বাংলাদেশের মুক্তিযুদ্ধ না দেখলে ও মা, দিদা, দাদু, পূর্ব পুরুষের মুখে যা শুনেছি, অত্যন্ত মর্মান্তিক, যে মুক্তিযোদ্ধা র সপরিবার নিধন কারী কি করে জীবিত থাকতে পারে, 2024 সালে এসে আমি অবাক।
😢বাংলাদেশের আসল দেশপ্রেমিক এবং প্রচন্ড রিস্ক এবং দেশের জন্য স্যাক্রিফাইজ করে নিজেকে উৎসর্গ করার জন্য স্যার আমরা সবাই প্রানভরে দোয়া করি।এই ত্যাগ সবাই করবে না,স্যালুট স্যার আপনাকে।
ভাই যে যাই বলুন, উনি হত্যাকারী। শেখ মজিবুর রহমান এর পরিবার সহ উনারা হত্যা করেছেন। শেখ মজিবুর রহমান যদি অপরাধী হতেন, তাইলে উনাকে আইনি মাধ্যমে শাস্তি দিতো, তারা আগে অই পরিবেশ তৈরী করতো।যেহেতু তারা উনাকে পছন্দ করেন না। তা না করে হত্যা করেছেন। যা ইসলাম এবং সকল ধরনের আইনের বিপরীত। হত্যাকারী শুধু হত্যাকারী।
আপনি যদি “আমি মেজর ডালিম বলছি” ও মেজর জলিলের লিখা “ অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা” বইগুলো পড়তেন বা শুনতেন তাহলে শেখ মুজিবকে কখনো বঙ্গবন্ধুত বলতেন নাই আরো শেখ ও তার দলবলের প্রতি বিরক্ত হতেন। জানতেন সত্যিকার কারা বাঃদেশ স্বাধীন করেছিল ।
তারা ইতিহাস বিকৃতির বও করেনি। তারা ইতিহাসকে স্বীকার করে নিয়ে বলেছে তারা রক্ষীবাহিনীর জল্লাদ বাকশালি মুজিবকে হত্যা করেছিলেন, এবং জাতিকে দেশের প্রথম স্বৈরাচারীর হাত থেকে রক্ষা করেছিলেন। হাসিনা পিলখানা, শাপলা চত্ত্বর, গুম-খুন, ক্রসফায়ার, আয়নাঘর, জুলাই হত্যাকাণ্ড এত এত অপরাধ করার পরও নির্লজ্জের মতো সত্যকে অস্বীকার করে।
অসাধারণ একটি স্বাক্ষাৎকার। যে সময়ে এটা নেয়া হয়েছিল তখন প্রচার হলে দেশটা সৈরাচার হাতে এভাবে ক্ষতিগ্রস্ত হতো না। দেশের মানুষের দেশ প্রেম আরো বেড়ে যেতো। এখনও এর প্রভাবে তরুন্দের দেশ প্রেম বৃদ্ধি পাবে।
আমি বিস্ময় নিয়ে দেখলাম,মানুষ কি ভাবে ৬ বছরের শিশু ও গর্ভবতী নারী কে হত্যা করে আবার বলছেন তা আবার প্রচার হচ্ছে,এবং আবার বলেন ভালো আছি!আল্লাহ রহম করুন এ-ই অদ্ভুত জাতিকে ।।
পাকিস্তান সরকারের স্যারান্ডার করার রেডিও এনাউন্সমেন্ট এর পরিপ্রেক্ষিতেই আর্মিরা ও পুলিশবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সমবেতভাবেই। এটা খুবই ভাল হয়েছে এই যুদ্ধে জয়ী হওয়ার। ভাল লেগেছে ওনার সাক্ষাৎকার। সততার সাথেই উনি সব বলেছেন।
কর্নেল রশিদের সাক্ষাৎকার অজ্ঞানতার পরিচয় দিয়েছে। যেহেতু তিনি মুক্তিযুদ্ধের শেষ সময়ে অক্টোবর মাসে যোগ দিয়েছিলেন এজন্য মুক্তিযুদ্ধে শুরু থেকে উনার অনেক কিছু অজানা আছে।
রশিদ সাহেব অক্টোবর মাসে যোগ দিয়েছেন তাকে আপনার মুক্তি যোদধা মানতে আপনি নারাজ কিন্তু মুরগী কবির বিচারপতি মানিক যে লন্ডনে ছিল সে সময় আর সে মুক্তি যোদধা হিসাবে দাবি করেছে তা ঠিক ভাবেই মেনে নিয়েছেন ….. আর যারা যুদ্ধ করল তাদের কে আপনার কাছে মুক্তি যোদধা মনে হয় না….
বয়স্ক মানুষ ভদ্র মানুষ বেচে আছেন সুস্থ আছেন শুকরিয়া। জীবন পরিচারনায় ভালো করেছেন না মন্দ করেছেন আমরা কিছুই জানি না এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। এবং উনিই শেষ বিচার দিনের শ্রেষ্ঠ বিচারক ও উত্তম ফয়সালা কারী। দোয়া রইলো বাকি জীবন টুকু ভালো থাকুন ভালো কাটুন।
অনেক বড় একটা ভালো করেছিলেন।আপনার জন্য দোয়া থাকলো🙏🙏 দুই কন্যা দুনিয়াতে যা ঘটিয়েছে , অন্যরা দুনিয়ায় থাকলে ওরাই থাকতো বাংলাদেশে , সাধারন মানুষকে বেচে দিতো 😊
অপপ্রচার মিথ্যাবাদীরা ইয়াজিদের বংশধর আপনার ভাষা ব্যবহারে তাই প্রকাশ পায়। খুনি কি করে আপনার কাছে ভালো হয়? বাংলাদেশ থেকে কি বিক্রি করে দিয়েছে শেখ পরিবার? বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কারিগরি শেখ পরিবার। পারলে সত্যটা প্রচার করবেন বাংলাদেশের কি কি ক্ষতি করেছে বাংলাদেশের কোন ধরনের ক্ষতি যদি করে থাকে অবশ্যই তারা ক্ষতিকারক?
আমি অনুষ্ঠানটি অধির আগ্রহে শুনছিলাম এই জন্য যে, ভাবছিলাম ১৯৭৫ সালের আগষ্ট মাসে ঘটে যাওয়া ঘটনা গুলো নিয়ে উপস্থাপক কিছু জিজ্ঞেস করবেন এবং উনি কিছু বলবেন কিন্তু ঐ মাস সম্পর্কে কিছুই জানতে পারলাম। আপসোস রয়ে গেল!!
উনি ব্যাক্তি স্বার্থে কিছুই করেন নি। উনি দেশ ও জনগণের স্বার্থেই সবকিছু করেছেন। ওনারা বাংলাদেশের সুর্যসন্তান। ওনারা দেশের জনগণকে বাকশালী রাজতন্ত্র থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি দিয়েছে। তাই ওনাদেরকে চিরকৃতজ্ঞচিত্তে অনন্তকাল ধরে স্মরণ করা উচিৎ।
উনি মুক্তিযুদ্ধে অংশ নেয় নভেম্বর মাসে আর কর্নেল ফারুক ডিসেম্বর ১২ তারিখ,, একজন ১ মাস আরেকজন ৪ দিন ,, বিষয়টা কি একটু মেলে যে উনারা স্বাধীনতায় বিশ্বাসী ছিলনা কিন্তু যখন দেখা গেলো শেষ পর্যায়ে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তখন ই বিজয়ের সাথে থাকার উদ্দেশ্যে অংশ গ্রহণ করলেন,,, এতে তো স্পষ্টই বুঝা যায় বঙ্গবন্ধুর প্রতি উনাদের রাগ ছিলো,, এবং বাংলাদেশের বিরুধি শক্তির থেকে ফায়দা নিয়ে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তানকে সপরিবার এ হত্যা করলেন,,, পৃথিবীতে কেউ তাদের বিচার করুক বা না করুক আল্লাহ্ তো শ্রেষ্ঠ বিচারক,, মহান আল্লাহর কাছে সাহায্য চাই
ভাইজান আগে পুরো খবর দেখবেন। তারপর এতো বড় কমেন্ট করবেন প্লিজ। উনারা পাকিস্তানে চাকরিতে ছিলো। ছুটি পেয়ে বাংলাদেশে আসছে এবং তারপর মুক্তিযুদ্ধে যোগদান করেছেন
@@dewanmusharraf পাকিস্তানে থেকে তো নিউজ পাচ্ছিলেন যে মুক্তিযুদ্ধারা কি কি সাফল্য অর্জন করছিলো,, যেমন ধরেন অক্টোবর এর শেষের দিকেই অনেক জায়গা হানাদার মুক্ত হয়ে যায়,, পুরা নয় মাস জুড়েই তো একটু একটু করে দখলমুক্ত করে সাফল্যের দিকে এগুচ্ছিল,, তাই ১৬ ডিসেম্বর বিজয় হয়ে যাবে সেটা জানা না থাকলে ও বিজয় সুনিশ্চিত সেটা বুঝা যাচ্ছিলো,,,
❤❤❤❤ স্যার , আপনারা দেশের সূর্য সন্তান , আপনারা যেখানেই থাকেন আল্লাহ ভালো রাখবেন দোয়া করি , আপনারা যেমন পাকিস্তান থেকে স্বাধীন করেছেন তেমনি একজন স্বৈরাচার থেকে দেশ ও জনগনকে বাচিয়ে ছিলেন , আবারও ❤❤❤ স্যার
আমি ফারুক, রশিদ'কে ভালবাসি ভাল জানি । উনারা সময়ের উপযোগী কাজ করেছে । আপনারা সত্য'ই যদি এই দেশ ও মানুষকে ভালবাসেন সত্যিকার মানুষ মনে করেন বাংলাদেশের ইতিহাস পড়ুন জানুন শেখ শেখ মুজিব গোষ্টি সম্পর্কে ।
আওয়ামীলীগ একাত্তরের রাজাকারদের মাধ্যমে গঠিত একটি জঙ্গি ও সন্ত্রাসী লীগ। রাজাকারদের গিরগিটির মতো রঙ পাল্টে আওয়ামীলীগের সাথে যোগদানের মাধ্যমে নিজেদের দোষ ত্রুটি নিমিষেই লুকিয়ে ফেলে আওয়ামী বন্দনায়। যেকোনো বিষয়ে একাত্তরের মুক্তিযুদ্ধকে টেনে এনে আওয়ামী জঙ্গি ও সন্ত্রাসীরা নিজেদের অপরাধ ও দেশদ্রোহীতা ঢেকে ফেলতে চায় আর এটাই আওয়ামী দোসরদের প্রধান ও প্রথম হাতিয়ার। ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনকে যদি সমানভাবে বাংলাদেশের রাজনীতিতে উপস্থাপন ও যথাযথ সম্মান প্রদর্শন না করতে পারে তাহলে আমরা একচেটিয়া উড়ে এসে জুড়ে বসা স্বৈরাচারী শেখ মুজিবের নামে কোনো রাজনীতি এই দেশে করতে দিতে পারি না। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আওয়ামী লীগের অত্যাচারে নিষ্পেষিত এই দেশের মানুষ। আওয়ামী জঙ্গিদের একটাই হাতিয়ার দেশের নিরীহ ও মজলুম জনগণকে মিথ্যা অপবাদ "রাজাকার"আখ্যা দিয়ে বিভাজিত করা। আওয়ামী জঙ্গি ও সন্ত্রাসীকতার বিরুদ্ধে কেউ গেলে সে আওয়ামী দোসরদের কাছে রাজাকার আখ্যা পায়। ভবিষ্যতে যাতে আওয়ামী আবর্জনাগুলো এরূপ মিথ্যা অপবাদে মুক্তিযুদ্ধের চেতনাকে কুলশিত করে তাহলে এদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দায়ের করতে হবে এবং আইনিভাবে কঠোর শাস্তি প্রদান করতে হবে। মুজিব পূজা করা আওয়ামী দোসরদের বাপ দাদার সম্পত্তি না একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। সুতরাং,কথায় কথায় একাত্তরের মুক্তিযুদ্ধকে টেনে এনে নিজেদের অপরাজনীতিকে জিইয়ে রাখার দিন শেষ। আওয়ামী লীগের ধ্বংস হোক, প্রতিটি আওয়ামী দোসররের করুন পরিণতি হোক।
এটাই সত্য ইতিহাস জিল্লুর ভাই। আপনি বের করে এনেছেন।তবে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ নতুন প্রজন্মকে এই ইতিহাসগুলি জানানোর জন্য আপনি দায়িত্ব টা নেন।তাহলে দেশ ও জণগণ আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।
১৯৭৫ এ ১৫ ই আগস্ট দেশ ও জাতি কলঙ্ক মুক্ত হয়েছে
কি সাবলীল উক্তি! "আমি বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর এমন কিছু করিনি কোনো দিন।" কথাটা শুনে খুব শান্তি লাগলো!
বাংলাদেশের মুক্তিযুদ্ধ না দেখলে ও মা, দিদা, দাদু, পূর্ব পুরুষের মুখে যা শুনেছি, অত্যন্ত মর্মান্তিক, যে মুক্তিযোদ্ধা র সপরিবার নিধন কারী কি করে জীবিত থাকতে পারে, 2024 সালে এসে আমি অবাক।
Why did you give the title as killer???? Seriously? He is a patriot! Give him respect.
সত্যিকারের৷ দেশপ্রেমিক। ❤
🇧🇩✌️লেঃ কর্নেল আংরশিদ স্যারকে সত্যি কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই✌️ 🇸🇦
মাদারীপুর থেকে দেখতেছি.
শুভ কামনা রইলো❤❤❤❤❤
আমিও মাদারীপুর থেকে দেখতেছি.
শুভ কামনা রইলো❤❤❤❤❤
মাদারীপুর থেকে দেখতেছি.
শুভ কামনা রইলো❤❤❤❤❤
আমার একটা অনুরোধ ছিলো রশিদ সাহেব জদি বলতেন কেনো এই খুন করে ছিলেন ১৫ আগ্ষট জদি ঘটনা টা জানতো জনগন তাহলে মনে রাখতো জাতি সারা জীবন
স্যালুট হে বীর
😢বাংলাদেশের আসল দেশপ্রেমিক এবং প্রচন্ড রিস্ক এবং দেশের জন্য স্যাক্রিফাইজ করে নিজেকে উৎসর্গ করার জন্য স্যার আমরা সবাই প্রানভরে দোয়া করি।এই ত্যাগ সবাই করবে না,স্যালুট স্যার আপনাকে।
স্যার না তোমার মার হাই
আমার মনে হয় কর্নেল রশিদ কাজটা ঠিকই করেছেন।
নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ করেছেন। একটাই যে জ্বালান জ্বালিয়েছে বাকি গুলো থাকলে কি অবস্থা হতো এতেই অনুমান করা যায়।❤❤❤❤
Tor jonmer Thik nai
@@mahmudurrahman1094 তোর জন্ম হাসিনার গর্ভে!!
ওরা হত্যা করে যে পাপের ভাগি হইছে তুই তাদের কে সমার্থন দিয়ে সেই পাপের ভাগিদার হইলি রেডি থাকিশ মরার পরে হিশেব দেয়ার জন্য
@@mdjafor6236tui je shaitan der pokkoh nie kotha boltesos sheita pap er baghidar hoitesos na?
ভাই যে যাই বলুন, উনি হত্যাকারী।
শেখ মজিবুর রহমান এর পরিবার সহ উনারা হত্যা করেছেন।
শেখ মজিবুর রহমান যদি অপরাধী হতেন, তাইলে উনাকে আইনি মাধ্যমে শাস্তি দিতো,
তারা আগে অই পরিবেশ তৈরী করতো।যেহেতু তারা উনাকে পছন্দ করেন না।
তা না করে হত্যা করেছেন।
যা ইসলাম এবং সকল ধরনের আইনের বিপরীত।
হত্যাকারী শুধু হত্যাকারী।
জাতির পিতা ইব্রাহিম আঃ
একজন দেশপ্রেমিক ও জাতীয় বীর
দোয়া এবং ভালোবাসা আপনার জন্য ❤❤
আবারও ইতিহাস বিকৃতির চেষ্টা হবে এটাই স্বাভাবিক।
উনি বঙ্গবন্ধুর স্বীকৃত খুনী আর এ অনুষ্ঠান এর বয়স প্রায় ১৭-১৮ বছর।
আপনি যদি “আমি মেজর ডালিম বলছি” ও মেজর জলিলের লিখা “ অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা” বইগুলো পড়তেন বা শুনতেন তাহলে শেখ মুজিবকে কখনো বঙ্গবন্ধুত বলতেন নাই আরো শেখ ও তার দলবলের প্রতি বিরক্ত হতেন। জানতেন সত্যিকার কারা বাঃদেশ স্বাধীন করেছিল ।
তারা ইতিহাস বিকৃতির বও করেনি। তারা ইতিহাসকে স্বীকার করে নিয়ে বলেছে তারা রক্ষীবাহিনীর জল্লাদ বাকশালি মুজিবকে হত্যা করেছিলেন, এবং জাতিকে দেশের প্রথম স্বৈরাচারীর হাত থেকে রক্ষা করেছিলেন। হাসিনা পিলখানা, শাপলা চত্ত্বর, গুম-খুন, ক্রসফায়ার, আয়নাঘর, জুলাই হত্যাকাণ্ড এত এত অপরাধ করার পরও নির্লজ্জের মতো সত্যকে অস্বীকার করে।
ধন্যবাদ কর্নেল আঃ রশিদ সত্য বলার জন্য।
চমৎকার সাক্ষাৎ
রসিদ সাহেব সত্য কথা গুলো বলার জন্য অনেক ধন্যবাদ
অনেক সুন্দর interview,,,,
আপনাকে স্যালুট। সময়ের বীর পুরুষ।
বাহ,,,,কি চমৎকার মানুষ আমরা
একজন খুনিকে, মানুষ স্যার ডাকছে
ধন্যবাদ জানাচ্ছে।
বাংলাদেশ কখনো উন্নত রাষ্ট্র হতে দিবেনা ভারত। তাদের ভয় আমরা পিছিয়ে আর বাংলাদেশ কেন এগিয়ে যাবে
পাগলা খ্যাপা
গন্ডমুর্খ, পড়াশুনো কর। গাধাদের মানুষ করা কঠিন। দশবার নামাজ পড়ে পশু হ অথবা নামাজ পড়া ছেড়ে দে মানুষ হ।
@@narayankar2284তোমার কথা মত, আমরা নারায়ণ করবো না
@@narayankar2284গো মুত্র পাটির সদস্য
Tomarder manosik roog ache .
জাতির শ্রেষ্ঠ সন্তান ❤❤❤
৫ই আগস্ট ২০২৪ স্বৈরচার মুক্ত
অসাধারণ একটি স্বাক্ষাৎকার। যে সময়ে এটা নেয়া হয়েছিল তখন প্রচার হলে দেশটা সৈরাচার হাতে এভাবে ক্ষতিগ্রস্ত হতো না। দেশের মানুষের দেশ প্রেম আরো বেড়ে যেতো। এখনও এর প্রভাবে তরুন্দের দেশ প্রেম বৃদ্ধি পাবে।
এ সাক্ষাৎকারটি কখন নেয়া হয়েছিল? জানালে খুশি হব।
কর্নেল রশিদ তুমি সময়ের সর্বশ্রেষ্ঠ বীরপুরুষ তোমাকে স্যালুট জানাই
উনারা সময়োপযোগী এবং সঠিক কাজটি করেছেন।
আল্লাহ ওয়ালা মানুষ। আল্লাহর রহমতে ভালো থাকবেন।
এই সাক্ষাৎকার কোথায় থেকে নিয়েছেন উনাকে কই পাইলেন?
১৫ আগস্ট বাকশাল দিবস উদযাপন করা উচিত
অনেক অজানা জানতে পারলাম। ধন্যবাদ জিল্লুর ভাই।
রাইট কথা কিন্তু খুনিদের বিচার তো আল্লাহতালা করবেন ইনশাল্লাহ।
অনেক ভালো লাগলো কথা গুলো ❤
Thanks Cornel Rashid for Aug 15
Salute
আমি বিস্ময় নিয়ে দেখলাম,মানুষ
কি ভাবে ৬ বছরের শিশু ও গর্ভবতী
নারী কে হত্যা করে আবার বলছেন তা আবার প্রচার হচ্ছে,এবং আবার বলেন ভালো আছি!আল্লাহ রহম করুন এ-ই অদ্ভুত জাতিকে ।।
সব আগাছা পরিস্কার না করে বড ভুল করলেন।
ধন্যবাদ আপনাকে
সাবাস বীর
সত্য ঘটনা নিয়ে পরবর্তী সাক্ষাতকারের অপেক্ষায় থাকলাম।
কারণ বর্তমান প্রজন্মের কাছে সত্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ।
স্যালুট জনাবকে ❤️❤️❤️
জীবন্ত কিংবদন্তি, দেশ-জনতার মুক্তি আর সত্যিকারের স্বাধীনতার জন্যে অনেক বড় অবদান আপনাদের,
Khub neai poraun alochona.❤️❤️🇧🇩🇧🇩👍👍
হত্মাকারি যেই হউক সে ভাল মানুষ না।তবে অনেক বাস্তব সত্য আলোচনা করেছেন।
Alhamdulillah.
God bless you sir. ❤️❤️❤️🤲👍💐
কর্ণেল রশীদকে অসংখ্য ধন্যবাদ!
Konel roshid k juta diye pitiye mere fela hok
Sir is very polite and each tongue is telling like a perfect hero
সঠিক দেশপ্রেমিক ❤
পাকিস্তান সরকারের স্যারান্ডার করার রেডিও এনাউন্সমেন্ট এর পরিপ্রেক্ষিতেই আর্মিরা ও পুলিশবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সমবেতভাবেই। এটা খুবই ভাল হয়েছে এই যুদ্ধে জয়ী হওয়ার। ভাল লেগেছে ওনার সাক্ষাৎকার। সততার সাথেই উনি সব বলেছেন।
কর্নেল রশিদের সাক্ষাৎকার অজ্ঞানতার পরিচয় দিয়েছে। যেহেতু তিনি মুক্তিযুদ্ধের শেষ সময়ে অক্টোবর মাসে যোগ দিয়েছিলেন এজন্য মুক্তিযুদ্ধে শুরু থেকে উনার অনেক কিছু অজানা আছে।
রশিদ সাহেব অক্টোবর মাসে যোগ দিয়েছেন তাকে আপনার মুক্তি যোদধা মানতে আপনি নারাজ কিন্তু মুরগী কবির বিচারপতি মানিক যে লন্ডনে ছিল সে সময় আর সে মুক্তি যোদধা হিসাবে দাবি করেছে তা ঠিক ভাবেই মেনে নিয়েছেন ….. আর যারা যুদ্ধ করল তাদের কে আপনার কাছে মুক্তি যোদধা মনে হয় না….
Thanks you are our real 🦸♀️
প্রকৃত দেশ প্রেমিক ৷
ভালো একটা সাক্ষাতকার
আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুক। ❤❤
এরাই জাতির শ্রেষ্ঠ বীর, সাহসী সৈনিক
আপনি আপনার মাকে হত্যা করে, কলিজা মুখে নিয়েও বলবেন যে আপনি গর্বিত সন্তান...
@@paknamikomkorশেখ মুজিব আপনার মা ছিলেন??
আপনি একটি হত্যাকান্ডকে কীভাবে সমর্থন করেন?
কর্নেল রশিদ একজন জাতীয় কিলার।
@@mahmudurrahman9444 আপনাকে যে হত্যা করবে সে হবে মহাবীর
Mr. Rashid you are real hero of Bangladesh. Wish to see and talk to you face to face.
অনেক ভালো হয়েছে এটা
অসাধারণ কাজ করেছেন
আপনারাই আমাদের সূর্যসন্তান
খুনী তো খুনীই,>সে বঙ্গবন্ধুর আর জিয়াউর রহমানের হোক না কেনো..🇧🇩❤🇧🇩
সব খারাপ মানুষই নিজ নিজ পক্ষে যুক্তি দাঁড় করায়।অবাক হওয়ার কিছু নাই ।
ঠিক বলেছেন
ওনি বাংলাদেশের কৃতি সন্তান। একজন জালেম লোভী পরিবারকে তিনি সরিয়ে দিয়ে দেশ ও জাতি কে মুক্ত করেছে
@KhandokarFazltor jonmo mone hoy shekh poribar ar bij diyearabbi
Right
খুশীর আবার সাক্ষাৎকারও হয়!
বয়স্ক মানুষ ভদ্র মানুষ বেচে আছেন সুস্থ আছেন শুকরিয়া। জীবন পরিচারনায় ভালো করেছেন না মন্দ করেছেন আমরা কিছুই জানি না এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। এবং উনিই শেষ বিচার দিনের শ্রেষ্ঠ বিচারক ও উত্তম ফয়সালা কারী। দোয়া রইলো বাকি জীবন টুকু ভালো থাকুন ভালো কাটুন।
দেশের সবাই পাগল হয়ে গেছে, খুনি কিভাবে হিরো হয়।😂
উনাদের সন্মান দেওয়া উচিৎ যা করেছে দেশের জন্য ভালো করেছে আমি মনে করি
তার কথা গুলা এখনো অনেক রেলিভেন্ট।বিষেশ করে শেষের দিকের রাজনীতি নিয়ে বলা কথা গুলা।
উনি যা করছে তার জন্য ওনাকে ধন্যবাদ।
সাক্ষাৎকারটি কোন দেশে নেয়া হল?
বাংলাদেশে নাকি অন্য দেশে ?
Eta 16 years ager video. Maybe deser baire video kora korece.
অনেক বড় একটা ভালো করেছিলেন।আপনার জন্য দোয়া থাকলো🙏🙏
দুই কন্যা দুনিয়াতে যা ঘটিয়েছে , অন্যরা দুনিয়ায় থাকলে ওরাই থাকতো বাংলাদেশে ,
সাধারন মানুষকে বেচে দিতো 😊
অপপ্রচার মিথ্যাবাদীরা ইয়াজিদের বংশধর আপনার ভাষা ব্যবহারে তাই প্রকাশ পায়।
খুনি কি করে আপনার কাছে ভালো হয়?
বাংলাদেশ থেকে কি বিক্রি করে দিয়েছে শেখ পরিবার?
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কারিগরি শেখ পরিবার।
পারলে সত্যটা প্রচার করবেন বাংলাদেশের কি কি ক্ষতি করেছে বাংলাদেশের কোন ধরনের ক্ষতি যদি করে থাকে অবশ্যই তারা ক্ষতিকারক?
শেখ মজিব যদি ভালো হতো। তাহলে মারলো কেন।
মুজিবকে আমি জাতির পিতা বলে মনে করতে পারিনা।
উনি একজন বাস্তব দেশ প্রেমিক ❤️❤️
@@DP-jf7irরাইট
তারাই হলো সত্যি কারের দেশ প্রেমি
আমি অনুষ্ঠানটি অধির আগ্রহে শুনছিলাম এই জন্য যে, ভাবছিলাম ১৯৭৫ সালের আগষ্ট মাসে ঘটে যাওয়া ঘটনা গুলো নিয়ে উপস্থাপক কিছু জিজ্ঞেস করবেন এবং উনি কিছু বলবেন কিন্তু ঐ মাস সম্পর্কে কিছুই জানতে পারলাম। আপসোস রয়ে গেল!!
আপনার সাথে আমি ও একমত, আফসোস আমার ও
সালাম ৭৫ এর বীর সেনানিদের।
উনি খুব ভালো কাজ করেছে
জীবন্ত মীরজাফরকে দেখতে পারলাম
Big boss
দেশ প্রেমিকের পরিচয় দিয়েছেন ❤
সুতরাং অসংখ্য ধন্যবাদ 🤝
আর দুইটা করলে আমাদের এত কষ্ট হত না
Col. Rashid is a real patriot. He is a honest person.
জাতি আপনাদের সারাজীবন শ্রদ্ধাভরে সরন করবে ❣️❣️
বিচারহীন হত্যা কাণ্ডের সংস্কৃতি একটা ভয়ানক বিষয়।
উনি ব্যাক্তি স্বার্থে কিছুই করেন নি। উনি দেশ ও জনগণের স্বার্থেই সবকিছু করেছেন। ওনারা বাংলাদেশের সুর্যসন্তান। ওনারা দেশের জনগণকে বাকশালী রাজতন্ত্র থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি দিয়েছে। তাই ওনাদেরকে চিরকৃতজ্ঞচিত্তে অনন্তকাল ধরে স্মরণ করা উচিৎ।
কিন্তু আরেকটু দেরি হলে পুরো দেশ জাহান্নাম হতো
Shapla choottor er bisoita kivabe dekhen
Jewner marte ki bisar lage?
এনারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।বীর শ্রেষ্ঠ। সাহসী, দেশ প্রেমিক। সালাম আপনাদের।
উনি মুক্তিযুদ্ধে অংশ নেয় নভেম্বর মাসে আর কর্নেল ফারুক ডিসেম্বর ১২ তারিখ,, একজন ১ মাস আরেকজন ৪ দিন ,, বিষয়টা কি একটু মেলে যে উনারা স্বাধীনতায় বিশ্বাসী ছিলনা কিন্তু যখন দেখা গেলো শেষ পর্যায়ে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তখন ই বিজয়ের সাথে থাকার উদ্দেশ্যে অংশ গ্রহণ করলেন,,, এতে তো স্পষ্টই বুঝা যায় বঙ্গবন্ধুর প্রতি উনাদের রাগ ছিলো,, এবং বাংলাদেশের বিরুধি শক্তির থেকে ফায়দা নিয়ে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তানকে সপরিবার এ হত্যা করলেন,,, পৃথিবীতে কেউ তাদের বিচার করুক বা না করুক আল্লাহ্ তো শ্রেষ্ঠ বিচারক,, মহান আল্লাহর কাছে সাহায্য চাই
Muktijoddhara ki janto 16 December juddho sesh hoye jabe?!
ভাইজান আগে পুরো খবর দেখবেন। তারপর এতো বড় কমেন্ট করবেন প্লিজ।
উনারা পাকিস্তানে চাকরিতে ছিলো। ছুটি পেয়ে বাংলাদেশে আসছে এবং তারপর মুক্তিযুদ্ধে যোগদান করেছেন
Bongobondhu eirokom lokder keno biruttom upadhi dilo @fahad?
এখনও মালা জপেন? সে সময় তো তারা জানতো ১৬ ই ডিসেম্বর স্বাধীন হবে দেশ? আজব যুক্তি , খারাপকে খারাপ বলতে বুকের পাটা লাগে, বুঝতে মগজ লাগে।
@@dewanmusharraf পাকিস্তানে থেকে তো নিউজ পাচ্ছিলেন যে মুক্তিযুদ্ধারা কি কি সাফল্য অর্জন করছিলো,, যেমন ধরেন অক্টোবর এর শেষের দিকেই অনেক জায়গা হানাদার মুক্ত হয়ে যায়,, পুরা নয় মাস জুড়েই তো একটু একটু করে দখলমুক্ত করে সাফল্যের দিকে এগুচ্ছিল,, তাই ১৬ ডিসেম্বর বিজয় হয়ে যাবে সেটা জানা না থাকলে ও বিজয় সুনিশ্চিত সেটা বুঝা যাচ্ছিলো,,,
مشاء الله
Handsome old man
& Great personality
হত্যা করলেই যে, খুনি হয়ে যাই কি ভাবে বলেন, জাকে হত্যা করেছে
তার হাতে কতো জন হত্যা হয়েছে তার কোনো হিসাব নেই
তার কথায় খুন আল্লাহর ইছায় হয়,
এই কথা বিশ্বাস করে অনেকে নিজেকে বড় মুসলমান মনে করে!
আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন।
❤❤❤❤ স্যার , আপনারা দেশের সূর্য সন্তান , আপনারা যেখানেই থাকেন আল্লাহ ভালো রাখবেন দোয়া করি , আপনারা যেমন পাকিস্তান থেকে স্বাধীন করেছেন তেমনি একজন স্বৈরাচার থেকে দেশ ও জনগনকে বাচিয়ে ছিলেন , আবারও ❤❤❤ স্যার
মিথ্যা কথা বলতে গেলে ভেবে ভেবে বলতে হয় উনি সেটাই করছে।
He is tru Hiro with others we admire him also you too mr. ALLAH HEPAZAT KORON.
যে লোকটি যুদ্ধ শেষ হওয়ার এক মাস আগে
15th August was our nazat day
স্যালুট তোমাকে
আপনাকে আল্লাহপাক নেক হায়াত দরাজ করুন।আমিন।জাতির শ্রেষ্ট বিবেক আপনি /আপনারা।আপনাদেরকে স্যালুট।
আমিন
আমি ফারুক, রশিদ'কে ভালবাসি ভাল জানি ।
উনারা সময়ের উপযোগী কাজ করেছে । আপনারা সত্য'ই যদি এই দেশ ও মানুষকে ভালবাসেন সত্যিকার মানুষ মনে করেন বাংলাদেশের ইতিহাস পড়ুন জানুন শেখ শেখ মুজিব গোষ্টি সম্পর্কে ।
সার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা জনগণ এখন বুঝতেছি
এই টকশো কবে হইছে? মনে তো হচ্ছে অনেক আগে।
Mone hoy 10 bocor age
আমি মনে করি সত্যিকার ইতিহাস জানার পর কর্ণেল রশীদকে আসামী না বলাই উঁচিত
আওয়ামীলীগ একাত্তরের রাজাকারদের মাধ্যমে গঠিত একটি জঙ্গি ও সন্ত্রাসী লীগ। রাজাকারদের গিরগিটির মতো রঙ পাল্টে আওয়ামীলীগের সাথে যোগদানের মাধ্যমে নিজেদের দোষ ত্রুটি নিমিষেই লুকিয়ে ফেলে আওয়ামী বন্দনায়। যেকোনো বিষয়ে একাত্তরের মুক্তিযুদ্ধকে টেনে এনে আওয়ামী জঙ্গি ও সন্ত্রাসীরা নিজেদের অপরাধ ও দেশদ্রোহীতা ঢেকে ফেলতে চায় আর এটাই আওয়ামী দোসরদের প্রধান ও প্রথম হাতিয়ার।
ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনকে যদি সমানভাবে বাংলাদেশের রাজনীতিতে উপস্থাপন ও যথাযথ সম্মান প্রদর্শন না করতে পারে তাহলে আমরা একচেটিয়া উড়ে এসে জুড়ে বসা স্বৈরাচারী শেখ মুজিবের নামে কোনো রাজনীতি এই দেশে করতে দিতে পারি না। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আওয়ামী লীগের অত্যাচারে নিষ্পেষিত এই দেশের মানুষ। আওয়ামী জঙ্গিদের একটাই হাতিয়ার দেশের নিরীহ ও মজলুম জনগণকে মিথ্যা অপবাদ "রাজাকার"আখ্যা দিয়ে বিভাজিত করা।
আওয়ামী জঙ্গি ও সন্ত্রাসীকতার বিরুদ্ধে কেউ গেলে সে আওয়ামী দোসরদের কাছে রাজাকার আখ্যা পায়। ভবিষ্যতে যাতে আওয়ামী আবর্জনাগুলো এরূপ মিথ্যা অপবাদে মুক্তিযুদ্ধের চেতনাকে কুলশিত করে তাহলে এদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দায়ের করতে হবে এবং আইনিভাবে কঠোর শাস্তি প্রদান করতে হবে।
মুজিব পূজা করা আওয়ামী দোসরদের বাপ দাদার সম্পত্তি না একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। সুতরাং,কথায় কথায় একাত্তরের মুক্তিযুদ্ধকে টেনে এনে নিজেদের অপরাজনীতিকে জিইয়ে রাখার দিন শেষ। আওয়ামী লীগের ধ্বংস হোক, প্রতিটি আওয়ামী দোসররের করুন পরিণতি হোক।
হত্যাকারী হত্যাকারী ই, যদিও জাতির পিতা বঙ্গবন্ধু সে স্বীকার করেছেন
@@juleearts2661হত্যার প্রয়োজনীয়তায় হত্যা করা হয়েছে
এটাই সত্য ইতিহাস জিল্লুর ভাই। আপনি বের করে এনেছেন।তবে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ নতুন প্রজন্মকে এই ইতিহাসগুলি জানানোর জন্য আপনি দায়িত্ব টা নেন।তাহলে দেশ ও জণগণ আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।
শেখ রাসেলের কি অপরাধ ছিলো , এবং বাড়ির নতুন বউগুলোর,😡😡😡
Oder income khaise...
শেখ হাসিনা আর শেখ রেহানা বেঁচে যাওয়ার ফল তো ভোগ করেছে দেশ বাসী। শেখ রাসেল যে বড় হয়ে এমন ফ্যাসীবাদ আবার কায়েম করত না তার কি গ্যারান্টি?
@@Hydra_954 right..but buddihinra asob bujhbe na apu
Choto shaap er baccha mere fela sowaab er kaj .... Khub Valo kaj koresen
সাপের বাচ্চা সাপই হয়
সেলুট হে মহা বীর,,,, আপনারা তখন এমন সিদ্ধান্ত না নিলে হয়তো,,,আমরাও হায়দ্রাবাদের মতো ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকতে হতো
৭৫ এর প্রেক্ষাপটে, তখন সময়ের দাবী ছিলো মনে হয়