হাসনাহেনা বছরে কয়েকবার ফোটে। তবে গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। আমি ২ সপ্তাহ আগে কিনেছি আর গত সপ্তাহে রিপট করেছি। আপনি অনায়াসে এখন এনে লাগাতে পারেন। এই মাসের ২৮ তারিখ, আরেকটি গরমের সুগন্ধি ফুল গন্ধরাজ নিয়ে ভিডিও আসতেছে
আপনি সেমি শেডের কথা বললেন। আমার ব্যালকনিতে আলো আসে। তবে রোদ আসেনা। কারন আমার বাসার বারান্দা উত্তর দিকে মুখ করা। তবে বারান্দার সামনে অন্য কোন বাসা নেই দূর দূরান্তে। একদম ফাঁকা। এই ক্ষেত্রে এটাকে সেমি শেইড বলা যাবে?
আমার টবে হাসনা হেনা গাছের বয়স ৭ মাসের মত হবে।সমস্যা হচ্ছে গাছে ফুল আসার জন্য ৩ দিন আগে টবের পুরানো মাটি ২ ইঞ্চি ফেলে দিয়ে গর্ত করে সেখানে শর্ষ্যের খোলের সার দিয়েছিলাম অবশ্য তখন গাছের উপরের মাটির কিছু শিকড় ছিড়ে গেছিলাে। ধারণা করতেছি সারের পরিমাণটা বেশি হয়েছিল।এখন দেখি গাছটা মরে যাচ্ছে।পাতা ও ডালপালা শুখায় গেছে।এখন করণীয় কি??খুব টেনশনে আছি গাছটার এই পরিণতি নিয়ে। প্লিজ সমাধানটা জানাবেন,
Apu matro 5din age kinlam gach ta...ekhon o barandai rekhe diyechi.tobe e lagaini.eta jodi gorom er gach hoi tahole ei shit e ki mrara jabe naki bachate parbo?amar shirir janalar kache rakha jabe?naki chad e rakhbo?pls apu amk help korun
হালকা ছাটাই করে দিন। নতুন ডাল পাতা আসবে। আর সার দিতে হবে। আমার চ্যানেলে যান, সেখান থেকে প্লেলিস্টে যান। সেখানে হাসনাহেনা একটি প্লেলিস্ট আছে। হাসনাহেনার যত্ন নিয়ে সেখানে ভিডিও আছে। দরকারে দেখে নিতে পারেন
আপু আপনি ভিডিওতে বলেছেন কলার কষা ও ডিমের খোসা মিলিয়ে তরল স্যার তৈরি করতে। কিন্তু আপনার চ্যানেলে আলাদাভাবে কলার খোসার ও ডিমের খোসার তরল সার তৈরি ও ব্যবহার দেখিয়েছেন। কোন সারটা ব্যবহার করবো আরেকবার একটু বুঝিয়ে বলবেন কাইন্ডলি
আপনি আমার চ্যানেলে যান। সেখান থেকে প্লেলিস্টে যান। তারপর সেখানে জৈবসার নামে একটি প্লেলিস্ট আছে। ঐখানে কলার খোসার তরল জৈব সার নিয়ে একটি ভিডিও আছে। ঐ কলার খোসার সাথে কয়েকটা ডিমের খোসা দিয়ে দিবেন। কলার খোসা ও ডিমের খোসা একসাথে পচে খুব ভালো একটা তরল জৈব সার তৈরি হবে
@@PositivityBangla মাটি প্রস্তুত করে যে ৪/৫ দিন রেখে দিতে বলেছিলেন, চারা স্থানান্তরের পূর্বে কি ঐ প্রস্তুতকৃত মাটিতে পানি দিতে হবে?নাকি শুকনোই রেখে দেব।
আমিও ভিডিওর অপেক্ষায় ছিলাম আমিও কি এখন একটি চারা গাছ কিনবো না পরে কিনব একটু বলেন
হাসনাহেনা বছরে কয়েকবার ফোটে। তবে গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। আমি ২ সপ্তাহ আগে কিনেছি আর গত সপ্তাহে রিপট করেছি। আপনি অনায়াসে এখন এনে লাগাতে পারেন। এই মাসের ২৮ তারিখ, আরেকটি গরমের সুগন্ধি ফুল গন্ধরাজ নিয়ে ভিডিও আসতেছে
Apu amr hasna hena gach ta jhimiye giache ki kore ok sustho kora jabe?gach ta Thobe lagiachi goto klk
গাছটি কিনে এনেছেন কবে?
আপনি সেমি শেডের কথা বললেন। আমার ব্যালকনিতে আলো আসে। তবে রোদ আসেনা। কারন আমার বাসার বারান্দা উত্তর দিকে মুখ করা। তবে বারান্দার সামনে অন্য কোন বাসা নেই দূর দূরান্তে। একদম ফাঁকা। এই ক্ষেত্রে এটাকে সেমি শেইড বলা যাবে?
সেমিশেড মানে কিছু সময় ছায়া থাকবে
আমার টবে হাসনা হেনা গাছের বয়স ৭ মাসের মত হবে।সমস্যা হচ্ছে গাছে ফুল আসার জন্য ৩ দিন আগে টবের পুরানো মাটি ২ ইঞ্চি ফেলে দিয়ে গর্ত করে সেখানে শর্ষ্যের খোলের সার দিয়েছিলাম অবশ্য তখন গাছের উপরের মাটির কিছু শিকড় ছিড়ে গেছিলাে। ধারণা করতেছি সারের পরিমাণটা বেশি হয়েছিল।এখন দেখি গাছটা মরে যাচ্ছে।পাতা ও ডালপালা শুখায় গেছে।এখন করণীয় কি??খুব টেনশনে আছি গাছটার এই পরিণতি নিয়ে।
প্লিজ সমাধানটা জানাবেন,
Apu matro 5din age kinlam gach ta...ekhon o barandai rekhe diyechi.tobe e lagaini.eta jodi gorom er gach hoi tahole ei shit e ki mrara jabe naki bachate parbo?amar shirir janalar kache rakha jabe?naki chad e rakhbo?pls apu amk help korun
শীতে মারা যাবে না। যেখানে ৪/৫ ঘন্টা রোদ আসে, সেখানেই রাখতে পারেন। এই ফুল সানলাইট কিংবা সেমিসেডে সবজায়গায় রাখতে পারেন
নিচের ১ ভাগ মাটি মাঝে ২ ভাগ বালি উপরের ১ ভাগ গোবর সার।এভাবেই স্তরে স্তরে দিতে হবে,নাকি সব মিক্স করে দিব।
মিক্সড করে
@@PositivityBangla thank you very much
আপু আমার হাসনাহেনা গাছে ফুল ধরেছে ঠিকই কিন্ত পুরোপুরি ফোটার আগেই ঝরে পড়ছে..বুঝছিনা কেন?আমাকে একটু জানাবেন কিভাবে ঝরে পড়া রোধ করতে পারি?
মাটি আদ্র রাখবেন আর কলার খোসার তরল জৈব সার প্রতি ১৫ দিন অন্তর দিবেন। পোকা আক্রমণ করে কিনা খেয়াল রাখবেন
আপু গাছে পাতাও হচ্ছে না গাছে ডালও আসছে না। কি করতে পারি
গাছের বয়স কত?
@@PositivityBangla আমি কিনে আনছি প্রায় এক বছর হলো। একবার ফুলও দিয়েছে। এরপর যা তাই রয়ে গেছে।
হালকা ছাটাই করে দিন। নতুন ডাল পাতা আসবে। আর সার দিতে হবে। আমার চ্যানেলে যান, সেখান থেকে প্লেলিস্টে যান। সেখানে হাসনাহেনা একটি প্লেলিস্ট আছে। হাসনাহেনার যত্ন নিয়ে সেখানে ভিডিও আছে। দরকারে দেখে নিতে পারেন
আপু আপনি ভিডিওতে বলেছেন কলার কষা ও ডিমের খোসা মিলিয়ে তরল স্যার তৈরি করতে।
কিন্তু আপনার চ্যানেলে আলাদাভাবে কলার খোসার ও ডিমের খোসার তরল সার তৈরি ও ব্যবহার দেখিয়েছেন।
কোন সারটা ব্যবহার করবো আরেকবার একটু বুঝিয়ে বলবেন কাইন্ডলি
আপনি আমার চ্যানেলে যান। সেখান থেকে প্লেলিস্টে যান। তারপর সেখানে জৈবসার নামে একটি প্লেলিস্ট আছে। ঐখানে কলার খোসার তরল জৈব সার নিয়ে একটি ভিডিও আছে। ঐ কলার খোসার সাথে কয়েকটা ডিমের খোসা দিয়ে দিবেন। কলার খোসা ও ডিমের খোসা একসাথে পচে খুব ভালো একটা তরল জৈব সার তৈরি হবে
@@PositivityBangla মাটি প্রস্তুত করে যে ৪/৫ দিন রেখে দিতে বলেছিলেন, চারা স্থানান্তরের পূর্বে কি ঐ প্রস্তুতকৃত মাটিতে পানি দিতে হবে?নাকি শুকনোই রেখে দেব।
মাটি অবশ্যই ঝুরঝুরে করে নিবেন। চারা বসানোর পর পানি দিবেন