১৩৬-বাচ্চা থেকে মা মুরগি কে আলাদা করার টেকনিক। Another technique in poultry

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 158

  • @md.mostafatalukder4144
    @md.mostafatalukder4144 7 месяцев назад +9

    চমৎকার উপস্থাপনা,সাবলীল ও শালীনতা মার্জিত। মাশাল্লাহ অসাধারণ অসাধারণ অসাধারণ 💐💐💐

    • @jowarfarming
      @jowarfarming  7 месяцев назад +1

      আলহামদুলিল্লাহ।
      অনেক দোয়া ও ধন্যবাদ ❤️❤️❤️

  • @Alamin-kr9sw
    @Alamin-kr9sw 8 месяцев назад +6

    মাশাআল্লাহ প্রিয় বোন আমি একজন কুয়েত প্রবাসী, ভিডিওটিতে লক্ষ্য করে দেখলাম মোটামুটি আপনার প্রায় সবগুলি কমেন্ট্রের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করেছেন, আমার জীবন দশায় আমি এরকম ইউটিউবার আর পাইনি, সত্যি প্রিয় বোন আপনার চ্যানেলটা আমি এবং আমার পরিবারের সবাই সাবস্ক্রাইব না করে আর পারলাম না, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমার প্রিয় বোনটির জন্য,ও আপনার এই চ্যানেলটার জন্য ❤❤❤❤❤

    • @jowarfarming
      @jowarfarming  8 месяцев назад

      অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার ভাই এবং তার পরিবার এর সকল সদস্যের প্রতি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nilaafroz9495
    @nilaafroz9495 Год назад +10

    অনেক উপকার হলো বোন

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +1

      আলহামদুলিল্লাহ।
      অনেক ধন্যবাদ

    • @saddamkatwar8622
      @saddamkatwar8622 9 месяцев назад +1

      খুব ভালো লাগছে

  • @MNRTechnology-q9m
    @MNRTechnology-q9m 14 дней назад

    নাইস ভিডিও নতুন সদস্য হলাম

  • @sharminjahan7189
    @sharminjahan7189 8 месяцев назад

    আপনাকে অনেক ধন্যবাদ আপু।আমি এমনই একটা সাজেশন খুজছিলাম।

  • @YeasinArafat-bo4ew
    @YeasinArafat-bo4ew Год назад +2

    আপনার কথা গুলো খুব ভালো লাগলো,,,

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      আলহামদুলিল্লাহ।
      অনেক দোয়া ও শুভেচ্ছা

  • @MdAshrafulIslam-dz1on
    @MdAshrafulIslam-dz1on Год назад +1

    Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu.Alhamdulilah 100000+views. আপু দোয়া করবেন।মাঝে আমার ডেঙ্গু আক্রান্ত হয়ে ছিলাম। বর্তমানে অনেক ভালো আছি। মুরগি পালন করা নিয়ে খুব সমস্যায় আছি গিন্নির জন্য।May Almighty Allah bless you with happiness... Ameen.

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক আপনার উপর

  • @shahabuddin7102
    @shahabuddin7102 8 месяцев назад +1

    ❤🇧🇩🇦🇪❤️👍ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে অনেক অনেক দুবাই থেকে

    • @jowarfarming
      @jowarfarming  8 месяцев назад

      অনেক দোয়া ও ধন্যবাদ ❤️❤️❤️

  • @baherislam4639
    @baherislam4639 6 месяцев назад +11

    মা মুরগিকে তার বাচ্চাঁ থেকে আলাদা করতে হবে কেন,সময় হলে মা মুরগিইত বাচ্চাঁদেরকে ছেড়ে দিবে। জোর করে মা মুরগি থেকে বাচ্চাঁদেরকে আলাদা করলে মা মুরগি কষ্ট পাবে, আমরা সব প্রাণীর সাথে সুন্দর আচরণ করব।

  • @tusheratik4530
    @tusheratik4530 Год назад +2

    ভালো লাগলো আপনার পরামর্শ

  • @AnamolHoque-v6m
    @AnamolHoque-v6m 5 месяцев назад

    মাশাআল্লাহ উপস্থাপনা ও পরামর্শে মুগ্ধ হলাম

    • @jowarfarming
      @jowarfarming  5 месяцев назад

      আলহামদুলিল্লাহ

  • @chadkrishi2001
    @chadkrishi2001 Год назад +1

    আপনার বিডিও গুলো সত্যিই অনেক সুন্দর হয়

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      আলহামদুলিল্লাহ।
      অনেক অনেক দোয়া ও ধন্যবাদ

  • @mdrovelmia7587
    @mdrovelmia7587 3 месяца назад

    আপু আপনার ভিডিও খুব ভালো লাগলো ধন্যবাদ

    • @jowarfarming
      @jowarfarming  3 месяца назад

      অনেক দোয়া ও ধন্যবাদ

  • @mahafujulislam789
    @mahafujulislam789 2 месяца назад

    Excellent explanation. Awesome.

  • @anamulhoque-pe5rq
    @anamulhoque-pe5rq Месяц назад

    অসাধারণ ও চমৎকার হয়েছে

    • @jowarfarming
      @jowarfarming  Месяц назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @শেখআবদুল্লাহআলমামুনজিহাদী

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ❤❤

    • @jowarfarming
      @jowarfarming  3 месяца назад +1

      আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

  • @isratakbar620
    @isratakbar620 10 месяцев назад +2

    আসসামুয়ালাইকুম আপু সব মূরগির ডিম তো এক সাথে আসেনা আগে পরে আসে তাহলে সব মূরগিকে এক সাথে কুচে বসাবো কি করে। ডিম কি নষ্ট হয়ে যাবেনা প্লিজ জানাবেন।

    • @jowarfarming
      @jowarfarming  10 месяцев назад +2

      ওয়ালাইকুম আসসালাম। আপনি ডিম জমাবেন নরমাল ফ্রিজে। খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারলে আপনি ১৫ দিন পর্যন্ত ডিম জমিয়ে রাখতে পারবেন। এরপর মা মুরগির নিচে ডিম দিয়ে দেন

  • @humayankabirlinkon6075
    @humayankabirlinkon6075 Год назад +2

    Assalamualaikum aunty kmn asen??...
    Amr kicu deshi murgi ase hilli chicken parents...but Ami bacca murgi dea futai alada brooding kori..kintu amr bacca gula vlo hoy na...onk prb always lege thake ....je video ta apni upload korlen Ami ki onar shata akto khota bolte pari?? Je ki ki medicine use Korle amn vlo quality full bacca pawoa jabe... please help me.

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। ভাই, উনি আমার ছোট ভাই। আমার ভাই একদম ঔষধে বিশ্বাস করে না। উনি ব্যাবস্থাপনার উপর জোর দেন। সাপ্লিমেন্ট গুলোও উনি প্রকৃতি থেকে নেবার চেষ্টা করেন।

  • @akhilayan7098
    @akhilayan7098 9 месяцев назад +1

    ডিম কতদিন সংরক্ষণ করা রাখা যায়। আর এখন তো শিত এখন ও কি নস্ট হবে ফ্রিযে না রাখলে

    • @jowarfarming
      @jowarfarming  9 месяцев назад +1

      12 দিনের বেশি সংরক্ষণ না করাটা ভালো। তবে বিশেষ প্রয়োজনে আপনি সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। শীতকাল এ ফ্রিজে না রাখলেও চলবে। তবে কোনভাবেই যেন গরম কোন জায়গাতে ডিম না থাকে

    • @akhilayan7098
      @akhilayan7098 9 месяцев назад

      @@jowarfarming ধন্যবাদ। মুরগীকে বেশি ধান খাওয়ালে নাকি মুরগীর গলায় ঘা হয় এটা কি টিক??

  • @MdAshrafulIslam-dz1on
    @MdAshrafulIslam-dz1on Год назад +3

    Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu jannatul ferdous.Excuse me,I have no speach to say.Well done . May Almighty ALLAH bless you and your family members and your chicks with the best happiness and the dreamest prosperity in the world and in future which u have dream.plz pray for me and all . ameen.

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      আমিন
      আল্লাহ পাক আপনার সকল স্বপ্ন ও নেক আশা পূরণ করুণ এবং আপনার উপর রহমত বর্ষন করুন

  • @MdshahidulIslam-nx1of
    @MdshahidulIslam-nx1of 9 дней назад

    আসসালামু আলাইকুম আপু নরমাল ফ্রিজে ডিম রাখলে নষ্ট হবেনা। বাচ্চা কি ফুটবে?

    • @jowarfarming
      @jowarfarming  9 дней назад

      ওয়ালাইকুম আসসালাম।
      নরমাল ফ্রিজে ডিম রাখতে পারবেন বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। তবে ডিম রাখার একটা সিস্টেম আছে। সে সিস্টেমটা ফলো করতে হবে পাশাপাশি দিনগুলো পলিথিনের ভেতরে রাখবেন। তবে চেষ্টা করবেন ১০ থেকে ১২ দিনের বেশি না রাখতে। সেক্ষেত্রে বাচ্চা কম ফুটার সম্ভাবনা আছে

  • @amirhosen8720
    @amirhosen8720 Месяц назад

    Thanks for this.

    • @jowarfarming
      @jowarfarming  Месяц назад

      ধন্যবাদ ❤️❤️❤️

  • @KapasiaPackagingHaatLtdKphl
    @KapasiaPackagingHaatLtdKphl Год назад +1

    All these are hard work

  • @shiluakter1613
    @shiluakter1613 Год назад +1

    খাচাগুলো সুন্দর

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +1

      আলহামদুলিল্লাহ

  • @arshadagro
    @arshadagro Год назад +1

    খুবই সুন্দর সিস্টেম।

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      আলহামদুলিল্লাহ

  • @mostofahaider5549
    @mostofahaider5549 Год назад

    presentation is very good . keep going on.

  • @NizamUddin-ov4zq
    @NizamUddin-ov4zq Год назад +9

    অসংখ্য ধন্যবাদ সেয়ার করার জন‍্য,আল্লাহ্ আপনাকে নেক হয়াত দান করুক আমিন👉💐🥀🍒❤

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +2

      আমিন
      মহান আল্লাহ পাক আপনার সহায় হোন

    • @mdjanip1075
      @mdjanip1075 Год назад +4

      আপু মাপটা

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +2

      ভিডিও তে দেবো ইনশাআল্লাহ

  • @MirHappy
    @MirHappy Год назад +2

    খুব সুন্দর

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +1

      আলহামদুলিল্লাহ

  • @AbdulbasirAbd
    @AbdulbasirAbd 4 месяца назад

    আমি সোদিআরব থেকে দেখছি আমি দেশে আসলে দেশি মুরগির খামার দেওয়ার চিন্তা আছে কতটুকু জায়গায় লাগবে কি ভাবে কি করতে হবে ডিটেল বললে উপকৃত হবো বোন ধন্যবাদ ও দোয়া করি ভালো রাখুক আমিন ।

    • @jowarfarming
      @jowarfarming  4 месяца назад

      আসসালামু আলাইকুম। সবকিছু ডিপেন্ড করে আপনি কি রেংজে অর্থাৎ কতগুলো মুরগির খামার করতে চান, তার উপর। প্রতি টা মুরগির জন্য ডেড স্কয়ার ফিট জায়গা দিতে হবে। তবে জায়গা আরো বেশি দিতে পারলে ভালো হয়। এবার আপনি হিসাব করেন আপনি কয়টা মুরগি নিয়ে খাওয়া শুরু করবেন! খাবারটি যেন উঁচু জায়গায় হয়। খামারে পাশে বা পেছনে ঝাকানো গাছ থাকলে খুব ভালো হয়, এতে মুরগির শেড ঠান্ডা থাকে। শেডের মুখ উত্তর দক্ষিণে হলে ভালো হয়। আপনি যখন দেশে আসবেন, তখন আমার ফোন নাম্বার নিয়ে ফোন দেবেন ( শেষের দিকের ভিডিওগুলোতে আমার ফোন নাম্বার দেয়া আছে)। তখন ইনশাল্লাহ আমি আপনাকে সুন্দর করে বোঝায় বলে দেবো।

  • @saad-m9i
    @saad-m9i 3 месяца назад

    আপু আমি য়দি মুরগি অম দেওয়ার পরে বাচ্চা কে মায়ের তেকে আলাদাকরে পেলি তাহলে মুরগি কয় মাস পরে আবার ডিম পারবে বলেন না আপু প্লিজ

  • @infomilon2005
    @infomilon2005 3 месяца назад

    Apu murgi beshi beshi pani kheye terpor jimayte jimayte more jay kno??
    Janaben

    • @jowarfarming
      @jowarfarming  3 месяца назад

      ভাই এই বিষয়টা আগে আমি একটু নিজে জানব ডাক্তার সাহেবের কাছ থেকে। তারপর আপনাকে জানাবো ইনশাল্লাহ

  • @SalehAhmed-x7c
    @SalehAhmed-x7c 3 месяца назад

    আপু ভ্যাকছিন বাচ্চার কত দিন থেকে শুরু করেতে হবে বা কত মাস পরপর দিতে হবে বললেই ভালো হতো

    • @jowarfarming
      @jowarfarming  3 месяца назад

      ভ্যাক্সিন নিয়ে আলাদা ভিডিও দেবো ইনশাআল্লাহ

  • @t4gaming643
    @t4gaming643 Месяц назад

    মুরগিকে এক টানা ৪০ দিন কুচে বসায়ে রাখতে পারবো
    আর ভাইয়া ডিম কত দিন নরমালে রাখতে পারবো আমার ফ্রিজ নাই
    প্লিজ একটু বলেন

    • @jowarfarming
      @jowarfarming  Месяц назад

      মুরগিকে টানা 40 দিন খুজে বসায় রাখা উচিত নয়। এতে মুরগি ক্ষতিগ্রস্ত হয়।
      মাটির একটা পাত্রের মধ্যে চাল নেবেন। সে চালের মধ্যে ডিম গেঁথে গেথে রাখবেন। এবং রাখবেন ঠান্ডা জায়গায়। যে জায়গায় রোদ পৌঁছায় না কিন্তু বাতাস আসে। খাটের তলায় রাখতে পারেন। এভাবে রাখলে ৭ থেকে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত রাখতে পারবেন। তবে সাত দিনের বেশি না রাখাটা ভালো

  • @AklimaAklima-nj4dt
    @AklimaAklima-nj4dt 5 месяцев назад

    আপু, আমার কতগুলা মুরগী বাচ্চা ফুটাইছে ১০,৫,২ দিন হইছে।এখন এই বাচ্চাগুলাকে, এক সাথে মা থেকে আলাদা করা যাবে।

    • @jowarfarming
      @jowarfarming  5 месяцев назад

      যেহেতু এখন গরম কাল। আলাদা করে দিতে পারেন। তবে বাচ্চা ফোটার পর অন্তত সাত দিন অপেক্ষা করবেন

  • @mohammedabdulhey1663
    @mohammedabdulhey1663 6 месяцев назад

    ধন্যবাদ আপনাকে।

    • @jowarfarming
      @jowarfarming  5 месяцев назад

      অনেক দোয়া ও ধন্যবাদ

  • @AsadAsad-nd1gw
    @AsadAsad-nd1gw Год назад +1

    Think you Apa

  • @EyasinArafat-s2x
    @EyasinArafat-s2x 9 месяцев назад +1

    😊😊😊😊😊

  • @iloveyouallah2618
    @iloveyouallah2618 Год назад +1

    আপা আমার ৩০ এর মতো বাচ্চা পাখা ঝুলে মারা গেছে, ফ্লোর ডালাই করা নয় শুধু বালুতে রাখছিলাম এটাই কি বাচ্চার পাখা ঝুলে যাওয়ার কারন নাকি অন্য কিছুু??

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      বাচ্চার মল কেমন একটু জানাবেন প্লিজ। বাচ্চার জন্য বালুর থেকে তুষ ভালো। তারপরও বালুতে বাচ্চার মারা যাবার কথা না

  • @saad-m9i
    @saad-m9i 3 месяца назад

    মনে করেন আপু ডিম পোটানোর পরে অম দিলে কয়দিন পর বাচ্চা পোটাবে সবগুলো তো একেবারে পোটায়না তখন কিহবে

  • @ridoytalukder22
    @ridoytalukder22 Год назад +2

    আপু মুরগি ডিমও পারছে না কুচেও বসছে না কি করবো

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      মুরগির শরীরে পুষ্টির অভাব আছে। ক্যালসিয়াম, ই সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই ৩,জিংক দেন মুরগি কে। মাসে ২ টা করে কোর্স করান। একেক টা কোর্স ৫ দিনের।
      আল্লাহ ভরসা

  • @ZubairKhan-u1f
    @ZubairKhan-u1f Месяц назад

    আপু আমার বাচ্চা মুরগির সাথে বাইরে বের করে দিয়েছি,এখন মুরগি বাচ্চা ঝিমাছে,এখন কি করবো কিছু বাচ্চা আছে,এখন কি করবো, ঘরে ভিতরে মুরগি বাচ্চা আটকায়ে রাখবো

    • @jowarfarming
      @jowarfarming  Месяц назад

      ঝিমাচ্ছে কেন! --- সে কারণটা খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়েছে।
      আবার এমনও হতে পারে, আপনি ফিড পরিবর্তন করেছেন। ফিট পরিবর্তন করলেও কিন্তু অনেক সময় মুরগি ঝিমায় ( মুরগির পেটে ব্যথা করে)।
      রোগটা আগে খুঁজে বের করতে হবে প্লিজ।
      ঘরে আটকে রেখে তো কোনো লাভ নেই।
      মলটা একটু চেক করেন প্লিজ

  • @sadiyaaktar9207
    @sadiyaaktar9207 Год назад +2

    কত দিন বাচ্চা থেকে মাকে আলেদা রাখতে হবে

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      মা থেকে বাচ্চাকে আলাদা করার পর থেকে বাচ্চারা আলাদাই থাকবে।

  • @washimahmed9527
    @washimahmed9527 Год назад +1

    Thank you so much apu

  • @sefabegum6975
    @sefabegum6975 6 месяцев назад

    আসসালামু আলাইকুম আপু আমার একটা মুরগির বাচ্চার বয

  • @sweetykhatun6214
    @sweetykhatun6214 Год назад +1

    Thanks you

  • @mdalamin912
    @mdalamin912 Год назад +1

    100% right

  • @chinmoybiswas3910
    @chinmoybiswas3910 7 месяцев назад

    দিদি আমার ২২ দিন বয়সের মুরগির বাচ্চা ঘাড়ের মধ্যে গলা গুঁজে দিয়ে ঝিমায় এবং পাখনা ছাড়া কিন্ত খাবার খায় এর কারণ কি হতে পারে

    • @jowarfarming
      @jowarfarming  7 месяцев назад

      আমার মনে হয় ভাই আপনি এখন ডাক্তার দেখান প্লিজ। লক্ষণটা আমার খুব একটা ভালো লাগছে না।

  • @dreamworld05
    @dreamworld05 Год назад +2

    মুরগী ১/২ দিন গেপ দিয়ে ডিম পারে কেন?

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      প্রথম ডিম পাড়া শুরু করলে এটা হতে পারে।
      ক্যালসিয়াম, ভিটামিন এর ঘাটতি হলে এটা হতে পারে আবার মুরগি অসুস্থ থাকলে এটা হতে পারে। পেটে অল্প চর্বি জমলেও কিন্তু এটা হতে পারে। অন্য মুরগি বিরক্ত করলেও এটা হয়।ডিম পাড়ার জন্য আলাদা জায়গার ব্যাবস্থা না থাকলে এটা হতে পারে।
      # মুরগি কে ক্যালসিয়াম, এ- সেলেনিয়াম, ভিটামিন এ ডি ই ৩ দেন।
      # লিভার টনিক দেন।
      # নিয়মিত কৃমি নাশক দেন।

  • @priyaraj-iw2ez
    @priyaraj-iw2ez Год назад +1

    আমার মুরগী টাকে 10 টা ডিম দিয়ে বসিয়েছি ,,, মোট 4 টে ফুটেছে ,,,দিয়ে ওর মা আর বাকি ডিমের ওপরে বসছে না ,,, তো এখন কি করবো ,,,আর ওই 1 দিনের বাচ্চাকে কি তার মায়ের কাছ থেকে আলাদা রাখব জাস্ট 2 দিনের জন্য

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +2

      যে চারটা বাচ্চা ফুটেছে, সেগুলোকে আলাদা করে তাপ দেবার ব্যবস্থা করেন। আর বাকি ডিমগুলো যদি একুশ দিন সর্বোচ্চ বাইশ দিন হয়ে যায়, সে ক্ষেত্রে ওই ডিম গুলো আর ফুটবে না। আপনি টর্চের ওপর ডিম গুলো রাখেন এবং দেখেন ভেতরে বাচ্চা আছে কিনা। যদি বাচ্চা ডিমের ভেতরে থাকে তাহলে অন্য কুচে মুরগির নিচে ডিম গুলো দিয়ে দেন

    • @priyaraj-iw2ez
      @priyaraj-iw2ez Год назад

      @@jowarfarming আচ্ছা Thank you

  • @কবুতরপ্রেমিমুন্সীগঞ্জে

    আপু বাচ্চা ব্রডইং এর সময় কি কি ঔষধ দেওয়া হয় তার একটা ভিড়িও দেখতে চাই

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +1

      ভাই আমার ১৪৩ এবং ১৪৫ নাম্বার ভিডিও তে মুরগির বাচ্চার প্রথম ৭ দিনের খাবার, ঔষধ নিয়ে আলোচনা করা আছে। দেখতে পারেন।

  • @moniruzzamanmonzu698
    @moniruzzamanmonzu698 7 месяцев назад

  • @lizamohibur7269
    @lizamohibur7269 Месяц назад

    রাগী মা মুরগীর বাচ্চা কিভাবে সামলাবো?

    • @jowarfarming
      @jowarfarming  Месяц назад +1

      মা মুরগি যদি রাগী হয় সে ক্ষেত্রে, মা মুরগিকে সরিয়ে ফেলতে হবে। যদি আপনার অন্য কোন কুচে বসা মুরগি থাকে, সেই মুরগিকে বাচ্চাগুলো দিতে পারেন। আর যদি না থাকে সেক্ষেত্রে, বাচ্চাকে আলাদা করে তাপ দিয়ে বড় করতে হবে

  • @moniraaktermita915
    @moniraaktermita915 Год назад +1

    আপু এটা কি আপনার খামার,,, আর এগুলো কি আপনার পাহাড়ি মুরগীগুলো

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      এটা আমার ছোট ভাই এর খামার।এগুলো দেশি মুরগি আলহামদুলিল্লাহ

  • @tanminahamed-tn8xe
    @tanminahamed-tn8xe 7 месяцев назад

    আসসালামু আলাইকুম আপু আমিও আজকে মুরগি বাচ্চা থেকে আালাদা করছি এখন বাচ্চা শুদু কান্না করছে কি করবো দিশ পাইতেছি না

    • @jowarfarming
      @jowarfarming  7 месяцев назад

      ওয়ালাইকুম আসসালাম।
      ১/২ দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ❤️

    • @tanminahamed-tn8xe
      @tanminahamed-tn8xe 7 месяцев назад

      @@jowarfarming মাশাল্লাহ আপুর মনে কোন হিংসা নেই রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ আপু

  • @shaurabmiya862
    @shaurabmiya862 Год назад +1

    ❤❤❤❤❤

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chinmoybiswas3910
    @chinmoybiswas3910 7 месяцев назад +1

    দিদি ২৭ দিন বয়সের মুরগির বাচ্চা কে রানিক্ষেত ভ্যাকসিন দেওয়া যাবে

    • @jowarfarming
      @jowarfarming  7 месяцев назад

      আগে যদি দেয়া না থাকে তাহলে অবশ্যই দেয়া যাবে

  • @srifulislam577
    @srifulislam577 11 месяцев назад +1

    আমার মুরগি বাচ্চ১মাস খাচায় রাকছি এখন কি করব

    • @jowarfarming
      @jowarfarming  11 месяцев назад

      ছেড়ে দিতে পারেন। তবে প্রথমে অল্প সময় এর জন্য ছাড়বেন। এরপর আস্তে আস্তে পুরো মুক্ত অবস্থায় পালুন

  • @sonamoniakter4548
    @sonamoniakter4548 Год назад +1

    কি খাবার দেওয়া হচ্ছে

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      ১৪২,১৪৩,১৪৫,১৫৬ নং ভিডিও তে দেয়া আছে আলহামদুলিল্লাহ

  • @Sanj5114
    @Sanj5114 Год назад +2

    ❤❤❤🐓🐓🐓

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @moriam8042
    @moriam8042 Год назад

    ধন্যবাদ ❤❤❤❤❤

  • @akhilayan7098
    @akhilayan7098 8 месяцев назад +1

    বাচ্চা থেকে মা কে আলাদা করার কত দিন পর ডিম দেয়? প্লিজ জানাইবেন

    • @jowarfarming
      @jowarfarming  8 месяцев назад

      ১০ দিন এর মধ্যেই ডিমে চলে আসে

  • @anamulhoque-pe5rq
    @anamulhoque-pe5rq Месяц назад

    মুল কথা গুছিয়ে বললে ভিডিও ও উপস্থাপনা সুন্দর হয়

  • @shiluakter1613
    @shiluakter1613 Год назад +1

    খাচাগুলো কি কিনছেন

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      খাচা গুলো বানানো

  • @RaizIslam-ep3he
    @RaizIslam-ep3he 5 месяцев назад

    20 diner baccak alada korlo to bacca kanna korbe

  • @absarkamal
    @absarkamal Год назад +2

    আপু কেমন আছেন...?

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      আসসালামু আলাইকুম।
      ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ

  • @mdjanip1075
    @mdjanip1075 Год назад +1

    আপা এই খাচার মাপ কত?

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +1

      জানাবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করতে হবে প্লিজ

  • @ruksanakhatun8394
    @ruksanakhatun8394 Год назад +2

    আপু বাচচা গুলাকে কি লাইট দিতে হবে মা থেকে আলাদা করার পর

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      আবহাওয়া ঠান্ডা থাকলে বাতি জ্বালিয়ে দিতে হবে। আর আবহাওয়া স্বাভাবিক থাকলে দরকার নাই। শুধু লক্ষ্য রাখতে হবে যেন সেই ঘরে ঠান্ডা বাতাস বা বৃষ্টি না ঢুকতে পারে

  • @mdamdadulhoqe2794
    @mdamdadulhoqe2794 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @mdamdadulhoqe2794
      @mdamdadulhoqe2794 Год назад

      আমার মুরগির বাচ্চা ঝিমাচ্ছে বযস দের মাস অন্য কোন সমস্যা নাই শুধু জিমায় আর ফুলে বসে থাকে ৫ টা মারা গেছে এখন কি ওষুধ দিবো প্লিজ জানাবেন এখোনি

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      রেনামাইসিন দিয়ে দেখতে পারেন। ওদের মল কেমন হচ্ছে? মল খারাপ হলে কোন সাপ্লিমেন্ট দিয়েন না।
      আর কমেন্ট এর নিচে কমেন্ট না করে নতুন করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে সেটা সাথে সাথে নোটিফিকেশন আসে।

  • @dinakitchen723
    @dinakitchen723 6 месяцев назад

    খাঁচা গুলো কই পাওয়া যাবে

    • @jowarfarming
      @jowarfarming  5 месяцев назад

      এগুলো হাতে বানানো

  • @meshkathmuhammad6334
    @meshkathmuhammad6334 2 месяца назад

    মা থেকে এভাবে আলাদা করা ঠিক নয়😢😢😢

  • @tjduniya4230
    @tjduniya4230 Год назад +1

    Maa 100%parbe

  • @roksanayasmin1544
    @roksanayasmin1544 Год назад +1

    আপু খাচায় কি লাইট দেওয়া লাগবে??

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      না আপু, ঘরে লাইট দেয়া থাকবে।

  • @mohammadmostafijurrahmanra4715
    @mohammadmostafijurrahmanra4715 Год назад +1

    বাচ্চা বিক্রি
    হয়

  • @mdshofikul-yi7zn
    @mdshofikul-yi7zn Год назад +2

    আপা আপনার সাথে কথা বলতে চাই

    • @jowarfarming
      @jowarfarming  Год назад +1

      আপনার ফোন নাম্বার টা দিতে পারেন

    • @MsJaima-if2ie
      @MsJaima-if2ie Год назад +1

      আন্টি কথা বলতে চাই

  • @mdAlifkhan-dp4gj
    @mdAlifkhan-dp4gj 10 месяцев назад +1

    ঢ়।ংকশ হন

  • @anikanik1685
    @anikanik1685 Год назад +1

    মাথায় খোঁপা আছে এরকম মুরগি কি আছে আপনার কাছে

    • @jowarfarming
      @jowarfarming  Год назад

      না..... এমন মুরগি নাই