সঞ্জীব চট্টোপাধ্যায়ের নিশির ডাক (দ্বিতীয় পর্ব): পাঠে সঞ্জীব চট্টোপাধ্যায়

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • সঞ্জীব চট্টোপাধ্যায়ের নিশির ডাক (দ্বিতীয় পর্ব) : পাঠে সঞ্জীব চট্টোপাধ্যায়, অলঙ্করণ: সোমনাথ পাল
    রাত দেড়টা। আজ আর বোধহয় নিশি বেরোল না। সবটাই গুজব। এমনও হয় নাকি! এই সব ভেবে সবে পাশ ফিরে শুয়েছি, এমন সময় দূরে কোথাও চিং করে একটা শব্দ হল। আমার কান খাড়া। বিছানায় আধশোয়া। গম্ভীর গলায় কে টেনে-টেনে সুর করে ডাকছে, “অনাথ, অনাথ।' তিনবার। পরের নাম, দীনবন্ধু, দীনবন্ধু। গলাটা ক্রমেই এগিয়ে আসছে ডাকতে ডাকতে। আমাদের বাড়ির সামনে। বাবার নাম ধরে ডাকছে, 'হরিশঙ্কর, হরিশঙ্কর। আমার হাত বাবার ঠোটের কাছে। তেমন হলেই চেপে ধরব।
    খুব ইচ্ছে করছে জানলা দিয়ে উকি মেরে দেখি। ভীষণ উত্তেজনা হচ্ছে। বাবাকে ছেড়ে উঠতে পারছি না তাই। ডাকটা ক্রমশই গঙ্গার দিকে চলে যাচ্ছে, 'কানাই, কানাই, বনমালী, বনমালী, হারাধন, হারাধন। শেষে আর শোনা গেল না।
    আমাদের চ্যানেল ভূত, প্রেত কুসংস্কারে বিন্দুমাত্র বিশ্বাস করে না। এই গল্পটি বহুকাল আগে ছোটদের নিছক মজা দেবার জন্য লিখেছিলেন। এই গল্প কোনও অবৈজ্ঞানিক ব্যাপারকে প্রশ্রয় দেয় না।
    Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
    ★ Subscribe to us: sanjibani sudha,

Комментарии • 5

  • @ritadas9566
    @ritadas9566 2 месяца назад +1

    অপূর্ব!! খুব ভাল লাগলো মজার গল্প টি *নিশির ডাক* আরো বেশি ভাল লাগলো এই শব্দ গুলো, টাই করে মাথা......,কোথাও চিং করে...., পুষির ফিচ ফিচ....,কশোর-ঘন্টার জগ-ঝম্পো...., ফিস ফিস....,দেওল ঘড়ির টাকাস টাকাস...., টং...., করে....., উদ্বিগ্ন অস্থির জীবনে এমন গল্প শুনে একটু হাসতে পারি। খুব ভাল থাকবেন দাদাভাই। আমার সশ্রদ্ধ প্রণাম সহ ভালবাসা গ্রহণ করবেন 🙏🙏🌹💗🌹

  • @ranjansarkar5494
    @ranjansarkar5494 2 месяца назад

    Khub bhalo legeche Dada. Aro golpo ei Bhave balon

  • @udbharat_official
    @udbharat_official 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @aniketmazumdar
    @aniketmazumdar 2 месяца назад

    নমস্কার অপূর্ববাবু,
    আমি অনিকেত,
    বর্ধমান জেলার কেতুগ্রাম থেকে বলছি,
    আমি সঞ্জীব বাবুর কিছু বইয়ে অটোগ্রাফ নিতে চাই। আপনি একটু ব্যবস্থা করে দেবেন?

  • @gauribanerjee1803
    @gauribanerjee1803 2 месяца назад

    Phonenumbertadeben