বৃষ্টিতে, প্রচণ্ড ঠাণ্ডায় চাকার উপর বাড়ি নিয়ে কানাডায় ক্যাম্পিং | Gull lake, Alberta, Canada Camping

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 888

  • @JoyToronto
    @JoyToronto Год назад +19

    আমি চেলেঞ্জ দিয়ে বলতে পারি আরেকটা ফারুক ভাই পুরো নর্থ আমেরিকা জুড়ে কেউ দেখাতে পারবে না | নর্থ আমেরিকার সবচাইতে সুখী জন শ্রদ্বাভাজন আমাদের ফারুক ভাই আলহামদুলিল্লাহ | আমি ব্যক্তিগত ভাবে অনেক বড় বড় বাংলাদেশী মিলিয়নিয়ার ভাইদের চিনি , ওরা শুধু ডলারের পেছনে দৌঁড়ে , জীবন বলতে কিছু নাই | বড় ভাই ধন্যবাদ এমন উপভৌগ্য কন্টেন্ট আমাদের সাথে শেয়ার করার জন্য |
    ( sylheti Fua ) joy from Toronto .

  • @taufiquealamtusan
    @taufiquealamtusan Год назад +19

    অসাধারণ ভাইজান, বিদেশের মাটিতেও ছোট একটি বাংলাদেশ গড়েছেন আপনারা আপনাদের মমতা দিয়ে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

  • @drshahin1407
    @drshahin1407 Год назад +109

    আমার মনে হয় প্রবাশে সবাই একে অপরের প্রতি একটু হলেও সাময়িক আন্তরিকতা আছে। বর্তমান দেশে এই আন্তরিকতা মৃত প্রায় ✋

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +10

      That is very unfortunate. Thank you.

    • @243kishorbhattacharjee6
      @243kishorbhattacharjee6 Год назад +5

      Sotti bolsen

    • @ibrahimsheikh7050
      @ibrahimsheikh7050 Год назад +10

      অর্থ নৈতিক বৈষম্য ও লাগামহীন জিনিসপত্রের দাম বৃদ্ধিতে এই হাল বর্তমানে দেশে।

    • @rafimbhuyan345
      @rafimbhuyan345 Год назад +1

      Hotel book tucket book invited diya taka nai sir canada aste perlam na

    • @Bangladeshimomusa
      @Bangladeshimomusa Год назад +3

      Right bolsen

  • @israilmunshi2049
    @israilmunshi2049 Год назад +9

    দারুন সময় ছিল এই ঠান্ডা ও বৃষ্টির দিনে ক্যাম্পিং। মনে মনে আমিও ছিলাম। গরম গরম সামুচা আর চা এ সময় ভাবা যায়। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবাই।

  • @GoldenMuksudpur
    @GoldenMuksudpur Год назад +2

    অসাধারন.... কানাডায় বাংগালীর মিলন মেলা...
    তবে মুড়িতে কাচা মরিচ ও পিয়াজ লবন যোগে শরিষার তৈল
    দিয়ে উত্তম করে মেখে তার মধ্যে চানাচুর দিয়ে ভালো মিশিয়ে অতঃপর মুড়ি দিয়ে আবাও কচলিয়ে মেখে খেলে বেশী স্বাদ পাওয়া যেতো...
    সবার জন্য শুভ কামনা...

  • @mobileplex
    @mobileplex Год назад +4

    মজাদার খাবার দেখলে যেমন জিভে পানি চলে আসে ঠিক তেমনি এসব ভিডিও দেখলে মনে পানি চলে আসে কি সুন্দর লাইভ স্টাইল.ছোট সময় ভাবতাম এমন একটি গাড়ি বানাবো যেটি নিয়ে সব জায়গায় ঘুরতে যাওয়া যায় ওটার মধ্যে বাসা বাড়ি কিন্তু বাস্তবে হয় তা আপনার ভিডিওগুলো দেখলে বুঝলাম ফারুক ভাই আপনার জন্যই এসব সুন্দর ভিডিও আমরা দেখতে পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার জীবনের প্রতিটি দিন হোক সুন্দর

  • @fuadrahmankhan1595
    @fuadrahmankhan1595 Год назад +6

    আযানের সুরটা খুব সুন্দর ছিল। মাশাআল্লাহ।

  • @HabibAbitha
    @HabibAbitha Год назад +1

    খুব খুব খুব ভালো লাগলো। এতো ভালো একটা ভিডিও তৈরি করার জন্য । কাছে পেলে দাদা আপনাকে পা ছুয়ে সালাম করতাম
    কানাডা যাবার জন্য বহুত চেষ্টা করছি । শুধু টাকাই মাইর খাইছি। আপনাদের কাজ গুলো দেখে মন টা ভরে গেল । দাদা একটা কথা না বললেই নয়, আপনার হাসি আর কথা খুবই চমৎকার দোয়া রইল বাংলাদেশ থেকে

  • @azizulnasir1091
    @azizulnasir1091 Год назад +2

    কিছু কিছু মানুষ আছে যাঁদেরকে দেখলেই মন ভালো হয়ে যায়। কত সুন্দর আর সাবলীল ভাইয়ের উপস্থাপনা। হ্যাংলামির ভীরে আপনার কনটেন্টগুলো অসাধারণ উপভোগ্য। মহান আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক এবং সব্বাইকে নিয়ে সুস্থ থাকুন পৃথিবীকে গুডবাই বলা পর্যন্ত।

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Ameen. Thank you dear. May Allah bless us all. 💕

  • @anandaneogi951
    @anandaneogi951 Год назад +2

    ফারুক ভাই আমার আদাব নিবেন। সত্যিই অতুলনীয় একটি পারিবারিক বন্ধন সমৃদ্ধ পরিবেশ তৈরি করে সকলের সঙ্গে অবলীলায় মিশে গিয়ে ব্লগটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

  • @kazikazi3471
    @kazikazi3471 Год назад +7

    আলহামদুলিল্লাহ্‌ পৃথিবীর যে খানেই থাকি দিন শেষে আমরা বাংলাদেশি বাংঙ্গালী ভোজ থাকবেই। অনেক ভালো লাগল 🥰💞✔️

  • @creationsofalmightyallahbd
    @creationsofalmightyallahbd Год назад +25

    মারাত্তক রকমের একটা ক্যাম্পিং ছিল। আহ বাঙালী! সুবহানাল্লাহ

  • @mdnouman6348
    @mdnouman6348 Год назад +1

    অনেক ভালো লাগে আপনার কথা এবং ভিডিও গুলো ধন্যবাদ।

  • @saksab7301
    @saksab7301 Год назад +1

    এক সাগর ঠান্ডার মাঝে, এক সাগর
    আনন্দ হয়েছে , ধন্যবাদ ॥

  • @Himel273
    @Himel273 Год назад +1

    ভিডিওটা দেখে এতটা মজা লাগছিল মনে হচ্ছিলো আমিও আপনাদের সাথেই আছি।যৌথ পরিবারের মতো মিলেমিশে এতটা এনজয় করা যায় ভাবতেই আনন্দ লাগছে। ভিডিও দেখতে দেখতে এতটা মজে ছিলাম কখন যে দ্রুত শেষ হয়ে গেলো টেরই পেলাম না। দেশের মানুষের মধ্যে এতটা আন্তরিকতা নেই, প্রবাসের মানুষ সত্যিই উদার এবং আন্তরিক আপনারা তারই দৃষ্টান্ত।ইনশাআল্লাহ মাঝেমধ্যে এইরকম আরও ভিডিও দেখবো।
    ভালো থাকবেন সবাই শুভ কামনা রইলো।

  • @Seraj24com
    @Seraj24com Год назад +1

    অ্যামেজিং দেখে খুবই ভালো লাগলো

  • @ismailhossain5209
    @ismailhossain5209 Год назад +3

    আপনার প্রতিটি ব্লগ অনেক অনেক সুন্দর। আপনার এই ভিডিও গুলো দেখে জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে পারি

  • @sayemasiddika8769
    @sayemasiddika8769 Год назад +3

    Onek moja korlen shobai mile ! R dekhe moja Pelam Amra o !
    Aha ki anondo akashe batashe !
    Brishti r majhe camping , onek gulo bangali family , jhal Muri , samosa , gorom cha r Tehari ! Oshadharon !
    Camper dekhechi bire theke ! But er details dekhi Ni kokhono !
    Ajke apnar video te dekhte parlam !
    Many thanks for sharing !
    Compared to apnar simple camping , Pop up tent , noodles , gorom cha , eka eka hata hati ! Sheta o onek beshi Valo lage Amar kache !

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      সবাই মিলে অনেক আনন্দ করেছি। আর এই ক্যাম্পিং ছিল সম্পুর্ণ অন্য ধরনের। ধন্যবাদ ভাই। 😊

  • @Hanjala-h1l
    @Hanjala-h1l Год назад +2

    Uncle apnar video amar kace khob valo lage ❤❤❤❤

  • @keyachakraborty1886
    @keyachakraborty1886 Год назад +4

    দাদা....উফফ কি মজার সবকিছু....নিজের চাকা লাগানো বাড়ি নিয়ে ক্যাম্পিং, ফাটাফাটি ব্যাপার.....ভিতরের সেটআপ অনেক সুন্দর....আর বৃষ্টি তো এই বছর আপনার সঙ্গ ছাড়তে চায় না 😀....আমারতো ওই পরিবেশে বৃষ্টিটা খুব এনজয়েবল লাগছিলো....সব সুযোগসুবিধা সহ বন্য পরিবেশে রাত কাটানো, অনেক ভালো লাগলো.....ভালো থাকুন আর মজায় থাকুন দাদা 🥰🥰🙏🏻🙏🏻

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা ছিল আমার জন্য। অনেক ধন্যবাদ বোন। ভাল থাক দোয়া করি। 💕🥰

    • @keyachakraborty1886
      @keyachakraborty1886 Год назад +1

      @@AdventureTube21 সত্যি দারুন, ওয়েলকাম দাদা ❣️❣️❣️

  • @mdosmanmreda-pt4dh
    @mdosmanmreda-pt4dh 3 месяца назад +1

    Love you all family members ❤ i miss u Bangladesh Comilla daudkandi ❤

  • @mobolhkyapi7277
    @mobolhkyapi7277 Год назад +3

    ম্যারিজো তে আমি মুগ্ধ!
    অসাধারণ একজন বিদেশী বংশোদ্ভূত বাংলার বধু।
    দোয়া রইল ম্যারিজো এবং তার পরিবারের জন্য!

  • @samirakeb6699
    @samirakeb6699 Год назад +1

    এটা অনেক সুন্দর ছিল একজন আরেকজন কে সাহায্য করা এটা আমি আমিও উপভোগ করি অনেক আমরা এখানে সবাই সবাইকে সাহায্য করি।

  • @mahibbullahawlader9883
    @mahibbullahawlader9883 Год назад +3

    Tareq vaike thanks! Bedesi bou nia songkos cilo, masallaha valo bou paice tareq vai....

  • @manirulalam7010
    @manirulalam7010 Год назад +2

    দারুন ভিডিও। অসাধারন অনুভূতি, খুব ভালো লেগেছে।

  • @selimullah5779
    @selimullah5779 Год назад +1

    ভাল লাগলো দেখে আল্লাহ আপনাদের কে সুযোগ এবং সামর্থ দুইটাই দিছে দোয়া রইল আপনাদের প্রতি ভাল থাকবেন।

  • @sukhmonsultan5300
    @sukhmonsultan5300 Год назад +2

    দারুণ ❤❤ এতদিন শুধু বিদেশীদের ভিডিও দেখতাম এখন আপনারটা দেখে যারপর নাই খুশি। ❤❤❤

  • @kzaman2141
    @kzaman2141 Год назад +1

    অপূর্ব খুব সুন্দর অনেক মজা করুন। অনেক বেশি ভালো লাগলো আজকের ভিডিও। মহান আল্লাহ তাআলা সবাই কে ভালো রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুক।

  • @shohebtraveler1755
    @shohebtraveler1755 Год назад +18

    Even from outside the country, the flag of Bangladesh on his car shows how much love he has for the country.🇧🇩🇧🇩🇧🇩

  • @gazigazi5534
    @gazigazi5534 Год назад +2

    আসসালামু আলাইকুম অসাধারণ একটা ভিডিও উপহার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ

  • @fahimablogger.757
    @fahimablogger.757 Год назад +2

    Nice এরকম ক্যাম্পিং ভিডিও এই প্রথম দেখলাম। ভালো লাগলো

  • @travelalonebd3087
    @travelalonebd3087 Год назад +4

    তারেক ভাই অনেক সৌখিন মানুষ উনাকে দেখলে বোঝা যায় ,উনার কালেকশন দেখে, পুরা ক্যানাডিয়ান লাইফ স্টাইল।
    প্রত্যেকটি কালেকশন দেখার মত স্মার্ট, ধন্যবাদ ফারুক ভাই আপনার ভিডিওটা অনেক ভালো।

  • @khorshedalam28
    @khorshedalam28 Год назад +3

    কি সুন্দর সিস্টেম খুবই ভাল লাগলো

  • @nazmahossain4313
    @nazmahossain4313 Год назад +1

    আসসালামু আলাইকুম, খুব খুব ভালো লাগলো মাশাআল্লাহ্ দেশের বাইরে থেকে ও এরকম আনন্দ আর কি লাগে দেশে থেকে ওএই রকম আনন্দ ভাবা যায় না। সবাই ভালো থাকবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Waalaikum Assalam. Thank you bhai. May Allah bless us all. 🥰

  • @MdArif-Oxon
    @MdArif-Oxon Год назад +2

    অনেক ভালো লাগলো ❤

  • @syadulislammishumishu1872
    @syadulislammishumishu1872 Год назад +3

    Tarek Vhai akta genius person
    Tarek vhai cup chap boisha thaktey parey nah
    Ai dhoroner Manus ar shatey thakley jibon a onek kichu shikha jay
    Faruk vhai video dhaikha valo laglo

  • @shamimashamima4472
    @shamimashamima4472 Год назад +3

    Assalamualikum vai. Khub e valo laglo video ti. Sobai ak sathe ato enjoy korcen dekhe amader o khub valo laglo.

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Walaikum Assalam. It was a lot of fun. Thank you 💕

  • @HabibAbitha
    @HabibAbitha Год назад +1

    অসাধারণ ভাই । যার তুলনা করা যায় না

  • @entajkhan5829
    @entajkhan5829 Год назад +1

    দারুন,,,,,, লাগলো,,, অনেক অনেক ধন্যবাদ,,,,, আপনাকে উৎসাহিত উৎপাদন ক্ষমতার অধিকারী আপনার ইচ্ছার সাফল্য কামনায় সর্বদায়,,,,,,,,ইনসে আল্লাহ,,,,,,,❤❤❤❤❤❤❤❤❤❤

  • @masumwahid5870
    @masumwahid5870 Год назад +3

    ভিডিও টা অনেক মজা লাগছে

  • @MDARMAN-lo8st
    @MDARMAN-lo8st Год назад +2

    প্রবাসে এটা খুব ভালো লাগে
    এই একটা জায়গা ঘুরতে গিয়েছে সবাই কতো মিলমিস দেখতেই ভালো লাগে -

  • @MehediHasan-qm4kr
    @MehediHasan-qm4kr Год назад +1

    আসলেই অনেক সুন্দর লাগলো!! আর আমি নিজেকেও আপনাদের মাজে কল্পনা করলাম,,কল্পনা সত্যি সুন্দর ছিল ❤

  • @shahalvatAssociates
    @shahalvatAssociates Год назад +1

    পুরাই বাংলাদেশের আমেজ

  • @sonyurang9590
    @sonyurang9590 Год назад +3

    কি আর বলবো বলে শেষ করা যাবে না অসম্ভব সুন্দর একটা ব্যাপার 👌👌👌👌👌

  • @ashimroky871
    @ashimroky871 Год назад +2

    দিনের চেয়ে সন্ধ্যাটা অসাধারণ ছিলো গো জামাইবাবু।

  • @mizanstalin
    @mizanstalin Год назад +2

    অসাধারন ব্লগ। মনে হচ্ছিলো আমিও ওখানে আছি। খুব ভালো লাগলো।

  • @saimaislam581
    @saimaislam581 Год назад +3

    আলহামদুলিলাহ অনেক আনন্দ উপভোগ হচ্ছে মনে চাইলে ও জেতে পারি না সবাইকে শুভেচ্ছারইল ভালো থাকবেন

  • @maksudurrahman4932
    @maksudurrahman4932 Год назад +1

    অসাধারণ একটি ব্লগ 👌👍
    ধন্যবাদ ❤

  • @farabirahmannaim181
    @farabirahmannaim181 Год назад +1

    আযানের সুর ওনেক ভালো লাগলো❤

  • @UCqkdtMiE5ZquD_lF9prae4Q
    @UCqkdtMiE5ZquD_lF9prae4Q Год назад +3

    আসসালামু আলাইকুম। অসম্ভব সুন্দর ও দারুন, ধন্যবাদ ফারুক ভাই

  • @jabalerahmat7724
    @jabalerahmat7724 7 месяцев назад +1

    শুকরিয়া সুন্দর শহর so nice country Canada clean the road

  • @smtanvir8797
    @smtanvir8797 Год назад +1

    আহ, এমন ক্যাম্পিং আমার জীবনে ও দেখি নাই
    ধন্যবাদ রান ফারুক ভাই আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য 😅😊

  • @ArifAhmed-lb5og
    @ArifAhmed-lb5og Год назад +2

    খুব খুব ভালো লাগে আপনাদের ভিডিও আপনার বাবা আপনাদের পারিবারিক শিক্ষা দীক্ষা খুব ভালোভাবে দিয়েছে। কথা বলার ধরণ দেখলে বুঝা যায়।

  • @yesminamin9654
    @yesminamin9654 Год назад +2

    আসসালামু আলাইকুম ভাই। আপনি যেভাবে নিরাপত্তা ছাড়া গভীর জঙ্গলে (মনে পার্কে) ক্যাম্পিং করেন সেই ক্যাম্পিংটাই আমার কাছে এ্যাডভেঞ্চার মনে হয়। আজ কাভার ভ্যানে যে ক্যাম্পিং করলেন সেটা হলো নিরাপত্তার চাদরে ডাকা বিলাসবহুল ক্যাম্পিং।এটাও ভালো লেগেছে তবে আপনার টা বেশি ভালো লাগে। আপনি হলেন পাড়া বেরানো দুষ্ট মিষ্টি একটা ছেলে। গ্রাম থেকে মুরগী নিয়ে এলেন। ঘুরেফিরে সবার কাছ থেকে খাবর নিয়ে খাচ্ছেন অসাধারণ। মেরিজো তারেক আপনার সাথে ক্যাম্পিং করবে বলে, তারা অনেক আনন্দ নিয়ে কাজ করেছে। রাতের আলো আঁধারে বিদেশের মাটিতে অনেক বাঙালির এক সাথে উৎসব মুখর ক্যাম্পিং।অনেক ভালো লেগেছে। ভালো থেকেন দোয়া করি। Fiamanillah.

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      Walaikum Assalam. সেই দেশী মুরগীর রান আসবে আগামী ভিডিওতে 😜 ডিনার খেয়ে দেখবেন। না হলে কিন্তু খেতে মন চাইবে 💕🥰
      ধন্যবাদ ভাই।

  • @mryounus835
    @mryounus835 Год назад +3

    দেখার আগেই কমেন্ট করলাম ভালো লাগবে😊😊

  • @rubayethossan4305
    @rubayethossan4305 Год назад +2

    Ato long video tau dekhi
    Love This channel 🇧🇩❤️❤️❤️🇨🇦🇨🇦🇨🇦 Canada asbo student visa in sha allah 2024 a

  • @drshahin1407
    @drshahin1407 Год назад +29

    এই রকম ক্যাম্পিং আমার কাছে খুবই প্রিয় 👍 কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে রাস্তায় কোন নিরাপত্তা নেই 😢

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +2

      😞

    • @Bangladeshimomusa
      @Bangladeshimomusa Год назад +2

      Right bolsen Bangladesh hole aro moja hotho but security nai

    • @BISWAS67
      @BISWAS67 Год назад +1

      কেন ভাই @Drshahin 1407 আপনাদের দেশটা তো 95% মুসলিমদের দেশ তাহলে আপনাদের আরও বেশি নিরাপত্তাব্যবস্থা থাকার কথা
      sorry কথাটা কিন্তু আমার না

  • @nargisflowervlogs5158
    @nargisflowervlogs5158 Год назад +20

    আমার খুবই ভালো লাগে যে আপনি বাহিরে থাকেন অথচ সারাক্ষণ বাংলাদেশ নিয়ে কথা বলেন।কথায় কথায় বাংলাদেশ স্বরন করেন।

  • @mdshab3236
    @mdshab3236 Год назад +3

    অনেক awesome ছিল আজকের পর্ব টা খুবই ভালো লাগছে আজকের ভিডিওটা দেখে ধন্যবাদ স্যার আপনাকে।
    স্যারের কাছে আর একটা রিকোয়েস্ট স্যার আপনি যদি প্যারানরমাল এক্টিভিটি নিয়ে একটা ভিডিও বানাতেন। আপনার আমেরিকান ভ্রমণে বা আপনার ক্যাম্পিং ভ্রমণের যদি কোন প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটে থাকে সেগুলো গুলো আমাদের সাথে শেয়ার করতেন। সে পর্ব টা অবশ্যই awesome হত।
    স্যার আর আরেকটা রিকোয়েস্ট রাতে কিভাবে ঘুমাতে বিছানাই যান কিভাবে রাতটা উদযাপন করেন তার একটা ভিডিও করলে আরো ভালো লাগতো।
    ধন্যবাদ স্যার।

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      সব অলৌকিক ঘটনার লিংক দিলাম। Enjoy bhai.
      ruclips.net/p/PLUl3Y68FEtyeMXITzfQ1mJZDr9Tt9qhCx&si=W6EucDMDqGLzR38i

    • @mdshab3236
      @mdshab3236 Год назад +1

      স্যার এই ভিডিও গুলো আমি দেখেছি অনেক ভালো লাগছে। চাচ্ছিলাম এর পরে নতুন কোন পর্ব করবেন কিনা সেটার জন্য বলেছিলাম।

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +1

      @@mdshab3236 inshallah I will. Thank you.

    • @mdshab3236
      @mdshab3236 Год назад +1

      ❤❤❤

  • @shahadathosen1110
    @shahadathosen1110 Год назад +2

    একদম রো ফিলিংগস💙

  • @sikhadas8300
    @sikhadas8300 Год назад +2

    চাকার উপর বাড়ী, বাড়ীর মধ্যে গরম চা, পাড়া বেড়ানো সবই খুবই ভালো লাগলো। কিন্তু খুব দুঃখ পেলাম, এখানে ও বৃষ্টি হচ্ছে আর আপনি আমারে দেখাইয়া দেখাইয়া গরম সমোসা, মুড়ি খাইলেন 😭😭😭😅। ধন্যবাদ ভাই আজকের কেম্পিং সত্যিই দারুন, মন খুশী তে ভোরে গেলো 🤤🤤🤤

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +2

      সরি ভাই। যদি ইমেইলের মত পাঠানো যেত আপনার সাথে অবশ্যই মুড়ি, সমোসা ও বৃষ্টি পাঠিয়ে দিতাম 🥰💕

    • @sikhadas8300
      @sikhadas8300 Год назад +1

      @@AdventureTube21 বৃষ্টি তো আছে, কিন্তু ঐ দুইটা নাই, দেখি বানাইয়া খাইতে হবে 🙏😅

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад +2

      @@sikhadas8300 🥰💕

    • @sikhadas8300
      @sikhadas8300 Год назад +1

      @@AdventureTube21 🙏🤗

  • @rajibulhaque8154
    @rajibulhaque8154 Год назад +12

    Canadian Summer 😁😁 মাশাল্লাহ unexpected weather মধ্যে ও যে দারুণ সময় কাটে তা আপনাদের না দেখলে বুঝতাম না। আলহামদুলিল্লাহ ❤❤

  • @shanchitanahar8217
    @shanchitanahar8217 Год назад +5

    বাঙালি যেখানেই যান সবাই এক পরিবার হয়ে যায় ❤ দারুন লেগেছে এই ভিডিও! ভালো থাকবেন ভাইয়া!

  • @shaikhkhaled3683
    @shaikhkhaled3683 Год назад +2

    অসাধারন সুন্দর একটি অভিগতা ।

  • @abutayebtanzimulummahmdb7304
    @abutayebtanzimulummahmdb7304 7 месяцев назад +1

    দারুন লেগেছে ভাইয়া, যদিও অনেক দিন পর দেখেছি, তবুও অসম্ভব ভালো লেগেছে। জাযাকাল্লাহ প্রিয়

    • @AdventureTube21
      @AdventureTube21  7 месяцев назад +1

      Thank you. Jajakallah Khairan

    • @abutayebtanzimulummahmdb7304
      @abutayebtanzimulummahmdb7304 7 месяцев назад +1

      @@AdventureTube21 আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি। আপনার কানাডার বন্ধুটি খুবই একটিভ মানুষ। ভালো লেগেছে আপনার প্রতি ওনার ভালবাসা দেখে।
      আর দেশে আছেন কি না জানাবেন প্লিজ

    • @AdventureTube21
      @AdventureTube21  7 месяцев назад +1

      @@abutayebtanzimulummahmdb7304 জি ভাই। দেশে আছি এখন।

  • @smabusayedduke5206
    @smabusayedduke5206 Год назад +2

    খুব উপভোগ্য ছিল আঙ্কেল। নাভারন,শার্শা,যশোর, বাংলাদেশ থেকে।ভালো থাকবেন।দোয়া করি।

  • @MahediHasan-cq1ze
    @MahediHasan-cq1ze Год назад +2

    অসাধারণ অসাধারণ অসাধারণ ❤

  • @tanvirislamshakil2011
    @tanvirislamshakil2011 Год назад +1

    এমন ব্লগার আর দেখি নাই যে প্রতিটা কমেন্টের উত্তর দে। ব্লগটা অসাধারণ ছিল দাদাভাই।

  • @ASHRAFULALAM-cg6dg
    @ASHRAFULALAM-cg6dg 3 месяца назад +1

    Wow so nice campy mr tarek and merejo there are so nice couple, all time they do hard work, thanks to md al Faruk for your wonderful contents, god bless you you all, you are in my prayers 🤲🤲🤲

  • @kisorkumerdada6449
    @kisorkumerdada6449 Год назад +3

    অনেক সুন্দর মনোরম পরিবেশে আপনাদের ক্যাম্পিং । আর চিনাবাদাম এখন কার দাম এইদামে স্বর্ণ কেনা যাবে কয়েক ভরি ।

  • @iamjobayer_
    @iamjobayer_ Год назад +2

    Camping video always dekhte valo lage !💙

  • @sajalrahman007
    @sajalrahman007 Год назад +1

    খুবই উপভোগ করলাম। রাজশাহী বাংলাদেশ থেকে❤

  • @MdJony-j8i
    @MdJony-j8i Год назад +1

    অসাধারণ গ্রাম❤❤❤

  • @roksanajahan3809
    @roksanajahan3809 Год назад +2

    কুবই ভালো লেগেছে।

  • @shahzebk3921
    @shahzebk3921 Год назад +2

    দেখে অনেক শান্তি পেলাম বড় ভাই আর আপনাদের সাথে হলে তো হয়েছে আর কোন কথাই নাই খুবই সুন্দর পরিবেশ

  • @zakirzakir9069
    @zakirzakir9069 Год назад +2

    Amazing, Outstanding
    Great campaign.......❤

  • @elmanur7093
    @elmanur7093 Год назад +3

    আহা কি আনন্দ , সবার জন্য দোয়া রইলো,

  • @munnabiswas19990
    @munnabiswas19990 Год назад +3

    শান্তি কি জিনিস ওদের দেখলে মনে হয় ☺☺

  • @tapandeb4419
    @tapandeb4419 Год назад +1

    Enjoyed much this video, carry on 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @knowledgecity-fy3on
    @knowledgecity-fy3on 11 месяцев назад +1

    এক ভিন্ন দেশের নিজেদের মানুষের সাথে আনন্দ উদযাপন করা এক সেরা মুহূর্ত

  • @robiulhossain208
    @robiulhossain208 Год назад +1

    আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম ভিডিও দিবেন জাতে আমার দেখতে পাই আমাদের সাদ্যা নাই

  • @rajibahamad6395
    @rajibahamad6395 Год назад +1

    খুব উপভোগ করলাম ভিডিও টা।। ধন্যবাদ

  • @SamimJubo
    @SamimJubo Год назад +1

    আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে ❤

  • @kanizkhan2308
    @kanizkhan2308 Год назад +2

    এক কথায় অসাধারণ।

  • @altafh0ssainbakulbakul827
    @altafh0ssainbakulbakul827 Год назад +2

    ফারুক ভাই আসসালামু আলাইকুম, চিনা বাদাম খাওয়ার জন্য যে ঝাল লবন খাই সেই ঝাল লবন তৈরি করতে লাগে ভাজা পাকা শুকনা মরিচ, কিছু কালো মরিচ ভাজা এবং বিট লবন ভাজা, এই গুলি এখন এক সঙ্গে গুঁড়া করে মিশালে তৈরি হয়ে যাবে পারফেক্ট বাদাম খাওয়ার ঝাল লবন,এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের চীফস, পাপরের উপর ছিটিয়েও খেতে পারবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Walaikum Assalam. কালো মরিচ কি গোল মরিচ? পরিমান বা রেশিও কেমন হবে জানালে খুশী হবো। ধন্যবাদ ভাই 💕

  • @mozammelhaqmishuk
    @mozammelhaqmishuk Год назад +1

    অনেক দিন পর ই আপনার ব্লগ দেখালাম, অনেক ভাল লাগে আপনাকে, You are a Muslim.

  • @pintostravels2179
    @pintostravels2179 Год назад +2

    সেইরাম লাগলো…! 👌👏নেক্সট পর্বের অপেক্ষায়..!❤

  • @lakhybegum2391
    @lakhybegum2391 Год назад +1

    বাড়ি মত গাড়ি দেখেই ভিডিও টা দেখা হল আমি এর আগে ঘটবে দেখছি আমার খুব পছন্দ এইগাডি আমার অনেক শখ এরকম একটা বাড়ি করতে পারতাম সব জায়গায় নিয়ে যেতে পারতাম 😂😂❤❤

    • @AdventureTube21
      @AdventureTube21  Год назад

      Thank you 😊

    • @humayunrashid8258
      @humayunrashid8258 3 месяца назад

      🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿😕🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🇿🇲🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🇺🇦🇺🇦😧😕🇺🇬

  • @chandrachaudhurissong6812
    @chandrachaudhurissong6812 Год назад +2

    খুব সুন্দর আয়োজন ❤❤ সকলে আন্তরিক ভাবে অংশগ্রহণ করেছেন 🎉🎉 দেখে খুব ভালো লাগলো 🎉🎉
    ভালো থাকবেন আপনারা।😊

  • @esrafilvlogs8204
    @esrafilvlogs8204 Год назад +1

    অনেক ভালো হয়েছে ভাইয়া

  • @SRP7FIRE
    @SRP7FIRE Год назад +2

    ভাই তোমাদের জীবন, আমাদের ও জীবন ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ কবে যে আসবো ওখানে।

  • @bdtraveller66
    @bdtraveller66 Год назад +2

    অসাধারণ 👍

  • @ibrahimshaikh4188
    @ibrahimshaikh4188 Год назад +3

    ফারুক ভাই আপনার সাথে আমরাও যখন ঘুরি ... মানে পুরো আমেরিকা ঘুরলাম আর খুব আনন্দ পেয়েছি ... আসলে ভিডিও দেখি আর মনে হয় এটা অসাধারণ। কিন্তু তারেক ভাই মেরিজো আর আপনার সাথে যে ক্যাম্পিং করলাম সেটা অনেক অসাধারণ কে ছাপিয়ে গেছে। আরো অসাধারণ ভিডিও দেখার জন্যে অধীর আগ্রহে বসে থাকলাম ভালো থাকবেন

  • @sudhanroyofficial
    @sudhanroyofficial Год назад +2

    অনেক সুন্দর একটা মূহুর্ত আংকেল এবং ভীষণ ইনঙ্জয়, ❤ শুভ কামনা আপনার জন্য . এবং আপনি আছেন বলে আমরা দেখতে পাই জীবনে তো যেতে পারবো না,

  • @mahamudmoreheadnahid3939
    @mahamudmoreheadnahid3939 Год назад +1

    খুব সুন্দর 💙

  • @shahajahansaju9579
    @shahajahansaju9579 Год назад +1

    বাংলাদেশে বসে দেশের বাহিরের সৌন্দর্য দেখতে পাই শুধু আপনাদের মত কিছু প্রবাসী কনটেন্ট ক্রিকেটারদের জন্য আপনাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা এমন সুন্দর সুন্দর ভিডিও আমরা বাংলাদেশে বসে দেখতে চাই , তবে আমার কখনো বাংলাদেশের বাইরে যেতে ইচ্ছে সেখানে থাকতে ইচ্ছে করে না শুধু দূর থেকে দেখতে ইচ্ছে করে 😊

  • @juwelhasan979
    @juwelhasan979 Год назад +2

    গাড়ির পিছেনে বাংলাদেশের যে মেপ টা লাগানো আছে দেখে অনেক ভাল লাগল ধন্যবাদ অবিরাম ভালবাসা রইল

  • @murad9751
    @murad9751 Год назад +2

    Onek onek valo cilo.(sir)monehoy ameo oikane celam.

  • @darsibiswas223
    @darsibiswas223 Год назад +1

    ভাই অসাধারণ আপনাদের সঙ্গে আমিও অনেক ইনজয় করলাম আপনাদের সকলকে ধন্যবাদ।

  • @aminprodan7832
    @aminprodan7832 Год назад +1

    Onnek balo cilo camping ta🥰🥰🥰