ভিডিওর নাম দিয়েছেন 'ফিল্ড টেস্টে পাস করার গোপন টেকনিক' কিন্তু টেকনিকটা কি সেটাই বললেন না। 'জটিল', 'কঠিন', জোস- এ সকল চটুল শব্দ ব্যবহার করে ভিডিওটা শেষ করেছেন।
কি হাস্যকর ড্রাইভিং টেষ্ট আমাদের দেশে হয়। এই মাঠের মধ্যে মুছরামুছরি করে চালাতে পারলেই সে পাশ। সে রাস্তার মাঝে কিভাবে চালায়, রাস্তার নিয়ম কানুন জানে কিনা কিচ্ছু দেখা লাগেনা😂
@@ImRunVlogs ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি ধরে , আবার গাড়ি ছাড়া লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এটা কেমন নিয়ম। তারা কি ওইখানে একটা গাড়ি রাখতে পারে না...?
ভিডিওর নাম দিয়েছেন 'ফিল্ড টেস্টে পাস করার গোপন টেকনিক' কিন্তু টেকনিকটা কি সেটাই বললেন না। 'জটিল', 'কঠিন', জোস- এ সকল চটুল শব্দ ব্যবহার করে ভিডিওটা শেষ করেছেন।
টেকনিক এটাই যে কোন টেকনিক নাই। এখানে দেখানো হয়েছে কিভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে, সেটাই হলো টেকনিক।
😂
Halai bolod
@@ImRunVlogs টেকনিক যখন নাই তখন সেটা লেখার কোন প্রয়োজন ছিলো না। আসল কথা হলো, ভিউ কামানো
@@ImRunVlogs😂😂😂😂😂❤❤
Nije je bike chalabo sei bike niye jete hoy ?jodi biker kagoj na take kuno problem hobe?
সাধারনত সমস্যা হয় না। পরীক্ষার সময় এত কিছু দেখে না। তবুও নাম্বার নাই চোখে পড়লে ঝামেলা করলেও করতে পারে। যদিও সমস্যা নেই জানা মতে।
@ImRunVlogs tnx
লাইট + মোটরসাইকেল থাকলে দুটির পরীক্ষায় দেয়া লাগে? আমি মোটর সাইকেল পারিনা!
যেটার জন্য লার্নার করবেন সেটাই দিতে হবে
Vai find tested fail korle ki. Abar learner korte hoy.. Naki porikka dite hoy
আবার লার্নার করে পরীক্ষা দিতে হয়
বাইক কি নিয়ে যেতে হবে, নাকি ওইখান থেকে দিবে ওনারা, বাইক না নিয়ে গেলে হবে না??
নিয়ে যেতে হবে
না নিয়ে গেলে টেস্ট দিবেন কি দিয়ে?
Do you know what is the present status of smart card supply? Thanks
এখন খুব দ্রুত দিয়ে দেয়। পাশ করার ১-২ সপ্তাহের মধ্যে
Zikzak a fail korle ki driving licence dibe??
না। পুর্নরায় জিগজ্যাগ পরীক্ষা দিতে হবে। ৩ মাস পর।
ওই তিন মাসে কি বাইক বৈধ ভাবে চালানো যাবেনা?@@ImRunVlogs
@@ImRunVlogs শুধু জিগজ্যাগ পরিক্ষা দিতে হবে নাকি আবার লিখিত মৌখিক দিতে হবে ?
এই যায়গা থেকে পাস করে আশছি।।।।।খুব ভয়ংকর। সারা জীবনে ও ভুলব না।।
Contai RTO test drive
এটা বাংলাদেশে দিদি।
এক খুঁটি থেকে আরেক খুঁটি দূরত্ব কত ?
8feet
Fail করলে কি আবার কবে apply করা যাবে?
যাবে। আবার ১ মাস পর টেস্ট
টাকা দিলে পরীক্ষাও লাগেনা, এমনিতেই পাস, এটাই বাংলাদেশ।
কি হাস্যকর ড্রাইভিং টেষ্ট আমাদের দেশে হয়। এই মাঠের মধ্যে মুছরামুছরি করে চালাতে পারলেই সে পাশ। সে রাস্তার মাঝে কিভাবে চালায়, রাস্তার নিয়ম কানুন জানে কিনা কিচ্ছু দেখা লাগেনা😂
ফাজলামো একটা।
Setai
🤣
ভাই গাড়ি নিয়ে যাওয়া লাগে নাকি
হ্যাঁ।
বাংলাদেশ এমন একটা দেশব, যেখানে বৈধ ভাবে কিছু করতে গেলে জটিলতা বেশি।৷
হুমম কথা সত্য।
tecnique holo coto bike nite hobe
কথা সত্য
যাদের গাড়ি নাই তারা কি করবে...?
গাড়ি নিয়ে যেতে হবে। নাহলে পরীক্ষা দিবেন কিভাবে
@@ImRunVlogs ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি ধরে , আবার গাড়ি ছাড়া লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এটা কেমন নিয়ম। তারা কি ওইখানে একটা গাড়ি রাখতে পারে না...?
আছে ২০০ টাকা ভাড়া নিতে হয়
ভাই ফিল্ড টেস্টে ফেল করলে কারে কত দিলে পাস করা যায়?
আবার পরীক্ষা দিতে হবে।
ভাইয়া স্কুটির
কি সেইম পরিক্ষা নিবে,, মহিলাদের জন্য?
যদি সেটা ইঞ্জিন চালিত হয় তবে পরিক্ষা দিতে হবে সেম। আর যদি ব্যাটারি চালিত হয় তাহলে লাইসেন্স ই লাগবে না আপনার।
ওও আচ্ছা,, আমারও এই মাসেই পরিক্ষা 😇
ড্রাইভিং লাইসেন্স থাকা ভালো। যদি না পারেন তবে দালাল কে কিছু টাকা দিয়ে কাজ করিয়ে নিতে পারেন।
Hobe
কয়বার সুজোগ দেয
একবারই৷ ফেল করলে৷ ১ মাস পর আবার
ফেইল হলে কি হবে
abar exam 3 month por
টাকা দিয়ে পাশ
টাকা দিলেই ফেইল নাই আর পাস 🤣
Ei field xm e fail korle pore abr kobe dite dey xm?
৩ মাস পর।
তখন পরীক্ষা দিতে গিয়া আবার টাকা লাগবে@@ImRunVlogs
এটা জাস্ট একটা ফাজলামি এতো ক্লোস্ড টার্ন রাস্তার কোথায় আছে ভাই ?
দেশেই সম্ভব। ফাজলামো সিস্টেম। ঘুসের ধান্দা
এক খুঁটি থেকে আরেকটি দূরত্ব কত ভাইয়া
বিভিন্ন জায়গায় বিভিন্ন। এখানে ৯ ফিট ছিলো৷
Ami normally pass koreci
Good
বাড়ার ট্রেনিং😂😂
ভিডিও থামনেইল লিখলেন একটা এবং ভিডিওর ভিতরে করলেন আরেকটা। ফাইজলামি শুরু করছেন 😡।ভিউজ পাওয়ার জন্য মানুষকে মিথ্যা ব্যবহার করছেন কেন।
আপনার বন্ধু বুদ্ধিমান। যে বাইক নিয়ে গেছে সেই বাইকের হ্যান্ডেল এত বেশি পরিমান ঘুরে যে একই স্থানে ঘুরানো যায়। বুদ্ধি আছে
হুমমম
বাইক কি সাথে নিয়ে যেতে হয় নাকি?
ভিডিও করলেন কি ভাবে
সবার সামনেই।
Caption ar shathay video ar mil rakha uchit silo boka content creator 😂😂
Dabas 8888ti bick
Sob fail 😂😂
হো
টেকনিক হল :
৫০ বা ৮০ সিসি এর বাইক নিয়ে যেতে।
কারণ, বেশি সিসি এর বাইকে দ্রুত স্পিড ওঠে। যেকারণে, টার্ন নেওয়া যায় না সহজে।
৮০ সিসির বাইকের জন্য ফাকা আরো ছোট