Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
কাজল দেওয়ানের কাছে একটি অনুরোধ, বছিলা হোসেন শাহ বাবার মাজারে একটি পালাগানের আয়োজন করে, মাজারের প্রচার বাড়িয়ে দিন। আশাকরি আপনি চাইলেই পারবেন।
জয় মাতাল
২৬/০৭/২০২৪ ইংগান নং ৯৫৭২""""" কাম তত্ত্ব ও দেহতত্ত্ব গান """""লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।আমার জীবন যৌবন যায় অকারণ, না বুঝিয়া প্রেমের ভাও।।সারাজীবন উল্টা পথে, বাইলাম শুধু কামের নাও।।হীরা মণি মুক্তা কাঞ্চন, নষ্ট করলাম ভুল পথে।।জীবন তরী ডুবুডুবু হইলো, যাইয়া কাম কামিনীর ঘাটে।।ডুবল তরী ত্রিবেণীর ঘুর্ণীপাকে।। সারা অঙ্গে হইলো ঘাও।নায়ের মাঝি মাল্লা আটজন ওরা, দেয় যে তাড়া সারাক্ষণ।। পাগলা ঘোড়ার মতো ছুটে, কাম বেপারী কাম মদন।।হয়না তবু বিবেক চেতন।। মানব জনম যায় যে ফাও।নিজের রুজি মহাজনের পুঁজি, সবি দেখি হলো লোকসান।।দেনার ভারে নুহ্য দেহ, কখন যেনো যায়রে প্রাণ।।তিন কাঠের এই দেহ তরীখান।। অকুলেতে নাহি ডুবাও।কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, যা যাবার তা গেছে চলে।।ও মন বেবুঝা হওরে সোজা, আসো ফিরে সত্য সরলে।।তওবা করো অতীত ভুলে।। আল্লাহর কাছে পানাহ্ চাও।
কাজল দেওয়ানের কাছে একটি অনুরোধ, বছিলা হোসেন শাহ বাবার মাজারে একটি পালাগানের আয়োজন করে, মাজারের প্রচার বাড়িয়ে দিন। আশাকরি আপনি চাইলেই পারবেন।
জয় মাতাল
২৬/০৭/২০২৪ ইং
গান নং ৯৫৭২
""""" কাম তত্ত্ব ও দেহতত্ত্ব গান """""
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
আমার জীবন যৌবন যায় অকারণ, না বুঝিয়া প্রেমের ভাও।।
সারাজীবন উল্টা পথে, বাইলাম শুধু কামের নাও।।
হীরা মণি মুক্তা কাঞ্চন, নষ্ট করলাম ভুল পথে।।
জীবন তরী ডুবুডুবু হইলো, যাইয়া কাম কামিনীর ঘাটে।।
ডুবল তরী ত্রিবেণীর ঘুর্ণীপাকে।। সারা অঙ্গে হইলো ঘাও।
নায়ের মাঝি মাল্লা আটজন ওরা, দেয় যে তাড়া সারাক্ষণ।।
পাগলা ঘোড়ার মতো ছুটে, কাম বেপারী কাম মদন।।
হয়না তবু বিবেক চেতন।। মানব জনম যায় যে ফাও।
নিজের রুজি মহাজনের পুঁজি, সবি দেখি হলো লোকসান।।
দেনার ভারে নুহ্য দেহ, কখন যেনো যায়রে প্রাণ।।
তিন কাঠের এই দেহ তরীখান।। অকুলেতে নাহি ডুবাও।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, যা যাবার তা গেছে চলে।।
ও মন বেবুঝা হওরে সোজা, আসো ফিরে সত্য সরলে।।
তওবা করো অতীত ভুলে।। আল্লাহর কাছে পানাহ্ চাও।