কেন এই মিথ্যাচার ! Apan Thikana: 387 I Ananna I Final Update I

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Ananna lost from his biological family by an incident. She came here to find her family. But we revealed something different stories than others.
    Basic Video Link: • বাবা আমার বান্ধবী কে ব...
    We all know the anguish caused by the disappearance of a family member. But the joy of getting him/her back is indescribable. Apan Thikana has been successfully working to reunite people with their families. Till now we have reunited more than 200 people with their families. Apan Thikana is a production of Studio of Creative Arts Ltd. We make videos with people who went missing in their childhood and families who lost their members. We use their parent and family member names and some memories as clues to reunite with their family.
    I am Rj Kebria, Founder and the Managing Director at Studio of Creative Arts Ltd. I have pioneered the hosting of a privately owned FM 89.6 radio and worked in radios for 17 years. I have completed my MPhil Degree from Dhaka University. I was the executive producer of Dhaka FM 90.4 and Station in Charge of Radio Amber, and hosting a morning show on Maasranga Tv and has been an adjunct faculty at the University of Liberal Arts. I had a show called "Lost and Found.” I made 42 videos and reunited 30 people with their families. Then came the concept of “Apan Thikana". We publish the videos on Facebook, RUclips and use them to our advantage. And more than 260 people reunited with their families. Millions of people worldwide watch our video and from the clues from the videos they comment on if they have any connection and our official volunteers work out the match. We have a proper protocol to check and avoid fraudulent consequences. If so, we advise the family to take the necessary legal procedure for further gratification. Then we reunite the victims through an update video.
    Until now we have reunited more than 260 people with their families by this two unique social media program. Apan Thikana has been featured in various online newspaper articles and TV channels for its phenomenal success within a very short time. They are Prothomalo, Dhakapost, RTV, Dhaka Tribune, Ekkator Television, Bd-Prtatidin, Jugantor and Jagonews24 and more.
    Disclimer:
    "APAN THIKANA" is a social media initiative of the life story program of Studio Of Creative Arts. Through this show, the lost person can return to his family. We usually work with adults who got lost in their childhood and still remembers it. If a lost person comes to us and makes a video, and after watching that video if someone claims him as their family member, we leave the matter to the decision of both parties. I urge both parties to comply with the legal rules by accepting each other and encourage them to do the DNA test. Studio of Creative Arts doesn't provide any kind of assistance in the legal matter or the DNA test. The show is created for the purpose of publishing in RJ Kebria's social media channels. Who is the founding managing director of Studio of Creative Arts ltd."

Комментарии • 3,5 тыс.

  • @জাগ্রতকবিচৌধুরীআশরাফ

    একজন পিতা হিসাবে আমিনুল সাহেবকে জানাচ্ছি শ্রদ্ধা ও সম্মান।

  • @zillurrahman7254
    @zillurrahman7254 10 месяцев назад +15

    আমিনুল সাহেবকে লক্ষ্য কোটি বার সালাম জানাই। আর মহানুভবতা অনেক অনেক বেশি। ধন্যবাদ আমিনুল সাহেবকে

  • @soniaakter6509
    @soniaakter6509 11 месяцев назад +34

    এই মেয়ে ক্লাস সিক্সে কিছুদিন আমাদের সাথে ছিল। এত মিথ্যা কথা বলত। তখুনি সবাইকে বলত আমার বাবা মা আমাকে অনেক টর্চার করত। এর এপিসোড দেখেই এরে চিনে ফেলছিলাম

    • @KhadijaKadu
      @KhadijaKadu 4 месяца назад

      @@soniaakter6509 সত্যি, কোন জায়গায় থাকেন আপনি

    • @SAYEAM
      @SAYEAM 7 дней назад

      আপনার ঠিকানা কোথায়

  • @mohammadabsar6847
    @mohammadabsar6847 Год назад +638

    আমিনুল সাহেব এক অসাধারণ মানুষ। আমি মনে করি উনি অপমানিত বা উনার সম্মান হানি হয়নি বরং এই এপিসোড এর মাধ্যমেই উনার কথা, উদারতার মধ্য দিয়েই সম্মান আরো বৃদ্ধি পেয়েছে। সালাম ও ধন্যবাদ জানাই এই অসাধারণ মানবিক মানুষটিকে ।

    • @sabiabegum6596
      @sabiabegum6596 Год назад +14

      Right

    • @najiyathrahman5960
      @najiyathrahman5960 Год назад +15

      আল্লাহ আমিনুল সাহেবের সম্মান বাড়ানোর জন্য এই দুষ্ট মেয়েটির মাথায় দুষ্ট বুদ্বি উদয় করে দিয়েছেন

    • @ronymiah197
      @ronymiah197 Год назад +3

      ঠিক

    • @lylaakter9040
      @lylaakter9040 Год назад +7

      আজকে আমাদের 30 জনের একটা টিম ময়মনসিংহের 12 টি নার্সিং কলেজ ও ইন্সটিটিউট ভিজিট করে প্রত্যেক কলেজে একটা করে প্রতিনিধি দল গঠন করে দিয়েছি।
      আন্দোলন কমিটি ছাড়া সফল হবেনা কখনোই আর আমরা একদিনের জন্য ব্যানার ফেস্টুন নিয়ে মাঠে নামার মতো আন্দোলন ও করবোনা।প্রত্যেকটা কলেজের টিচারগন ও ছাত্র ছাত্রী আমাদের সাথে একমত হয়েছে আমরা 12 টা কলেজ থেকে মিনিমাম ১০০০/১২০০ ছাত্র ছাত্রী নিয়ে লাগাতার আন্দোলনে ঝাপ দিবো ইনশাআল্লাহ। কঠোর আন্দোলনের মহাপরিকল্পনার সাথে আজকে আমাদের কমিটি গঠন করেছি।
      "ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্ট ও নার্স সংগ্রাম পরিষদ "
      এই কমিটির ব্যানারে আগামী পরশু থেকেই আমরা আমরা আন্দোলন চালিয়ে যাবো ধাপে ধাপে।
      প্রতিবাদ লিপি ও বিভিন্ন যায়গায় চিঠি প্রেরণ সহ সর্বশেষ আমরন অনশণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।আমাদের চার দফা আন্দোলন হবে
      ১.পেশেন্ট কেয়ার টেকনোলজি ও ডিপ্লোমা নার্স সমমান বাতিল করতে হবে।
      ২.ডিপ্লোমা কে ডিগ্রি সমমান দিতে হবে।
      ৩.প্রফেশনাল বিসিএস চালু করতে হবে
      ৪.ছেলে কোটা বাতিল করতে হবে।
      এই চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই সেটা হউক ১ মাস হউক ৬ মাস আমরা ঘরে ফিরবোনা। ইনশাআল্লাহ আমাদের বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো।
      বিঃদ্রঃ আমরা বিএনএ'র সাথেও সমন্নয় করতে চাই।বিএনএ আমাদের দিক নির্দেশনা দিলে সেটাও আমরা এচ্চেপ্ট করবো সে অনুযায়ী আন্দোলন চালিয়ে যাবো।
      আর আমরা সারাদেশের নার্স বড়ভাই বড়বোনদের সাপোর্ট একান্ত ভাবে কামনা করছি।এবং সারাদেশের ছাত্র ছাত্রী ভাইবোনদের পাশে চাই।আপনারা আমাদের সাপোর্ট দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জেনো এই যুদ্ধে আমাদের বিজয়ী করেন এবং আমরা জেনো আমাদের সম্মান রক্ষা করে ঘরে ফিরতে পারি।❤️❤️

    • @nazimabegum1650
      @nazimabegum1650 Год назад +2

      Ami o apner songe ek mat

  • @mohammadnurulislam7564
    @mohammadnurulislam7564 Год назад +374

    এই ভদ্রলোকের সৎ সাহসের জন্য তাকে সালাম। সমাজে আপনার সন্মান অনেক অনেক বেড়ে গেছে। ধন্যবাদ।

  • @ShantiMoon-me4yh
    @ShantiMoon-me4yh 10 месяцев назад +14

    এইজন্য কিছু মানুষ পালক বাচ্চা নিতে চায় না। কারন রক্তের টান থাকে, ভাল হলে ভাল হয়, খারাপ হলে খারাপ হয়। এই হলো বিশ্বাস ঘাতক কারণ যে ছোট বাচ্চা কে বুকে নিয়ে বড় করেছে। এতো খানি বড় করা অনেক টাকার দরকার। সুযোগ পেয়ে সেই মানুষের এমনটা করা ঠিক হয় নাই। এ হলো বিশ্বাস ঘাতক।

  • @monirkhan1416
    @monirkhan1416 Год назад +153

    সব ভুলের ক্ষমা হয় না।আমিনুল স্যারের সন্মান কমেনি অনেক বেড়ে গেল। আমাদের দৌড় গোড়ায় পৌঁছে গেল। অনেক সন্মান দোয়া রইলো স্যার আপনার জন্য।

  • @md.saifulislam4533
    @md.saifulislam4533 Год назад +61

    ওকে ক্ষমা করা উচিৎ না।ওর হাসবেন্ড ও সমান ভাবেই অপরাধী,সব জানে বেটা। ওদের ক্ষমা করলে আরও বড় ক্ষতি করবে আমিনুল সাহেব দের পরিবারের।

  • @MySanjeeta
    @MySanjeeta Год назад +19

    আর কিবরিয়া ভাই, আপনার অসীম সাহস আর ধৈর্য্য, এত কিছুর পরেও আপনি নিজেকে সামলে নিয়ে সত্য উপস্থাপন করেছেন। আমিনুল সাহেবের জন্য যেমন এটা কঠিন, আপনার জন্যও।

  • @mdshoeb9016
    @mdshoeb9016 Год назад +165

    এত কিছুর পর ক্ষমা করাটা কঠিন কিন্তু করতে পারলে মহান। কিবরিয়া ভাই যে অনেক বড় মনের মানুষ তা আবারও প্রমানিত হলো।

    • @azizahmed4607
      @azizahmed4607 Год назад +3

      অতুলনীয়। অন্ততঃ পক্ষে ভারত বাংলাদেশ পাকিস্তানের ভিতরে মধ্যে একজন ভালো মানুষ কিবরিয়া ভাই।

    • @jemimazeba345
      @jemimazeba345 Год назад +6

      কিন্তু, কোন বিশ্বাসে ক্ষমা করবেন আমিনুল সাহেব?? এই মেয়ে যদি আরো ভয়ংকর কোনো ঘটনা ঘটায়??? তাতে যদি আমিনুল সাহেবের প্রাণ নাশের মতো কোনো আশংকা থাকে????

    • @GUULLIVER
      @GUULLIVER Год назад

      @@jemimazeba345 প্রাণনাশ করুক বা না করুক, আবারও বেইমানি করবে ঠিকই। ক্ষতি করার চেষ্টা করবেই। এইগুলা হচ্ছে সাপের জাত। সাপ কখনো শুধরায় না, সাপ কখনো মানুষ হয় না, সাপ সাপই থাকে। এরাও কখনো বদলাবে না, সাপই থেকে যাবে। এদের ক্ষমা করলে এই পালক বাবাই শুধু না, এমনকি তার পরিবারেরও ভবিষ্যতে অনেক বড় ক্ষতি হওয়ার আশংকা থেকে যাবে। ওনার শুধু নিজের প্রতি না, ওনার নিজের পরিবারের নিরাপত্তার প্রতিও একটা দায়িত্ব আছে। তাই তাকে অনুরোধ থাকবে -- ক্ষমা / অক্ষমা কোনোটারই দরকার নাই -- একে এবং এর শ্বশুর বাড়ির লোকজনের সাথে চিরকালের জন্য সমস্ত সম্পর্ক ও যোগাযোগ চ্ছিন্ন করে ফেলুন এখন থেকে। এদের স্রেফ নিজেদের জীবন থেকে নিশ্চিহ্নে মুছে ফেলুন চিরকালের জন্য। আর কখনো ধারে-কাছে ঘেষতে দিবেন না। ভুলে যান একদম। এটাই সবার জন্য মঙ্গলজনক হবে।

    • @বিসমিল্লাহ-য৯খ
      @বিসমিল্লাহ-য৯খ Год назад

      ​@@jemimazeba345আমার গা সিরে উঠেছে কেন জানি এখনো পুরো ভিডিও দেখি নেই

  • @asaduzzamansohan9681
    @asaduzzamansohan9681 Год назад +51

    আলহামদুলিল্লাহ আমি বলব খুব ভালো কাজ হয়েছে এটা আপন ঠিকানার জন্য এবং আমাদের দর্শকদের জন্য আসলে একটা শিক্ষনীয় বিষয়। আমিনুল সাহেব একজন ভদ্রলোক মানুষ এ থেকে আমাদের আসলেই অনেক শিক্ষা নেয়ার আছে।

  • @sabiaakther5963
    @sabiaakther5963 Год назад +63

    আমিনুল স্যারকে ধন্যবাদ ❤❤এতো সুন্দর এবং শান্ত ভাবে কথা বলার জন্য।

  • @mdmahatab7588
    @mdmahatab7588 Год назад +12

    সত্য প্রকাশ পায় ,ইহাই সত্যের ধর্ম।। ধন্যবাদ আমিনুল স্যারকে।।।

  • @InfoBanglaBD1
    @InfoBanglaBD1 Год назад +33

    আপন ঠিকানার মতো একটি মহৎ অনুষ্ঠানে এই রকম খারাপ intention নিয়ে কেউ আসবে তা ভাবতেও খুব কষ্ট হচ্ছে।
    ধন্যবাদ কিবরিয়া ভাইকে সত্যটা তোলে ধরার জন্য।

  • @raziasultana642
    @raziasultana642 10 месяцев назад +4

    সেলুট কিবরিয়া ভাই আপনার পরামের্শর জন্য। ওরতো সত্যিকার বাবা মা নেই।

  • @babulakter5929
    @babulakter5929 Год назад +21

    কারোর সম্মান নিয়ে সম্মান হানি করা উচিত নয়।আমিনুল ষাহেব অনেক ধৈর্যের সঙ্গে কথা বললো। ধন্যবাদ উনাকে। মিরান তো একটা সেরা অভিনয় করেছেন। মিথ্যা কথা মিথ্যা দিয়ে ঢাকতে হয়।

  • @shipradatta4154
    @shipradatta4154 Год назад +22

    আমি নিজে কাছের মানুষদের থেকে বিশ্বাস হারিয়ে ফেলিছিলাম।আজ মনে হচ্ছে আমি ঠিকই করেছি।কাউকেই বিশ্বাস করা ঠিক না...হোক সে আপন হোক সে পর?

  • @mamunurrashid3117
    @mamunurrashid3117 Год назад +15

    উনার কথা গুলা সুনি বাবতে লাগলাম এত ভাল মানুষ উনি, ধন্যবাদ আপনাকে

  • @rafikaakther8722
    @rafikaakther8722 Год назад +57

    আমিনুল স্যার আপনার সুনাম অনেক বেড়ে গেল । ধন্যবাবা আপনাকে।

    • @Nazninislam1995
      @Nazninislam1995 8 месяцев назад

      কিছু বুঝতেছিনা

  • @jahurakhatun6524
    @jahurakhatun6524 Год назад +24

    সত্য সত্যি সত্যিই এক দিন সামনে হাজির হয় । আর জে কিবরিয়া র মতো আমি ও খেই হারিয়ে ফেলেছি । মিলাতে পারছি না । মানুষের প্রতি মানুষের সহানুভূতি কি ভাবে থাকবে । ধন্যবাদ আপন ঠিকানা কে । বৃদ্ধ বয়সে ভিডিও গুলো দেখে আমিও অনক কিছু শিখছি ও জানছি ।

  • @drsikhan
    @drsikhan Год назад +7

    আমিনুল ইসলাম সাহেব একজন অসাধারণ গুণী, সচেতন, সতর্ক, গুছানো ও মানবিক লোক। আল্লাহ্ ওনার হায়াৎ দারাজ করুন।

  • @efatara577
    @efatara577 Год назад +45

    এই মেয়ে মানসিক বিকারগ্রস্ত,এটা কোন হাসি তামাশার জায়গা না, ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এরকম সাহস আর কেউ না করে। ধন্যবাদ।

  • @hafizhossaine1481
    @hafizhossaine1481 Год назад +204

    আমিনুল ইসলাম আসলেই খুব মহৎ মনের বাবা
    এবং অনেক শিক্ষিত। কিবরিয়া ভাই আপনি অবশ্যই জানেন মহিলাদের বুদ্ধি হাটুতে
    এই বাবাকে হাজার সালাম

    • @syedbela9777
      @syedbela9777 Год назад +10

      হাজার সালাম জানাই এই বাবাকে স্যালুট

    • @siful704
      @siful704 Год назад

      আমিনুল ইসলাম সাহেবকে হাজার ছালাম।তার ধৈর্য্য দেখে আমি তাকে ছালাম জানাই।অন্য কেহ হলে ইচ্ছে মতো থাপরাইতো।

    • @farhadkhan3002
      @farhadkhan3002 Год назад +6

      মেয়েটা অনেক লোভী।

    • @farhadkhan3002
      @farhadkhan3002 Год назад +4

      আমিনুল ইসলাম ভাই আসলেই খুব মহৎপ্রাণ।

    • @mstparvin7071
      @mstparvin7071 Год назад +18

      Hafizhossaine ভাই .. আসসালামু আলাইকুম … মহিলাদের বুদ্ধি হাঁটুতে .. কেমন কঁথা বললেন??? একজন মহিলার কারনে সব মহিলাকে আপনি এক দাড়ি পাল্লাতে মেপে ফেললেন??? এই হাঁটুতে বুদ্ধি রাখার কোন এক মহিলাই আপনার মা.. আপনার wife.. আপনার মেয়ে … তাইনা?? জীবন চলার পথে ..কঁথা বলার আগে চিন্তা ভাবনা করে বলা .. বা .. লেখা উচিত ।

  • @kazijeddah5396
    @kazijeddah5396 Год назад +12

    সত্যিই আমিনুল সাহেব একজন মহৎ হৃদয়ের অধিকারি। একজন ভাল মানুষ।

    • @kazijeddah5396
      @kazijeddah5396 Год назад

      আমিনুল সাহেবের মানসম্মান মোটেও কমেনি, বেড়েছে, আমিনুল সাহেবের কথা শুনে আমি কান্না ধরে রাখতে পারিনি। সত্যি আমিন সাহেব ভাল মহৎ হৃদয়ের অধিকারি।

  • @aklimarafique2614
    @aklimarafique2614 Год назад +118

    আমিনুল ইসলাম সাহেব এর ব্যবহার ও ধৈর্য দেখে অবাক। সত্যিই উনি অনেক ভাল মানুষ। মেয়েটার মাথায় সমস্যা আছে।
    মানসিক প্রতিবন্ধী ডঃ এর পরামর্শ প্রয়োজন।ক্ষমা মহৎ কাজ। দয়া করে বড় ভাই মেয়েটাকে মাপ করে দিন

    • @shohidshohiduzzaman6892
      @shohidshohiduzzaman6892 Год назад +2

      Right

    • @mazirulislam1723
      @mazirulislam1723 Год назад +7

      আমার মনে হয়, অনন্যা/ মিনার এবং তার স্বামী উভয়েই এ নাটকের স্ক্রিপ্ট রাইটার। স্বামী জানলেও তার (মুছা) পরিবার মিনার সম্পর্কে সঠিক তথ্য জানেন না। তাদেরকে ধোঁকা দিয়ে নিজের একটা ভালো অবস্থান তৈরি করার জন্যই সে এবং তার স্বামী এ কাজটি করেছে।

    • @Mohinuddin-yw8oj
      @Mohinuddin-yw8oj Год назад +1

      সহমত

    • @arifnur5267
      @arifnur5267 Год назад

      আরেনা ও মাষ্টার মাইন্ড ওর জামাই মিলে ওদের কাজ থেকে টাকা হাতানোর ধান্দা করতেছে।এ মেয়ে বিয়ের আগেও নষ্ট কাজ করেছে জেটা পাবলিকে বলে নাই ওর বাবা।😊😊😊

    • @mostafizdipu
      @mostafizdipu Год назад

      না ভাই আমার তা মনে হয় না। মেয়েটা ক্রিমিনাল মাইন্ডেড। মানসিক সমস্যা বললে তাকে ছার দেওয়া হয়

  • @abdurrahmanchowdhury4192
    @abdurrahmanchowdhury4192 Год назад +40

    কথায় আছে পালা বস্তুর জ্বালা বেশি~আমিনুল ইসলাম সাহেব মহত্ত্বের পরিচয় দিলেন,সেই সাথে কিবরিয়া সাহেবকে সুন্দর উপস্থাপনার জন্য অগনিত ধন্যবাদ।

  • @tasmiahtahsin1345
    @tasmiahtahsin1345 Год назад +23

    পর কখনো আপন হয়না
    বেশির ভাগ ক্ষেত্রে এটাই হতে দেখেছি সেজন্য ই অনেকে রাস্তা থেকে কুড়িয়ে বা দত্তক এনে সন্তান পুষতে চায়না,,থাকার থেকে না থাকা অনেক ভালো।

    • @SweetBird-gq7sr
      @SweetBird-gq7sr 9 месяцев назад +2

      আসলে জেমন টা দেখা যায় তেমন টা অনেক সময় হয়না, হয়তো নিজের সন্মান বাচাতে নিজের মেয়েকেই এখন কুড়িয়ে পাওয়া মেয়ে বানিয়ে দিলো, কুরিয়ে পাওয়া মেয়ের জন্য কখনো বিয়ে করবে না নিজে সংসার করবে না, এতোটা অবাধ্য হওয়ার পরেও তাকে নিজের কাছে রাখবে এতোটা মহান ও সে হতে পারে না, কিছু তো একটা কিন্তু এখানে আছে, বাবা মেয়ের চেহারা টা আপনি একটু মিলিয়ে দ্যাখেন ভাই

  • @johiruddin1888
    @johiruddin1888 Год назад +135

    আমিনুল সাহেব অনেক ট্যালেন্ট,অনেক ভদ্র, অনেক সাহসী সত্যবাদী, অনেক মানবিক,

    • @khadizaanam-ri8tm
      @khadizaanam-ri8tm Год назад

      সত্যিকারের বাবা হলেও মনে হয় এতটা ধৈর্য ধরতে পারতো না, আমার ক্ষুদ্র জ্ঞানে যা ধারনা ? আর মেয়েটার জাত খারাপ বলে ধারনা আমার ? এতটুকু অনুশোচনার চিহ্নটুকু ওর চোখেমুখে দেখলাম না ? ওর উচিত ছিলো পা ধরে বসে পরে কান্না করা ! তার তো কোন বালাই নেই ? ইরি ধানের বীজে ইরি ধান ছাড়া কাটারী ভোগ আশা করা যায় না ?

  • @hafijurrahman9856
    @hafijurrahman9856 Год назад +23

    এই পর্বটা দেখে মনে হচ্ছে যে, এই মেয়েটি চলচ্চিত্র জগতে সিনেমা / নাটকে, অত্যন্ত সাবলীল ভাবে অভিনয় করতে পারবে ।সেলিব্রেটি জগতের পারফেক্ট সদস্য ।

  • @সাতসতেরো-ণ৫র

    আসলে কি মন্তব্য করবো ভেবে পাচ্ছি না। কিবরিয়া ভাই আপনি একজন সচেতন এবং সম্মানিত মানুষ।
    আমার মনে হয় মেয়েটা সত্যি আমিনুল সাহেবকে খুজতেছে যেই আমিনুল সাহেব একটা অভিভাবক হীন নবজাতক কে মিড ফোর্ড থেকে কুড়িয়েছিলেন।
    আমি নিশ্চিত মেয়েতা তৃষ্ণার্ত। মেয়েটা হয়তো তার বর্তমান পরিবার থেকে পিতৃ পরিচয় নিয়ে খুটা খাটি পেতে হয়। আমিনুল সাহেব জানিনা কি কারণে সব ডকুমেন্ট এতো পাকা পোক্ত করে রেখেছেন। এতো ভালো পরিবারে বেড়ে ওঠেও কেনো মেয়েটি ঐ পরিবারের আবহে নিজেকে তৈরি করতে পারেনি।
    মেয়েটা দ্বিধান্বিত আমিনুল সাহেব পালক পিতা নাকি জন্মদাতা পিতা।
    মেয়েটা সাইকোলজিক্যাল ডিজিজে ভুগছে। এমন অনেক উদাহরণ আছে সাইকোলজিক্যাল ডিজিজে ভোগলে এমনটা হয়।

  • @lokmanmahmud977
    @lokmanmahmud977 Год назад +54

    খুবই নিম্ন মানের স্টুপিড মেয়ে। যিনি বাবা না হয়েও বাবার অসাধারণ দায়িত্ব পালন করেছেন তাকে এভাবে অপমান।

  • @SylhetiBlogUK
    @SylhetiBlogUK Год назад +27

    সুখে থাকতে ভুতে কিলায় every single word সত্য omg 😱 dangerous lady

  • @harashalim3622
    @harashalim3622 Год назад +9

    কেমন যেন সন্দেহ অনুভূত হচ্ছে! আমি একপক্ষকে দোষী কিংবা কারো পক্ষ নিতে মন সায়ঁ দিচ্ছে না।
    সত্য কি তা আল্লাহ ভাল জানেন,এবং তিনিই বিচার দিনের মালিক।

    • @mkelectricstore5405
      @mkelectricstore5405 Год назад +4

      কিছু একটা বেঝালতো আছেই

  • @মুফতীআনোয়ারহোসেনফারুকী

    এই ভিডিওটি প্রচার হওয়া বিশেষ প্রয়োজন ছিল। কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ।
    আপনঠিকানার মত একটি অনুষ্ঠানেও এমন হবে তা কোনদিন ভাবিনি।
    হায়রে নারী!
    কি আর বলব।আল্লাহ সকলকে সঠিক পথের দিশা দিন।আমিনুল সাহেবের প্রতি অনেক শ্রদ্ধা রইল।

  • @anamulnext4102
    @anamulnext4102 Год назад +25

    এ ভাবে করলে কেউ তো কোনো হারিয়ে যাওয়া কাউকে কেউ নিবে না। আপনি অনেকের মনে কষ্ট দিয়েছেন বিশেষ ধন্যবাদ জানাই আমিনুল ইসলাম সাহেব কে সে অনেক মহৎ মনের মানুষ

  • @mirzarosy4104
    @mirzarosy4104 Год назад +27

    কিবরিয়া সাহেব এত সুন্দর একটা সমাধান দিলেন শেষে খুবই ভালো লাগলো মেয়েটার বাবাকে যে অনুরোধ টা করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

  • @asitkumarshuvo9827
    @asitkumarshuvo9827 Год назад +61

    হাজারো স্যালুট স্যার আপনাকে ❤
    পুরো গল্প শোনার মধ্যে হাজার রকমের মন্তব্য আসছিল মনে মনে তবে আপনার দিকে তাকিয়ে দেখে সব মন্তব্য চলে গেছে স্যার ❤
    আপনি মহান তার ছাঁপটা রেখে গেলেন (আপন ঠিকানা-য়) স্যার ❤
    (আপন ঠিকানা-য়) এই এক অন্যরকম ইতিহাসের জন্ম দিয়ে গেলেন "

  • @AshrafulIslam-og9to
    @AshrafulIslam-og9to Год назад +93

    ধন্যবাদ দিয়ে আমিনুল সাহেবকে ছোট করবো না, নিঃসন্দেহে বলা যায় আমিনুল সাহেব একজন মহৎপ্রাণ মানুষ। আজকের পর্বে উপস্থিত হয়ে উনি আরো একবার উদারতা দেখালেন, আর ওনার সন্মানও বেড়ে গেল। আল্লাহ ওনাকে উত্তম বদলা দান করুন।

  • @mdmehedi859
    @mdmehedi859 Год назад +12

    আমিনুল ইসলাম স্যারের জন্য দোয়া কামনা করছি।

  • @mdayub912
    @mdayub912 Год назад +32

    জীবন নাটকের ছেয়ে ও নাটকীয়। এটাই রাইট

  • @younispatwari3313
    @younispatwari3313 Год назад +85

    আমিন সাবের সম্মান তো আরো বেড়ে গেছে।আল্লাহ যাকে ঊঠাতে যায় তাকে কে নামাবে?

  • @MariyaJannat-js2yc
    @MariyaJannat-js2yc 4 месяца назад +2

    আগের এপিসোডে ও বলেছিলো ওর বয়স ২৬/২৭
    কিন্তু আমার তখনই মনে হয়েছিলো এই মেয়ের বয়স কমপক্ষে ৩০/৩২
    আজকে আমিনুল ইসলাম সাহেবের কথা অনুযায়ী আমার ধারণা ঠিক হলে❤️

  • @banumunira9286
    @banumunira9286 Год назад +63

    এই মেয়ের সাথে আর সম্পর্ক না রাখাই উচিত কেননা সে আবারও উনাকে বিপদে ফেলতে পারে।

    • @rayakashfi4252
      @rayakashfi4252 Год назад

      .... আল্লাহ ই ভালো জানে..

    • @abusadat4701
      @abusadat4701 Год назад +1

      Ak baro vhabchen DNA Korar khotha !

    • @mahbubarumi9077
      @mahbubarumi9077 Год назад

      ঠিক বলেছেন

    • @rawshanaraswapna1882
      @rawshanaraswapna1882 Год назад +2

      বাবার ভালমানুষির সুযোগে মেয়েটি এত্ত এত্ত সুযোগ নিয়েছে।

  • @bidhanpurkait9367
    @bidhanpurkait9367 Год назад +74

    আমি কলকাতা থেকে বলছি। আমিরুল সাহেবকে ব্যক্তিগতভাবে চিনি। তাঁর উদারতাকে সম্মান জানাই।

    • @arpitapalchowdhury6078
      @arpitapalchowdhury6078 Год назад +6

      আপনি যদি চিনে থাকেন আমিরুল ভাই কে বলবেন ও নার সঙে অনেক বড়Conspirscyকেউ করছে।এরা হাতিয়ার মাত্র।

    • @omaykulsum6194
      @omaykulsum6194 Год назад +1

      ভাই এই ভদর লোককে অনেক ধনন বাদ। ওনারা অনেক ধরযের পরিচয় দিয়েছেন।দোয়া করি আললাহ ওনাকে নেক হায়াত দান করুন।

  • @Pol786-g6d
    @Pol786-g6d Год назад +2

    এতো সুন্দৰ লোককেউ বাবা হিসাপে পাওয়াৰ পৰেও ঠিক মত মানুষ হতে পাৰেনি ... ফ্লিম & মিডিয়া নিয়ে পঢ়েছে তাই কাহিনী ভালো কৰে সাজিয়েছে 😂😂😂
    এই বাবাকে সালাম ... সবাই যাতে ইনাৰ মত সুন্দৰ হয় ❤

  • @shahnewazjillur4804
    @shahnewazjillur4804 Год назад +112

    আমিনুল ইসলাম একজন বাবা। বাবারা এমন ই হয় । সব কিছু সহজে মেনে নেয় নিতে হয়। সেলুট জানায় এই বাবা কে ❤️❤️❤️

    • @nazmasultana2957
      @nazmasultana2957 Год назад +3

      এই মেয়েকে ক্ষমা করলে পরবর্তীতে আমিনুল ইসলামকে বাবাকে খুন করতে কার্পণ্য করবেনা। ওকে ক্ষমা করা উচিত নয়

  • @Afsanaarif1282
    @Afsanaarif1282 Год назад +376

    এতক্ষণ ধরে ভিডিওটা দেখলাম মেয়েটার উচিত ছিল বাবার পায়ে ধরে ক্ষমা চাওয়ার 😢

    • @a.i.a2738
      @a.i.a2738 Год назад +8

      রাইট

    • @saboojmolla723
      @saboojmolla723 Год назад +9

      ১০০% রাইট

    • @shanagnipa2952
      @shanagnipa2952 Год назад +11

      আমিও বারবার এটাই ভাবছিলাম।একবার হলেও খুব বিনীত হওয়ার প্রয়োজন ছিল।

    • @ruksananina4291
      @ruksananina4291 Год назад +4

      Right

    • @kamruzzamankajol1903
      @kamruzzamankajol1903 Год назад +10

      শেষ সময় পর্যন্ত অপেক্ষা করলাম যেন তার বাবার পায় ছুঁয়ে ক্ষমা চায় কিন্তু ছিটে ফোঁটা করল না। যাক মহান আল্লাহ্ আমাদের হেদায়েত দান করুন।

  • @AlamgirSikder-xj5vy
    @AlamgirSikder-xj5vy Год назад +4

    স্যার অনেক ধ্যনবাদ,, সেই সাথে মেয়ে আর জামাই এর শাস্তি হওয়া উচিত

  • @monirahasan9925
    @monirahasan9925 Год назад +46

    রক্ত আসলেই important ,,,,
    মেয়েটা ডিজার্ভ ই করে না এই বাবা, family কে
    এতো গুলো মানুষ কে বিরক্ত করার মানে কি 😴

    • @nurulislam3034
      @nurulislam3034 Год назад

      মিথ‍্যাচারী করুক আর মান অভিমান করুক আসলে ঘুরে ফিরে ওর জগত একটাই আর তা হলো আমিনুল সাহেব এবং তাঁর পরিবার। ও যে ভাবে হাসি হাসি মুখে বলেছে যে উনিই আমার প্রকৃত জন্মদাতা পিতা এক হিসেবে ঠিকই বলেছে। কেননা অন‍্য পিতামাতার মাধ‍্যমে সে জন্ম নিলেও ওর জন্মের মাত্র দু'দিনের মাথায় যখন আমিনুল
      সাহেব এবং তাঁর বোন ওকে বাবা মায়ের পরিচয় দিয়ে দত্তক নিলেন তখন হতে এক হিসেবে ওর পুনর্জন্ম হলো। তবে আমিনুল সাহেব এবং তাঁর ভাইবোনেরা যে অত‍্যন্ত মানবিক এবং মহান হৃদয়ের মানুষ সে বিষয়ে কারো বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই, তথাপি একটা বিষয় অনেকটা ধারণা করা যায় যে ও যখন কিছুটা বুঝের হয়ে ওর জন্মের বিষয়ে জানতে পারে তখন ও যে হীনমন্যতায় ভুগেছে তা অনেকটাই আন্দাজ করতে পারলাম। আর এই হিনমন‍্যতার পাশাপাশি ও যখন ওর অতি আবেগের জায়গাটায় কিছুটা শূন্যতা খুঁজে পেয়েছে তখনই ও বাড়ি হতে পালানোর চেষ্টা করেছে। আর এর অর্থ এই নয় যে আমিনুল সাহেব বা তাঁর পরিবারের পক্ষ হতে ওর প্রতি কোন প্রকার স্নেহ মমতায় ঘাটতি ছিল কিন্ত্তু ও যেহেতু হীননমন‍্যতায় ভুগতো তাই ওর নিকট হয়ত সে রকম কিছুটা মনে হয়েছে আর তার ফলস্বরূপ ওর বার বার পালানো কিন্ত্তু এই নীড়হারা পাখিটা যাবেই বা কোথায়! আর ওর পড়াশোনার গল্প কাহিনী ওর অবচেতন মনের বহিঃপ্রকাশ মাত্র, আসলে ও মাত্র ক্লাশ সিক্স পর্যন্ত পড়াশোনা করে থাকলেও ও মনের আয়না দিয়ে নিজের শিক্ষাগত যোগ‍্যতা, ব‍্যক্তিত্ব এবং সামাজিক অবস্থানটা যে ভাবে কল্পনা করে ঠিক সেভাবেই সে কিবরিয়া ভাইয়ের নিকট প্রকাশ করেছে। সূর্যের আলো কখনো ম্লান হয়না, ওর কথা বা সাজানো গল্পে আমিনুল সাহেবের ব‍্যাক্তিত্ব, খ‍্যাতি বা সুনামের বিন্দুমাত্র ক্ষতি হয়েছে বলে আমরা মনে করিনা। এই ভিডিও দেখে যতটুকু বুঝতে পেরিছি তাতে নিশ্চিত ভাবে বলতে পারি যে, ও ওর মনের আবেগের জায়গা হতে আমিনুল সাহেবকেই ওর প্রকৃত জন্ম দাতা মনে করে। আর আমিনুল সাহেব যে এত কিছুর পরও উনার স্নেহ, মমতা এবং ভালোবাসার জায়গা হতে ওর প্রতি এখনো যথেষ্ট দূর্বল তা দিবালোকের মতোই প্রতিয়মান। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, আমিনুল সাহেব মুখে যাই বলুননা কেন তবে এই মায়ার বন্ধনের বেড়াজাল হতে উনার পক্ষে হয়ত কখনো বেরিয়ে আসা সম্ভবপর নয়। ঠিক তেমনি অনন‍্যা বা মিনারের পক্ষেও ওর এই বাবার হৃদয়ের আশ্রয়স্থল হতে কখনো পালিয়ে থাকা সম্ভবপর নয়। সবশেষে এটাই কামনা করব যে, আমিনুল সাহেব তাঁর মানবিক মহানত্ব দিয়ে সমস্ত মান অভিমান ভুলে মেয়েটির সব অপরাধকে তাঁর ক্ষমা সুন্দর হৃদয় দিয়ে ক্ষমা করে মেয়েটিকে ঠিক আগের মতোই হৃদয়ে স্থান দিয়ে এ'দেশের লক্ষ কোটি জনতার মাঝে একজন এতিমের প্রকৃত অভিভাবকের দৃষ্টান্ত হয়ে থাকবেন।আমিনুল সাহেবের প্রতি আমার হৃদয় হতে শতকোটি সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ পাক উনাকে নেক হায়াত এবং দীঘ জীবন দান করুন। আমিন

  • @MdBelal21736
    @MdBelal21736 Год назад +19

    আমিনুল সাহেব অনেক ভালো মানুষ, উনি অনেক ধৈর্য পরিচয় দিয়েছে মেয়েটার উচিত ছিলো অনুষ্ঠান চলাকালীন তার বাবার পা ধরে ক্ষমা চাওয়া,পালিত মা বাবারা সন্তান হিসেবে মেনে নিলেও বড় হয়ে তারা মা বাবাকে মানে না,এটা সমাজের বাস্তব চিত্র।

  • @mdrafi_malik
    @mdrafi_malik Год назад +4

    এই মহিলা কে আমি চিনি। এই মহিলার ফার্স্ট হাসবেন্ড আমার বন্ধুর কাকা।
    উনার সেই স্বামী বিদেশে যাওয়ার কয়েক বছর পর উনার জন্ম দেয়া মিম নামের একটা মেয়ে রেখে অন্য জনের সাথে পালিয়ে চলে যায়।
    উনার প্রথম স্বামীর নাম রকি।
    আর আমি উনাকে অড়নি নামে চিনি। অনন্যা উনার আগের হাসবেন্ড এর ভাতিজির নাম।

    • @fatamamostafa4568
      @fatamamostafa4568 5 месяцев назад

      আমিনুল ইসলাম সাহেব কিসে জব করেন।

  • @mdmuziburrahmanjasim355
    @mdmuziburrahmanjasim355 Год назад +180

    এই ভদ্রলোকের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। তিনি গ্রেট ম্যান এই কারণে যে তিনি অত্যন্ত ধৈর্য্যশীল এবং নিরেট ভদ্রলোক।

  • @mohammadjakariaahmed6252
    @mohammadjakariaahmed6252 Год назад +27

    বাকরুদ্ধ হয়ে গেলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, ভদ্র মানুষটির প্রতি অনেক শ্রদ্ধা রহিলো, এতো কিছুর পরেও তিনি সহনশীল আছেন, দোয়া করি সবার জন্য, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই যেন মিলেমিশে থাকেন

  • @nizamuddinpatuwary8353
    @nizamuddinpatuwary8353 Год назад +1

    শিক্ষিত হইলেই হয় না.শিক্ষার একটা মান সম্মান আছে.সেটাই এই ভদ্রলোক দেখিয়েছেন.উনি অনেক ধৈর্যশীল.

  • @hussainahmed6087
    @hussainahmed6087 Год назад +31

    এমন একটা আপডেট দেখলাম যাহা ইতিহাস হয়ে থাকবে। ভাবতেও পারিনাই

  • @ummahabiba7068
    @ummahabiba7068 Год назад +31

    এটাকেই বলে অল্পবিদ্যা ভয়ংকর। আসলে মোটকথা স্বামী স্রী দুজনে মিলে বাবার সম্পদ ভোগ করার চিন্তা ছিল।। কারন দুজনেই মনে করছিল দুজনেই বুদ্ধিজীবি। আর আজকে বাবার সামনে আসছে বলে সে বুকা নয়। সে এই চিন্তা করে যে আজকে মেডিয়ার সামনে বাবা সম্পদ লিখে দিবে। তবে সত্যিই বাবা বাবাই হয়। প্রত্যেকটা বাবাকে সম্মান জানাই।

  • @issumi852
    @issumi852 5 месяцев назад +3

    এটা কেন করলে এখন বুঝতে পারলাম না আর কি শর্ত ছিল এত মিথ্যা বলার কি দরকার ছিল

  • @ayshamethuns
    @ayshamethuns Год назад +15

    কিবরিয়া ভাই আপনার প্রতি অনেক দুয়া,,,এত সুন্দর করে বুঝালেন,,আলহামদুলিললাহ,,,আল্লাহ রাববুল আলামিন এই বাবার মনটা নরম করে দিন এটাই প্রত্যাশা,🤲🤲

  • @babulhossain3543
    @babulhossain3543 Год назад +31

    পৃথিবীতে অনেক কিছু আবিস্কার হয়েছে মানুষকে বুঝার প্রযুক্তি জরুরী। আজকের পর্বটি দেখে কষ্ট পেলাম। আমিনুল ইসলাম সাহেবকে কিছু বলার ভাষা নেই,তারপরও মানুষ মানুষের জন্য ওনার দীর্ঘ আয়ু কামনা করছি।

  • @AbduKader-x9s
    @AbduKader-x9s 4 месяца назад +2

    মেয়ে টা যেটা করেছে খুবই নিন্দনীয়, একজন সম্মানিত মানুষ কে অসম্মান
    করার জন্য ওনার পা ধরে ক্ষমা চাওয়া
    উচিৎ ছিল।

  • @shakhawatemon4509
    @shakhawatemon4509 Год назад +260

    এমন একটা মানবিক অনুষ্ঠানে,, এমন কিছু ঘটবে ভাবতেই পারিনি।

    • @muzzalvlog3324
      @muzzalvlog3324 Год назад +9

      হুমায়ুন আহমেদ আর শাওনের কাহিনি ঢুকাইছে কিছুটা

    • @SaduMia-w8e
      @SaduMia-w8e Год назад +2

      ​@@muzzalvlog3324 রাইট

  • @sushantodebnath2669
    @sushantodebnath2669 Год назад +39

    পুরো ভিডিও টা শোনার আগে আজ কেন বারবার অবাক হয়ে যাচ্ছি বুঝতে পারছি না।

    • @rayakashfi4252
      @rayakashfi4252 Год назад +1

      ... মেয়েটার বাবা, মা কোথায় ? ...

  • @srn0521
    @srn0521 8 месяцев назад +1

    He is the greatest baba.respect for him

  • @concolahamed9594
    @concolahamed9594 Год назад +179

    জীবনে মানুষ চেনা সত্যিই বড় অদ্ভুত

    • @SulthanaBangla
      @SulthanaBangla Год назад +2

      Amar mine Hy yni or make Jane ,Eta a sto

    • @mdedris1353
      @mdedris1353 Год назад

      এটাই প্রমাণিত মহিলারা সবকিছু পারে।

    • @rosonriya2225
      @rosonriya2225 Год назад +2

      এ পর্যন্ত তিনবার দেখলাম ভিডিওটা

  • @salimhossain3319
    @salimhossain3319 Год назад +97

    জীবন নাটকের চেয়েও নাটকীয়! 😮😮

    • @golammostafa3053
      @golammostafa3053 Год назад +3

      হায় রে জীবন ❤😂😂

    • @malatisarkar212
      @malatisarkar212 Год назад +1

      She has got phycological problem ,best see a Dr
      Easy to say but not Easy to understand other people problem
      And She lives very much this ফাদার,

    • @malatisarkar212
      @malatisarkar212 Год назад

      She lives very much this ফাদার
      Best see মানসিক Dr

    • @malatisarkar212
      @malatisarkar212 Год назад

      Sorry mistake my write
      She LOVES her ফাদার very much

    • @malatisarkar212
      @malatisarkar212 Год назад

      She is not mature

  • @majharulislam1860
    @majharulislam1860 3 часа назад

    আপনি অসাধারণ মানুষ।
    আপনার সুস্বাস্থ্য কামনা করি।

  • @subratakumarmohanta785
    @subratakumarmohanta785 Год назад +18

    কিবরিয়া ভাই, আজ প্রথমবার আপনাকে শ্রদ্ধা জানালাম। আমি আপনার অনেক সিনিয়র হলেও।

  • @arobali8503
    @arobali8503 Год назад +33

    কাউকে বিপদে ফ্যালাতে গেলে নিজেকে বিপদে পোড়তেহয়

  • @farhan.1ms
    @farhan.1ms Год назад +3

    লোভে পড়ে এমন করেছে,,অনেক কিছু পেয়েছিলো,,তা হারিয়ে অন্ধ হয়ে গেছিলো মেয়েটি।কিছু বলার ভাষা নাই 😢

  • @roksanarahaman1737
    @roksanarahaman1737 Год назад +90

    মহান আল্লাহ আমাদের সবাই কে সঠিক বুঝ দান করুক। মিথ্যাচার থেকে মুক্ত করুক। আমীন 🤲

    • @najiyathrahman5960
      @najiyathrahman5960 Год назад +1

      আমিন

    • @sumilaskar3380
      @sumilaskar3380 Год назад +1

      Or kopal valo amon akta babar hat peyechilo but mone hoi o kuno valo gorer jonmo na aijonno tho hospital fele cole gese rasta gate jonmo..........

    • @NHAabir-vz9uy
      @NHAabir-vz9uy Год назад +1

      স্যার ভুল করেছে মাপ করলে ভালো হয় আপনারকে পাওয়ার জন্য এতকিছু

    • @roksanarahaman1737
      @roksanarahaman1737 Год назад +2

      @@NHAabir-vz9uy মহিলার বয়স ও কিন্তু কম না, আর এই বয়সে এসে এতো মিথ্যা বলা একজন সত ভালো ব্যাক্তির নামে 😒তার পাশাপাশি তার স্বামী ও আল্লাহ ওনাকে মাফ করুক।
      আমি এই বাবাকে হাজার হাজার সালাম জানাই উনি এতো দর্য্য মানুষ মাশাআল্লাহ 🤲মহান আল্লাহ এই বাবাকে আরো দার্য্য শক্তি বাড়িয়ে দিক♥️
      আমাদের সবাই কে হেদায়েত নসিব করুক 🤲আমীন 🤲

    • @ShuvoChakrborty-nv8wy
      @ShuvoChakrborty-nv8wy Год назад

      আরে না কিবরিয়া ভাই ও চাইছিল এমন একটা পরিবার যুদি পাই বড়ো লোক।ও child depression ভুগে ছিল এজন্যই এমনএমনকি হয়েছে।মা বাবা হারানো সন্তান গুলো এমনই হয়।

  • @Mdnur-bh7nk
    @Mdnur-bh7nk Год назад +17

    এতো বিষাক্ত সাপের চেয়েও বিষাক্ত এর কি বিচার হওয়া উচিত তা আমার জানা নাই। কি আর বলব ভাষা নাই।

  • @MdAnowar-Bhai
    @MdAnowar-Bhai 7 месяцев назад +2

    যে যাহায় বলুন কিন্তু পালিত বাবা হলেও দুজনের চেহারা কিন্তু অসাধারণ মিল পুরোই কপি❤️❤️❤️

  • @aynalhoque6852
    @aynalhoque6852 Год назад +37

    আমিনুল স্যারের সম্মান হাজার গুণ বেড়ে গেল

  • @farzanaswety4213
    @farzanaswety4213 Год назад +87

    মিনার,
    আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে
    মিথ্যাচার কখনো লুকিয়ে রাখা যায় না ❤❤

  • @nargiskarim8835
    @nargiskarim8835 Год назад +10

    বিনম্র শ্রদ্ধা আর সালাম আমিনুল ইসলাম স্যার এর জন্য আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন আমীন

  • @shahjahan-zz1wj
    @shahjahan-zz1wj Год назад +55

    কিবরিয়া ভাই,মাছ দিয়ে যেমন শাক ডাকা যায় না।তেমনি মিথ্যা দিয়ে কোন দিন সত্য ডাকা যায় না। আমিনুল স্যার আপনি God blessing you ❤

  • @nasrinarties1729
    @nasrinarties1729 Год назад +24

    এরকম প্রতিষ্ঠানে এসে সময় নষ্ট করে মিথ্যা কথা বলে সম্মান হানি করা এই মেয়েটাকে শাস্তি দেয়া হোক।

  • @SharirChaudhariSohail
    @SharirChaudhariSohail 6 месяцев назад +2

    আমিনুল সাহেবকে স্যালুট জানাই

  • @abulkashem3203
    @abulkashem3203 Год назад +66

    মেয়েটি খুবই চতুর, মিথ্যাবাদী , অনন্য কুট চক্রান্তকারী , ক্ষমার অযোগ্য । আইনে বিচার করে হত্যাকারীকে মৃত্যু দন্ড দেওয়া হয়,যদিও হত্যা ব্যক্তি ফেরত আসবে না সমাজে যাতে এইরূপ ঘটনা না ঘটে । তাই এই মেয়ের শাস্তি পাওয়া উচিত ।

  • @faridaakther4968
    @faridaakther4968 Год назад +45

    মিথ্যা বলার ও একটা সিমা থাকে এই মহিলা এত মিথ্যা এত সুন্দর করে কিভাবে বলতে পারে এই এপিসোড দেখার পর কাউকে বিশ্বাস করা অনেক কঠিন হয়ে গেছে।

    • @mominabinteamir602
      @mominabinteamir602 Год назад

      এমন একজন অবাধ্য ছিল আমাদের কাছে, সে-ও এমনই বলে অন্য জায়গায় এখন আশ্রয় নিয়েছে। আশাকরি কোথাও যেকোনো এক সময়ে তার চতুরতার মুখোশ খুলে যাবে।

  • @omarfaruk4997
    @omarfaruk4997 Год назад +3

    আমিনুল সাহেবরা আছে বলেই দেশে এখনো মানবতা আছে, এমন একজন মানুষ কে সম্মানহানি করার চেষ্টা করা উচিৎ হয়নি, যদিও সাধারণ মানুষের কাছে উনার সম্মান আরও সুউচ্চ পাহাড়ের মতো হয়েছে।

  • @mohammedislam5897
    @mohammedislam5897 Год назад +12

    স‍্যালুট আমিনুল ইসলাম কাকা আপনার পুরো ফেমেলী কে সালাম এবং শ্রদ্ধা জানাই 💖💖💖🌹🌹🌹

  • @smnasir6239
    @smnasir6239 Год назад +23

    সকল প্রশংসার মালিক মহান আল্লাহ্ তায়ালা ❤ আলহামদুলিল্লাহ ❤️

  • @wahab805
    @wahab805 Год назад +2

    আমিনুল সাহেব,খুব,খুবই ধৈর্য্যশীল ফ্রজেন ম্যান।স্যালুট ভাই।

  • @naimachowdhury7368
    @naimachowdhury7368 Год назад +7

    আমার খুব কসটো লাগলো এই বাবার জনন.
    মেয়েটা ক্ষমার জুগগ না.কেন মেয়েটা তার জিবন টাকে আর খারাপের দিকে নিয়ে গেল. দিনের অভাব তাই এরকম হয়েছে.ধনবাদ কিবরিয়া ভাইকে.
    আল্লাহ এই মেয়েটাকে হেদায়াত করুন.
    আমরা সবাই বলি আমিন.

  • @khandakernasrin3570
    @khandakernasrin3570 Год назад +47

    দেখার অপেক্ষায় ছিলাম। ❤RJ Kebria vai এবং আপন ঠিকানার সকলের প্রতি অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল।❤❤

  • @SirajumMonira-e7o
    @SirajumMonira-e7o Год назад +2

    আমিনুল ইসলাম খুবই একজন ভালো মানুষ। আল্লাহ উনাকে নেক হায়াত দিন

  • @sayfulalammakhon8951
    @sayfulalammakhon8951 Год назад +38

    সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। তা এই পর্বের মধ্য দিয়ে আবারো প্রমানিত হলো।

  • @HabiburRahman-tb1em
    @HabiburRahman-tb1em Год назад +48

    এমন একটা মানবিক অনুষ্ঠানে এমন কিছু কটবে ভাপতে পারিনাই ভাই ❤❤❤❤

    • @bdff9090
      @bdff9090 Год назад

      হা হা হা হা হা হা হা হা হা

    • @mdjaman3408
      @mdjaman3408 Год назад

      কিবরিয়া ভাই ও আমিনুল ইসলাম সাহেবকে সেলুট দিলাম।

  • @afrozatoua2787
    @afrozatoua2787 Месяц назад +1

    সম্পতি পাওয়াই ছিলো আসল উদ্দেশ্য

  • @korbanmolla367
    @korbanmolla367 Год назад +8

    আমি কলকাতা থেকে দেখছি। আজকের এই ঘটনা টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম আর অবাক হলাম "এত বড় অভিনয় সে কেমনে করতে পারলো"।

  • @shaheedchowdhury7064
    @shaheedchowdhury7064 Год назад +5

    এক সময় প্রচুর বাংলা ইংরেজী বই পড়তাম এবং ছবি দেখতাম, যেটা এখন আর সম্ভব হয়ে উঠে না. লন্ডনে কিছুরই অভাব নেই. শুধুই সময়ের অভাব. এত দিন বই এবং ছায়া ছবির সেসব গল্প নিয়েই আমার বসবাস ছিল. কিন্ত না, আজ অনেক দিন পর সম্পূর্ণ নতুন একটি গল্প পেলাম আপন ঠিকানার মাধ্যমে. যে গল্পের রচইতা এই ভদ্র মহিলা, যে নাকি আমার দেশের একটি সনাম ধন্য বিদ্যাপীঠ থেকে ডিগ্রি নিয়েছেন. কিবরিয়া সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সাহসিকতার জন্য. সবাই আমরা আজকের এই গল্প থেকে অনেক কিছু জানলাম এবং শিখলাম. এই পৃথিবীটা কখনোই বিচিত্র নয়, পৃথিবীর মানুষ গুলোই অনেক অনেক বিচিত্র. ধন্যবাদ, শাহেদ চৌধুরী লন্ডন থেকে

    • @AminulIslam-qn6ob
      @AminulIslam-qn6ob Год назад +2

      If you are SHAHED CHOWDHURY of "Gitanjoli", Brick Lane, London.... then we are well-known to each other.... I am AMINUL ISLAM KHOKON of ETV-UK....

    • @coolbreeze74
      @coolbreeze74 Год назад

      ​@@AminulIslam-qn6obAccha ekhne hidden Kichu ache onk a bolche 😢

  • @adventurebangla6352
    @adventurebangla6352 Год назад +2

    আল্লাহ এই মেয়ের মনকে প্রশান্তি দান করুন। আল্লাহ এই মহিলাকে ধৈর্যশীলতা দান করেন। তাকে উত্তম রিযিক দান করেন। আমিনুল সাহেব এবং এই মেয়ের সম্মান দান করেন।এই মেয়ের সত্যিকার বাবা মা কে মিলিয়ে দিন।এই মেয়ের মানসিক চিকিৎসা দরকার।এই মেয়ের স্বামীকে নজরদ্বারিত্বে রাখা উচিত।এই মেয়েকে নির্যাতন করলে অবশ্যই উপযুক্ত বিচার হবে চান্দু মিয়া।আর ভালোবাসলে অনেক দোআ এবং শুভকামনা।

  • @abulkalamzaman4558
    @abulkalamzaman4558 Год назад +32

    Anonna is a "Bipolar patient". Eder symptom hochhe: (1)They keep their nearest ones busy, if they feel that the nearest ones are not paying any attention to them, they will create problems to get this attention, (2)If they decide to do something, they WILL do it, even if it results in destroying the loved ones, (3)They loose interest immediately after gaining it, then, they target another subject. (4)An "empty-ness" hunts them.

  • @azizahmed4607
    @azizahmed4607 Год назад +62

    কিবরিয়া ভাইয়ের ভিডিওর শেষে এসে এসে যে কথাগুলো বলেছেন শুনে আমার চোখের জল ধরে রাখতে পারিনি। কিবরিয়া ভাইয়ের মহত্ত্বের কথা এই ভিডিওতে সারাজীবন স্বর্নাক্ষরে থাকবে।

    • @fusion...
      @fusion... Год назад

      Right

    • @rahelaakter4111
      @rahelaakter4111 Год назад +1

      রাইট100%

    • @kajolsorkar3995
      @kajolsorkar3995 Год назад

      ​@@rahelaakter4111 Eleeeeleeleelelkeeeeeleeeeeeleleeeeleleelleeemeeeeeeekeeeeleleleeleleeeeeeemeleleeeeeeeweeeleeemeeeelleeewleeeeedeeeleledeeeeeeeeeeeeeelelkeeeeelmelelelemellweeelelleeeeeeeleeeldll

  • @farzanatopa8183
    @farzanatopa8183 Год назад +1

    কিবরিয়া ভাইকে অনেক দোয়া, উনি অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন ক্ষমা করে দেয়ার জন্য!!! যদিও এই মহিলা অনেক অকৃজ্ঞের মতো কাজ করেছে 😢

  • @munshialomgir7476
    @munshialomgir7476 Год назад +10

    অবশ্যই এটা একটা উদাহরণ হয়ে রইল। আপন ঠিকানার মতো একটা অনুষ্ঠানে কেউ যে বানানো মিথ্যা কথার জাহাজ সাজাতে পারে আমারও কল্পনায় ছিল না। সবশেষে এপিসোড টার প্রচার সঠিক হয়েছে,এতে অনেকের ভুল ভেঙেছে।শ্রদ্ধা ওসন্মানের জায়গায় আপন ঠিকানা স্বমহিমায় উজ্জ্বল রয়েছে।।

  • @delwarhossain1237
    @delwarhossain1237 Год назад +12

    কিবরিয়া ভাই, অনেক বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন। আজকের পর্বটি আমাদের জন্য এবং আপনার জন্যও একটি শিক্ষা।আমরা সবাই মানবিক হই এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি।মহান আল্লাহ উনাকে সঠিক বুঝদান করুক। আমিন।

  • @mozammelhowlader7180
    @mozammelhowlader7180 Год назад +3

    তবে এই ভিডিওটা দেখে আমার মনে হয় সত্যি সত্যি ওনারা বাপ মেয়ে উনাদের চেহারার মিল আছে দর্শক আপনারা খেয়াল করে দেখবেন

  • @joybangla4722
    @joybangla4722 Год назад +26

    ভদ্র লোক সত্যি মানবিক। সমাজে এমন ও মানুষ আজও ও আছে। স্যালুট