কসবা উপজেলা - Kasba upazila .... জেনে নিন কসবা উপজেলা সম্পর্কে।

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июл 2022
  • এক নজরে কসবা উপজেলা।
    কসবা
    বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের বামনবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা।
    চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্বে এবং বাহ্মনবাড়িয়া জেলার সর্ব দক্ষিণ পূর্বে এ জেলার অবস্থান।
    এ উপজেলার:
    উত্তরে: তিতাস নদী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা
    উত্তর-পূর্বে: আখাউড়া উপজেলা
    উত্তর-পশ্চিমে: নবীনগর উপজেলা
    দক্ষিণে: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা
    পূর্বে: ভারতের ত্রিপুরা রাজ্য
    পশ্চিমে: কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা অবস্থিত।
    কসবা উপজেলার আয়তন ২০৯.৭৮ বর্গ কিলোমিটার (৫১,৮৩৭ একর)।
    কসবা ফরাসী শব্দ। কসবা শব্দটির অর্থ উপশহর বা জনপদ। ভারতবর্ষে মুসলমান শাসনামলে ১৩৩৮ খিস্ট্রাব্দে আলাউদ্দিন হোসেন শাহ রেল স্টেশনের পশ্চিম পাশে কৈলাঘর নামে একটি দূর্গ নির্মাণ করেছিলেন। ঐ দূর্গের আশে পাশে প্রথম দিকে জনবসতি এবং পরবর্তীতে আস্তে আস্তে ছোট শহর কসবা গড়ে ওঠে। সেজন্য কৈলাগড় থেকে কসবার উৎপত্তি। রেল স্টেশনের পশ্চিম পাশে কৈলাগড় দূর্গের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
    কসবা উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন।
    পৌরসভা:
    কসবা
    ইউনিয়নসমূহ:
    ১নং মূলগ্রাম
    ২নং মেহারী
    ৩নং বাদৈর
    ৪নং খাড়েরা
    ৫নং বিনাউটি
    ৬নং গোপীনাথপুর
    ৭নং কসবা পশ্চিম
    ৮নং কুটি
    ৯নং কায়েমপুর
    ১০নং বায়েক
    কুটির শিল্প - মৃৎ শিল্প, সূচী-শিল্প।
    রপ্তানী পণ্য - শাক-সবজি
    মাছ চাষ, উপজেলাটি অর্থনীতিতে বড় অবদান রেখেছে।
    আনন্দময়ী মা (১৮৯৬-১৯৮২) - হিন্দু আধ্যাত্মিক সাধিকা
    আনিসুল হক - রাজনীতিবিদ এবং আইন মন্ত্রী
    আনোয়ার হোসেন - বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
    আব্দুর রহিম (জেনারেল)
    আবু সালেক - বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কিশোর বীর মুক্তিযোদ্ধা
    মনির আহমেদ খান - বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
    মোহাম্মদ হোসেন খসরু - উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী
    মাকসুদ এইচ ভুঁইয়া - লেখক, সুফি, দার্শনিক
    ডাঃ এম. এ. রহমান - চিকিৎসক, সুফি-দার্শনিক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সম্পাদক এবং চীর-কূমার
    সামসুল হক - বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
    সিরাজুল হক - আইনবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং রাজনীতিবিদ[১১]
    সৈয়দ আব্দুল হাদী - জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী
    মোহাম্মদ জাহাঙ্গীর ওসমান - সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন
    লিয়াকত আলী - সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন
    শাহ আলম - সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন
    হাসনাত আব্দুল হাই - লেখক ঔপন্যাসিক
    এখানকার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কৃষক। প্রধান ফসলঃ ধান, গম, বিভিন্ন ধরনের সব্জী। লুপ্ত বা লুপ্ত প্রায় শষ্যাদিঃ কাউন, আউস ও আমন ধান, পাট ও অড়হর ডাল।
    এ উপজেলায় গ্রীষ্ম, বর্ষা ও শীত এই তিনটি ঋতুর প্রাধান্য পরিলক্ষিত হয়। সর্বোচ্চ তাপমাত্রা মে মাসে ৩০ ডিঃসেঃ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ডিঃসেঃ পরিলক্ষিত হয়। জলবায়ু নাতিশীতোষ্ণ ও স্বাস্থ্যকর। বার্ষিক সর্বোচ্চ বৃষ্টিপাত ১১৪.৬৫ ইঞ্চি এবং সর্বনিম্ন বৃষ্টিপাত ৫৬.৪৩ ইঞ্চি এবং গড় বৃষ্টিপাত ৭৮.০৬ ইঞ্চি।
    ২০১১ সালের আদমশুমারি অনুসারে কসবা উপজেলায় মোট জনসংখ্যা ছিল ৩,১৯,২২১ জন ও পরিবার সংখ্যা ৬০,৯১৯টি। এই উপজেলার প্রতি প্রতি ১০০ জন মহিলার (৫২.৪%) বিপরীতে পুরুষের সংখ্যা ৯১ জন (৪৭.৬%)। মোট জনসংখ্যার ৪২.৪% শিশু (০-১৪ বছর)। জনসংখ্যার অধিকাংশই ইসলামের অনুসারী (৯৫.৭%)। বাকি ৪.৩% হিন্দু ধর্মের অনুসারী। কসবা উপজেলার গড় সাক্ষরতার হার ৫০.৭% (৭+)। প্রথম বিয়ের ক্ষেত্রে পুরুষদের গড় বয়স ২৪.৪ বছর এবং মহিলাদের গড় বয়স ১৯.৮ বছর। [৯]
    তিতাস, সালদা, বিজনা, সিনাই, সাঙ্গুর, বুড়ি, রাজার খাল, অদের খাল, কালিয়ারা নদী কসবার মধ্যে অতিক্রম করেছে। এ উপজেলার পূর্বপ্রান্তে রয়েছে লাল মাটির পাহাড়ী টিলা ভূমি।
    শিক্ষা ব্যবস্থা
    সম্পাদনা
    ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কসবা উপজেলার সাক্ষরতার হার ৫০.৭%। [২] এখানে রয়েছে:
    সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ১৬০টি
    কিন্ডার গার্টেন: ৫৪টি
    উচ্চ বিদ্যালয়: ৩৯টি
    সরকারী উচ্চ বিদ্যালয়: ২টি
    নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: ২টি
    মাদ্রাসা: ২৩টি
    দাখিল মাদ্রাসা: ১৬টি, সিনিয়র মাদ্রাসা: ৭টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা: ২টি
    কলেজের সংখ্যা: ৮টি
    মহিলা কলেজের সংখ্যা: ৩টি
    গণশিক্ষা পাঠাগার: ১১টি
    টেকনিক্যাল ইনস্টিটিউট: ০১টি
    কসবা উপজেলার দর্শনীয় স্থান সমূহ
    কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ
    লক্ষীপুর শহীদ সমাধিস্থল
    বাংলাদেশের প্রথম ও একমাত্র কোরআন ভাস্কর্য
    কসবা সীমান্ত হাট বা বাজার
    কমলা সাগর কালিমন্দির
    এছাড়াও কসবা উপজেলার দর্শনীয় স্থানের মাঝে ব্যাপক পরিচিত রয়েছে-
    কল্যাণ সাগর দিঘী
    এছাড়াও কসবাতে রয়েছে পদ্মদিঘী, নামে বহু পুরাতন অনেক বিশাল বিশাল দীঘি ও পুকুর।
    My Facebook ID : www.facebook.c...
    Facebook Page :
    / md-yeamin-amin-1055744...
    Facebook Group :
    www.facebook.c...
    Instagram ID:
    I'm on Instagram as @mohammad_yeamin_amin. Install the app to follow my photos and videos. www.instagram....
    Twitter ID :
    ye...
    My TikTok ID :
    vm.tiktok.com/...
    Snake Video ID :
    l.likee.video/...
    This vlogger makes great videos! Come watch!
    sck.io/u/lsMsEKdH
    Likee ID :l.likee.video/...

Комментарии •