অপরূপ সুন্দর বাংলাদেশের গ্রামীণ বিয়ে। Village Wedding Festival Of Bangladesh. Sirajganj Tour Vlog #5
HTML-код
- Опубликовано: 25 дек 2024
- বাংলাদেশের অসাধারণ সুন্দর এক গ্রামে বেড়াতে এসেছি। সারা সকাল গ্রাম ঘুরে বিকেলে গিয়েছি এক বিয়েতে। অনেক ভাল লাগবে আশা করি।
সিরাজগঞ্জ ভ্লগঃ
• Sirajganj. সিরাজগঞ্জ
All camping video playlist: • Camping & Picnic in Am...
Portable gas stove: amzn.to/3LhJ4j4
Indoor camp heater: amzn.to/38qC06t
Estwing Sportsman's Axe - 14" Camping Hatchet with Forged Steel Construction & Genuine Leather Grip: amzn.to/3MrJ69m
My email: AdventureTube21@gmail.com
If you enjoy my work and wish to contribute, my Patreon link:
/ adventuretube
My other video playlists:
কিভাবে আমেরিকা যাবেনঃ
• কিভাবে আমেরিকা যাবেন। ...
ফ্লোরিডা, আরেক বাংলাদেশঃ
• ফ্লোরিডা, আরেক বাংলাদে...
আমেরিকার দিনরাত্রিঃ
• আমেরিকার দিন রাত্রি ||...
কানাডা অ্যাডভেনচারঃ
• কানাডা অ্যাডভেঞ্চার ||...
ভূস্বর্গ বাংলাদেশ || Beautiful Bangladesh Tour
• ভূস্বর্গ বাংলাদেশ || B...
রান্নার রেসিপিঃ Recipe playlist:
• রান্নার রেসিপি || RECIPE
Mohammed Al-Farook
Jamai Bou Production
AdventureTube21@gmail.com
#jamaibou #adventureTube #Adventure_Tube21
রাজশাহী শহর বাংলাদেশ থেকে দেখছি ,সব ব্লগ ই দেখি।আর দু একটা বাকি আছে ❤🎉
Thank you 😊
আমার প্রানের সিরাজগঞ্জের রূপ মাধূর্যকে অপরূপ ভাবে সবার কাছে উপস্থাপন করার জন্য ফারুক ভাইর জন্য রইল দোয়া ও শুভেচ্ছা।
My pleasure. Thank you.
আসসালামু আলাইকুম, শরতের নীল আকাশে সাদা মেঘ অপুর্ব,গ্রামের বিয়ের অনুসঠান ভাল লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য, ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
গ্রামের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল, আপনি খুব উপভোগ করছেন প্রকৃতি তার সৌন্দর্য আকাশের রুপ উজাড় করে দিয়ে রেখেছেন সৃস্টিকর্তা,সবার ভাগ্য হয় না!!
Alhamdulillah
Uncle you have one of the best youtube channels showing bangladesh and our culture
Thank you 💕
ফারুক ভাই, আমার দাদা ও নানার বাড়ী সিরাজগঞ্জ জেলায় আপনার অবস্থানের জন্য স্বাগত জানাই যেহেতু আমার গ্রামের বাড়ীতে আপনি অবস্থান করছেন। সেই সাথে গ্রামের প্রকৃতিক সৌন্দর্য ও এখানকার মানুষের আতিথিয়তায় আপনি আশাকরি সন্তষ্ট। গ্রামের আসল রুপ ও বৈচিত্র আপনাকে মুগ্ধ করতে পেরেছে শুনে ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে এবং যেখানে অবস্থান করছেন তাদের সকলকে
Thank you 😊
Assalamualikum vai. Khub e valo laglo biyebarir khawa dekhe. Thanks.
Walaikum Assalam. Thank you dear.
এক কথায় চমৎকার! সেই ছোটো বেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Welcome
গ্রামীণ বিয়েতেও অনেক মজা হয়। বিয়ে মানে খাওয়া আর খাওয়া।আপনি অনেক মজা করেন এই শুভকামনায়. ….....
Thank you
অসাধারণ, অপরূপ, অতুলনীয়, অতীব সুন্দর এই ভিডিও মন ও মগজে বহু দিন বেঁচে থাকবে।
Inshallah
আলহামদুলিল্লাহ
জামাই বৌয়ের জন্য অনেক অনেক দোয়া ❤️
Thank you
আসসালামু আলাইকুম আংকেল, এত ভালো লাগছে, মনেই হচ্ছে না এটা আমার সিরাজগঞ্জ ❤️🩹💝 অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
Walaikum Assalam. My pleasure dear. Thank you.
@@AdventureTube21 You're most welcome 🥰
অনেক ধন্যবাদ ভাইয়া,❤️গ্ৰামটা অসাধারণ সুন্দর,, বিয়ের খাবার,, মেশিনে লুংগি বোনা,,ডাব পেড়ে খাওয়া,,, দারুন ছিল ❤️🌹🌺🌹👍
Thank you
ধন্যবাদ ভাই সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য
Welcome
সত্যিই ভীষণ মিস করি।অপার সবুজ, মাটির গন্ধ ।
💕💕
বড় ভাল লাগল শরৎ এর নীল সাদা মেঘের আনাগোনা। অনেক দিন দেখা হয় না এই সুন্দর মেঘের খেলা। গ্রামের হাট সব কিছুই টাটকা। বিয়ে বাড়ীর খাবারের আয়োজন অনেক ভাল লাগলো দেখে। ধন্যবাদ ভাই। দোয়া করবেন।
Thank you vai.
Apurba sundor ekta gram dekhalam...mon mugdho hoye gelo.
হ্যাঁ আজকের বিয়ের অনুষ্ঠানের চেয়ে শরতের নীল আকাশ সাথে সবুজে ঘেরা গ্রাম্য জনপদ দেখে।
ধন্যবাদ সুন্দর ভিডিওটির জন্য।
গ্রামটা সত্যি অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ অপূর্ব । অনেক ধন্যবাদ আপনাকে ।
Welcome
অসাধারণ গ্রাম দেখতে সুন্দর , আমাদের বাংলা দেশ সত্যই সুন্দর ,অনেক মানুষ আছে বিদেশে গিয়ে ফেমেলী নিয়ে সেটেল হয়ে যায় ,নিজ দেশের প্রতি মায়া থাকেনা ,বছর কে বছর পার হয়ে যায় , তবুও নিজ দেশকে দেখতে আসেনা ,মানুষের মধ্যে কত ডিফারেন্চ ,আর আপনাকে দেখি বাংলা দেশকে কত ভালোবাসেন ,মানুষের সাথে কত সুন্দর আচরন , যা দেখে আমাদের অনেক কিছো শিখার আছে ,প্রতি দিন আমি ভিডিও দেখি যত বড় ভিডিও হোক না কেন ,আন্কেল আন্টি কেমন আছে ,আন্টি আমেরিকা আপনি বাংলা দেশে ,
Alhamdulillah সবাই ভাল আছি। ধন্যবাদ। 💕
আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে জাজাকাল্লাহু খইর।
Walaikum Assalam. Thank you dear.
গ্রামটা সত্যিই খুব সুন্দর .মাশাআল্লাহ
9
Alhamdulillah
প্রাকৃতিক সৃষ্টির ভিতর আকাশ আমার প্রথম পছন্দ। দিন রাতের বিভিন্ন সময়ে আকাশের রং বদলে যাওয়া আমি ভীষণ উপভোগ করি। অনেক সুন্দর সবুজ এক গ্রাম। এতো পুরনো নারকেল আর জাম্বুরা গাছ। পুচকিটাকে এতো বড় গাছে উঠতে দেখে খুব ভয়ও লাগছিল। আগে তো হাতের তাত শিল্প ছিলো। এখন সব মেশিনের হয়ে গেছে।
গ্রাম্য বিয়ে বাড়ির আয়োজন ও অনেক ভালো ছিল। শেষবার ২০১৬ সালে ভোলার চরফ্যাশনে এমন গ্রাম্য বিয়েতে বরযাত্রী হয়ে গিয়েছিলাম। তবে ফিতে কাটার আগে গেটে বসে আপ্যায়ন করা প্রথম বার দেখলাম। খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাইজান।
ফিতে কাটার আগে তাদের আপ্যায়ন আমার সবচাইতে ভাল লেগেছে। এমন কোথাও দেখি নাই। এমনইতো হওয়া উচিত। ধন্যবাদ ভাই। Jajakallah Khairan
Valo laglo ! Gram er biye dekha hoi Ni kokhono ! Ajke apnar vlog e dekhlam ! Gate ghora , dama dami kora , mojar mojar khabar ! Shob e mojar experience !
Ki shundor bhabe daab katlen ! Mashallah !
গ্রাম টা অনক সুন্দর। গ্রাম আমারও অনক পছন্দ। আমার নানা বাড়িতে ইদারা ছিল।
Thank you 😊
দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে 🌺কি অপরুপ আমার বাংলা মায়ের শ্যামল ছায়া ঘেরা অজপাড়া গাঁয়ে আপনাকে বেশ মানিয়েছে!!গায়ে হলুদ এবার বিয়ে টাও.... এমন সময় দেশে আসলেন এবং অনেক কিছু উপভোগ করলেন! মনোমুগ্ধকর মেটো পথ ভাষায় প্রকাশ করার মতো নয়! অনেক আধুনিক হওয়ার পর ও গ্রামের সুন্দরয্য অসাধারণ! গ্রামের সহজ সরল মানুষ এখনো আছে! Village Is A So Beautiful 🌹আকনি দিয়ে চালিয়ে দেয় আর কি? শত বছর এর ঐতিহ্য! ধান শুকানো পা দিয়ে....! ফ্রেশ... ডা ব.. বলে কথা...! ঐ ভায়ের বাড়িতে আসলেন উ নি অতিথি পরায়ন লোক যদিও ঢাকায় থাকেন! সবকিছু বে শ উপভোগ করলাম...! সবার জন্য অশেষ ভালবাসা ভালো থাকবেন সবসময়ই খোদা হাফেজ 🇧🇩
Walaikum Assalam. ধন্যবাদ ভাই।
Uncle আপনার হজ্জে যাওয়া ফরজ।l like your video.
Thank you
অনেক ধন্যবাদ ভাই, এতো সুন্দর করে বাংলাদেশের গ্রামের বিয়ে দেখালেন। আজ তো খুব খুশী হলাম, শেষের ছবি গুলো দেখে। মাছ পাতায় মুড়ে রান্না করা আমাদের মধ্যে খুব জনপ্রিয়। এটা কে পাতুরি বলি। পাতুরি মাছ ছাড়া ও চিকেন, মোচা, ইলিশ, চিংড়ি নানা ভাবে করি। তাওয়া তে পুড়িয়ে, আবার ভাতের মধ্যে দিয়ে ভাপিয়ে ও করা যায়।🙏🤗
আমরা ছোটবেলা থেকেই ইলিশ পাতুরি খেয়েছি। কিন্তু সেটা হতো লাউ বা কুমড়ো পাতা দিয়ে পেচিয়ে। কলা পাতায় কখনো খাই নাই।
ধন্যবাদ ভাই 🥰💕
@@AdventureTube21 হ্যা ভাই লাউ, কুমড়ো পাতায় ও হয়। কলা পাতায় গন্ধ টা অন্য রকম লাগে। ভালো থাকবেন বাংলার অন্দরে, অন্তরে ঘুরে ঘুরে আনন্দ করুন আর আমাদের আনন্দ দিন। এই সব দেখলে, কতো কিছু মনে পরে যায়! তখন আবার শিকড়ের টান বোঝা যায় 👍🙏
আমরাও পাতুরি বলি।
কলা পাতায় ছোট মাছের রেসিপি করা হতো। আর লাউ পাতায় অন্য মাছ। খেতে দারুণ হয়। তবে এসব রান্না এখন আর হয়না। আমিও করিনা। কিন্তু দেখেই খেতে ইচ্ছে করে। 😋😋😋😋😋
@@aeyshashiddiqua9280 কেনো করো না? ঝামেলা যে খুব, তাও নয়। তবে খাওয়ার লোক চায়। আমি তো বাগানে ইট পেতে কাঠ জ্বালিয়ে বানাতাম। অবশ্য আমাকে সাহায্য করতো আমার এক কাজের দিদি। সেই নদীর মাছ এনে সব, করে দিত। সে কিন্তু বরিশালের মেয়ে 😂। তার রান্না, কাজ কর্ম, হাতের সেলাই এতো সুন্দর! তার পর সে ইংলিশ নিউজ পেপার পড়তে চেষ্টা করতো। আমাকে জিজ্ঞেস করতো, বৌদি এটা কি লিখিছে? এতো গুণী, সৎ মানুষ আমি আর দেখিনি 🤗
@@sikhadas8300
আন্টি শুনে খুব ভালো লাগলো। বানানো হয়না নানা কারণে। মাঝেমধ্যে ইচ্ছে করে
ঢাকায় তো কলা পাতা পাওয়া যায়না। আর দেখা যায় লাউ পাতা যখন থাকে তখন বাকী জিনিস থাকেনা হাতের কাছে।
😞😞😞😞
অসাধারন সবুজ আর অপূর্ব আকাশ; ঝক্ঝকে ভিডিওতে দেখা যাচ্ছে। সময়ের সাথে, যে ভাবে সাধারন মানূষের আতিথীয়তার ধরন টি বদলে যাবার মতন অবস্থা হচ্ছে!! বিয়ের বাজেটের প্রসংঙ্গ - এটা একটা খুবই সুন্দর উদাহরন। আমাদের চীরকালের যে জাতিগত ঐতিহ্য, খাবার সময়েই তার একটি সুন্দর প্রতিচ্ছবি মলে।
অতিথী-পরায়নতার নিবিড় ভাব টা অসাধারন। এ বিষয় টি ঘিরেই সব চেয়ে বেশী গুরুত্ব্য অনুভব হয়, কত ভাল ভাবে, কত পদের, কতটা পরিচ্ছন্ন ভাবে পরিবেশন হবে, লোকে কতটা তৃপ্তি পাবে…সময়ের হাওয়ায়ে সেটা হারিয়ে না যায়! অনেক ধন্যবাদ আপনার কাজ গুলো দেখি, খুবই ভাললাগছে। আশা করছি দেশের দক্ষিনাঞ্চলের আনাচেকোনাচের সব জাগা আপনার ক্যমেরার কম্পোজিশনে দেখে ফেলব। শুভকামনা রইল।
অনেক দিন পর স্বাধীন ও বিজয়কে ছবিতে দেখে খুব ভালো লাগলো 👍👍
Assalamoalaikom uncle ❤️
আহা কি সুন্দর গ্রামের সেই বিয়ের স্মৃতি গুলো,
আটটা বছর যাবত মনে হয় নিজের জীবনটাকে মিস করতেছি বিদেশে।।
Walaikum Assalam. Inshallah you will enjoy once again. 💕
@@AdventureTube21 Inshallah ❤️
That scenic route to the village is spectacular
🥰
dur theke nijer gram nijer manush gulake dekhlammm...khub miss korcii sobai k......
gandhail..noyapara kazipur sirajganj
💕
ঠিক। ফারুক ভাইয়ের মাধ্যমে সিরাজগঞ্জের কাজিপাড়া দেখা হলো ।আপনাদের খাওয়া দেখে আমারো খুব খেতে ইচ্ছে করছিল ।
Thank you 😊
Splendid , Beautiful wedding ceremony, Now everything has been changed, During my youth life there was different, Thank you Dada,
Welcome 🥰
গ্রাম বাংলার অসাধারণ রূপ চাক্ষুষ করলাম।
ফারুক ভাই, অামি বাংলাদেশ পুলিশের একজন সদস্য, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা। আমার থানাএলাকা ভ্রমণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Welcome
as salamualaikum owa rahmatullahi owaba rakatuhu , allah amader sobayke neck hayat dan korun ameen , masha allah khub sundor amader desh faruk bhai aponar kollane osadharon mosjid ta dekhte pelam alhamdullah , valoy lage arokom chitro dekhle . aponader koster karone amora vedio dekhte pai alhamdullah ami spain theke dowa korben bhaijan kemon acen bhaijan
,
আহ,কি সুন্দর গ্রাম,🥰❤️
🥰
অসাধারন গ্রাম বাংলা। 😊 🇧🇩 🇺🇸…!!
💗💐💗💐
SalamUncle
Uncle cicerone hocche.sabdhane ber hoben. Love you uncle ❤❤❤
কেমন আছেন আংকেল আশা করি ভালো। আহ অনেক দিন ধরে গ্রামীণ বিয়ে খাইনা। এইগুলোকে অনেক মিস করি। তবে আপনার ভিডিও তে কিছুটা এর সাদ ও আনন্দ পেয়েছি।
Alhamdulillah uncle. Thank you.
khub e shundor, enjoy korlam Faruque Bhai.
Thank you
Assalamualiqum valo asen vaiya apnake abar desh a dakhe khub valo lagse 💜💜💜
Walaikum Assalam. Thank you dear.
আমার প্রাণের সিরাজগঞ্জ আগে জানলে আপনার সাথে দেখা করতাম। গ্রামের বিয়ে মানে মজাই একটা আলাদা আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভিডিওটা দেখে। আলহামদুলিল্লাহ একটা কথা না বললেই না যে আমাদের সিরাজগঞ্জের রাস্তাঘাটটা অনেকটাই উন্নত হয়েছে আগের থেকে।
Basa koi amR ullapara
Alhamdulillah সবই খুব সুন্দর ছিল। ধন্যবাদ।
ভাই আপনার মতো আমার ও ইচ্ছে করে গ্রামে ঘুরে বেড়াতে। আপনার সব ব্লগ আমি দেখি। বেলু আপা লন্ডন থেকে।
Amar sekor okhane. Sonar Bangla je Sonar Bangla. Eto sundar jibon, prokriti r sathe mile mishe ekakar hoye ache. Gramin jibon agei jmn chilo ekhono temoni ache, sudhu kosto hoy bari ghor pukur khet khamar sob fele keno lakh lakh Bangali der okhan theke chole aste holo. Eta to 47 er age Purbo Bango chilo.
অনেক সুন্দর গ্রাম ধন্যবাদ আপনাকে
Welcome
ভাই,
জামাই আসার আগে দূরে থকে বোমা ফাটিয়ে জানান দেওয়ার এক্সপেরিয়েন্স টা Amazing ছিলো! যদি আমিও দেখতে পেতাম 😊😊
Isss....koto din daber pani khai na....kobe jabo amar sei grame...
ফারুক ভাই আমি লুঙ্গি ও শাড়ি বুনেছি হছতো চালিত তাতে । কিছুটা অভিজ্ঞতা আছে ।
💕
@@AdventureTube21 ফারুক ভাই আপনি এখন কোথাই আছেন ?
@@mnirob1609 Dhaka
আসসালামু আলাইকুম, এখন বিয়ে বাড়ি গেলে চোখের জিনা হয়।
Dada.... kolkata theke bolchi.....gramer view osadharon ar khub poriskar dekha khub bhalo laglo....ar biyete dorja atke taka neoya, juto churi ekhaneo ei mojagulo hoye....egulo khub enjoyable....ar sese koyekta chobite apnar kom boyoser chobi dekhe khub bhalo laglo 😊😊😍😍....bhalo thakben dada 🥰🥰🙏🙏
আবার কোলকাতা আসতে পারি। হয়তো দেখা হবে। ধন্যবাদ বোন। দোয়া করি ভাল থাক। 💕
@@AdventureTube21 kobe dada? ...poush sankarntir somoy bolechilen....ele dekha hobei...🤩🤩🥰🥰
@@keyachakraborty1886 এখনো দিন ঠিক হয়নি। হলে অবশ্যই জানাবো। ধন্যবাদ ভাই। 🥰
@@AdventureTube21 achcha dada 🥰🙏🙏
ভালবাসা বগুড়া থেকে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
🥰
আসলেই সুন্দর।
🥰
আসসালামু আলাইকুম ভাই। মাশাআল্লাহ গ্রামের সুন্দর একটা সকাল, অসম্ভব সুন্দর একটা শরৎ এর আকাশ, সবুজ শ্যামল শান্ত প্রকৃৃতি তার মাঝে মেঠোপথ দিয়ে আপনি ঘুরছেন সত্যি অসাধারণ লাগছিল।গ্রামের মেডিসিন ছাড়া শাক-সবজি ফর্মালিন ছাড়া মাছ এর বাজার টা ভালো লেগেছে। গ্রামের বিয়েতে শেষ পর্যন্ত আপনি থাকতে পারলে আর ভালো লাগতো । আজকের ভিডিওর শেষে মূল্যবান ছবি গুলো খুব ভালো লেগেছে এবং মন ছুয়ে গেল। ভালো থেকেন দোয়া করি। Fiamanillah.
Walaikum assalam. বৃষ্টি ভেজা, ঠান্ডা সকালে, গরম কফি সাথে নিয়ে আপনার কমেনট পড়ছি।
গ্রাম সবসময় ই আমার ভাল লাগার জায়গা। আর সেই গ্রাম যদি এত সুন্দর হয় তাহলে তো কথাই নাই।
অনেক ভাল সময় কাটিয়েছি। মিস করব।
ধন্যবাদ ভাই। Jajakallah Khairan.
Enjoyed watching your blog. I have been following your blogs last 2/3yrs but, never commented, because I watched on tv. Thanks for sharing wonderful videos. Uk
দেখলাম বন্ধু মানিকগঞ্জ সদর থেকে
🥰
আংকেল আমাদের নওগাঁ জেলাতে আসার আমন্ত্রণ রইল ঘুরে যাবেন আমের রাজধানীতে।
অনেক ভাল লাগবে..!
1st viewer uncle, ajk video ta onk refreshing chilo ❤
Thank you 💕🥰
আসসালামু আলাইকুম স্যার রোদেলা বিকালের ব্লক কখন আসবে
Walaikum assalam. Soon inshallah. How do you know about Rodela Bikel.
Thank you for your videos. My grandparents from both sides from Enyatpur. Your fan and well wisher from Southern California.
Video lenght একটু ছোট করলে আরো ভালো হয়...!!
Thank you
fine
sirajganj Bangladesh
Thank you
The flavor of the village always you Sir, are showing us for which we also making our mind to travel to any village
Thank you
আপনার ভিডিও ধারন খুব ভাল
Thank you
Thankyou Uncle for making such amazing videos, hope you will get to visit more grams in BD and share with us
Inshallah
চমৎকার!
আবার সেই ডাব গাছ
🥰
I am a great fan of your video..I have origin from shirajgonj.
Thank you 😊
ভাইয়া আপনি কেমন আছেন? আপনি কেমন আপন মনে গ্রাম থেকে শহর কত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কতটা স্বাধীনতা শুধু আপনি ছেলে বলে, বিদেশে মেয়েরা অনেক স্বাধীন কারণ নিরাপত্তা বিষয়ক একটা ব্যাপার সবার প্রথমে। আল্লাহ সবাইকে সব কিছু দেয় না,কারো মন থাকে তো ধন থাকে না। আবার বলতে এর উল্টোটা হয়ে থাকে। আপনার মত একজন স্বজন ব্যাক্তির জন্যে মনের কথা গুলো ব্যক্ত করে ফেলেছি। ভাইয়া আল্লাহ আপনার মঙ্গল করুন এবং খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Alhamdulillah dear. Thank you.
আপনিও আপনার মতো করে ডানা মেলে উড়ে বেড়োন, এ আশীর্বাদ রইলো।
অন্যকে দেখে অনুকরণ করলে অনেক সময় বেদনাহত হতে হয়! কারণ, নিজের স্বপ্ন গুলোকে ওভাবে বাস্তবায়ন করা হয়ে উঠেনা অনেক সময়।
ধন্যবাদ, সময় পাইলে আবার আসবেন আমাদের এলাকায়,
ভাইয়া সিরাজগঞ্জ শহর থেকে। এই গ্রামে যেতে।কতটুকু সময় লাগবে। আর কতো কিলো
@@স্মৃতিরপাতা-ড৬য ৫৫মিনিট সি এন জিতে
Inshallah
সত্য ওনেক সুন্দর গ্রাম
So beautiful it can be world tourist destination.
Yes indeed. Thank you.
ভাই যদি মালা ভাবী থাকলে আরো সুণ্দর লাগত।
💕
Unclejan apni ki camera 📸 use koren???
গ্রামের বিয়ের মজায় আলাদা ❤️❤️❤️
💕
দাদা আপনি অনেক দিন বাদে , আপনি ভালো আছেন তো,
Alhamdulillah
Carry-on. I am with you
🥰
গ্রামের বাড়ির ওই লোকটার জায়গায় আমি থাকলে আমিও একই রাগ দেখাতাম 😆। My POV
🤪🥰
Assalamualikum bhaijhan and your beautiful viewer. Thanks for our Bangladeshi village marriage program. May Allah grant Neq family life of new couple. Ameen
আমার বয়স ২৬ দেখি তো 10-15 বছর আগে বিয়ে বাড়িতে দেখতাম মেয়ে মানুষ মহিলা বোরকা পরে খেতে আসতো এখন আস্তে আস্তে সবগুলো উঠে যাইতেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো
জ্বি না ভাই এখন ই বেশি বোরকা হিজাব বেশি পড়ে আমরা ছোট বেলায় খুব মুরুব্বি কেউ ছাড়া কেউ বোরকা পড়ত না।এখন ইসলাম এর নামে অনেক আরব কালচার ঢুকছে।আমরা ইসলাম গ্রহন করছি কিন্তু আরব কালচার গ্রহন করি নাই। কিন্তু এখন বাঙ্গালি সব কিছু বাদ দিয়ে আরব হবার চেষ্টা।
তখন শাড়ি পরে আসত এখন বোরকা পরে আসে।
আমাদের সিরাজগঞ্জে আচ্ছিলেন জানলাম না!😭😭
💕
ধন্যবাদ ভাই আবারো একটি সুন্দর গ্ৰামের video আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। By the way, আপনার India তে আসার ব্যাপারে কিছু ঠিক হলো কি?
একবার এসেছিলাম। আবার আসব ইনশাল্লাহ। দিন তারিখ ঠিক হয় নাই। ধন্যবাদ।
@@AdventureTube21 Thanks for your reply.
khub bhalo laglo, background tunes is aesthetic, I follow you with vigour and due curosity of rustic lifes across the border fences ,thank you for depiction of our heritage roots of all bengalis across the globe , with love from the otherside of the fence
তাইতো গ্রাম ছেড়ে যেতে কোথাও মন চায় না।
🥰
ভাই কেমন আছেন সিরাজগঞ্জ কোথায় আপনার বাড়ি ❤❤
আমার বাড়ি ঢাকা জেলার নবাবগনজ থানা। ধন্যবাদ।
assalamualikum vai.apnar video kub valo lage.please apne ki bolben kon gram kon upojela?
সব মনে নাই। তবে সিরাজগঞ্জের কাজিপুর। ভিডিওতে ডিটেইলস বলেছি।
ruclips.net/p/PLUl3Y68FEtyeUBd0AX4tEkFkgbzeStJAy
দাদা এটাকি তারাশ থানায় পরছেকি? আমার বাসা ঢাকা কেরানিগঞ্জে আমি আসছিলাম তারাশে।
Not sure.
Amar Pran er sohor sirajganj ❤
Salam brother thanks for sharing be safe
খুব ভাল❤️❤️
Thank you
Ok bangladec great 😀😀😀😀
🥰
Chittagonge apnake dawat roihilo asiben kinto
২৫ তারিখে আসছি ইনশাল্লাহ। ধন্যবাদ।
অসম্ভব সুন্দর ❤️
💕
mass Allah dear baba
🥰
ভাই,আপনার গ্রামের বাড়ি কোথায়🥰🥰🥰🥰
onek valo laglo uncle
আবার ও আসবেন ৷
Assalamualakum
Faruk Bhai Ami Jani apnar bari Dhaka nababgonj gram banukhali apni bier programme kartasan siraj Gonj ai program ki nababgonj Kara jata na ?
Walaikum assalam. আপনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেই করা যায়। ধন্যবাদ।
insaha allah Amar salar biata apnakea dawat dibo absai asben
Nasir khan village kahor nababgonj dust dhaka
শ
ধন্যবাদ ভাইয়া।
🥰