নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন - Dream of Building a New Bangladesh. |
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- #ailofi #ailofimuzic #banglamusic #bdlofi #নতুন_বাংলাদেশ_গড়ার_স্বপ্ন
#Dream_of_Building_a_New_Bangladesh
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন" is a powerful and evocative anthem that captures the essence of passion, revolution, and hope for a brighter future. Through the voices of both male and female artists, this song reflects the struggles of the people of Bangladesh, addressing the fight for justice, the desire for change, and the ongoing battle for freedom. With a mixture of intense, heartfelt lyrics, this song expresses the deep yearning for a new Bangladesh, free from corruption and oppression. The melody combines rebellious rhythms with powerful drumbeats, electric guitars, and traditional bamboo flutes, creating an immersive soundscape that inspires courage and unity. This song is a call to action, encouraging the youth of Bangladesh to rise up and shape the future with determination and vision.
#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন_২০২৪_এর_গান
#quota_reform_movement
#step_down_corruption_bangladesh
About বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪:
The বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ is a groundbreaking student movement in Bangladesh that stands against inequality, social injustice, and systemic oppression in education. This movement highlights the youth’s power and determination to bring transformative change.
Driven by the disparities in education, economic opportunities, and social equity, this movement has become a beacon of hope. Students are uniting to challenge the divide between public and private education systems, fight for equal access to quality education for all, and address the struggles of marginalized communities.
The Lyrics:-
Verse 1
স্বৈরাচারের গর্ভখণ্ডে রক্তে লেখা ইতিহাস,
আমরা তবু জ্বালিয়েছি স্বপ্নের অগ্নিশিখা বারবার।
মধ্যরাতের ফোনে ছিনিয়ে নেয় যারা প্রাণ,
তাদেরই ছায়া আজ শাসনের মসিহা, শৃঙ্খল বিধান!
Verse 2
"চাঁদার টাকায় পকেট ভারি, রাজপথে রক্তের গন্ধ,"
ভিন্নমতের গলায় ফাঁসি, নীরবতা যার প্রতিধ্বনি।
কোনো স্বামী, আত্মীয় নয়-এই দেশ তো সবারই মায়া,
তবু কেন ক্ষমতার নেশায় ভেসে যায় ন্যায়ের গাঁথা?
Chorus
"জোর যার মুল্লুক তার!"-এই তো শাসনের ভাষা,
"দেশটা তবু হচ্ছে না ঠিক!"-বেদনার এই রাশা।
রাজনীতির নাট্যমঞ্চে আমরা দর্শক নই,
জাগো ভাই, জাগো বোন, আমরাই তো আগুনের স্বাক্ষরী!
Verse 3
'৭১-এর রক্তে লেখা, '২৪-এর প্রতিশ্রুতি,
কেন আজ ক্ষমতার বাজারে বিক্রি হয় মাটির সন্ততি?
মগের মূল্লুকের দাসত্বে ফিরবো না আর কভু,
ছাত্রসমাজের তর্জনী আজ শাসকের চোখে শূল!
Verse 4
বয়সে তরুণ, হৃদয়ে অগ্নি-মেধায় আমরা অস্ত্র হাতে,
দুর্নীতির বিষবৃক্ষ উপড়ে ফেলবো এই রাতের আগাতে।
"চুপ করে থাকবো?"-ভুলো না, বোবার শত্রু সবচেয়ে কম,
আমাদের ঠোঁটে এখন জ্বলে স্বাধীনতার জ্বালাময়ী সংকল্পবাণ!
Chorus
"জোর যার মুল্লুক তার!"-এই তো শাসনের ভাষা,
"দেশটা তবু হচ্ছে না ঠিক!"-বেদনার এই রাশা।
রাজনীতির নাট্যমঞ্চে আমরা দর্শক নই,
জাগো ভাই, জাগো বোন, আমরাই তো আগুনের স্বাক্ষরী!
Bridge - Female Voice (with trembling melody)
শুনো! মধ্যরাতের সেই ক্রন্দন-যে কান্না মাটি চেনে,
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী-কোথায় ছিলে তখন?
কোনো পতাকা নয়, কোনো দল নয়-আমরা শুধু বাংলাদেশ,
শোককে শক্তিতে বদলে, আজ ছিনিয়ে আনবো ন্যায়ের অগ্রেশ!
Bridge - Male Voice (with intensity)
"হিসাবের দিন আসবে!"-জমেছে রক্তের ঋণ,
যে হত্যা করে, যে চুপ থাকে-সবাই accused, সবাই guilty!
"মরব একজন, জন্ম নেবে হাজার!"-এই তো আমাদের জয়গান,
স্বৈরাচারের কবর রচবে অশিক্ষিত নয়, একটি শিক্ষিত প্রজন্ম!
Final Verse
ভোটের বাক্সে নয়, রাস্তায় লড়াই-এই বার্তা ছড়িয়ে দাও!
"চাঁদাবাজি," "দুর্নীতি"-এই শব্দগুলো কবরে পাঠাও!
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন-২০২৪-এর অঙ্গীকার,
রক্তে গরম হও, ভাই-এখনই সময় অগ্নিস্ফুলিঙ্গ ছড়াবার!
#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন_2024
#AntiDiscriminationStudentMovement2024
#EqualityForStudents
#StudentRights
#FightForEquality
#StudentsForJustice
#EqualityNow
#StudentRevolution2024
#JusticeForStudents
#BreakTheChains
#EndDiscrimination
#EqualRightsForAll
#StudentActivism2024
#StandUpForJustice
#NoToInjustice
#StudentsForChange