নায়াগ্রা ফলস: প্রকৃতির অপরূপ বিস্ময়॥ কানাডা থেকে নায়াগ্রা ফলস দেখলাম॥ Niagara Falls, Canada

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • নায়াগ্রা জলপ্রপাত দেখতে লোকজন কেন যায়?॥ কানাডা থেকে নায়াগ্রা ফলস দেখলাম॥ Niagara Falls, Canada
    পানি পতনের গর্জন আর দু’চোখ ভরা বিস্ময়ের নায়াগ্রা জলপ্রপাতের কথা। যার ইংরেজি নাম নায়াগ্রা ফলস। জল শব্দের অর্থ পানি, আর প্রপাত শব্দের অর্থ পতন। সেই হিসেবে জলপ্রপাতের অর্থ দাঁড়ায় পানির পতন। সহজ করে বলতে গেলে পাহাড়ি ঝর্ণার বড় রূপই হলো জয়প্রপাত। আর নায়াগ্রা নদীর পানির মাধ্যমে উৎপত্তি হওয়ায়, এর নামকরণ করা হয়েছে নায়াগ্রা জলপ্রপাত বা নায়াগ্রা ফলস।
    উন্নত জীবন ধারণের দুই স্বর্গ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই নায়াগ্রা জলপ্রপাত। তবে মজার বিষয় হলো, নায়াগ্রা যুক্তরাষ্ট্রে অবস্থিত, সাধারণ মানুষের এমন ধারণা থাকলেও এ বড় অংশ অর্থ্যাৎ তিন ভাগের দুই ভাগই কিন্তু কানাডার মধ্যে পড়েছে। কানাডায় যে অংশ পড়েছে তাকে বলা হয় কানাডিয়ান ফলস, আর যুক্তরাষ্ট্রে যে অংশ পড়েছে তাকে বলা হয় আমেরিকান ফলস। আর বাংলাদেশ থেকে নায়াগ্রার দুরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার।
    কথিত আছে, ১৮শ’ বছর পূর্বে বরফে ঢাকা ছিল পুরো এলাকা। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সাথে সাথে গলতে শুরু করে সেখানকার বরফ। আর সেই পানি নায়াগ্রা নদী, লেক ইরি এবং লেক ওন্টরিওর মাধ্যমে প্রবাহিত হয়েই সৃষ্টি হয় বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। যার নাম দেওয়া হয় নায়াগ্রা ফলস।
    এখন ভাবছেন কোন সময়টাতে যাবেন নায়গ্রার অপার বিস্ময় উপভোগ করতে? সাধারণত বছরের বসন্ত থেকে শুরু করে গ্রীস্মকালই এখানে যাওয়ার সবচেয়ে ভালো সময়। কারণ শীতে খানিকটা হলেও হ্রাস পায় এর স্বাভাবিকতা। বিভিন্ন জরিপের তথ্য মতে প্রতি বছর ৩ কোটি পর্যটক এই স্থানটি ভ্রমণ করে থাকেন। নায়গ্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আরো বেশ কয়েকটি পর্যটন স্থল। এখানে গেলে পাবেন প্রজাপতির মেলা, যেখানে রয়েছে প্রায় ২ হাজার ধরনের প্রজাপতি। এছাড়াও রয়েছে অ্যাকুরিয়াম, জাদুঘর, অ্যাডভেঞ্চার থিয়েটারসহ আরো কত কিছু।
    নায়গ্রা যে কেবল দর্শকদের আনন্দ দেয়, তা কিন্তু নয়। প্রকৃটির এই অপার সৃষ্টি অনবদ্যভাবে অবদান রাখছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও। পর্যটন শিল্পের পাশাপাশি, এখানকার স্রোত কাজে লাগিয়ে উৎপাদন করা হচ্ছে বিদ্যুত। নায়াগ্রার জলবিদ্যুত কেন্দ্রে উৎপাদিত বিদ্যুত পূরণ করছে নিউইয়র্ক এবং ওন্টারিওর বাসিন্দাদের চাহিদা।
    #নায়াগ্রা_ফলস #নায়াগ্রা_জলপ্রপাত #arifurrahman #niagarafalls #bangladeshi_vlogger

Комментарии • 31