Hindi abar ki !!!!! Ogulo gan naki???? Kono lyrics nei..... Gan ho6e agulo..... Sahitya mane Satyajit Ray, Upendra kishore Raychoudhori, Kabiguru , Premendra Mitro.. Amar mobile bangla lekha jai na. Dukhito.
বাংলাদেশ থেকে লিখছি,,,, আমার ২বছর ৪মাস বয়সের মেয়েটা কলকাতার বাংলা গানের ভক্ত,, এত অল্প বয়সে মেয়েটা গানের কি বুঝে আমি জানিনা,,,,সে you tube এ সারাদিন এই গানটা শুনে,,,,,এই গানটা প্রথম শুনছি ওর সৌজন্যে,,,, তারপর থেকে কতবার যে হয়েছে,আমি নিজেও জানিনা,,, ধন্যবাদ অনুপম দা কে তার অসাধারণ সৃষ্টির জন্য,,,,
অনুপম রায়ের স্নিগ্ধ মিষ্টি হাসি, সরলতা, সাবলীলতা, অপূর্ব সুন্দর গলা আর অসম্ভব দৃঢ় ব্যক্তিত্ব যেন তার গানকে অন্য মাত্রা এনে দেয়। অনুপম রায় যেন বাঙালিদের কাছে একটা আবেগ। এভাবে বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য সত্যিই অনুপম রায়ের কাছে আমরা কৃতজ্ঞ ❤️
প্রবাসে আসার সময় বাবা মা অনেক কান্না করছিল, আমি চেষ্টা করেও এক ফোঁটা চোখের জল ফেলতে পারিনি, আজ দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদলাম, গানটা শুনার পর নিজেকে ধরে রাখতে পারিনি । সাত বছরের জমে থাকা অশ্রু আজ ঝাড়লাম, অনুপম রায়, তুমি অমর হও। ঘরে ফিরুক সব প্রবাসী
আমার মত প্রবাসীদের জন্য এই গানটির এক অন্য মানে! এটি বোধহয়, আমাদের মনের এক সুপ্ত আর্তনাদ, যা ঢেকে হয়ত প্রতিদিন আমরা হাঁসি মুখে নিজেদের পরিস্থিতির সাথে যুদ্ধ করে চলি! এই কথা গুলি হয়ত আমরা কোনওদিন কোনও চিঠিতে, কোনও WhatsApp মেসেজ লিখতে চেয়েছিলাম, তবে আর লেখা হয়নি, কাউকে বলা হয়নি। নিজেকে নিজে বলেও, হেঁসে চেপে গেছি... এটি বোধহয় প্রবাসী সকল সন্তানদের নিজের মা এর ডাকে সাড়া!
দেশ ছেড়ে প্রবাসে এসেছি বেশি দিন হয় নি। কিন্তু আপনার এই গান টা কি মনে করে যেনো সার্চ করলাম। হটাৎ করেই আমার বাংলা মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠলো আর আমার মা এবং বাংলা মায়ের কথা মনে করে হাউমাউ করে কেদে উঠলাম।
অনুপম দা কি যে বলবো ভাষা খুঁজে যাচ্ছি। প্রতিটা কথা এত দরদ দিয়ে গাওয়া। আর সুর মনে গেঁথে গেছে। হাজার বছর ধরে শুনলেও ভালো লাগাটা এতটুকুও কমবে না। ---কোনো এক বাংলা থেকে আমি...
“আমার ঘরের চাবি...” লাইনটা শুরু হওয়ার সাথে সাথেই আমার গোটা শরীরে ঢেউ খেলিয়ে রোম খাড়া হয়ে যায়...এতোবার শোনার পরও একবারও ব্যতিক্রম হয়নি...জানিনা কোন্ জাদুতে!💖💖
এই সিরিজ এর এটাই সবচেয়ে ভালো গান।সাধারণ পুজোর গানের বিষয় কেও ছাপিয়ে গেছে এর চিন্তা ভাবনা। উমা শুধু দেবী নয় , যেন স্পর্ধা, স্বপ্ন, স্পন্দন, ইচ্ছা সবকিছুর প্রতীক। এসব নিয়েই তো বাঙালি স্পিরিট। ওই যে একটা কথা আছে - দাবায়ে রাখতে পারবানা ! এটাই বাঙালি বা বং যাই বলুন।
Just touch my heart..... I recall the memories of Aloshyo from Uma..... I'm overwhelmed..... Best gift from Svf and Anupam Roy in this Independence day
Ami firchi ghore after 5years during Pujo!!! Hankering for the luscious Pujor Bhog and Misti! Thank you Anupam and SVF Music for the lovely song before Pujo :)
Dear Anupam Roy, please bring more such compositions where the chorus play such an important role and it is so smoothly synchronised... It's awesome... Anupam here sings the song, while the chorus takes the whole to the next level. A musician knows what has been done here... ! Loved it.
কিভাবে জীবনের ৫ টা বছর কেটে গেলো! মনেহচ্ছে এইতো সেইদিন গানটা রিলিজ করলো, তখন ব্রডব্যান্ড ছিলো নাহ আমাদের। মোবাইল ডাটা দিয়ে গানটা ডাউনলোড করে রেখেছিলাম। গ্যালারিতে চেক করে দেখলাম এখনো ডাউনলোড করা আছে। আজ ২০২৪ এর পূজোয় এই গানটা আবার সামনে আসলো। সত্যি আমরা বড় হয়ে যাচ্ছি। সময় খুব দ্রুত চলে যাচ্ছে।
Ami phirchi ghore after almost a year, suddenly got this gem while scrolling insta and jumped into RUclips, literally this is a theme song for all of us those who are staying far from their own home, own family ❤
যতবার শুনি ততবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর আমার মতো যারা বাইরে আছেন তাদের কাছে এই গান টা একটা প্রেরণা। আর মনে হয় নিজের বাড়ি নিজের দেশে থাকাটা সত্যিই খুব সুখের তা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন।
প্রবাসীদের ঘরের ফেরানোর গান! আসলেই গানটা শুনলে আর দূর প্রবাসে থাকতে ইচ্ছা করে না। কিন্তু দেশের যা অবস্থা, সরকারি চাকরি ওয়ালা ছাড়া কেউই ভালো নাই। এর চাইতে মনে হয় পরের দেশেই ভালো আছি। ভাল থেকো মা, ভালো থেকো বাংলাদেশ ❤
A fabulous composition by Anupam Roy! Beautifully and aesthetically combined with western and Indian musical instruments, glimmered with subtle harmony provided by shadow artists of teenaged children. Wonderfully starting with sublime Rabindra Sangeet and culminating in Jazz fashioned “Jago Jago Uma” to make it a great Agamani song before approaching Durga Puja.
দারুণ, গানটা শুনতে শুনতে পিছিয়ে গেলাম ২০ বছর। এখন আছি কলকাতায়, তবুও পূজো আসলেই বেশি করে মনে পড়ে শিলিগুড়ির সেই ফেলে আসা কয়েকটা বছর। হায়রে! কলকাতাই আমার প্রবাস! বন্ধুদের সাথে বেরোনোর পারমিশন ছিল শুধু সকাল বেলা। তবুও ওটার আনন্দেই কাটতো পূজোর দিন। সজল, টুকুর সাথে কাটানো সময়গুলো খুব মনে পড়ে। পড়ে সুপ্রিয়, রাজা, প্রলয়, জয়শ্রী, দোলা, বাবাই, সুজিত, শঙ্কর, টিঙ্কু, বিটুন আর পিয়ালি, তপু, দোলন, মাম্পি, টুবাই আরো আরো কত মানুষ এর ছোঁয়ায় আমার ফেলে আসা শৈশবের সেই সুখস্মৃতিকে মনে পড়ে। ২০ বছর পেরিয়ে গেলো, আর ফিরে যাওয়া হয়নি।
অসাধারণ গান ।।।।ভিষন সুন্দর সুর।। পশ্চিমবঙ্গের বাইরে থাকি । এই গান শুনে যেনো মনে হচ্ছে বাড়ি পাড়া আর আমার ছোটবেলার বন্ধুরা ডাকছে । আমি আসছি ৩০ শে September....❤💖💖💖❤❤❤💖💖 ধন্যবাদ অনুপম দা এইরকম একটা গান উপহার দেওয়ার জন্য ।
মন খারাপ থাকলে এই গান টা প্রায়ই শুনি। এক নিমিষেই কোথায় যেন হারিয়ে যায় 😇😇, অনুপম দাদার গলাতে গান টা আরো অসাধারণ লেগেছে 👌। এরকম গান আগামীতে আরো চাই SVF ❤️🧡❤️
Probably one of the best (if not the best) pujo songs I've ever heard... each and every word of the lyrics gave me goosebumps... this is the ultimate rendition of pujo vibes one can think of... Anupam's melodious voice, with wonderful background score can create magic - it's beyond doubt. Thank u Oriplast for creating this magical piece which will remain in hearts of every বাঙালি for a long time... বলো দুগ্গা মাই কি... জয়!
Great composition....and this voice always increases the beauty of compositions....Anupam Roy is the best....pride of Bengal....fans hit likes for him....🤘🏻🤘🏻😉😉😉❤❤❤👍🏻👍🏻👍🏻
" বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে আমি দূর প্রবাসে পড়ে রই,, এই ২টো লাইনেই অনেক না বলা কথা , দুঃখ, মন খারপ লুকিয়ে আছে । অনুপম দা এবং svf music কে অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য 💓💓💓👍👍👍👍
আগমনীর গানকে বুকে তুলে নেওয়ার জন্য সবাইকে ভালোবাসা।
ধন্যবাদ এস ভি এফ-কে এবং ওরিপ্লাস্ট অরিজিনালস-কে এই নতুন উদ্যোগের জন্য।
Is't really you dada?
দাদা গানটা শুনে বাড়ির কথা মনে পড়ে গেছে। এখন কি করি 1 মাস কাটানোও কষ্টের হয়ে দাঁড়াচ্ছে। মা কবে আসবে😭😭😭😭😭😭
Aami tomar sob gaan sunechi
Sirrrrrr Love You alot
স্যার, কোরাসের লিরিক্সে ইচ্ছে টা ইচ্ছা হতো কি? গানটি অসাধারণ
স্মৃতি রেখে গেলাম।। যুগ যুগ ধরে মানুষ যখন এ গানটি শুনতে আসবে। তখন কেউ লাইক দিলে নোটিফেকশন ঢুকবে।। তার পর আমি আবার আসবো এই গানটি শুনতে
😊
লক্ষ লক্ষ হিন্দি আর ইংরেজি গানের ভিড়ে একটা বাংলা গান মনটাকে তোলপাড় করে যায়। থ্যাংকু অনুপম দা।
Dhonnobad bollei parten😅😅😅
@@sayantansarkar8599 comment ta Bangla okkhore korlei parten 😜
@@snehasispolley1015 sobar phn e lekha jai na jemon amar.... Ami jani na ki kore likhte hoi mobile !!!!
Hindi abar ki !!!!! Ogulo gan naki???? Kono lyrics nei..... Gan ho6e agulo.....
Sahitya mane Satyajit Ray, Upendra kishore Raychoudhori, Kabiguru , Premendra Mitro..
Amar mobile bangla lekha jai na. Dukhito.
Kub sundor
আমরা যারা পড়াশোনা বা চাকরিসূত্রে বাংলার বাইরে আছি, তাদের জন্য এই গানটা একটি আবেগের জোয়ার।
বাংলাদেশ থেকে লিখছি,,,,
আমার ২বছর ৪মাস বয়সের মেয়েটা কলকাতার বাংলা গানের ভক্ত,, এত অল্প বয়সে মেয়েটা গানের কি বুঝে আমি জানিনা,,,,সে you tube এ সারাদিন এই গানটা শুনে,,,,,এই গানটা প্রথম শুনছি ওর সৌজন্যে,,,, তারপর থেকে কতবার যে হয়েছে,আমি নিজেও জানিনা,,,
ধন্যবাদ অনুপম দা কে তার অসাধারণ সৃষ্টির জন্য,,,,
Talented
Amr ai gan ta onek balo lage
@@innayahussain9257 Thank you...
❤️
Onek bhalobasa roilo dada kolkata theke
অনুপম রায়ের স্নিগ্ধ মিষ্টি হাসি, সরলতা, সাবলীলতা, অপূর্ব সুন্দর গলা আর অসম্ভব দৃঢ় ব্যক্তিত্ব যেন তার গানকে অন্য মাত্রা এনে দেয়। অনুপম রায় যেন বাঙালিদের কাছে একটা আবেগ। এভাবে বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য সত্যিই অনুপম রায়ের কাছে আমরা কৃতজ্ঞ ❤️
এটা কি ছিল?.... পুরোপুরি আচ্ছন্ন হয়ে ছিলাম... আহা...অসাধারণ... অনেক ধন্যবাদ এইরকম একটা উপহারের জন্য ❤❤❤
❤🤗
প্রবাসে আসার সময় বাবা মা অনেক কান্না করছিল, আমি চেষ্টা করেও এক ফোঁটা চোখের জল ফেলতে পারিনি,
আজ দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদলাম, গানটা শুনার পর নিজেকে ধরে রাখতে পারিনি ।
সাত বছরের জমে থাকা অশ্রু আজ ঝাড়লাম,
অনুপম রায়, তুমি অমর হও।
ঘরে ফিরুক সব প্রবাসী
Chokhe jon ene dile dada
Apni kobe maayer kache ফিরবে
@@mousumibiswas8795 করোনার জন্য নিশ্চিয়তা নেই। ইতিমধ্যেই করোনাই আক্রান্ত
@@mehebifilms580 oho🙁
Apni kothay thaken?
"জাগো জাগো উমা" শুনলেই গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে....
অসাধারণ...❤❤❤❤
একদম।
সকল অশুভ শক্তির বিনাশে উমা যেন জেগে উঠে বারবার। 😇
Same here.....just GOOSEBUMPS.... 💖💖💖
Sotti tai ❤
এই কথাটি মানে কি ভাইয়া যদি একটু বুঝিয়ে বলতেন। মনে হয় গভীর কিছু বলা হয়েছে এই কথাটির মাধ্যমে ❤
Exactly
আমার মত প্রবাসীদের জন্য এই গানটির এক অন্য মানে! এটি বোধহয়, আমাদের মনের এক সুপ্ত আর্তনাদ, যা ঢেকে হয়ত প্রতিদিন আমরা হাঁসি মুখে নিজেদের পরিস্থিতির সাথে যুদ্ধ করে চলি! এই কথা গুলি হয়ত আমরা কোনওদিন কোনও চিঠিতে, কোনও WhatsApp মেসেজ লিখতে চেয়েছিলাম, তবে আর লেখা হয়নি, কাউকে বলা হয়নি। নিজেকে নিজে বলেও, হেঁসে চেপে গেছি... এটি বোধহয় প্রবাসী সকল সন্তানদের নিজের মা এর ডাকে সাড়া!
হঠাৎ করে "গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ" শুনে গায়ে
কাঁটা দিল..
1dm
আমি আলিপুরদুয়ারে থাকি
এই অংশটা শোনার পর কিছুক্ষণের জন্য চা বাগান ছেড়ে যেন বীরভূমের লাল মাটির দেশে পাড়ি দিয়েছিলাম
Amaro. Gram chara ei arrangement e alada korle khub bhalo lagto
সহমত @@slugsarecrunchy
বাংলার খাটি উচ্চারণ শুধু কলকাতায় দেখা যায়।।।🇧🇩🇧🇩🇧🇩
দেশ ছেড়ে প্রবাসে এসেছি বেশি দিন হয় নি। কিন্তু আপনার এই গান টা কি মনে করে যেনো সার্চ করলাম। হটাৎ করেই আমার বাংলা মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠলো আর আমার মা এবং বাংলা মায়ের কথা মনে করে হাউমাউ করে কেদে উঠলাম।
আমার প্রথম পছন্দের শিল্পী।
মাত্র ৩৪ লাখ, এই গান ১০ কোটির জন্য
অনুপম দা কি যে বলবো ভাষা খুঁজে যাচ্ছি। প্রতিটা কথা এত দরদ দিয়ে গাওয়া। আর সুর মনে গেঁথে গেছে। হাজার বছর ধরে শুনলেও ভালো লাগাটা এতটুকুও কমবে না।
---কোনো এক বাংলা থেকে আমি...
“আমার ঘরের চাবি...” লাইনটা শুরু হওয়ার সাথে সাথেই আমার গোটা শরীরে ঢেউ খেলিয়ে রোম খাড়া হয়ে যায়...এতোবার শোনার পরও একবারও ব্যতিক্রম হয়নি...জানিনা কোন্ জাদুতে!💖💖
একই অনুভূতি
Me too
Lalan Fakir r jaadu
এই সিরিজ এর এটাই সবচেয়ে ভালো গান।সাধারণ পুজোর গানের বিষয় কেও ছাপিয়ে গেছে এর চিন্তা ভাবনা। উমা শুধু দেবী নয় , যেন স্পর্ধা, স্বপ্ন, স্পন্দন, ইচ্ছা সবকিছুর প্রতীক। এসব নিয়েই তো বাঙালি স্পিরিট। ওই যে একটা কথা আছে - দাবায়ে রাখতে পারবানা ! এটাই বাঙালি বা বং যাই বলুন।
1dm bhaii
অসাধারণ কম্পোজিশন♥️
অনুপম দা ই বাংলা গানের প্রাণ আবার প্রমাণিত হল
😘😘
একদম , বাংলা গানের চরিত্র টা অনুপম দা ই পাল্টে দিয়েছে ।
সামনেই দুর্গা পুজো❤️❤️ একটা আলাদা অনুভুতি❤️🌻🌹
Just touch my heart..... I recall the memories of Aloshyo from Uma..... I'm overwhelmed..... Best gift from Svf and Anupam Roy in this Independence day
Thank you so much @Subhajit
Surely,subhajit das.
কি গাইলেন দাদা!
এই গভীর রাতে চোখে জল এসে পড়ছে 😢❤
এটা কি ছিল?.... পুরোপুরি আচ্ছন্ন হয়ে ছিলাম... আহা...অসাধারণ... অনেক ধন্যবাদ এইরকম একটা উপহারের জন্য ❤❤❤
বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো ❤❤❤
Aha...."গ্ৰাম ছাড়া ওই রাঙামাটির পথ" একদম হৃদয়ে গিয়ে স্পর্শ করলো।
যুগ যুগ জিও অনুপম দা।
কিভাবে এত সুন্দর করে গান রচনা করেন দাদা জানি না! আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন।
Awsm song ........Anupam da tmi proman kore dile tmi shera.......eto sundor gaan upohar dewar jnno thanks dada
মা এর আসার পালা... তার আগে এত সুন্দর একটি গানের জন্য অনেক ধন্যবাদ অনুপম দা এবং SVF MUSIC...
অনুপম দা এই ভাবে বেঁচে থাকো আমাদের মনে , আর আমাদের Rishab da কে নতুন করে কিছু আর বলার নেই ।
একসময় সিকিমের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতাম,....প্রায় প্রতিদিন ১০-১২ ঘন্টার ডিউটি করে এসে রাত্রে বিছানায় তিস্তানদীর কলতান শুনে ঘুমাতাম....আগের বছর পুজোর ছুটি পাইনি, সপ্তমীর রাত্রে ওই ১২ টা নাগাদ রুম একটু ঝারপোছ করছি, হঠাৎ কিছদূরের একটি ফ্ল্যাট থেকে গীটার সঙ্গতে কোরাস ভেসে এল 'জাগো বিস্ময়, জাগো স্পন্দন, জাগো জাগো উমা....'
'দূর প্রবাসে' পড়ে থাকা এক বাঙালীই জানে এই অনূভুতির মর্ম কি....❤️
Anupam tomar ei gaan khubi shundor, amar mon chhuye geche. Tomaye onek ashirbad :)
💝💝💝💝💝💞💞💞💞💞
Ami firchi ghore after 5years during Pujo!!! Hankering for the luscious Pujor Bhog and Misti! Thank you Anupam and SVF Music for the lovely song before Pujo :)
Sotti khub e sundor .....amr to mone ho66e ato sundor akta gan ato din por sun6ii ...its my bad luck
With love from Czech Republic, pujo miss korlam ebareo. Hat-trick hotey debo na! Thanks Anupam Roy.
Not even a Bong.. Just a fan of Anupam and he sounds even more magical in his mother tongue :)))))
Yeah..that's true brother! :)
আমেরিকায় পরে আছি শেষ পাঁচ বছর ধরে এবার ফিরছি কতদিন জমিয়ে মেঘ মাখা হয়নি
আমি এবার ফিরছি ঘরে
অনেক অনেক অভিনন্দন🎉🎊🎉🎊
Welcome home♥️
স্বাগত ।।
Welcome to bangla sir
Amaro eki golpo. 4 bochor hoe gelo . March e phirbo :)
বাংলা ভাষাকে প্রাণের চেয়েও বেশি ভালো না বাসলে এই গান লেখা যায় না... সত্যিই কালজয়ী এই গান ❤
Anupam dada I stay in Gujarat. Just today books the tickets to go home at Durga puja. Dada this song is just says my story. Wowwww dada. Excellent.
Happy Pujo Already!! 👍
Wellcome
ভাইরে আমি ঢাকা থাকি। চট্টগ্রাম যাবো পূজায়। সবার এক কাহিনী!
এই বছর কাজের সুত্রে বাংলার বাইরে থেকে যেনো গান টা আরো জীবন্ত লাগছে। রাত জেগে কেটে যাচ্ছে গান টা শুনে আর ঘরে ফেরার আশা নিয়ে😢❤
Dear Anupam Roy, please bring more such compositions where the chorus play such an important role and it is so smoothly synchronised... It's awesome... Anupam here sings the song, while the chorus takes the whole to the next level. A musician knows what has been done here... ! Loved it.
বাংলা ভাষার প্রতি অদ্ভুত এক টান রয়েছে আমার। কি মিষ্টি, কত আবেগ! সনাতনী সংস্কৃতি আহা! আবহমান বাংলা💙🤍
I am from Assam..what a magical voice Anupam Da #love ur voice#love ur music#always
Xosakoi bohut bhal lage.
কিভাবে জীবনের ৫ টা বছর কেটে গেলো! মনেহচ্ছে এইতো সেইদিন গানটা রিলিজ করলো, তখন ব্রডব্যান্ড ছিলো নাহ আমাদের। মোবাইল ডাটা দিয়ে গানটা ডাউনলোড করে রেখেছিলাম। গ্যালারিতে চেক করে দেখলাম এখনো ডাউনলোড করা আছে। আজ ২০২৪ এর পূজোয় এই গানটা আবার সামনে আসলো। সত্যি আমরা বড় হয়ে যাচ্ছি। সময় খুব দ্রুত চলে যাচ্ছে।
Bollywood Have Arijit Singh....But We have You....Anupam roy the magical voice... Thank you sir.
Arijit singh is a bengali
But bollywood a besi gan kore...amio Bengali kauk choto korchi na ...anupam roy to purotai bengali song r upor concern kore ti bllm.....both are good🙂
@Sourabh Ghosh HIS MOTHER IS BENGALI
@@priyangshude9800 he is half bengali his father is panjabi so is he, although he born and raised in bengal
Arijito ghorer chhele ... bangali
khub khub visson ridoy chwoar gaan ,,,osadharon nice song
With due respect to all, this is the best of Oriplast Originals and SVF Music!!
Mandril Sircar
& this is the reason he been featured in coke studio 👍
একজন বাংলাদেশী জানবে, "" গ্রামছাড়া ওই রাঙামাটির পথ " গানটা কি ❤️ ছোটবেলায় শুনে ছিলাম.. হঠাৎ লাইনটা শুনে চোখে জল চলে আসলো 😅🙃
Not only Bangladeshi we who are from West Bengal also
Anupom Dada is the best Love SVF Music from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩.
AJ mohaloya! Ami London e achi .. ei Gaan ta loop e sunchi ar kedei jacchi .. ❤ bhalobasa sei sob porobasider
❤❤
Osomvob darun hoyeche.... "Jago Sakti, Jago Spordha, Jago Jago Uma" line ta abaro goosebumps dilo ❤️❤️❤️❤️❤️❤️❤️
Hindi & English er majhe j bangla gaan akta noton akta jaiga kore niyase .❣️❣️❣️ Love you all country❣️
অনুপম দা ...আমার কান্না ধরে রাখতে পারলাম না আর এতো এটুকুই বলব may God always bless us by your heartouching songs, ♥️♥️♥️
গানটা আমাদের মতো সকল প্রবাসীর হৃদয় স্পর্শ করে ফেলে প্রতিবার🥺
ধন্যবাদ এমন গান অমর করে বানানোর জন্য🖤🥀😭
বাহ্ ! খুব সুন্দর লাগলো গানটা শুনে , যেন রবীন্দ্রনাথ মিশে আছে গানটার মাঝে 👍!
Apurbo...monta bhore gelo...erokom gaan shunle Umara jege uthbei
আজ আমি বাবাকে এই গানটি গেয়ে শোনাবো। তিনি একটানা 12 বছর দেশের বাইরে আছে এখনো আসেনি।
Uni taratari fire asben vogobaner kache prathona kori
Aj e sonan. Uni fire asbeb...
অসাধারণ
Uni sigrohi fire asben....
প্রার্থনা করি তিনি যেন নিজের দেশে ফিরে আসেন তোমাদের কাছে |
Ami phirchi ghore after almost a year, suddenly got this gem while scrolling insta and jumped into RUclips, literally this is a theme song for all of us those who are staying far from their own home, own family ❤
মহামারির বছরেও দুর্গাপুজো যেন সব আনন্দ ফিরিয়ে নিয়ে এল। মহালয়ার দিন গানটি আবার শুনছি। সত্যিই অভূতপূর্ব। ।।। অনুপম রায় অমর হও।
জাগো উমা......
This song is real emotion of all probasi bangali
Iam from rangamati ❤
Queen of the nature😍
Some people don't know about rangamati,Bangladesh😍❤
Ranggamati is just ummah ❣️
Best song for Puja 🎉.. প্রতিবছর আসবো আর শুনবো।।
Today is Sasthi th day of durga puja, heard this song in a puja pandal, searched over RUclips and fell in love with it instantly. ❤❤❤
অনুপম দা তোমার কোনো তুলনা নেই। তুমি এতো সাধারণ তাও কতো অসাধারণ 😘😍😘
এটা শোনার পর আবার একবার নতুন করে বাংলা এবং অনুপম রায়(sir) এর প্রেমে পড়লাম................. 🥰🥰😇😇
যতবার শুনি ততবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর আমার মতো যারা বাইরে আছেন তাদের কাছে এই গান টা একটা প্রেরণা। আর মনে হয় নিজের বাড়ি নিজের দেশে থাকাটা সত্যিই খুব সুখের তা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন।
মা যেন অনুপম দার কণ্ঠে আশীর্বাদ ঢেলে দিয়েছেন ❤️
জাগো শক্তি,
জাগো স্বপ্ন,
জাগো জাগো উমা।
জাগো স্পর্ধা,
জাগো ইচ্ছে,
জাগো জাগো উমা।
জাগো বিস্ময়,
জাগো স্পন্দন,
জাগো জাগো উমা। 🙌🏻🙌🏻
I think this song deserve more views.
Love from BD.
Love you Anupam da.
গান টা যখনই শুনি তখনই একটা শিহরণ অনুভব করি ।। বিশেষ করে 'জাগো শক্তি...' এই লাইন টার সময়।। ধন্যবাদ গোটা টিম কে ।।।💜💜
বহু দিন ধরে ফেরা হয়নি ঘরে
আমি দূরে প্রবাসে পড়ে রই ।
আহা ।👌👌❤️❤️❤️❤️❤️
Covid 19 pandemic ar samay Amon akta sur ja Nia alo onek Shakti.
Thank you
Anupam Da
মনে শক্তি পাই এ গানে ❤️
হৃদয় ছুঁয়ে গেলো। মন মাতিয়ে দিলো। সত্যি অনুপম দার কণ্ঠে সত্যি জাদু আছে।। 😌😌❤❤
ইশ! গানটা বড্ড বেশি সুন্দর!!!
রিলিজের পর থেকেই শুনছি, বেশি ভালো লাগে শারদের সময়টায় শুনতে ♥
প্রবাসীদের ঘরের ফেরানোর গান! আসলেই গানটা শুনলে আর দূর প্রবাসে থাকতে ইচ্ছা করে না। কিন্তু দেশের যা অবস্থা, সরকারি চাকরি ওয়ালা ছাড়া কেউই ভালো নাই। এর চাইতে মনে হয় পরের দেশেই ভালো আছি। ভাল থেকো মা, ভালো থেকো বাংলাদেশ ❤
Such a masterpiece! This song deserves billion views 🙏🏻♥️
A fabulous composition by Anupam Roy! Beautifully and aesthetically combined with western and Indian musical instruments, glimmered with subtle harmony provided by shadow artists of teenaged children. Wonderfully starting with sublime Rabindra Sangeet and culminating in Jazz fashioned “Jago Jago Uma” to make it a great Agamani song before approaching Durga Puja.
@@asimdatta2492 Thanks for the appreciation @Asim
গানটার মধ্যে আলাদা আবেগ রয়েছে। হৃদয়ে দোলা দিলো ❤
দারুণ, গানটা শুনতে শুনতে পিছিয়ে গেলাম ২০ বছর।
এখন আছি কলকাতায়, তবুও পূজো আসলেই বেশি করে মনে পড়ে শিলিগুড়ির সেই ফেলে আসা কয়েকটা বছর। হায়রে! কলকাতাই আমার প্রবাস!
বন্ধুদের সাথে বেরোনোর পারমিশন ছিল শুধু সকাল বেলা। তবুও ওটার আনন্দেই কাটতো পূজোর দিন। সজল, টুকুর সাথে কাটানো সময়গুলো খুব মনে পড়ে। পড়ে সুপ্রিয়, রাজা, প্রলয়, জয়শ্রী, দোলা, বাবাই, সুজিত, শঙ্কর, টিঙ্কু, বিটুন আর পিয়ালি, তপু, দোলন, মাম্পি, টুবাই আরো আরো কত মানুষ এর ছোঁয়ায় আমার ফেলে আসা শৈশবের সেই সুখস্মৃতিকে মনে পড়ে।
২০ বছর পেরিয়ে গেলো, আর ফিরে যাওয়া হয়নি।
🙂🙂🙂🙂
অসাধারণ গান ।।।।ভিষন সুন্দর সুর।।
পশ্চিমবঙ্গের বাইরে থাকি । এই গান শুনে যেনো মনে হচ্ছে বাড়ি পাড়া আর আমার ছোটবেলার বন্ধুরা ডাকছে ।
আমি আসছি ৩০ শে September....❤💖💖💖❤❤❤💖💖 ধন্যবাদ অনুপম দা এইরকম একটা গান উপহার দেওয়ার জন্য ।
মন খারাপ থাকলে এই গান টা প্রায়ই শুনি। এক নিমিষেই কোথায় যেন হারিয়ে যায় 😇😇, অনুপম দাদার গলাতে গান টা আরো অসাধারণ লেগেছে 👌। এরকম গান আগামীতে আরো চাই SVF ❤️🧡❤️
Ato valo lglo j bole bojhano jbena kono vasha nei... darun laglo gaanta mon chuye gelo ❤
Probably one of the best (if not the best) pujo songs I've ever heard... each and every word of the lyrics gave me goosebumps... this is the ultimate rendition of pujo vibes one can think of... Anupam's melodious voice, with wonderful background score can create magic - it's beyond doubt. Thank u Oriplast for creating this magical piece which will remain in hearts of every বাঙালি for a long time... বলো দুগ্গা মাই কি... জয়!
Mon ta bhore gelo....
Oriplast a sobtheke besi HIT hobe ei gaanta....❤❤❤
এই গানটি যখনই আমি শুনি, মনে হয় এই বুঝি পুজো চলে আসলো এবং পুজোয় ঘটে যাওয়া কিছু সুন্দর স্মৃতি গুলো আমার চোখে ভেসে উঠে ।।♥️♥️♥️♥️
বহুদিন ধরে এই গানটি শুনতেছি, এখনো খুব ভাল লাগে। ধন্যবাদ অনুপম দাদাকে এমন একটি গান উপহার দেওয়ার জন্য।
Play list ঘাটতে ঘাটতে , কিছু গান জাগিয়ে তোলে তাদের মধ্যে এটা একটা।
আর একে মনে এর ভিতর উথাল পাথাল করে তোলে সেই মানুষটাকে ভালোবাসি, অনুপম রায়
Great composition....and this voice always increases the beauty of compositions....Anupam Roy is the best....pride of Bengal....fans hit likes for him....🤘🏻🤘🏻😉😉😉❤❤❤👍🏻👍🏻👍🏻
গায়ের লোম খাড়া করা গান 👍 সত্যিই অনুপম দা তুমি অসাধারন 🤗
অসাধারণ! অনুপম দা❤
অপেক্ষায় ছিলাম গানটার জন্য।
অনুপম দা আপনি সেরা। বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো ❤️🇧🇩
2024 er pujo abr chole aso r matro 2 mash ❤ attendance dite chole aso❤❤
Justice for RG KAR
Ar matro 6 din
Ar matro 4 din
পুরুলিয়া গিয়ে প্রথম গানটা শুনেছিলাম আর ওখানের প্রকৃতির সাথে মেলাছিলাম সে এক অপরূপ ফিলিং ❤❤
ঘরে ফেরার গান❤....অসাধারণ 💕
Chokhe jol chole elo..oshadharon..agomonir shur sotti e batashe bajche
Shobai shunche..jago shokti..!!!❤
Kolkata calling..
এটা শোনার পর তোমায় আমি আর দাদা বলতে পারব না। প্রেমে তো অনেকদিন আগেই পড়েছি। আজ আরও বেশী করে পড়লাম। 😍
অনুপম মানেই অন্য সুর অন্য জগৎ , শারদীয়ার শুভেচ্ছা প্রিয় গায়ক , love you so much...
অনুপম দাদা, আপনি বাংলা গানের প্রান। Love u Dada♥♥♥♥
অনুপম রায় অনেকেরই অনুপ্রেরণা...💚🧡💚
Back up vocals & humming were outstanding!
" বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে
আমি দূর প্রবাসে পড়ে রই,,
এই ২টো লাইনেই অনেক না বলা কথা , দুঃখ, মন খারপ লুকিয়ে আছে ।
অনুপম দা এবং svf music কে অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য 💓💓💓👍👍👍👍