lagche Madam
Thank you
Thank you so much
Purono smritir tane fire asa.
Sharbani, obhinandan. Sailenda r sathe amar Baro bhai - Proshanto Sarkar, taboliya hisebe 20 bachhor chhilen. Uni amader poribar k ato bhalo bashten j balar katha noy. Ami Srikanto Sarkar, Approved Lyricist & Music Composer, Film Director. Amar jiboner prothom gaan- Chole gyachho tumi onek dure- seta onar akal mrityur pare parei toiri kora. Sei shuru...aaj o cholchhe. Amar gaan Dr.Bhupen Hazarika, Sriradha Bandopadyay- Pandit Tushar Dutta, Jayanti Sen o bohu nami-dami shilpira geyechhen. Dukhkho aktai- amra bneche thakte Sailen dar mulyaon korte parini. Bhalo thakben. Sharod subhechchha.
ohoo accha .
Asadharan a sab gan anekei bhule geche anek anek dhanyabad apnake amar namaskar neben bhalo thakben.
Khup bhalo
Darun ❤️👌
Apoorbo!
Sailen babur kolkatar bari ti kothai bolte paren keu
Onar paitrik bari Mudiali r SR Das Road e. Uni family niye thakten Lake Market e Park Side Road e. Amader sathe paribarik relation chilo.
Eitukute mon bhorena.Onar range koto beshi chhilo. Surokar o gayak dui hishebei.Likhechhilam ei niye.
Ashadharon composition
Thank you so much
@@one-promosharbani3617 aro gaan shonan. Onar songe bohubar sakhhat hoyeche kintu alap korte parini. Subir sen r por uni amar satchel priyo manus. Dhanyabad
@@arijitdatta729 thank you so much ami chesta korbo je aro bhalo modur sangeet niye apnader samne uposthit hote pari , amader channel a chok rakhben , anek dhonnobad
লতাজীর গানটি শুনতে পেলামনা
Hemantababur. Gantir. Par. Kichhu. Sonajayni. Please. Sansodhan. Kare. Sonan.
Pulak Banerjeerkabitay OSailenbabur. Sure. Latajir. Ganti. AjjO. Alona. Sudhu. Golaper. Chhabi. Gan. Nei..
Surkar নয় ,বলো surokar
dada to probasi bagali . tao apnader jonno bhalo bhalo gaan niye asechi . bhul ta dhorano jonno thank you
@@one-promosharbani3617 god bless u
@@manasbanerjee259 Thank you so much
Bad anchor
দারুণ
Darun