শুধু ছেলে,মেয়েদের মারা যাওয়ার আগে আস্তে করে তাদের ভাগটা আর বউ বেঁচে থাকলে বউকে কিছু জমি লিখে দিয়ে দিতে পারেন এতে করে সন্তানদের মধ্যে জমি কম বেশি নিয়ে মারামারি হবে না।
কোরআনুল কারিমের একটি আয়াতের কথা মনে পড়ে গেল-আমি যাকে খুশি রাজত্ব দান করি এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নি। (এখানে রাজত্ব শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে)
আমার মহান মালিক এর নিকট কোটি কোটি শুকরিয়া আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আমাদের আমাকে অনেক অনেক অনেক ভালো রাখছে,জীবনে এর চেয়ে বেশি কিছু চাইনা আমি,আমি ফরিয়াদ জানাই মালিক এর দরবারে আমি যতদিন বেঁচে আছি এবং ওনি যতদিন আমার হায়াত দিয়েছেন আমি যেনো ওনার গোলামী ঠিক ঠিক ভাবে করতে পারি তার তাওফিক দান করুন, আমিন
আজ হয়তো রক্তের গরমে নিজেকে বড় করে সবার উচ্চ আসনে দারিয়ে ছি শক্তি এবং ক্ষমতার দাপটে ।হে যুবক একদিন তুমিও সবকিছুই হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারো ।ক্ষমতা আর রক্তের গরমে বেশীদিন থাকেনা ।।।।হে আল্লাহ ওনাকে হেফাজত করূন । আমিন
কেউ যদি অনেক প্রভাবশালীদের একজন হয়,,তার অনেক টাকাপয়সা,,বিরাট সম্পত্তির মালিক,,অহংকার আভিজাত্য নিয়ে বড় দালানকোঠায় যদি হয় তার বসবাস,,পরবর্তীতে একদিন সেই মানুষটিই যদি সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়,,সমাজ তো তাকে নিম্ন চোখেই দেখবে। অহংকার আভিজাত্য বিলাশবহুল জীবন বেশিদিন মানুষের জীবনে থাকে না। তাই তো কথায় বলে,''ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না"। আর আরেকটা কথা,,আল্লাহ্ পাক চাইলে মানুষকে নিচ থেকে উপরে তুলতে পারেন,আবার তিনি চাইলে ঘাড় ধরে নামাতেও পারেন,তাতে কোন সন্দেহ নেই। (নারী হলো জীবন ধ্বংসের অপর নাম)
অহংকারের মালিক শুধু আল্লাহ আর মানুষের জন্য অহংকার পতনের মূল। যার সাথে মানুষ চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না তার এই দুরবস্থার জন্য সে নিজেই দায়ী। আল্লাহ এভাবেই আমাদের শিক্ষার ব্যাবস্থা করেন।
মাত্র ৩০ বছরের ব্যবধান। আল্লাহ আমাদের কে সঠিক বুঝ দান করুক।
আমীন
Ameen 🤲
@@rakibulazad1725 llp
7
আমিন
জীবনের বাস্তবতা থেকে শিক্ষা নেওয়া একটি ঘটনা অবশ্যই মানুষের শেখা উচিত
উনার জীবন থেকে একটা জিনিস শিখলাম জীবনের কোন পর্যায়েই সম্পত্তি কাউকে লিখে দেওয়া যাবেনা
Thik kotha bolchen vai apni.
শুধু ছেলে,মেয়েদের মারা যাওয়ার আগে আস্তে করে তাদের ভাগটা আর বউ বেঁচে থাকলে বউকে কিছু জমি লিখে দিয়ে দিতে পারেন এতে করে সন্তানদের মধ্যে জমি কম বেশি নিয়ে মারামারি হবে না।
وَقَوْلِ اللهِ تَعَالَى: }لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلاَئِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلاَةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمْ الْمُتَّقُونَ{ وَقَوْلِهِ }قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ{ الآيَةَ.
আল্লাহ্ তা‘আলার বাণীঃ কোন পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে; কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর, আর সকল নাবী-রাসূলদের উপর, এবং অর্থ দান করলে আল্লাহ প্রেমে আত্মীয়-স্বজন, ইয়াতিম, মিসকীন, মুসাফির, সাহায্যপ্রার্থী এবং দাস মুক্তির জন্য, সালাত কায়িম করলে, যাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাবে, রোগে-শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্যধারণ করলে। এরাই হল প্রকৃত সত্যপরায়ণ, আর এরাই মুত্তাকী - (আল-বাক্বারাহ ২/১৭৭)। অবশ্যই সফলতা লাভ করেছে মুমিনগণ - (সূরাহ্ মুমিনূন ২৩/১)।
@@mit20246 সবাই ফোন ব্যবহারের সময় পবিত্র থাকেনা তাই দয়া করে কাউকে কোরআন শরীফের আয়াত দিয়ে কিছু লেখে রিপ্লাই দিবেন না
🤣🤣🤣
নিউজ টা দেখে গায়ে কাটা দিল। ধন্যবাদ যমুনা টেলিভিশনের সাংবাদিককে।
বাংলাদেশে এটাও সম্ভব! আপনে সালাম পাওয়ার যোগ্য।
No no ai shala magi pagol cilo,,,,bujle
"পৃথিবীতে ঐ দুটি হাত বেশি দামি
যে হাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে"
-- মহানবী হযরত মোহাম্মদ (সঃ)💗
দুর্নীতিবাজ মন্ত্রীদের এই ভিডিওটি দেখা উচিত এবং তার জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা অস্থায়ী।
Right
Right
وَقَوْلِ اللهِ تَعَالَى: }لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلاَئِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلاَةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمْ الْمُتَّقُونَ{ وَقَوْلِهِ }قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ{ الآيَةَ.
আল্লাহ্ তা‘আলার বাণীঃ কোন পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে; কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর, আর সকল নাবী-রাসূলদের উপর, এবং অর্থ দান করলে আল্লাহ প্রেমে আত্মীয়-স্বজন, ইয়াতিম, মিসকীন, মুসাফির, সাহায্যপ্রার্থী এবং দাস মুক্তির জন্য, সালাত কায়িম করলে, যাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাবে, রোগে-শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্যধারণ করলে। এরাই হল প্রকৃত সত্যপরায়ণ, আর এরাই মুত্তাকী - (আল-বাক্বারাহ ২/১৭৭)। অবশ্যই সফলতা লাভ করেছে মুমিনগণ - (সূরাহ্ মুমিনূন ২৩/১)।
কেন? উনারও কি সম্পত্তি কম ছিল?
ruclips.net/video/wC00Um2OBEY/видео.html
আওয়ামীলীগের সব মন্ত্রী দের শিক্ষা নেওয়া উচিত😄😄
ভাই, শুধু আওয়ামী লীগ না.. দূর্নীতিবাজ সব জায়গাই আছে...! 😁
কোরআনুল কারিমের একটি আয়াতের কথা মনে পড়ে গেল-আমি যাকে খুশি রাজত্ব দান করি এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নি। (এখানে রাজত্ব শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে)
Right.SUBHANALLAH
@UCxnIZZU6_R4Zbq-rTSdHcgw কিসের সাথে কি, মুসলিম কিনা সন্দেহ, 🤔
@@delwarhossain4366 মুসলিম হোক বা না হোক কোরআনের আয়াতে যা বলা হয়েছে তাই তিনি বলেছেন।
ঠিক
@@bangladeshi7772
ল
আমার মহান মালিক এর নিকট কোটি কোটি শুকরিয়া আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আমাদের আমাকে অনেক অনেক অনেক ভালো রাখছে,জীবনে এর চেয়ে বেশি কিছু চাইনা আমি,আমি ফরিয়াদ জানাই মালিক এর দরবারে আমি যতদিন বেঁচে আছি এবং ওনি যতদিন আমার হায়াত দিয়েছেন আমি যেনো ওনার গোলামী ঠিক ঠিক ভাবে করতে পারি তার তাওফিক দান করুন, আমিন
হে মানব জাতি মৃত্যু কে ভয় করো কেয়ামত নিকট বর্তি
মৃত্যু স্বাভাবিক। ভয় করা উচিত আল্লাহর সামনে দাড়াবো কি নিয়ে সেই বিষয়ে।
মুমীন মৃত্যুকে ভয় করে না। মোমেন জীবনের দুই পাড়ে সফল ভবিষ্যৎ।
আজ হয়তো রক্তের গরমে নিজেকে বড় করে সবার উচ্চ আসনে দারিয়ে ছি শক্তি এবং ক্ষমতার দাপটে ।হে যুবক একদিন তুমিও সবকিছুই হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারো ।ক্ষমতা আর রক্তের গরমে বেশীদিন থাকেনা ।।।।হে আল্লাহ ওনাকে হেফাজত করূন । আমিন
“নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে”
ALLAH chaile shomvhob
আল্লাহ যাকে ইচ্ছে সম্মানিত করেন যাকে ইচ্ছে অপমানিত করেন এটাই তার প্রমাণ
দুনিয়াতে সব কিছুই ক্ষনস্থায়ী। আল্লাহ তায়া’লা আমাদের সবাইকে হেফাজত করুন।
Ameen
তিনি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আর যার ইচ্ছা ক্ষমতা কেডে নেন 💪💪তাই বলা যায় সকালে বাদশা বিকেলে ফকির
**ঘৃণা করি এমন মানুষকে 🕴
যারা নিজের ভালোর জন্য অপরের ক্ষতি চায় **
উনাকে শত শত সেলুট। উনিই প্রকৃত এমপি। নিজের জন্য কিছু না করে সর্বদা অপরের জন্য করেছেন।
আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ ।আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।আর কখনও অহংকার করা যাবে না।তা না হলে ওনার মত অবস্থা হবে।
যমুনা টিভি আমার নিকট সবসময়ই পছন্দের একটি গণমাধ্যম,,,
তাদের সংবাদ সংগ্রহ, উপস্থাপন সব মিলে অসাধারণ,,,
এইভাবে ফকির বলা তাকে অসম্মান করা হয়েছে সংবাদ শিরোনাম করার আগে চিন্তা ভাবনা করা উচিত ।
Shotik kotha bolco.. tai tomake love Kori..
রাইট
সঠিক বলেছেন ফারজানা
কেউ যদি অনেক প্রভাবশালীদের একজন হয়,,তার অনেক টাকাপয়সা,,বিরাট সম্পত্তির মালিক,,অহংকার আভিজাত্য নিয়ে বড় দালানকোঠায় যদি হয় তার বসবাস,,পরবর্তীতে একদিন সেই মানুষটিই যদি সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়,,সমাজ তো তাকে নিম্ন চোখেই দেখবে। অহংকার আভিজাত্য বিলাশবহুল জীবন বেশিদিন মানুষের জীবনে থাকে না। তাই তো কথায় বলে,''ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না"। আর আরেকটা কথা,,আল্লাহ্ পাক চাইলে মানুষকে নিচ থেকে উপরে তুলতে পারেন,আবার তিনি চাইলে ঘাড় ধরে নামাতেও পারেন,তাতে কোন সন্দেহ নেই।
(নারী হলো জীবন ধ্বংসের অপর নাম)
chutiya... ফকির অর্থ ভিক্ষুক না।
ফকির আর গরীব ভিন্ন ভাষার সমর্থক শব্দ।
মানুষ তুমি মানুষ হও।
ইসলাম মেনে চললে জিবন অর্থ ছাড়াও সুখময় হয়
ভাই,একদম ঠিক কথা বলেছ,
Right
ইসলামের নিয়মে তিন চারটা বিয়ে করতে গিয়েই তো ফকির হয়েছে, এরপরেও ইসলাম সোদাস, এখন তোর মায়রে তুই চোদ, তিনটা ছেড়ে গেছে তো কি হয়েছে
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ও সুস্থ করুন রাখুন আমিন সবাইকে হেদায়েত করুন আমিন
উনাকে আমি ভালো বলবো এজন্যে যে উনার আত্ত-উপলব্ধি আছে, ভুল করেছেন
সহমত
সব মজা করে হারিয়ে আত্ম-উপলব্ধি কি হয়?
Khub valo ekti video !
জাহান্নামের আগুন হৃদয় পর্যন্ত গ্রাস করবে🔥
কারন হৃদয়
সকল কামনা-বাসনা,
আবেগ, প্রবৃত্তি
দুষ্ট সংকল্প ও নিয়তের কেন্দ্র!
খুব কষ্ট পেয়েছি অন্তরে,, আল্লাহ উনাকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বদলায় দান করেন
আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন
Allahumma Amin
Tnx jomuna tv
অহংকারের মালিক শুধু আল্লাহ আর মানুষের জন্য অহংকার পতনের মূল। যার সাথে মানুষ চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না তার এই দুরবস্থার জন্য সে নিজেই দায়ী। আল্লাহ এভাবেই আমাদের শিক্ষার ব্যাবস্থা করেন।
আগে ভয়ে চোখের দিকে তাকাই নাই,
এখন অবহেলায় কেউ তাকাই না।
Thank you Jamuna for this news.
এটা মহান আল্লাহ লিলা খেলা 💕💕🌹🌹🌹🌹🌹🌹
বাল
Hmm..
@@minjurahman7385 Your believe is for you .. Let us be with our Believe.. Dont hurt anyone..
@@horizonff1539 manju Rahman ওই সালা একটা মালু হিন্দু প্রোফাইলে নিজের নাম মুসলিম দিয়া কমেন্ট করে সব জায়গায়
খুব ভালো একটা খবর দেখালেন, অনেক কিছু শেখার আছে। অনেক ধন্যবাদ
এরশাদ আমলের এমপি বর্তমান আওয়ামী লীগের অবস্থা দেখেন
এক সময় কত প্রভাব দেখেছি
এখন সে লন্ডন প্রবাসী। অসুস্থ মাকে দেখতে দেশে আসতে পারে না।
আপনার প্রতি শ্রদ্ধাশীল ও শুভকামনা দোয়া রইলো।
এই হলো জিবন মানুষ ক্যনো এতো অর্থের লোভে পড়ে আছে কাকে কোন অবস্থাতে রাখবে সেটা মহান আল্লাহ পাক ই ঠিক করেন
এটাই আল্লাহ্ পাকের লিলাখেলা
কতো পিরিতি সম্পত্তি বউয়ের নামে লিখে দিছে!!! টুরু লাভ....🤔🤫🤣
ও মাগো
টু রু লাভ হা হা হা
Manus er amn situation hashi paitese kmn manus apnara
unfortunately a real love story😝😝😝🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
উনি একজন শত রাজনীতিবিদ ❤
ওনারা দেশের প্রকৃত এমপি ছিলেন এই কারণে আমাদের এই অবস্থায় দোয়া করি আল্লাহ উনাদেরকে সুস্থ দান করুক
আল্লাহ সব কিছুর মালিক,
তিনি সকালে ধনী বিকেলে গরিব করতে পারেন।
এমন ঘটনা আমার জীবনে প্রথম শুনলাম।।
এমপি হওয়ার পর নিঃস্ব। 🤔🤔🤔
মহান আল্লাহ কে ভয় করে পথ চলতে হবে ।আল্লাহ সব পারেন,ALHAMDULILLAH, SUBAHANALLAH Ameen
People should not Cross their margin when they have power.
রাইট কথা ভাই
অর্থ সম্পত্তি দিয়ে কাউকে বিশ্বাস করলেই বিপদ । আজ শিক্ষা পেলাম ।
উনি সত মানুষ এবং ভালো মানুষ কষ্ট করাটা সাভাবিক এটাই নিয়ম এখন কার নেতাদের মতো দুর্নীতি বাজ না
ক্ষমতা চিরদিন থাকে না।। আজকে আমার কালকে তোমার
ধন্যবাদ
আমি যদি সরকার হতাম তাহলে চাচার জন্য ভালো একটা পদক্ষেপ নিতাম।
আমার প্রান প্রিয় গফরগাঁও ❤❤😘😘
আল্লাহ রাজাকে ফকির বানান, ফকিরকে রাজা।
আল্লাহ্ পাক চাইলে সবই সম্ভব। এতে কোন দ্বিধাবোধ নাই,কোন প্রকার সন্দেহ নাই।
Bhalo manush chilo.... Eitai proman.... Allah unake obosshoi oi duniyai bhalo rakhben.
সৎ পথে উপার্জন করলে গাড়ি-বাড়ি স্ত্রী সবে থাকতো নিশ্চয়ই কোন কিন্তু আছে আল্লাহর সর্ব জ্ঞানী তিনি সবকিছুর খবর রাখেন
2:21
উপার্জন হালাল ছিল কিনা সেটা তো দেখিনি
তবে উনি মুসলিম হয়েও বাম হাতে চা খাচ্ছেন এটা দেখলাম।
@@যুক্তিকথা তুই গরুর মাংস খা় মালু
আহারে দুনিয়া, আখিরাতের জীবন উওম 😍
একটা জিনিস ভাবতেও আজ অবাক লাগে এ হল আমাদের অবস্থান কতইনা লাফালাফি করি
kotha ta valo laglo
নিজেকে নিয়ে অহংকার করো না প্রত্যেক এক দিন নিচ্চয় পতন হবে
খুবই বেদনার কিন্তু এটা সবার জন্য একটা শিক্ষা।
সব কিছুর মালিক,মহান আললাহ্,
এইসব আওয়ামী লীগ শিক্ষা নেওয়ার দরকার। মানুষ কি হয়তে পারে
আল্লাহ তাঁকে নেক হায়াত দিন
আসলে সান ওভিজাত্য ধন ধৌলত কিছু কাজ আসেনা শুধু আল্লাহর ইমান থাকে আজীবন
শাকিব খান নয়❌
সালমান খান নয়❌
✔হযরত মুহাম্মদ (সাঃ) এর ভক্তরা কই
সবই মালিকের ইশারা
Kosto laglo dekhe...
ক্ষমতার অপব্যবহার করলে এটা অনিবার্য।
এসব নিয়ে আপসোস করার কিছু নাই।হয়তো এটা তার কর্ম।
হায় চোখের পানি ধরে রাখতে পারলাম না 😭😭😭
আওয়ামী লীগ সরকার কে এই রিপোর্ট একটু দেখতে বলেন প্লিজ।
Real honest & gentleman
এইতো নদীর খেলা সকাল বেলার নদীরে তুই ফকির সন্ধ্যা বেলা।
বলার ভাষা নেই 😂😂😂😂😂
আমি দরিদ্র পরিবারের মেয়ে অনেক চিন্তা ভাবনা করে ইউটিউবিং শুরু করি দয়া করে সাহায্য করবেন।
আল্লাহ তুমি এই মানুষটাকে নেক হায়াত দান করুন,এবং সকল এম পি দের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার।
কমেন্টস পড়তে আসলাম
শিক্ষনীয় বিষয়
মজা না করে উপলব্ধি করা উচিত আমাদের সবার
আল্লাহ তুমাকে জান্নাত দিবে ভাই ধৈর্য্য ধরো
এটা কি ছাগলরে
দূর্নীতি প্রবন দেশে সে দূর্নীতি করে নাই।
সে কি করলো সারা জীবনে।
এটাকে মানুষ বলবে কে।
সাংবাদিক ভাইকে ধন্যবাদ শেষের দিখে এসে একটি সত্য কথা পুটিয়ে তুলে দরার জন্য।।
❤❤ দাদা ভাই সেম
টিটু স্যারকে ধন্যবাদ।
ভাল একটা লিখালিখে উনাকে কিছু দেওয়ার জন্য।
অবশ্যই মানুষের অভিশাপেই এই অবস্থা।
এ সময় ফুরিয়ে যাবে, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ ☘️
আল্লাহ্ আমাদের কে হেদায়াত করুক
সবই আল্লাহর ইচ্ছা!এখান থেকেই মানুষের শিক্ষা নেওয়া উচিৎ।
সূরা আল ইমরান (آل عمران), আয়াত: ২৬
قُلِ اللّٰہُمَّ مٰلِکَ الۡمُلۡکِ تُؤۡتِی الۡمُلۡکَ مَنۡ تَشَآءُ وَتَنۡزِعُ الۡمُلۡکَ مِمَّنۡ تَشَآءُ ۫ وَتُعِزُّ مَنۡ تَشَآءُ وَتُذِلُّ مَنۡ تَشَآءُ ؕ بِیَدِکَ الۡخَیۡرُ ؕ اِنَّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ
উচ্চারণঃ কুলিল্লা-হুম্মা মা-লিকাল মুলকি তু’তিল মুলকা মান তাশাউ ওয়া তানঝি‘উল মুলকা মিম্মান তাশাউ ওয়াতু‘ইঝঝুমান তাশাউ ওয়া তুযিল্লুমান তাশাউ বিইয়াদিকাল খাইরু; ইন্নাকা ‘আলা-কুল্লি শাইয়িন কাদীর।
অর্থঃ বলুন ইয়া আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।
Playstore Link:
play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla
চোখে পানি চলে এলো
##যেমন কর্ম, তেমন ফল... #
অাপনাকে অামি সেলুট করি।।।এমন ভালো লোক যদি বাংলাদেশের সব জায়গায় থাকতো বাংলাদেশ অনেক অাগেই অ্যামেরিকা হয়ে যেতো।
আফচ্ছোচ যে এইটা আমাদের গফরগাঁও, আজ মেনে নিতে খোভ কষ্ট হচ্ছে, সরকারে উচিত ওনার পাসে দাড়ানু,
মানুষের জীবন সত্যি বিচিত্রময়
ভাগ্যের নির্মম পরিহাস।আল্লাহ সবাই কে মাফ করুন।
এই রকম এমপিদের আজ বড় অভাব❤️❤️❤️❤️
আল্লাহতালা সর্ব শক্তিমান
আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন
এটাই হচ্ছে মহান আল্লাহ তায়ালার বিচার
100% right
শেষের কথাটা খুব সত্য।।সবার শিক্ষা নেওয়া উচিৎ।
আমার বাবার কথা মনে পড়ে গেলো 😊
ইচ্ছাময় তিনি যা ইচ্ছা তাই করেন,
(( সুরা বুরুজ ১৬))