সিরাজুল আলম খান: ‘প্রত্যেকটা ঘটনার ভেতরেই রহস্য’ | Serajul Alam Khan | Ekattor Journal

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • সিরাজুল আলম খান: ‘প্রত্যেকটা ঘটনার ভেতরেই রহস্য’
    #সিরাজুল_আলম_খান #শারীরিক_জটিলতা #রাজনৈতিক_দল #জাসদ #physical_complications #political_parties #serajul_alam_khan #jasad #politician #political_analyst #philosopher #breakingnews #banglanews #latestnewsbd #ekattortv
    SUBSCRIBE | goo.gl/sNmTXy
    for latest news updates, sports news, ekattor shongjog, ekattor khelajog, banglar uddogta, daily bangla news, live bangla news, bangladeshi news, বাংলা নিউজ, বাংলা সংবাদ, সর্বশেষ সংবাদ, from Ekattor TV.
    ============
    Follow us on
    ============
    Facebook: / ekattor.tv
    RUclips Channel: / ch71tv
    Website: www.ekattor.tv
    Twitter: / ekattortv
    E-mail: ekattor.online@gmail.com
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Ekattor is the First TWO-WAY News and Current Affairs Television of Bangladesh with cutting-edge technology as well as excellence in contents. It's the First Full HD television of Bangladesh and pioneer in many other aspects of television industry of Bangladesh as well as South Asia region. The television marked its signature in broadcast journalism around the country and abroad.
    Connecting News and People is the USP of the Channel. Upholding the spirit of Liberation War of Bangladesh is the editorial position of the station.
    Ekattor Media Limited
    Bangabandhu Satellite Parameter:
    Satellite: BS1
    Orbital Position: 119.1 ͦ East
    Polarization: Horizontal
    Frequency: 4600MHz
    Modulation: 8PSK
    FEC: 2/3
    Symbol Rate: 30,000
    DVB-S2
    ======================
    WARNING ANTI PIRACY
    ======================
    This Content Is Original and Copyright Belongs To Ekattor Media Limited. Any Unauthorised Use, Reproduction, Redistribution Or Re-upload Is Strictly Prohibited Of This Material. Legal Action Will Be Taken Against Those Who Violate The Copyright and Usage Policy.

Комментарии • 54

  • @n.m.a9561
    @n.m.a9561 Год назад +7

    দাদা ভাই কে নিয়ে নোয়াখালীর সহ সারা দেশ গর্বিত।

  • @taufiquealamtusan
    @taufiquealamtusan Год назад +10

    আমার পিতা জনাব আমানুল্লাহ , সিরাজুল আলম খানের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এরশাদ আমলে তারা একটি আন্দোলন শুরু করেছিলেন, যার নাম ছিল 'উপমহাদেশ পুনরুজ্জীবন আন্দোলন ' অর্থাৎ উপমহাদেশের সমস্ত দেশ নিয়ে, ইউরোপিয়ান ইউনিয়নের আদলে, ভিসা মুক্ত একটি confederate সরকার গঠন করা। বেগম জিয়ার ক্ষমতা দখলের কিছুদিন পরেই তারা উভয়ই দেশদ্রোহিতার অপরাধে দণ্ডিত হয় ও প্রায় সাত মাস কারারুদ্ধ ছিলেন। এটিও তার জীবনের একটি রহস্য, যা আমি মনে করি জানানো উচিত। হয়তো ভবিষ্যতে কোনো দিক নির্দেশনা দিলেও দিতে পারে।

    • @prosaicniloy4166
      @prosaicniloy4166 8 месяцев назад

      আপনার বাবা বেঁচে আছেন?

    • @taufiquealamtusan
      @taufiquealamtusan 8 месяцев назад

      @@prosaicniloy4166 আমার বাবা ২০০৮ সালে মারা গিয়েছেন। উনি একসময় আওয়ামীলীগ ও করেছিলেন। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে ২১৩ পৃষ্ঠায় ওনার কথা লেখা আছে।

    • @taufiquealamtusan
      @taufiquealamtusan 8 месяцев назад

      @@prosaicniloy4166 আমার বাবা ২০০৮ সালে মারা গিয়েছেন।

  • @srtb6886
    @srtb6886 Год назад +8

    স্বাধীনতার মহান বীর সেনানী জনাব সিরাজুল ইসলাম সাহেবের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি, এবং তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি

  • @Mahmudulhasan-mu6en
    @Mahmudulhasan-mu6en Год назад +3

    সিরাজুল আলম ছিলেন মুক্তিযুদ্ধের রাজপুত্র... মুক্তিযুদ্ধে ছিল তার অসামান্য ভুমিকা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ও তার হাতে লেখা ।।

  • @bakernoble8573
    @bakernoble8573 Год назад +2

    সিরাজুল ইসলাম খান দাদা ভাই ছিলেন স্বাধীনতার বাতিঘর। ছিলেন বাংলাদেশ ছাএলীগের সাধারণ সম্পাদক।১৯৬২ সালে নিউক্লিয়াস নামের ছাএসংঘঠন তৈরী করে বেশ সাড়া ফেলে দেয়। উদ্দেশ্য ছিল বাংলাদেশ গঠন করে তিনি হবেন রাষ্ট্রপতি। আর এই বিষয়টা বুঝতে পারে শেখ মুজিবুর রহমান। ফলে ধন্দ তৈরী হয় তত্কালীন যুবলীগের সভাপতি শেখ ফজলুল হক মনির সাথে। পরে দাদা ভাই মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে। শেখ মুজিব রহমান রাষ্ট্রপতি হন।আমাদের এই মহানায়ক দলে তখন নায্য সম্মান পায়নি। এতেই দাদা ভাই মনে কষ্ট পেয়ে আবার জাসদ গঠন করে ১৯৭২ সালে। এই জাসদ রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টাও করে। যখন এত চেষ্টার পরেও হয়নি, তারপরেই দাদা ভাই চুপ হয়ে যায়।গুণীরা এমনি হয়। দাদা ভাই তুমি পরপারে ভাল থেকো। আর তোমার রেখে যাওয়া স্বজনদের যেন আল্লা উচচ সম্মানিত করে, এই দোয়া করি।

  • @khondkartowfiquehossain9345
    @khondkartowfiquehossain9345 Год назад +3

    বাঙালির মুক্তি সংগ্রাম এর প্রাণপুরুষ কিংবদন্তি দাদা

  • @LA113r
    @LA113r Год назад +3

    গভির শ্রদ্ধা। বীর মুক্তিযোদ্ধা দাদা ভাই।

  • @MizanurRahman-px8ie
    @MizanurRahman-px8ie Год назад +1

    বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন এবং তার সংস্পর্শে যারা এসেছেন তাদের অনেকেই গুরুত্বপূর্ণ হয়েছেন।
    যারা বঙ্গবন্ধুর সংস্পর্শ থেকে বঞ্চিত হয়েছেন তাদের শেষ পরিনতি ভাল হয় নি।

  • @nasimaliakhand366
    @nasimaliakhand366 Год назад +2

    সুবাস, মরহুম সিরাজুল আলম খান সম্পর্কে জানতে হলে ততকালীন পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাস ভালো ভাবে জানতে হবে। বিশেষ ভাবে 1960 থেকে 1971 ইং বছর গুলোতে ঘটে যাওয়া রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাস গুলো ভালো ভাবে জানতে হবে। মরহুম সিরাজুল আলম খানের জীবন বৃত্তান্ত জানতে হবে। মরহুম খান মফস্বল শহরের মধ‍্যবৃত্ত পরিবারে জন্ম নেওয়া খুবেই ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন ও দেশের নাম করা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র হিসাবে অধ‍্যায়ন করেছেন। তিনি আমেরিকার এক ভালো বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক ছিলেন। সারা জীবন সততা ও ন‍্যায় নীতিকে ধারন করেছেন। তার গবেষণার বিষয় বস্তু মানুষ, সমাজ, দেশ ও রাজনীতি। প্রচুর গবেষনা করেছেন ও লিখেছেন। 1962 ই সাল থেকে 1971 ইং সাল পর্যন্ত দেশের মেধাবী ছাত্র সহ ছাত্র সমাজকে, যুব সমাজকে ও শ্রমিক সমাজকে সংগঠিত করে রাজনৈতিক আদর্শে দীক্ষিত করে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা যুদ্বে অংশ গ্রহন করাতে সক্ষম হয়েছিলেন। সে সময়ের স্বাধিকার আন্দোলন, স্বায়ত্ব শাসনের আন্দোলন, গন আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ব সংগঠিত করে দেশের স্বাধীনতা অর্জনে যে বলিষ্ঠ নেতৃত্ব যারা দিয়েছিলেল তাদের অন্যতম মরহুম সিরাজুল আলম খান দাদা ভাই।

  • @wahidmahmud1436
    @wahidmahmud1436 Год назад +3

    সুভাষ চন্দ্র আপনি কি হাসানুল হক ইনু এবং শাজাহান খান সম্পর্কে একটু টাচ করবেন?

  • @riyadhhossain1987
    @riyadhhossain1987 Год назад +1

    এ পর্যন্ত যা শুনলাম তাতে বুঝলাম সিরাজুল আলম খান একজন রহস্য মানুষ ছিলেন। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে দেশের জন্যে তার ভূমিকা ভালো না খারাপ ছিলো এটা ক্লিয়ার হতে পারলাম না।

  • @rownaklitu5667
    @rownaklitu5667 Год назад +3

    ক্যাপ পরা ভদ্রলোক কে? সুভাষ সিংহ, মানুষ আর খুঁজে পেলেন না সিরাজুল আলম খানের উপর আলোচনা করতে সুভাষ দের মত মানুষদের আনতে হবে?

  • @faysalislam3559
    @faysalislam3559 Год назад +1

    Sir. Sirajul Alom khan is Hero real Hero. Our every bangladeshi need to read book name ami Sirajul alom khan .

  • @dewanazizulhaque9886
    @dewanazizulhaque9886 Год назад +1

    মুজিব বাহিনীর উদ্যোক্তা । অতঃপর অনেক অনেক অনেক ভালো মন্দ ইতিহাস।

  • @hasibbhuiyan8399
    @hasibbhuiyan8399 Год назад +1

    দাদা ভাই।❤

  • @mollamohiuddin6881
    @mollamohiuddin6881 Год назад +2

    এ দেশকে অনেক কিছুই দিয়েগেছেন,অথচ রাস্ট তাঁকে তাঁর প্রাপ্য সন্মানটুকু দিতে পারেনি।ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে,আল্লাপ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও( আমীন)

  • @md.obaidullah5545
    @md.obaidullah5545 Год назад +2

    Creation of jsd in October 1972 had very sharply divided herioc satra league into two groups and helped to destroy our fundamental spirit of our mukhtijudha struggle and because of that ante liberation forces had the opportunity to involve in politics of Bangladesh and ruled the country for 21 years and not only that they damaged our mukhtijudha struggle spirit and the whole nation is still suffering. Joy bangla Joy banghabandhu md obaidullah vir mukhtijudha

  • @sro356
    @sro356 2 месяца назад

    বাংলাদেশের স্বাধীনতার রুপকার হলেন সিরাজুল আলম খান

  • @mufassilislam
    @mufassilislam Год назад +1

    JSD was necessary to be formed as Rakkhi Bahini was formed on 1 Feb. 1972

  • @mdzafariqbalzafar6643
    @mdzafariqbalzafar6643 Год назад

    কি হবে আর। এত দিন পর

  • @ImamHossen-d5f
    @ImamHossen-d5f Год назад

    প্রসঙ্গ টা আকর্ষণীয় কিন্তূ ৭১ এবং সময় টিভি হলে দেখিনা। ঘেন্না লাগে। এর চেয়ে ফেসবুক অনেক ভালো

    • @jubaralammintu4897
      @jubaralammintu4897 Год назад

      মুক্তি যোদ্ধা মুক্তি যুদ্ধের ইতিহাস আপনাদের পীড়া দেয় মনে হয়।

  • @sayeedrashed4033
    @sayeedrashed4033 Год назад

    প্রত্যেকেই বাজে আলোচক🤮

  • @iqbalkhan-q4g
    @iqbalkhan-q4g 6 месяцев назад

    জনগনের নিকট ওনি সঠিক ছিলেন না

  • @anonymous2150
    @anonymous2150 Год назад

    নরকের কীট নরকে চইলা গেছে।

  • @ahsandipu6560
    @ahsandipu6560 Год назад

    আব্দুল মান্নান খুব ভাল বলেন কি এ বিষয়ে?

  • @Kid-n2p
    @Kid-n2p Год назад

    😢

  • @ataurmalik5480
    @ataurmalik5480 5 месяцев назад

    Ami jokhon class 1/2 te pori, Tokhon uni amader bashai chilen koik mash… ami Choto chilam .. unake daaktam “ meye-chacha “ boley.. oshombhob ador korten amader k. Tokhon to boozhi nai uni k chilen.. Ekhon boozhi

  • @sharazenin6327
    @sharazenin6327 Год назад +1

    Eder toh truth boler khomota emni,what they can say about sirajul Alan khan ,tara to govt. Mouth speaker ,sirajul alam khan is more dynamic than shekh mujib ,""jai bangla " is his creation .bogus people eder kano je talk show te and allah jane

  • @liakathossain6738
    @liakathossain6738 Год назад

    Aparipakka alochana

  • @পথিক-ণ৩য
    @পথিক-ণ৩য Год назад +3

    সিরাজুল আলম খান এবং জাসদ আমেরিকার সি আই এ এর এজেন্ট।

    • @nazmunnahar1908
      @nazmunnahar1908 Год назад

      Right

    • @srbanunz
      @srbanunz Год назад

      তবে,
      যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে মাত্র ৪/৫ মাসের মাথায় (রাষ্ট্রীয় ক্ষমতার ভাগ ও দলে শীর্ষ পদ না পেয়ে) বঙ্গবন্ধু এবং উনার সরকারের বিরুদ্ধে -
      স্বাধীনতা বিরোধীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে-মদদে - সর্বাত্মক বিরোধিতায় নেমে পরে চরম হটকারী দল জাসদ।
      এটি ছিল
      ক্ষমতা লোভী আর অসহিষ্ণু ছাত্রলীগের কিছু তরুন-তুর্কী এবং জাসদের স্রস্টা-নীতিপ্রণেতা-নেতারা,
      আর,
      বিশেষ করে মুখ্য তাত্ত্বিক নেতা - এক কালে বঙ্গবন্ধুর ভাবশিস্য ও পরে বিভ্রান্ত সিরাজুল আলম খানের চরম রাজনৈতিক ভুল ছিল!
      আর মাঠে ময়দানে - গরম গরম বক্তৃতা করে - ঐ বিশাক্ত গাছে পানি ও সার ঢেলে হৃষ্ট পুস্ত করেছিল -
      আরেক লোভী, নীতিহীন, দুর্নীতিবাজ, ধান্দাবাজ - আস ম রব!
      সেই বিশাল ভুল এবং পাপের শাস্তি -
      বঙ্গবন্ধুর মৃত্যুর পর এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরও,
      আমাদের এক কালের প্রিয় দাদা এবং জাসদের তৎকালীন প্রায় সব প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় নেতারা জীবন দিয়ে, অত্যচার নির্যাতন ভোগ করে - এখনও তার কাফফারা দিয়ে যাচ্ছেন!
      বঙ্গবন্ধু এবং উনার সরকারের কঠিন সময়ে তাঁর কাছ থেকে এত দ্রুত সরে আসা যথার্থ হয়েছিল কিনা তাও গভীরভাবে পর্যালোচনা প্রয়োজন, ভেবে দেখবার অবকাশ রয়েছে।
      যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে মাত্র ৪/৫ মাসের মাথায় (রাষ্ট্রীয় ক্ষমতার ভাগ ও দলে শীর্ষ পদ না পেয়ে) বঙ্গবন্ধু এবং উনার সরকারের বিরুদ্ধে কারা সর্বাত্মক ও সশস্ত্র বিরোধিতায় নেমে ছিল?
      একাত্তর পরবর্তীতে কারা লাখ লাখ তরুণ যুবাকে বিপথগামী করে যুদ্ধবিধ্বস্ত দেশকে আরও শ্মশানে পরিণত করেছিল! --
      কারা মুক্তিযুদ্ধের প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল --
      -- একদিন তার বিচার হবেই
      ইতিহাসের কাঠগড়ার মতো,
      আইনের কাঠগড়াতে একদিন তাদের বিচার হবেই হবে!
      তাই,
      নিজের চোখে দেখা এবং তাঁর অভিজ্ঞতা থেকেই যথার্থ ও যৌক্তিক ভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
      জাসদের ‘গুরু’ সিরাজুল আলম খান সব সময় যড়যন্ত্রের সঙ্গেই ছিলেন!
      আর,
      যে জাসদ বঙ্গবন্ধু সরকার উৎখাতে তারা অদম্য ভূমিকা রেখেছিল -
      সেই জাসদ এবং সেই দলের নেপথ্য নেতা এবং জাসদের স্রস্টা (এবং বিনাশ কারীও) ভণ্ড অকৃতজ্ঞ - বাংলাদেশের রাজনীতিতে - অন্ধকার যুগের স্রষ্ঠা হিসেবেই সিরাজুল আলম খান ভাই চিহ্নিত হয়ে থাকবেন।

    • @monirulkarim6429
      @monirulkarim6429 11 месяцев назад

      yes ofcourse it's true