ফুল আসার পর যখন গুটি বাঁধতে আরম্ভ হয় তখন এক ধরনের পোকা ওই বীজের মধ্যে ঢুকে কচি অবস্থায় নষ্ট করে ফেলে। এদের হাত থেকে বাঁচার জন্য কিং ডক্সা প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন মাত্র একবার বিকালের দিকে স্প্রে করবেন। আর চারদিন পরে যে কোন ছত্রাক নাশক ওষুধ গাছে স্প্রে করবেন। তাড়াতাড়ি গাছ কাটলে হবে না বীজকে পাকতে সময় দিতে হবে। তারপর শুটী পেকে গেলে গাছ কাটবেন। শুটী গুলো আলাদা ছাড়িয়ে সাত থেকে আট দিন রোদে শুকনো করে নেবেন। এইবারে ঠুকে ঠুকে বীজগুলো বার করে সেই বীজকে দুই থেকে তিন দিন রোদে দিয়ে তারপর ছায়াতে ঠান্ডা করে বীজ সংরক্ষণ করবেন।
বীজ রাখার সঠিক ধারণা জানতে পেরে খুব ভালো লাগলো, কিছু কিছু ফুলের বীজ কিছু সবজির বীজ আমি সংরক্ষণ করে রেখেছি সঠিক সময়ে প্রতিস্থাপন করার জন্য l আপনি নূতন দিশা দেখিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই l যদিও আমি চাষী নই শখের বশে দু'চারটে করে বাড়িতে ফুল গাছ সবজি গাছে ফল গাছ লাগিয়েছি l এবং নিজে যেটুকু জানি সেটুকু মানুষকে জানানোর চেষ্টা করি যদি সে উপকৃত হয়, এখন থেকে মনে হয় আর আমার বলার প্রয়োজন নেই l আপনার ইউটিউব চ্যানেল থেকেই তারা সবকিছু জানতে ও শিখতে পারবে l
ভালো জাতের পাঞ্জাব এর বীজ নেবেন। ঘনো করে অর্থাৎ আড়াই / তিন ইঞ্চি ছাড়া ছাড়া বীজ বসাবেন। কোন রোগ পোকা যেন আক্রান্ত না হয় প্রথম থেকেই ওষুধ দিয়ে যাবেন ।ভালো থাকলেও ওষুধ দিয়ে যেতে হবে। আর বীজ বা আলু যখন তুলবেন একটু পাকা করে তুলবেন। বীজের বাইরের খোসা টা যেন মোটা হয়। এবারে মাজরা গুলো আলাদা করবেন। খুব ছোটো গুলো আলাদা করবেন।
আমি সামান্য ছাদ বাগান করার চেষ্টা করছি। আমিও এভাবে বীজ সংগ্রহ করি। তবে ফলের গোড়া এবং আগার দিকটা যে বাদ দিতে হয় তা জানা ছিল না। আপনার মূল্যবান পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ 👌👍
দাদা আমি চাষে ' চ 'ও জানতাম না! আপনার কথা শুনে চাষে শক করে নেমেছি এবং লাভ ও হচ্ছে। আরও আরও চাষ করার ইচ্ছে জগছে। নিজের পরিশ্রমের ফসল ভালো হলে মনের মধ্যে বিরাট তৃপ্তি হয়। এই তৃপ্তি জন্যই চাষের নেশা আরও আরও বেড়ে যায়। আমি মাছচাষ(fisheri science )নিয়ে পড়েছি ও এই কাজে জড়িত আছি এবং মাছচাষে আমি সফল মানুষ। যাই হোক ভালো থাকবেন।
দয়াকরে stevia নিয়ে একটা ক্লাস করুন। এখন এটার ভবিষ্যত ভীষন বড়। আমার জমিজমা নেই। বেকার যুবকরা করতে পারলে উপকৃত হবে। সাথে আমরাও বাড়ির ছাদে একটু করতে পারবো। ধন্যবাদ। আমার শ্রদ্ধা জানবেন। প্রশান্ত সাহা ধরমপুর চুঁচুড়া, হুগলী
SIR AMAR BANDHUR BARITE KHUB BHALO JATER BATABI LEBU ACHE KINTU OKHANE KALAM BADHTE DEBE NA, DAL KETE ENE KI TABE LAGANO JABE ? JADI HAI TO KIRAKAM DAL KATLE BHALO HAI AKTU JANABEN PLEASE.
Ananta Haldar মূল্যবান ভিডিও প্রতিবেদন । খুবই উপকার হবে , কৃষিকাজে জড়িত রয়েছেন যাঁরা। আপনার দীর্ঘদিনের সঞ্চিত অভিজ্ঞতা , যে সবার সাথে , কোনো বিনিময় মূল্য ছাড়া , ভাগ করে নিচ্ছেন , এর জন্য , ঈশ্বর , আপনার মঙ্গল , নিশ্চয়ই করবেন। ধন্যবাদ ।
খুবই উপকারী ভিডিও।আমরা যারা ছাদে বাগান করি তাদের খুব সুবিধা হবে।আমি গোবর সার আর মাটি মিশিয়ে 2টি সবেদা গাছ লাগিয়েছি।ফুল আসে ঝরে যায়।জৈব ভাবে গাছে কি দিলে সবেদা ধরবে।all win top plus বান্ডেল হুগলি তে পাওয়া যায়নি।
Amar kichu kichu gacher bij lagbe. Apnake jodi ami boli kichu gacher nam, amar ja ja gach lagbe arki prottek ta apni puro bij gulo completely kore akdom sukie fukie aro ja ja korte hoy kore diye deben please. 🙏🙏🙏🙏. Koto poisa bolben parle ami double poisa debo, dheki........ amar khub sokh ami bagan korbo. Ja ja comment korlam answer deben please🙏🙏🙏🙏. Apnar lub hobe. Please🙏🙏🙏🙏
দিদিমণি আপনার বাড়ি কোথায়? জানাবেন। আপনার কাছাকাছি স্থানীয় ভালো বীজ দোকান নাই। আমি বলছিPAN/ Kalash/Sakata/NS seed/Syngenta/ইত্যাদি এসব কোম্পানির সবজি বীজ খুব ভালো আপনি এলাকায় খোঁজ করুন নিশ্চয়ই পাবেন। চাষের প্রতি আপনার এত আগ্রহ সত্যি খুব ভালোলাগে। কাছাকাছি হলে আমি আপনার বাড়িতে যেতাম। অবশ্য করোনা সমস্যা মিটলে।
Khub sundor bhalo hoyacha sir ...ami bsc agriculture student apner video gulo continue follow kori...anektay sikhchi .thank u so much sir...bhalo thakben
অনাথ বাবু, নমস্কারানতে, বলি, 27.8.21 নার্সারি থেকে দুই টি অপরাজিতা এনে 29.8.21 টবে লাগানো হয়।আজ 3.9.21 পাতা পরে নেড়া হতে চলেছে, রোদ মাঝারি জল মেপে , এর নতুন পাতা হবে কি, আপনি গাছের অসাধারণ অভিজ্ঞ, দয়াকরে জানাবেন, উপদেশ থাকলে উপকৃত হব। চনডিগড় থেকে।
আপনি কি লাউয়ের বীজ সংগ্রহ করার কথা বলছেন?গাছেতে লাউটা কে পাকাতে হবে তারপরে কেটে দিয়ে এক সপ্তাহ রোদ্দুরে শুকাতে হবে তারপরে খোলাটাকে ফাটিয়ে বীজগুলো বার করে রাখতে হবে উপরের দিকটা কিছুটা বাদ দেবেন নিচের দিকটা কিছুটা বাদ দেবেন মাঝখানের গুলো সব নেবেন তারপর ওই বীজগুলোকে ছয়-সাতটা রোদ্দুরে দিয়ে ঠান্ডা করে বীজ গুলো মাটির পাত্রে বা ডবল প্লাস্টিকের মধ্যে রাখবেন।
নিয়ম হলো সবজি গুলো কেটে পরিষ্কার কলের পানিতে কম করে দশ মিনিট ভিজিয়ে রাখবেন । ফলে ওই সব থেকে বিষাক্ত জিনিস গুলো পানিতে বেরিয়ে যাবে । অনেকটা বিষাক্ত পদার্থ মুক্ত হবে । এভাবে সবজিগুলোকে বাড়ির মহিলাদের কে বলবেন তারপর রান্না করবে।
যদি হাইব্রিড ভুট্টা হয় তাহলে কিন্তু বীজ হিসেবে রাখা যাবেনা। আপনাকে দেখি উন্নত জাতের ভুট্টা চাষ করতে হবে এবং গাছেই পাকিয়ে 8/9 দিন রোদ্দুরে ভালো করে শুকনো করে তারপর ছায়াতে ঠান্ডা করবেন। এবার মজুত করার সময় 100 কেজি বীজ এর জন্য শুকনো লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দেবেন 100 গ্রাম তাহলে আর পোকা আসবেনা ।
Sir, kotodin rakhte parbo bij sukno korar por?? Mane next year porjonto rakha jabe ki??? Aar bij gulo ki kichu makhiye rakhte hobe jate na nosto hoye jay??
আপনাকে ধন্যবাদ জানাই দিদিমনি। আপনি আমার সমস্ত ভিডিও গুলো দেখছেন এবং আমি মনে করি আপনি কিন্তু একজন পাক্কা চাষী তৈরি হয়ে যাচ্ছেন। আপনাকে কেউ হারাতে পারবে না । ,ভালো থাকুন আর এগিয়ে চলুন যাই হোক যে বীজগুলো বার করে রাখবেন সেগুলো ভালো করে যত্ন করে রোদ্দুরে শুকনো করে তারপর ঠান্ডা করে প্যাকিং করে রাখবেন। গরম বীজ সঙ্গে সঙ্গে প্যাকিং করবেননা 1 এক বছর অবশ্যই রাখা যাবে। আর আপনাকে একটা নতুন কথা বলবো কারণ আপনার শেখার খুব ইচ্ছা আছে । ক্রায়োপ্রিজারভেশন করে 2000 /3000 বছর বীজ কে বাঁচিয়ে রাখা যাবে যদি জানতে চান আলাদাভাবে আপনাকে বলতে হবে এখানে অনেক সময় লাগবে।তবে সেগুলো ল্যাবরেটরি তে বা গবেষণাগারে সম্ভব , চাষীর বাড়িতে সম্ভব নয়।
রৌদ্রে দিয়ে বীজ শুকনো করে তারপর ছায়াতে ঠান্ডা করে ভালো করে এয়ার টাইট করে প্লাস্টিক জারে রেখে তার উপরে শুকনো তুলো দিয়ে ভরে ভালো করে টাইট দিয়ে রাখবেন।
Apna Moto Matir manus ar dujon ke dakhini .apnio valo thakun sir ar nijar sorir ar Duke khail Rakban sir Karon apni amadar chasi vai dar amulla sampad.
পাশের রাজ্য বিহারে হচ্ছে এটা খুব দামী ফসল ফুল ফল এবং ডাটা থেকে ওষুধ তৈরি হয় এটা খাওয়া ও যায় ইউরোপীয় দেশে ব্যাপক প্রচার আছে খুব দামী ফসল। এটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ফসল। আমিও চেষ্টা করছি কিন্তু পাচ্ছিনা । কাউকে চাষ করতো ও দেখিনি তবে আমার মনে হয় বিহারের যদি হতে পারে তাহলে আমাদের এখানে অবশ্যই হবে আপনি অনলাইনে খুঁজে দেখতে পারেন। এর sapling বসাতে হয়।
1 কেজি মাটি 150গ্রাম সরিষার খৈল 100 গ্রাম নিম খৈল, 100 গ্রাম হাড় গুড়ো ও 50 গ্রাম সিং ভূষি একসঙ্গে মিশিয়ে জল ছড়া দিয়ে কুড়ি দিন রাখবেন। মাঝে মাঝে জল দিয়ে যাবেন ।তারপর টবে বা ফুল গাছের গোড়ায় আনবেন।
আচ্ছা, বীজ সংগ্রহ করার সময়, সর্বদা ফলের মাঝের অংশের বীজ টাই কেনো নিতে হবে ??? এই ব্যাপারে একটু আলোকপাত করবেন প্লিজ। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম 🙂🤝🙏।
দাদা বাংলাদেশ থেকে বলছি !! বাংলাদেশে অবতার পাওয়া যায় না। বীজতলায় অবতার এর পরিবর্তে "" আউয়াল" ৭২ ডব্লিউ পি " (জিনেব৬৮% + হেক্সাকোনাজল ৪%)। অটো ক্রপ কেয়ার কম্পানির। এটা কি বীজতলায় স্প্রে করা যাবে।আমাদের এখানে অবতার পাওয়া য়ায় না। প্লিজ দাদা একটু বলেন। Plz Plz Plz dada bolen plz
মাটির PH মান যদি 6 হয় অথবা 6 এর নীচে চলে আসে তাহলে বিঘাপ্রতি কম করে 30 কেজি অবশ্যই ব্যবহার করবেন। মাটি পরীক্ষা করে তবেই ব্যবহার করবেন।সার দোকানে খোঁজ করুন আশাকরি পেয়ে যাবেন।
আমি কি এয়ারটাইট পাত্রে বীজ রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারি? আমি এটা ফ্রিজের দরজায় রাখছি. এটি কি বীজের জীবন বাড়াতে সাহায্য করবে? সরোদিয়ার প্রীতি ও সুবেচ্ছা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সঠিক পরামর্শ দেওয়ার জন্য । আমার একটি সমস্যা আছে, আমি রেডলেডী পেঁপের বীজ অন-লাইনে ক্রয় করেছি মাস চারেক আগে। কিন্তু ঐ বীজ থেকে চারা তৈরি করতে পারেছি না । আমাকে দয়া করে একটু পরামর্শ দেবেন । উত্তরের অপেক্ষায় রইলাম ।
খুব ভালো ভিডিও ট। অনেক কাজে আসবে।। ধন্যবাদ
ধন্যবাদ জানাই ।
সপরিবারে ভালো থাকুন।
আর চলুন বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ দাদা
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
Thankyou
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
আপনার কথা খুব সুন্দর
ধন্যবাদ জানাই। আল্লাহ আপনার মঙ্গল করুন।
Bhalo information khub karjokari.thanks to u
ধন্যবাদ ভালো থেকো
amar kumro gacer pata gulo halud hoea dry hoea jacche.fungicide and magnicium sulfet spray korechi
Thak you. Sar
অসাধারণ ভিডিও। আপনার দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকুন স্যার।
এই ভাবে যদি আমার ভিডিওগুলো দেখতে থাকেন আপনি একজন সেরা চাষী হয়ে উঠবেন এবং আপনাকে কেউ হারাতে বা ঠকাতে পারবে না ।আপনার যাত্রা পথ মসৃণ হোক এই কামনা করি।
স্যার,
রেড লেডি পেঁপের ভিডিও চাই।
কুমড়োর বীজ নির্বাচন নিয়ে একটা video করুন sir 🙏🙏plz plz
আচ্ছা পরে ভিডিও করতে চেষ্টা করবো।
নতুন কিছু শিখলাম আপনার এই ভিডিও থেকে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
মেস্তা ও দেশী পাটের বীজ তৈরির সময় ও পদ্ধতি নিয়ে আলোচনা করবেন।আবেদন রইল।
ফুল আসার পর যখন গুটি বাঁধতে আরম্ভ হয় তখন এক ধরনের পোকা ওই বীজের মধ্যে ঢুকে কচি অবস্থায় নষ্ট করে ফেলে। এদের হাত থেকে বাঁচার জন্য কিং ডক্সা প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন মাত্র একবার বিকালের দিকে স্প্রে করবেন।
আর চারদিন পরে যে কোন ছত্রাক নাশক ওষুধ গাছে স্প্রে করবেন।
তাড়াতাড়ি গাছ কাটলে হবে না বীজকে পাকতে সময় দিতে হবে।
তারপর শুটী পেকে গেলে গাছ কাটবেন।
শুটী গুলো আলাদা ছাড়িয়ে সাত থেকে আট দিন রোদে শুকনো করে নেবেন। এইবারে ঠুকে ঠুকে বীজগুলো বার করে সেই বীজকে দুই থেকে তিন দিন রোদে দিয়ে তারপর ছায়াতে ঠান্ডা করে বীজ সংরক্ষণ করবেন।
Thikache 😇😇😇😇.
ধন্যবাদ ভালো থাকবেন।
দাদাভাই আমাৱ কুল গাছে ছোটো গুঁটি ধৱেছে এখন বাদাম,সৱষে পচা জল দেওয়া যাবে।🙏🙏
স্যার,হাইব্রিড জাতের ধুন্দল বীজ রাখলে হবে কি?🙏🙏🙏
হবে তবে ফসল ছোটো হতে পারে আবার
দু/চারটি ফসল হলো বড়ো বড়ো। মানে সঠিকভাবে বলা যাবেনা এজন্য হাইব্রিড বীজ রাখা ঠিক হবে না।
দাদা অনেক অনেক ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন
ধন্যবাদ দাদা অনেক কিছু জানা হলো।
ধন্যবাদ জানাই ভাল থাকবেন।
বীজ রাখার সঠিক ধারণা জানতে পেরে খুব ভালো লাগলো, কিছু কিছু ফুলের বীজ কিছু সবজির বীজ আমি সংরক্ষণ করে রেখেছি সঠিক সময়ে প্রতিস্থাপন করার জন্য l আপনি নূতন দিশা দেখিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই l যদিও আমি চাষী নই শখের বশে দু'চারটে করে বাড়িতে ফুল গাছ সবজি গাছে ফল গাছ লাগিয়েছি l এবং নিজে যেটুকু জানি সেটুকু মানুষকে জানানোর চেষ্টা করি যদি সে উপকৃত হয়, এখন থেকে মনে হয় আর আমার বলার প্রয়োজন নেই l আপনার ইউটিউব চ্যানেল থেকেই তারা সবকিছু জানতে ও শিখতে পারবে l
ধন্যবাদ ভালো থাকুন
Dada ami snctzn fev20 theke chadbagan arambha koreci kintu bhalo jater faler gach sathik dame kothay pawa jabe janale khub upkar hai. R apnar PH no dile ekto katha bole parichoy binimoy kortam. Bhalo thakben
আমতলার কাছে মুচিশা পাবেন
Muchisa te kichu bhalo nursery nam bole khub upkar hoi.
Sir ki bhabe olkapir chra tairi karbo jadi tar ekti vdo banan
স্যার আলুর বীজ উৎপাদন পদ্ধতি সম্পর্কে বলবেন।
ভালো জাতের পাঞ্জাব এর বীজ নেবেন।
ঘনো করে অর্থাৎ আড়াই / তিন ইঞ্চি ছাড়া ছাড়া বীজ বসাবেন। কোন রোগ পোকা যেন আক্রান্ত না হয় প্রথম থেকেই ওষুধ দিয়ে যাবেন ।ভালো থাকলেও ওষুধ দিয়ে যেতে হবে। আর বীজ বা আলু যখন তুলবেন একটু পাকা করে তুলবেন। বীজের বাইরের খোসা টা যেন মোটা হয়।
এবারে মাজরা গুলো আলাদা করবেন।
খুব ছোটো গুলো আলাদা করবেন।
আমার ইচ্ছা করে হাজার হাজার লাইক দেই,কিন্তু উপায় নেই।আপনি ভালো ও সুস্থ থাকুন।
Apnar sathe dekha kore kotha bolte eachhe kore
আমি সামান্য ছাদ বাগান করার চেষ্টা করছি। আমিও এভাবে বীজ সংগ্রহ করি। তবে ফলের গোড়া এবং আগার দিকটা যে বাদ দিতে হয় তা জানা ছিল না। আপনার মূল্যবান পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ 👌👍
ধন্যবাদ।
Jei korola ta dakhalen. apnar ki sob dhoroner gachei ki amon rong chong jinis dhore. Please bolun
🙏🙏🙏🙏🙏
আপনি যদি শুধু জৈব সার দিয়ে করেন অবশ্যই রং সুন্দর হবে একদম ডিসেন্ট কালার। আমি আমার বাড়ির গোবর সার দি এবং সরিষার খোল পচানো জল দিয়ে যাই আর কিছুই না।
দাদা পেট্রিকেল ধানের জমিতে গিয়ে হাইব্রিড বীজ কিভাবে তৈরি হয় দেখান প্লিজ
দাদা আমি চাষে ' চ 'ও জানতাম না! আপনার কথা শুনে চাষে শক করে নেমেছি এবং লাভ ও হচ্ছে। আরও আরও চাষ করার ইচ্ছে জগছে। নিজের পরিশ্রমের ফসল ভালো হলে মনের মধ্যে বিরাট তৃপ্তি হয়। এই তৃপ্তি জন্যই চাষের নেশা আরও আরও বেড়ে যায়। আমি মাছচাষ(fisheri science )নিয়ে পড়েছি ও এই কাজে জড়িত আছি এবং মাছচাষে আমি সফল মানুষ। যাই হোক ভালো থাকবেন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
ভিডিও দেখে এগিয়ে চলুন।
আমি পাশে আছি।
Ami bijli plus lankar beej kothay pabo
একই ফসল বীজ রেখে একই মাটিতে আবার ভালো হবে?
দয়াকরে stevia নিয়ে একটা ক্লাস করুন। এখন এটার ভবিষ্যত ভীষন বড়। আমার জমিজমা নেই। বেকার যুবকরা করতে পারলে উপকৃত হবে। সাথে আমরাও বাড়ির ছাদে একটু করতে পারবো। ধন্যবাদ। আমার শ্রদ্ধা জানবেন।
প্রশান্ত সাহা
ধরমপুর
চুঁচুড়া, হুগলী
আচ্ছা পরে চেষ্টা করবো আপাতত অনেকগুলো ভিডিও হাতে নিয়ে ফেলেছি।
অনেক ধন্যবাদ। কাজের ভিড়ে একটু মনে রাখবেন Please।
মাচার দেশী কুমড়ো বীজ কিভাবে রাখবো?
SIR AMAR BANDHUR BARITE KHUB BHALO JATER BATABI LEBU ACHE KINTU OKHANE KALAM BADHTE DEBE NA, DAL KETE ENE KI TABE LAGANO JABE ? JADI HAI TO KIRAKAM DAL KATLE BHALO HAI AKTU JANABEN PLEASE.
Ananta Haldar
মূল্যবান ভিডিও প্রতিবেদন । খুবই উপকার হবে , কৃষিকাজে জড়িত রয়েছেন যাঁরা।
আপনার দীর্ঘদিনের সঞ্চিত অভিজ্ঞতা , যে সবার সাথে , কোনো বিনিময় মূল্য ছাড়া , ভাগ করে নিচ্ছেন , এর জন্য , ঈশ্বর , আপনার মঙ্গল , নিশ্চয়ই করবেন।
ধন্যবাদ ।
ধন্যবাদ । নমস্কার নেবেন
Akdom tik bolachen ami krish kaja gukto aachi
sir begunr bapare bolun
আমার জানতে ইচ্ছে ধান বীজ ভাল ভাবে রাখা যায় কি ভাবে?
Mango and short coconut tree.ki bhabe chara lagabo. Ki sar debo. And how to care.
আমি শীঘ্রই ভিডিও ছাড়ছি ফলের চারা বসানো নিয়ে দেখলেই বুঝতে পারবেন ধন্যবাদ।
Apner vdo khub valo lage. Visan path pradarshak . Khub bhalo thakben.
ধন্যবাদ
Phoolbagan kadapara diye apnar bari ki kore jabo.
কাকু আপনি না দৌড়লে কিন্তু আমরা আর হাঁটতেই পারবো না।আপনাকে আমাদের পাসে থাকতেই হবে।ভালো থাকুন।আর আপনার সঞ্চিত অভিঞ্জতায় আমরা সবাই পূর্ণ হয়ে উঠি।🙏🙏
ধন্যবাদ
ধন্যবাদ
কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রচুর সাহায্য করবে । এই প্রতিবেদনটি অনবদ্য লাগলো ।
ঘরোয়া বীজ শোধন করা প্রযোজন কী? কীভাবে শোধন করা যায় কী
লাউ গাছের পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে কি ভাবে সারাবো
খুবই উপকারী ভিডিও।আমরা যারা ছাদে বাগান করি তাদের খুব সুবিধা হবে।আমি গোবর সার আর মাটি মিশিয়ে 2টি সবেদা গাছ লাগিয়েছি।ফুল আসে ঝরে যায়।জৈব ভাবে গাছে কি দিলে সবেদা ধরবে।all win top plus বান্ডেল হুগলি তে পাওয়া যায়নি।
গোদরেজ ডাবল টনিক 3ml প্রতি লিটার জলে দিন ধন্যবাদ
@@farmingadviseranathhalder7579 dhonnobad
Amar kichu kichu gacher bij lagbe. Apnake jodi ami boli kichu gacher nam, amar ja ja gach lagbe arki prottek ta apni puro bij gulo completely kore akdom sukie fukie aro ja ja korte hoy kore diye deben please. 🙏🙏🙏🙏. Koto poisa bolben parle ami double poisa debo, dheki........ amar khub sokh ami bagan korbo. Ja ja comment korlam answer deben please🙏🙏🙏🙏. Apnar lub hobe. Please🙏🙏🙏🙏
দিদিমণি আপনার বাড়ি কোথায়? জানাবেন। আপনার কাছাকাছি স্থানীয় ভালো বীজ দোকান নাই। আমি বলছিPAN/ Kalash/Sakata/NS seed/Syngenta/ইত্যাদি এসব কোম্পানির সবজি বীজ খুব ভালো আপনি এলাকায় খোঁজ করুন নিশ্চয়ই পাবেন। চাষের প্রতি আপনার এত আগ্রহ সত্যি খুব ভালোলাগে। কাছাকাছি হলে আমি আপনার বাড়িতে যেতাম। অবশ্য করোনা সমস্যা মিটলে।
দাদা করলার গাছ হিসাবে ফল আসে না কি করবো
আপনার এতো কাজের ভিডিও আছে জানতাম না । আমি ছাদ বাগানে চাষ করি।
সব পোস্ট করিনি এখনো অনেক অনেক অনেক দেখাতে পারি।
Excellent.! Thanks
থাইল্যান্ড ভ্যারাইটি মিষ্টি আম বারোমেসে, থাইল্যান্ড ভ্যারাইটি কাঁঠাল বারোমেসে, সজনা বারোমেসে, বারি মাল্টা লেবু ,দেশি মর্তমান কলার চারা। এগুলি কোন নার্সারিতে একসাথে পাওয়া যাবে জানালে উপকৃত হব।
Amar beri hocche phoolbagan kadapara
Khub sundor bhalo hoyacha sir ...ami bsc agriculture student apner video gulo continue follow kori...anektay sikhchi .thank u so much sir...bhalo thakben
অনাথ বাবু, নমস্কারানতে, বলি, 27.8.21
নার্সারি থেকে দুই টি অপরাজিতা এনে
29.8.21 টবে লাগানো হয়।আজ 3.9.21
পাতা পরে নেড়া হতে চলেছে, রোদ মাঝারি
জল মেপে , এর নতুন পাতা হবে কি,
আপনি গাছের অসাধারণ অভিজ্ঞ,
দয়াকরে জানাবেন, উপদেশ থাকলে উপকৃত হব। চনডিগড় থেকে।
বর্ষার বীজ শীতের ও গরমের বীজ আলাদা কি
হ্যাঁ আলাদা।তবে আজকাল হাইব্রিড বীজ উঠেছে সারা বছরের জন্য চাষ করা যায় তবুও গ্রীষ্মে বেশি ফলন হয় বা কোনো টা শীতে বেশি ফলন হয় এরকম ভাগ আছে।
Tomato dola pora somasa
Thanks
আপনাকেও ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন।
Apni kothai thaken. Bol le khub upokrito hobo.
দক্ষিণ 24 পরগনা ফলতা।
কাকু আমি ধান চাষ করি তিনবিঘা
কিন্তু ধান ফলাতে পারিনা
এই জন্য তোমার পদ্ধতি তে চাষ করবো
অবশ্যই অবশ্যই সফল হবে
শুধু আমার ভিডিও দেখে এগিয়ে চলো।
শুভেচ্ছা রইল।
আপনার VDO দেখতে আমার খুব ভালোলাগে। ভীষন সহজ ভাবে সমস্ত পদ্ধতি গুলো বলেন।খুব ভালো। প্রণাম নেবেন।🙏🏻🙏🏻
ধন্যবাদ
Sir apni amr jonne akta video banaben pls jati law ar seed ki bhabe songrokkhon korte pari
আপনি কি লাউয়ের বীজ সংগ্রহ করার কথা বলছেন?গাছেতে লাউটা কে পাকাতে হবে তারপরে কেটে দিয়ে এক সপ্তাহ রোদ্দুরে শুকাতে হবে তারপরে খোলাটাকে ফাটিয়ে বীজগুলো বার করে রাখতে হবে উপরের দিকটা কিছুটা বাদ দেবেন নিচের দিকটা কিছুটা বাদ দেবেন মাঝখানের গুলো সব নেবেন তারপর ওই বীজগুলোকে ছয়-সাতটা রোদ্দুরে দিয়ে ঠান্ডা করে বীজ গুলো মাটির পাত্রে বা ডবল প্লাস্টিকের মধ্যে রাখবেন।
আল্লাহ অাপনার সহায় হোন। আপনার ভিডিওগুলো খুব কাজের।
Shobji (lau) bazar theke kine anar por ranna r age collect korle hobe? Gach paka shobji to amara pai na(Dhundol, dherosh, korolla)
নিয়ম হলো সবজি গুলো কেটে পরিষ্কার কলের পানিতে কম করে দশ মিনিট ভিজিয়ে রাখবেন ।
ফলে ওই সব থেকে বিষাক্ত জিনিস গুলো পানিতে বেরিয়ে যাবে ।
অনেকটা বিষাক্ত পদার্থ মুক্ত হবে ।
এভাবে সবজিগুলোকে বাড়ির মহিলাদের কে বলবেন তারপর রান্না করবে।
আপনার ভিডিও গুলি দেখে মনের মধ্যে চাষ করার ইচ্ছে অনেক অনেক বেড়ে যায় ,, আপনি এইভাবে আমাদেরকে সাহায্য করে যাবেন ,,,
দাদা ভুট্টা বীজ কিভাবে তৈরি করতে হয় দয়া করে একটু জানাবেন কি
যদি হাইব্রিড ভুট্টা হয় তাহলে কিন্তু বীজ হিসেবে রাখা যাবেনা।
আপনাকে দেখি উন্নত জাতের ভুট্টা চাষ করতে হবে এবং গাছেই পাকিয়ে 8/9 দিন
রোদ্দুরে ভালো করে শুকনো করে তারপর ছায়াতে ঠান্ডা করবেন।
এবার মজুত করার সময় 100 কেজি বীজ এর জন্য শুকনো লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দেবেন 100 গ্রাম তাহলে আর পোকা আসবেনা ।
Sir, kotodin rakhte parbo bij sukno korar por?? Mane next year porjonto rakha jabe ki??? Aar bij gulo ki kichu makhiye rakhte hobe jate na nosto hoye jay??
আপনাকে ধন্যবাদ জানাই দিদিমনি। আপনি আমার সমস্ত ভিডিও গুলো দেখছেন এবং আমি মনে করি আপনি কিন্তু একজন পাক্কা চাষী তৈরি হয়ে যাচ্ছেন। আপনাকে কেউ হারাতে পারবে না । ,ভালো থাকুন আর এগিয়ে চলুন যাই হোক যে বীজগুলো বার করে রাখবেন সেগুলো ভালো করে যত্ন করে রোদ্দুরে শুকনো করে তারপর ঠান্ডা করে প্যাকিং করে রাখবেন। গরম বীজ সঙ্গে সঙ্গে প্যাকিং করবেননা 1 এক বছর অবশ্যই রাখা যাবে। আর আপনাকে একটা নতুন কথা বলবো কারণ আপনার শেখার খুব ইচ্ছা আছে । ক্রায়োপ্রিজারভেশন করে 2000 /3000 বছর বীজ কে বাঁচিয়ে রাখা যাবে যদি জানতে চান আলাদাভাবে আপনাকে বলতে হবে এখানে অনেক সময় লাগবে।তবে সেগুলো ল্যাবরেটরি তে বা গবেষণাগারে সম্ভব , চাষীর বাড়িতে সম্ভব নয়।
@@farmingadviseranathhalder7579 আপনার শিষ্যা হতে পারলে ধন্য হয়ে যাবো🙏🙏🙏🙏
Kaku seeds gula ki bhabe rakhte hobe
রৌদ্রে দিয়ে বীজ শুকনো করে
তারপর ছায়াতে ঠান্ডা করে ভালো করে
এয়ার টাইট করে প্লাস্টিক জারে রেখে তার উপরে শুকনো তুলো দিয়ে ভরে ভালো করে টাইট দিয়ে রাখবেন।
দেশী সবজির বীজ কোথায় পাব বাড়ির জন্য চাইছি দয়া করে বলবেন
এই নিয়ে ভিডিও আনছি।
Apna Moto Matir manus ar dujon ke dakhini .apnio valo thakun sir ar nijar sorir ar Duke khail Rakban sir Karon apni amadar chasi vai dar amulla sampad.
কাকা আপনি তো গুরু দেব মানুষ --দারুণ দারুণ --------
ধন্যবাদ
ধন্যবাদSir
ধন্যবাদ জানাই।
hop shoots কি আমাদের আবহাওয়ায় করা সম্ভব? যদি হয় তাহলে তাদের শিকড় কোথায় পাওয়া যায়?
পাশের রাজ্য বিহারে হচ্ছে এটা খুব দামী ফসল ফুল ফল এবং ডাটা থেকে ওষুধ তৈরি হয় এটা খাওয়া ও যায় ইউরোপীয় দেশে ব্যাপক প্রচার আছে খুব দামী ফসল। এটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ফসল। আমিও চেষ্টা করছি কিন্তু পাচ্ছিনা । কাউকে চাষ করতো ও দেখিনি তবে আমার মনে হয় বিহারের যদি হতে পারে তাহলে আমাদের এখানে অবশ্যই হবে আপনি অনলাইনে খুঁজে দেখতে পারেন। এর sapling বসাতে হয়।
@@farmingadviseranathhalder7579 Amazon.in এ বীজ পাওয়া যাচ্ছে এবং তার চারা তৈরির পদ্ধতিটি লেখা আছে। copy করেছি paste হচ্ছে না।
মরিচ গাছের শিকল ও গুড়া পছে জায় জল ও করা টিক আছে তার কি সমাধান
প্রতি লিটার জলে তিন গ্রাম কবচ মিশিয়ে গাছের গোড়াতে ঢালুন আর প্রতি লিটার জলে তিন গ্রাম টাটা মাস্টার মিশিয়ে গাছে স্প্রে করে দিন সমস্যা দূর হয়ে যাবে।
কবজ 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছের গোড়াতে ঢালুন। আর প্রতি লিটার জলে 3 গ্রাম টাটা মাস্টার মিশিয়ে পাতাতে স্প্রে করুন।
করলার বীজ রাখলে ভাল ফসল পাওয়া যাবে কি?
যদি দেশী জাতের হয় তাহলে অবশ্যই ভালো ফলন পাওয়া যাবে।
আপনার কৃষিভিত্তিক উপদেশ ও ভিডিও খুব ভাল লাগে।
Full gase ki ki diya hai pratam teke
1 কেজি মাটি 150গ্রাম সরিষার খৈল 100 গ্রাম নিম খৈল, 100 গ্রাম হাড় গুড়ো ও 50 গ্রাম সিং ভূষি একসঙ্গে মিশিয়ে জল ছড়া দিয়ে কুড়ি দিন রাখবেন। মাঝে মাঝে জল দিয়ে যাবেন ।তারপর টবে বা ফুল গাছের গোড়ায় আনবেন।
নাইস
অনুরাধা ঢ্যাঁড়শের বীজ হাইব্রিড ঢ্যাঁড়শের বীজ বাড়িতে সংরক্ষণ সম্ভব । তা কিভাবে?
ঐ বীজ থেকে ফল আশানুরূপ নাও পেতে পারেন। এজন্য হাইব্রিড বীজ প্রতিবছর নতুন নতুন নিতে হয়।
Sorshe এর Hybrid বীজ কি প্রতি বছর কিনতে হবে?? নাকি সংরক্ষণ করে রাখা যাবে??
Hybrid বীজ প্রতি বৎসর নূতন নূতন
বীজ কিনতে হবে।
daros hai bit bich ki raka jabe
ভেনডির র্বীজ বাইরে আনবেন না । ভেনডির মধ্যেই রেখে দেবেন এক বছরের মধ্যে ব্যবহার করবেন।
Pater video kurun sir
Hibrid bij lagiey ki op bij kore nea jabe?
হাইব্রিড বীজ কিভাবে তৈরি হয় সেই নিয়ে আমি একটা ভিডিও আনবো যত সম্ভব তাড়াতাড়ি ওই ভিডিওটা কিন্তু দেখবেন একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে।
Amiachhibapasavittik
আচ্ছা, বীজ সংগ্রহ করার সময়, সর্বদা ফলের মাঝের অংশের বীজ টাই কেনো নিতে হবে ???
এই ব্যাপারে একটু আলোকপাত করবেন প্লিজ। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম 🙂🤝🙏।
পেয়ারা গাছে পোকা লাগলে কি করতে হবে?
Torpid বা একতারা স্প্রে করলে হবে। ৮ লিটার জলে একপাতা।
ছাদ বাগানের জন্য ভাল মাটি তৈরি দেখান।
ছাদ বাগানের টবের বা বস্তার মাটি তৈরির উপরে একটা ভিডিও আনব।
Tomato gach laganor sothik somoy konta ?
কোশ্চেন অ্যানসার part-6 এ আমি বলে দিচ্ছি
@@farmingadviseranathhalder7579 okay 🙏
Sir apnar video dekhe khub valolage..
Thank-you sir
দাদা বাংলাদেশ থেকে বলছি !! বাংলাদেশে অবতার পাওয়া যায় না। বীজতলায় অবতার এর পরিবর্তে "" আউয়াল" ৭২ ডব্লিউ পি " (জিনেব৬৮% + হেক্সাকোনাজল ৪%)। অটো ক্রপ কেয়ার কম্পানির। এটা কি বীজতলায় স্প্রে করা যাবে।আমাদের এখানে অবতার পাওয়া য়ায় না। প্লিজ দাদা একটু বলেন। Plz Plz Plz dada bolen plz
বেগুন বীজ হাইব্রীড বাড়ির ফলন থেকে রাখলে কি ফল ধরবে? প্লিজ বলবেন।
হ্যাঁ ফল ধরবে কোনোটা ছোট হবে ,কোনোটায় বেগুন বড় হবে কোনটা হতে নাও পারে
dolomite কোথায় পাবো ।। প্রতি বিঘায় কত পরিমন
মাটির PH মান যদি 6 হয় অথবা
6 এর নীচে চলে আসে তাহলে বিঘাপ্রতি
কম করে 30 কেজি অবশ্যই ব্যবহার করবেন।
মাটি পরীক্ষা করে তবেই ব্যবহার করবেন।সার দোকানে খোঁজ করুন আশাকরি পেয়ে যাবেন।
TL বীজ কি দোকান থেকে কিনে আনার পর রোদ দিতে হবে???
হ্যাঁ ,
ভালো করে রোদ্দুরে দিয়ে
ব্যবহার করবেন।
আমি কি এয়ারটাইট পাত্রে বীজ রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারি?
আমি এটা ফ্রিজের দরজায় রাখছি.
এটি কি বীজের জীবন বাড়াতে সাহায্য করবে?
সরোদিয়ার প্রীতি ও সুবেচ্ছা।
ফ্রিজের মধ্যে বীজ রাখা যাবে না।
@@farmingadviseranathhalder7579
Thank u for your advice.
Palan beta ki Bhagwat Geeta balon Ki Bhavya Tuhi Korba
নতুন কমেন্ট করে আরেকবার বললে ভাল হয় প্রশ্নটা বুঝতে পারলাম না
মাঝের বীজ রাখার কারনে কী ???
সবথেকে বেশী পুষ্ট বীজ পাওয়া যাবে।
ঢেরসের, গাছ, তোকে, ঢেরস, হলুদ, হয়ে, ঝরে, যায়, সমাধান, কি
গাছের গোড়ায় খৈল পচানো জল দিন আর টাটা মাস্টার এই ওষুধটা 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন
প্রতি লিটার জলে তিন গ্রাম টাটা মাস্টার মিশিয়ে স্প্রে করুন এবং গাছের গোড়াতে খৈল পচানো জল দিন।
ধন্যবাদ স্যার। আল্লাহ আপনার মঙ্গল করুক ও হেদায়েত দান করুক।
দাদা যে কোন বীজ সধৌনো জন্য কি ঔষধ লাগে বাংলা ভাষা বলবেন আমি ইংরেজি জানিনা
ব্যাভিস্টিন পাউডার না পাওয়া গেলে সাফ পাউডার ব্যবহার করবেন।
আর জৈব ওষুধ হলে ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার মিশিয়ে বীজ শোধন করবেন।
দাদা আপনার বাগান দেখতে হলে কোথায় যাব ?
Covid_19 ghamela mituk তারপরে আসবেন ।
Thank you sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সঠিক পরামর্শ দেওয়ার জন্য । আমার একটি সমস্যা আছে, আমি রেডলেডী পেঁপের বীজ অন-লাইনে ক্রয় করেছি মাস চারেক আগে। কিন্তু ঐ বীজ থেকে চারা তৈরি করতে পারেছি না । আমাকে দয়া করে একটু পরামর্শ দেবেন । উত্তরের অপেক্ষায় রইলাম ।
আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম।
Sir apnar video gulo khub e sundor