ও দীন বন্ধুরে, তুমি বিনে আমার কেহ নাই। আমার অপরাধী দেহ লইয়া বল আমি কোথায় যাই।। 3 আরতো কেহ নাই। ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই। যারা আমার আপন ছিল,দয়াল তারা আমায় পর হইল রে। ও তুমি যদি দাও গো ফেলে, ওরে বলো দয়াল আমি কোথায় যাই। আরতো কেহ নাই। ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই। দশ ইন্দ্রিয় রিপু জনা তারাই দিল কুমন্ত্রনা রে। ও আমার মনের দুঃখ বুঝার মতো বলো এমন বান্ধব কেহ নাই। আরতো কেহ নাই। ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই। আহার, একে আমার জীর্ণ তরি, কেমনে দিব ভবনদী পাড়ি গো। ও তমি পার করে দাও নিজ গুনে আকুল প্রাণে ডাকি তাই। আরতো কেহ নাই। ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই। আহার পড়ে মায়ার সংসার জালে,দয়াল তোমায় রইলাম ভুলে গো। ও বাউল রহমানে কেঁদে বলে, ঘর ছাড়িয়া পথে তাই। আরতো কেহ নাই। ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই।
Khub sundor gan
অনেক ধন্যবাদ ভাল থাকবেন 🙏
খুব সুন্দর গান আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা ভাই
ধন্যবাদ, ভাল থাক সুস্থ থাক। জয় শ্রীকৃষ্ণ
ধন্যবাদ আপনাদের সকলকে এবং আপনাদের শ্রীচরনে শতকোটি প্রনাম রইল।
অধম পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রনাম ,ভাল থাকবেন 🙏🙏
ও দীন বন্ধুরে, তুমি বিনে আমার কেহ নাই।
আমার অপরাধী দেহ লইয়া বল আমি কোথায় যাই।। 3
আরতো কেহ নাই।
ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই।
যারা আমার আপন ছিল,দয়াল তারা আমায় পর হইল রে।
ও তুমি যদি দাও গো ফেলে, ওরে বলো দয়াল আমি কোথায় যাই।
আরতো কেহ নাই।
ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই।
দশ ইন্দ্রিয় রিপু জনা তারাই দিল কুমন্ত্রনা রে।
ও আমার মনের দুঃখ বুঝার মতো বলো এমন বান্ধব কেহ নাই।
আরতো কেহ নাই।
ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই।
আহার, একে আমার জীর্ণ তরি, কেমনে দিব ভবনদী পাড়ি গো।
ও তমি পার করে দাও নিজ গুনে আকুল প্রাণে ডাকি তাই।
আরতো কেহ নাই।
ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই।
আহার পড়ে মায়ার সংসার জালে,দয়াল তোমায় রইলাম ভুলে গো।
ও বাউল রহমানে কেঁদে বলে, ঘর ছাড়িয়া পথে তাই।
আরতো কেহ নাই।
ও দীন বন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই।
ধন্যবাদ 🙏🙏
হৰেকৃষ্ণ
জয় নিতাই গৌর হরিবল